এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ০৩ আগস্ট ২০০৯ ২৩:৩৫ | 198.82.2.178
  • বদগুণ আর দোষ কি এক? মানে কোনো ফাইন লাইন আছে কিনা মনে হলো হঠাৎ।
  • rokeyaa | ০৩ আগস্ট ২০০৯ ২৩:৩৫ | 203.110.246.230
  • অপ্পনদাদের কোংপানী কি আবাপও রাখে না? তালে মোছো কি/কী দিয়ে?
  • a x | ০৩ আগস্ট ২০০৯ ২৩:৩০ | 143.111.22.23
  • যত বদগুণ গুলো আগে অ্যাডপ্ট করে। :-|
  • Arpan | ০৩ আগস্ট ২০০৯ ২৩:২৮ | 122.252.231.12
  • আমাদের কোংপানি তাহলে একটু সায়েব-ঘেঁষা। এমনি টাওয়েল, হাগার মগ এবং বালতি কিছুই রাখে না।
  • a x | ০৩ আগস্ট ২০০৯ ২৩:২৩ | 143.111.22.23
  • ও, কেসি আমি ভেবেছিলাম আপনি ওটা আপনি আলাদা পাঠিয়েছেন, কেননা আমি তো লিখেছিলাম যে কেউ চাইলে ঐ চিঠিটাই আলাদা করেও পাঠাতে পারে। মানে অনেকসময় ল্যাদ লাগে নিজে লিখে পাঠাতে, তাই একটা তৈরি চিঠি থাকলে সেটা পাঠানো সোজা। খেয়াল করিনি আপনি ঐ লিস্টিতেই ছিলেন। সেটা হলে ভারি মজার ব্যপার, কেননা আপনি শেষেও ছিলেন না, প্রথমেও না, মাঝামাঝি আপনার নাম। কুয়েতের প্রতি এই পক্ষপাতিত্ব হাইলি ইন্টেরেস্টিং ঃ-)
  • san | ০৩ আগস্ট ২০০৯ ২৩:২৩ | 123.201.53.130
  • পেপার টাওয়েল থাকে। রেগুলার তোয়ালে থাকে। হ্যান্ড ড্রায়ার থাকে। যার যা ইউজ করতে সুবিধে হয়। অনেককেই দেখেছি হ্যান্ড ড্রায়ার থাকলেও রেগুলার তোয়ালেতেই হাত মোছে। মুখও মোছে ঃ-)
  • a x | ০৩ আগস্ট ২০০৯ ২৩:১৯ | 143.111.22.23
  • আরে ধুর আপিসে তোয়ালে থাকবে এটাই আমার অবাক লাগছে! মানে একই তোয়ালে তে এত লোক হাত মুছবে! তার চেয়ে পকেট থেকে রুমাল বার করে হাত মোছা তো বেটার।
  • kc | ০৩ আগস্ট ২০০৯ ২৩:১৭ | 91.140.149.20
  • অক্ষকে,
    এবার থেকে কোনো প্রতিবাদ পত্র পাঠাতে হলে, "অন্তর্নাথে বাঙলা ভাটাও কমিটি" বা এই রকম কোনো নাম দিয়ে পাঠানো ভাল। চিঠি পাঠাল সবাই মিলে, লিখল শুধু একজনের নাম। খুব বিরক্ত লাগছে।
    তবে একটা জিনিষ বোঝা গেছে, আবাপ এখন আম্রিগানদের পাত্তা কম দিচ্ছে। মধ্যপ্রাচ্যিয়দের বেশি দিচ্ছে।
  • san | ০৩ আগস্ট ২০০৯ ২৩:১৭ | 123.201.53.130
  • আপিসে তোয়ালে থাকবেনা? তৃতীয় বিশ্ব বলে এত অপমান ? ঃ-(
  • Arpan | ০৩ আগস্ট ২০০৯ ২৩:১৬ | 122.252.231.12
  • ইনফিতে রিসেশনটাইমে তোয়ালে রাখত। এই অফিসে ঘোর দুর্দিনেও পেপার টাওয়েল সরায়নি। লিখেছে পারলে ওগুলো কম ইউজ করে হ্যান্ড ড্রায়ার চালাতে।
  • a x | ০৩ আগস্ট ২০০৯ ২৩:১৪ | 143.111.22.23
  • অপিসে তোয়ালে থাকে? মানে রেগুলার তোয়ালে? সবাই তাতে হাত মুছত এতদিন?

    বকরা কে এটা ভালো প্রশ্ন। কখনও ব্যাচেলর/ব্যাচেলরেট, যখন লাস্ট ম্যান স্ট্যাডিং রিফিউস টু গো ডাউন। কখনও দর্শক যখন বিয়েটা আল্টি আর হয়না। বিয়ে শাদী দিয়ে মধুরেণ সমাপয়েৎ না হলে দর্শক খুব মুষড়ে পরে, কেউ যেন তাদের ধোঁকা দিয়ে গেল।
  • d | ০৩ আগস্ট ২০০৯ ২৩:০৪ | 117.195.32.96
  • অ্যাল! ভাটে চলে এসেছে!
  • d | ০৩ আগস্ট ২০০৯ ২৩:০৩ | 117.195.32.96
  • পুণেতে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। আমাদের আপিসের একজনেরও সন্দেহ করা হচ্ছে। অফিসে কি সতর্কতা! বাপস!! সমস্ত রেস্ট রুম থেকে যাবতীয় তোয়ালে সরিয়ে নিয়েছে। আমাদের মেল করেছে হাঁচিকাশি হলেই যেন অ্যাডমিনকে জানাই। ওরা এসে খোলা ট্র্যাশক্যান বদলে ঢাকনি দেওয়া ক্যান দিয়ে যাবে। এমনকি আশেপাশের কারো হাঁচিকাশি হচ্ছে দেখলেও যেন দায়িত্ব নিয়ে খবর দিয়ে দিই।
  • rokeyaa | ০৩ আগস্ট ২০০৯ ২২:৪৬ | 203.110.243.21
  • আজ্জোদা কি বাজারে আছো?
  • pi | ০৩ আগস্ট ২০০৯ ২২:৪৩ | 128.231.22.89
  • আমার গলায় ফসিল্‌স এর গান !
    রোকেয়া বিবি কি এটা মস্করা কল্লো ? ঃ(
  • pi | ০৩ আগস্ট ২০০৯ ২২:৪২ | 128.231.22.89
  • বকরাটা কে হয় ? ঃ)
  • rokeyaa | ০৩ আগস্ট ২০০৯ ২২:৪০ | 203.110.243.21
  • পাই দি কি কঠিন কঠিন সব গান গায়!
    পাইদি-র গলায় ফসিল্‌সএর গান শোনার ইচ্ছে রইলো।
  • a x | ০৩ আগস্ট ২০০৯ ২২:৩৮ | 143.111.22.23
  • এই রাখী সাওয়ান্তের কেসটা কি? এখানে ব্যাচেলর/ব্যাচেলরেট বলে একটা অসহ্য টাইপের জিনিস হয়, সেরকম? মানে একটি পুরুষ বা নারী, ঈদের বকরার মত বসে থাকে আর এ ও সে এসে তাকে ইম্প্রেস করে। কাকে বিয়ে করবে ব্যাচেলর বা মেয়ে হলে ব্যাচেলারেট। যে শেষ দুইএ কিন্তু আল্টি না, তাকে নিয়ে আবার পরের সেশনে। এইভাবে লেস, লেসার, লেসারার হতে হতে...

    কিন্তু এখানে তো সেলিব্রিটিদের দিয়ে হয়না, এইটা করার পর তারা সেলিব্রিটি হয়।
  • dipu | ০৩ আগস্ট ২০০৯ ২২:২৯ | 59.164.232.192
  • যাঃ। রাখী সাওন্তের ও বিয়ে হয়ে গ্যালো। ফোঁস্‌স্‌স্‌স্‌স
  • d | ০৩ আগস্ট ২০০৯ ২১:৩৮ | 117.195.32.96
  • ইন্ডিয়াপ্লাজা। বেশ ভাল সার্ভিস।
  • Samik | ০৩ আগস্ট ২০০৯ ২১:৩৩ | 219.64.11.35
  • অনলইন ইংরেজি বই কেনার ভালো সাইট কী? ইন্ডিয়াতে।
  • dipu | ০৩ আগস্ট ২০০৯ ২১:৩০ | 59.164.232.192
  • ভেজা ফ্রাই যেখান থেকে টুকেছে সেই ফরাসি সিনেমাটা পেইচি।
  • a x | ০৩ আগস্ট ২০০৯ ২১:২৫ | 143.111.22.23
  • দ, থ্যান্‌কু থ্যান্‌কু।
  • d | ০৩ আগস্ট ২০০৯ ২১:১৩ | 117.195.32.96
  • পুণের ধারেকাছে ছাতার মাথা কোন ভাটুরেই থাকে না।
  • Samik | ০৩ আগস্ট ২০০৯ ২১:১৩ | 219.64.11.35
  • মেয়েটার এন্থু হিংসে করার মত। আগের দিন মাঝরাতে ইউপির একটা খাটারা স্টেটবাসে করে মথুরা থেকে বাড়ি ফিরেছে। পরদিন সকালে হুই ফরিদাবাদ থেকে উজিয়ে এসেছে নয়ডা, আবার ফেরৎও গেছে।
  • d | ০৩ আগস্ট ২০০৯ ২১:১০ | 117.195.32.96
  • আইয়ো! রেশমী শাড়ি পরেছে!!
  • Samik | ০৩ আগস্ট ২০০৯ ২১:০৭ | 219.64.11.35
  • আর বিরানব্বই নম্বরী ব্ল্যাঙ্কের পাড়ার ছেলে।
  • Tim | ০৩ আগস্ট ২০০৯ ২১:০২ | 198.82.2.178
  • দীপু সত্যি সত্যি পাঁচ ছটা এগারো মুখে মুখে গুণ করে? কিউব রুট কষে দ্যায়? দশমিক সংখ্যার ৫ অবধি পাওয়ার বলে দিতে পারে ৪-৫ সেকেন্ডে? !!
  • d | ০৩ আগস্ট ২০০৯ ২০:৫৯ | 117.195.32.96
  • আমার পিকাসাতেও তানিয়া ফেভারিটসে আছে। তবে তার চেয়ে সোজা উপায় হল, তানিয়া অর্কুটে আমার বন্ধু। সেখন থেকে ওর প্রোফাইলে গেলেই ওর পিকাসার লিঙ্ক পেয়ে যাওয়ার কথা।
  • Samik | ০৩ আগস্ট ২০০৯ ২০:৫৯ | 219.64.11.35
  • ঃ-) সাম্পান এখন তো অনেক বড়ই। সাঁঝের থেকে বছর দুয়েকের বড়। তবে কাল আমি একাই গেছিলাম। মেয়ের সাথে সাম্পানের দেখা হয় নি।
  • d | ০৩ আগস্ট ২০০৯ ২০:৫৭ | 117.195.32.96
  • বেথে, সাম্পান কি এখনও অনেক বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে ভাব করে সাঁঝকে পাত্তা দিতে চায় না ? নাকি এখন খেলতে নেয়?
  • Samik | ০৩ আগস্ট ২০০৯ ২০:৫৫ | 219.64.11.35
  • আমার পিকাসাতে তানিয়াকে ফেভারিটে অ্যাড করা আছে। যদি খুলতে পারো তো আমার সাইট থেকে তানিয়ার সাইটে পৌঁছে যেতে পারো।
  • Samik | ০৩ আগস্ট ২০০৯ ২০:৫৪ | 219.64.11.35
  • ইন্টেলি,

    তানিয়া tan নয়।

    দমু,

    ফরিদার সাথে কাল সারাটাদিন কাটল। রেশমীও এসেছিল। বেশ মস্তি হল।
  • d | ০৩ আগস্ট ২০০৯ ২০:৫৩ | 117.195.32.96
  • না না সর্বনাশ! তানিয়া "তানিয়া' নামেই লেখে। অনেকদিন দেখছি না। তানিয়া এটা দেখলে একটু টুকি করে যেও তো।
  • Tim | ০৩ আগস্ট ২০০৯ ২০:৫২ | 198.82.2.178
  • ব্ল্যাংকি পোট্রেটও ব্যাপক তোলে। ভালো ছবির থ্রেডে আছে সেসব মনে হয়।
  • intellidiot | ০৩ আগস্ট ২০০৯ ২০:৪৭ | 220.225.245.130
  • ব্ল্যাংকির ছবি দেখেছি। তবে ওর পিকাসাওয়েবে যা আছে সেগুলো। ল্যান্ডস্কেপ ব্ল্যাংক অসাধারন তোলে। তানিয়া কি tan নাম নিয়ে লেখেন? এনার ছবি দেখিনি।

    আর দদির সাথে গলা মিলিয়ে দ্রি এর কাছে এই আমি ২য় দাবী রাখলাম, ছবি নিয়ে একটা আলোচনা লেখার (প্রথম আবেদনটা "শেয়ার মার্কেট ফর ডামিজ' এর জন্য ছিল) ঃ-)
  • d | ০৩ আগস্ট ২০০৯ ২০:৪৫ | 117.195.32.96
  • ফরিদা এসে বেশ কটা মণিমুক্তো ছড়িয়ে গেছে দেখছি। কোথায় যে থাকে আজকাল!
  • intellidiot | ০৩ আগস্ট ২০০৯ ২০:৪২ | 220.225.245.130
  • শমীকদা, কয়েক পিস মানে হাতে গোনা খান দশেক। মাতাজী আবার একখানা চ্যপ্টা মতন একখান বাক্স তৈরি করিয়েছেন দেখালাম। শেষ কয়েকপিস বাঁচিয়ে রাখার জন্য ঃ-)

    আর এখন মাঝে মাঝে কাজের ফাঁকে টুকটাক গিম্পে মকশো করি। বেশ ভালো টুল আঁকাআঁকির জন্য।
  • d | ০৩ আগস্ট ২০০৯ ২০:৩৮ | 117.195.32.96
  • ইপ্পির ছবির তো কথাই হবে না। তুমি ব্ল্যাঙ্কির ছবি দেখো নি খোকা? কিম্বা তানিয়ার? অ্যাকচুয়ালি দ্রি যদি ইপ্পি, ব্ল্যাঙ্কি, তানিয়ার ছবি নিয়ে একটা আলোচনা লিখতেন ---- তো বড়ই ভাল হইত।
  • intellidiot | ০৩ আগস্ট ২০০৯ ২০:৩২ | 220.225.245.130
  • দদি, ভাল লেগেছে শুনে আমারো ভাল লাগলো ঃ-)

    আর পাইদি কী দুরন্ত ছবি তোলেন... সেই "রেসিডেন্ট অফ ফোরথ কোয়াডর‌্যান্ট' টার তো কোন তুলনাই নেই। এমন কম্পোজিশন। সিম্পলি অসাধারন...
  • Samik | ০৩ আগস্ট ২০০৯ ২০:৩০ | 219.64.11.35
  • বাড়িতে এখনও কয়েক পিস পড়ে আচে? যাক, তা হলে আশা আছে।
  • d | ০৩ আগস্ট ২০০৯ ২০:২৪ | 117.195.32.96
  • * পতাকা
  • d | ০৩ আগস্ট ২০০৯ ২০:২৪ | 117.195.32.96
  • আরে ইন্টেলিকে আমি ইপ্পির প্রোফাইলে আবিষ্কার করলাম। তারপর গিয়ে ওর আঁকা ছবিগুলো দেখে এলাম। পাতাকার মধ্যে রোবিন্দোনাথখান আমার বেশ পছন্দ হল।

    অক্ষ, মেইল চেকাও।
  • intellidiot | ০৩ আগস্ট ২০০৯ ২০:২২ | 220.225.245.130
  • দেখা যায় না... ওসব অদৃশ্য... কি চাপ রে ভাই ঃ-(

    আমি এককালে সখের আঁকিয়ে ছিলুম, সে অতীত। বেশিরভাগই বন্ধুরা নিয়ে চলে গ্যাছে একেক সময়ে... বাড়িতে এখন পড়ে আছে কয়েকপিস। তাও যেগুলো কারোর পছন্দ হয়নি, সেগুলি... :-(
  • samran | ০৩ আগস্ট ২০০৯ ২০:২০ | 117.99.175.38
  • ২৪পাতা। শুধু বুলবুলভাজা তো নয়। অনেক কিছুই তো আছে। কুটকচা৯, খবরোলা, আলোচনা, টুকরো খবর, খবর্নয়। শমীকের ধারাবাহিক আছে, লা জবাব দিল্লি।

    শমীক, আমি জানতাম না সেটা।
  • Samik | ০৩ আগস্ট ২০০৯ ২০:১৯ | 219.64.11.35
  • ইন্টেলি, হুতো, মেল চেকাও।
  • rabaahuta | ০৩ আগস্ট ২০০৯ ২০:১৪ | 121.241.111.12
  • ইন্টেলির আঁকা ছবি দেখতে চাই... ও ইন্টেলি, কোথায় দেখা যায়?
  • intellidiot | ০৩ আগস্ট ২০০৯ ২০:১৩ | 220.225.245.130
  • উত্তর এসে গ্যাচে অলরেডি...

    হ্যাঁ হ্যাঁ, এই আমাদের রবাহুত... এক্কেবারে দুরন্ত...
  • Samik | ০৩ আগস্ট ২০০৯ ২০:১৩ | 219.64.11.35
  • না বস্‌, এখনও আসে নি। এলে তো দেবই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত