এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২৮ জুলাই ২০০৯ ১৫:২৯ | 65.194.243.232
  • ব্ল্যাংকিকে বললাম।
  • Blank | ২৮ জুলাই ২০০৯ ১৫:২৮ | 170.153.65.102
  • সয়েন্টিফিক রিগিং হলে!!!
  • Arpan | ২৮ জুলাই ২০০৯ ১৫:২৮ | 65.194.243.232
  • তখন বললেই হবে জয়েন্ট দিয়ে আসুন।
  • Arijit | ২৮ জুলাই ২০০৯ ১৫:২৭ | 61.95.144.123
  • *খতম*

    তবে সেটা ট্রান্সপারেন্ট হত না। লোকে বাওয়াল দিত। প্রমাণ কি যে ওই প্রোগ্রামটা "রিগড' নয়?
  • Blank | ২৮ জুলাই ২০০৯ ১৫:২৬ | 170.153.65.102
  • মোটেও ফেয়ার না। ৫০০ অ্যাপ্লিকেন্ট যদি অ্যালগরিদম বুঝতে চায় !!!
  • Blank | ২৮ জুলাই ২০০৯ ১৫:২৬ | 170.153.65.102
  • দু দিন চ্যাঁ চ্যাঁ করে এসেচি। সেকেন দিন আবার আমাকে রসগোল্লা খাইয়েচে। সেটা চ্যাঁ চ্যাঁ থামাবার জন্য কিনা বুঝি নাই ....
  • Arijit | ২৮ জুলাই ২০০৯ ১৫:২৫ | 61.95.144.123
  • আমি তো তাই ভাবছিলুম। প্রোগ্রামটা লিখতে পনেরো মিনিট, চলতে কয়েক সেকেণ্ড - কাম খতন - অনেক বেশি ফেয়ার। শুধুমুধু চার ঘন্টা নষ্ট...
  • Arpan | ২৮ জুলাই ২০০৯ ১৫:২৪ | 65.194.243.232
  • এই ব্যপার? একটা র‌্যান্ডম নাম্বারের প্রোগ্রাম লিখে দিলেই হত। এক থেকে হাজার অব্দি নাম্বার র‌্যান্ডমলি জেনারেট করবে। প্রোজেক্টারে লোকজন দেখত।
  • san | ২৮ জুলাই ২০০৯ ১৫:২০ | 121.50.4.34
  • বানানবিপ্লবীর বেহালাবিপ্লব ক্যামন চলছে?
  • Arijit | ২৮ জুলাই ২০০৯ ১৫:১৫ | 61.95.144.123
  • একখান বালতির মধ্যে হাজারটা টোকেন ফেলেছিলো - অ্যাপ্লি নম্বর। চারশো থেকে ছশো অবধি টোকেনগুলো মাঝামাঝি জায়গায় - কম নম্বরগুলো আরো নীচে, বেশিগুলো ওপরে। এবার বালতিটাকে উল্টে উল্টে ঝাঁকানো হল - মিক্সিং - যেহেতু অনেকগুলো টোকেন, প্রপার মিক্সিং তো হবে না - ওই মাঝেরগুলো মাঝামাঝি জায়গাতেই থাকবে - খুব বেশি হেরফের হবার কথা নয়। অ্যাপ্লিক্যান্টদের মধ্যে থেকেই লোকজন গিয়ে একটা করে টোকেন তুলছে - তারা একবার করে হাত ঘুরিয়ে একটা তুলছে - একদম ওপর থেকেও কেউ তুলবে না, একদম নীচে কারো হাত পৌঁছবে না - অর্থাৎ মাঝামাঝি জায়গা থেকে ম্যাক্সিমাম টোকেন উঠছে। চারশো থেকে ছশোর মধ্যে খান পঞ্চাশেক টোকেন উঠেছে - তার মধ্যে বেশির ভাগই আবার পাঁচশো থেকে ছশোর মধ্যে। ওপরের আর নীচের দিকের গ্রুপগুলো থেকে কম। একদম বেল কার্ভ।

    আইডিয়ালি একটা স্ফেরিক্যাল বলের মধ্যে ফেলে সেটাকে কন্টিনিউয়াস ঘোরানো উচিত।
  • Arpan | ২৮ জুলাই ২০০৯ ১৫:১০ | 216.52.215.232
  • যাহ্‌!

    কী কারণ শুনি।
  • Arijit | ২৮ জুলাই ২০০৯ ১৫:০৬ | 61.95.144.123
  • কাল না, আজ। এই তো ঘুরে এলুম - মানে চার ঘন্টা নষ্ট করে এলুম। সবচেয়ে কাছাকাছি এসেছে ১৯৯ - আমার ছিলো ২০৫। ডিস্ট্রিবিউশনটা ট্যাবুলেট করলে বেল কার্ভ পাবেই পাবে। তার একটা কারণ ভেবেচিন্তে আবিষ্কার করলুম।
  • d | ২৮ জুলাই ২০০৯ ১৪:৫৩ | 144.160.5.25
  • চেনা অচেনা যাবতীয় শাকেদের মিক্সিতে ব্লেন্ডিয়ে লেবুর রস আর বীটনুন দিয়ে খেতে মন্দ লাগে না।
  • rokeyaa | ২৮ জুলাই ২০০৯ ১৪:৩৮ | 114.142.141.42
  • দ-দি, বা পাই দি, বিকেলের আগে, মানে আর ঘন্টাখনেকের মধ্যে একটা ফোন করতে পারবে? আমি মেইল খুলতে পারছি না।
  • san | ২৮ জুলাই ২০০৯ ১৪:১৬ | 121.50.4.34
  • আমরা তো আজকাল সব্জি ডাল মাংস সবই পাতি সেদ্ধ করে খাচ্ছি। সেদিন রুইমাছ অব্দি জাস্ট কয়েক ফোঁটা তেল বুলিয়ে গ্রিল করে খেয়েছি। খারাপ লাগে নি।

    এমনকি রোজ বাড়িতে অচেনা অজানা শাকেদেরকে পাতি জলে সেদ্ধ করে খাওয়া হয়। আমি অবশ্য সেসব খাই না, দেখলেই ক্যামন ক্যামন লাগে। উফ্‌ফ।
  • Arpan | ২৮ জুলাই ২০০৯ ১৪:১৩ | 216.52.215.232
  • পাওয়ার বারের ফান্ডাটা কীরকম? কত টাকাই বা কেজি? ;-)
  • dipu | ২৮ জুলাই ২০০৯ ১৪:০৫ | 207.179.11.216
  • আপিসে কিছু লোক বাড়ি থেকে বাঁধাকপি সেদ্ধ করে আনে। লাঞ্চের সময় দুঃখীমুখ করে চিবোয়। ক্যান্টিনের খাবার খায় না।
  • Arpan | ২৮ জুলাই ২০০৯ ১৪:০৩ | 216.52.215.232
  • অরিজিত, কাল ভারতীয়ম খুঁজে পেয়েছিলে?
  • Arpan | ২৮ জুলাই ২০০৯ ১৪:০২ | 216.52.215.232
  • ধনেপাতা এক বড় বান্ডিল পাঁচটাকায় পাওয়া যাচ্ছে। ক'দিন আগেও দ্বিগুণ দাম ছিল। ঃ)
  • r | ২৮ জুলাই ২০০৯ ১৪:০১ | 125.18.104.1
  • একটা জিনিষের দাম বাড়ায় আমার পোচ্চুর আনন্দ হয়েছে। ধনেপাতা নাকি একশ আশি টাকা কিলো। হ্যা হ্যা হ্যা হ্যা.... ঃ-))))
  • san | ২৮ জুলাই ২০০৯ ১৪:০১ | 121.50.4.34
  • আরে ধুস। রেস্তোরাঁয় নির্ঘাৎ স্যুপে মাখন বা ক্রিম দেয়। সেসব খাবার চেয়ে ডাইরেক্ট বিরিয়ানি খেলেই হয় ঃ-)))

    কিন্তু আমি জিগ্গেস করছিলাম র‌্যাটাসদা টিম লাঞ্চ বা লোকের বাড়ি গেট টুগেদারে খায় কি? আমার কথা নয়, আমি তো ঠিক এসব বর্জন করি নি। কম ফ্যাট খাচ্ছি এই যা।
  • r | ২৮ জুলাই ২০০৯ ১৩:৫৯ | 125.18.104.1
  • তবে মেয়ো ছাড়া স্যালাড, আর মাখন ছাড়া সুপ।
  • Samik | ২৮ জুলাই ২০০৯ ১৩:৫৬ | 219.64.11.35
  • অরিজিৎ, ডাক্তার আমাকেও ঐ তিনটে অপশন দিয়েছিল। মধ্যপন্থা অবলম্বন করেছিলাম। মেয়ের জ্বর আসে নি আর।
  • r | ২৮ জুলাই ২০০৯ ১৩:৫৪ | 125.18.104.1
  • পাস্তায় কার্ব আছে। স্যালাড খাবে, সুপ খাবে, সেদ্ধ মাছ-মাংস থাকলে খাবে।
  • san | ২৮ জুলাই ২০০৯ ১৩:৫৩ | 121.50.4.34
  • পাস্তা তো পুরোটাই কার্ব ঃ-)
  • Arpan | ২৮ জুলাই ২০০৯ ১৩:৫২ | 65.194.243.232
  • আম্রিকানমতে অলরেডি হয়ে গেছে। জুলাইয়ের আট তারিখে।
  • Arpan | ২৮ জুলাই ২০০৯ ১৩:৫০ | 65.194.243.232
  • স্যালাড আর পাস্তা খাবে। আর বাকিদের প্লেটে নজর দেবে।
  • san | ২৮ জুলাই ২০০৯ ১৩:২৭ | 121.50.4.34
  • *খুঁজে বার করা
  • san | ২৮ জুলাই ২০০৯ ১৩:২৭ | 121.50.4.34
  • মানে কার্ব থাকবে না তেলমশলা থাকবে না চিনিও থাকবে না এমন খাবার টিম লাঞ্চে বার করা তো চাপ !
  • san | ২৮ জুলাই ২০০৯ ১৩:২৫ | 121.50.4.34
  • এই অপ্পন, এই শুকুরবার ফর্চুনে টিম লাঞ্চ। (বাকিদের জন্য ঃ যেখানে অন্য অন্য সুখাদ্যের সঙ্গে দিব্যি কচুর আচার খেয়েছিলাম)

    আচ্ছা, র‌্যাটাসদা এইসব টিম লাঞ্চ ফাঞ্চ গুলোতে কি করে ?
  • r | ২৮ জুলাই ২০০৯ ১৩:১৭ | 125.18.104.1
  • এইটা পেলামঃ

    On August 7, 2009

    At 12hr 34 minutes and 56 seconds on the 7th of August this year, the time and date will be

    12:34:56 07/08/09

    1 2 3 4 5 6 7 8 9
  • r | ২৮ জুলাই ২০০৯ ১২:৫৫ | 125.18.104.1
  • আমি বাড়ি থেকে হাঁটা লাগালাম। কামালগাজি কানেক্টর দিয়ে পাঁচ মিনিট মত হাঁটার পর ঢালাই ব্রিজ অবধি অটো পেলাম- ছজন যাত্রী, মাথাপিছু দশ টাকা। ঢালাই ব্রিজ থেকে বাসে রুবি। তারপর তো ঠিকই আছে।
  • Arpan | ২৮ জুলাই ২০০৯ ১২:৫৩ | 65.194.243.232
  • কত ইচ্ছে ছিল বাড়ি গিয়ে কেষ্টপুরের খালে লঞ্চ চড়ব। (ভেনিস যাবার তো পয়সা হবে না আর)

    তো, সেও শুনলাম কাদা ফাদায় আটকে বিতিকিচ্ছিরি অবস্থা হয়েছিল। এখন নাকি তুলেই দিয়েছে।
  • Arpan | ২৮ জুলাই ২০০৯ ১২:৫০ | 65.194.243.232
  • লংডন হতে চলেছে!
  • Bhuto | ২৮ জুলাই ২০০৯ ১২:৩৭ | 203.91.193.7
  • গত শুক্রবার এখানে ভলভো চালিয়েছে, টিভিতে দেখলাম। আহা বেঙ্গালুরুর স্মৃতি ফিরে এলো। আমি কত চড়তাম। আমার বাস পাস ছিল। ইনফ্যাক্ট আছে। এখানেও চড়বো ও ও ও। আমি যে রুটে আসি সেটাতে নাকি গোটা ২৫ ভলভো দেবে। কে জানে সত্যি কিনা। কবে দেবে তাও জানিনা। হে হে ।
  • Blank | ২৮ জুলাই ২০০৯ ১২:২৬ | 170.153.65.102
  • রঙ্গন দা কি আপিস এলে !!
    আমি কত কষ্ট করে আপিস এলুম আজ, ট্রেনে চড়ে ঃ(
    সোনারপুরে বন্ধ
  • Bhuto | ২৮ জুলাই ২০০৯ ১১:০৯ | 203.91.193.7
  • পরাণটা থাকবে তো? সে গ্যারান্টী দিয়েছে কি?
  • Arijit | ২৮ জুলাই ২০০৯ ১০:৪৯ | 61.95.144.123
  • তবে আমি তো আগে যাইনি ভ্যাকসিনেশনের জন্যে - আমার বউ বল্ল সিস্টেমটা কি - ডাক্তারের বয়ানঃ একটা কম দামে হয়, তাতে জ্বর আসবেই। একটা মাঝারি দামে, তাতে জ্বর আসতেও পারে, নাও আসতে পারে। একটা একটু বেশি দামে - তাতে গ্যারান্টীড জ্বর আসবে না।
  • Arijit | ২৮ জুলাই ২০০৯ ১০:৪০ | 61.95.144.123
  • এম এম আর তো স্ট্যান্ডার্ড - সেও হাজার না কত যেন!
  • Bhuto | ২৮ জুলাই ২০০৯ ১০:৩৮ | 203.91.193.7
  • ** আমার কি হবে?
  • Bhuto | ২৮ জুলাই ২০০৯ ১০:৩৭ | 203.91.193.7
  • আমাদের কি হবে? পেটে তো বিদ্যেও নাই, খামু কি করে এরপরে? হায় হায় দুটো হাতুড়েগিরি করে এদ্দিন খাচ্ছিলাম সহ্য হলো না?

    বেঙ্গালুরু থাকতে কত ছুটি লুটোপুটি খেত, পুজোতে ১৫ দিন ছুটি নিয়েও ছুটি ল্যাপস করতো। আর এখানে হতচ্ছাড়া একটা ছুটি বন্ধে মার হয়ে গেল।
  • kc | ২৮ জুলাই ২০০৯ ১০:৩৬ | 213.132.250.2
  • আমি যতটা জানি, চিকেনপক্সের ভ্যাকসিনটা স্ট্যান্ডার্ড ভ্যাকসিনের মধ্যে নয়। তাই অত দাম। ওগুলো এনলাইটেন্ড বাবামায়েদের জন্য। ঃ)
  • Arijit | ২৮ জুলাই ২০০৯ ১০:১৮ | 61.95.144.123
  • এর পরেও এবার ডিফেন্স আর স্বাস্থখাতে অনুপাতটা কত যেন?
  • Arijit | ২৮ জুলাই ২০০৯ ১০:১৫ | 61.95.144.123
  • সবচেয়ে অবাক হলাম এখন ভ্যাকসিনেশনের চার্জ দেখে - চিকেন পক্সের ভ্যাকসিন হল দেড় হাজার। এগুলো তো স্ট্যান্ডার্ড ভ্যাকসিনেশন - নয় কি? এরকম খরচ হলে লোকজন দেবে কি করে? পাবলিক হেলথও কিরকম দামী জিনিস হয়ে গেছে। এর চেয়ে পুঁজিবাদী বিলেতে এনএইচএস ভালো - ডাক্তার দেখাতে বা বাচ্চাদের ভ্যাকসিনেশনে চার্জ নেই।
  • Arijit | ২৮ জুলাই ২০০৯ ১০:০৮ | 61.95.144.123
  • সেদিন ডাক্তারের কাছে যাচ্ছি - তিনোমুলের মিছিল যাচ্ছিলো - অত্যাবশ্যক পণ্যের দাম বাড়ছে কেন বুদ্ধ ভটচাজ জবাব দাও বলতে বলতে। থাকতে পারলুম না - বল্লুম "ওরে পাঁঠা, জিনিসের দাম কেন বাড়ে সেটা ভালো করে জেনে আয়' - জোরে জোরেই। শুনতে পেয়েছে কিনা জানি না। বেঁচে যখন আছি তখন মনে হয় পায়নি। কিন্তু ডিসপেন্সারীর ভিতরে যে ওষুধ দেয় (আমাকে ছোটবেলা থেকে চেনে) সে আমি ঢুকতেই বল্ল - ওরে ওরকম বলিসনি...সে শুনলো কি করে?

    আলু কিনেছি দিন তিনেক আগে - ষোল করে। পটলও ষোল। হাইট হল কাঁচালঙ্কা - দিল্লীতে আগে কাঁচালঙ্কা ফিরিতে দিত সব্জি বাজারে - এখানে এখন একশো করে কিলো!
  • Samik | ২৮ জুলাই ২০০৯ ০৯:৩৪ | 122.162.236.63
  • যাঃ, সবাই এক্ষসাইটেড হয়ে গেল?
  • dipu | ২৮ জুলাই ২০০৯ ০৯:১৫ | 207.179.11.216
  • হাইলি এক্ষসাইটিং ঃ-)
  • Samik | ২৮ জুলাই ২০০৯ ০৯:১৩ | 122.162.236.63
  • কাল তো দিল্লি নয়ডা বানভাসি হয়ে গেছে ঘন্টাচারেকের বৃষ্টিতে। কুড়ি মিনিটের রাস্তা এক ঘন্টায় ফিরেছি কাল রাতে, মাঝে দেড় কিলোমিটার কোমরজলে বন্ধ হয়ে যাওয়া মোটরসাইকেল ঠেলতে ঠেলতে।
  • d | ২৮ জুলাই ২০০৯ ০৮:১১ | 117.195.40.64
  • আর আমি যে ৩ মাস আগেই পাঠিয়ে বসে আছি!!
  • Ishan | ২৮ জুলাই ২০০৯ ০৪:১৯ | 12.163.39.254
  • শিগির পাঠাও। কিন্তু আমি আবার কবে থেকে পাল্লিনের দাদা হলাম?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত