এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • intellidiot | ২১ জুলাই ২০০৯ ১২:৫৮ | 220.225.245.130
  • আর সেই কাবলি দার বাড়িতে যে ভাটের কথা ছিল, তার কি হল?
  • dipu | ২১ জুলাই ২০০৯ ১২:৫৪ | 207.179.11.216
  • আজকে বুঝি সল্লেকে লাইভ ভাট হচ্ছে? কেউ একজন ক্যামেরা নিয়ে যেও।
  • Bhuto | ২১ জুলাই ২০০৯ ১২:৫২ | 59.93.176.216
  • অয়ন, তুই অ্যাডভান্স ট্যাব এ ক্লিক করে নে, vuze এর নোর্মল স্ক্রিনটা কালো মার্কা কনফুসিং। তারপর টরেন্ট সাইট খুঁজে তাতে পছন্দের ছোটো সাইজের কিছু বের করে 'download torrent' এ ক্লিক করে , ওপেন করে অন স্ক্রিন ইন্সট্রাকশন ফলো কর। আমাকে তো ওখানকার ফোন নাম্বারটা এখনো পাঠাস নি। বলতেও পারবো না।

    vuze তো অনেকদিন বেরিয়েছে, আমি ইউজ করতাম বছরখানেকের ও বেশি আগে,মনে হয় ২০০৭ এর শেষে।
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১২:৪৩ | 61.95.144.123
  • এবার বন্ধুদের কাছ থেকে বা নেট থেকে টরেন্ট ফাইল নামাও - যেমন ধরো হাফ ব্লাড প্রিন্সের এক বা একাধিক .torrent আছে - সেরকম একটা নামিয়ে ভিউজ বা মিউটরেন্টে লোড করে দাও - আসল মুভি ফাইলটা নামতে থাকবে। নির্ভর করে কটা সীড আছে তার ওপর। বিটটরেন্ট নিয়ে জানতে চাইলে উইকিতে দ্যাখো - ভালো লেখা আছে।
  • a | ২১ জুলাই ২০০৯ ১২:৪০ | 59.161.82.37
  • এই টরেন্ট জিনিসটা আমি ভালো বুঝি না। ঠিক কি করলে কি হয় কেউ এট্টু বোঝাবে? মানে আমি ভিউজ নামালুম, ইন্‌স্‌টল করলুম। এবার কি?
  • Blank | ২১ জুলাই ২০০৯ ১২:৩৮ | 170.153.65.102
  • হ্যা অন্নপ্রাশনের পর নতুন নাম হলো vuze
  • Bhuto | ২১ জুলাই ২০০৯ ১২:৩৩ | 59.93.176.216
  • এই একটুস কাজে কম্মে , এখন আবার টেরেনিং চলছে। জানিনা বের করে দেবে বলে শিখিয়ে পড়িয়ে ছাড়ছে , না ছাড়বে না বলে শেখাচ্ছে ঃ(
  • intellidiot | ২১ জুলাই ২০০৯ ১২:৩০ | 220.225.245.130
  • বাঃ বাঃ, আজকাল যে এদিকে আসাই হয়না!! কি ব্যাপার?
  • Bhuto | ২১ জুলাই ২০০৯ ১২:২৮ | 59.93.176.216
  • ওরে আমি এলাম
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১২:২৮ | 61.95.144.123
  • অ - azeurus-এর সাথে অনেক নতুন ফিচার জুড়ে ভিউজ হয়েছে!
  • d | ২১ জুলাই ২০০৯ ১২:২১ | 121.245.2.226
  • ঈশান না শমীক ব্রাত্যকে ধরে টানাটানি করছে?
  • san | ২১ জুলাই ২০০৯ ১২:১৮ | 121.50.4.34
  • হুম। এখানেই লিখি। বিড়ির ধোঁয়া এবং অ্যাজমার অ্যাটাক প্রসঙ্গে 'ছিঁচকাঁদুনি গাওয়া' লেখার জন্য আমার পক্ষ থেকে কিছু ক্যাল পাওনা হল সায়ন্দার।
    এছাড়া, বেশ ভালই জমেছে।
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১২:১৭ | 61.95.144.123
  • মানে হাফ ব্লাড প্রিন্স আমি ফের শুন্য থেকে শুরু করতে চাই না - ৫৪% নেমে রয়েছে যেঃ-( তাইলে এর পরেরগুলো ভিউজ দিয়ে করবো।
  • dipu | ২১ জুলাই ২০০৯ ১২:১৭ | 207.179.11.216
  • আরে না না। চার পাঁচটা একসাথে ডাউনলোড করো। সবগুলো যোগ করে ঐ ৪৮ এ পৌঁছবে। মানে যদি Total available bandwidth ইউজ করতে চাও।
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১২:১৫ | 61.95.144.123
  • কিন্তু আমার অর্ধেক নামানো ফাইলগুলো কি হবে? ভিউজ সেগুলো নামিয়ে দেবে?
  • dipu | ২১ জুলাই ২০০৯ ১২:১৩ | 207.179.11.216
  • ৪০ স্পিডে ডাউনলোড আর আপলোড হলে আর মেশিন দিনে দশ ঘন্টা চললে মাসে ৮০ জিবির বেশি হয়।
  • Blank | ২১ জুলাই ২০০৯ ১২:১২ | 203.99.212.224
  • অজ্জিত দা
    vuze ইউজ করো। আমি দেখেছি vuze এ ডাউনলোড স্পীড বেশী হয়।
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১২:১০ | 61.95.144.123
  • হুঁ - সারা রাত চালিয়ে রেখে 1.3 জিবি ফাইলের ৫৪% নেমেছে। দীপু মাসে ৭৫ জিবি নামায় কেং কোয়ে?

    অবিশ্যি বেশির ভাগ টরেন্টই বাজে। uTorrent-এর ম্যানুয়ালে যে স্ল্যাকওয়্যারের টরেন্টটা ইউজ করতে বলে টেস্ট করার জন্যে সেটাতে কনসিস্টেন্টলি ২৫-৩০ কেবিপিএস (বড় হাতের বি) পাই। মুভি নামাতে গেলে নর্মালি দশের কম, কখনো কখনো বেড়ে ২০-২৫ হয়ে যায়, ফের কমে যায়।
  • dipu | ২১ জুলাই ২০০৯ ১২:০৮ | 207.179.11.216
  • ওটা ডাউনলোড-আপলোড যোগ করে ৭৫ জিবি। অঙ্কের খাতায় ৭৫ জিবি দিব্বি সম্ভব। কিন্তু আমার মোটেও ৭৫ জিবি টপকাতোনা। টাটাওলাদের বদমাইসি।
  • h | ২১ জুলাই ২০০৯ ১২:০৬ | 206.195.19.51
  • ইশান তুমি কী ভুল করে একবার উৎপল দত্তের কল্লোলের সংগে ব্রাত্য বসুর নাটকের তুলনা করে ফেল্লে। মানে এই ক্যানসেল ট্যানসেল গুলো, যদি হয়ে থাকে, না হলে এটা করতে পারতে কী ঃ-) তবে মহান সাহিত্য ছাড়া ছাপা যাবে না, এই পলিসি আবার নিয়ে ফেলো না, তাইলে তো আমি বাদ পড়বো, বড় কষ্টে ব্রাত্য বাবুর শো ক্যানসেলের গল্পটা সত্যি ধরে নিয়ে নিন্দে করছি রে বাপ, মধ্য মেধার দায় ;-)
  • intellidiot | ২১ জুলাই ২০০৯ ১২:০৫ | 220.225.245.130
  • কিন্তু এফেক্টিভ ডাউনলোড স্পিড যা পাওয়া যায় তাতে কি মাসে ৭৫ জিবি ডাউনলোড করা সম্ভব? কি জানি...
  • h | ২১ জুলাই ২০০৯ ১২:০১ | 206.195.19.51
  • মায়াবতী-কংগ্রেস বিতর্কটাও এই মানের ই কি আর করা যাবে।
  • dipu | ২১ জুলাই ২০০৯ ১২:০০ | 207.179.11.216
  • উহা ফেয়ার ইউসেজ পলিসি নামক একপ্রকার গ্যাঁড়াকল।
  • h | ২১ জুলাই ২০০৯ ১১:৫৯ | 206.195.19.51
  • সরি দমু। আমি বুঝিনি তুমি পো প্রশ্ন টা সিরিয়াসলি করেছো। ভেগোলোজি মনে গুল, এটা ঠিক শব্দ নয়, আমাদের সময়কার চালু কয়েনেজ।
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১১:৫৯ | 61.95.144.123
  • আনলিমিটেডের আবার লিমিট কি?
  • dipu | ২১ জুলাই ২০০৯ ১১:৫৮ | 207.179.11.216
  • টাটার লোকজন আমাকে পরপর দুমাস ফোং করে বল্ল আমি নাকি মাসে ৭৫ জিবির লিমিট টপকে যাচ্ছি। আপগ্রেড না কল্লে লাইন কেটে দেবে। আমি শেষবার বল্লুম তা দাও না, আমার ছেঁড়া যায়। বলে ঘ্যাম নিয়ে কেটে দিলুম। এখন এয়ারটেলের কানেকশন না পেলে আমার কি হবে? দুর্বৃত্ত টাটারা আমাকে চিনে রেখেছে, আর কানেকশন দেবে না।
  • intellidiot | ২১ জুলাই ২০০৯ ১১:৫৭ | 220.225.245.130
  • টাটা ইন্ডি একঘর সার্ভিস দিয়েছে। শুক্রবার ফোন করেছিলাম টাটাইন্ডির এনসিআরের নম্বরে, শনিবার লোক এসে ফর্ম ফিলাপ করে পয়সা নিয়ে গেল, আর রোব্বার বিকেলে লাগিয়ে দিয়েছে সেটাপ। ঝক্কাস...
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১১:৫৩ | 61.95.144.123
  • দুই হপ্তা তো - ওয়েট করো। বিএসএনএল আমাকে কানেকশন দিয়েছিলো প্রায় ছয় মাস পরে - ওদের নাকি নিয়ম হয়েছে ষাট মিটারের বেশি কেব্‌ল দেবে না। তবে ওরা দেরিতে হলেও দিয়েছে। এয়ারটেল উত্তরই দেয়নি। ওদের ফোংও কেউ ধরেনি। আমাদের ওদিকে এয়ারটেল মনে হয় দেয়ই না।
  • dipu | ২১ জুলাই ২০০৯ ১১:৫১ | 207.179.11.216
  • আচ্ছা। তাহলে ওই ফ্রি ১০০ মিনিটে যে কোনো এসটিডি ফোনে বাতচিত করা যাবে। এটা ভালো।

    কিন্তু হেথা এয়ারটেলের ব্যাপারস্যাপার দেখে বেশ ভয় করছে। দুসপ্তা আগে বলে এসেছি, এখনো কানেকশন দ্যায়নি।
  • intellidiot | ২১ জুলাই ২০০৯ ১১:৫০ | 220.225.245.130
  • টাটা ইন্ডিও কদিন ধরে মেল পঠাচ্ছে, এক্সট্রা ৪৯৯/- দিলে স্পিড ডাবল করে দেবে।

    আর এয়ারটেল আমার সাথে খুব বাজে ব্যাভার করেছে। টাকা পয়সা নিয়ে একসপ্তাহ ঝুলিয়ে রাখার পরে, গুচ্ছ খিস্তি দেবার পরে বল্ল আমার এলাকায় নাকি ওদের পোর্ট খালি নেই। তাই তারা কানেকশান দিতে পারছে না।
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১১:৪৯ | 61.95.144.123
  • এম্নি পাকা, বাকি বলে দেবোখুনি।
  • Arpan | ২১ জুলাই ২০০৯ ১১:৪৭ | 121.247.232.166
  • আমি কাটলাম। অরিজিত আমাকে বিকেলের মধ্যে কল করে দিও। দমুও আসতে পারে।
  • Arpan | ২১ জুলাই ২০০৯ ১১:৪৪ | 121.247.232.166
  • পাইসি!
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১১:৪৩ | 61.95.144.123
  • ধুর ও তো আমারও আপটু ২ এমবিপিএস - টরেন্ট দিয়ে নামে ম্যাক্স ২৫ কেবিপিএস (বড় হাতের বি)

    ইন্টেলি - পেয়েছি।
  • Samik | ২১ জুলাই ২০০৯ ১১:৪২ | 122.162.236.52
  • বল্লাম তো লোকাল ন্যাশনাল সব কল ১ টাকা পার মিনিট। মানে লোকাল এসটিডি দুইই।
  • Samik | ২১ জুলাই ২০০৯ ১১:৪২ | 122.162.236.52
  • আমার ৮৯৯ প্ল্যান। আনলিমিটেড। সেইটা বেড়ে হল ১০৯৯। বেস বৃদ্ধি দুশো। ট্যাক্স ধরে আড়াইশো মত।
  • san | ২১ জুলাই ২০০৯ ১১:৪২ | 121.50.4.34
  • টিকিট পেলে?
  • Samik | ২১ জুলাই ২০০৯ ১১:৪১ | 122.162.236.52
  • ট্যাক্স ধরে ২৫০ এক্সট্রা।
  • Samik | ২১ জুলাই ২০০৯ ১১:৪০ | 122.162.236.52
  • ২৫ সেপ্টেম্বর সপ্তমী।
  • Arpan | ২১ জুলাই ২০০৯ ১১:৪০ | 121.247.232.166
  • মানে অতিরিক্ত ২৫০ + অতিরিক্ত ট্যাক্স?
  • dipu | ২১ জুলাই ২০০৯ ১১:৪০ | 207.179.11.216
  • শমীকদা, তোমার প্ল্যানটার নাম কি? আনলিমিটেড? আর ঐ ১০০ টাকার ফ্রিতে এস্টিডি ও করা যাবে তো? আমি ৮৯৯ এর প্ল্যানটার জন্য কথা বলে এসেছি, এখনো ব্যাটারা কোনো সাড়াশব্দই করছে না ঃ-((
  • intellidiot | ২১ জুলাই ২০০৯ ১১:৩৭ | 220.225.245.130
  • অরিজিতদা মেল পাইলে?

    আর একটা ইনফো চাই, দুগ্গোপূজোর তারিখটা এগজ্যাক্টলি কবে বটেক?
  • Samik | ২১ জুলাই ২০০৯ ১১:৩৭ | 122.162.236.52
  • আমায় এয়াট্টেল ফোন করে ইন্টার্নেটের স্পিড বাড়িয়ে দিল। আড়াইশো টাকা এক্সট্রা নেবে মাসে। মানে যা বিল আসতো তার থেকে আড়াইশো বেশি।

    দুশো ছাপ্পান্ন কেবিপিএসের বদলে তিনশো সত্তর কেবিপিএস। রাত ১০টা থেকে সকাল ছটা ১ এম্বিপিএস। রোববার সারাদিন ১ এম্বিপিএস। সাথে লোকাল ন্যাশনাল সমস্ত কল এক টাকা পার মিনিট। ল্যান্ডলাইন থেকে। ১০০ টাকার কল ফ্রি। প্রতি মাসে।
  • shrabani | ২১ জুলাই ২০০৯ ১১:৩৬ | 124.30.233.101
  • দুরন্ত বৃষ্টি নেমেছে, একটুও কাজ করতে ইচ্ছে করছেনা। টিম কেন যে গোয়েন্দাগল্পটা তাড়াতাড়ি লিখছে না, বসে বসে পড়া যেত!ঃ(
  • Samik | ২১ জুলাই ২০০৯ ১১:৩৫ | 122.162.236.52
  • দিল্লির টাকে আজ আকাশ ভেঙে পড়েছে। পাগলা বিষ্টি হচ্ছে।

    খিচুড়ি বসালাম।
  • intellidiot | ২১ জুলাই ২০০৯ ১১:২৯ | 220.225.245.130
  • উফ্‌ কি বুড্ডি ;-)
  • dipu | ২১ জুলাই ২০০৯ ১১:২৮ | 207.179.11.216
  • প্লেসমেন্ট আপিসে সক্কলের মেইল আইডি চেয়েছিলো। আমাদের ক্লাসের এক ছোঁড়া অতি উৎসাহে পাসওয়ার্ডও দিয়ে দিয়েছিল।
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১১:২৭ | 61.95.144.123
  • কাল সারা রাতে হাফ ব্লাড প্রিন্স ৫৪% নেমেছে। আজ ফের চালিয়ে দেবো বাড়ি গিয়ে।
  • dipu | ২১ জুলাই ২০০৯ ১১:২৬ | 207.179.11.216
  • আমি ভাবলুম মেইল আইডি ওইটা কিনা খোঁজ নেবে।
  • intellidiot | ২১ জুলাই ২০০৯ ১১:২৬ | 220.225.245.130
  • ওক্কে, থ্যাংকস ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত