এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১৮ জুলাই ২০০৯ ১৪:০১ | 61.95.144.123
  • কি যেন নামটা - এফ৯ দিয়ে সব উইন্ডোগুলো সাজিয়ে দেয়...ওটা বহুত ভালো। আর লেপার্ডে তো আলাদা আলাদা চারটে ওয়ার্কস্পেস দিয়েছে - সোলারিসের আদলে।

    ব্ল্যাংকি - বহুত খুব। ভদ্রলোক শুনেছি দারুন শেখান।
  • Blank | ১৮ জুলাই ২০০৯ ১৩:২১ | 203.99.212.224
  • ম্যাকে আমার কোটি কোটি অ্যাপ্লি এক সাথে চলে। কিস্যু হয় না কখনো। আর কি সুন্দর এক পুটকিতে সব দেখতে পাই।
    ম্যাকের মতন ইউজার ফ্রেন্ডলি আর কিস্যু হয় না।
  • Blank | ১৮ জুলাই ২০০৯ ১৩:১২ | 203.99.212.224
  • ও অজ্জিত দা, সোম্বার থেকে বেউলো শিখবো আব্রাহাম মাজুমদারের ইস্কুলে
  • pi | ১৮ জুলাই ২০০৯ ১২:১৭ | 72.83.196.134
  • আমার S1IS এর lcd তো ওরম কোনো সমিস্যে করেনি। এমনিতে তার কোনো মাথার ব্যামো ট্যামো ছিলো না। অনেকদিন পজ্জন্ত।
    তারপত্র বার কতক অতলান্তিক পারাপারের পর lcd প্যানেল ফোর্থ জুলায়ের ফায়ারওয়ার্কস শো দেখাতে শুরু করে।
    আমার ধারণা ওটা বারমুডা ট্র্যায়াংগেলের এফেক্ট।

    sx100IS এখনো সেরকম কোনো খেল দেখায়নি।
    শুধু ম্যাক্রোটা ভাল না।
    আর, ফ্ল্যাশটা কাজ করেনা। কেনা ইস্তক।
    কিন্তু আমি ফ্ল্যাশ তেমন ব্যবহার করিনা বলে আর গা করিনি ফেরত পাঠাবার ঝামেলা ঘাড়ে নিতে।

    sx10IS যেটুকু যা নাড়াচাড়া করেছি,দিব্য।
  • Arijit | ১৮ জুলাই ২০০৯ ১২:০৯ | 61.95.144.123
  • কাল ছেলেমেয়ের চোখ দেখানো হল - ঋতির ডান চোখে ডেল্টা করে squint আছে বলেছে - একজন অপ্টোমেট্রিস্টকে দেখাতে হবে, সে রিপোর্ট দিলে ট্রিটমেন্ট শুরু হবে - সম্ভবতঃ এখন থেকেই নাকের ওপর একটা গয়না পরতে হবে। আমার দিদির প্রায় একই কেস - দশ মাস থেকে গয়না পরছে।
  • Arijit | ১৮ জুলাই ২০০৯ ১২:০২ | 61.95.144.123
  • বোঝো - TOI ইপেপার প্রথম পাতা - কাল অ্যাম্বুলেন্সও টাকা নিয়ে ট্যাক্সির কাজ করেছে!
  • Arijit | ১৮ জুলাই ২০০৯ ১২:০১ | 61.95.144.123
  • তা তো জানি না! তবে এডিটরকে অ্যাড্রেস করেই লেখা উচিত। আর কালকের বুবুভা/কূক এরকম কিছু করা যাবে?
  • a x | ১৮ জুলাই ২০০৯ ১১:৫৯ | 76.247.247.218
  • from our bureau মানে কি? এটা কি ডিরেক্টলি সম্পাদকের আন্ডারে?
  • a x | ১৮ জুলাই ২০০৯ ১১:৫৮ | 76.247.247.218
  • পাঠাও। উদ্যোগ নিয়ে ড্রাফট কর।
  • Arijit | ১৮ জুলাই ২০০৯ ১১:৫৭ | 61.95.144.123
  • ছবিটা দেখে আমার ওই টিপিক্যাল হিন্দি ফিলিমের "চুড়িয়াঁ পহেন লে' গোছের ডায়লগ মনে পড়লো।
  • Arijit | ১৮ জুলাই ২০০৯ ১১:৫৬ | 61.95.144.123
  • কেউ লিখবে না, লিখলেও ছাপা হবে না। বরং নিজেরাই একটা গণচিঠি পাঠাই চলো।
  • a x | ১৮ জুলাই ২০০৯ ১১:৫৪ | 76.247.247.218
  • এবং ছবির তলায় আবার তার চেয়েও অধিক ঝাঁটের "অ্যাপলজি"। কেউ না কেউ নিশ্চয়ই লিখবে এই নিয়ে এডিটরকে।
  • Arijit | ১৮ জুলাই ২০০৯ ১১:৫৩ | 61.95.144.123
  • সেটাই তো কোশ্চেন - ক্লিপিংস আছে মানে প্রমাণ আছে - তো যেই হোক, তাদের ধরতে কিসে আটকায়?
  • a x | ১৮ জুলাই ২০০৯ ১১:৫১ | 76.247.247.218
  • হ্যাঁ এটা দেখেছি। অতি ঝাঁটের।
  • a x | ১৮ জুলাই ২০০৯ ১১:৫১ | 76.247.247.218
  • যারা সিঙ্গুরে গিয়ে বাড়ির ছাদে, মাঠে মহিলাদের বেধরক পিটিয়েছে তাদের ছবিও তো উঠল। কোনো পুলিশকে ধরা হয়েছে বলে তো শুনিনি।
  • Arijit | ১৮ জুলাই ২০০৯ ১১:৪৭ | 61.95.144.123
  • আচ্ছা এই যারা বাস টাস ভাঙে, পোড়ায়, গাড়ি ভাঙে - তাদের তো ছবি উঠছে - এই ক্লিপিংসগুলো নিয়ে তাদের পরে ধরা হয় না কেন?
  • Binary | ১৮ জুলাই ২০০৯ ১১:৪৬ | 70.64.22.24
  • সাবধান অরিজিত, সেন্টু দেওয়া মিষ্টি খাওয়াবে ঃ))) সল্লেকে পাওয়া যায় নাকি ?
  • Arijit | ১৮ জুলাই ২০০৯ ১১:৪০ | 61.95.144.123
  • আমার তো আজ আপিস। আর এই টেকনোর আশেপাশে দোকানই নেই তো মিষ্টি। জে-২ ঢের ভালো ছিলোঃ-(
  • d | ১৮ জুলাই ২০০৯ ১১:৩৭ | 59.161.183.54
  • আহা সেন্টু খায় না, মিষ্টি খাওয়াবো চলো।
  • arjo | ১৮ জুলাই ২০০৯ ১১:২৭ | 24.42.203.194
  • কার কার যেন ওয়াসিম আক্রমকে ভালো লাগে।

    http://www.veoh.com/browse/videos/category/sports/watch/v880849BNXC8Tpc#watch%3Dv1221898ajb3pBsk

    এখানেই ১৯৮৫ র বেনসন হেজেসে নিউজিল্যান্ডের অ্যাগেইনস্টে কপিল আর বেঙ্গসরকারের পার্টনারশিপ্টাও আছে।
  • Arijit | ১৮ জুলাই ২০০৯ ১১:২৭ | 61.95.144.123
  • আমি একটু সেন্টু খাবো ভাবছিলুম - তাপ্পর খেলুম না। দমু আর কি জানে কি ভাবে চলছি... ঃ-(
  • Binary | ১৮ জুলাই ২০০৯ ১১:২৪ | 70.64.22.24
  • তাতে সমস্যা কি ? ডেল বা এইচপি কে একটু 'ফেয়ার-অ্যান্ড-লাভলি' মাখালেই হবে .... ম্যাক কম্পারেবল ।
  • Tim | ১৮ জুলাই ২০০৯ ১১:২১ | 71.62.2.93
  • Beauty is in the .... ঃ)
  • d | ১৮ জুলাই ২০০৯ ১১:১৮ | 59.161.183.54
  • ল্লেহ্‌
    ঈশান অপ্পনের ল্যাপীরা তো দেখতে ভাল নয়। মানে অজ্জিতরা তো তাই বলে।
  • a x | ১৮ জুলাই ২০০৯ ১১:১৬ | 76.247.247.218
  • ঈশান, অপ্পনকে দেখতে ভালো না?
  • Binary | ১৮ জুলাই ২০০৯ ১১:১৬ | 70.64.22.24
  • অরিজিত যথারীতি আছে, অরিজিতেই, সেই ম্যাক-স্যাভি। ঃ)))
  • Arijit | ১৮ জুলাই ২০০৯ ১১:১১ | 61.95.144.123
  • আমি যেন ন্যাড়াদার ইনস্টলার ম্যাকে টেস্ট করে দিইনিঃ-(

    ওপেন আপিসের প্লাগইনের ইনস্টলারটা অর্ধেক লিখে ছেড়ে দিয়েছিলুম ঠিকই - কারণ তখন ফেরার ব্যাপার ছিলো, আর এখানে এসে কিছুই করিনি - তা বলে এই সব বলবে? আমি আমার গোটা থিসিস আর এক্সপেরিমেন্ট চালানো, ছবি আঁকা, কোডিংএর অর্ধেক সব করেছিলুম ওই ম্যাক থেকে। হুঁ।
  • Binary | ১৮ জুলাই ২০০৯ ১১:১০ | 70.64.22.24
  • হ্যাঁ, আমিও সেইজন্যই ভেবে দেখেছিলুম , একটু আধটু বেরেক নেওয়া ভাল, পরে আর পরিস্কার করার ঝামেলি থাকেনা, আল্টিমেটলি সেই রামে-ই তো ফিরতে হবে।
  • d | ১৮ জুলাই ২০০৯ ১১:০৮ | 59.161.183.54
  • আহা অত তক্কের কি আছে! বড় বড় বাণীর জন্য ম্যাক খুব ভাল। দেখতে ভাল, বলতে ভাল .... ইত্যাদি। উদাঃ অজ্জিত, ব্ল্যাঙ্কি। আর নানারকম কাজ কত্তে হলে ডেল/এইচ পি/লেনোভো ইত্যাদি, সাথে উইন্ডোজ। উদাঃ ঈশান, অপ্পন ইত্যাদি।
  • Arijit | ১৮ জুলাই ২০০৯ ১১:০৭ | 61.95.144.123
  • নৈর্ব্যক্তিক (বানানটা কি ঠিক হল - জেবনে প্রথমবার লিখলুম) কম্প্যারিজনের জন্যে "এক্স ভার্সাস এক্সপি বলে সার্চালে একটা ভালো সাইট পাবে। মাইক্রোসফট রেডমণ্ডে কাজ করা এক বন্ধুর সাজেশনের পাশাপাশি এই সাইটটাই আমাকে ম্যাকের দিকে ঠেলেছিলো।
  • arjo | ১৮ জুলাই ২০০৯ ১১:০৬ | 24.42.203.194
  • আজ না আমি বুর্জোয়া মতে ওয়াইন খাচ্ছি। এই অবস্থায় রামের ছড়া লেখা রামের প্রতি অবমাননা। ও আমি পারবনি।ঃ))

    হ্যাঁ এবারে পোস্কার করতেই হবে। অন্ধকার ঘরে একই কিতে দু তিনবার চাপ দিতে গিয়ে ভুলেই যাচ্ছি গেলাসটা কোনদিকে রাখলাম। এই করতে গিয়ে কার্পেটে রেড ওয়াইন পড়লে কেলো।
  • Binary | ১৮ জুলাই ২০০৯ ১১:০৬ | 70.64.22.24
  • ছুটি লইছিলাম মাত্তর এক হপ্তা। তার সঙ্গে শনি-রবি, এই আর কি । আসলে বহুদিন পরে আবার পথে এসেছি, শুক্কুরবারের বোতোল-টোতোল ... তাই কবতে চাই।
  • Arijit | ১৮ জুলাই ২০০৯ ১১:০২ | 61.95.144.123
  • ওই হল - কে না জানে অক্ষদা যে কোন অথরিটির বিরোধী;-)

    তুমি হয়তো আগের প্রবলেমগুলো দেখেছ - মানে বছর আষ্টেক আগে অবধিও ম্যাকে কিছু প্রবলেম ছিলো (OSX 10.*-এর আগে) - তখন তো প্রায় সবই সিপ্লাসপ্লাস অ্যাপ্লি হত - একটা মেমরি ডিরেফারেন্সিং বাগের জন্যে ক্র্যাশ/হ্যাং অনেককিছু হত। ওপেন ডারউইনে যাওয়ার পর থেকে সেসব ইতিহাস।
  • arjo | ১৮ জুলাই ২০০৯ ১১:০২ | 24.42.203.194
  • বাইনারীদা, লম্বা ছুটি ছিল দেখি। নইলে এত ট্যুর? গেল হপ্তায় লিখেছি। কানাডিয়ান রকি দেখে যেতে ইচ্ছে করছে। দারুন তো।
  • a x | ১৮ জুলাই ২০০৯ ১১:০১ | 76.247.247.218
  • হ্যাঁ হ্যাঁ ল্যপির কিবোর্ডের চাবি খুলে, তলা থেকে চুল, মুড়ি, চানাচুর, বিস্কুট, গায়ের ও মাথার চামড়া কিম্বা খুস্কি, সব বার করা যায়। শক্তি থাকলে আর "নখের নীচে জমে থাকা" ইত্যাদি লিখতনা।
  • a x | ১৮ জুলাই ২০০৯ ১০:৫৮ | 76.247.247.218
  • আরে বাধ্য মানে, এদেশে আসার আগে তো হাতে কম্পু পাইনি। এদেশে এসেই ম্যাকই পেলাম, পিসি কি জিনিস তো অনেক পরেই জানলাম। কাজেই কোনো কম্প্যারিসন ছাড়াই বাধ্য হতে হয়েছিল।
  • Binary | ১৮ জুলাই ২০০৯ ১০:৫৮ | 70.64.22.24
  • আজ্জো, অনেকদিন ছড়া ল্যাখো নাই ....
  • Arijit | ১৮ জুলাই ২০০৯ ১০:৫৭ | 61.95.144.123
  • ল্যাপির কীবোর্ডের চাবিগুনো খুলে ফেলা যায়? আপিসের ল্যাপি বলে এক্সপেরিমেন্ট করতে ভয় পাচ্ছি। ইউনিতে ডেস্কটপের কী-গুলো একবার খুলে ফেলে সাবানজলে ধুয়েছিলুম। ল্যাপিটারও একবার ধোলাইয়ের দরকার।
  • Tim | ১৮ জুলাই ২০০৯ ১০:৫৭ | 71.62.2.93
  • আমি বছর দুয়েক কাজ করেছিলাম, কাজের জন্য খুব একটা খারাপ লাগেনি। তবে আমার পার্সোনাল কম্পু হিসেবে এখনও হয়ত উইন্ডোজই চাইবো। মানে যতদিন টানা যায় আর কি! ঃ)
  • arjo | ১৮ জুলাই ২০০৯ ১০:৫৪ | 24.42.203.194
  • আরে না, কি বোর্ডটা দেহ রাখছে মনে হয়। আর ঢুকুঢুকু শুরু করব কি শেষ করার সময় হল তো।
  • Arijit | ১৮ জুলাই ২০০৯ ১০:৫৪ | 61.95.144.123
  • বাধ্য হয়ে করতে হয়েছে তো - তাই জন্যে;-)

    আমারটা পাঁচ বছর হল মনে হয় এই মে মাসে। কোনো কমপ্লেন নাই। একটা ছাড়া - অ্যাপল ওই আমি কেনার কিছুদিন পর থেকেই পাওয়ারপিসি বন্ধ করে দিয়েছে - ল্যাপিতে। ওর পর থেকেই ইন্টেল ম্যাক এনেছে - আর এখন নতুন অনেক অ্যাপ্লি শুধু ইন্টেল ম্যাকের জন্যে - যেমন ওয়াইনের একটা ডারউইন ভার্সন...
  • a x | ১৮ জুলাই ২০০৯ ১০:৫১ | 76.247.247.218
  • আর্য কি ঢুকুঢুকু শুর করে দিয়েছ, হাত পা নিজে নিজে কিবোর্ডে ঘুরে বেড়াচ্ছে? ঃ-))

    অরিজিৎ আমাকে বাধ্য হয়ে ৭ বছর ম্যাকে কাজ করতে হয়েছে, আমার অভিজ্ঞতা একেবারে যা বললাম।
  • Arijit | ১৮ জুলাই ২০০৯ ১০:৫১ | 61.95.144.123
  • বরং এই নতুন লেনোভোতে অনেক প্রবলেম হয় - এক তো কার্সর যখন তখন লাফিয়ে এখানে ওখানে চলে যায় - লেখা মুছে যায় ওই জন্যে। তাপ্পর যখন এক জিবি ছিলো তখন মেল, ওয়ার্ড, ভিসিও, ফায়ারফক্স একসাথে চালালেই বসে যেত। দুই জিবি করার পর সেটা একটু কমেছে। কিন্তু এখন হঠাৎ হঠাৎ মাউস আটকে যায় - তখন মাউস খুলে ফুঁ দিয়ে ফের লাগালে আবার চলে...
  • ar5999jo | ১৮ জুলাই ২০০৯ ১০:৪৯ | 24.42.203.194
  • না না ডেল, এইচপি - মধ্যবিত্তের ল্যাপি। ডেলটা এট্টু ভারী কিন্তু সুবিধা আছে শীতকালে রুমহিটারের কাজ করে। কিন্তু ৫০০ ডলারে নেমে যায়। ওদিকে ম্যাক ১৫০০। তিনগুন দামের জন্য একগুন পারফরম্যান্স ত্যাগাই যায়।
  • Arijit | ১৮ জুলাই ২০০৯ ১০:৪৮ | 61.95.144.123
  • কই আমার তো থামে না! আমি লেটেক, আপিস, entourage, আইমুভি, সাফারি, ফায়ারফক্স কত্ত চালিয়ে কাজ করেছি/করি!!!
  • Tim | ১৮ জুলাই ২০০৯ ১০:৪৭ | 71.62.2.93
  • ঃ-)))
  • a x | ১৮ জুলাই ২০০৯ ১০:৪৬ | 76.247.247.218
  • গ্র্যাফিক্সের কাজ না করলে, ম্যাক কিসে ভালো? যখন তখন হ্যাং করে যায়। একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন চালানোই মুশকিল। জাগুয়ার বুঝি যখন তখন রাস্তায় থেমে যায়? চালাইনি তো জানিনা।
  • Arijit | ১৮ জুলাই ২০০৯ ১০:৪৬ | 61.95.144.123
  • না, শুধু ইন্টারফেস নয় - পারফরম্যান্সও আছে। আমার চার বছরের পুরনো পাওয়ারবুক ১ জিবি র‌্যাম আমার আপিসের নতুন লেনোভো ২ জিবি র‌্যামের চেয়ে ঢের ভালো চলে। লিটারেলি। তাছাড়া সিকিউরিটি, স্টেবিলিটি - ওপেন ডারউইনের ওপর তৈরী বলে *nix-এর ফীচারগুলো আছে। কিছু অ্যাপ্লি - যেমন ফটো/ভিডিও/সাউণ্ড এডিটিং-এ ম্যাকের জুড়িদার নাই - সেটা নিয়ে অনেক লেখাপত্তর আছে। আমিও যখন কিনেছিলুম ওই ভিডিও এডিটিং করবো ভেবেই কিনেছিলুম - মানে একটা বড় কারণ ছিলো। করা হয় নাই সে আলাদা কথা। বিল্লুদাও আপিসের ম্যাক ভার্সনটা উইন্ডোজ ভার্সনের চেয়ে ঢের ভালো বানিয়েছে - এস্পেশ্যালি entourage মেল ক্লায়েন্টটা।

    আর এখন কিন্তু দাম ওরকম বেশি নয়। আমি যখন কিনলুম তখন ৫০০ পাউণ্ড ইউনি ডিসকাউন্ট দিয়ে আমার ১৭০০ পড়েছিলো, আর ওই স্পেকের সোনি বা আইবিএম (উইন্ডোজ) পড়ছিলো ২২০০/২৩০০ - ইউনি ডিসকাউন্ট ছিলো না। কাজেই দামের দিক থেকে খুব হেরফের হয় না - এক যদি না তুমি acer বা ফুজিৎসু/সিমেন্স/তোশিবার সাথে কম্পেয়ার করো।
  • arjo | ১৮ জুলাই ২০০৯ ১০:৪০ | 24.42.203.194
  • আরে সোজা কথা সহজ ভাবে বলতে সাহস নয় সৎ সাহস প্রয়োজন। ;)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত