এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১৩ জুলাই ২০০৯ ১১:৩৯ | 61.95.144.123
  • এই মাত্র খবর পেলুম আমার কলেজের এক ক্লাসমেট সুইসাইড করেছে। অনেক বছর ক্যালিফোর্নিয়ায় ছিলো, বছর দেড়েকে আগে দেশে ফেরে - ডিপ্রেশনে ভুগতো, ওষুধটষুধও খেত। কিছুদিন আগে বেশি ঘুমের ওষুধ খেয়ে...দুটো বাচ্চা আছে...

    মন খারাপ।
  • d | ১৩ জুলাই ২০০৯ ১১:৩৭ | 144.160.5.25
  • আম্মো দুদিন ধরে বাঁদিক সেট করে চালাচ্ছি।

    যাই হোক আমর ল্যাপীতে একটা সমস্যা হচ্ছে। আমার AVG ছিল। নিজে নিজে আপডেট হত। হঠাৎ করে ওদের 8.5 আসতেই নিজে নিজে আপডেট হচ্ছে না, সাইটে গিয়ে করতে গেলে বলছে নাকি আমার OS সাপোর্ট করছে না। অথচ পষ্ট লেখা আছে XP সাপোর্ট করে, আমার XP Home Edition। কোন উপায়?
  • Arpan | ১৩ জুলাই ২০০৯ ১১:২৮ | 216.52.215.232
  • প্রচুর সময় চাই, অরিজিত, নেক্সট টাইম দোকান বদলাব যখন দিন পনেরো কি তিনহপ্তার ব্রেক নেব। রিল্যাক্স করে কোথাও বেড়াতে যাবো। আর এইসব করব। ঃ-)
  • Arijit | ১৩ জুলাই ২০০৯ ১১:২২ | 61.95.144.123
  • এখন আর ক্র্যাশ কোর্স লাগে না - সবই তো ভিজুয়াল - কম্যাণ্ড লাইনে আমাদের মতন বুড়োরা ছাড়া কেউ কিস্যু করে না। আর নতুন মেশিনের কি দরকার - বাড়ির জানলা মেশিনে ভিএমওয়্যার ইনস্টল করে যাবতীয় খেলাধুলা করতে পারো - কিচ্ছুটি হবে না।
  • Arpan | ১৩ জুলাই ২০০৯ ১১:১৭ | 216.52.215.232
  • আরে আমাকে একটা নতুন মেশিন দিলে আর লিনাক্ষ ইত্যাদির ক্র্যাশ কোর্স দিলে লিনাক্ষ শুরু করে দিতেই পারি। নিজে নিজে নেটে এইটা ওটা ঘেঁটে দেখতে হবে ভাবলেই গায়ে জ্বর আসে।

    হয়ত হবে, ভবিষ্যতে কোন এক দিন ....। ঃ-)
  • Arijit | ১৩ জুলাই ২০০৯ ১১:১৩ | 61.95.144.123
  • ইয়াপ্পি অন্ততঃ একজনকে কনভার্ট করতে পেরেছি। এবার একদিন ডিডিদাকেও লিনাক্ষ আর ম্যাকে দীক্ষিত করে ফেলবো;-)
  • Arijit | ১৩ জুলাই ২০০৯ ১১:১২ | 61.95.144.123
  • এটা আমি সেদিন জিগিয়েছিলাম - শমীক শুধু রিয়ার ভিউ দিয়ে করে। আমি দুটো দিয়েই করি। পিছনের গাড়িটা যখন পুরো রিয়ার ভিউতে চলে আসে তখন সেফ বাঁদিকে ফেরা। যতক্ষণ লেফ্‌ট মিররে একটুও আছে ততক্ষণ সেফ নয়।
  • Arpan | ১৩ জুলাই ২০০৯ ১১:১১ | 216.52.215.232
  • * আসার, ওভারটেক
  • Arpan | ১৩ জুলাই ২০০৯ ১১:১০ | 216.52.215.232
  • অরিজিত, আমি গত দু'দিন তিন আয়না দেখে চালাচ্ছি। থ্যাংকু।

    শমীকের জন্য একটা সিনারিও দিচ্ছি। আজ সকালে অফিস আঅসার সময় রিয়ালাইজ করলাম। ধর তুমি মাঝের লেনে আছ একটা গাড়ির পেছনে। এবার তুমি তাকে ওবারটেক করলে ডানদিকের লেনে গিয়ে। যাবার আগে ডানদিকের আয়না ইত্যাদি চেক করে নিলে। এইবার তুমি অল্প কিছুক্ষণ পরে আবার বাঁদিকের লেনে ফিরতে চাও। তখন কী দেখে চেক কর?

    আমি এতদিন ঘাড় ঘুরিয়ে দেখতাম। শনিবার থেকে বাঁদিকের আয়না দেখে করছি।
  • Arijit | ১৩ জুলাই ২০০৯ ১১:০৫ | 61.95.144.123
  • ও - সেদিন মনে ছিলো না - লাস্ট দুদিনের পোস্ট পড়তে গিয়ে মনে পড়লো - শমীককে আরেকটা অ্যাসাইনমেন্ট দেবো - বাঁদিকের আয়না ছাড়া একটা দেওয়ালের পাশে দুটো গাড়ির মধ্যে পার্ক করতে হবে (দেওয়াল থাকবে গাড়ির বাঁদিকে), দেওয়াল থেকে গাড়ির দূরত্ব ছয় ইঞ্চির বেশি হবে না। আদতে বাইরে যখন টেস্ট নেয় তখন কার্বের পাশে প্যারাল্যাল পার্কিং করতে বলে - তখন পাস ক্রাইটেরিয়া এই রকমই - ওই ইঞ্চি ছয়েকের বেশি গ্যাপ থাকবে না, কার্বে ঠেকে গেলে ফেল, এবং গাড়ি কার্বের প্যারাল্যাল থাকতে হবে। আমি একটু কঠিন করে দিলুম কারণ গাড়ি গুঁতো না খেলে এখানে লোকে সাবধান হয় না।

    http://www.telegraphindia.com/1090713/jsp/calcutta/story_11229550.jsp - এটা পড়তে পড়তে মনে হল - এই বাজারের দৌলতে বা যে কোনো কারণেই হোক - যখন ড্রাইভারের মাইনে এত বেড়ে যাবে যে লোকে অ্যাফর্ড করতে পারবে না, তখন সম্ভবত লোকজন একটু বেশি কেয়ারফুলি চালাবে - কারণ নিজের গাড়ি নিজেকেই চালাতে হবে তো - ঠুকলে (দিল্‌পে) লাগবে অনেক বেশি।
  • kc | ১৩ জুলাই ২০০৯ ১০:৪৯ | 213.132.250.2
  • ঈশান্‌জী, আপনাকে একটা রিকোয়েষ্ট করার ছিল, একবার এখানে করেওছিলাম, কিন্তু ভাটের ভীরে হারিয়ে গেছে, আমি আপনাকে অর্কুটে মেসেজ রেখে দেব।
  • Ishan | ১৩ জুলাই ২০০৯ ১০:৩০ | 173.26.17.106
  • কেসি, বেড়াতে গিয়েছিলাম। একটু আগে ফিরলাম। খুঁজছিলেন কেন বলে দিন। কাল এসে পড়ে নেব।
  • Ishan | ১৩ জুলাই ২০০৯ ১০:২৮ | 173.26.17.106
  • বুলবুলভাজায় কিছু একটা ভুতুড়ে ব্যাপার হচ্ছে। বানানগুলো ঠিকই আছে, তবু ভুল দেখাচ্ছে।

    মনে হচ্ছে ঘুমের ঘোরে কিছু একটা ভুল করছি। কাল ঠিক করে দেব।
  • Arijit | ১৩ জুলাই ২০০৯ ১০:২৪ | 61.95.144.123
  • কাল ঋক সাইকেল চালাতে গিয়ে নর্দমার মধ্যে পড়ে গিয়ে এক কেলো। হাত-পা কেটেছে অল্প, লেগেছে মুখে - মুখটা ধারের কংক্রীটে ঠুকে গেছে - এখনও ফুলে রয়েছে। ভাগ্যিস ওখানে ইঁট/পাথর বা কাঁচের টুকরো একম্ন কিছু ছিলো না - ভয়ঙ্কর কাণ্ড হত।
  • Arijit | ১৩ জুলাই ২০০৯ ১০:২১ | 61.95.144.123
  • ডিডিদার ম্যাকের ওপর এত রাগের কি হল?

    অপ্পন - আপিসের লোক এসে সব নিয়ে গেছে। সেই সব ব্যবস্থা করে দেবে।
  • dipu | ১৩ জুলাই ২০০৯ ০৯:৩২ | 207.179.11.216
  • এই সপ্তাহে আবার যে কোনো সময় টাটা ইন্ডিকমের লোক এসে নেট কানেকশন কেটে দিয়ে যাবে। নতুন বাড়িতে ঢুকলে তবে এয়ারটেল ওলারা নতুন কানেকশন দিয়ে যাবে। গুচ্ছের হুজ্জুত।
  • pi | ১৩ জুলাই ২০০৯ ০৯:২৭ | 72.83.196.134
  • মানে তোর চন্দ্রাহত দশা এক পক্ষকাল ব্যাপ্ত হল, এই তো ?
  • dipu | ১৩ জুলাই ২০০৯ ০৯:২১ | 207.179.11.216
  • নতুন যে বাড়িতে উঠব, তাতে এখনো রংটং কিসব করছে। তাই এ সপ্তাহেও বাড়ি পাল্টানো হল না ঃ-(
    আশা করি পরের উইকেন্ডে বাড়ি পাল্টানো হয়ে যাবে।
  • pi | ১৩ জুলাই ২০০৯ ০৮:৫৪ | 72.83.196.134
  • বৎস দীপু, পাগলামির দশা কাটলো ?
  • dipu | ১৩ জুলাই ২০০৯ ০৭:৩৫ | 121.243.161.234
  • হয়েছে! সোলেইমানলিপি ইন্সটল করার পর বাক্সরা বাংলা অক্ষরের চেহারা নিয়েছে!
  • Arpan | ১৩ জুলাই ২০০৯ ০১:০২ | 122.252.231.12
  • অরিজিত,

    ট্যাক্স রিটার্ন অনলাইন ফাইল হয়ে গেছে। ITRV ফর্মটা কাল প্রিন্ট নিয়ে পোস্ট করে দেবো। শমীক দারুণ হেল্প করেছে।

    তোমার কদ্দূর হল?
  • intellidiot | ১২ জুলাই ২০০৯ ২৩:৫৩ | 59.164.2.50
  • কেলেংকারিয়াস!!!
  • Samik | ১২ জুলাই ২০০৯ ২৩:৪২ | 122.162.236.30
  • কলির হালিম
    গ্যাঁজার ছিলিম
    নীলচে ফিলিম
                      কই?
    ভাটের পাতা
    যাচ্ছে ফাঁকা
    খুলছে খাতা
                      টই।
  • san | ১২ জুলাই ২০০৯ ২১:৩১ | 123.201.53.130
  • ভরসন্ধেবেলা কিসব কথাবাত্তা! কলির হালিম !!!!
  • arjo | ১২ জুলাই ২০০৯ ২১:২৩ | 24.42.203.194
  • আর আজকাল আমার রান্না ভালো না হলেই বউ আমার দিকে অবাক চোখে তাকায়। প্যাট প্যাট প্যাট। ;)
  • d | ১২ জুলাই ২০০৯ ২১:২১ | 117.195.34.110
  • কলির হালিম গত রোব্বার বানিয়েছিলাম। বিয়াপ্পক খেতে হয়েছিল। তবে হাড়টা বপু গলেটলে নি। কিন্তু দারু?ণ টেস্ট হয়েছিলো।
  • Arpan | ১২ জুলাই ২০০৯ ২১:১৪ | 122.252.231.12
  • খ্যা খ্যা খ্যা ... এই পরিস্থিতে আমাকে কতবার পড়তে হয়েছে! ঃ-)))
  • kc | ১২ জুলাই ২০০৯ ২১:০৯ | 213.132.250.2
  • ঐ চাঁপটা একদম অসা.... হয়েছিল। বউ খেয়ে আমার দিকে কেমন অবিশ্বাসের দৃষ্টিতে অনেকক্ষন তাকিয়েছিল। কিন্তু খুঁত তো বের করতেই হবে! তাই ফরমান জারি হল আমি নাকি রান্নাঘরটাকে নোংরা করে নরক করে ফেলেছি। কি আর করা! আপ্সুস।
  • arjo | ১২ জুলাই ২০০৯ ২১:০০ | 24.42.203.194
  • সে তো জানি না। তবে খেতে অতি বাজে হয়েছিল। কেসি, বানাতে হলে অক্ষর দেওয়া চাঁপটা বানান।
  • kc | ১২ জুলাই ২০০৯ ২০:২৬ | 213.132.250.2
  • খান সাহেব, আছি তো।
    চিকেন কটাকটটা কেমন করে বানায়?
  • arjo | ১২ জুলাই ২০০৯ ২০:২০ | 24.42.203.194
  • কতবার আর বলব রসগোল্লা আমারই বানানো। রিমির দ্বারা এসব হবে না। খাওয়ার প্রতি সেই প্যাশনটাই রিমির নেই। যদিও হলে বেশিটাই রিমির পেটে যায়।
  • d | ১২ জুলাই ২০০৯ ২০:১২ | 117.195.34.110
  • হবে না? রিমি বেচারী অত কষ্ট করে রসগোল্লাগুলো বানায় আর আজ্জো সব একা খেয়ে শেষ করে।
  • arjo | ১২ জুলাই ২০০৯ ১৮:৫১ | 24.42.203.194
  • কাল সকালে খুব শরীর খারাপ হয়েছিল (বমি, মাথা ব্যাথা ইত্যাদি)। তাই সারাদিন জল ছাড়া কিছু খাই নি, একেবারে রাতে আলাদীনের বিরিয়ানি, পরোটা, কাবাব, চিকেন কটাকট আর খানিকটা রসমালাই খেলাম। আজ একেবারে ফিট।

    ডিডিদাকে অদূর ভবিষ্যতে কেউ লিনাক্ষ দেবে না? একটা ভালো দেখের ফিডব্যাক পাওয়া যেত। ঃ)
  • E.K | ১২ জুলাই ২০০৯ ১৮:১৭ | 198.36.32.138
  • কে সি, আপনি কেমন আছেন? আজকের পথে তো আপনাকে দেখা যায় না।
  • d | ১২ জুলাই ২০০৯ ১৪:১৪ | 117.195.34.110
  • *কালকেই
  • d | ১২ জুলাই ২০০৯ ১৪:১৩ | 117.195.34.110
  • না না আমি কালকিএ দু চারখান ইন্টারেস্টিং বই আনলাম। এটা পরে দেখা যাবে।

    আচ্ছা কে যেন মান্টোর কালেকশান খোঁজ করছিল? ইন্ডো? পেঙ্গুইনের একটা ইয়ামোটা দেখলাম। চাইলে নামধাম লিখে দিতে পারি।
  • kc | ১২ জুলাই ২০০৯ ১৩:৪৯ | 213.132.250.2
  • কষ্ট করে হলেও নামান, আমার উইকএন্ডটা খারাপ হয়েছে, আপনাদেরও হক, এই কামনা করি।
  • d | ১২ জুলাই ২০০৯ ১৩:৪৪ | 117.195.34.110
  • আমি ঐ বইটা নামাতেই পারি নি। ঃ(
  • kc | ১২ জুলাই ২০০৯ ১৩:৩৯ | 213.132.250.2
  • আরে ভাই তুমি বাদেও আর এক মুখুজ্জে আছে না এখানে? তার কথা বলছি। ভারি ভারি বই এর লিঙ্ক দ্যায়!!!
  • Samik | ১২ জুলাই ২০০৯ ১৩:৩২ | 122.162.236.15
  • ও দাদা। প্লিজ। আমি প্রথাগত তবলা বাজানো ছেড়েছি ১৯৯৪ সালে। আজ থেকে পনেরো বছর আগে। তারপর থেকে বখে গেছিলাম। বই দেখলে খুব ভয় পাই। প্লিইজ।
  • kc | ১২ জুলাই ২০০৯ ১৩:২৩ | 213.132.250.2
  • কালকে মুখুজ্জে মশাই এলে ঐ বইটা নিয়ে অনেক কথা হবে।
  • pi | ১২ জুলাই ২০০৯ ১৩:২০ | 72.83.196.134
  • আচ্ছ। আসলে আমারো বেশ কিছুদিন খোলা হয়না। ভুলেও গেছি কবে কী জুড়েছি। দেখবো।
    সময় পেলে। ঃ(
  • Samik | ১২ জুলাই ২০০৯ ১৩:১২ | 122.162.236.15
  • না, আমার ফরমায়েসী গানের পরেও মনে হল কয়েকটা গান অ্যাডিয়েছো। মাঝে বেশ কয়েকদিন খোলা হয় নি। কাল শুনলাম রাত্তির দেড়টা পর্যন্ত বসে বসে। ঃ-)

    অবিশ্যি হতেও পারে ঘুম পেয়েছিল বলে ভালো করে শুনি নি।
  • Samik | ১২ জুলাই ২০০৯ ১৩:১১ | 122.162.236.15
  • আরে ধুউর! কোথায় চাঁদে আর কোথায় ইয়ে। আমি বলছিলাম, শঙ্করবাবু বা সুনীলবাবু কোনও তাল সৃষ্টি করলে সেটা কিন্তু অধিকাংশেরই না-জানার কথা। আমি বলছি না তাঁরা কম খ্যাতিমান। কিন্তু গুরুকে ছাপিয়ে খ্যাতি কি তাঁরা পেয়েছেন যে তাঁদের তৈরি তালের নাম সবাই জানবে? একটা তালের প্রতিষ্ঠা তো একদিনে হয় না। জ্ঞান ঘোষ যদি একটা তাল সৃষ্টি করে যেতেন, তা হলে সেটা তবলার ব্যাকরণে স্থান হয় তো পেত।

    আমি বাইচান্স এটা জানতাম। কিন্তু নামটা যে বিক্রম তাল, সেটা জানতাম না। শঙ্কর ঘোষ বললেন বলে হঠাৎ ক্লিক করে গেল।
  • pi | ১২ জুলাই ২০০৯ ১২:৫৮ | 72.83.196.134
  • নাঃ। ঘুম আসছে না। প্রচন্ড চিন্তা। কিসের জন্য আমার নামে সুপারী ? ঃ(

    শমীক, থ্যাংকু। ঃ)
    কিন্তু আগের আর পরের গান মানে কি ?
    আমি তো লাস্ট যে গান অ্যাডিয়েছি, সেও অনেক দিন আগে মনে হয় ।
  • kc | ১২ জুলাই ২০০৯ ১২:৫৭ | 213.132.250.2
  • শমীক, তুমি করেই বলছি, কিছু মনে করনা। আমার থেকে বয়সে কিছু ছোটো হবে তুমি। ঠিক ই বলেছ, কিন্তু ঠিক বলতে গিয়ে কি (কী) তুমি নিজের সাথে জাকির এর তুলনা করলা? ঃ))
  • Samik | ১২ জুলাই ২০০৯ ১২:৫২ | 122.162.236.15
  • কেসি, বলেন্না ঠিক বল্লাম কিনা?
  • kc | ১২ জুলাই ২০০৯ ১২:৪৭ | 213.132.250.2
  • সবাই এত আবাজ দ্যান ক্যানে?
  • Samik | ১২ জুলাই ২০০৯ ১২:৪৪ | 122.162.236.15
  • পাই, পরের গানগুলোও খুব ভালো হয়েছে। তবে আগেরগুলোর মত নয়। :-|
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত