এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ০৯ জুলাই ২০০৯ ১৭:৩৪ | 207.179.11.216
  • সত্যি! সানিয়া মির্জা বে করে ফেলবে! ফোঁস্‌স্‌স্‌স্‌স
  • Arijit | ০৯ জুলাই ২০০৯ ১৭:৩২ | 61.95.144.123
  • সানিয়া মির্জার বাড়িতে আরেক পাবলিককে অ্যারেস্ট করেছে - সেও বে করতে গেসলোঃ-)

    রাখী সাওন্তের স্বয়ম্বরের খোঁজ রাখছো? কাগজ খুল্লেই তো ম্যাডাম কি পোশাক পরবেন (আদৌ যদি পরেন আর কি;-)) সেই বৃত্তান্ত।
  • r | ০৯ জুলাই ২০০৯ ১৭:৩০ | 198.96.180.245
  • ই কি রে ভাই! সবাই কিরম আবাজোফোবিয়াক্রান্ত! আবাজ দেব ক্যানো? আর দিলে এইরম আলতো করেই বা দেবো ক্যানো যা ডবল চেক করে নিতে হবে?
  • dipu | ০৯ জুলাই ২০০৯ ১৭:২৭ | 207.179.11.216
  • আম্মো এই পোথোম্বার ট্যাক্সো দিচ্চি। তাই বলে কি আমি কাউরে জিগিয়েছি? অ্যাঁ? জিগিয়েছি? ঃ-)
  • Arijit | ০৯ জুলাই ২০০৯ ১৭:২৫ | 61.95.144.123
  • আওয়াজ দিচ্চ? এই এক বছরই জিগ্গেস করবো - তাপ্পর আর কি করবো? তাই বলে এম্নি করে আবাজ দেবে? হ্যাঁ? এম্নি করে আবাজ দেবে?
  • san | ০৯ জুলাই ২০০৯ ১৭:২৪ | 121.50.4.34
  • সাবটাইটল থাকলে অটোমেটিকালি কথা শোনার আগে সাবটাইটলে চোখ চলে যায়। আর শোনা ঠিকমত হয় না, পড়াই হয়। সে ঠিক।

    কিন্তু এক্ষেত্রে র কি কাউকে আওয়াজ দিল?
  • d | ০৯ জুলাই ২০০৯ ১৭:২৪ | 144.160.5.25
  • সত্যি! অজ্জিত সেই যে হাত ধুয়ে ফর্ম-১৬র পেছনে পড়েছে ..........
  • r | ০৯ জুলাই ২০০৯ ১৭:১৯ | 198.96.180.245
  • আমি সাবটাইটেল থাকলে কোনো ভাষাই বুঝতে পারি না। বাংলাও না। ইংরিজি সাবটাইটেল দেখে দেখে ডায়লগ বুঝি।
  • sb | ০৯ জুলাই ২০০৯ ১৭:১৪ | 78.52.226.60
  • আমার এক পরিচিত জুরিখে থাকে আড়াই বছর হতে চলল। সে জার্মান সাইডেই থাকে কিন্তু এতদিনেও ডাঙ্কা আর ইয়া, নায়েনটুকু ছাড়া আর কিছুই শেখে নি। তাতেই সে দিব্যি সার্ভাইভ করে যাচ্ছে। কাজেই আমার মনে হয় stoic সার্ভাইভ্যালের জন্য যত না, ভাষা শিখতে ভাল লাগে বলেই হয়ত শিখেছেন। এবং এটা যথেষ্ট অ্যাপ্রিশিয়েট করার মত ব্যাপার। তার জন্য এই টুপি খুললাম।
  • intellidiot | ০৯ জুলাই ২০০৯ ১৭:১২ | 220.225.245.130
  • এই ভদ্রলোক সেদিন থেকে ঐ একটা ফর্ম ১৬-এর পিছনে এক্কেবারে আদাজল খেয়ে লেগে পড়েছেন।
  • dipu | ০৯ জুলাই ২০০৯ ১৭:১২ | 207.179.11.216
  • আমি কোনো ভাষাই জানি না। এমনকি বাংলাও না। জ্ঞান কে গ্যান লিখি ঃ-)
  • intellidiot | ০৯ জুলাই ২০০৯ ১৭:১১ | 220.225.245.130
  • স্টৈক সত্যি জ্ঞানী... এ বিষয়ে কোন সন্দেহই নেই। এত্তগুলি ভাষা জানা মোটেই মুখের কথা নয়। আমি মাতৃভাষা বাংলা মোটামুটি ভালো (কিন্তু ঐ সব বুর্জোয়া "কি'-"কী' সেন্সরসিপ বাদ দিয়ে) আর অল্প ইঞ্জিরি আরো অল্প হিন্দি জানি।
  • sb | ০৯ জুলাই ২০০৯ ১৭:১০ | 78.52.226.60
  • আমি মোট্টেও আবাজ দেই নি। ভক্তিমিশ্রিত শ্রদ্ধা জানালুম তো।
  • Arijit | ০৯ জুলাই ২০০৯ ১৭:০৭ | 61.95.144.123
  • আচ্ছা - ট্যাক্সো রিটার্নের ওয়ার্ড/সার্কল জানার জন্যে সরকারি ওয়েব সাইটের ইনফো কতটা রিলায়েবল? আমাদের আপিসের যারা এই ফর্ম ১৬ দেয় তারা কিস্যু জানে না। আমি এখানে গেলুম - http://tinyurl.com/nvdshh - এটাকে ঠিক বলে ধরে নেওয়া যায় কি?
  • d | ০৯ জুলাই ২০০৯ ১৭:০৫ | 144.160.5.25
  • কি মুশকিল! আওয়াজের প্রশ্নই নেই। প্রচন্ড অ্যাপ্রিশিয়েট করলাম তো।
  • Arijit | ০৯ জুলাই ২০০৯ ১৭:০৪ | 61.95.144.123
  • আর kittos
  • Arijit | ০৯ জুলাই ২০০৯ ১৭:০৩ | 61.95.144.123
  • আমি তিন মাস ফিনল্যাণ্ডে ছিলুম - তার মধ্যে কয়েকটা শব্দ শিখেছিলুম - moi, moi moi আর নল্লা উক্সি কক্সিঃ-) বাদবাকি তো সব রাজভাষার দেশে।
  • dipu | ০৯ জুলাই ২০০৯ ১৭:০৩ | 207.179.11.216
  • বার্গম্যান, গোদার, ত্রুফো ও আন্তোনিয়োনির সিনিমা স্টৈক সাবটাইটেল ছাড়াই দেখেন। ভেবেই একরকম শ্রদ্ধামিশ্রিত ভয় হচ্ছে।

    ডিঃ - ইহা আবাজ নয় ঃ-)
  • san | ০৯ জুলাই ২০০৯ ১৭:০২ | 121.50.4.34
  • পন্ডিত ব্যক্তিদের সঙ্গে কথা বলতে আমি সত্যি সত্যি ভয় পাই ঃ-(
  • san | ০৯ জুলাই ২০০৯ ১৭:০০ | 121.50.4.34
  • না , না। আওয়াজ নয়। কোনমতেই নয়। কি মুশকিল।
  • stoic | ০৯ জুলাই ২০০৯ ১৬:৫৭ | 160.103.2.224
  • দীপু,
    সার্ভাইভালের জন্য শিখতে হয়েছে ভায়া। যখন জুরিখে থাকতাম, তখন জার্মান শিখতে হয়েছিল, তাপ্পর সুইডেনে থাকাকালীন সুইডিশ। এখন ফ্রান্সে থাকি, অগত্যা ফরাসী শিখতে হচ্ছে। দেশে বসে শেখা বেশ টাফ, আমার মনে হয়। যদিও কলেজের কিছু বন্ধু ফ্রেঞ্চ জানত (অ্যালিয়াঁস ফ্রঁসে তে শিখত)।

    স্যান কি হাল্কা করে আবাজ দিলেন ?
  • sb | ০৯ জুলাই ২০০৯ ১৬:৫৪ | 78.52.226.60
  • Sie টা একটু কনফ্যুসিং। মানে আপনি অর্থেও ব্যবহার, মহিলা অর্থাৎ She অর্থেও ব্যবহার। তব্বেই বুঝে দেখ মহিলাদের কত্ত সম্মান এদেশেঃ-)

    হ্যাঁ stoic প্রব্বল জ্ঞানী ব্যক্তি। সন্দেহের অবকাশ নেই। এক জার্মান শিখতেই আমার বলে পেন্টু হলদে হয়ে গেল তাও ভাল করে শেখা হল না আর ইনি তার উপর সুইড, ফ্রেঞ্চ, ইতালীয়ান!!!! বাপরে! মশাই আপনার খুরে দুটি পেন্নাম ঠুকলাম।
  • dipu | ০৯ জুলাই ২০০৯ ১৬:৫১ | 207.179.11.216
  • ওয়েবসাইট দেখে এবং বই পড়ে খানিক এগিয়েছিলুম, এখন সব ভুলে গেছি। এখানে ভালো কোর্স ও হয়না।
  • san | ০৯ জুলাই ২০০৯ ১৬:৫০ | 121.50.4.34
  • বাবা রে। এই স্টৈকের সঙ্গে কিনা আমরা রসিকতা করি! ভাবতেও ভয় কচ্ছে।
  • dipu | ০৯ জুলাই ২০০৯ ১৬:৫০ | 207.179.11.216
  • কি করে শেখেন? ওয়েবসাইট দেখে, বই পড়ে নাকি কোর্স-টোর্স করে? আমার খুব স্প্যানিশ শেখার ইচ্ছে।
  • stoic | ০৯ জুলাই ২০০৯ ১৬:৪৮ | 160.103.2.224
  • এইতো। এবার আবাজ শুরু হবে। এইজন্য চুপচাপ থাকি। ঃ(
  • d | ০৯ জুলাই ২০০৯ ১৬:৪৬ | 144.160.5.25
  • বাপরে! স্টোয়িক খুবই জ্ঞানী ব্যক্তি।
  • stoic | ০৯ জুলাই ২০০৯ ১৬:৪৪ | 160.103.2.224
  • শমীক,
    Sie মানে আপনি (সম্মানার্থে)। আদারওয়াইজ, Du বলা হয়। তাতে অবশ্য verb conjugation পাল্টায়।
    kennen Sie mir টা হয়ে যাবে kennst Du mir
    sb,
    আমি জার্মান আর সুইডিশ এই দুটো টা এককালে ভালই বলতাম। এখন খুব বেশি প্র্যাকটিস করার সুযোগ নেই। ঃ(
    ফ্রেঞ্চ আর ইটালিয়ান আপাতত স্টীপ লার্নিং কার্ভে আছি। যত না শিখছি, তার চেয়ে বেশি ভুলছি। অনেকটা ঐ বাঁদরের তৈলাক্ত বাঁশে চড়ার মত। ;-)
  • Samik | ০৯ জুলাই ২০০৯ ১৬:৩৮ | 219.64.11.35
  • শোয়েন মানে টু ইউ টা আমার আন্দাজ অবশ্য। কারণ "তুমি' বা ইউ এর জার্মান হল সী।

    কেনেন সী মীর ঃ মানে, তুমি কি আমাকে চেনো?
    স্প্রেখেন সী ডয়েশ্‌ঃ মানে, তুমি কি জার্মান বলতে পারো?

    কৃঃ তিলুবাবু
  • sb | ০৯ জুলাই ২০০৯ ১৬:৩২ | 78.52.226.60
  • stoic এত্ত এত্ত ভাষা জানেন? আরি ব্বাস রে!!
  • sb | ০৯ জুলাই ২০০৯ ১৬:২৯ | 78.52.226.60
  • রোম্যান্টিক? পার্স্পেক্টিভের উপর ডিপেণ্ড করছে। মেয়েদের ব্যাপারে কাছাখোলা টাইপ। আমার অভিমত। অবশ্যই বিতর্কের অবকাশ আছে। তবে জার্মান দেশে দেশে থেকে থেকেই হয়তো এমন দ্দনাদ্দন রাস্তা ঘাটে পার্কে টিউবে যেখানে সেখানে মেয়ে পটানোর চেষ্টা তাও অচেনা অপরিচিত মেয়ে, বেজায় বিরক্তি উদ্রেক করে। অন্তত আমার তো করে।
  • stoic | ০৯ জুলাই ২০০৯ ১৬:২৮ | 160.103.2.224
  • আমার ব্যক্তিগত অভিজ্ঞতা (বিদেশবাস এবং ভাষাশিক্ষা) থেকে মনে হয়েছে জার্মান, সুইডিশ, ডাচ, এই নর্থ ইউরোপীয় ভাষাগুলো খুব লজিকাল ভাষা। তাই সায়েন্টিফিক ব্যাপারে খুব অ্যাপ্লিকেবল। আর ল্যাটিন ভাষা, যেমন, ফরাসী, স্প্যানিশ, ইতালিয়ান, এগুলো রোম্যন্টিক ভাষা। লিটারেচার, কবিতা, গান এসবের পক্ষে আইডিয়াল।
  • Arijit | ০৯ জুলাই ২০০৯ ১৬:২৬ | 61.95.144.123
  • ফরাসি মেয়ে আর ইতালিয়ান ছেলে - কিউপিডের শাস্তরে তো তাই লেকা আচে।
  • san | ০৯ জুলাই ২০০৯ ১৬:২৪ | 121.50.4.34
  • শোনা যায় নাকি ইতালিয়ান ছেলেপুলে বেশ রোম্যান্টিক ও শভিনিস্ট হয়ে থাকে??
  • sb | ০৯ জুলাই ২০০৯ ১৬:২৩ | 78.52.226.60
  • না বাপু, ইতালিয়ান অনেক শুনেছি। দু হপ্তা করে দুবার থেকেও এসেছি। ভাষাটা শুনতে ভালই, খাবার দাবার গুনো-ও ভাল, দেশটাও সুন্দর তবে ঐ আর কি, পার্সোন্যাল প্রেফারেন্স। আসলে ইটালীয়ান ছেলেপুলেদের উপর আমার একটু, না না একটু না বেশ অনেকখানি ক্ষার আছে। সেই জন্য মনে হয়।
  • san | ০৯ জুলাই ২০০৯ ১৬:২২ | 121.50.4.34
  • আমি সমস্কিতো শিখতে চাই ঃ-((((((
  • Arijit | ০৯ জুলাই ২০০৯ ১৬:২১ | 61.95.144.123
  • অ্যাঁঃ ওই নাম ছিলো নাকি সিনিমাটার? আমি তো Bridgit Jones' Diary বলেই জানতুম।
  • stoic | ০৯ জুলাই ২০০৯ ১৬:২০ | 160.103.2.224
  • সাধারণতঃ
    Danke র উত্তরে bitte বলা হয়।
    ইনফরমালি kein problem অথবা keine sorgen বলা যেতে পারে।
    Bitte র মানে ডিপেন্ড করে স্থান-কাল-পাত্র র ওপর।
    কারুর কথা বুঝতে না পারলে bitte? বলে জিগেস করা যেতে পারে।
    schön মানে beautiful বা beautifully
    আবার ক্ষেত্রবিশেষে schön মানে already বোঝানো হয়। যেমন Ich hab schön bestellt মানে I have already orderd (রেস্তোরাঁয়)।
  • sb | ০৯ জুলাই ২০০৯ ১৬:২০ | 78.52.226.60
  • chocolate in breakfast। ব্রিজিট জোনস ডায়েরি অবলম্বনে।
  • dipu | ০৯ জুলাই ২০০৯ ১৬:১৯ | 207.179.11.216
  • ইতালিয়ান শুনে দেখুন। মনে হবে কবিতা পড়ছে।
  • sb | ০৯ জুলাই ২০০৯ ১৬:১৯ | 78.52.226.60
  • স্যান, অজ্জিতের কথায় কান দিও না। সিনেমাটা দেখে ফেল। রেনেকে ভাল না লেগে পারবে না দেখো।
  • dipu | ০৯ জুলাই ২০০৯ ১৬:১৮ | 207.179.11.216
  • কি সিনিমা গা?
  • sb | ০৯ জুলাই ২০০৯ ১৬:১৮ | 78.52.226.60
  • সেতো উচ্চারণের দিক ধরতে গেলে জার্মান ভাষাও প্রচণ্ড নিয়মনিষ্ঠ। সবচেয়ে গড়বড় ইংরাজীতেই। কিন্তু একটা শ্রুতিমধুর বলে ব্যাপার থাকে না? সেই দিক থেকে স্প্যানিশকে সবার উপরে রাখব।
  • san | ০৯ জুলাই ২০০৯ ১৬:১৭ | 121.50.4.34
  • এমন মজাদার একটা জিনিস বোকাবোকা লাগল? ঃ-(
  • Arijit | ০৯ জুলাই ২০০৯ ১৬:১৭ | 61.95.144.123
  • ওই লেকচারের উত্তরেই তো বল্লুম - যে আমার সিনিমাটাই বেশ বোকাবোকা লেগেছে - কেমন যেন কাতুকুতু দিয়ে হাসানো...
  • dipu | ০৯ জুলাই ২০০৯ ১৬:১৫ | 207.179.11.216
  • স্প্যানিশ বড় ভালো। তাচ্চেয়েও ভালো ইতালিয়ান। এদের সুবিধে হচ্ছে উচ্চারণটা খুব নিয়ম মেনে হয়। to টু হলে go গু ই হবে।
  • sb | ০৯ জুলাই ২০০৯ ১৬:১৩ | 78.52.226.60
  • দিপুর সাথে একমত। দুই জার্মান কথা বললেই মনে হয় ঝগড়া করছে।
    আমার কানে স্প্যানিশ বড় মিঠে লাগে। অবশ্য সেটা বান্দারাস এফেক্টও হতে পারে। তবে মন দিয়ে ঐ ভাষাটা শেখার ইচ্ছে আছে।
  • san | ০৯ জুলাই ২০০৯ ১৬:১২ | 121.50.4.34
  • আরে, বেশ ভাল্লাগল । তার পরে মুভিটা খুঁজতে গেলাম।
  • sb | ০৯ জুলাই ২০০৯ ১৬:১১ | 78.52.226.60
  • হ্যাঁ অরিজিৎ, তুমি পিছন পাতায় একবার লিখেছিলে তো আর তাই নিয়ে আমি একটা মাঝারি সাইজের লেকচারও দিয়েছিলাম তো। খেয়াল করনি মনে হয়।
  • dipu | ০৯ জুলাই ২০০৯ ১৬:১০ | 207.179.11.216
  • জার্মান ভালনা। অ্যাত্ত বড় বড় সব শব্দ। তাদের হেবি খটমট উচ্চারণ। শুনলে মোনয় ঝগড়া করছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত