এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • arjo | ১১ জুলাই ২০০৯ ০১:৫৬ | 168.26.215.13
  • এবং গাড়ির সাথে ব্যাস্তানুপাতিক।
  • Tim | ১১ জুলাই ২০০৯ ০১:৫২ | 198.82.167.98
  • বুকপকেট একটি চলরাশি।
  • a x | ১১ জুলাই ২০০৯ ০১:২১ | 143.111.22.23
  • ঐজন্যি তুমি ভাটাও না আজকাল টিম।

    আমার বাড়ি নাই কিন্তুক টিভি আছে হুঁ হুঁ। বুকপকেট হামেশাই আছে। তবে টিভি ডিজিটাইজ হবার পর খালি টিভির বাক্স আছে আর মেয়ের অন, অফ আছে।
  • nyara | ১১ জুলাই ২০০৯ ০১:১৯ | 64.105.168.210
  • বুকপকেট ও গাড়ি - আজ আছে, কাল নেই। যেমন আজ আমার বুকপকেট আছে কিন্তু গাড়ি নেই। যেদিন শেষ গাড়ি ছিল, সেদিন আবার বুকপকেট ছিল না।
  • arjo | ১১ জুলাই ২০০৯ ০১:১৭ | 168.26.215.13
  • হায় আমার বুকপকেট নেই।
  • Tim | ১১ জুলাই ২০০৯ ০১:১৬ | 198.82.167.98
  • কই আমার তো বাড়ি নেই। টিভিও নেই।
  • a x | ১১ জুলাই ২০০৯ ০১:১১ | 143.111.22.23
  • বাড়িও আছে। টিভি এবং বুকপকেটও।
  • kc | ১১ জুলাই ২০০৯ ০১:০২ | 91.140.136.66
  • এর থেকে বোঝা গেলো যে, এখানে যাঁরা ভাটান তাদের সব্বারই গাড়ি আছে। ঃ)
  • . | ১১ জুলাই ২০০৯ ০০:৩১ | 204.253.245.126
  • তিনটে আয়না নিয়ে গাড়ি চালানো নিয়ে অরিজিতকে ডিটো। দেশে আর্ধেক লোক আয়না দেখেনা বা অনেকই গুটিয়ে রাখেন, ভিড়ে নাকি লেগে যাবে।
    আমি গত ১০ বছর থেকে আমার গাড়ি দুই পাশে দুই আয়না নিয়ে চালাই এবং আজ পর্যন্ত একবারও আয়নায় লাগেনি।
    আমাদের দেশে অনেকই ভালো করে নিয়ম জানেন না কারন লাইসেন্সের পরীক্ষায় এইগুলি থাকে না।আর এই জন্য যারা অরিজিত এর মত সঠিক নিয়ম মেনে গাড়ি চালায়, তারা চাপে থাকে।
    ডিঃ কেউ এটাকে ব্যাক্তিগত ভাবে নেবেন না।
  • Arpan | ১১ জুলাই ২০০৯ ০০:২৩ | 122.252.231.12
  • মেয়ে স্কুল থেকে নতুন নতুন ওয়ার্ডস শিখছে।

    আজ সন্ধেবেলা মা আর বাবা নিজেদের মধ্যে কথা বললেই বলছে - 'গোন্ট শাউট'।
  • Bhuto | ১১ জুলাই ২০০৯ ০০:১৪ | 117.194.235.109
  • তোর বিকালের পোষ্ট দেখলাম। আরে তুই জিগিয়েছিলিস বলেই তো অজ্জিতদা কে বলেছিলাম। তোর কোথাও বলেছিলাম তো । কাল ফোন করবো।
  • Bhuto | ১১ জুলাই ২০০৯ ০০:০৯ | 117.194.235.109
  • বুনু আছিস?
  • arjo | ১১ জুলাই ২০০৯ ০০:০৬ | 168.26.215.13
  • এমনিতেই অ্যাডগুলো দেখা যাচ্ছে না। এত নীচের দিকে। ভাটে তো অত নীচে সচরাচর যেতেই হয় না। টইতে তাও চোখে পড়ছে।
  • a x | ১০ জুলাই ২০০৯ ২৩:৫৫ | 143.111.22.23
  • মানে চিনে হাল ছেড়ে দিয়েছে, এই বলছ?
  • d | ১০ জুলাই ২০০৯ ২৩:৫৪ | 117.195.41.108
  • অপ্পনের কথায় হাসলাম।
  • d | ১০ জুলাই ২০০৯ ২৩:৫২ | 117.195.41.108
  • খি খি।
  • arjo | ১০ জুলাই ২০০৯ ২৩:৫১ | 168.26.215.13
  • শমীক দিল্লি চিনলেও লোক চেনে না।
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ২৩:৫০ | 122.252.231.12
  • গুগলও অক্ষদাকে চিনে গেছে হাড়ে হাড়ে। ;-)
  • kd | ১০ জুলাই ২০০৯ ২৩:৪৭ | 59.93.162.251
  • আর শমীক আমাকে দিল্লি চেনার দলে ভিড়িয়ে দিলো! আমি তো পাঁচিলের বাইরের দিল্লি একফোঁটাও চিনি না - তাও প্রি-১৯৬৪।
  • a x | ১০ জুলাই ২০০৯ ২৩:৩৮ | 143.111.22.23
  • আমার নেই। ফা ফ তে ব্লক করেছিলাম। কিন্তু এখন তো আই ই তে।
  • nyara | ১০ জুলাই ২০০৯ ২৩:৩৫ | 64.105.168.210
  • রবাবুর "আয়রে ছুটে আয়" কোন গান? গীতা দত্তর যেটা, সেটা? ঐ গানটা কানু ঘোষের লেখা আর সুর করা। এই কানু ঘোষই বোধহয় সলিল চৌধুরীর অ্যাসিস্টেন্ট ছিলেন।
  • N | ১০ জুলাই ২০০৯ ২৩:২৬ | 115.240.199.63
  • কৈ? আছে তো!
  • a x | ১০ জুলাই ২০০৯ ২৩:১৮ | 143.111.22.23
  • কেসটা কি হল? আমি আর অ্যাড দেখতে পাচ্ছিনা তো। আমাকে অ্যাড থেকে বঞ্চিত করা হল কেন?
  • kc | ১০ জুলাই ২০০৯ ২২:৫৬ | 213.132.250.2
  • ঈশাণজী,
    আছেন নাকি? থাকলে আবাজ দিয়েন। একটা আর্জি ছিল।
  • Bratin | ১০ জুলাই ২০০৯ ২২:৪১ | 117.194.100.71
  • কাল কে দিল্লী যাচ্ছি। আগ্রা,জয়পুর,জয়শালমীর,উদয়পুর এবং চিতোর। ফেরা ২১st জুলাই।

    এখন শমীক আমার হোটেল বুক করে দিল। আমার ট্রাভেল agent শেষ moment ঝোলানো য় বিপদে পড়ে গিয়েছিলাম।

    কালকে বা পরশু শমীক র সাথে ব্যাটে বলে হবে মনে হয় ।
  • arjo | ১০ জুলাই ২০০৯ ২২:২৭ | 24.42.203.194
  • আব্বে ও তো তিলকের খোঁচায় প্রথম বছর, তারপরে তো হান্ডার হাতে। পায়ে হেঁটে দিল্লি চষে ফেলতে হয়েছিল। তবে স্বেচ্ছায় খুব একটা নয়। ;)
  • d | ১০ জুলাই ২০০৯ ২১:২২ | 117.195.41.108
  • হেঃ আজ্জো তো আজ্জো, অতদিনের পুরনো বাসিন্দা শ্রাবণীকেই বে থে "না চেনা'র দলে ফেলে দিয়েছে!!
  • r | ১০ জুলাই ২০০৯ ২১:০৫ | 198.96.180.245
  • তুই তো মেইনলি কাটোয়ারিয়া থেকে মুনিরকা/ আড়চিনি। ;-)
  • arjo | ১০ জুলাই ২০০৯ ২০:৫৩ | 168.26.215.13
  • শমীক আমাকে দিল্লি না চেনার দলে ফেলে দিলে? হায় এদিনও দেখতে হল? হায়।
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ২০:৫১ | 122.252.231.12
  • মাথা খারাপ নাকি!
  • r | ১০ জুলাই ২০০৯ ২০:৪৭ | 198.96.180.245
  • সানগ্লাস পরে নিও।
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ২০:৪৪ | 122.252.231.12
  • আজকে ফেরার সময় তিনটে মিরর প্রপারলি সেট করে তবে গাড়ি চালু করলাম। ফল একটাই হল। তিনদিক থেকে আলোর প্রতিবিম্ব চোখ ঝলসে দিল! ঃ-)
  • Samik | ১০ জুলাই ২০০৯ ১৯:৪৬ | 219.64.11.35
  • আর অরিজিতের কোশ্চেন ছিল না, রিভার্স পার্কিং কী করে করো? -- সিম্প্‌ল, দুটো সিটের মাঝখান দিয়ে পেছন দিকে তাকিয়ে। ঃ-)
  • Samik | ১০ জুলাই ২০০৯ ১৯:৪৪ | 219.64.11.35
  • ঃ-)

    আমর ধারণা ছিল ছোটো গাড়িতে দুদিকে সিমেট্রি আনার জন্য লোকে বাঁ দিকে মিরর লাগায়।

    বাসে অবশ্য লেফট মিরর দরকার হয়। দরজাগুলো সব বাঁ দিকে। ড্রাইভারকে দেখতে হয় পেছনের দরজা দিয়ে যাত্রী উঠেছে / নেমেছে কিনা। তবে সে বাস স্টার্ট করে।
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ১৮:৫৭ | 216.52.215.232
  • আরে এইখানেও স্টেট বা ন্যাশনাল হাইওয়েতে মিরর না দেখলে পুরো ছবি হয়ে যেতে হবে। ১০০/১১০ কিমি তে কীই বা বাঁচবে। এবিএস নেই, হাওয়ার থলি নেই!

    সিটির ভেতরে অবশ্য অন্য গল্প।
  • arjo | ১০ জুলাই ২০০৯ ১৮:৫০ | 168.26.215.13
  • দেশে আর বিদেশে মিররের রিকোয়ারমেন্টটা একটু আলাদা। দেশে তো আমি বেশির ভাগ লোককেই দেখেছি অপ্পনের মতন মিরর গুটিয়ে রাখে। রাস্তায় দুটো গাড়ির মধ্যে এতই কম জায়গা থাকে যে খুলে রাখলে ঘষে যাবার চান্স বেশি। আর একটা ব্যপার হল রিস্ক কম। মিররে না দেখে ধাক্কা লাগলে গাড়িতে ডেন্ট হবে (দিল্লির রিং রোডে অবশ্যি অন্য গল্প)। তাই লোকে মিরর বাঁচাতে গাড়ির ডেন্টের রিস্ক নেয়। বিদেশে মিরর না দেখে লেন চেঞ্জ করতে গেলে ছবি হয়ে যেতে হয়। ওটা কেমন অভ্যেসের মধ্যে হয়ে যায়।
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ১৮:৩৭ | 216.52.215.232
  • ঃ))
  • Arijit | ১০ জুলাই ২০০৯ ১৮:৩৫ | 61.95.144.123
  • সিকিউরিটির তো ছোট/বড় বাইরে পেতেই পারে। আমাদের কালিতলার ব্রীজে যেমন হয় - দুজন হোমগার্ড থাকে ট্রাফিক সামলানোর জন্যে - আটটার সময় সে মাছ কিনতে যায়, আর পুরো নারদ নারদ লেগে যায়। আমি ওইদিক দিয়ে যাওয়াই বন্ধ করে দিলুম তিনবার অটোর সাথে ঝামেলা হবার পর।
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ১৮:৩৩ | 216.52.215.232
  • স্পেস অ্যালট করা থাকে না। ঃ)

    আর গাড়ি ঠিকমত লেনের মধ্যে না রাখলে সিকিউরিটি এসে হুড়কো দেয়। তোমাকে দরজা খুলে নামতেই দেবে না।
  • Arijit | ১০ জুলাই ২০০৯ ১৮:৩২ | 61.95.144.123
  • আম্মো বাড়ি যাই।
  • Arijit | ১০ জুলাই ২০০৯ ১৮:৩২ | 61.95.144.123
  • ধরো ওই একটাই জায়গা। তোমার পাশে যে নর্মালি রাখে (স্পেস অ্যালট করা থাকে তো) সে বিচ্ছিরিভাবে রেখেছে - তার হাগু পেয়েছিলো - তাই তাড়াতাড়ি করছিলো।

    সেফটি ফার্স্ট। নিজে সেফ থাকো - গুড ড্রাইভিং প্র্যাকটিস ফলো করো - এখানে কেউ রাইট অব দ্য ওয়ে মানে না, সুতরাং নিজে গিভ ওয়ে মেনে চলো...
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ১৮:৩১ | 216.52.215.232
  • লেফট মিরর তো থাকা উচিতই। ইউজ করা গুড প্র্যাকটিশ।

    এবার কাজ সারি, বাড়ি যাবো। ঃ-)
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ১৮:৩০ | 216.52.215.232
  • প্রচুর সময় থাকে দেখে নেবার।
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ১৮:২৯ | 216.52.215.232
  • সেক্ষেত্রে তো দেখতেই হবে। কিন্তু পার্কিং লটে জায়গা খোঁজার সময় যখন তুমি গাড়িগুলোর আড়াআড়িভাবে থাকো তখন তো দেখে নিই গাড়িগুলো ঠিকঠাক লেনের মধ্যে আছে কিনা।
  • Arijit | ১০ জুলাই ২০০৯ ১৮:২৭ | 61.95.144.123
  • এবার ধরো বাঁ দিকের গাড়িটা ওই লেন মার্কিং-এর ওপরে বা কিছুটা তোমার দিকে ঢুকে। সেটা তুমি ঢোকার সময় দেখতে পাবে না, ঘোরার সময়ও না যদি না তোমার লেফট মিরর থাকেঃ-)

    সব সময় ধরে নিতে হয় বাকি সবাই ভুল করছে।
  • Arijit | ১০ জুলাই ২০০৯ ১৮:২৬ | 61.95.144.123
  • দশ পাতা! আল্টি কি সিদ্ধান্ত হল?
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ১৮:২৫ | 216.52.215.232
  • আরে লেন আঁকা থাকে তো। অফিসে লেনের মধ্যে গাড়ি পার্ক করা থাকে। আমি আমার লেনের মধ্যে ঢুকে যাই।

    বাইরে রিভার্স পার্কিং করার দরকার হয়নি।
  • Arijit | ১০ জুলাই ২০০৯ ১৮:২৪ | 61.95.144.123
  • মাইরি - বাঁদিকের আয়না জরুরী কিনা সেই নিয়ে কত পাতা হয়ে গেলো।
  • Arijit | ১০ জুলাই ২০০৯ ১৮:২৩ | 61.95.144.123
  • মানে তুমি ধরে নিচ্ছ যে বাঁদিকের গাড়িটা একদম ঠিকঠাক করে রাখা আছে - একটুও তোমার দিকে ঘেঁষে নেই। সেটা তো কখনোই হয় না - বিলেতেও না।
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ১৮:২২ | 216.52.215.232
  • ঠিক, আয়না দেখলে সুবিধা হয়। আমি দেখি না কারণ আমি ডানদিকের গাড়ির সাথে ডিস্ট্যান্স ঠিক আছে কিনা দেখে ঢুকে যাই। প্রোভাইডেড দুটোর মাঝখানে জায়গা আছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত