এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ১০ জুলাই ২০০৯ ০১:১২ | 198.82.167.98
  • আজ্জোদাকে মতান্তরে ত্রৈলঙ্গস্বামীও বলা যায়।

    ঐ গরম ঘরেও তো লোকজন সরল মনে বসে থাকে। সেখানে আবার জামাপ্যান্টুল পরে গিয়ে বসলে অদ্ভুৎঅভাবে তাকায়, যেন চিড়িয়াখানা থেকে আসছি। ঃ(
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ০১:১২ | 122.252.231.12
  • এই পরিপ্রেক্ষিতে "এখানে না বাইরে" এইরকম শব্দবন্ধ প্রযোজ্য।
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ০১:০৯ | 122.252.231.12
  • ডিপেন করে। টার্গেট অডিয়েন্সের উপর। ঃ)
  • arjo | ১০ জুলাই ২০০৯ ০১:০৯ | 168.26.215.13
  • ব্রতীন কি এর পরের টুকু শুনেছে। এর পরে সেই ছেলেটি বলেছিল, বাঘে তো হাগু করার পরে ইয়েও করে না, তবে কি ...
  • Bratin | ১০ জুলাই ২০০৯ ০১:০৩ | 117.194.96.102
  • এটা কি প্রেসি র common বুলি। রাজর্ষি দের (৯১-৯৪) ব্যাচের একটা ছেলে কে খাওয়ার সময় হাত ধুতে বলায় সে বলেছিল "কখন ও শুনেছিস বাঘে হাত ধোয়"...
  • a x | ১০ জুলাই ২০০৯ ০১:০১ | 143.111.22.23
  • তুমি দেশ কে কি বল? ইন্ডিয়া? ;-)
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ০১:০০ | 122.252.231.12
  • না না, মাইরি, দেশ কথাটা আম্রিকা গেলেই লোকে ভারতবর্ষ সম্বন্ধে লোকে ইউজ করতে শেখে। তার আগে অব্দি দেশ মানে নিশ্চিন্দিপুর কি উলুবেড়ে।
  • Bratin | ১০ জুলাই ২০০৯ ০১:০০ | 117.194.96.102
  • আরেক টা হয় !!হাঁটু জলের বেশী নামে না কখন ও ঃ-))
  • a x | ১০ জুলাই ২০০৯ ০০:৫৯ | 143.111.22.23
  • আর ঐ আদুর গা লোকজন এখানে জিমে গেলেই দেখা যাবে। জিম শেষে তারা তোত্তো বাত্তাদের মত সরল মনে স্টলে চান টান করে, ঐ ভাবে হেঁটে এসে লকার খুলে গা মোছেন বেশ সময় নিয়ে। দেখতে খারাপ লাগেনা। এটা যারা করে তারা অবভিয়সালি ভেরি কম্ফর্টেবল নিজের বডি ইমেজ নিয়ে।
  • arjo | ১০ জুলাই ২০০৯ ০০:৫৯ | 168.26.215.13
  • বাঘ আর আমি অনেকটা একই রকম - জলে নামলে ডুবি না।
  • a x | ১০ জুলাই ২০০৯ ০০:৫৪ | 143.111.22.23
  • এ মাইরি, অর্পণ আর দমুর কিছু এনআরআই বাতিক আছে!
  • Tim | ১০ জুলাই ২০০৯ ০০:৫০ | 198.82.167.98
  • দুটো উত্তর হয়....
    ১। আজ্জোদা এক অতিকায় ব্লটিং পেপার
    ২। আজ্জোদা জলে নামে নি কোনোদিন (জলাতংক আছে কিনা ইন্দোদারে জিগান)
  • arjo | ১০ জুলাই ২০০৯ ০০:৪২ | 168.26.215.13
  • হয় নি হয় নি। আমার মাথায় কিসুই নেই তাই।
  • sb | ১০ জুলাই ২০০৯ ০০:৩৯ | 78.52.226.60
  • তুলো
  • d | ১০ জুলাই ২০০৯ ০০:৩৮ | 117.195.44.250
  • গুন্নাইট
  • arjo | ১০ জুলাই ২০০৯ ০০:৩৭ | 168.26.215.13
  • আমি ডুবি না, আমি সাঁতারও জানি না। কেন?
  • Tim | ১০ জুলাই ২০০৯ ০০:৩৭ | 198.82.167.98
  • কোনো সাক্ষী নেই।

    নাহ্‌ যন্তর-মন্তরে ঢুকে পড়ি। টাটা (সাঃ)
  • sb | ১০ জুলাই ২০০৯ ০০:৩৫ | 78.52.226.60
  • তিমির কি বুদ্ধি! আরে আমি জলে পড়লেই ডুবে যাই যে। কি বুঝলে? আমি জলের চে বিষম ভারী।
  • Tim | ১০ জুলাই ২০০৯ ০০:৩৪ | 198.82.167.98
  • অভ্যুকে জিগালেই বলে দেবে।
  • sb | ১০ জুলাই ২০০৯ ০০:৩৪ | 78.52.226.60
  • তবে, ইসে, সামারে বীচে পুং মহিলা বাচ্চা বুড়ো ....., বুঝলেন কিনা?
  • Tim | ১০ জুলাই ২০০৯ ০০:৩৪ | 198.82.167.98
  • পিপি সাঁতার শিখতে পারেনি কারণ জলের চে ভারি না হলে সাঁতার কাটতে লাগেনা। আমার ধারণা সিকিও অনুরূপ উপায়ে জলে ভেসে থাকবে।
  • sb | ১০ জুলাই ২০০৯ ০০:৩২ | 78.52.226.60
  • ও না না, এখানে মহিলা ও পুংদের স্নানাগার আলাদা। শুনেছি ফিনল্যাণ্ডে সাওনাতে মহিলা পুং ভেদাভেদ নাই তাও আবার ন্যুড! সত্যাসত্য জানি না। এখেনেও সাওনা মিক্সড যদিও তবে ন্যুড ব্যাপার স্যাপার নাই।
  • Ishan | ১০ জুলাই ২০০৯ ০০:২৫ | 12.163.39.254
  • জার্মানি খুব ডেঞ্জার জায়গা। তবে পাবলিক শাওয়ারে নির্ঘাত পুংদের ঢুকতে দেয়না। ঃ(
  • Tim | ১০ জুলাই ২০০৯ ০০:২৫ | 198.82.167.98
  • ছি ছি করার কি আছে। সমস্ত পোথ্‌থম বিসে্‌সর দেসেই এর্কম হয়ে থাকে!
  • d | ১০ জুলাই ২০০৯ ০০:২৩ | 117.195.44.250
  • কি কান্ড! জার্মানদেশে পাবলিক হরপ্পার মত "সাধারণ স্নানাগার'এ সবাই মিলে একসাথে চান করে নাকি? আ ছি ছি ছি।
  • sb | ১০ জুলাই ২০০৯ ০০:১৯ | 78.52.226.60
  • ঠিক ঠিকঃ-)) তবে আমার টুর্কাই দিদিমণি দিব্যি স্যুইমস্যুট পরে আসতেন। তখন অবশ্য বুর্কিনি বাজারে ছিল না মনে হয়। ও হ্যাঁ, আমাদের কোর্সে লেখা ছিল যে বিকিনির দরকার নেই। সেই পড়ে আমার সাথে আরেকটি যে দেশি মেয়ে শিখতে যেত তার কি চিন্তা, তবে কি কিছুই না পরতে বলছেঃ-)) বেচারীকে দোষ দেওয়া যায় না, প্রথমদিন কম্যুনিটি শাওয়ারে সব মহিলাদের জন্মদিনের পোষাকে দেখে সে যে সেই পালিয়ে গেল এল না তিন হপ্তাঃ-)
  • kali | ১০ জুলাই ২০০৯ ০০:১৩ | 160.36.240.168
  • সেই তো, মুখটুকুই বা অমন বেহায়ার মত খোলা রাখলো কেন? একটা অন্তত লেসের ঢাকনা দিয়ে দিলেই হত। আর সেই সাথে জল-চশমা পরলেই বেশ আর চোখও দেখাতে হয়না।
  • d | ১০ জুলাই ২০০৯ ০০:১০ | 117.195.44.250
  • মুখটা কলি।
  • sb | ১০ জুলাই ২০০৯ ০০:০৮ | 78.52.226.60
  • শিখতে যেতাম বলেছি। শিখতে পেরেছি সেটা কি আদৌ বলেছি? হুঁ হুঁ বাওয়া, জার্মান মাস্টারনিও ফেলঃ-)) অবশ্য সে খাস জার্মান ছিল না, টুর্কাই।
  • kali | ১০ জুলাই ২০০৯ ০০:০৮ | 160.36.240.168
  • কিন্তু এর মধ্যে 'কিনি' কোথায়? পুরোটাই তো 'বুর্ক'।
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ০০:০৮ | 122.252.231.12
  • আমার মেয়ে এখন টেলিটাবিজ দেখছে। পুরো ওই বুরকিনি পরে আছে মনে হচ্ছে। ঃ-))

    (যারা জানেন না তাদের জন্যঃ http://www.bbc.co.uk/cbeebies/teletubbies/)
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ০০:০৭ | 122.252.231.12
  • পিপি, এই, সাঁতার শিখতে যেতে না তুমি? দু বছর আগের কথা।

    একবার শিখলে কেউ ভোলে নাকি!
  • Paramita | ১০ জুলাই ২০০৯ ০০:০৬ | 63.82.71.141
  • বেশ গরমকালে পরার স্পেসসুটের মত দেখতে।
  • sb | ১০ জুলাই ২০০৯ ০০:০৬ | 78.52.226.60
  • একটুও ভাল লাগল না দেখে। হিজাবটুকু বাদ দিলে বাকিটাতো চুড়িদার কূর্তা। তা সে তো ঢের আছে। এটা কস্ট এফেক্টিভ নয়ঃ-)
  • d | ১০ জুলাই ২০০৯ ০০:০৫ | 117.195.44.250
  • এই যে
    http://www.ahiida.com/index.php?a=subcats&cat=20

    তাহলে আমরা একজন প্রত্যক্ষ-পরিধানকারিণীর বিবরণ পাবো। ঃ))
  • sb | ১০ জুলাই ২০০৯ ০০:০১ | 78.52.226.60
  • হ্যাঁ হ্যাঁ আমিও দেখবো। দেখে ভাল লাগলে কিনেও ফেলবো। তারপর পরে সাঁতার কাটতে যাব (যদিও সাঁতার জানি না)। ফিরে এসে আপডেট দেব।
  • d | ০৯ জুলাই ২০০৯ ২৩:৫৯ | 117.195.44.250
  • তা হবে। তাহলে এই বছর মনে হয় হিট করেছে।
  • Arpan | ০৯ জুলাই ২০০৯ ২৩:৫৫ | 122.252.231.12
  • দেখেচ দেখেচ, আমি অন্তর্যামী!
  • Arpan | ০৯ জুলাই ২০০৯ ২৩:৫৪ | 122.252.231.12
  • সার্চ করলে দেখা যাচ্ছে না। ঘটির্পো বানান লিখতে না জানলে কী করে হবে?

    দমু, এই পোশাকটার কথা ২০০৭ সালেই জানতাম। বিবিসির খবরে বলেছিল।
  • Ishan | ০৯ জুলাই ২০০৯ ২৩:৫৪ | 12.163.39.254
  • দেখে ফেলেছি। বানাম্ভুল করছিলাম। ঃ)
  • Ishan | ০৯ জুলাই ২০০৯ ২৩:৫১ | 12.163.39.254
  • আমি ছবি দেখতে চাইলাম, দমু দেখালোনা। সার্চ করেও কিছু পাইলাম না।ঃ(

    কিন্তু কেসি বাবু আমাদের দিয়ে হিন্দিতে অ্যাত্তো ঠেলিয়ে গেলেন কই? ঃ)
  • a x | ০৯ জুলাই ২০০৯ ২৩:৫০ | 143.111.22.23
  • আরে আরিয়া, তুমহে টু-ডাইমেন্‌শন মে ভাব্‌না করনা চাহিয়ে।

    লেকিন মুঝে রং বং কে বারে মে সুননা হ্যায়ঁ। আরে ইয়ে পামিতে, বাতাও বাতাও, অউর কেয়া কেয়া দিখা।
  • Arpan | ০৯ জুলাই ২০০৯ ২৩:৪৭ | 122.252.231.12
  • ঘুরতি থি? হায় আল্লা!

    লেকিন রঞ্জনদা মুঝে ইতনে বড়া সার্টিফিকেট দেকে গয়া!! ইতনা বড়া কি ম্যায় আভি গুরুমে হিন্দি বোলনে সে রিটায়ার করতা হু। সুনীল য্যায়সা। গাঙ্গোলি নাহি, গাওস্কর!
  • d | ০৯ জুলাই ২০০৯ ২৩:৪৭ | 117.195.44.250
  • খাইসে!! রম্‌জম্‌দাদা কয় কী?
    মাইরী বলছি, বুরকা কিম্বা বিকিনি, কোনটাই আমি পরি না। কাজেই .....
  • arjo | ০৯ জুলাই ২০০৯ ২৩:৪৫ | 168.26.215.13
  • বোঝো আলোদি কো শূন্য মে ঝুলা দিয়া। নর্থ মতলব মাথার ওপর, ইস্ট মতলব ডাইনা তরফ। মাথার ওপর ডাহিনা তরফ, আভি মুঝে পাতা চল গিয়া আলোদি ভগবান হ্যায়।
  • ranjan roy | ০৯ জুলাই ২০০৯ ২৩:৪৪ | 122.168.10.36
  • দ,
    ""পড়ে-টড়ে''? নাকি"" পরে-টরে''?
  • d | ০৯ জুলাই ২০০৯ ২৩:৪৪ | 117.195.44.250
  • সেটা নাকি আবার এই গ্রীস্মের সবচেয়ে জনপ্রিয় পোশাক। ড্রেসটা দেখতে বেশ। কিন্তু সেটা সাঁতারের পক্ষে কতখানি উপযুক্ত ..... অবশ্য আমাদের মা'রা তো শাড়ি পরেই দিব্বি সাঁতার কাটতেন।

    এটা নিয়ে হেব্বি কূটকচা৯ হয় কিন্তু।
  • a x | ০৯ জুলাই ২০০৯ ২৩:৪০ | 143.111.22.23
  • নেহি নেহি। আরে ভাই আসলি নর্থ ইস্ট জিস দিশে মে হ্যায়ঁ, হোনে দি জিয়ে। লেকিন আব যব টিচার্স রুম মে ঘুসতে হ্যায়ঁ তব আপকা বায়েঁ তরফ উপর ওয়ালে যো কোন হ্যায়ঁ য়ো কেয়া আপকা নর্থ ইস্ট নেহি হুয়া? সোচিয়ে কেয়া এক ম্যাপ পর আপ খাড়ি হ্যায়।
  • Ishan | ০৯ জুলাই ২০০৯ ২৩:৩৯ | 12.163.39.254
  • এই ড্রেসের ছবি দেখতে চাই।

    এই নিয়ে একটি গুরুগম্ভীর প্রবন্ধ ভি চাই।
  • d | ০৯ জুলাই ২০০৯ ২৩:৩৮ | 117.195.44.250
  • ভাল কথা "বুরকিনি' নামে একটা ড্রেস চালু হয়েছে, যাহা নাকি বুরকা ও বিকিনির সমন্বয়ে তৈরী। দেখেশুনে পড়েটড়ে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত