জেনেরালি আমার মত হল , ভালো কোয়ালিটির লেখা, এখন যা ফ্রিকোয়েন্সি, তাতে এমনিতেই পাঠকের কাছে পৌঁছনো যেত। এবং অনেকেই যারা লিখতে পারে তারা লেখে না এই সমস্যাটা ছেপে বেরোলে কমবে বলে মনে হয় না।
যে কোনো বড় কিছুই কমার্শিয়াল এটা ধরে নিলে মুশকিল।যাই হোক, এই শুভ শুক্রবারে যখন আমার কারো সঙ্গে মতান্তর হয় নি, আর সন্ধেবেলায় মানিয়ে নিয়ে গাজর খাওয়ার ব্যাপারটার সমস্ত প্ল্যান ঠিক ঠাক, মনের মধ্যে একটা বাংলা পুরোনো কমেডি সিনেমা দেখার আগে পরের মত একট খুশি খুশি হালকা বয়স্য ভাব, তখন এই ব্যাপারে আর কিসু কথা না বলাই ভালো। বাদ দিলাম।
kc | ১০ জুলাই ২০০৯ ১৩:১১ | 213.132.250.2
অরিজিৎ, ভূমিকা আর prologue তে বেশ ইন্টারেস্টিং লাগছিল, কিন্তু ইন্দোনেশিয়ার চ্যাপ্টারটা থেকে বইটাকে কেমন ওভার হাইপ্ড লাগছে। দেখি ভালো করে খুঁটিয়ে দেখি। আমার পড়াশোনার ভুলও থাকতে পারে।
"The subtlety of this modern empire building puts the Roman centurions, the Spanish conquistadors, and the eighteenth and nineteenth-century European colonial powers to shame. We EHMs are crafty; we learned from history. Today we do not carry swords. We do not wear armor or clothes that set us apart. In countries like Ecuador, Nigeria, and Indonesia, we dress like local schoolteachers and shop owners. In Washington and Paris, we look like government bureaucrats and bankers. We appear humble, normal. We visit project sites and stroll through impoverished villages. We profess altruism, talk with local papers about the wonderful humanitarian things we are doing. We cover the conference tables of government committees with our spreadsheets and financial projections, and we lecture at the Harvard Business School about the miracles of macroeconomics.
We are on the record, in the open. Or so we portray ourselves and so are we accepted. It is how the system works. We seldom resort to anything illegal because the system itself is built on subterfuge, and the system is by definition legitimate.
However?and this is a very large caveat ? if we fail, an even more sinister breed steps in, ones we EHMs refer to as the jackals, men who trace their heritage directly to those earlier empires. The jackals are always there, lurking in the shadows. When they emerge, heads of state are overthrown or die in violent "accidents". And if by chance the jackals fail, as they failed in Afghanistan and Iraq, then the old models resurface. When the jackals fail, young Americans are sent in to kill and to die.'
পুরো থ্রিলার।
dipu | ১০ জুলাই ২০০৯ ১২:৩৬ | 207.179.11.216
বলতে ভুলে গেছি। আমি ভবিষ্যতেও বেঙ্গালুরু-কলকাতা রুটে গিটার পরিবহণে ইচ্ছুক। আগ্রহীরা যোগাযোগ করবেন।
inetllidiot | ১০ জুলাই ২০০৯ ১২:৩৫ | 220.225.245.130
আমার মনে হয়না এই ধরনের সার্ভিস চালাতে গেলে যে ধরনের সার্ভার স্ট্রেন্থ দরকার তা অপেরার আছে।
Arijit | ১০ জুলাই ২০০৯ ১২:৩৩ | 61.95.144.123
অপেরার নিজস্ব কোনো সার্ভার মনে হয় ডাউন। ইউনাইট চালানোর কিছুক্ষণ পর একটা প্রক্সি এরর দিচ্ছে - তাই ওই পাতাগুলো অ্যাকসেস করা যাচ্ছে না।
inetllidiot | ১০ জুলাই ২০০৯ ১২:৩২ | 220.225.245.130
আর ভুতুভাই, এত্ত কাজালে হবে? দু একপিস কবতে লিখুন...
inetllidiot | ১০ জুলাই ২০০৯ ১২:৩১ | 220.225.245.130
কাল হ্যাংওভার দেখলাম। ওহ উত্তাল হাসির সিনেমা। পাগলা পুরো ঃ-)
rokeyaa | ১০ জুলাই ২০০৯ ১২:২৯ | 203.110.243.22
পাইদিদি কি আছেন? নাকি প্যারাসাইট চরাতে গেছেন?
inetllidiot | ১০ জুলাই ২০০৯ ১২:২৮ | 220.225.245.130
আরে ব্ল্যাঙ্কোভাই, ঐ দেবতাদের যেমন বর-টর থাকে আরকি ;-)
Arpan | ১০ জুলাই ২০০৯ ১২:২৭ | 65.194.243.232
ইয়েস্ম্যাম। থ্যাংকু।
rokeyaa | ১০ জুলাই ২০০৯ ১২:২৭ | 203.110.243.22
বর্ষা শুরু হলেই মুকুটমণিপুর যেতে ইচ্ছে করে, কিন্তু রাস্তা বড়ো খারাপ ঃ(
d | ১০ জুলাই ২০০৯ ১২:২৭ | 144.160.5.25
অর্পণ,
Temporary Matter? ইঃ অঃ ম্যাঃ এর প্রথম গল্পটা তো?
d | ১০ জুলাই ২০০৯ ১২:২৪ | 144.160.5.25
মুশকিল হল, বড় করে কিছু করার কথা ভাবতে গেলে কমার্শিয়াল দিকটাও একটু দেখা দরকার। ডোনেশানের ভরসা করাটা খুব একটা কাজের কথা নয়। কাজেই দেখাই যাক ........... অবশ্য যত বিরক্তিকরই লাগুক, আমি সকালে একবার অফিস থেকে আর রাতে একবার বাড়ী থেকে সমস্ত অ্যাডে ক্লিকিয়ে দিই। তারপর বন্ধ করে দিই।
Bhuto | ১০ জুলাই ২০০৯ ১২:২৪ | 203.91.193.5
আর বলোনা, মাছ-মাছি সব হজম হয়ে যাচ্ছে মাইরি,কি জল কি হাওয়া আর কি কাজের ঠেলা ঃ) তা ল্যাদোষদার খবর কি?
বেঙ্গালুরুর লোডশেডিং? মনে পড়ে গেল পিসতুতো দাদার কথাটা। একবার ওদের বাড়ির ওখানে পাওয়ার এ কি একটা প্রবলেম ছিল,ফোন করে জিগালাম হ্যাঁ রে কারেন্ট টারেন্ট যাচ্ছে নাকি? তো শুনে একটু থমকে ওপাশ থেকে আওয়াজ এল - " হ্যাঁ মাঝে মাঝে আসছে বটে" । বেঙ্গালুরুর খানিকটা তাই, আপিসে তো মেন আলোগুলো নিভিয়ে ইউপিএস এর লাইটটা জ্বালিয়ে রাখতাম,সারাদিন জ্বলে থাকতো ঃ)
তবে যাই হোক নাম্মা কর্নাটকা নাম্মা বেঙ্গালুরু। মিস করছি ঃ(
Arpan | ১০ জুলাই ২০০৯ ১২:২২ | 65.194.243.232
লোডশেডিং নিয়ে ঝুম্পা লাহিড়ির একটা দারুণ গল্প ছিল। যথারীতি নাম ভুলে গেছি।
inetllidiot | ১০ জুলাই ২০০৯ ১২:২২ | 220.225.245.130
আসলে গুগলভাই আপনের আইপি দিয়ে অনেক কিছু সেভ করে রেখেছে যে। যে আইপি তেহে্ক যেসব সার্চ বেশি করেছেন সেইটাও কনসিডার করছে অ্যাড দেখানোর সময়।
Arpan | ১০ জুলাই ২০০৯ ১২:২১ | 65.194.243.232
অ্যাডব্লকারে কাজ হয়নি? গুগল সার্চ করে দেখতে পারো আইই-র জন্য কী কী অ্যাডব্লকার আছে।
san | ১০ জুলাই ২০০৯ ১২:২০ | 121.50.4.34
অ,আমাদের এদিকে খুব সিস্টেমেটিকালি লোডশেডিং হয়। লাস্ট একমাস ধরে আমাদের রোজ সকাল আটটা থেকে নটা আর রাত আটটা থেকে নটা আলো থাকেনা। সেইভাবে হিসেব করে কাজ ফাজ প্ল্যান করা হয়।
d | ১০ জুলাই ২০০৯ ১২:১৮ | 144.160.5.25
আজ একটা বিশেষ দিন। কারণ ........ অ্যাডের ব্যপারে আমি হনুর সাথে একমত। আমারও সাইটে এই অ্যাদগুলোকে মহা আপদ মনে হচ্ছে। আরও রাগ হয় যে অফিস থেকে আমাকে গুচ্ছের ট্র্যাভেল ডিলের অ্যাড দেখায় আর বাড়ী থেকে ..... থাগ্গে সব বলে দিতে নেই।
inetllidiot | ১০ জুলাই ২০০৯ ১২:১৫ | 220.225.245.130
বুইচি... কিলিয়ার ব্যাপার্টা ঃ-)
Arpan | ১০ জুলাই ২০০৯ ১২:১১ | 216.52.215.232
ফ্যানট্যান অনেক সময় চলে না বলে বেশি রাতের দিকে বা ভোরবেলা বোঝাও যায় না।
dipu | ১০ জুলাই ২০০৯ ১২:১১ | 207.179.11.216
আমার এলাকায় সপ্তাহখানেক নিয়ম করে রাত নটা থেকে দশটা কারেন্ট থাকছে না। শনি-রবিবার মাঝেমাঝে সকাল নটায় গিয়ে বিকেল ছটায় ফেরেন।
Blank | ১০ জুলাই ২০০৯ ১২:১১ | 170.153.65.102
ইন্টেলির কি অনেক বর আছে !!!
Arpan | ১০ জুলাই ২০০৯ ১২:১০ | 216.52.215.232
আরে জানো না! একটা নাম্মা ছোট আঁকেবাঁকে চলা নদী নেই বলে শহরটা পচা।
Arpan | ১০ জুলাই ২০০৯ ১২:০৯ | 216.52.215.232
পোচুর পোচুর হয়। ইউপিএস থাকায় অনেকসময় টের পাওয়া যায় না।
intellidiot | ১০ জুলাই ২০০৯ ১২:০৭ | 220.225.245.130
লুরু জনতার সামনের টেবিলে আমি একটা প্রশ্ন রেখেছিলাম যে "লুরু তে লোডশেডিং কেমন হয়?' কেউ জবাব দেয় নি।
আজ এখানে ঘ্যামা বৃষ্টি হচ্ছে আজ। মনটা খুউউব প্রসন্ন হয়ে গ্যাছে। ইনফ্যাক্ট কেমন একটা দেবতা দেবতা ভাবে কাউকে বর দিতে ইচ্ছে করছে ঃ-)
lcm | ১০ জুলাই ২০০৯ ১২:০১ | 69.236.168.107
h, না বুঝে ভালই করেছ। পাতি ভাট, ভাটিয়ালির ভাট , বোঝার কিছু নেই। আসলে অ্যাড টা কিসের অ্যাড সেটা গুগল অ্যাডসেন্সে বোঝা মুশকিল। যেমন, Bangla Natok Rates অ্যাডে ক্লিক করলে একটা হোটেলের রিজার্ভেশনে চলে যাচ্ছে। সেটাই বলতে চাইছিলাম।
dipu | ১০ জুলাই ২০০৯ ১১:৫৯ | 207.179.11.216
সান্দার সিরিয়াসলি উচিৎ একটা "নাম্মা বেংগলুরু' গোছের সিরিজ নামানো।
san | ১০ জুলাই ২০০৯ ১১:৫৭ | 121.50.4.34
বাই দ্য ওয়ে, দিপুখোকা, বেঙ্গালুরু লা-জওয়াব নয় মানে কি? বেঙ্গালুরু অতি অতি অতি ভাল জায়গা। হ্যাঁ।
h | ১০ জুলাই ২০০৯ ১১:৫২ | 206.195.19.59
এলসিএম, বুঝিনি।
Blank | ১০ জুলাই ২০০৯ ১১:৫২ | 170.153.65.102
সর্ষে!! আচ্ছা, আজ মধ্যে মধ্যে লিখে দেবোখন।
Arijit | ১০ জুলাই ২০০৯ ১১:৫১ | 61.95.144.123
কনস্পিরেসী নয়, তাচ্চেয়েও বড় - Some would blame our current problems on an organized conspiracy. I wish it were so simple . Members of a conspiracy can be rooted out and brought to justice . This system, however, is fueled by something far more dangerous than conspiracy. It is driven not by a small band of men but by a concept that has become accepted as gospel: the idea that all economic growth benefits humankind and that the greater the growth, the more widespread the benefits . This belief also has a corollary : that those people who excel at stoking the fires of economic growth should be exalted and rewarded, while those born at the fringes are available for exploitation .
Samik | ১০ জুলাই ২০০৯ ১১:৫১ | 122.162.236.14
অ্যাই ব্ল্যাংক, তোকে বলছি না সর্ষে লিখতে? কবে লিখবি?
lcm | ১০ জুলাই ২০০৯ ১১:৫১ | 69.236.168.107
আরে h যে, দাঁড়াও না। যখন গুগল, ফ্রি নেকেড গুরু উইথ চন্ডালি ইন টু পিস... দিয়ে অ্যাড লিংক পাঠাবে, যাতে ক্লিক করলে ব্রাউজার মনিটর ভেঙ্গে চার্লস শোভরাজ আর মল্লিকা শারাওয়াত হাত ধরাধারি করে বেরিয়ে আসবে... তখন দেখবে বন্ধ করে দেবে অ্যাড।
Samik | ১০ জুলাই ২০০৯ ১১:৫০ | 122.162.236.14
এ পাড়ায় আমি, দময়ন্তী, ফরিদা, অরিজিৎ, রঙ্গন, বোজো, কাব্লিদা আর ইন্টেলি ছাড়া আর কেউই তেমনভাবে দিল্লি চেনে না। কার্যসূত্রে কিছুদিন এসে থেকে যাবার কথা বাদ দিলে। সে রকম হয় তো আরও অনেকেই আছে।
কিন্তু কলকাতা চেনে না, এমন কে আছে বলো দেখি এখানে? বরং আমিই কলকাতা চিনি না। কলকাতার পিনকোডে আমার বাস ছিল কুল্লে এক বছর। সল্লেকের চিংড়িঘাটায়। তাও সেটা আদতে উচপ। কলকাতাকে নিয়ে অন্য যে-কেউ আমার থেকে ভালো লিখবে।
তাও লিখছি তো উত্তরবঙ্গ নিয়ে। জলপাইগুড়ি। কিন্তু গুচ সাময়িকী যে কবে বেরোবে তা কেউই জানে না। লেখা হয়ে রয়েছে অনেকখানি। মামু আর দমু হ্যাঁ বল্লেই ওটাকে বুবুভাতে নিয়ে আসতে পারি।
Blank | ১০ জুলাই ২০০৯ ১১:৫০ | 170.153.65.102
ঃ) কনস্পিরেসি নাই, ইতিহাস আছে
lcm | ১০ জুলাই ২০০৯ ১১:৪৭ | 69.236.168.107
ওহ! এ বই তো দ্রি লুফে নেবে, কন্সপিরেসি থিওরিতে ভরপুর মনে হচ্ছে ঃ-)
Blank | ১০ জুলাই ২০০৯ ১১:৪৬ | 170.153.65.102
এই টে পরে পড়বো। আপাতত যে বইটা [অড়চি সেটা শেষ করি। বেশ ইন্টারেস্টিং লাগছে। পড়ে দেখতে পারো, Partisans of allah- Jihad in south asia
h | ১০ জুলাই ২০০৯ ১১:৪৪ | 206.195.19.59
জেনেরালি, এই অ্যাডের আপদের ব্যাপারটা আমার পসন্দ হয় নি। নতুন অলটারনেটিভ নিয়ে মাথা ঘামাচ্ছি না, কারণ যা ছিল, সেটাই অলটারনেটিভ। তবে সৈকত(১ নং) যখন নিজে চিন্তা ভাবনা করছে, তখন কি হয় দেখার জন্য অপেক্ষা করতে রাজি আছি। আমার স্টেক নাই, ব্যক্তিগত ভাবে, তবু যে কোনো উন্নততর এফর্ট একটু বোরিং লাগে। যাই লিখি না কেন, সেটা মূলতঃ অ্যাডসেন্সের ইন্পুট এটা ভাবতে স্লাইট বাজেও লাগছে। তবু দেখা যাক।
Arijit | ১০ জুলাই ২০০৯ ১১:৪৪ | 61.95.144.123
হুঁ - এইটে। ব্যাস - তাইলে তো আমার আর আপলোডানোর দরকার নাই। ইপ্পি, কেসি, দমু, ইন্টেলি, অক্ষ - সবাইকে এই লিংকটা ফরোয়ার্ড করে দিলুম;-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন