এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ১০ জুলাই ২০০৯ ১১:৩৬ | 122.162.236.14
  • ইন্টেলি,

    আমার মেঘমল্লার গাওয়ার ফল দেখছিস? কাল রাত থেকে বৃষ্টি নামিয়ে দিয়েছি।

    আজ একটু মিঁয়াও কা মল্‌হার গাইবো। তাতে যদি দু একটা ট্রাক ডোবে। ঃ-)
  • lcm | ১০ জুলাই ২০০৯ ১১:৩৬ | 69.236.168.107
  • ওহো, অপেরা ইউনাইট - ওটা দেখলাম, কিন্তু মুশকিল হল জিনিসটা চলছে তো operaunite.com-এ। মাঝে থার্ড পার্টি সার্ভার বসে আছে।
  • Blank | ১০ জুলাই ২০০৯ ১১:৩৪ | 170.153.65.102
  • কি বই ? কি বই?
  • Samik | ১০ জুলাই ২০০৯ ১১:৩৪ | 122.162.236.14
  • হঠাৎ এ কথা?

    রিটায়ারমেন্টের আগে কলকাতায় ফেরার চান্স আমার নেই। ঃ-) তার পরেও আছে কিনা আমি শিওর নই।
  • Arijit | ১০ জুলাই ২০০৯ ১১:৩৩ | 61.95.144.123
  • তবে আমাদের আবার ওয়েবেলের লিংক ডাউন। অন্য একটা লিংক দিয়ে টেম্পোরারি কানেকশন দিয়েছে - সেটাও আনস্টেবল। তার জন্যেও হতে পারে। লিংক আপ হলে দেখবো।
  • Arijit | ১০ জুলাই ২০০৯ ১১:৩২ | 61.95.144.123
  • কিছু একটা ব্যাপার হয়েছে - সেদিন তো আমার দিব্যি চল্ল সব - অভ্যু/ব্ল্যাংকি/র - সবাই দেখেছে। তাপ্পর সিঁফোও বল্ল ওর ৫০৩ দেখিয়েছে, আজও তাই হচ্ছে। কে জানে কি প্রবলেম!

    বারো মেগের ফাইল আর কিভাবে পাঠানো যাবে? ভেঙে পাঠানো ছাড়া তো উপায় দেখি না - বা বাড়ি থেকে ইস্নিপসে তোলা।
  • lcm | ১০ জুলাই ২০০৯ ১১:২৪ | 69.236.168.107
  • শমীক কলকাতায় ট্রান্সফার হলে (/ মুভ করলে), আমরা একটা কলকাতা লা-জওয়াব সিরিজ পেতে পারি।
  • Samik | ১০ জুলাই ২০০৯ ১১:২০ | 122.162.236.14
  • অরিজিৎ, খুলছে না। ৫০৩ টাকার টিকিট দেখাচ্ছে।

    অর্পণ, কাল ভরব। কাল ছুটি আছে। তারপরে রোববার নাগাদ হেল্প করে দিতে পারি।
  • lcm | ১০ জুলাই ২০০৯ ১১:১৭ | 69.236.168.107
  • ভুতো কি আজকাল-এর ওয়েব মাস্টার হয়ে গেল নাকি - রিমোট প্রোগ্রামার?
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ১১:১৩ | 65.194.243.232
  • বেঙ্গালুরুর নাতিশীতোষ্ণ আবহাওয়ায় মাছি বেশি দেখা যায় না। ভুতো এখন কলকাতায়।
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ১১:১২ | 65.194.243.232
  • মাছি তো বাইরের চায়ের দোকানে বা ঝুপ্‌সে। গিয়ে মারলেই হল। ;-)
  • lcm | ১০ জুলাই ২০০৯ ১১:০৯ | 69.236.168.107
  • ভুতো ব্যাঙ্গালোরে আইটি-র চাকরি করে তো? আইটি অফিসে মাছি থাকে না, বাগ থাকে।
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ১১:০১ | 216.52.215.232
  • এইবার কী মারবে? মাছি?
  • lcm | ১০ জুলাই ২০০৯ ১০:৫৯ | 69.236.168.107
  • সকালবেলা মাছ মেরে এলো!
  • Bhuto | ১০ জুলাই ২০০৯ ১০:৫৮ | 203.91.193.5
  • ও হ্যাঁ মিঠুদি, খাওয়াটা কিন্তু চারবেলা হচ্ছে। সকালে যেমন তোপসে মাছ আর চারাপোনা মেরে এলাম ঃ)
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ১০:৫৫ | 216.52.215.232
  • তুমি ITR-2 ভরো না। ঃ(

    অগতির গতি শমীকই ভরসা।
  • Bhuto | ১০ জুলাই ২০০৯ ১০:৫৪ | 203.91.193.5
  • আর কাল, মিঠুদি, আমার আর গতকাল-আগামীকাল কিছু নেই, খালি আজ আজ , কাজ কাজ ঃ)) ।
    কাল বুঝি এসব আলোচনা হয়ে গেছিল? পড়াও হছে না ঃ(

    হ্যাঁ আহামরি কিছু খেতে নয়, সবাই বলে। (আমি তো বুঝতে পারি না, সবাই জানে, আমার সব ই ভালো লাগে, নিমপাতা থেকে পাঁঠার মাংস স অ অ অ ব)।
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ১০:৫৩ | 216.52.215.232
  • আচ্ছা, যা জানলামঃ

    ১। সার্কল/ওয়ার্ড ম্যান্ডেটরি ফিল্ড নয়। এইখানে জনতা বেঙ্গালুরু লিখে দিয়েছে। তুমি ওতে নির্দ্বিধায় কলকাতা ভরে দিতে পারো।

    ২। বাই পোস্টে পাঠানোর সাতদিনের মধ্যে ওরা তোমার ইমেলে কনফার্মেশন পাঠাচ্ছে। এক হপ্তার মধ্যে না এলে আমি ওদের অফিসে গিয়ে আবার দিয়ে আসব। সিম্পল।

    আর কিছু?
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ১০:৪৮ | 216.52.215.232
  • তুমি এখানে কুরিয়ার করে পাঠিয়ে দিলে আমি বাই পোস্ট পাঠিয়ে দেব আমারটার সাথে।

    আশা করি অ্যাকনলেজমেন্ট স্টেটাস সঙ্গে সঙ্গে অনলাইন আপডেট করে দেবে। (কিসুই বিশ্বাস নেই এদের!)
  • Arijit | ১০ জুলাই ২০০৯ ১০:৪৭ | 121.241.214.50
  • আমার ITR-2 ভরার সৌভাগ্য এখনও হয় নাইঃ-(
  • Arpn | ১০ জুলাই ২০০৯ ১০:৪৪ | 216.52.215.232
  • অরিজিত, আমি কাল দেখেছি। আমি ডিটেলস জেনে তোমাকে জানাব।

    তুমি ITR-2 ভরছ কি? তালে কাল ফোং করে এট্টু জ্বালাতে পারি।
  • Arijit | ১০ জুলাই ২০০৯ ১০:৪২ | 121.241.214.50
  • http://work.arijit72.operaunite.com/shared/access_content/mdDKqguT - সার্ভিসটা তো চালালুম - কিন্তু আজ এখানে নেটওয়ার্কের বহুত প্রবলেম - দ্যাখো পাও কিনা। আমি অন্য ব্রাউজার থেকে পাচ্ছি না - অথচ সেদিন দারুন চল্লঃ-(
  • d | ১০ জুলাই ২০০৯ ১০:৪১ | 144.160.5.25
  • অজ্জিত তুমি দিনেরবেলা বই দিলে আমি নামাব ক্যাম্নে?
  • d | ১০ জুলাই ২০০৯ ১০:৪০ | 144.160.5.25
  • কি করি! প্রতিবন্ধী মানুষ।
  • kc | ১০ জুলাই ২০০৯ ১০:৩৬ | 213.132.250.2
  • তারমানে d এর জিহ্বা ছাড়া আর কোনো ইন্দ্রিয় কাজ করেনা, বেশ চাপের কেস কিন্তু।ঃ))
  • kc | ১০ জুলাই ২০০৯ ১০:৩২ | 213.132.250.2
  • অরিজিৎ, বইটার লিঙ্ক কই গ্যালো? দেবেননি?
  • Arijit | ১০ জুলাই ২০০৯ ১০:২০ | 121.241.214.50
  • অপ্পনকে (বাকি কেউ পড়বে না) - সরকারি সাইট থেকে যে এক্ষেলটা মেলে সেটা ভত্তি করলে একটা ক্ষমল (XML) ফাইল জেনারেট হয় - সেটাকে আপলোড করে দিতে হয়, আর একটা অ্যাক/ভেরিফিকেশন প্রিন্ট নিয়ে সই করে বেঙ্গালুরু পাঠাতে হয় - বাই এম্নি পোস্ট - এইখানেই চাপ হয়ে যাচ্ছে - যদি এক মাসের মধ্যে না যায়? ট্র্যাক করার তো উপায় নেই।

    আর ওয়ার্ড/সার্কল লাগে ফর্ম ভর্তি করতে - ওখেনে একটা বাক্স আছে।

    অক্ষ - বাংলা নয়, আমি বাংলায় নামটা বল্লুম। অজ্জিনালটাই আছে।
  • dipu | ১০ জুলাই ২০০৯ ১০:১৫ | 207.179.11.216
  • এতে কি ল্যাদ খাওয়ার সুফল বন্নোনা করা হয়েছে? আম্মো পড়তে চাই ;)
  • kc | ১০ জুলাই ২০০৯ ১০:১২ | 213.132.250.2
  • ঈশান বাবু, আপনার কাছে "রাসেল" এর In praise of idleness বইটা নরম প্রতিলিপি তে হবে? পোবোন্ধো ট নয়, বইটা কিন্তু।
  • d | ১০ জুলাই ২০০৯ ১০:১০ | 144.160.5.25
  • আচ্ছা আমি না প্রায় কোন মাছেদের আস্ত অবস্থায় চিন্তে পারি না। রান্নাবান্না হয়ে এলে খেয়ে বুঝতে পারি। এটা হচ্ছে এক পিস ভাই থাকার কুফল।
  • quark | ১০ জুলাই ২০০৯ ১০:০৮ | 210.212.6.116
  • বোল্‌তা কো হাম বাংলা মে বোলতা বোল্‌তা হ্যায়, আপ হিন্দি মে বোল্‌তা কো কেয়া বোল্‌তা হ্যায়?
  • Samik | ১০ জুলাই ২০০৯ ১০:০৫ | 122.162.236.14
  • সব্বার হিন্দি বোলনা খতম হো গিয়া? হাম হিন্দি নহি বোল সকতা হ্যায়?
  • m | ১০ জুলাই ২০০৯ ০৯:৫৯ | 173.26.17.106
  • এই তো, ভুতো, তুমি কাল কোথায় ছিলে?
    আমেরিকান রুই আর সিলভার কার্প দুটো ই দেখতে ভালো ছিলো- তবে খেতে বাজেঃ)
  • Bhuto | ১০ জুলাই ২০০৯ ০৯:৫৭ | 203.91.193.5
  • বাড়িওলার\গুলোর নামটা বলিস তো একবার।
  • Bhuto | ১০ জুলাই ২০০৯ ০৯:৫৬ | 203.91.193.5
  • এহেহে হে , লায়লনটিকা চেনে না? ইকি? আমি তো জ্যান্ত কিনে আনা হলে জলে ছেড়ে রাখতাম। অ্যামেরিকান কই কি ওটাকেই বলতো? ভুলে গেছি, ৬-৭ বছর চোখে দেখিনি ঃ(

    অ্যামেরিকান পোনা\রুই ও ছিল বোধহয় একখান, পিঠের কাছটা সোনালী ছিল, জলে ছেড়ে দিলে পুরো সোনালী মনে হতো। সিলভার কাপ ছিল, কদ্দিন দেখিনি তাদের ।
  • dipu | ১০ জুলাই ২০০৯ ০৯:৫৩ | 207.179.11.216
  • আমি বাড়ি পাল্টাচ্ছি। তো পোটেনশিয়াল বাড়িওলারা অনেকেই সোমত্ত অবিবাহিত ব্যাটাছেলেকে বাড়িভাড়া দিতে চাইছে না। অ্যামন ক্যানো?! বাড়িভাড়া পেতে কি বিয়ে করতে হবে নাকি!
  • Bhuto | ১০ জুলাই ২০০৯ ০৯:৫০ | 203.91.193.5
  • কই দেখি মাথাটা।
  • quark | ১০ জুলাই ২০০৯ ০৯:৫০ | 220.225.11.171
  • উদিকে যে নবদূর্গে মানুষ বানানোর ফ্যাক্টরি হবে বলছে তার কি হবে? হ্যাঁ হে অজ্জিৎ!
  • dipu | ১০ জুলাই ২০০৯ ০৯:৪৬ | 207.179.11.216
  • আর হ্যাঁ, ছোটবেলায় আমার মাথায় কেউ গাঁট্টা মারলে তারই আঙুলে ব্যাথা হত, আমার কিস্যু হত না ;)
  • dipu | ১০ জুলাই ২০০৯ ০৯:৪১ | 207.179.11.216
  • খেতে আহামরি না, এমনটাই মনে পড়ছে।
  • Tim | ১০ জুলাই ২০০৯ ০৯:৪১ | 71.62.2.93
  • ঃ-)))))))))))))))
    কিন্তু, একেবারে শেষে পামিতাদি কি বল্লো? মানে একটা পামিতাদিসুলভ কমেন্ট হয়নি?
  • m | ১০ জুলাই ২০০৯ ০৯:৩২ | 173.26.17.106
  • দীপু, কালকের ঠুসে দেওয়াটা এখনো বহাল আছে:X

    ঐ লাইলনটিকাদের একেবারেই তেলাপিয়াদের মতো দেখতে। বাবা বল্লো , তেলাপিয়া আর ওদের প্রধান তফাৎ গায়ের রং এ,প্রথম জন কালো, ন্যাজে হালকা লাল বা খয়েরি দাগ থাকে, আর দ্বিতীয় জন বাদামি বা ধূসর, সাইজেও বড়ো, মাথাটা একটু ধুমসো মতো।
    আর কোনো তফাৎ নেই, খেতে প্রথম জন নিঃসন্দেহে একটু বেশি ভালো। আর লাভজনক বলে আজকাল পুকুরে বা যেখানে মাছের চাষ হয় সেখানে নাইলনের ই রমরমাঃ)
  • dipu | ১০ জুলাই ২০০৯ ০৯:২৫ | 207.179.11.216
  • ওঃ। এটা আমি লায়লনটিকা শুনি। বাজারে পাওয়া যায়। খেয়েছি মনে হয় দু-একবার।
  • m | ১০ জুলাই ২০০৯ ০৯:২৩ | 173.26.17.106
  • তেলাপিয়া মাছের মতই দেখতে এবং খেতে এক ই প্রজাতির অন্য মাছটার নাম নাইলন ট্রিগার বা লাইলন ট্রিগার(বাজারে মাছবিক্রেতার মুখের খবর)যা দেশি তেলাপিয়া বলে চালিয়ে দেওয়া হয়।

    আমেরিকান কইপ্রেমেদের দুয়ো দিলাম।
  • arjo | ১০ জুলাই ২০০৯ ০৮:৩০ | 24.42.203.194
  • এটা কে লিখল? মেঘ না পামিতাদি? বড্ড গুলিয়ে যায় আজকাল।
  • d | ১০ জুলাই ২০০৯ ০৮:২৩ | 117.195.33.137
  • ঃ))))) আহা এই না হলে বাঙালি!
  • sb | ১০ জুলাই ২০০৯ ০৪:০৩ | 78.52.226.60
  • মারাত্মকঃ-)))))))))))) পড়ে থেকে আর সামলাতে পারছি নাঃ-)
  • pi | ১০ জুলাই ২০০৯ ০৩:০৪ | 128.231.22.164
  • এটা যাতা ! ঃ))
  • Paramita | ১০ জুলাই ২০০৯ ০১:৫৮ | 63.82.71.141
  • NABC-র একটা চুটকি বলতেই হবে।

    জনৈক ঃ পারমিতা, তোমার নাচ আমাদের খুব ভালো লেগেছে।
    আমি ঃ নাচ? মানে? আমি তো নাচি নি।
    জনৈক ঃ তাই? কিন্তু তোমাকেই স্টেজে দেখলাম যেন মনে হল।
    আমি ঃ অন্য কাউকে হয়তো মনে হয়েছে।
    জনৈক ঃ তুমি কি কিছু করলে?
    আমি ঃ আমি কিছু করি নি, আমার মেয়ে একটা নাচে ছিল।
    জনৈক (হাঁফ ছেড়ে) ঃ তাই বল, আসলে তোমার মেয়েকে একদম তোমার মত দেখতে হয়েছে।

    মাক্কালি।
  • arjo | ১০ জুলাই ২০০৯ ০১:১৯ | 168.26.215.13
  • ঃ))

    যাক চল্লুম। বাব্বাই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত