এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১০ জুলাই ২০০৯ ১৭:২০ | 61.95.144.123
  • ওই যতটা সম্ভব ডান দিকে ঘেঁষে থাকবে আর কি - বাস ড্রাইভার হল ভিভিআইপি - তাকে জায়গা ছাড়তে হবে। আমি বাসকে আগে ছেড়ে দিই।
  • r | ১০ জুলাই ২০০৯ ১৭:১৯ | 198.96.180.245
  • বিশেষতঃ বাস, কারণ এক ধাক্কায় অনেক লোক একসাথে মেরে ফেলতে পারে। যারা ভিতরে বসছে, এবং যারা বাইরে আছে। বঙ্কিম সেতুর বাসের মত কেস হলে ট্রেনের উপর পড়ে আরও কিছু এক্সট্রা লোককে মেরে ফেলবে।
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ১৭:১৭ | 216.52.215.232
  • বাস থাকলে দূরে যাবো মানে! ধরো, রাইট লেনে আমি, বাঁদিকের লেনে গাড়ি পার্ক করা আর মাঝখানের লেন দিকে বাস যাবে। আমি কি ডানদিকের রেলিং ভেঙ্গে উঠে ওয়েট করব?
  • d | ১০ জুলাই ২০০৯ ১৭:১৬ | 144.160.5.25
  • ঠিক ঠিক।
  • Arijit | ১০ জুলাই ২০০৯ ১৭:১৬ | 61.95.144.123
  • ডিট্টো
  • r | ১০ জুলাই ২০০৯ ১৭:১৫ | 198.96.180.245
  • ভারতের রাস্তায় যারা কিছু চালায়, তাদের বেশির ভাগের জায়গা পুলিশ লক-আপ।
  • Arijit | ১০ জুলাই ২০০৯ ১৭:১২ | 61.95.144.123
  • সে এখানেও করে - আমিও উল্টে ঝাড় দিই। তবে আয়না আমি বন্ধ করি না। আর বাস টাস থেকে একটু দূরে থাকাই ভালো।

    কদ্দিন আস্ত রাখতে পারবো জানি না - একদিন হয়তো ভেংএ দিয়ে যাবে - তখন আবার লাগাতে হবে। বিলেতে হলে আয়না না থাকলে পুলিশে তুলে নিয়ে যেত।
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ১৭:১১ | 216.52.215.232
  • তবে আজকাল বাইকওয়ালিরাও কম যায় না।
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ১৭:১০ | 216.52.215.232
  • ঠিক!
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ১৭:১০ | 216.52.215.232
  • লেখোনি তো সেটা। গাছ পাথর ডিভাইডার অবধি এসে শেষ করে দিয়েছিলে! ঃ-)
  • d | ১০ জুলাই ২০০৯ ১৭:০৮ | 144.160.5.25
  • শহরের মধ্যে বাইকের জ্বালায় বাঁদিকের আয়না রাখা বেশ ঝাড়। যখনতখন কোন বাইকওয়ালা দুড়ুম করে আয়নার ওপরে এসে পড়ে, আবার এমন বিরক্ত মুখ করে যেন তুমি ওটা লাগিয়ে বিশাল ভুল করেছ।
  • san | ১০ জুলাই ২০০৯ ১৭:০৮ | 121.50.4.34
  • গাড়ি তো আমার বাঁদিকে ছিল
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ১৭:০৬ | 216.52.215.232
  • গাড়ি?
  • dipu | ১০ জুলাই ২০০৯ ১৭:০৬ | 207.179.11.216
  • ব্রহ্মার অজ্জিনালি পাঁচপিস মাথা ছিল। শিব একটা কেটে দিয়েছিল। আর ব্রহ্মার মাথা মোটেও গাড়ি চালানোর জন্যে অমন হয়নি। কোন একটা ঋষির বউকে এত সেস্কি দেখতে ছিল যে ঘুরে ঘুরে ঝাড়ি মারতে গিয়ে ব্রহ্মার পাঁচটা মাথা গজায়।
  • san | ১০ জুলাই ২০০৯ ১৭:০৬ | 121.50.4.34
  • ঠিকই তো। আমি কক্ষনো সামনের কাউকে/ কিছুকে ধাক্কা মারিনি। বাঁপাশ ডানপাশের গাছ পাথর ডিভাইডার ইত্যাদিকেই শুধু মেরেছি। মাক্কালি।
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ১৭:০৪ | 216.52.215.232
  • দমু কোনদিন ক্রিকেট খেলেছ? তালে ব্লাইন্ড স্পট বোঝাতে সুবিধে হত।
  • Arpan | ১০ জুলাই ২০০৯ ১৭:০৩ | 216.52.215.232
  • এঃ হে, আমিও পিছনে ফিরে দেখি। তাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বাঁদিকের আয়না অনেকসময় ভাঁজ করে বন্ধ করে রাখতে হয়। একটা বিএমটিসির বাস এসে আলতো ভালোবাসা জানিয়ে গেলেই হয়েছে আর কী!
  • Arijit | ১০ জুলাই ২০০৯ ১৭:০৩ | 61.95.144.123
  • তিনটে আয়না থেকেও ব্লাইণ্ড স্পট দেখার জন্যে অল্প করে ঘাড় ঘোরাতে হয়। বাঁ দিকে না থাকলে ব্রহ্মার মতন মাথা দরকার হত।
  • d | ১০ জুলাই ২০০৯ ১৭:০৩ | 144.160.5.25
  • এইরে!! স্যান নির্ঘাৎ তারই বোন। আমাকে সে ঠিক এই কথাগুলোই বলেছিল। বলেছিল, শুধু সামনেটা দেখবে আর সামনে কেউ থাকলে খুবসে হর্ন বাজাবে। তাহলেই সে সরে যাবে। তবে সামনে কাউকে ধাক্কা মেরো না। আশেপাশে পেছনে দেখার দরকার নেই, কারণ সেটা অন্য লোকেদের দায়িত্ব। তুমি বিন্দাস চালিয়ে যাও।
  • san | ১০ জুলাই ২০০৯ ১৭:০২ | 121.50.4.34
  • আমাকেও ছাতা কিনতে হবে একটা। আজকাল বাড়ি ফেরার রাস্তায় ভীষণ গরু চরে বেড়ায় ঃ-(
  • Arijit | ১০ জুলাই ২০০৯ ১৭:০১ | 61.95.144.123
  • মুশকিল হল বাকি সবাই স্যানের মত ভাবে।
  • d | ১০ জুলাই ২০০৯ ১৭:০০ | 144.160.5.25
  • ব্লাইন্ড স্পট কারে কয়? কেমনি করে তৈরী হয়?
  • Arijit | ১০ জুলাই ২০০৯ ১৭:০০ | 61.95.144.123
  • ব্লাইণ্ড স্পট বল্লে ফের ভির্মি খাবে। গুরগাঁওয়ার ড্রাইভিং ইন্সট্রাক্টর আমাকে জিগ্গেস করেছিলো যে আমি কেন পিছনের দিকে দেখি (তার আগে আমি কলোরাডোতে ড্রাইভিং শিখে লাইসেন্স করিয়ে এসেছি)।
  • d | ১০ জুলাই ২০০৯ ১৭:০০ | 144.160.5.25
  • এরা সব কি সুন্দর গেরস্ত টাইপ। ছাতাটাতা নিয়ে চলাফেরা করে।
  • san | ১০ জুলাই ২০০৯ ১৬:৫৯ | 121.50.4.34
  • কোনো দিকেই কোনো আয়নার আসলে দরকার হয়না কেননা অন্য অন্য লোকেরা তো আয়না দেখেই ঃ-)
  • Blank | ১০ জুলাই ২০০৯ ১৬:৫৭ | 170.153.65.102
  • বাম দিকে আয়না না থাকলে অনেক গুলো এক্সট্রা ব্লাইন্ড স্পট তৈরী হয়ে যায়
  • san | ১০ জুলাই ২০০৯ ১৬:৫৭ | 121.50.4.34
  • দমদির সেই ইনস্ট্রাকটার মনে হয় আমার কুম্ভমেলায় হারিয়ে যাওয়া ভাই ঃ-)
  • intellidiot | ১০ জুলাই ২০০৯ ১৬:৫৭ | 220.225.245.130
  • আমি আজকেই ছাতা এনিচি আর আজকেই বিষ্টি। ইহা কি দূরদর্শিতা নাকি লটারি কাটার ইঙ্গিত?
  • Arijit | ১০ জুলাই ২০০৯ ১৬:৫৫ | 61.95.144.123
  • তিনটে আয়না দেখা মাস্ট এবং এটা গুড ড্রাইভিং প্র্যাকটিস। কেউ না করলে ভুল করে - সে যতই এক্সপিরিয়েন্সড ড্রাইভার হোক না কেন। এণ্ড অব স্টোরি।
  • shrabani | ১০ জুলাই ২০০৯ ১৬:৫৩ | 124.124.244.108
  • সর্ষে বেশী হলে তেতো হয়ে যায় যে!

    আমার ওয়্যাগন আর ড্যুও তে তিনটেই লাগানো ছিল, এক্সট্র্যা লাগাইনি। শহরে বাঁদিকেরটা বন্ধই রাখি। যদিও এটা নিয়ে এখনও আমরা দুরে যাইনি, হাই ওয়েতে যে গাড়ী চলে তাতে আমার বর দুদিকের আয়না না দেখে চালায় না।
  • Arijit | ১০ জুলাই ২০০৯ ১৬:৫২ | 61.95.144.123
  • কোন আইনে লেখা আছে বাঁদিক দিয়ে কেউ ওভারটেক করবে না? সর্বত্র করে, এবং সেটা আদৌ বেআইনি নয়। ভিউ ফাইন্ডারে পুরোটা দেখা যায় না। তোমার বাঁদিকের পাশের লেন (মানে দুই লেন পর থেকে) কেউ তোমার পাশের লেনে এসে তোমাকে ওভারটেক করছে কিনা সেটা রিয়ার ভিউ মিরর দিয়ে কি করে দেখবে?

    এবং এখানেপ্রপার লেনিং নেই বলে এটা আরো বেশি জরুরী।

    যদি দরকার না থাকতো তবে গোটা পৃথিবী থেকে এটা উঠে যেত।
  • d | ১০ জুলাই ২০০৯ ১৬:৫১ | 144.160.5.25
  • ঐসময় ঐ কিউটার পাশ দিয়ে গেলে অনেক ইনোভেটিভ গালিও শোনা যায়।
  • san | ১০ জুলাই ২০০৯ ১৬:৫১ | 121.50.4.34
  • শুধু তাই নয়, কদিন আগেই আমাকে আওয়াজ দেয়া হয়েছে গোটা বেঙ্গালুরুতে নাকি অটোওলারা এবং আমি ছাড়া আর কারো ক্যামেরাছাড়া সেলফোন নেই ।

    হে হে হে হে ঃ-))))))
  • dipu | ১০ জুলাই ২০০৯ ১৬:৫০ | 207.179.11.216
  • আমি আজকে ছাতা আনলুম আর আজকেই বিষ্টি হল না! কি ভয়ানক কনস্পিরেসি!
  • Samik | ১০ জুলাই ২০০৯ ১৬:৪৯ | 219.64.11.35
  • না-হলেও চলে মানে? আমার তো দরকারই হয় না! বাঁ দিক দিয়ে তো কেউ আমাকে ওভারটেক করবে না! আর কেউ যদি করেও, ভেতরের ভিউ ফাইন্ডার দিয়েই তা দিব্যি দেখা যায় যে কেউ বাঁ দিক দিয়ে পাশ কাটানোর চেষ্টা করছে। আর বাঁ পাশে কোনও গাড়ি থাকলে তো বাঁদিকে ঘাড় ঘুরিয়েই দেখতে পাওয়া যায়। ইন ফ্যাক্ট ঘাড় না ঘুরিয়েও চোখের কোণ দিয়েই আরামসে দেখতে পওয়া যায়। বাঁ দিকে আয়না থাকলেও তো ঘাড় ঘোরাতে হত!

    বাঁয়ে টার্ন নেবার সময়েও ভিউ ফাইন্ডারই এনাফ। বাঁ দিকে কোনও আয়নার দরকারই হয় না।
  • d | ১০ জুলাই ২০০৯ ১৬:৪৭ | 144.160.5.25
  • আমাকে একজন শেখানোর চেষ্টা করেছিল যে আয়না বা আশেপাশে কোনদিকে তাকানোর দরকার নেই, নিজের মনে বিন্দাস চালিয়ে যাও। আমি পরেরদিনই তাকে বদলে নিয়েছিলাম। বাপ্‌স্‌!!

    স্যান, আমাদের কোঙ এ একটা অ্যাকাউন্তে এরকম নিয়ম আছে। তো সেখানে গেটের সামনে একটা সিকিউরিতি বসে থাকে আর ক্যামেরারর লেন্সের ওপরে একটা স্টিকি কাগজ চিপকে দেয়। এইবার সকালে একটা দেখার মত কিউ তৈরী হয় সেই অ্যাকাউন্টের সামনে। হুমদো গালফোলা বস থেকে পুঁচকে ডেভু পর্যন্ত সব্বাই কিউয়ে দাঁড়িয়ে। আর বেচারা সিকিউরিটি উচ্ছে খাওয়া মুখে স্টিকি ছিঁড়ছে আর লাগাচ্ছে। বোর হয়ে অনেক লোক ক্যামেরাছাড়া সেল কিনে নিল।
  • Arijit | ১০ জুলাই ২০০৯ ১৬:৪৬ | 61.95.144.123
  • কারণ বাঁদিকের আয়না দরকারি। প্রপারলি চালাতে গেলে। যদি বলো না হলেও চলে, তাইলে বলবো সেটা প্রপারলি চালানো নয়। বাঁদিকে কেউ এলে দেখতেও যদি না পাই তাহলে চালাবো কি করে?
  • san | ১০ জুলাই ২০০৯ ১৬:৪৫ | 121.50.4.34
  • আমারও চাপ নেই। দিনে দশবার করে আমার হাত থেকে সেলফোন দুমদাম পড়ে যায় তাই আমি কক্ষনো ভাল সেল কিনিনা। তাজ্জন্য আওয়াজ কম খাইনি। এইবারে বেশ হয়েছে ঃ-)
  • Samik | ১০ জুলাই ২০০৯ ১৬:৪৪ | 219.64.11.35
  • তিনটে আয়না না-থাকলে গাড়ি রাস্তায় বেরনোর অযোগ্য কেন?
  • Arijit | ১০ জুলাই ২০০৯ ১৬:৪৪ | 61.95.144.123
  • মানে প্রপার টায়ার - ঠিকঠাক গ্রুভওয়ালা। একটা পেনি (এখানে সিকির সাইজ) ঢোকালে তার অর্ধেকের বেশি ঢুকে যাবার কথা।
  • intellidiot | ১০ জুলাই ২০০৯ ১৬:৪২ | 220.225.245.130
  • আমাদের এখানেও এইসব ফালতু পাঁয়তারা চলছে। তবে আমার কোন চাপ নেইকো। আমার নোকিয়া ১৬০০ ঃ-)
  • quark | ১০ জুলাই ২০০৯ ১৬:৪২ | 202.141.48.114
  • টায়ার ছাড়াও গাড়ি বেরুচ্চে তাইলে ...
  • Arijit | ১০ জুলাই ২০০৯ ১৬:৪২ | 61.95.144.123
  • আমি তিনটে দেখেই চালাই। নইলে এই রাস্তায় অনেক অ্যাকসিডেন্ট হত - কারণ বাদবাকি কেউ আয়না দেখে না, তো তার দুটো আর তিনটে!
  • quark | ১০ জুলাই ২০০৯ ১৬:৪১ | 202.141.48.114
  • ইনক্রেডিবল্‌

    http://tinyurl.com/m4c2w9
  • dipu | ১০ জুলাই ২০০৯ ১৬:৪০ | 207.179.11.216
  • এটা কনস্পিরেসী থিওরীর আওতায় পড়বে। তোমার দোকান কোনো সেল কোং এর সঙ্গে ষড় করেছে ;-)
  • Arijit | ১০ জুলাই ২০০৯ ১৬:৪০ | 61.95.144.123
  • সুইফ্‌টে ডিফল্ট তিনটে থাকে। অল্টো, ৮০০, ওয়্যাগন আর-এ সম্ভবতঃ আলাদা করে লাগাতে হয়। দিদিদের ওয়্যাগন আরেও দুটো আয়না।

    এই পনেরো বছরের পুরনো গাড়ি বাতিলের আগে প্রপার MOT করানো উচিত - তিনটে আয়না, টায়ার, হর্ন, হেডলাইট ইত্যাদি ম্যাণ্ডেটরি জিনিস না থাকলে গাড়ি রাস্তায় বেরনোর অযোগ্য।
  • san | ১০ জুলাই ২০০৯ ১৬:৩৭ | 121.50.4.34
  • যাঃ, আমাদের অফিসে ক্যামেরাওলা সেলফোন ব্যান করে দিল। সিকিউরিটি চেকে দেখতে পেলে সিজ করে দেবে। এত লোককে নতুন করে সেল কিনতে হবে বলে বেশ রাগারাগি চলছে চাদ্দিকে ঃ-))
  • quark | ১০ জুলাই ২০০৯ ১৬:১৭ | 202.141.48.114
  • অতো বড়ো বড়ো গোদা বাসের ড্রাইভার অব্দি বাঁদিকের আয়না দেখতে পায়, আর ছোটো গাড়িতে অত দূর ক্যামনে হ'ল?
  • Samik | ১০ জুলাই ২০০৯ ১৬:১৩ | 219.64.11.35
  • দরকার পড়ে না। দুটোতেই কাজ চলে যায়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত