এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ০৮ জুলাই ২০০৯ ২৩:১৩ | 59.93.210.243
  • ঐ ঘোড়া আর মানুষের ছবিটা বহু দুর থেকে নেয়া। তায় চারদিক কুয়াশা ঢাকা। আমার ঐ পাতি লেন্সে আমি আর এক্সপোজার ঘাঁটতে পারিনি।
    আরো কিছু টা হেঁটে এগোলে হয়তো ঠিক জায়গা পেতাম (কে য্যানো বলেছিলো যে কোনো ছবি ভালো হয়নি মানে ছবি থেকে তুমি বেশী দুরে আছো)। কিন্তু কোটি কোটি জোঁক ভর্তি জায়গায় আর এগোবার সাহস পেলুম না ঃ(
  • I | ০৮ জুলাই ২০০৯ ২৩:১২ | 59.93.218.29
  • ব্ল্যাংকির ছবির লিংক কে দিবে?
  • sb | ০৮ জুলাই ২০০৯ ২৩:১১ | 78.52.234.215
  • ব্ল্যাঙ্কির তোলা ছবিগুলোতে শুধু সবুজ না, রঙের ব্যবহারটাই এত চমৎকার চোখজুড়ানো হয় যে বারবার ফিরে ফিরে দেখতে ইচ্ছে করে। মনে হয় যেন ক্যানভাসে আঁকা।
  • Arpan | ০৮ জুলাই ২০০৯ ২৩:১০ | 122.252.231.12
  • আর ১৪ নংটাও খুব পছন্দ হইসে।
  • Blank | ০৮ জুলাই ২০০৯ ২৩:১০ | 59.93.210.243
  • সিঁফো রে, তোর দাদাকে একটা থ্যাংকু দিস
  • sinfaut | ০৮ জুলাই ২০০৯ ২৩:১০ | 117.254.93.161
  • আমার সব থেকে ভালো লাগলো ৪, ২৪, ২৮, ২৯, ৩০।
  • Blank | ০৮ জুলাই ২০০৯ ২৩:০৯ | 59.93.210.243
  • ঠিক, এদ্দিনে মনে পরলো। আমার জায়গাটার ছবি তুলতে গিয়েই মনে হলো আমি কোথাও এমনি ছবি দেখেছি। আমি ঐ একটা মাত্র লোক চাইছিলাম। কিন্তু পাইনি ফ্রেমে।
    শুধু এটা নারে, আমার আটলান্টা অ্যালবামে কোকা কোলা মিউজিয়ামের ভেতরে একটা ওপেন স্পেসের ছবি আছে, যেখানে একটা লোক হাঁটছে। ওটা তোলার আইডিয়াও এটা থাকে নেওয়া।
  • Arpan | ০৮ জুলাই ২০০৯ ২৩:০৮ | 122.252.231.12
  • ৮ আর ৯ দুটোই ফাটাফাটি।
  • arjo | ০৮ জুলাই ২০০৯ ২৩:০৮ | 168.26.215.13
  • আচ্ছা ঐ বুদ্ধ মূর্তি কোত্থেকে এল? আমরা যখন গিয়েছিলাম তখন কি ছিল? একদম মনে নেই তো।
  • Blank | ০৮ জুলাই ২০০৯ ২৩:০৫ | 59.93.210.243
  • বেথে কে,
    আরে এমনি ডিজিটালেও দারুন আসে। যদি ক্যানন হয়, তো দেখবে foliage বলে একটা অপসান আছে। ওতে তুললে সবুজ টা খুব ভালো আসে।
    তবে তুমি আলাদা আলাদা ঋতু তে আলাদা আলাদা রকমের সবুজ পাবে। এই সবুজটা শুধু বর্ষার জন্য। আর দারুন দারুন জায়গা। আমি সাধু হয়ে হিমালয়ে গেলে এখানেই থাকবো।
  • dri | ০৮ জুলাই ২০০৯ ২৩:০৩ | 117.194.227.152
  • ব্ল্যাংকি, দুঃখু করিস না। ফ্রেমে জত বেশী কুয়াশা থাকবে, তত এক্সপোজারে গোলমাল হবার চান্স। কুয়াশার ফ্রেম বেশ কয়েকটা এক্সপোজার কারেকশানে নিলে এক আধটা ভালো পেয়ে যাবি। অনেক তুলে ভালোগুলো বেছে নিলেই হবে।

    ঘোড়া আর মানুষের ঐ ফ্রেমটা দারুণ কম্পোজিশান। এক্সপোজারটা আরেকটু বেশী অ্যাকিউরেট হলে ফাটাফাটি হত।
  • arjo | ০৮ জুলাই ২০০৯ ২৩:০২ | 168.26.215.13
  • সিংফোংকে ঘটিদের দল থেকে ত্যাজ্য করলাম। এমন লিবার‌্যাল ঘটি আমাদের দরকার নেই।

    ব্ল্যাংকির অনেক ছবিতেই সবুজটা বাড়ানো থাকে সেটা ভালোই লাগে। সব জায়গায় না। কিন্তু বেশির ভাগ জায়গায়ই ভালো লাগে।
  • Blank | ০৮ জুলাই ২০০৯ ২২:৫৯ | 59.93.210.243
  • বাকিদের থ্যাংকু।
    আর ইন্টেলি, ঐ ছবি টা কি হলে কমপ্লিট হতো এট্টু আইডিয়া দে তো। আমি এখন এই ধরনের ছবি খুঁজে বোঝার চেষ্টা করছি যে কি ভাবে ব্যপারটা ধরা যায়।
  • Blank | ০৮ জুলাই ২০০৯ ২২:৫৮ | 59.93.210.243
  • আমার তো কনট্রাস্ট বাড়ানো থাকে বেশ কিছুটা, আর সবুজ তোলার সময় হোয়াইট ব্যালেন্সটা কে সবুজ এর দিকে সরানো থাকে বেশ কিছুটা।
    আমার ঐ ভাইব্র্যান্ট ব্যপারটা ভাল্লাগে। তবে ঐ কুয়াশা ব্যপারটা খুব ভালো আসে নি। বেশীর ভাগেই ঐ জায়গা গুলো ওভার এক্সপোসড দেখাচ্ছে ঃ(
  • dri | ০৮ জুলাই ২০০৯ ২২:৫২ | 117.194.227.152
  • অভ্যু, তোমার ঐ অঙ্কটা একটুও এগোলো? কোন আইডিয়া চমকালো?
  • Abhyu | ০৮ জুলাই ২০০৯ ২২:৪৯ | 80.221.49.91
  • আমরা যারা কচুর লতি নিয়ে কথা বলছিলাম তাদের কি দ্রি ঘুরিয়ে (বা সোজাসুজি) শুয়োর বললেন? তা ভালো।
  • Samik | ০৮ জুলাই ২০০৯ ২২:৪৯ | 122.162.236.111
  • আমাকেও ম্যাট্রিমনি দেখাচ্ছে তো! টইতে অবশ্য।
  • a x | ০৮ জুলাই ২০০৯ ২২:৪৮ | 143.111.22.23
  • তাও তো বলিনি MailChimp বলে একটা সাইটও দেখাচ্ছে। ডাক যোগে চিম্প পাঠাবে, বর পাঠানোর বদলে?
    চিম্প আসবে এখুনি নিয়ে যাবে তখুনি...
  • d | ০৮ জুলাই ২০০৯ ২২:৪৬ | 117.195.39.151
  • আমাকে বেশ ৩-৪ রকম IP track করার সাইট আর ই-মেইল মার্কেটিং এইসব দেখাচ্ছে।
  • dri | ০৮ জুলাই ২০০৯ ২২:৪৫ | 117.194.227.152
  • হ্যাঁ, ঐ কি যেন বলে না? শুয়োরে চেনে কচুর লতি।
  • a x | ০৮ জুলাই ২০০৯ ২২:৪৩ | 143.111.22.23
  • গুগল কি হাত গুণতেও জানে? আমাকে একটাও ম্যাট্রিমনির সাইট দেখাচ্ছে না কেন? বদলে ড্রাগ রিহ্যাব দেখাচ্ছে!!
  • pi | ০৮ জুলাই ২০০৯ ২২:৪২ | 128.231.22.89
  • ব্ল্যাংকি ,পিকাসার লিংকটা আরেকবার দে না।
  • nyara | ০৮ জুলাই ২০০৯ ২২:৪১ | 64.105.168.210
  • র-বাবুকে, অনাদি দস্তিদার লিখতে অনাদি দাঁ লিখেছি।
  • d | ০৮ জুলাই ২০০৯ ২২:৩৯ | 117.195.39.151
  • হুঁ ব্ল্যাঙ্কি বোধহয় কোন কোন ছবিতে সবুজটা আরো একটু দাগিয়ে দিয়েছে।
  • dri | ০৮ জুলাই ২০০৯ ২২:৩৬ | 117.194.227.152
  • ভারতম্যাট্রিমনি। দেখাচ্ছিল যে একটু আগে। এখন কোথায় গেল?

    লজ্জা পেয়েছে বোধায়।
  • dri | ০৮ জুলাই ২০০৯ ২২:৩৫ | 117.194.227.152
  • ব্ল্যাঙ্কির ছবিতে আমার সবচেয়ে ভালো লেগেছে দা ক্যাপচার অফ কুয়াশা। আর সবুজ রংটা। সবুজটা কি তুই একটু অ্যাডজাস্ট করেছিস? কুয়াশার এফেক্টটা ঠিকঠাক ধরা খুব কঠিন। এক্সপোজারে খুব গোলমাল হয়। আর ছবির শার্পনেস বাড়ানোর চেষ্টা না করে একটু ব্লারি রাখা একদম কারেক্ট ডিসিশান। সব মিলিয়ে গুড হয়েছে।
  • Abhyu | ০৮ জুলাই ২০০৯ ২২:৩৩ | 80.221.49.91
  • কই আমি তো কিছু দেখছি না। কোথায় বিজ্ঞাপন?
  • dri | ০৮ জুলাই ২০০৯ ২২:৩১ | 117.194.227.152
  • তবে ম্যাট্রিমনির বিজ্ঞাপণটা দিয়ে ভালো করেছ। বহু বিবাহটা উঠে গেল তাই, তা না হলে এইখান থেকে ক্লিক করে আর একটি বিবাহ করে ফেলতাম। তোমারও টু পাইস ইনকাম হত।
  • d | ০৮ জুলাই ২০০৯ ২২:২৯ | 117.195.39.151
  • হ্যাঁ ৭ টাও ফাটাফাটি।
  • dri | ০৮ জুলাই ২০০৯ ২২:২৮ | 117.194.227.152
  • কিন্তু ঈশেন, তুমি কি শেষে এই সাইটটাও গুগ্‌লকে বেচে দিলে! রিসেশানের সময় কে যে কাকে কিনে নেয়!
  • intellidiot | ০৮ জুলাই ২০০৯ ২২:২৬ | 59.164.2.135
  • সত্যি, অসাধারন ছবিগুলো।
    ৩, ৭, ৮, ২০, ৩০ ফাটাফাটি লেগেছে।
    ২৯ নম্বর অসম্পূর্ণ লাগলো কেমন জানি।
  • Abhyu | ০৮ জুলাই ২০০৯ ২২:২৩ | 80.221.49.91
  • তোমার বাদ্যযন্ত্রের নাম খোঁজ করছি। পেলে এবং ঘটিদের নিয়ে আর অপপ্রচারমূলক ও উস্কানিদায়ক কথাবার্তা না বললে জানিয়ে দেব।
  • dri | ০৮ জুলাই ২০০৯ ২২:২০ | 117.194.227.152
  • পান্তায় ক্ষীর, দুধ, কিসমিস, গুড়! সত্যানাশ একেবারে।

    লঙ্কা, ডালের বড়া ভালো। মৌরলা মাছ ভাজা, কুচো চিংড়ি ভাজা ও ভালো।
  • d | ০৮ জুলাই ২০০৯ ২২:১৯ | 117.195.39.151
  • আমার তো ২৭নং টাও দারুণ লেগেছে।

    কিন্তু আমাকে কেউ ঐ বাদ্যযন্ত্রটার নাম বলে দিল না। বাজে বিচ্ছিরি লোকজন।
  • a x | ০৮ জুলাই ২০০৯ ২২:১৮ | 143.111.22.23
  • ৮, ১২, ১৯, আর ৩০ হেব্বি।
  • sinfaut | ০৮ জুলাই ২০০৯ ২২:১৬ | 117.254.93.161
  • নাহ্‌ আমাকে তো বিপ্লব বা বিদ্রোহ কিছুই করতে হয় নাই।
  • a x | ০৮ জুলাই ২০০৯ ২২:১৫ | 143.111.22.23
  • পামিতে, আলোদি কি করছেন ওখানে? রাধা বৃন্দা কি এদেশে?
  • a x | ০৮ জুলাই ২০০৯ ২২:১৫ | 143.111.22.23
  • ব্ল্যাংকের অ্যালবামের ৮নং ছবি তো পুরো তার্কোভস্কির সিনেমা থেকে উঠে আসা যেন!
  • san | ০৮ জুলাই ২০০৯ ২২:১৪ | 123.201.53.130
  • আরে আমার সাইকেল আছে তো। কিন্তু ব্যালেন্স হয় না। খালি এদিকে ওদিকে হেলে যায়। তবে এবারে আমি মরিয়া হয়ে ফের চেষ্টা করব।
  • Arpan | ০৮ জুলাই ২০০৯ ২২:১০ | 122.252.231.12
  • ঃ-))
  • Abhyu | ০৮ জুলাই ২০০৯ ২২:০০ | 80.221.49.91
  • ঠিকই তো। রবাহূতই দমদির ঠিক ওষুধ ঃ)
  • Samik | ০৮ জুলাই ২০০৯ ২১:৫৮ | 219.64.11.35
  • ব্ল্যাঙ্কি রং চেনে না? আমি রং চিনি না? ছেলেদের নমে এ কী বৈষম্যমূলক অপবাদ? অ্যাঁ?
  • Abhyu | ০৮ জুলাই ২০০৯ ২১:৫৬ | 80.221.49.91
  • মানে? ঘটিরা খাওয়াদাওয়ায় বেশ হয় না??
  • d | ০৮ জুলাই ২০০৯ ২১:৫৫ | 117.195.39.151
  • মানে সিঁফো ছেলে হয়ে মোটামুটি রং চেনে। সবুজ আর নীলের তফাৎ করতে পারে। আবার ঘটি হয়েও খাওয়াদাওয়াও মোটামুটি বেশ .... (শুধু মাছমাংস বিশেষ খায় না, এটাই একটু কেমন যেন)
  • d | ০৮ জুলাই ২০০৯ ২১:৫১ | 117.195.39.151
  • আর সিঁফো কি মূর্তিমান বিদ্রোহ? কিম্বা বিপ্লব?
  • d | ০৮ জুলাই ২০০৯ ২১:৫০ | 117.195.39.151
  • স্যান সাইকেল কেন? সোজা স্কুটি কিনে ফেলো। তোমার বাড়ীতে একপীস বর আছে তো। দুদিন একটু ধরলেই ৩ দিনের দিন শিখে যাবে।
  • Samik | ০৮ জুলাই ২০০৯ ২১:৩৯ | 219.64.11.35
  • ব্ল্যাঙ্কি, তুই কী করে ছবিগুলো তুলিস? আমার পাতি হটশট ক্যামেরায় এই জিনিস তোলা যাবে? আমার ফিল্টার নাই, অ্যাপার্চার নাই, কেবল ব্যাটারি আছে আর মেমোরি কার্ড আছে। এই রকম ছবি তুলতে পারলে তবে আমি রাবাংলা যাব।

    ততক্ষণে একটা ছোট্ট সর্ষে লিখে দে প্লিজ। পুজোয় যেতেও পারি। কোথায় যাব এখনও ঠিক করি নি।
  • Samik | ০৮ জুলাই ২০০৯ ২১:২৬ | 219.64.11.35
  • বাব্বাঃ, এতক্ষণে দম ফেলার ফুরসৎ পেলাম।

    স্যান, সাইকেলকে অবজ্ঞা না করে কিনে ফ্যালো একটা। হাজার দুয়েকে তো নেমে যাবে। চাট্টি শনিরবি লেবার দিলেই শিখে যাবে, এমন কিছু হাতিঘোড়া ব্যাপার নয়।

    চাইলে সরাসরি স্কুটিও শিখে নিতে পারো। আমি এমন ছেলেকেও জানি যে সাইকেল না শিখে বাইক চালাতে শিখেছিল। পুরোটাই কনফির ব্যাপার।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত