এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ০৭ জুলাই ২০০৯ ০০:২৬ | 115.108.25.26
  • আম্মো ঘুমুতে গেলাম। শুভ্রাত্রি।
  • Arpan | ০৭ জুলাই ২০০৯ ০০:২৫ | 122.252.231.12
  • অ্যাড্রেসবারের ড্রপডাউন থেকে তুমি রিসেন্ট ফন্ট=ইউনিকোড মার্কা ইউআরেলটা সিলেক্ট করে থাকতে পার। তাতে তো ইউনিকোডেই খুলবে।
  • arjo | ০৭ জুলাই ২০০৯ ০০:২২ | 168.26.215.13
  • আরে দুটো ভিন্ন জিনিষ নিয়ে লোকে কি খিচুড়িই না পাকাচ্ছে। কেমন সব ঘুলিয়ে গেল।

    অক্ষ যতই আবাজ দিক এই আজ আবার বললাম গুগুল ইউজার ক্লিক ক্যাপচার করে, আইপি দিয়ে। তারপর সেটা কাজে লাগায়। এর মধ্যে কোনো কনস্পিরেসি নেই, স্বাভাবিক ট্রানজিশন টুওয়ারডস মোস্ট ইউজার ফ্রেন্ডলি সার্চ।
  • Arpan | ০৭ জুলাই ২০০৯ ০০:২২ | 122.252.231.12
  • যাঃ। লোকে যা বলতে চায় আর লোকে যা লেখে তার মধ্যে দুস্তর ব্যবধান।

    ঘুমুতে যাই।
  • sayan | ০৭ জুলাই ২০০৯ ০০:২১ | 115.108.25.26
  • মামুর কথামত টেস্ট করলাম।
    ভাটিয়া৯ তে ইউনিকোড সিলেক্ট করলাম।
    একই অ্যাড্রেসবারে টাইপ করে রিডিফে গেলাম।
    এবার অ্যাড্রেসবারে টাইপ করে গুরু হোমপেজে এলাম (স্টিল ইউনিকোড)।
    এবার ভাটিয়া৯'র লিঙ্কে ক্লিক করতে ভাট খুলল কিন্তু বাংলাপ্লেন এ।
  • Ishan | ০৭ জুলাই ২০০৯ ০০:২১ | 12.163.39.254
  • ওহো পড়িনি ভালো করে। তাইলে জানিনা। ঃ)
  • a x | ০৭ জুলাই ২০০৯ ০০:১৮ | 143.111.22.23
  • অন্য সাইট* - ব্রাউজার না।
  • a x | ০৭ জুলাই ২০০৯ ০০:১৭ | 143.111.22.23
  • কিন্তু দমু তো লিখল "ক্লিকিয়ে ফেরত" আনার পরেও অন্য ব্রাউজার ঘুরে এসে ইউনিকোড এলো।
  • Ishan | ০৭ জুলাই ২০০৯ ০০:১১ | 12.163.39.254
  • আরে এটা এমন কিছু কঠিন সমস্যা নয়। এমনিতেও গুগল সার্চটাকেই ডিফল্ট করে দেব ভাবছিলাম। ঃ)

    আর দমুকে। এমনিতেই একবার গুরুকে ইউনিকোড ভার্সানে দেখে ঐ ব্রাউজারে এটা সেটা ঘুরে এসে আবার গুরুচন্ডালি খোলো, দেখবে ইউনিকোডই পাবে। ওটায় গুগলের কিছু করণীয় নাই। একবার ইউনিকোড দেখতে শুরু করলেই, তোমার ব্রাউজারে একটা কুকি দিয়ে সেই ইনফো রেখে দেওয়া হয়। যতক্ষণ না বাংলাপ্লেন ক্লিকাচ্ছ, ততক্ষণ ইউনিকোড দেখিয়েই যাবে। নতুন ব্রাউজার চালু করলে অবশ্য আবার প্রথম থেকে শুরু।
  • d | ০৭ জুলাই ২০০৯ ০০:০৭ | 121.245.158.59
  • ধ্যাৎ অপ্পনও বেথেপনা করছে।
    আরে বাবা ইউনিকোডে খুলল, ঠিক আছে। তাকে ক্লিকিয়ে ফেরত আনলাম, তাও ঠিক আছে। তারপর আমি ঐ ব্রাউজারেই ইয়াহু দেখতে গেলাম। আরও যেন কিসব দেখলাম টাম (বোধহয় ভোদাফোন) আবার অ্যাড্রেসবারের ড্রপডাউন থেকে গুচকে সিলেক্ট করতেই ইউনিকোড খুলল। এমনিতে তো বাংলাপ্লেন হয়েই খোলে।
  • d | ০৭ জুলাই ২০০৯ ০০:০৩ | 121.245.158.59
  • ঐ যন্ত্রটার নাম জানালে আমিও নাহয় কিছু একটা প্রাইজ দেব।

    আর ক্যামেরা সহযোগে নজরদারী সম্পর্কে হাইট অভিজ্ঞতা হল, বুনানের সাথে এলগিন রোডের "ওহ ক্যালকাটা'য় খেতে গেছিলাম। মোটামুটি খাওয়াদাওয়া শেষ হবার পর আবিস্কার করা গেল যে বুনানের মাথার ঠিক উপরে একটা ক্যামেরা সেট করা।
  • Arpan | ০৭ জুলাই ২০০৯ ০০:০০ | 122.252.231.12
  • * ডিফল্ট
  • a x | ০৬ জুলাই ২০০৯ ২৩:৫৯ | 143.111.22.23
  • অবাক এবং আর্যর ক্লেম টু সেল্ফ ফেম সবই তো ইউনিকোড রহস্য জানার আগে ;-)
  • Arpan | ০৬ জুলাই ২০০৯ ২৩:৫৯ | 122.252.231.12
  • হ্যা, ইউনিকোডে খুলে গেলে ওপরে বাংলাপ্লেনের লিংক ক্লিক করলেই ডীফল্ট ভিউ চলে আসে তো! ব্রাউজার বন্ধ করতে হবে কেন?
  • d | ০৬ জুলাই ২০০৯ ২৩:৫৮ | 121.245.158.59
  • আচ্ছা হ্যাঁ ঐ কিম্ভুত যন্ত্রটা আমার অর্কুটে "কেলকার মিউজিয়াম' অ্যালবামে ৬ নম্বর ছবি।
  • a x | ০৬ জুলাই ২০০৯ ২৩:৫৮ | 143.111.22.23
  • আমি পড়িনি মানে বইখান অনেকদিন আগে কেনা, আজকাল তো একেবারেই বই পড়া হয়না। মাঝে মাঝে আধ খামচা পড়ে কিছুতেই পুরোটা পড়িনি। কিন্তু "অ্যাঁ" কেন?

    তবে আজকাল আবার বই পড়ছি বহু বছর বাদে, ঐ পার্কিং লট থেকে শাটলে আসতে যে দশ মিনিট লাগে, তখন। এই করে ছোট ছোট বই পড়া হচ্ছে। ক্যাচার ইন দ্য রাই পড়লাম।
  • Arpan | ০৬ জুলাই ২০০৯ ২৩:৫৭ | 122.252.231.12
  • আবাপ'র তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মী হলেই পারে। ;-)
  • sayan | ০৬ জুলাই ২০০৯ ২৩:৫৫ | 115.108.25.26
  • পেজ সেটাপে গে ডাঁয়া বাঁয়া উপর নীচ সবকটাকে 0 করে দাও। প্রিন্ট মারলে ধাতানি দেবে, থোড়াই পাত্তা দিও তাকে।
  • d | ০৬ জুলাই ২০০৯ ২৩:৫৪ | 121.245.158.59
  • বাজে বোকো না। ওদের ফন্টে লেখা যায় না।
  • Samik | ০৬ জুলাই ২০০৯ ২৩:৫৪ | 122.162.236.67
  • এত অবাক হবার কী আছে? ইউনিকোডে সার্চ মারলে গু চ'র লিংক তো আসতেই পারে!। আর সেই থেকে গু চ কেন ইউনিকোডেই খুলছে, সেই রহস্যের ক্লু পেয়ে যাবে গুরুচন্ডালির ইউআরএলেই।
  • d | ০৬ জুলাই ২০০৯ ২৩:৫২ | 121.245.158.59
  • অ্যাঁ! তুমি পড়ো নি?
  • Arpan | ০৬ জুলাই ২০০৯ ২৩:৫১ | 122.252.231.12
  • আনন্দবাজারের জিনিস খুঁজতে গেলে ব্যথা আছে। ঐ ফন্টে লিখে তবে সার্চাতে হবে। ঃ-)
  • a x | ০৬ জুলাই ২০০৯ ২৩:৪৯ | 143.111.22.23
  • যাঃ বিজ্ঞানে আবার এক ঘটি জল ঢেলে দিল :-P

    তবে দ্রি'র পোস্টগুলো পড়ার পর থেকেই আমি "ফুকো'স পেন্ডুলাম" পড়ার ব্যাপক উৎসাহ পাচ্ছি ঃ-))
  • Arpan | ০৬ জুলাই ২০০৯ ২৩:৪৭ | 122.252.231.12
  • পেজ সেট আপ। ইয়েস। কিন্তু একবারে কেন বলব? আগে আরো পুরস্কার ঘোষণা করুক। ঃ-)
  • sayan | ০৬ জুলাই ২০০৯ ২৩:৪৬ | 115.108.25.26
  • ডমডিডির দ/ড নিয়ে অনেকক্ষণ একটা মারামারি চলছে ;-))
  • d | ০৬ জুলাই ২০০৯ ২৩:৪৪ | 121.245.158.59
  • আমি অবশ্য ইউনিকোডে সার্চিয়েছি। কেলোটা হল তারপর থেকে গুচ ইউনিকোডেই বাই দিফল্ট খুলছিল, যতক্ষণ না ব্রাউজার ইন্‌স্‌ট্‌য়ান্স বন্ধ করে আবার খুললাম।
  • arjo | ০৬ জুলাই ২০০৯ ২৩:৪২ | 168.26.215.13
  • আব্বে কনস্পিরেসি নয় বিজ্ঞান - অ্যালগো। গুগুল ইউজার ক্লিক ক্যাপচার করে এবং অ্যালগোতে কাজে লাগায় এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কতটা সে জানি না।
  • a x | ০৬ জুলাই ২০০৯ ২৩:৩৪ | 143.111.22.23
  • অ্যাঁ! কাকুকে জিগালে গু চ'র লিংক আসছে? এতো আর্যর সেই কস্পিরেসি থিওরি কেই প্রমাণ করিয়ে ছাড়ল!
  • d | ০৬ জুলাই ২০০৯ ২৩:৩০ | 121.245.158.59
  • *লেডিস লেডিস লেডিস
    উফ!
  • d | ০৬ জুলাই ২০০৯ ২৩:৩০ | 121.245.158.59
  • আরে কাকুকে জিগালাম তো। আমি সেই আবাপ'তে বেরোন লেদিস কম্পার্টমেন্ট নিয়ে লেখাটা খুঁজছি। ২০০৫ না ২০০৬ এ বেরিয়েছিল।
  • a x | ০৬ জুলাই ২০০৯ ২৩:২৫ | 143.111.22.23
  • কোথায় সার্চালে? আমি তো সেই ভেলভেলে মেয়েটাকে পাচ্ছি।
  • d | ০৬ জুলাই ২০০৯ ২৩:১৮ | 121.245.158.59
  • *লেডিস
  • d | ০৬ জুলাই ২০০৯ ২৩:১৮ | 121.245.158.59
  • বোঝো কান্ড! লেদিস কম্পার্টমেন্ট লিখে সার্চালে গুচ'র দুখান লিঙ্ক আসছে। একটায় "দু'এর নাম, মায় আইপি অ্যাড্রেস পর্যন্ত দিয়ে দিচ্ছে। আরেকটায় পারমিতা শিমুলঘাটা (আদি)
    (অথচ আমি মোটেই এদের খুঁজতে সার্চাই নি ঃ( )
  • a x | ০৬ জুলাই ২০০৯ ২৩:০৪ | 143.111.22.23
  • পেজ সেট আপ ইউজ করা কি আউট অফ ফ্যাশান?
  • arjo | ০৬ জুলাই ২০০৯ ২২:৩৭ | 168.26.215.13
  • হ্যাঁ আমিও তাই। আজকাল ক্যান্ডি খাই না তাই। অপ্পনের মেথডে তো শূন্য করা গেল। কিন্তু যদি রিকোয়ারমেন্ট যদি হয় বামদিকে আর ডানদিকে .75 কিন্তু উপরে আর নীচে 1 তখন ঈশান কিভাবে করে দেখি। টানো টানো দেখি কেমন হয়।
  • d | ০৬ জুলাই ২০০৯ ২২:৩৫ | 121.245.158.59
  • ওহো মাওবিরোধীকে ধন্যবাদ EMU কামরার ক্যাপাসিটি জানানোর জন্য।
  • d | ০৬ জুলাই ২০০৯ ২২:৩০ | 121.245.158.59
  • আমিও এটা জানতাম। কিন্তু ক্যান্ডি ভালবাসিনা বলে চুপচাপ ছিলাম।
  • sinfaut | ০৬ জুলাই ২০০৯ ২২:২৮ | 117.254.92.205
  • খুব চট করে একটা সল্যুশন চাই। আমি একটা ফোল্ডারে শুধু rm কম্যান্ডটাকে রুট প্রিভিলেজে রাখতে চাই, বাকি সব এক থাকবে। কিভাবে করব? প্রত্যেক সঠিক উত্তরদাতাকে ওপেন সোর্সের লাল সেলাম জানাবো।
  • Arpan | ০৬ জুলাই ২০০৯ ২২:১৮ | 216.52.215.232
  • মেয়ের জন্য বাড়ি নিয়ে গেলাম। বলব পোমোজেঠু দিয়েছে। ঃ)
  • Ishan | ০৬ জুলাই ২০০৯ ২২:১২ | 12.163.39.254
  • থ্যাঙ্কু। হয়ে গেছে। অপ্পনকে পাঁচটা ক্যান্ডি। ঃ)
  • dri | ০৬ জুলাই ২০০৯ ২২:০১ | 117.194.229.50
  • এবারের বাজেটের সবচেয়ে ডেঞ্জারাস পার্টটা হল বাজেট ডেফিসিট। এত ডেফিসিট ফাইনান্সিং কি করে করবে? ভারতের এত বন্ড কে কিনবে? এরা তো দেখছি টাকা ছাপানোয় আম্রিকাকেও ছাড়িয়ে গেল!
  • Arpan | ০৬ জুলাই ২০০৯ ২২:০১ | 216.52.215.232
  • রুলার দেখতে পাচ্ছ? ওপরে আর বাঁদিকে? ওগুলো ধরে এমনভাবে ড্র্যাগ কর যাতে চারদিকের মার্জিন জিরো হয়ে যায়।

    বুঝতে না পারলে জানাও।
  • pi | ০৬ জুলাই ২০০৯ ২১:৫৯ | 128.231.22.89
  • বাজেট নিয়ে শৌভ এখানে পয়েন্ট করে ভালো লিখেছে।

    http://tinyurl.com/lrr7wc
  • Arpan | ০৬ জুলাই ২০০৯ ২১:৫৮ | 216.52.215.232
  • খুব সোজা। বলছি।
  • Ishan | ০৬ জুলাই ২০০৯ ২১:৫৮ | 12.163.39.254
  • ঝটপট উত্তর পেলে একটি করে ক্যান্ডি দেওয়া হবে। প্রথম পাঁচটি সঠিক উত্তরের জন্য। ঃ)
  • Ishan | ০৬ জুলাই ২০০৯ ২১:৫৭ | 12.163.39.254
  • থ্যাঙ্কু রবাহুত। গ্রাফিক্সের জন্য।

    এবার ওয়ার্ড বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন। আমি ওয়ার্ড ডকুমেন্টে কোনো মার্জিন রাখতে চাইনা। পুরো পাতা জুড়ে লিখব আঁকব এবং সেইটাই প্রিন্ট করব। কোনোদিকে কোনো মার্জিন ছাড়া। কিভাবে করব?
  • sinfaut | ০৬ জুলাই ২০০৯ ২১:৩৮ | 117.254.92.205
  • মেইল দেখিনি। আর ইস্নিপ্স থেকেই নেমে গেছে।
  • rokeyaa | ০৬ জুলাই ২০০৯ ২১:৩৪ | 203.110.243.22
  • বাজেটের মানেবই পাওয়া যায়? বা সহজে বাজেট বুঝুন গোছের কিছু?
  • Samik | ০৬ জুলাই ২০০৯ ২১:০৬ | 219.64.11.35
  • গানটা তো আমি তোকে মেলেও পাঠিয়েছি। সেখান থেকে তো নামানো যায়!

    আর ইস্নিপ্‌সের লিংকটা আমি ডাউনলোডেব্‌ল করে দিলাম। এইবার চেষ্টা করে দ্যাখ।
  • sinfaut | ০৬ জুলাই ২০০৯ ২১:০৫ | 117.254.92.205
  • আচ্ছা, ছেড়ে দাও, নেমে গেছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত