অর্পণের গল্পটা পড়ে মনে পড়ল, ঈষন্দের সিঙ্গুরের কে যেন গাড়ীর গীয়ার আবিস্কার করে খুব উত্তেজিত হয়েছিল। ঈশানকেও সেই উত্তেজনার ভাগ দিয়েছিল।
Abhyu | ০১ জুলাই ২০০৯ ২০:৫৯ | 80.221.49.91
*I have to type
intellidiot | ০১ জুলাই ২০০৯ ২০:৫৭ | 220.225.245.130
বাঃ... বাঃ...
Abhyu | ০১ জুলাই ২০০৯ ২০:৫৭ | 80.221.49.91
আই আই টি কানপুরের এক ছেলে - কি একটা রিপোর্ট লিখতে হবে, মাস্টার বলে দিয়েছে এক পাতা। তা সে ফণ্ট সাইজ ২০ না তিরিশ কতো করে কোনো রকমে এক পাতা লিখেছে। তার এক সহৃদয় বন্ধু বলল - ভাই এত কমে হবে না, অন্ততো আরো এক পাতা চাই, আর ফণ্ট সাইজটা অন্তত ১২-১৪ কিছু কর। ছেলে বলল "f*** I have type the whole thing again
Samik | ০১ জুলাই ২০০৯ ২০:৫১ | 219.64.11.35
*টিসিএসে
Samik | ০১ জুলাই ২০০৯ ২০:৫১ | 219.64.11.35
এমন অধ্যবসায়ী ছেলে তো দেখি নি। তবে আমার এক ছানা তিসিএসে ভিএসেস ব্যবহার করতে গিয়ে চেক আউট চেক ইন বুঝতে পারে নি, কাউকে জিজ্ঞেসও করে নি। ফাইল চেক আউট করত ঠিকঠাক, তারপরে, আপডেটেড ফাইল ঢোকাবার আগে সেই চেক্ড আউট ফাইলকে ডিলিট মেরে ফ্রেশ ইনসার্ট করত।
একবার পুরনো ভার্সন খুঁজতে গিয়ে দেখি পুরনো কোনও ভার্সনই নেই, একেবারে আনকোরা ভার্সন, তখন ধরা পড়ল কেসটা।
intellidiot | ০১ জুলাই ২০০৯ ২০:৩৪ | 220.225.245.130
বাঃ... বেশ
Arpan | ০১ জুলাই ২০০৯ ২০:২৭ | 216.52.215.232
এইটা আমার এক রিসোর্সের গল্প। আইআইটি কেজিপির ছেলে। বেচারা কাজ খুব ভাল করত, কিন্তু শুরুতে ওয়ার্ডে তেমন পোক্ত ছিল না। পরে দিব্যি শিখে গেছিল সব। আর বুদ্ধি ছিল প্রচুর। ঃ-)
তো, এই শুরুর দিকের কথা। আমাদের প্রোজেক্টে ডিজাইন ডকুমেন্টের পিয়ার রিভিউ করা হত। আমি একবার সেই রিসোর্স, ধরা যাক তার নাম নীলাদ্রি, তার একখানি ডকুমেন্ট রিভিউ করেছিলাম আর কয়েক জায়গায় ট্র্যাক চেঞ্জ করে কারেকশন করে পাঠিয়েছিলাম। ক'দিন পরে নীলাদ্রির উপরে ভার পড়ল অন্য একজনের ডকু রিভিউ করার। নীলাদ্রি করল আর কাজ শেষ করে টিটি খেলতে চলে গেল। যার ডকুমেন্ট, সে আমাকে এসে জানাল, ওই ট্র্যাক চেঞ্জ সে কিছুতেই অ্যাকসেপ্ট/রিজেক্ট করতে পারছে না।
গিয়ে দেখি কেলোর কীর্তি। নীলাদ্রির আগে কখনো আইডিয়া ছিল না ট্র্যাক চেঞ্জ অপশন কী করে এনাবল করতে হয়। সে দেখেছে লাল আর নীলে লেখা হয়েছে আর সেগুলো সে ধরে ধরে অ্যাক্সেপ্ট বা রিজেক্ট করেছে। তাই বলে কি সে ছেড়ে দেবার পাত্র? না কাউকে সে জিগ্যেস করবে? যত জায়গায় কারেকশন করেছে সবজায়গায় আগে ফন্ট কালার লাল বা নীলে চেঞ্জ করেছে, তারপরে নিজের টেক্সট অ্যাড করেছে। যেখানে ডিলিট করার সেইখানে ডিলিট না করে স্ট্রাইকথ্রু করে দিয়েছে। মানে ঠিক ঠিক যা যা ওয়ার্ড করে আর কী!
ধন্যি ছেলের অধ্যবসায়।
intellidiot | ০১ জুলাই ২০০৯ ২০:১৩ | 220.225.245.130
বাঃ... তা বেশ
d | ০১ জুলাই ২০০৯ ২০:১১ | 117.195.34.171
২০০১
intellidiot | ০১ জুলাই ২০০৯ ২০:০৪ | 220.225.245.130
এটা কত সালের ঘটনা?
d | ০১ জুলাই ২০০৯ ২০:০২ | 117.195.34.171
বাগচি'র গল্প কি আগে তোমাদের বলেছি? বাগচি ছিল কলকাতায় এক কোম্পানিতে আমার সহকর্মী। আমি তখন প্রড সাপোর্টে। তো, সেই ক্লায়েন্টের প্রচুর ডকু লাগত। এইটুকুনি পুঁচকে কাজের জন্য, একগাদা ডকু। হয়ত কোন জেসিএলে একটা ডেট বদলেছ, অন্তত ৬টা বিভিন্ন রকম ডকু বানাতে হোত। আমাদের টিমলিড নিশি, নিশি কূলশ্রেষ্ঠ। তো, নিশি একদিন বাগচিকে এরকম একটা ডকু বানাতে দিয়েছে। একটা জবের লাইন বাই লাইন ডকুমেন্টেশান। বাগচি বানাচ্ছে তো বানাছেই। বাড়ী যাবার সময় হয়ে গেল, নিশি অগত্যা বলে গেল শেষ করে কমন ফোল্ডারে ফেলে রেখে যেতে। ও পরেরদিন সকালে এসে রিভিউ করবে। নিশি রোজ সাড়ে আটটা নাগাদ এসে যেত। পরেরদিন এসে নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে দেখে অজস্র ডকু কিলবিল করছে সেখানে। ও কিছুতেই বুঝে উঠাতে পারছে না কোনটা লেটেস্ট আর কেনই বা এতগুলো ফাইল। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে সবকটার সাইজ প্রায় একই, ২।৫ কেবি। তো, টাইমস্ট্যাম্প দেখে লেটেস্টটা খুলল। খুলে দেখে একটাই পাতা, তারে আগামাথা কিছুই বোঝা যাচ্ছে না। মনে রাখতে হবে, তখনও মোবাইল ফোন এরকম সব্বার হাতে ছিল না। আমাদের কারোরই ছিল না। প্রড সাপোর্টের জন্য পেজার পেতাম। কাজেই যোগাযোগ করার কোন উপায় নেই। বেশ কয়েকটা খুলে নিশি দেখে একই কেস।
বাগচি অফিসে আসার পর জিজ্ঞাসাবাদ করে জানা গেল, ও একটা করে ওয়ার্ড দকের সাদা পাতা খুলেছে, তাতে টাইপেছে, পাতা ফুরিয়ে যেতেই সেভ করে আরেকটা নতুন খুলেছে। সর্বমোট ৩৫ টা ডক বানিয়ে রেখেছিল, কিন্তু একবারও পাতা শেষ হবার পর ভূল করেও এন্টার কি তেপে নি।
intellidiot | ০১ জুলাই ২০০৯ ১৯:৫৮ | 220.225.245.130
কেউ নেই?
aishik | ০১ জুলাই ২০০৯ ১৭:৫০ | 122.160.115.202
ভিসিও বেশ ভালো সফটয়্যার, তোমরা সেগুলো বোল্লে আমিও সেগুলো ই করি। আমার অসুবিধা হয় না ঃ))
Arijit | ০১ জুলাই ২০০৯ ১৭:৪৪ | 61.95.144.123
বাড়ি গেলুম। আজ এট্টু গড়িয়াহাট ঘুরে যেতে হবে।
Arpan | ০১ জুলাই ২০০৯ ১৭:৪৪ | 65.194.243.232
অভ্যুর গল্পটা এক নম্বরে যাবে।
আমার গল্পটাও খুব একটা পিছিয়ে নেই। এক ভদ্রমহিলাকে (ওদেশে) মেইল করে জানালাম ওমুক শেয়ার ফোল্ডারে একটা ডকু বানিয়ে রেখেছি। উনি ইচ্ছে করলে রিভিউ করতে পারেন। কিছুক্ষণ পরে মেল এল উনি খুঁজে পাচ্ছেন না। ফোন করলাম। সেই এক কথাঃ আমি দেখতে পাচ্ছি অথচ উনি দেখতে পাচ্ছেন না। বাধ্য হয়ে পাঁচতলা থেকে লিফটে ন'তলা গেলাম।
গিয়ে দেখি যা-তা ব্যপার। উনি উইন্ডোজ এক্সপ্লোরারের ব্যবহার খুব সম্ভবত জানেন না। একটা নতুন ওয়ার্ড ডকু খুলে ফাইল --> ওপেন অপশনে গিয়ে আমার ফাইলটি লোকেট করার চেষ্টা করছেন। খুব কষ্ট করে হাসি চেপে দেখালাম যে ফাইল ওপেন করার ডায়ালগ বাক্সটির হরাইজন্টাল স্ক্রোলবারটি ধরে ডানদিকে সরলেই আমার ফাইলটি দেখা যাচ্ছে।
ভদ্রমহিলা খুব লজ্জা পেয়ে আমাকে একগাদা এক্সপ্ল্যানেশন দিলেন। ওনাকে ট্রেনিঙের সময় এইটা শেখানো হয়নি। ইত্যাদি ইত্যাদি।
r | ০১ জুলাই ২০০৯ ১৭:৩৫ | 198.96.180.245
সব কিছুরই উপায় আছে।
Arijit | ০১ জুলাই ২০০৯ ১৭:৩৩ | 61.95.144.123
আমার ছবিগুলো অন্য জায়গাতেও কাজে লাগে - তাই জেপেগ বানাতে হয়। তবে আমি ভিসিও থেকেও পুরো কপি-পেস্ট করে দেখেছি - সিমিলার প্রবলেম হয়। কিন্তু ওই যে বল্লাম - কখন হয় আর কখন হয় না - তার কোনো ঠিক নেই।
Arijit | ০১ জুলাই ২০০৯ ১৭:৩২ | 61.95.144.123
ঠিক আছে - আজ রাতে চেষ্টা করবো। এটা কিন্তু ২০০৩ বা অন্য ভার্সনে কখনো হয়নি। ২০০৭-এই হচ্ছে, আর কমপ্যাটিবিলিটি মোডে।
ভিসিও-র চেয়ে ওমনিগ্র্যাফল ভালো - কিন্তু সেটা ম্যাকের জন্যে। তবে সবচে ভালো এক্সফিগ - নিজেকে পুরো ভগবান মনে হয়।
জেপেগ না বানিয়ে মালটা পাওয়াপয়েন্ট/ ভিসিও থেকে কপি করে "বিটম্যাপ" হিসেবে "পেস্ট স্পেশাল" কর।
Arpan | ০১ জুলাই ২০০৯ ১৭:২৯ | 65.194.243.232
আরে অরিজিত সিম্পল কিছু জিনিস মনে হয় মিস করে যাচ্ছ। অনলাইন এলে রাতে বলে দেবো। এখন তো হাতের কাছে অফিস ০৭ নাই।
r | ০১ জুলাই ২০০৯ ১৭:২৮ | 198.96.180.245
হয়েছে। থ্যা ই।
হ্যাঁ, ভিসিও সব থেকে ভালো। কিন্তু ছোটোখাটো আঁকার জন্য ভিসিও খুলতে ইচ্ছে করে না।
Abhyu | ০১ জুলাই ২০০৯ ১৭:২৮ | 80.221.49.91
এই "কি দাবানো' নিয়ে আমার একট সুন্দর গল্প আছে। তখন মিশিগানের ছাত্র, রাত ১০টা নাগাদ একজন ভদ্রমহিলা এসে খুব করুণ স্বরে জানালেন যে তাঁর কালএর ক্লাসের জন্যে নোট বানাচ্ছেন কিন্তু ওয়ার্ডে যাই টাইপ করেন সব ক্যাপিটাল লেটার হয়ে যায়। আমি গিয়ে ওনার কম্পিউটারের ক্যাপ্স লক কি দাবিয়ে ওনাকে উদ্ধার করলাম।
Arpan | ০১ জুলাই ২০০৯ ১৭:২৭ | 65.194.243.232
আমার দোকানে ০৩। ডিলিট কি'এর ফান্ডা মনে হয় ০২-এও কাজ করবে। তবে কানেক্টরগুলো ঠিকঠাক লাগে না ওয়ার্ড বা পাওয়ারপয়েন্টে। ভিসিওতে চটপট জুড়ে যায়।
Arijit | ০১ জুলাই ২০০৯ ১৭:২৬ | 61.95.144.123
আমার তো জেপেগই ছবিগুলো। ভিসিও বা পাওয়ারপেয়েন্টে এঁকে জেপেগ বানানো। তাপ্পরেও ইনসার্ট করতে গেলে ওই মাঝে মাঝে অদৃশ্য হয়ে যাচ্ছে - ডটেক বাক্সটা দেখা যাচ্ছে, তার নীচে ছবির অল্প অংশ, আর সেটা যেখানে খুশি বসে যাচ্ছে - টেক্সটের ওপরেও।
r | ০১ জুলাই ২০০৯ ১৭:২৫ | 198.96.180.245
২০০২
Abhyu | ০১ জুলাই ২০০৯ ১৭:২৪ | 80.221.49.91
না না মারিনি। কিন্তু যদি মারি?
Arpan | ০১ জুলাই ২০০৯ ১৭:২৪ | 65.194.243.232
চৌকো বাক্স এসে হাজির হলেও কিবোর্ডের ডিলিট কি টা একবার দাবালেই বিনা বাক্যব্যয়ে উড়ে যায়। তারপরে ডাইরেক্ট ছবি আঁকো না যতখুশি।
Abhyu | ০১ জুলাই ২০০৯ ১৭:২৩ | 80.221.49.91
নাহ লাঞ্চটা বড্ড ভালো হয়েছে। একটু দু চোখের পাতা এক করতে হবে।
r | ০১ জুলাই ২০০৯ ১৭:২২ | 198.96.180.245
অভ্যুও খিস্তি মেরেছে নাকি?
Arpan | ০১ জুলাই ২০০৯ ১৭:২২ | 65.194.243.232
রঙ্গন, কোন ভার্সন ইউজ কর? ০৭?
r | ০১ জুলাই ২০০৯ ১৭:২১ | 198.96.180.245
ওয়ার্ডে আগে সুন্দর ডায়রেক্ট ছবি আঁকা যেত। আজকাল একটা চৌকো বাক্স হাজির করে। ঐজন্য পাওয়ারপয়েন্ট বা ভিসিওতে ছবি এঁকে ওয়ার্ডে "পেস্ট স্পেশাল" করে সেঁটে দিই। সাঁটতে কোনো সমস্যা হয় না তো!
sayan | ০১ জুলাই ২০০৯ ১৭:২০ | 160.83.96.82
ওয়ার্ডস তাও ভালো! কি ভাগ্যি এখনও হাতে ওয়ার্কস ধরিয়ে দিয়ে বলেনি - যাও, চরে খাও!
আর বয়জোন তো সেই কব্বে নিকে গেচে - "ইট্স ওনলি ওয়ার্ডস অ্যান্ড ওয়ার্ডস আর অল আই হ্যাভ ...'
Abhyu | ০১ জুলাই ২০০৯ ১৭:২০ | 80.221.49.91
আমার খিস্তি মারতে ভালো লাগে তাই মারি। অন্য বিশেষ কোনো কারণ নাই। এ ব্যাপারে ওয়ার্ড এবং পাঞ্জাবী সব্বার সমানাধিকার ঃ)
arjo | ০১ জুলাই ২০০৯ ১৭:১৯ | 24.42.203.194
ছবি সাঁটতে হলে alt + e + s ছবিটিকে jpeg, gif বা png format এ save করুন। ছবিটিকে পাকড়ে ধরে রাইট ক্লিক করে wrap প্রপার্টি ঠিক করুন। সব ঠিক হয়ে যাবে।
r | ০১ জুলাই ২০০৯ ১৭:১৬ | 198.96.180.245
আম্মো ল্যাটেক ইউজ করেছি যখন উচ্চমেধার ছিলাম। এখন মেধা ক্রমনিম্নগামী। তাই ওয়ার্ড ইউজ করি। আপিসের হাবিজাবি কাজকম্মের জন্য ওয়ার্ডকে খিস্তি মারার কোনো কারণ নাই।
arjo | ০১ জুলাই ২০০৯ ১৭:১৬ | 24.42.203.194
ওয়ার্ডকে কেন খিস্তি মারে? ওয়ার্ডে তো দিব্যি সব করা যায়। কোনো লিমিটেশন নেই। দুচারটে অগা বাগ আছে। তবে মোটামুটি সামলে নেওয়া যায়।
Arijit | ০১ জুলাই ২০০৯ ১৭:১৫ | 61.95.144.123
যায় উইথ লোডস অব প্রবলেমস - এই যে আমি একখান বল্লুম একটু আগে...ছবি সাঁটা নিয়ে বহুত ঝামেলা হচ্ছে।
Arijit | ০১ জুলাই ২০০৯ ১৭:১৩ | 61.95.144.123
যাই হোক - কেউ শোনে না, শুনবেও না। আমার দোকানেও শোনে না। প্রবলেমগুলো স্বীকার করে বটে - ডিনাই করার জায়গা নেই, ওয়ার্ডকে খিস্তিও মারে, কিন্তু অ্যাট দি এণ্ড অব দ্য ডে...
arjo | ০১ জুলাই ২০০৯ ১৭:১২ | 24.42.203.194
ল্যাটেকে ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ ইত্যাদি সাইন গুলো সুন্দর দেখতে হয়। এছাড়া আর সব কিছু আপিসে করা যায়। খামোকা জটিল জিনিস ক্লায়েন্ট শিখবে কেন? কোনো সফটওয়ার প্রোজেক্ট এক্সিকিউট করতে ইন্টিগ্রেশনের দরকার নেই।
Arjiit | ০১ জুলাই ২০০৯ ১৭:১২ | 61.95.144.123
সব্বাই করে - সেটাই তো দুষ্কু।
আর ইয়ে - কাস্টমারকে লেটেক দিতে কয়েছে কোন হালায়? এই যে Lyx-এর কথা বল্লুম - এতে কোত্থাও লেটেকের ছিঁটেফোঁটা নেই - মানে বাইরে থেকে দেখতে পাবা না। বাইরে থেকে মনে হবে এডিটপ্যাডে লিখছো, বড়জোর বোল্ড আন্ডারলাইন বড় ছোট করছ আর ছবি সাঁটছো - পাতি ফরম্যাটেড টেক্সট উইথ ছবি। ভিতরে লেটেক কি হাতিঘোড়া করছে তুমি জানবেও না।
r | ০১ জুলাই ২০০৯ ১৭:১১ | 198.96.180.245
কাস্টমারের পয়সায় দোকান চালিয়ে ইন্ডিভিজুয়ালিটি! কানের গোড়ায় যখন কাস্টমার লাগাবে দুটো, তখন ইন্ডি, ভি, জুয়া, লিটি- কিস্যু থাকবে না। আর ট্যাঁকে যদি অঢেল পয়সা থাকে, তখন নিজে ল্যাব খুলে ইন্ডিভিজুয়ালিটি দেখাও।
sayan | ০১ জুলাই ২০০৯ ১৭:১০ | 160.83.96.81
না, মানে সিরিয়াসলি, কোন্ দোকানে ভেন্ডর তার কাস্টোমার্কে সপ্টোয়্যার কেনার্ব্যাপারে ডাইরেক্ট কত্তে পারে?
Bhuto | ০১ জুলাই ২০০৯ ১৭:১০ | 203.91.193.5
নাহ থাক :-|
sinfaut | ০১ জুলাই ২০০৯ ১৭:১০ | 203.91.207.30
ওটা স্কোয়ার পেগ ইন রাউন্ড হোলের অনুবাদ। একটু ভেবে ও বদলে। আর কিচু না।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন