এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sinfaut | ০৩ জুলাই ২০০৯ ০৯:০৪ | 117.254.94.161
  • thek_Di=থেক্‌ডি
  • san | ০৩ জুলাই ২০০৯ ০৮:৫২ | 123.201.53.130
  • হসন্ত কিকরে দেয়? থেকডিতে কয়ের পরে একপিস হসন্ত হবার কথা। যাইহোক।
  • san | ০৩ জুলাই ২০০৯ ০৮:৪৯ | 123.201.53.130
  • থেক্কাডি????? আমি থেকডি (দ্যাট ইজ থেকড়ি) জানতাম। এনিওয়ে, গেছি। বাইসনের দল , বুনো হাতি , নীলগাই জাতীয় কিসব, আরো নানারকম জন্তুজানোয়ার দেখেছি। স্পাইস প্লান্টেশন আর কফি প্লান্টেশনেও গেছি।

    কিন্তু কথা হল, শুধু থেকডি যাবে? লোকে মুন্নার-থেকডি যায়, বা আলেপ্পুজা-থেকডি-কোচিন এরকম একসঙ্গে যায়। পারলে সঙ্গে মুন্নারটা ঘুরে এসো, মানে যদি টোটাল ৪-৫ দিন ম্যানেজ করতে পার।

    ও হো, বেঙ্গালুরু থেকে যাইনি, কোলকাতা থেকে গেছি ঃ-)
  • sinfaut | ০৩ জুলাই ২০০৯ ০৮:৩৮ | 117.254.94.161
  • তিমি বা অন্য যারা গেমনটে খেলেন,

    আমার আগের অ্যাকাউন্টটা ইসে হয়ে গেছে। তাই নতুন একটা 1mran নামে ইয়ে করেছি। ওতেই চ্যালেঞ্জ দেবেন। ঠিকাচে?

    তিমিকে অলরেডি একটা দিয়ে দিয়েছি।
  • ranjan roy | ০৩ জুলাই ২০০৯ ০৭:৩৩ | 122.168.26.247
  • অক্ষ,
    সাইনাথের লেখাটা পড়লাম।
    কোন সন্দেহ নেই যে ১৯৯৪ এর ফিনান্সিয়াল রিফর্মের( নরসিংহম্‌ কমিটির প্রথম ও দ্বিতীয় রিপোর্ট) পর থেকেই সরকারের পলিসি হচ্চে প্রত্যেক ব্যাংককে নিজের পায়ে দাঁড়াতে হবে। নিগলিতার্থ, প্রত্যেকটি ব্রাঞ্চকেও লাভ করতে হবে। নইলে ডারউইনিয়ান ম্যাক্সিম মেনে মুছে যেতে হবে।
    ফলে আশির দশকে দূর গাঁয়ে কমার্শিয়াল ব্যাংক গুলোর শাখা খোলার যে একটা হিড়িক দেখা গেছিল সেটা উল্টো দিকে ঘুরে হয় বন্ধ করা, নয় দুটো শাখা মিলিয়ে দেয়া আর নয়তো কাছের বড় শাখার স্যাটেলাইট ( সপ্তাহে দু'তিন দিন দুঘন্টার জন্যে খুলবে) করার ট্রেন্ড শুরু হয়েছে।
    এর ফলে কৃষকের লোন পেতে অসুবিধার সাধারণ লজিক্যাল করোলারি মেনে নিয়েও সাইনাথের বক্তব্য (অর্থাৎ, সরকারের রুরাল ক্রেডিট বৃদ্ধির দাবি ভুল, দ্যাখ টোটাল ক্রেডিটের মধ্যে রুরাল ক্রেডিটের পার্সেন্টেজে একপ্রতিশত হ্রাস) মেনে নিতে একটু অসুবিধে আছে।
    কারণ,
    এক, যদি আর্বান ক্রেডিট রুরাল ক্রেডিটের চেয়ে দ্রুতগতিতে বাড়ে তাহলে রুরাল ক্রেডিট বাড়লেও ঐ প্রতিশত কমবে।
    সাইনাথ মানছেন আর্বান শাখা বাড়ছে। অর্থাৎ সরকারী ব্যাংক গুলো আর্বান ক্রেডিটকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে।
    দুই,
    সরি, পাব্লিক খুব বোর হবে।
    দময়ন্তী বা কেউ প্লীজ ""কৃষকের আত্মহত্যা'' থ্রেড খুলে এটা ওখানে পেস্ট করে দিন, তারপর বাকিটা বলছি।
  • Tim | ০৩ জুলাই ২০০৯ ০৫:৫২ | 204.111.134.92
  • গোরুর মত হেরো ঃ)
  • Abhyu | ০৩ জুলাই ২০০৯ ০২:২৯ | 80.221.49.91
  • হেরো তিমি?
  • Tim | ০৩ জুলাই ২০০৯ ০১:১৫ | 198.82.167.98
  • পরপর দুটো গেম হারলাম। আঃ কঃ বাঃ
  • Du | ০৩ জুলাই ২০০৯ ০১:০৮ | 65.124.26.7
  • এই ড্রাইভার লাইসেন্স আর ভিসার মধ্যে সম্পর্কের গভীরতাও মনে হয় গ্রামেই বেশি। আমাদের এক বন্ধু ভদ্রলোক ওকলাহোমার কোথাও থাকেন। ওনাকে একবার এইচ ওয়ানের মেয়াদ প্রায় শেষ ছিল বলে ড্রালা দিচ্ছিলই না। এখানে তো দেখতেও চায় না কিছু।
  • intellidiot | ০৩ জুলাই ২০০৯ ০০:৫৭ | 59.164.204.188
  • আর্য্যদার আনন্দের সঙ্গে তাল মিলিয়ে
  • arjo | ০৩ জুলাই ২০০৯ ০০:৩৪ | 24.42.203.194
  • পেয়েছি, অনেক কষ্ট করে, ঝগড়া করে, ইমিগ্রেশন রুল বুঝিয়ে, ভিসা আর আই ৯৪ এর মধ্যে পার্থক্য বুঝিয়ে এবং শেষে না দিলে রিটেন ডকু দিতে বলে ভয় দেখিয়ে পেয়েছি। আসার আগে অবিশ্যি থ্যাংকু বলতে ভুলি নি।

    যাক, যারা ভিসা স্ট্যাটাসে আম্রিগায় আছেন তারা লাইসেন্স ফুরোনোর এক মাস আগে রিনিউ করতে যান। আর গ্রামে থাকলে কাছাকাছি বড় শহরের ডিএমভিতে যান। গ্রামে গঞ্জে লোকে প্রসেস কিম্বা রুল কিছুই ভালো জানে না। আর খুব নার্ভাস। আজ টেনশনে আমার পাসপোর্ট তিনবার হাত থেকে ফেলে দিলে।
  • intellidiot | ০৩ জুলাই ২০০৯ ০০:১০ | 59.164.204.188
  • **কে জানে
  • intellidiot | ০৩ জুলাই ২০০৯ ০০:০৯ | 59.164.204.188
  • অপেরা ইউনাইটের ডেব প্যাকেজ খুব স্লো ডাউনলোড হচ্ছে ঃ-( এমনিতে স্পিড ঠিকঠাকই আছে। কি কারন জে জানে
  • Arpan | ০৩ জুলাই ২০০৯ ০০:০৩ | 122.252.231.12
  • যাঃ ছেলের দেকি মান হয়েচে!
  • sinfaut | ০৩ জুলাই ২০০৯ ০০:০০ | 117.254.93.194
  • ব্যাঙ্গালোর থেকে থেক্কাডি যাবে, তো আমাকে জিজ্ঞেস করছো কেন? ব্যাঙ্গালোরবাসী দের জিজ্ঞেস করলেই পারো।
  • Ishan | ০২ জুলাই ২০০৯ ২৩:৫৬ | 12.163.39.254
  • আরে ট্রায়াল ভার্সান তো পাওয়াই যায়। শেখার জন্য।

    http://www.adobe.com/products/pagemaker/

    যাই হোক, এখানে আর বোর করবনা। মেল করেছি। ডিটেলে।
  • Arpan | ০২ জুলাই ২০০৯ ২৩:৫৫ | 122.252.231.12
  • ছরি ছরি। কেমন জায়গা? দুইদিন ঘুরে ফিরে আসার জন্য ঠিক আছে (যাতায়াত বাদ দিয়ে)?
  • sinfaut | ০২ জুলাই ২০০৯ ২৩:৫২ | 117.254.93.194
  • কেন কেন শুধু ব্যাঙ্গালুরু বাসী কেন? আম্মো তো গেচি।
  • Arpan | ০২ জুলাই ২০০৯ ২৩:৪৮ | 122.252.231.12
  • বেঙ্গালুরুবাসীরা, কেউ থেক্কাডি (thekkady) বেড়াতে গেছ?
  • sinfaut | ০২ জুলাই ২০০৯ ২৩:২৫ | 117.254.93.194
  • আমি শুধু ৫০৩ দেখছি। ধুর।
  • Du | ০২ জুলাই ২০০৯ ২৩:২৩ | 65.124.26.7
  • বোজো কি দেশে ফিরে গেছে?
  • Arpan | ০২ জুলাই ২০০৯ ২৩:১৬ | 122.252.231.12
  • জনৈক ইউজারের বক্তব্যঃ

    The first thing I saw on Operas forums was a whole bunch of people complaining about lack of PHP support. Opera tells everyone they have given you a web server, but they really mean they've only given you a file server.

    Heh. I suspected the part about everything going through Opera's computers, since otherwise I don't see them making it through the firewall. Sad to see it's true, though.

    For now, I'll stick to using WAMP or LAMP, depending on the OS I'm using.
  • sinfaut | ০২ জুলাই ২০০৯ ২৩:০৩ | 117.254.93.194
  • কেউ অপেরা ইউনাইট ইনস্টল করলো? তাহলে একটু তার সাথে খেলাধুলো করতুম।
  • rokeyaa | ০২ জুলাই ২০০৯ ২২:৫০ | 203.110.240.21
  • আমি পেজমেকারে এক্টু এক্টু কাজ করেছি, এক্ষপার্ট নই।
  • Arpan | ০২ জুলাই ২০০৯ ২২:২১ | 122.252.231.12
  • না না, উহার বৃহৎকোমল একটি হদয় আছে।
  • a x | ০২ জুলাই ২০০৯ ২২:১৮ | 143.111.22.23
  • ভালোবাsssasআআটা কেউ দেখলনা রে ঃ-((
  • a x | ০২ জুলাই ২০০৯ ২২:১২ | 143.111.22.23
  • রঞ্জনদা, এইটা একজন পাঠালো আজ, সাইনাথের লেখা - http://www.hindu.com/2008/03/28/stories/2008032857540100.htm

    ছত্তিসগড়ের থ্রেডে লাস্ট ১০ বছরে মহাজনের কাছ থেকে ধার নেবার ট্রেন্ড যে আপওয়ার্ড লিখেছিলাম। এই নিউজটাও তাই বলছে।

    The fact remains, though, that there were 4,750 rural branches less in 2007 than at the start of the reforms period.

    The trend holds through most of UPA years. Indeed, 2006 saw the sharpest drop, with 1,503 branches shutting shop at a rate of one every six hours, on average. The rapid decline has pushed more farmers towards moneylenders.


    এখানে বা থ্রেড খুলে এই নিয়ে কিছু বলবেন?
  • d | ০২ জুলাই ২০০৯ ২২:০৮ | 117.195.38.219
  • সবাই খালি ক্যালাতেই দেখে ঃ(
  • Arpan | ০২ জুলাই ২০০৯ ২২:০৬ | 122.252.231.12
  • এক্সপার্টিজ নেই। তবে শিখতে গেলে তো জিনিসটা লাগবে।
  • Ishan | ০২ জুলাই ২০০৯ ২২:০৩ | 12.163.39.254
  • নানা সিডির দরকার নেই। এক্সপার্টিজের দরকার। আমি ডিটেলে মেল করছি আজ-কাল করে।
  • Arpan | ০২ জুলাই ২০০৯ ২২:০০ | 122.252.231.12
  • যাত্তারা, কেলাবে কেন? চাইলে সিডি জোগাড় করা যায়। চাইলে বোলো।
  • Ishan | ০২ জুলাই ২০০৯ ২১:৫৮ | 12.163.39.254
  • কি হবে বলা চাপ। কিন্তু কি হতে পারে বলা যেতে পারে। কিন্তু সেটা বললে দমু আমাকে ক্যালাবে। ঃ)

    সফটোয়্যারটা ডিটিপির কাজে লাগে।
  • Samik | ০২ জুলাই ২০০৯ ২১:৫৭ | 219.64.11.35
  • নাহ্‌। দেখে তো মনে হচ্ছে খুব হাইফাই জিনিস। বোধ হয় ইউজ করি নি।
  • Arpan | ০২ জুলাই ২০০৯ ২১:৫৫ | 122.252.231.12
  • কী হবে তাই দিয়ে?
  • d | ০২ জুলাই ২০০৯ ২১:৫৫ | 117.195.38.219
  • ওরে বাবা! আবার সেই পেজমেকার আর পিডিএফের কম্বি? কতরনাক জিনিষ।
  • Ishan | ০২ জুলাই ২০০৯ ২১:৪৯ | 12.163.39.254
  • হ্যাঁ হ্যাঁ। কিন্তু প্রোডাক্টটা অ্যাডোবে।
  • Samik | ০২ জুলাই ২০০৯ ২১:৪২ | 219.64.11.35
  • খুব শোনা-শোনা লাগছে। প্রাচীনকালে বোধ হয় হাত লাগিয়েছিলাম। ক্ষুদ্রকোমল পেজমেকার কি?
  • Ishan | ০২ জুলাই ২০০৯ ২১:১৫ | 12.163.39.254
  • এখানে কারো পেজমেকার আছে?

    বা কেউ পেজমেকারে অল্প কিছু কাজ করেছে?

    সত্বর জানাইবেন।
  • sayan | ০২ জুলাই ২০০৯ ২০:৪৪ | 160.83.96.81
  • আরেঃ তায়নজ্যেঠু যে! কোথায় আছিস? কেমন আছিস?
  • sayan | ০২ জুলাই ২০০৯ ২০:৪০ | 160.83.96.81
  • টেলনেটটা চলছে না। বাড়ি গিয়ে আরেকবার দেখবো।
  • intellidiot | ০২ জুলাই ২০০৯ ১৯:০২ | 220.225.245.130
  • telnet towel.blinkenlights.nl

    কমান্ড লাইনে অ্যাসকি টেক্সটে স্টার ওয়ার্স ঃ-)
  • Abhyu | ০২ জুলাই ২০০৯ ১৮:৪৭ | 80.221.49.91
  • হ্যাঁ এখন আপিসে বসে সজোরে 'আনো মৃদঙ্গ' বলে লোকজনকে ঘাবড়ে দেওয়ার মানে হয় না
  • sinfaut | ০২ জুলাই ২০০৯ ১৮:৪৫ | 203.91.207.30
  • আমার হা.জা. আপিসে ওপেরাইউনাইট ব্লক করা দেখছি। ঃ'(
  • r | ০২ জুলাই ২০০৯ ১৮:৪৩ | 125.18.104.1
  • আপিসে হেডফোং নাই। খুব লো ভলিউমে চুপিচুপি দুই লাইন শুনেছি। পরে পুরোটা শুনব।
  • Abhyu | ০২ জুলাই ২০০৯ ১৮:৪২ | 80.221.49.91
  • হুঁ, ভালো না?
  • r | ০২ জুলাই ২০০৯ ১৮:৪০ | 125.18.104.1
  • অভ্যু, চিত্রলেখা?
  • Arijit | ০২ জুলাই ২০০৯ ১৮:২২ | 61.95.144.123
  • কিন্তু দমু সরল মনে ক্লিক করে কঠিন জিনিস কি দেখে ফেল্ল?
  • Abhyu | ০২ জুলাই ২০০৯ ১৮:২১ | 80.221.49.91
  • তাহলে রাইটক্লিক করে ডাউনলোড করতে হয়।
  • r | ০২ জুলাই ২০০৯ ১৮:১৮ | 125.18.104.1
  • অভ্যু, লিঙ্কটা খোলে কিন্তু চলে না। ঃ-(
  • Abhyu | ০২ জুলাই ২০০৯ ১৮:১৫ | 80.221.49.91
  • হ্যাঁ এবার বুঝেছি। রিফ্রেশ করতে হবে
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত