এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sinfaut | ০৬ জুলাই ২০০৯ ২০:৪৫ | 117.254.92.205
  • গানটার জন্য অনেক ধন্যবাদ শমীক। কিন্তু ডাউনলোডাতে পারছি না তো। পাঠাবে না মেলে কিংবা নামাতে দেবে তো?
  • Samik | ০৬ জুলাই ২০০৯ ২০:০৪ | 219.64.11.35
  • আজ সারাদিনে টইতে কেউ কিচ্ছু লেখে নি।
  • intellidiot | ০৬ জুলাই ২০০৯ ১৯:৫৭ | 220.225.245.130
  • **ব্যাঙ্ক কিছুই বলেনি।

    "বিনা' টা নেই।
  • intellidiot | ০৬ জুলাই ২০০৯ ১৯:৫৪ | 220.225.245.130
  • আমারো ফেরৎ এসেছিল ১৮৮৭/- টাকার চেক। কিন্তু তাতে গুচ্ছ ভুল। থাউজ্যান্ড বানান ভুল, নামের বানান ভুল, এমনকি অ্যাকাউন্ট নম্বরের শেষ ডিজিটটা নেই। কি কেলেংকারি। গেলাম নয়ডা আইটিও তে। এক সহৃদয় ভদ্রলোক মত্র একঘন্টা ঘ্যানঘ্যান করার পর অ্যাকাউন্ট নম্বরটি ঠিক করে দিলেন। বাকি গুলোর কথা জিজ্ঞাসা বল্লেন ব্যাঙ্ক আইটিওর চেক দেখলে কিছু বলবে না। সত্যি, ব্যাঙ্ক বিনা কিছুই বলেনি। ঠিক ঠাক টাকা জমা হয়ে গিয়েছিল ঃ-)
  • Samik | ০৬ জুলাই ২০০৯ ১৯:৪৩ | 219.64.11.35
  • আমার একবার বারো হাজার টাকা ফেরৎ আসার ছিল। যে জমা করেছিল, তাকে আমি এক বছরে বার পঁচিশ ফোন করে করে হেদিয়ে গেছিলাম, সে সেই টাকা আজ বেরোবে কাল বেরোবে করে দিয়ে আর উঠতে পারে নি। তখন আরেকজন এজেন্ট ধরলাম, গল্প শোনালাম, সে তিন মাসের মধ্যে আমার চেক এনে দিল। তাকে কিছু দিতে হল টল আর কি, চেক আসার পরে।

    এখন, প্রথম এজেন্টকেও দিতে হত সে চেক এনে দিলে। তার কাছে তো খবর গেছে, যে চেক রিলিজ হয়ে গেছে। এইবার সে আমাকে ফোন করতে শুরু করল। পরের তিন মাসে সে আমাকে বার পঁচিশ ফোন করল। আমি একটাও তুল্লাম না। তারপরে সে হাল ছেড়ে দিল।
  • arjo | ০৬ জুলাই ২০০৯ ১৯:১২ | 168.26.215.13
  • ও বুয়েছি। আমি যেন কি একটা করেছি। প্রথম দুই তিন বছর দিয়েছি। তারপর উকিল কিসব একটা পরামর্শ দিলে যেন। ভুলে গিয়েছি।
  • Samik | ০৬ জুলাই ২০০৯ ১৯:১০ | 219.64.11.35
  • বিদেশে থাকলেও ট্যাক্সো দিতে হয় তো বটেই। অরিজিৎ ২০০০এর পর আইটি রিটার্ন ফাইল না করে ঠিক কাজ করে নি। ঃ-)
  • arjo | ০৬ জুলাই ২০০৯ ১৯:১০ | 168.26.215.13
  • বিদেশে খুব সহজ তো। নিজে নিজেই ফ্রিতে রিটার্ন ভরা যায়। তার্পর e-file, টাকার লেনদেন তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট। অনেক সহজ সরল ব্যপার।
  • Samik | ০৬ জুলাই ২০০৯ ১৯:০৮ | 219.64.11.35
  • আমারো প্যান কার্ড ভুবনেশ্বরের। অনলাইনে দেখায় আইটিও দিল্লি ওয়ার্ড চব্বিশ। জমা পড়ে বোধ হয় সংসদ মার্গের কোনও অফিসে। ওতে কিছু এসে যায় না।
  • intellidiot | ০৬ জুলাই ২০০৯ ১৯:০৪ | 220.225.245.130
  • একটা বিরিয়ানি খাওয়ার নেমন্ত পেলুম। পৃথিবীটা কত সুন্দর ঃ-)
  • Arpan | ০৬ জুলাই ২০০৯ ১৯:০৩ | 65.194.243.232
  • অ্যাতো ঝাম নেই। ছমাসের মধ্যে রিটার্ন পাবেই পাবে।
  • intellidiot | ০৬ জুলাই ২০০৯ ১৯:০১ | 220.225.245.130
  • বিদেশে কি ট্যাক্সো দিতে হয়না?
  • Arpan | ০৬ জুলাই ২০০৯ ১৮:৫৩ | 216.52.215.232
  • taxspanner দেখ। মোটামুটি খুব সোজাসাপ্টা ব্যপার ছিল।
  • sayan | ০৬ জুলাই ২০০৯ ১৮:৫৩ | 160.83.96.82
  • গোটা ফ্লোরে পোচ্চুর ক্যাম। ঐ ডেটা থেফট রুখতে। ইদিকে পোত্যেকের ব্যাগ পকোটে মুড়ি মুড়কির মত ডিজিক্যাম। ম্যাঞ্জারো বাদ যান না। একবার একজন বাতলেছিল - ক্যামেরা ফোন ব্যান করা হোক। যদি কেউ ঐ দিয়ে স্ক্রীনের ছবি তুলে নে যায়!
  • Arijit | ০৬ জুলাই ২০০৯ ১৮:৫০ | 61.95.144.123
  • প্রচুর চাপ খেয়ে গেলাম। তক্ষশীলায় লগইন বানিয়ে দেখি এমপ্লয়ার সার্চ করে খুঁজে পাচ্ছে না। ম্যানুয়ালি অ্যাড করতে গিয়ে দেখি পুরো ঠিকানা দেওয়ার জায়গা নেই। সরকারি সাইটে একটা এক্সেল শীট দিয়ে ছেড়ে দিচ্ছে - সম্পর্ক বলে সফটওয়্যারটার পাতা হারিয়ে গেছে। তার ওপর জুরিসডিকশন দিল্লী। তার ওপর তক্ষশীলায় ওয়ার্নিং দেখাচ্ছে মোটে ২৪ দিন বাকি।

    গত সাত বছর ট্যাক্স ফাইল না করে কি সুখেই না ছিলুম।
  • Arpan | ০৬ জুলাই ২০০৯ ১৮:৪৯ | 216.52.215.232
  • আজ্জো, আরে মজা এখনো শেষ হয়নি। ঃ)

    ফি বছর পিডব্লুসি-কে দিয়ে তোমাগো কোম্পানি আমাগো কোম্পানিরে অডিট করায়। তারা এসে গাড়ি ঢোকার আগে কীভাবে চেক হচ্ছে থেকে শুরু করে বাউন্ডারি ওয়াল কতটা উঁচু সব অডিট করে দেখে। (গুল মারছি না মাইরি)
  • arjo | ০৬ জুলাই ২০০৯ ১৮:৪৬ | 168.26.215.13
  • সেটা আরও হাস্যকর। ফাইলে করে ডেটা নিয়ে যাবার সময় ধরা পড়বে। কি ক্যাবলা কি ক্যাবলা। এথিকাল চোর হয় না। আমি ভাবছি এদের ক্যামেরার সামনে চুরি করে দেখাবো।
  • intellidiot | ০৬ জুলাই ২০০৯ ১৮:৪৬ | 220.225.245.130
  • ইয়েস, সেম হিয়ার। এরাও চুরি ইত্যাদির (কু)যুক্তিই দিয়েছে বটে।
  • Arpan | ০৬ জুলাই ২০০৯ ১৮:৪৬ | 216.52.215.232
  • তবে সে তো সুপারমার্কেটেও থাকে!
  • intellidiot | ০৬ জুলাই ২০০৯ ১৮:৪৪ | 220.225.245.130
  • আর বলবেন না ছ্যার, এ শোষন যেসে শোষন নয়। কি আর বলি দুঃখের কথা ঃ-(
  • Arpan | ০৬ জুলাই ২০০৯ ১৮:৪৪ | 216.52.215.232
  • টাইম মাপার জন্য ক্যামেরা বসায় না। সিকিওরিটির জন্য বসায়। ডেটা ইত্যাদি চুরি হলে যাতে ধরা যায়।

    হ্যা, সেইটা নিয়েও কোচ্চেন তোলাই যায়।
  • arjo | ০৬ জুলাই ২০০৯ ১৮:৪৩ | 168.26.215.13
  • একি অন্যায়। এইসব কোম্পানী গুলো বোঝে না যে এরা টাইম কিনছে না, এফর্ট কিনছে। ইন্ডিয়ান আইটির মতন ইম্যাচিওর ম্যানেজমেন্ট আমি কখনো দেখি নি। বোগাস।
  • Arpan | ০৬ জুলাই ২০০৯ ১৮:৩৯ | 216.52.215.232
  • আমার মাথাতেও। অনেক বলে কয়ে পাশের ম্যাঞ্জারের দিকে মুখ ঘুরিয়ে দিয়েছি। মানে তখন ওই ডেস্ক খালি ছিল। বেচারা পরে আসে আর এখনো জানে না। ঃ)
  • arjo | ০৬ জুলাই ২০০৯ ১৮:৩৮ | 168.26.215.13
  • ইন্টেলির মাথায় ক্যামেরা। হায় একি শোষণ?
  • intellidiot | ০৬ জুলাই ২০০৯ ১৮:৩৭ | 220.225.245.130
  • বুঝলুম...ঃ-)
  • Arpan | ০৬ জুলাই ২০০৯ ১৮:৩৬ | 216.52.215.232
  • যেইখানে ফাইল হবে। আমার তো ভুবনশ্বরে প্যানকার্ড তৈরি হয়েছিল। ফাইল করতাম কলকাতা থেকে। সেই ব্যাম্বু ভিলা (আক্ষরিক অর্থে) না কী যেন অফিসের নাম সেইখানে লোক পাঠিয়ে খবর আনতে হয়েছিল। টাকা পেতে দেরি হওয়ায়।
  • sinfaut | ০৬ জুলাই ২০০৯ ১৮:৩৩ | 203.91.207.30
  • আহা অবোধ, এখন কে বললো? যখন তুমি লগইন করবে, তুমি চাল দেবে, আমি লগইন করবো আমি চাল দেবো। কেসটা এই। কদিনে একটা চাল দেওয়া হবে, সেটা যে খেলা শুরু করবে সে ঠিক করবে। বুইলে? রাতে থাকবো। বাড়ি গিয়ে একটা চ্যালেন করে দিও।
  • Arijit | ০৬ জুলাই ২০০৯ ১৮:৩২ | 61.95.144.123
  • ডেবিট/ক্রেডিটের কোশ্চেন না - রিটার্ন ফাইল করলে সেটা দেখবে কে? কলকাতার আপিসে না দিল্লীর আপিসে? ধরো যদি পার্সোনালি জমা দিই বা কাউকে দিয়ে জমা দেওয়াই? দিল্লীতে তো কাউন্টার হত আলাদা আলাদা...
  • Arpan | ০৬ জুলাই ২০০৯ ১৮:৩২ | 216.52.215.232
  • সিংফোংকেঃ হ্যা। এইভাবে তুমি খেতে থাকলে অপোনেন্ট জিতে যাবে। মানে যার ঘুঁটি আগে শেষ হয়ে যায়।
  • intellidiot | ০৬ জুলাই ২০০৯ ১৮:৩১ | 220.225.245.130
  • এখন তো করতে পারবো না ঃ-(
    এখন তো আপিসে। এখানে সব ব্লক। তার উপরে মাথার উপর ক্যামেরা লাগিয়েছে। প্রচুর চাপ। আমি অত্যন্ত দুঃখী মানুষ। রাতে দিকে থাকবে?
  • Arpan | ০৬ জুলাই ২০০৯ ১৮:৩১ | 216.52.215.232
  • ওইটা ম্যাটার করে না। তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দাও না। ঐখানে ডাইরেক্ট ক্রেডিট হয়ে যাবে।
  • sinfaut | ০৬ জুলাই ২০০৯ ১৮:৩০ | 203.91.207.30
  • অর্পণের প্রবলেমটা বুঝলাম না। অপোনেন্ট খাবার দিয়ে দেবে, না খেলে চলবে না মানে? আমি তো নিয়মিত খেয়ে থাকি। ?।
  • intellidiot | ০৬ জুলাই ২০০৯ ১৮:২৯ | 220.225.245.130
  • সান্দা কে আমি চর্বি দিতে পারি... আমার প্রচুর আছে..
  • sinfaut | ০৬ জুলাই ২০০৯ ১৮:২৮ | 203.91.207.30
  • ইন্টেলি অনলাইনে দাবা খেলতে চাইলে gameknot.com এ রেজিস্টার করে সত্বর 1mran, aranyak এদের সাথে যোগাযোগ করো। ভয় নাই, দুমিনিট এইজন্য খেলি, কারন একটা খেলা ১৪ দিন ধরে চলতে পারে। যখন লগইন করবে তখন চাল দিলে, এইরকম, টাইমের মধ্যে হলেই হলো।
  • sayan | ০৬ জুলাই ২০০৯ ১৮:২৭ | 160.83.96.81
  • এমন কেউ অ্যান্টাইম্যাটার হলে তার গা থেকে না হয় একখাবলা খুলে নিয়াস্তাম। কোই হ্যাজ?
  • arjo | ০৬ জুলাই ২০০৯ ১৮:২৭ | 168.26.215.13
  • ও বুয়েছি। এটা একবার খেলেছিলাম বোধহয়।
  • intellidiot | ০৬ জুলাই ২০০৯ ১৮:২৬ | 220.225.245.130
  • আমি খেলিনি তো... কি করে খেলে ঐ প্রতিদাবা?
  • Arijit | ০৬ জুলাই ২০০৯ ১৮:২৬ | 61.95.144.123
  • আরেকটা প্রবলেম - ইনকাম ট্যাক্সোর সাইটে আমার প্যান দিলে জুরিসডিকশন দেখায় দিল্লী আইটিও। আমি শেষ ট্যাক্সো দিয়েছি ২০০০ সালে। তাপ্পর এই প্রথম। এই জুরিসডিকশন কি বদলাতে হবে, নাকি এখানে জমা দিলে এখানে এসে যাবে?
  • sinfaut | ০৬ জুলাই ২০০৯ ১৮:২৬ | 203.91.207.30
  • অ্যান্টিচেস খেলার আগে তাহলে এই প্রশ্নের সমাধান করতে হবে, আমি কে? দুর ওসব অনেক দার্শনিক ঝামেলা।
  • Arpan | ০৬ জুলাই ২০০৯ ১৮:২৬ | 216.52.215.232
  • ঃ-)

    ঐরকম না। অপোনেন্ট তোমার ঘুঁটির মুখে নিজের ঘুঁটি এগিয়ে দেবে। না খেলে চলবে না।
  • arjo | ০৬ জুলাই ২০০৯ ১৮:২৫ | 168.26.215.13
  • আমি তো ন্যাচারাল অ্যান্টাইচেস প্লেয়ার। দেখো দিকি নলেজের অভাবে কত প্রতিভা চাপা থাকে।
  • Arpan | ০৬ জুলাই ২০০৯ ১৮:২৪ | 216.52.215.232
  • হু।
  • Arpan | ০৬ জুলাই ২০০৯ ১৮:২৪ | 216.52.215.232
  • উচ্চারণভেদে অ্যান্টাইচেস।
  • arjo | ০৬ জুলাই ২০০৯ ১৮:২৩ | 168.26.215.13
  • মানে কি প্রতিদাবা? নিজেকে হারাতে হবে?
  • arjo | ০৬ জুলাই ২০০৯ ১৮:২৩ | 168.26.215.13
  • দুর এটাকে বলে ভার্চুয়াল চেস।
  • Arpan | ০৬ জুলাই ২০০৯ ১৮:২৩ | 216.52.215.232
  • জনতা কেউ অ্যান্টিচেস খেলিয়াছ?
  • intellidiot | ০৬ জুলাই ২০০৯ ১৮:২৩ | 220.225.245.130
  • কিন্তু র‌্যাপিড চেস কি মাত্র দু মিনিটের খেলা?
  • Arpan | ০৬ জুলাই ২০০৯ ১৮:২২ | 216.52.215.232
  • ৩১ জুলাই। না?
  • sayan | ০৬ জুলাই ২০০৯ ১৮:২১ | 160.83.96.81
  • হুঁ র‌্যাপিড চেস বলে একটা বস্তু ছিল বটেক।
  • Arijit | ০৬ জুলাই ২০০৯ ১৮:২১ | 61.95.144.123
  • কবের মধ্যে ফাইল করতে হয়?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত