এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ০৬ জুলাই ২০০৯ ১৫:৩৩ | 61.95.144.123
  • দশ লাখের বেশি ইনকাম যাদের তাদের টোটাল ইনকাম ট্যাক্সের ওপর ১০% সারচার্জ ছিলো - সেটা বাদ গেলো। এডুকেশন সেস তো বাদ দেয়নি!
  • Samik | ০৬ জুলাই ২০০৯ ১৫:৩১ | 219.64.11.35
  • ওটা কী? দশ লক্ষ? সে রকম কিছু নয় বোধ হয়। ট্যাক্সের ওপর সারচার্জ বসত, সেটা আর বসবে না।

    আমি ঠিক বুঝে থাকলে তাতে যে এডুকেশন সেস বসত, সেটাও আর দিতে হবে না।
  • Arpan | ০৬ জুলাই ২০০৯ ১৫:৩০ | 216.52.215.232
  • প্রায় সাড়ে পনেরোহাজার হবার পথে গুটিগুটি এগোচ্ছিল।

    আরো মাসদেড়েক ওয়েট করতে হবে। ধুস্‌স্‌স।
  • Samik | ০৬ জুলাই ২০০৯ ১৫:২৯ | 219.64.11.35
  • হোমলোনে ছাড় বাড়িয়েছে।
  • Samik | ০৬ জুলাই ২০০৯ ১৫:২৮ | 219.64.11.35
  • এই সময়গুলোতে আমার খুব শান্তি লাগে। আমার ডিম্যাট অ্যাঃই নাই।

    আমার সামনের সিটের ছেলেটা প্রাণপণে শেয়ার বেচছে। এই ছিল সাতষট্টিহাজার, এই হয়ে গেছে একষট্টিহাজার।
  • Sags | ০৬ জুলাই ২০০৯ ১৫:২৭ | 203.201.225.35
  • সারচার্জ মনে হয় যাদের taxable income ১০০০০০০-এর বেশি তাদের যন্যে। মনে হয়না আমাদের খুব-একটা লাভ হবে। তবে আমাকেও ব্যাপার-টা আরো ভালো করে বুঝতে হবে।
  • Arpan | ০৬ জুলাই ২০০৯ ১৫:২১ | 65.194.243.232
  • যাঃ! ঃ-(
  • Bhuto | ০৬ জুলাই ২০০৯ ১৫:১৯ | 203.91.193.5
  • ৮২২ পয়েন্ট
  • Arijit | ০৬ জুলাই ২০০৯ ১৫:১৯ | 61.95.144.123
  • মিডিয়াও ভালো কিছু বলে নাই - হিন্দুস্তান টাইমস বলেছে লং অন সপস, শর্ট অন ভিশন। ব্যাঙ্ক-বীমা-রেল-হাইওয়ে সবের কাছা খুলে দিলে চচ্চড়িয়ে বাড়তো।
  • Samik | ০৬ জুলাই ২০০৯ ১৫:১১ | 219.64.11.35
  • সেনসেক্ষ তো ধদ্ধড়িয়ে নামছে।
  • Arijit | ০৬ জুলাই ২০০৯ ১৪:২৯ | 61.95.144.123
  • ভালো তো। ট্যাঙ্ক/মিসাইল/এফ১৬ দেখলে ম্যালেরিয়া বাপ বাপ বলে পালাবে;-)
  • rokeyaa | ০৬ জুলাই ২০০৯ ১৪:২৬ | 203.110.246.230
  • ডিফেন্সের খরচা ৩৪% বেড়ে হলো ১,৪১,৭০৩ কোটি, আর গ্রামীণ স্বাস্থ্যখাতে খরচ বাড়লো ২৫৭ কোটি!
  • Arijit | ০৬ জুলাই ২০০৯ ১৩:৩৮ | 61.95.144.123
  • ইনকাম ট্যাক্স exemption limit বাড়লো ১০,০০০ করে, পার্সোনাল ট্যাক্সে ১০% সারচার্জ বাদ, ফ্রিঞ্জ বেনেফিট থেকে ট্যাক্স উঠলো। প্রথমটা তো বুঝলুম - শেষের দুটোর এফেক্ট পড়বে কিনা জানি না। পড়লেই ভালো। মাসে যা ট্যাক্স দিতে হয়...

    আয়লার জন্যে ১০০০ কোটি - গুড। কিন্তু এই নিয়ে ফের চিল্লামিল্লি হবে।

    শিক্ষা, স্বাস্থ ইত্যাদি কোন খাতে কত টাকা সেটা পেলুম না...এখনও বাকি আছে মনে হয়।
  • sinfaut | ০৬ জুলাই ২০০৯ ১৩:০২ | 203.91.207.30
  • ঠিক কথা ন্যাড়া সার। ডিলান বা গাথরির গানের কথা শোনার জন্যই গান শোনা, আর অদ্ভুত একটা স্টাইল তো আছেই, কিন্তু তার সাথে সুরের তেমন সম্পর্ক নেই। তবে, ডিলানের পরের দিকের অ্যালবাম যেগুলোয় ইলেকট্রনিক ইনস্ট্রু নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন যেমন ডিজায়ার, বেসমেন্ট টেপ, ব্লাড অন দ্য ট্র্যাক, স্লো ট্রেন কামিং, টাইম আউট অফ মাইন্ড ইত্যাদি সেগুলোর মিউজিক অ্যারেঞ্জমেন্ট আমার দুরন্ত লাগে, খুব সাটল কিন্তু ইউনিক। যদিও এইসব ব্যাপারস্যাপার তেমন বুঝিনা। মানে, কারে ভালো অ্যারেঞ্জমেন্ট কয় আর কি।
  • rabaahuta | ০৬ জুলাই ২০০৯ ১২:৫১ | 121.241.111.12
  • মজারুর গ্রাফিক্স এর জন্যেঃ EMBED src তে height="400%" দেওয়া আছে, % টা সরিয়ে দিলে চলে আসবে
  • d | ০৬ জুলাই ২০০৯ ১২:৫০ | 144.160.5.25
  • রাজা দীনকর কেলকার মিউজিয়ামে দেখলাম। ছবি তুলে এনেছি। ক্যামেরা থেকে নামাতে হবে।
  • sayan | ০৬ জুলাই ২০০৯ ১২:৩৮ | 160.83.96.81
  • ওহ্‌ তাহলে দ্রি নন। আমি আসলে কন্সপিরেসী আর আর্মি-ক্যু দিয়ে দ্রিকে খুঁজছিলাম। যাউগ্গা।

    দমদি, এই বস্তুটা কোথায় দেখেছ? মানে কোন রাজ্যে? কোনও ছবি আছে?
  • Arpan | ০৬ জুলাই ২০০৯ ১২:৩৪ | 65.194.243.232
  • ওরে তা নয় রে। দ্রিয়ের লেখায় এত আবেগ থাকে নাকি? সেই পরিচিত ছোট ছোট বুদ্ধিদীপ্ত খোঁচাগুলিই বা কোথায়!

    এক যদি না দ্রি জেনেবুঝে বুবুভার জন্য নিজের লেখার খোলনলচে বদলে দেন।
  • d | ০৬ জুলাই ২০০৯ ১২:৩৩ | 144.160.5.25
  • * বাঁয়া
  • d | ০৬ জুলাই ২০০৯ ১২:৩২ | 144.160.5.25
  • আচ্ছা, গুচ'র সঙ্গীতবিশারদগণের কাছে একটি প্রশ্নঃ
    স্বাভাবিক বাঞ্যার চেয়ে আট ধশগুণ বড় সাইজের একটা বস্তুর ওপরে খান চারেক ছোট ছোট তবলার মত লাগানো --- এই বাদ্যযন্ত্রটার নাম কী? আর একজন লোক মাত্র দুই হাত দিয়ে ওটাকে বাজায়ই বা কীভাবে?
  • sayan | ০৬ জুলাই ২০০৯ ১২:২২ | 160.83.96.82
  • অপ্পন্দা, বিশেষ বিশেষ গন্ধ ইজ এ ম্যাটার অফ পার্সোনাল গন্ধকোষ ইন নাক।
  • nyara | ০৬ জুলাই ২০০৯ ১২:০৬ | 64.105.168.210
  • আমাকে এখানে লোকে কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। আমার উডি গাথরি, বব ডিলান, জোয়ান বেজ, হেমাঙ্গ বিশ্বাস - মিউজিকালি কারুর গানই সুবিধের লাগে না। বব ডিলানের মিউজিকাল ট্যালেন্ট অসাধারণ, কিন্তু শুনতে ভাল লাগে না। পীট সিগার বরং সেদিক দিয়ে অনেক মিউজিকাল। কিন্তু সেও কিছু পরে একঘেঁয়ে লাগে।
  • Arpan | ০৬ জুলাই ২০০৯ ১১:৫৮ | 65.194.243.232
  • এই শনিবার উডি গাথরিরটা শুনলাম। ইউটিউবে।
  • Arijit | ০৬ জুলাই ২০০৯ ১১:২২ | 61.95.144.123
  • এখন নেই। অন্য ল্যাপিতে আর আইপডে আছে। বাড়ি থেকে পাঠাবো।
  • Samik | ০৬ জুলাই ২০০৯ ১১:১৯ | 122.162.236.137
  • আরিত্তারা! পীট সীগরেরও আছে নাকি? জান্তাম না।

    পাঠিয়ে দাও পিলিজ।
  • Arijit | ০৬ জুলাই ২০০৯ ১১:১৭ | 61.95.144.123
  • আমার "জন হেনরি' বেলাফন্তের চেয়ে পিট সীগারের ভার্সনটা বেশি ভালো লাগে।
  • Arijit | ০৬ জুলাই ২০০৯ ১১:১৬ | 61.95.144.123
  • ফাফ-তে অ্যাডব্লক প্লাস লাগালে ইয়াহু মেলের ওপরাদিকের অ্যাডগুলো আসে না বটে, কিন্তু তার সাথে একদম ওপরে ডান দিকের কোণে যে লিংকগুলো থাকতো - যেমন সাইন আউট - সেগুলোও আসে না। এ তো বড় জ্বালা। অ্যাড ঠেকাতে গেলে ওগুলোকেও আটকে দেয়!
  • Samik | ০৬ জুলাই ২০০৯ ১০:৫১ | 122.162.236.137
  • হুঁ। স্টিরিও টু স্টিরিও জ্যাক।

    আমার কাছে তাতাল ছিল না (সলডারিং আয়রন)। দোকানে গেছিলাম বানিয়ে দেবার জন্য। বলল একশো টাকা লাগবে। বাংলায় বলে এলাম, বাবার লুঙ্গি দেখেছো? তারপরে হুগলি গেলাম, ছটাকায় করিয়ে নিয়ে এলাম।
  • Arijit | ০৬ জুলাই ২০০৯ ১০:৪৭ | 61.95.144.123
  • লর্ড অব দ্য রিঙসের ডিভিডি কিনেছি - প্রথম দুটো। তৃতীয়টা আগে ছিলো। নিউক্যাসলে থাকাকালীন ঋক কিছুতেই দেখতো না সিনেমাটা - গোলামকে ভয় পেত - চ্যাঁভ্যাঁ করে চিৎকার করে পালাতো বা লুকিয়ে পড়তো। সেই ভয়টা দেখলাম এখনো কাটেনি - প্রথম পার্টে গোলাম প্রায় নেইই - শুধু দূর থেকে একবার দেখিয়েছে, আর একবার শুধু চোখদুটো দেখিয়েছে, আর বার কয়েক রেফারেন্স আছে...কিন্তু যতবার ওই নামটা বলেছে, ঋক "ঘুম পাচ্ছে' বা "বোরিং লাগছে' করে অন্য ঘরে চলে গেছে, আবার পাঁচ মিনিট পরেই ফিরে এসেছে...ভয় পাচ্ছে তাতে ইদানিং লজ্জা হচ্ছেঃ-)

    বাই দ্য ওয়ে - এখানে কেন দুই ডিস্কে ডিভিডি হয়? মানে একই সিনেমার থার্ড পার্ট আমি বিলেতে কিনেছিলুম - একটাই ডিস্ক। এখানে সব দেখছি দুটো করে ডিস্ক!
  • nyara | ০৬ জুলাই ২০০৯ ১০:৪৭ | 64.105.168.210
  • জ্যাকটাও স্টিরিও হতে হবে। ফিলিপস স্টাইল যদি হয় (যেটা সবচেয়ে বেশি চলে) তাহলে যে অংশটা ক্যাসেট প্লেয়ারে ঢোকানো হয় সেখানে দেখবে কালো ব্যান্ড থাকে। যদি একটা ব্যান্ড থাকে তহলে মোনো। স্টিরিও হলে দুটো কালো ব্যান্ড থাকবে। অন্যদিকটাও স্টিরিও হতে হবে।
  • Arijit | ০৬ জুলাই ২০০৯ ১০:৪১ | 61.95.144.123
  • ক্যাসেটও তো স্টিরিও হতে হবে। আমাদের ছোটবেলার ক্যাসেটগুলো স্টিরিও হত না। এইচএমভি যখন চালু করলো তখন ওদের লোগোর পাশে ছোট করে স্টিরিও লেখা থাকতো।
  • Samik | ০৬ জুলাই ২০০৯ ১০:৪০ | 122.162.236.137
  • ক্যাসেট অবশ্যই স্টিরিও হয়। মাইকেল জ্যাকসন থ্রেডে লিখেছিলাম, পড়ো নি? the way you make me feel গানটা শুনতে গিয়ে কীরকম ডপলার এফেক্টে মিউজিক শুনেছিলাম?

    মোনো ক্যাসেট আমাদের ছোটোবেলাতেই উঠে গেছিল আস্তে আস্তে।
  • Ishan | ০৬ জুলাই ২০০৯ ১০:৪০ | 173.26.17.106
  • আচ্ছা ফ্ল্যাশটা কেউ একটু দেখে দিও কিন্তু। আমাদ্বারা হলনি।
  • Ishan | ০৬ জুলাই ২০০৯ ১০:৪০ | 173.26.17.106
  • আমার প্লেয়ারটা স্টিরিও। এটাও বলে দিই। ঃ)
  • Samik | ০৬ জুলাই ২০০৯ ১০:৩৯ | 122.162.236.137
  • আমি দেখেছি। ঃ০) হংকং মার্কেটে বিক্রি হত। ফ্লাইং কাস্টমারদের মুর্গি করা হত।
  • Ishan | ০৬ জুলাই ২০০৯ ১০:৩৯ | 173.26.17.106
  • আমার আসলে কিছুতেই স্টিরিও হয়নি। মানে দুদিকে একইরকম সাউন্ড আসে স্টিরিও করলেও। পোশ্নো হল, ক্যাসেট কি স্টিরিও আউটপুট দেয়? নাকি আমার ক্যাসেটগুলো পুরোনো বা বাজে ছিল?
  • Samik | ০৬ জুলাই ২০০৯ ১০:৩৮ | 122.162.236.137
  • সিফোঁ, আর্য,

    জন হেনরি হাতে গরম নামছে। হয়ে গেলেই পাঠিয়ে দেব।
  • nyara | ০৬ জুলাই ২০০৯ ১০:৩৮ | 64.105.168.210
  • প্রোভাইডেড ক্যাসেট-প্লেয়ারটা স্টিরিও হয়। মোনো ক্যাসেট প্লেয়ার দেখেছি এরকম বান্দা বোধহয় এখানে বেশি কেউ নেই।
  • Samik | ০৬ জুলাই ২০০৯ ১০:৩৮ | 122.162.236.137
  • হ্যাঁ ন্যাড়াদা, হয়ে গেছে। ডাংকেশোয়েন।
  • nyara | ০৬ জুলাই ২০০৯ ১০:৩৬ | 64.105.168.210
  • কেন, স্টিরিও জ্যাক দিয়ে?
  • Ishan | ০৬ জুলাই ২০০৯ ১০:৩৫ | 173.26.17.106
  • ক্যাসেট থেকে স্টিরিও আউটপুট কিকরে আসবে?
  • nyara | ০৬ জুলাই ২০০৯ ১০:৩৫ | 64.105.168.210
  • Preference -> Audio I/O -> Recording
  • Ishan | ০৬ জুলাই ২০০৯ ১০:৩৪ | 173.26.17.106
  • মজারুতে একটা গ্রাফিক্স আছে। সেটা ফাফ তে আসছে কিন্তু আইই তে আসছেনা। কেন বুঝছিনা। এমনিতে ফ্ল্যাশ ট্যাশ ভালো বুঝিও না। কেউ একটু ইনপুট দিতে পারলে ভালো হয়।
  • Bhuto | ০৬ জুলাই ২০০৯ ১০:৩৩ | 203.91.193.5
  • এই মুহুর্তে আমারো মনে পড়ছে না,তবে নিশ্চয় অপশান থাকবে অডাসিটিতে।
  • Arijit | ০৬ জুলাই ২০০৯ ১০:২৯ | 61.95.144.123
  • সে তো অপশনে গিয়ে ঘাঁটাঘাঁটি করতে হবে। আমার এই ল্যাপিতে অডাসিটি নাই।
  • Samik | ০৬ জুলাই ২০০৯ ১০:২৮ | 122.162.236.137
  • মনে হচ্চে, নিচ্ছে।

    আরেকটা জিনিস। ফাইলটা বাই ডিফল্ট মোনো আসছে। স্টিরিও কীভাবে করে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত