এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ০৮ জুলাই ২০০৯ ১৪:২৮ | 207.179.11.216
  • অনেক জায়গায় ই নেমন্ত খেলুম। কলকাতায় নেমেই ঘন্টাখানেকের মধ্যে কেষ্টপুরে এক বাড়িতে উত্তম আলুর পরোটা খেয়ে অতিশয় প্রীত হলাম। গৃহক?Ñ£ আরও খাওয়াতে চাইছিলেন। কিন্তু আমি তো একটু লাজুক মত, তাই না বললুম।
  • Suvajit | ০৮ জুলাই ২০০৯ ১৪:২৮ | 203.19.175.113
  • দীপু, সায়ন যেটা বলছে সেটা ট্রাই করে দেখো। কম্পুর বিভিন্ন ইউএসবি পোর্টে বিভিন্ন পাওয়ার থাকে। যেটায় পাওয়ার সবচেয়ে বেশী সেটায় এই হার্ড ডিস্ক চলবে।
    ল্যাপিতে সেই পোর্টটা সাধারনত একটাই থাকে।
  • quark | ০৮ জুলাই ২০০৯ ১৪:২৫ | 210.212.6.116
  • কাল তারা টিভিতে IEM এর একজন প্রফেসর (চক্রবর্তি) বল্লেন সাবির ভাটিয়া ই-মেল আবিষ্কার করেচেন ....
  • dipu | ০৮ জুলাই ২০০৯ ১৪:২৪ | 207.179.11.216
  • ছবিতে বলা আছে কোথায় কি গুঁজতে হবে। আমি সেইমত ঠিকঠিক গুঁজেছি। একটা ঘড়ির ছবি দিয়ে 2:00 লেখা আছে। উহার অর্থ কি? গোঁজার পর দুঘন্টা ধ্যান করতে হবে? তবে হবে?
  • intellidiot | ০৮ জুলাই ২০০৯ ১৪:২৩ | 220.225.245.130
  • কত হাজার নেমন্ত খেলে?
  • intellidiot | ০৮ জুলাই ২০০৯ ১৪:২৩ | 220.225.245.130
  • এই যে দীপু খোকা, কেমং ঘুল্লে?
  • sayan | ০৮ জুলাই ২০০৯ ১৪:২১ | 160.83.96.82
  • ইউএসবি কানেক্টরটারের যেটা কম্পুতে লাগাচ্ছ সেখানে কি একাধিক প্লাগ? ইফ ইয়েস, অন্য প্লাগটা লাগিয়ে দেখতে পারো। অন্য ইউএসবি স্লটও ট্রাই করতে পারো।
    নইলে একটা ড্রাইভার ইনস্টল করতে হতে পারে।
  • Arpan | ০৮ জুলাই ২০০৯ ১৪:২০ | 65.194.243.232
  • না, ভেবে মনে পড়ল আমাকেও কোন সিডি দেয়নি। গুচ্ছখানেক ভাষায় লেখা কাগজটাতে তো ছবি দিয়ে বোঝানো আছে উইন্ডোজ আর ম্যাকের জন্য কী করতে হবে। ওতেই হয়ে গেছিল।
  • dipu | ০৮ জুলাই ২০০৯ ১৪:১৮ | 207.179.11.216
  • কোনো নতুন ড্রাইভ মোনয় দেখাচ্ছে না। বাড়ি গিয়ে আবার দেখতে হবে।
  • dipu | ০৮ জুলাই ২০০৯ ১৪:১৬ | 207.179.11.216
  • আমায় কোনো সিডি দেয়নি। গুচ্ছখানেক ভাষায় লেখা একটা কাগজ দিয়েছে। সেটা কোনো কাজের নয়।
  • Arijit | ০৮ জুলাই ২০০৯ ১৪:১৬ | 61.95.144.123
  • আমি একটা পোর্টেবলও কিনেছিলাম - সেটা জানলা ফাইল ফরম্যাটে আছে - কিন্তু সিডি ছিলো কিনা বা কিছু ইনস্টল করতে হয়েছিলো কিনা মনে নেই।

    এক্সপ্লোরার রিফ্রেশ করলে এবিসিডি টাইপের নতুন কোনো ড্রাইভ দেখায় না?
  • Arpan | ০৮ জুলাই ২০০৯ ১৪:১৬ | 65.194.243.232
  • আপনাআপনি ডিটেক্ট তো করে। তবে আমার হার্ডডিস্ক একবছর একবছর যাওয়ার পরেই আংশিক দেহ রেখেছে। এখন আর বাহারি আলো জ্বলে না। ঃ(
  • Arpan | ০৮ জুলাই ২০০৯ ১৪:১৪ | 65.194.243.232
  • সিগেটের হার্ডডিস্ক তো আমার আছে। একটা সিডি দেয় না সাথে? নাকি দেয় না? ভুলে গেছি।
  • dipu | ০৮ জুলাই ২০০৯ ১৪:১৪ | 207.179.11.216
  • ম্যাক ফ্যাক জানি না। আমার উইন্ডোজ এক্সপি। মনে হয় পাইরেটেড। তাতে কি চলবে না? মন্দার বাজারে পাঁচ হাজার টাকা জলে ঢাললুম?!

    ইদিকে ডিটেক্ট না করুক, হার্ডডিস্কে কিন্তু বেশ বাহারি আলো জ্বলছে!
  • r | ০৮ জুলাই ২০০৯ ১৪:১২ | 125.18.104.1
  • বুঝলাম। এ জে সি বোস রোডের নাম পাল্টায় নি। এ জে সি বোস রোডের একটা অংশের নাম পালটে সর্দার প্যাটেল সরণি করা হয়েছে। ক্যালকাটা ক্লাব থেকে বিদ্যাসাগর সেতুতে ওঠার মুখ অবধি।
  • Arijit | ০৮ জুলাই ২০০৯ ১৪:১০ | 61.95.144.123
  • আমার তো বাপু বেশ নিজে নিজেই মাউন্ট হয়ে যায়! ম্যাকে। উইন্ডোজে করি নাই।
  • dipu | ০৮ জুলাই ২০০৯ ১৪:০৮ | 207.179.11.216
  • আবার সেপ্টেম্বরে যাব। তখন নিয়ে যাব খন।

    পিজি হাসপাতালের কাছে যাও। নয়ত পিটিএস যাও। পুরসভার হলদে বোর্ডে পষ্ট লেখা আছে "সর্দার প্যাটেল সরণি', তলায় ব্র্যাকেটে "এ জে সি বোস রোড'।
  • dipu | ০৮ জুলাই ২০০৯ ১৪:০৬ | 207.179.11.216
  • এক্সটার্নাল হার্ডডিস্ক সংক্রান্ত গ্যান চাই। আমি সীগেটের হার্ডডিস্কে পাওয়ার দিয়ে, ইউএসবিতে গুঁজে চমৎকারের আশায় হাঁ করে বসে রইলুম, অথচ কিছুই হলো না! এদিকে গাইডে লেখা আছে ইন্সটলার আপনাআপনি চলতে শুরু করবে! ই কি!!
  • r | ০৮ জুলাই ২০০৯ ১৪:০৬ | 125.18.104.1
  • কি ছেলে মাইরি! কলকাতা থেকে ফিরে গিয়ে বলছে আমার কাছে আছে। বাই দ্য ওয়ে, সর্দার প্যাটেল সরণি কোথায় দেখা যাচ্ছে?
  • dipu | ০৮ জুলাই ২০০৯ ১৩:৫৯ | 207.179.11.216
  • শাজি করুণ -এর পিরাভি মোনয় আমার কাছে আছে। কিন্তুক তাতে সাবটাইটেল আছে কিনা মনে পড়ছে না। কত্ত ভালো ভালো সিনেমা হাতে আসছে, যাদের ইংরিজি সাবটাইটেল নেই ঃ-((
  • Arijit | ০৮ জুলাই ২০০৯ ১৩:৫৬ | 61.95.144.123
  • দাদা অনেক আগেই বুড়ো হয়ে গেছে। দাদু এই রিসেন্টলি বুড়ো হল - এখন দেখলে কেমন কেমন লাগে।
  • Arijit | ০৮ জুলাই ২০০৯ ১৩:৫৫ | 61.95.144.123
  • এগজেম্পশন লিমিট বাড়িয়ে আর সারচার্জ তুলে উল্টোদিক থেকে পুষিয়ে নেবার তাল করছে নাকি? http://www.telegraphindia.com/1090708/jsp/frontpage/story_11210080.jsp
  • r | ০৮ জুলাই ২০০৯ ১৩:৫৪ | 125.18.104.1
  • আজ দাদা ও দাদুর বাড্ডে।
  • r | ০৮ জুলাই ২০০৯ ১৩:২৮ | 125.18.104.1
  • ন্যাড়াস্যার, থ্যাঙ্ক ইউ। "স্বপন যদি ভাঙিলে" খাপে খাপ মিলছে। কিন্তু অনাদি দাঁ কে?
  • Arijit | ০৮ জুলাই ২০০৯ ১৩:১৪ | 61.95.144.123
  • হুঁ - কিন্তু আমায় তো নিজের ছুটি, বউয়ের ছুটি, ঋকের ছুটি - তিনটে অ্যালাইন করতে হবে। দাঁড়াও না - বড় হলে বুঝবে কত প্যাডিতে কত রাইস।

    তাছাড়া আমার হাওড়া-এনজেপি মান্থলিও নাই;-)
  • Suvajit | ০৮ জুলাই ২০০৯ ১৩:০০ | 203.19.175.113
  • আবাপ খুললে আইই হ্যাঙ্গ হয় ডাইনামিক ফন্টের জন্যে। আইই ৭ থেকে ডাইনামিক ফন্ট সাপর্ট করে। আবার আমার আই ই ৮য়েও মাঝে মাঝে ঝুলে যায়। আইই ৮ টা বেশ ঢপের। বিটা অবস্থায় ইন্‌স্‌টল করেছিলাম, এত সমস্যা হত পরে আনইন্‌স্‌টল করে দি। আবার কিছুদিন আগে উইন্ডোজ অটোমেটিক আপডেট চলে আবার আমার ল্যাপিতে ইন্‌স্‌টল হয়েছে।

    যারা এখনো দাদার বিষয়ে আগ্রহী তাদের এ খবরটা ভালো লাগতে পারে।
    http://cricket.timesofindia.indiatimes.com/Ganguly-may-try-to-become-BCCI-chief-in-2014/articleshow/4750649.cms
  • Blank | ০৮ জুলাই ২০০৯ ১২:৫৭ | 170.153.65.102
  • ঐ সময় ট্যুরিস্ট গিজগিজ করবে। এবারে একদম লোকজন নেই। monastery গুলোতে চাবি খুলে ভেতরে নিয়ে গেলো আমাদের।
    আর এরকম ভাবে আগে দেখিনি কখনো। একজন সন্ন্যাসী নিজে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। ভাঙা ভাঙা ইংরাজি তে কোনটা মিলেরোপা, কোনটা পদ্মসম্ভব, কোনটা কত নাম্বার তারা সব বোঝালো।
    মেডিটেশান করালো। কি অদ্ভুত লাগছিলো তখন। এরকম ভাবে আগে কেউ দেখায় নি।
  • Arijit | ০৮ জুলাই ২০০৯ ১২:৪৩ | 61.95.144.123
  • সিকিমের একটা প্ল্যান করতে হবে - পুজোর সময় যাবো ভাবছি।
  • Blank | ০৮ জুলাই ২০০৯ ১২:৪২ | 170.153.65.102
  • আর রাবংলা গেলে অবশ্যই মাউন্ট নার্সিং ভিলেজ রিসর্টে থেকো। টাউন থেকে আরো ৩ কিমি মতন দুরে, পাহাড়ের টং এ কয়েকটা কাঠের বাড়ি।
    অসাধারন ....
  • Blank | ০৮ জুলাই ২০০৯ ১২:৩৮ | 170.153.65.102
  • সিকিমে। পেলিং এর কাছকাছি (৫০ কিমি)। ৭০০০ ফুট হাইট, অসম্ভব সুন্দর জায়গা। চোখ ঝলসানো সবুজ। বৃষ্টিতে আরো দারুন লাগছিলো জায়গাটা।
    তবে জোঁক হইতে সাবধান
  • Blank | ০৮ জুলাই ২০০৯ ১২:৩৬ | 170.153.65.102
  • অপসান দেয় তূখানে। গ্রাফিক্স কার্ড ভালো হলে হাই ফাই গ্রাফিক্স নইলে এমনি গ্রাফিক্স
  • Arijit | ০৮ জুলাই ২০০৯ ১২:৩৬ | 61.95.144.123
  • সে তো অ্যালবামের নামেই দেখলাম - কিন্তু জায়গাটা কোথায়?
  • intellidiot | ০৮ জুলাই ২০০৯ ১২:৩৪ | 220.225.245.130
  • আমি এখনো ৮.১০ এই আছি। ৯.০৪ এ একটা গ্রাফিক্স কার্ড রিকগনিশানের সমস্যা আছে শুনেছি। তাই আর আপগ্রেড করিনি।
  • Blank | ০৮ জুলাই ২০০৯ ১২:৩৩ | 170.153.65.102
  • অজ্জিত দা, ওগুলো সব রাবংলা তে তোলা। সেটিংস এর ভ্যালু গুলো বাড়ি তে গিয়ে দেখে বলে দেবো ...
  • Blank | ০৮ জুলাই ২০০৯ ১২:২৮ | 170.153.65.102
  • উবুন্টু নাইন টা হেব্বি দেখতে
  • Arijit | ০৮ জুলাই ২০০৯ ১২:২৫ | 61.95.144.123
  • আমি তো ভাবছি আমার আপিসের ল্যাপিটা ফেরৎ দিয়ে দেবো। আমার পাওয়ারবুকটাই ভালো - কাজিয়ে সুখ আছে। একমাত্র ভিসিও চলবে না - বাকি ক্ষুদ্রকোমল আপিস-টাপিস সবই আছে।
  • intellidiot | ০৮ জুলাই ২০০৯ ১২:২১ | 220.225.245.130
  • হ্যাং হওয়াটা আইইর একটা কমন রোগ। আমার তো আনন্দবাজার খুললেই হ্যাং হত। কাটিয়ে দিয়েছি। আর নতুন ওএস ইন্সটল করতে হলে উবুন্টুর কথা ভেবে দেখার পরামর্শ দিচ্ছি।
  • dipu | ০৮ জুলাই ২০০৯ ১২:১৫ | 207.179.11.216
  • আমাদের আপিসে এই ট্যাক্সো রিটার্ন ইত্যাদি ঝামেলা থেকে উদ্ধার পেতে হলে আড়াইশো টাকা খসাতে হবে ঃ-(
  • sayan | ০৮ জুলাই ২০০৯ ১২:১৫ | 160.83.96.81
  • ওকে।
    আজ রাতে ভিস্তা বিসর্জন দেবো। দিয়ে এক্সপি লাগাবো। ইদানিং আইই তে জিমেল খুললে কারও আইই হ্যাং হচ্ছে কি?
  • Arpan | ০৮ জুলাই ২০০৯ ১২:১২ | 216.52.215.232
  • সান্দা, আরে ফাফ ছাড়া নামানো যাবেনা বলেছি নাকি। বলেছি ইন্টেলির ওই অ্যাড-অনটা ফাফতে কাজ করে।

    গুগল করলেই তো প্রচুর অ্যাড-অন আইই-র জন্য দেখাবে।
  • intellidiot | ০৮ জুলাই ২০০৯ ১২:০৮ | 220.225.245.130
  • জানালার জন্য রিয়েলপ্লেয়ারটা সত্যিই খুব ভালো ছিল। কিন্তু ফাফ ৩-এ আপগ্রেড করার পর কাজ করা বন্ধ করে দিয়েছিল।

    ফাফ ব্যবহার করলে এই অ্যাড অনটা লাগিয়ে নেওয়া যেতে পারেঃ
    https://addons.mozilla.org/en-US/firefox/addon/3006
  • Blank | ০৮ জুলাই ২০০৯ ১২:০৮ | 170.153.65.102
  • আরে বেথে, টরেন্ট থেকে নামাও ভিডিও গুলো। ভালো কোয়ালিটি পাবে।
  • sayan | ০৮ জুলাই ২০০৯ ১২:০৫ | 160.83.96.82
  • ধুত ফাফ ছাড়াও নামানো সম্ভব ইউটিউব থেকে। অনেক ডাউনলোডার আছে।
  • Arijit | ০৮ জুলাই ২০০৯ ১২:০৪ | 61.95.144.123
  • ফর্মগুলো এডিটেবল পিডিএফ করে দিতে পারতো।
  • Samik | ০৮ জুলাই ২০০৯ ১২:০২ | 122.162.236.235
  • অরিজিৎ, এক্কেবারে সঠিক। আমিও হাতেই ভরব।
  • Samik | ০৮ জুলাই ২০০৯ ১২:০১ | 122.162.236.235
  • realplayer 11.1.2

    এইটা নামিয়ে নে। এরপর, ইস্নিপ্‌স, ইউটিউব, গুগল ভিডিও, মেটাক্যাফে, অর্কুট ভিডিও ... যেখানে যেখানে flv মোডে ভিডিও চলে, ভিডিও চলাকালীন ভিডিওর ওপর মাউস নিয়ে গেলেই রিয়েলপ্লেয়ারের একটা হাল্কা পপ আপ আসে ঃ ডাউনলোড দিস ভিডিও। ইচ্ছে করলে ডাউনলোড লোকেশনও সেট করে নেওয়া যায়।

    ফ্রি ভার্সন এটা।
  • Arijit | ০৮ জুলাই ২০০৯ ১১:৫৯ | 61.95.144.123
  • অপ্পন - ওক্কে। তাইলে হাতেই ভর্তি করি। এম্নিতেই ই-ফাইলিং করতুম না - ওই ভেরিফিকেশনটা বাই-পোস্ট পাঠানো বেশ চাপের। মনে হয় ইচ্ছে করেই এটা করা - স্পীডপোস্ট/ক্যুরিয়র চলবে না - এম্নি পোস্ট কবে যাবে কেউ জানে না, ট্র্যাকও করা যাবে না - ফাঁক রেখে দিলো - প্রচুর লোক ফাইন দিতে বাধ্য হবে।
  • Arpan | ০৮ জুলাই ২০০৯ ১১:৫৪ | 65.194.243.232
  • টিমটা কিচ্ছু পড়া করে না আজকাল। ঃ)

    ইন্টেলি অত ভালো একটা অ্যাড-অনের খোঁজ দিল। একেবারে বিন্দাস। ফাফ লাগবে অবশ্য।
  • Arpan | ০৮ জুলাই ২০০৯ ১১:৫২ | 65.194.243.232
  • অরিজিত, সরকারী এক্ষেল ফাইলে কিস্যু করা সম্ভব নয়। পুরো পেজটাকে প্রোটেক্টেড করে রেখেছে, যার ফলে ডেটা এϾট্র ছাড়া আর কিছুই সম্ভব নয়।

    আনপ্রোটেক্ট করতে গেলে পাসওয়ার্ড চাইছে, ন্যাচারালি যেটা জানা সম্ভব নয়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত