এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ০৯ জুলাই ২০০৯ ১০:১৪ | 117.194.98.162
  • ও আচ্ছা। হ্যাঁ, কাল থেকে tv চ্যানেল এ এই নিয়ে খুব উত্তেজিত আলোচনা দেখতে পাচ্ছি
  • Arijit | ০৯ জুলাই ২০০৯ ১০:০৮ | 61.95.144.123
  • খবরটা আগে পড়ো। এটা ভাড়া বাড়ানো নিয়ে নয়। ৩১শে জুলাই থেকে ১৫ বছরের পুরনো কমার্শিয়াল গাড়ি বাতিল হওয়ার কথা। রাজ্য সরকার বলেছে ২৫ তারিখ থেকেই কেএমডিএ এলাকায় এগুলো ঢুকতে দেওয়া হবে না। বাওয়ালটা তাই নিয়ে। হাইকোর্টের এক ডিভিশন বেঞ্চ ৩১শে জুলাইয়ের ডেডলাইন রেখেছে, আরেক ডিভিশন বেঞ্চ ১৫ বছরের সময়সীমা ধার্য্য করার আইনি এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে ফেলেছে।
  • Arijit | ০৯ জুলাই ২০০৯ ১০:০৬ | 61.95.144.123
  • শুধু ভাটের পাতাতেই মনে হয় অ্যাডগুলো আছে - অবিশ্যি আমি আইই ইউজ করি না। কাল সাফারিতে দেখে ওই সিএসএসটা ঢুকিয়ে দিলুম - ব্যাস সব গায়েব। ফাফ-তে অ্যাডব্লকপ্লাস আছে বলে কিছুই দেখায় না।
  • Bratin | ০৯ জুলাই ২০০৯ ১০:০৫ | 117.194.98.162
  • প্রতেক বারে petrol দাম বাড়লেই সুভাষ বাবু একট লোক দেখানো মিটিং করে বাস/ টাক্সি এ র ভাড়া বাড়িয়ে দেন। তা এবারে সেরকম করছেন না কেন??
  • kc | ০৯ জুলাই ২০০৯ ১০:০১ | 194.126.37.5
  • আমি মাঝে মাঝে য়্যাড দেখতে পাই, মাঝে মাঝে পাইনা। এটা কিরকম ব্যাপার? আমি কিন্তু কম্প্যুটারের বেশী কিছু জানিনা।
  • Arjiit | ০৯ জুলাই ২০০৯ ০৯:৫৯ | 61.95.144.123
  • হুঁ - বড় হাতের এমটা শুধু বাদ গেছে;-)
  • Arijit | ০৯ জুলাই ২০০৯ ০৯:৫৪ | 61.95.144.123
  • আমি কোনোকালে অ্যাডে ক্লিকাই না, এখনও না। সাফারিতেও একটা এক্সট্রা সিএসএস লাগিয়ে অ্যাড আটকে দিয়েছি।
  • Arijit | ০৯ জুলাই ২০০৯ ০৯:৫৩ | 61.95.144.123
  • ২২শে জুলাই থেকে বাস-মিনিবাস-ট্যাক্সি-অটো ইনডেফিনিট স্ট্রাইক। ফের একটা গোলমাল হতে চলেছে।

    http://www.telegraphindia.com/1090709/jsp/calcutta/story_11214066.jsp
    http://www.anandabazar.com/9raj3.htm - এটা এক্সপেক্টেড ছিলো। কোর্ট নিয়ে আমার কন্সপিরেসী থিওরির ধারণা আরো পোক্ত হল।

    একটা ভালো প্ল্যান হচ্ছে - http://www.anandabazar.com/9cal1.htm - করতে পারলে ভালো হবে - কিন্তু ট্রাফিক রুল ঠিকমতন ইমপ্লিমেন্ট না হলে, এবং ট্রাফিক ইনফ্রাস্ট্রাকচার ঠিক না হলে কি কিছুই হবে?
  • sinfaut | ০৯ জুলাই ২০০৯ ০৯:৫৩ | 203.91.207.30
  • ও, বিন্দাস। noscript লাগিয়ে দিলে, প্রক্সিতে চেক হওয়ার আগেই মালগুলো ব্লক করে দিচ্ছে, পেজ তাই আগের মতই দৌড়চ্ছে।
  • dipu | ০৯ জুলাই ২০০৯ ০৯:৫১ | 207.179.11.216
  • আমি তো একটাও মনের মত অ্যাড পাচ্ছি না যে ক্লিকাবো! রাজ্যের ভুলভাল ব্যাপার দেখাচ্ছে ঃ-((
  • sinfaut | ০৯ জুলাই ২০০৯ ০৯:৪৯ | 203.91.207.30
  • তবে ভয় হচ্ছে অ্যাডের কন্টেন্ট মারাত্মক কিছু হলে আবার না গুরু ব্লক করে দেয়। ঃ((
  • sinfaut | ০৯ জুলাই ২০০৯ ০৯:৪৭ | 203.91.207.30
  • এই অ্যাড গুলো এসে আপিসে গুরু খোলার একটাই সমস্যা হয়েছে। যেহেতু আপিসের প্রক্সিতে ব্লকেবল আইটেম চেক করে, তাই এখন একটা পেজ খুলতে অনেক বেশি সময় লাগছে। সব কটা অ্যাড ফিল্টার করে টরে পেজটা দেখাচ্ছে। তবে, ইট্‌স ওকে। আজই বাড়ি থেকে সকালে adblockplus অফ করেযত গুলো অ্যাড পেলাম ক্লিকিয়ে এলাম।
  • dipu | ০৯ জুলাই ২০০৯ ০৯:২০ | 207.179.11.216
  • ঃ-)

    কিন্তু আমার তো বোন ম্যারো ট্রান্সপ্লান্টের কোনো দরকার নেই! তাও আবার ইজরায়েলে!!
  • Ishan | ০৯ জুলাই ২০০৯ ০৯:১৭ | 173.26.17.106
  • যার যেমন চরিত্র। আমাকে সালভাদর দালির এক্সিবিশনের অ্যাড দেখাচ্ছে। ঃ)
  • dipu | ০৯ জুলাই ২০০৯ ০৯:১৬ | 207.179.11.216
  • এই অ্যাডগুলো কি সবাই একই দেখছে? আমাকে sexvia.com এ ডেটিং করার আহ্বান জানানো হচ্ছে। এবং আরো কি একটা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এর অ্যাড দেখাচ্ছে!
  • m | ০৯ জুলাই ২০০৯ ০২:৩৩ | 173.26.17.106
  • আমি এক ঘন্টা ধরে হাঁ করে অপ্পনের দেওয়া লিংকে নাদাপেটা, শুটকো,ভেবলু সব রকম মাছ দেখলাম- কিন্তু আমার প্রিয় বোয়ালের অখেদ্য ছবি দেখে মন্টাখারাপ হয়ে গেলোঃ((
  • Tim | ০৯ জুলাই ২০০৯ ০২:১৯ | 198.82.167.98
  • হ্যাঁ ঃ)
  • Ishan | ০৯ জুলাই ২০০৯ ০১:৩৮ | 12.163.39.254
  • মানে কি? উলু দেওয়া?
  • Ishan | ০৯ জুলাই ২০০৯ ০১:৩৭ | 12.163.39.254
  • বুনানের ছবি ব্যাপক। বিশেষ করে জানালাটা।
  • a x | ০৯ জুলাই ২০০৯ ০০:২৯ | 143.111.22.23
  • একটা নতুন শব্দ শেখা গেল। ululating
  • sb | ০৯ জুলাই ২০০৯ ০০:২৫ | 78.52.234.215
  • অ। টইটই করে বোঝা গেল। তা আমি নাহয় রোজ দুগ্গা দুগ্গা করে ১৮০ বার ক্লিকিয়ে যাব।
  • sb | ০৯ জুলাই ২০০৯ ০০:১৮ | 78.52.234.215
  • কি আপদ! চাদ্দিক থিকথিক কচ্ছে অ্যাডে তাও আবার বেশীরভাই জার্মান। তার মধ্যে হাসি হাসি মুখ করে উঁকি দিচ্ছে হোটেল মিত্রস, হোটেল কুণ্ডুস আরো কি কি যেন। এরা মামুর পাতা খুল্লেই এমন ভীড় জমাচ্ছে কেন চারপাশে!!!!
  • Tim | ০৯ জুলাই ২০০৯ ০০:১৭ | 198.82.167.98
  • বাহ্‌ ছবি দেখে মন ভালো হয়ে গ্যালো। ঃ)
  • blank | ০৮ জুলাই ২০০৯ ২৩:৫৮ | 59.93.210.243
  • ৫৬৩৮ এ আছে
  • Ishan | ০৮ জুলাই ২০০৯ ২৩:৫৩ | 12.163.39.254
  • ব্ল্যাংকির ছবি কই? আম্মো দেখতে চাই।
  • Blank | ০৮ জুলাই ২০০৯ ২৩:৫২ | 59.93.210.243
  • আচ্ছা, আমি ট্রাই করে দেখি।
    ফটোস্কেপ তো উইন্ডোজ শুধু, কি চাপ ঃ(
  • dri | ০৮ জুলাই ২০০৯ ২৩:৪৯ | 117.194.227.152
  • গিম্প করলেও হবে। সফ্‌টওয়্যারটা প্রবলেম না। কিন্তু আমি দেখেছি এক্সপোজার কারেকশান সবসময় ভালো হয় না। তবে একটু ট্রাই করে দেখতে পারিস, কেমন এফেক্ট পাচ্ছিস। ভালো না লাগলে কাটিয়ে দিবি।
  • arjo | ০৮ জুলাই ২০০৯ ২৩:৪৬ | 168.26.215.13
  • ব্ল্যাংকি বাবু, ফটোস্কেপ ট্রাই করো। মনে হয় ওখানে করা যাবে। গিম্পে এক্সপোজার খুব কিছু করা যায় না বলেই মনে পড়ছে।
  • Blank | ০৮ জুলাই ২০০৯ ২৩:৪৪ | 59.93.210.243
  • আমার গিম্প আছে। গিম্প দিয়ে একবার ট্রাই নেবো? হবে কি?
  • dri | ০৮ জুলাই ২০০৯ ২৩:৪২ | 117.194.227.152
  • হ্যাঁ। কুয়াশার ফ্রেম সবসময় আন্ডারএক্সপোজ করবি। তোর ৮ নংটা আর -১/২ করলেই অসাধারণ হত। ঘোড়াটা সবচেয়ে বেশী ওভার এক্সপোজ্‌ড লাগছে। ওটার রংটা একটু কম ধোয়া লাগত। লোকটার মুখটা আরেকটু অবস্কিওর/ডার্ক হত, তাতে ভালোই লাগত। আর কুয়াশাটাও মোস্ট প্রবাবলি আরেকটু ডিফাইন্‌ড হত। ফ্রেমটার কম্পোজিশানটা কিন্তু অপূর্ব হয়েছে। ফোটোশপে এক্সপোজার কারেক্ট করার চেষ্টা করেছিলি?
  • Blank | ০৮ জুলাই ২০০৯ ২৩:৩৭ | 59.93.210.243
  • ছবি দেখার জন্য জানতে হয় নাকি। কেনো ভালো লাগছে না সেটা এক্সপ্রেস করতে পারলেই হয়ে গেলো। তাতে বোঝা যায়।
    বুঝলাম কি বলছো। পরের বারের আঙটা অন্যরকম হবে ঃ)
  • intellidiot | ০৮ জুলাই ২০০৯ ২৩:৩৩ | 59.164.2.135
  • ব্ল্যাঙ্কোভাই, আমি এই ব্যাপারে খুব একটা জানি টানি না। দেখে যে কথাগুলি মনে হল - তুমি আংটাটাকে সাবজেক্ট করার কথা ভেবেছিলে হয়তো, কিন্তু তাতে আলো তুলনামূলক ভাবে কম পিছনের করুকার্যময় অবজেক্টের থেকে। চোখ স্বভাবতই পিছনের বস্তুঅটাকে দেখতে গিয়ে দেখছে ওটা ফোকাসে নেই। হাল্কা ব্লারড এবং অসম্পূর্ণ। কোন গোলাকার বস্তুর অসম্পূর্ণতা চোখে বেশী ধরা দেয়।
  • Blank | ০৮ জুলাই ২০০৯ ২৩:৩০ | 59.93.210.243
  • ঐ শেড টা তোলার সময় যদি দেখতাম গো .. তাহলে আর চাপ হতুনি ঃ(
  • Blank | ০৮ জুলাই ২০০৯ ২৩:২৭ | 59.93.210.243
  • তোমার এটা আমি মাথায় রাখলাম। এরকম সিচুয়েশানে আমি এক্সপোজার কারেকশানে মন দেবো এবারে। দেখতে হবে নেক্সট টাইম কেমন আসে ব্যপারটা।
  • Blank | ০৮ জুলাই ২০০৯ ২৩:২৩ | 59.93.210.243
  • ওটা পাইদির উদ্দেশ্যে মৃদু হাসি
  • dri | ০৮ জুলাই ২০০৯ ২৩:২৩ | 117.194.227.152
  • না রে। দূর থেকেটা সমস্যা নয়। বরং লং লেন্সে তোলা বলেই ছবিটায় ডেপথ কম লাগছে, তাতে ভালোই লাগছে। কিন্তু এই ফ্রেমের সমস্যা হল পুরো ফ্রেমের বড় অংশই কুয়াশা, এবং তার সাথে কনট্রাস্টিং কোন ব্রাইট রং নেই। এরকম লো ক¾ট্রাস্ট ফ্রেমে এক্সপোজারে গন্ডগোল আকছারই হয়। এসব ফ্রেমে যেটা করতে পারতিস, দু তিন রকম এক্সপোজার কারেকশানে তুলে আনতে পারতিস, তারপর যেটা ভালো হয় সিলেক্ট করতিস। তবে এখানে অবশ্য ফ্রেমে দুটো মুভিং অবজেক্ট আছে। এটা হলে কমপ্লিকেশান আরো বাড়ে। যেইসব ফ্রেমে কুয়াশার সাথে ক¾ট্রাস্টিং সবুজ পেয়েছিস সেগুলোর এক্সপোজার অনেক বেটার হয়েছে। সবুজটাও ভালো এসেছে, কুয়াশাটাও ভালো এসেছে।
  • arjo | ০৮ জুলাই ২০০৯ ২৩:২৩ | 168.26.215.13
  • না পোস্ট প্রসেসিং একটা ফ্যাক্টর আর একটা হল ফিডব্যাক। এখন তো ছবি তুলেই দেখে নেওয়া যায় কেমন হল। ভালো না লাগলে একাধিক কারেকশন নেওয়া যায়।
  • Ishan | ০৮ জুলাই ২০০৯ ২৩:২২ | 12.163.39.254
  • নাঃ, অ্যাড নিয়ে প্রবল কনফিউশন তৈরি হয়েছে। একটা টই খুলে লিখি তালে।
  • I | ০৮ জুলাই ২০০৯ ২৩:২২ | 59.93.218.29
  • ব্ল্যাংকি ব্যাপক ছবি তুলেছে। শুধু প্রথম ছবির ডানদিকের ওপরের কর্নারের ঐ কালো শেড-টা ক্রপ কল্লে পারতিস।

    অসাধারণ কম্পোজিশন। খুব ভালো কুয়াশার ছবি।
  • arjo | ০৮ জুলাই ২০০৯ ২৩:২১ | 168.26.215.13
  • তবে ব্ল্যাংকির ছবির মধ্যে একটা টোটাল ব্যাপার আছে। কম্পোজিশন, কালার, টেকনিকালিটি সব মিলিয়ে বেশ ভালো। ইপি, ল্যাদোষ-দা, শিবুদা, দ, দ্রি (অল্পই দেখেছি) এরাও বেশ ভালো ছবি তোলে।
  • Arpan | ০৮ জুলাই ২০০৯ ২৩:২১ | 122.252.231.12
  • হাসলি ক্যানো?
  • Blank | ০৮ জুলাই ২০০৯ ২৩:১৯ | 59.93.210.243
  • ঃ)
  • d | ০৮ জুলাই ২০০৯ ২৩:১৯ | 117.195.39.151
  • নাঃ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। রোজ সকালে ক্ষেপে থাকা ঠিক নয়।
  • Arpan | ০৮ জুলাই ২০০৯ ২৩:১৮ | 122.252.231.12
  • পোপ্র।
  • arjo | ০৮ জুলাই ২০০৯ ২৩:১৭ | 168.26.215.13
  • অক্কূটে, ফ্লিকার, পিকাসা এসব খুললেই দেখা যায় আজকাল লোকজন কি ভালো ভালো সব ছবি তোলে। ডিজিটাল ক্যামেরা আসার পরে ছবির কোয়ালিটি খুবই ভালো হয়ে গেছে।
  • pi | ০৮ জুলাই ২০০৯ ২৩:১৬ | 128.231.22.89
  • ব্ল্যাংকি , বাঃ।
    আগেই তো বলেছি, তুই ফোটো র পটুয়া ঃ)
  • Blank | ০৮ জুলাই ২০০৯ ২৩:১৬ | 59.93.210.243
  • ঐ মুর্তি টা পাহাড়ের টঙে বসানো। বিশাল সাইজ। খুব বেশীদিন হয়নি। অদ্ভুত লাগে। পাহাড়ের নীচ থেকে দেখতে পাবে, ওপরে একটা মুর্তি জ্বল জ্বল করচে
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত