এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ১২ জুলাই ২০০৯ ১২:৪৩ | 122.162.236.15
  • না না, তবলা নিয়ে আমার বিশেষ কিছুই জানা নেই। অল্পস্বল্প জানা আর কি। তবে শঙ্কর ঘোষ কোনও তাল সৃষ্টি করলেই যে সেটা একটা প্রতিষ্ঠিত তাল হয়ে যাবে, এমনটা ভাবাও ঠিক নয়। আজকে আমি একটা তাল তৈরি করলাম। সেটা উস্তাদ জাকির হুসেন জানতে না-ই পারেন। তাতে কি তাঁর তবলা নিয়ে জানা কমে যায়? ঃ-)

    জাস্ট একটা ওয়াইল্ড গেস, এই বিক্রম তালটা কি কোনও একটা সংখ্যার সঙ্গে সাড়ে (.৫) যোগ করে তৈরি?
  • pi | ১২ জুলাই ২০০৯ ১২:১৬ | 72.83.196.134
  • আর আবার তাল-বেতাল! শুনলেই মনে হয় ওখানে লিখছিনা বলে অজ্জিতদা এবার বকা দেবে। ঃ(
    সুপারী, বকাবকির চান্স। নাঃ, কেটে পড়াই ভালো।
  • pi | ১২ জুলাই ২০০৯ ১২:০৮ | 72.83.196.134
  • :o
    কেটে পড়ি মানে মানে ।
  • d | ১২ জুলাই ২০০৯ ১২:০৪ | 117.195.34.110
  • কিন্তু ইপ্পি, তাল-বেতাল তো জানতে। কাজেই বিক্রম তাল নামক একটা কম্বি হতেই পারে।

    তবে আমি ইপ্পির নামে সুপারী দেবার জন্য লোক খুঁজছি।
  • dipu | ১২ জুলাই ২০০৯ ১১:৫২ | 121.243.161.234
  • দ-দিকে থ্যাঙ্কু। সবকিছু করে রিপোর্ট দেবখন।
  • Arpan | ১২ জুলাই ২০০৯ ১১:৪৯ | 122.252.231.12
  • এঃ, এসব তো ডিডিদাও জানেন। দীপুটা এক্কেরে ....
  • pi | ১২ জুলাই ২০০৯ ১১:৪৯ | 72.83.196.134
  • বিক্রম বেতাল তো জানতুম। বিক্রম তাল জানা ছিল নাকো।
  • d | ১২ জুলাই ২০০৯ ১১:৩২ | 117.195.34.110
  • উফ্‌ কাল রাত থেকে ইলেকট্রিসিটি আর জলের সাথে চোরপুলিশ খেলতে খেলতে এক্কেবারে হাঁপিয়ে গেছি।

    বিক্রম তালকে আমি আবার কোন একটা লেক ভাবছিলাম(নৈনীতালের মত)।

    দীপুবাবু,

    সোলেইমানলিপি ডাউনলোড করে ইন্‌স্‌টল করে নিন। বাক্সদের অন্তঃস্থ কথা পড়তে পারবেন। আর লিখতে গেলে, অভ্র কিম্বা ওপেন আপিসের রাস্তাটা আপনার জন্য একটু "দুর্গম গিরি কান্তার মরু' হয়ে যেতে পারে, আপনি টই থেকে "বঙ্গলিপি'র থ্রেড খুঁজে বঙ্গলিপির সাম্প্রতিক ভার্সানটা নামিয়ে নিন। বঙ্গলিপি এডিটার খুলে ইউনিকোডে লিখুন (এতে সুবিদেহ হল কী-ম্যাপ গুচর মত)। তারপর মেইলে পেস্ট করে দিন।
    ব্যাস!
  • dipu | ১২ জুলাই ২০০৯ ১০:৫৬ | 121.243.161.234
  • আমার কাছে অনেক মেইল আসছে, তাতে শুধু চৌকো চৌকো বাক্স। সেইসব মেইলের জবাবে নানাদিক থেকে আরো অনেক মেইল আসছে, সেগুলোতেও শুধু চৌকো বাক্স। এর কি কোন পোতিকার হয়না? সেই যে মেশিনকে ইউনিকোডায়িত না কি ছাই করতে হবে, সে কেমন করে করতে হয়? আর এই চৌকো বাক্সওলা মেইল লোকে লেখেই বা ক্যামন করে?!
  • kc | ১২ জুলাই ২০০৯ ১০:৪৬ | 62.150.68.5
  • শমীক, বিক্রম তালটা তবলারই, বানিয়েছিলেন শঙ্কর ঘোষ। নাম রেখেছিলেন ওনার ছেলের নামে, আপনার তবলা নিয়ে বেশ জানা আছে দেখে জিগিয়েছিলাম।
  • quark | ১২ জুলাই ২০০৯ ০৯:৪৭ | 202.141.48.114
  • ওটা till নয়, since ..... ছ্যাঃ
  • quark | ১২ জুলাই ২০০৯ ০৯:৪৬ | 220.225.11.171
  • 10 hours till the last post ... হায় আড্ডাপ্রিয় বাঙালি!
  • Bhuto | ১২ জুলাই ২০০৯ ০০:৫৯ | 117.194.225.255
  • কি কান্ড, আমিও ধরেছি ব্যাটাকে অর্কুটে।
  • Samik | ১২ জুলাই ২০০৯ ০০:৫৪ | 122.162.236.140
  • কী সব করে এসেছে কে জানে! বলছে ৩৭৭ ধারা পুরো বাতিল না হলে ও সর্ষে লিখবে না।

    বোঝো!
  • Bhuto | ১২ জুলাই ২০০৯ ০০:৫০ | 117.194.225.255
  • এদিকে নিয়ে এসো দেখি একবার কর্ণ ধরিয়া।
  • Samik | ১২ জুলাই ২০০৯ ০০:৩১ | 122.162.236.140
  • পাগলাটাকে তো অর্কুটে ধরেছি। খালি তা-না-না তা-না-না করছে।
  • Bhuto | ১২ জুলাই ২০০৯ ০০:২৯ | 117.194.233.13
  • আজকেও পিছলে গেল, যাই বডিটা বিছানায় ফেলি। কল দুটো গালি দিয়ে সেই যে কাটলো আমি উত্তরটুকু পর্য্যন্ত দিতে পাল্লাম না ঃ(
  • Samik | ১২ জুলাই ২০০৯ ০০:২৮ | 122.162.236.140
  • ওকে।
  • Arpan | ১২ জুলাই ২০০৯ ০০:২৫ | 122.252.231.12
  • আট্টা চেষ্টা করছি। ম্যাক্স ন'টা। বিকেলে এক জায়গায় মনে হয় যেতে হবে।
  • Bhuto | ১২ জুলাই ২০০৯ ০০:১৭ | 117.194.233.13
  • মায়া হয় , জানো তো। বড্ড রোগা, গাঁট্টা মারলে যদি জ্ঞানহারা ব্যপার হয়ে যায়।
  • Samik | ১২ জুলাই ২০০৯ ০০:০৩ | 122.162.236.140
  • ওকে ধরলে আমার হয়ে দুটো গাঁট্টা মেরে দিস। কাল ওর সর্ষে লিখে দেবার কথা ছিল।
  • Samik | ১২ জুলাই ২০০৯ ০০:০৩ | 122.162.236.140
  • অর্পণ,

    কাল রাত আট্টায়?
  • Bhuto | ১২ জুলাই ২০০৯ ০০:০৩ | 117.194.233.13
  • কাল রাত থেকে বুনু কে ধরতে পারছিনা (গুরুর পাতায়)।
  • Samik | ১১ জুলাই ২০০৯ ২৩:৫০ | 122.162.236.140
  • হোয়া হোয়া হোয়া হোয়া হে হে হে হে ...

    কেসি, বিক্রম তালের তো নাম শুনি নি কখনও? ওটা কি তবলারই তাল?
  • Blank | ১১ জুলাই ২০০৯ ২৩:০৫ | 59.93.192.81
  • ডিডি দার কতার তীব্র পিতিবাদ
  • dipu | ১১ জুলাই ২০০৯ ২৩:০৪ | 121.243.161.234
  • হি হি হি
  • dd | ১১ জুলাই ২০০৯ ২২:৫৫ | 122.167.17.69
  • ভাগ্গি ব্যংগালুরুর লোগেরা থাকে তাই উইগেন্ডেও দু অ্যাগটা পোস্টিং হয়।

    অসম্ভব ঝাপসা রাত দেড়টায় বাড়ী ফিল্লাম কাইল।

    সেটা কোনো ব্যাপারই নয়, লিখছি মুলতঃ অজ্জিতের জন্যে। আমারে আমার দাদা অ্যাগটা ম্যাকের ল্যাপটব দিলো।

    হলব করে কইতে পারি অ্যামন আতাক্যালানে,ঢ্যামনা, ন্যাকাষষ্ঠী,পাজীর পাঝাড়া সিস্টেম আর দেখি নি।

    বেঁচে থাগ আমার ভিল গেটস।
  • dipu | ১১ জুলাই ২০০৯ ২০:১৮ | 121.243.161.234
  • সম্ভবতঃ আজ থেকে শিডিউল পাল্টাচ্ছে। আমার অন্যদিন রাত নটা থেকে দশটা অব্দি কারেন্ট থাকে না, আজ ছটা থেকে সাতটা অব্দি ছিল না।
  • kc | ১১ জুলাই ২০০৯ ২০:১৬ | 213.132.250.2
  • কি (কী) করে জানব? কি করে!!
  • Arpan | ১১ জুলাই ২০০৯ ২০:১৫ | 122.252.231.12
  • আমাদের আটটা অব্দি ছিল না। কটা থেকে জানি না। বাড়ি ছিলাম না। ঃ)
  • san | ১১ জুলাই ২০০৯ ২০:১৪ | 123.201.53.130
  • একি, আটটা বেজে গেল, এখনো লোডশেডিং হলনা ! ক্যামন অশান্তি লাগছে !!!
  • Arpan | ১১ জুলাই ২০০৯ ২০:১৪ | 122.252.231.12
  • তারা বুকপকেট নিয়ে কী করে?
  • san | ১১ জুলাই ২০০৯ ২০:১০ | 123.201.53.130
  • কেন, পাঞ্জার কম্পিতে যারা জেতে। সেই যে অপোনেন্টের হাতকে বাঁদিকে ফেলে দেয়, ওরাই হবে।
  • Arpan | ১১ জুলাই ২০০৯ ২০:০৮ | 122.252.231.12
  • পাঞ্জাবীর কে বা কাহারা?
  • Arpan | ১১ জুলাই ২০০৯ ২০:০৭ | 122.252.231.12
  • উদিকে ইংলিশম্যানরা ছড়াতে শুরু করেছে।
  • kc | ১১ জুলাই ২০০৯ ২০:০৫ | 213.132.250.2
  • পাঞ্জাবীরদের কিন্তু বুকপকেট থাকে।ঃ)
  • san | ১১ জুলাই ২০০৯ ২০:০৪ | 123.201.53.130
  • আল্টিমেটলি কি ঠিক হল? বাড়ি গাড়ি বুকপকেট না থাকলে গুরুতে আর লেখা যাবেনা ?
  • Arpan | ১১ জুলাই ২০০৯ ২০:০১ | 122.252.231.12
  • পাঞ্জাবীতে বুকপকেট আজকাল থাকে না তো!
  • kc | ১১ জুলাই ২০০৯ ১৯:৫৫ | 91.140.131.215
  • কনফু সামইন এ ব্লগ রাখত। ভাল লাগত। এখন আর দেখা হয়না ব্লগটা।
    এখনতো আর কেউ পাঞ্জাবী পরেনা! সবাই দেখি কুর্তা পরে। নারী পুরুষ নির্বিশেষে,ঃ)
  • d | ১১ জুলাই ২০০৯ ১৯:৪৪ | 121.245.178.103
  • না না দেশের কথা নয়, আমি অন্য একটা কথা জিজ্ঞাসা করতাম। যাই হোক, পরিচিত নন যখন, তাখন প্রশ্নই নেই।
    কনফু গুরু-১৩তে গল্প লিখেছিল তো।
  • dipu | ১১ জুলাই ২০০৯ ১৯:৪২ | 121.243.161.234
  • নাঃ, পাঞ্জাবী পরি না। অবশ্যি পরলেই হয়। ভুঁড়ির আকার-আয়তন লোকে কিচ্ছুটি বুঝতে পারবে না।
  • kc | ১১ জুলাই ২০০৯ ১৯:১৯ | 91.140.131.215
  • d, আমি কন্‌ফুর পরিচিত নই। তবে ওর লেখা ভালো লাগত। এখন আর লেখে কই?
    আমি ভারতেরই বাঙ্গলী। "গুরু" অনেকদিন থেকেই পড়ি। ইদানিং active হতে খায়েশ হয়েছে।
  • d | ১১ জুলাই ২০০৯ ১৯:০১ | 121.245.178.103
  • যাঃ অক্ষ নিশ্চয় ঘুমের মধ্যে লিখছে। আমার কোন পাঞ্জাবীতে বুকপকেট নাই। সবকটায় সাইডে পকেট। তবে আমার একটা না না দুটো শার্ট আছে, যাদের দুটো করে বুকপকেট আর দুটো করে পেটপকেট আছে।
  • san | ১১ জুলাই ২০০৯ ১৯:০০ | 123.201.53.130
  • আমি পাঞ্জাবি পরিনাতো। হয় কুর্তা পরি নয় টিশার্ট। নো বুকপকেট বিজনেস ঃ-)
  • a x | ১১ জুলাই ২০০৯ ১৮:৫৯ | 75.53.192.85
  • আর এখন আমি পাঁউরুটি, ঘুগনি আর চা খেয়ে আসি। টাটা।
  • a x | ১১ জুলাই ২০০৯ ১৮:৫৮ | 75.53.192.85
  • দিপু কি পাঞ্জাবী পরেনা? স্যানও পরেনা? হামলোগ তো হামেশা জিনসকে সাথ পাঞ্জাবী পহেনকে অপিস যাতে হ্যায়ঁ ইহা। তো পাঞ্জাবী বুকপকেট বিনা ক্যায়সে হোগে?
  • d | ১১ জুলাই ২০০৯ ১৮:৩৯ | 121.245.178.103
  • আচ্ছা কেসি কি কনফু'র (মানে কনফুসিয়াস) পরিচিত? জিজ্ঞাসা করলাম কারণ, কনফুই বলেছিল আড্ডার জায়গা পছন্দ হলে ও "ঠেলেঠুলে' বসে পড়ে।
    আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে পরের প্রশ্নটা করব।
  • kc | ১১ জুলাই ২০০৯ ১৫:০১ | 213.132.250.2
  • হগ্গলেই পাঁকাল মাছ। খাইতে কিন্তু জোশ।
  • kc | ১১ জুলাই ২০০৯ ১৪:৫৯ | 213.132.250.2
  • মুই আসি। বিক্রম তালটা শমীকের কাসে আসে মনে হয়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত