আরে ডিডিদাও একসময়ে ঠিক শেখে যাবে। কিন্তু ব্যপারটা হল ম্যাক ওভারপ্রাইসড। অত দাম দিয়ে কেনা পোষায় না। বিল্লুদার ওপরে আর একটু রঙ চড়ানোর জন্য অত দাম! কেমন জানি।
Tim | ১৮ জুলাই ২০০৯ ১০:৩৬ | 71.62.2.93
আজ্জোদার সাহস দেখে আমি হতবাক! এমনকি বিস্ময়াবিষ্টও বলা যায়! ;-)) এই সাহসের জন্য আজ্জোদাকে বাঘাজ্জো খেতাব দেওয়া হোক।
Arijit | ১৮ জুলাই ২০০৯ ১০:৩০ | 61.95.144.123
হুঁ - সেই জন্যিই তো জাগুয়ার। অ্যাম্বাস্যাডরের ইন্টারফেসের অনেক উঁচুতে। তো ডিডিদার জাগুয়ার না চালানোর কি আছে? ;-) দিন সাতেক সময় লাগবে বড়জোর। আর উইন্ডোজ টু ম্যাক কনভার্ট এই ব্ল্যাংকি আছি, নন-কম্পু লোকজনের মধ্যে আমার বউ আছে...
arjo | ১৮ জুলাই ২০০৯ ১০:২৭ | 24.42.203.194
ম্যাকের ইন্টারফেস ঝিনচ্যাক। কিন্তু ইন্টারফেসের স্ট্যান্ডার্ড তো বিল্লুদা ঠিক করে দেছে। যতই ঝিনচ্যাক হোক, বিল্লুদার স্ট্যান্ডার্ডে না হলে চলব কেমনে? আর ম্যাক হল বড়লোকের জন্য। যেমন বিএমডাব্লু বা মার্সিডিজ। ম্যাক মার্কেটে নিজেকে সেইভাবেই প্রোমোট করে।
Arijit | ১৮ জুলাই ২০০৯ ১০:২২ | 61.95.144.123
না - মানে ম্যাকের প্রতি এমন প্রেম জন্মে যায় যে...সে ছেলেটার বউ-মেয়ে দেশে থাকে, কাজেই প্রায়সই বিরহে কাতর থাকতো।
Arijit | ১৮ জুলাই ২০০৯ ১০:২১ | 61.95.144.123
*application* *application*
ধুত্তেরি।
আজ মনে হয় কেউ নাই।
arjo | ১৮ জুলাই ২০০৯ ১০:২১ | 24.42.203.194
গপ্পের মরালটা কি ম্যাক বউয়ের থেকেও বেশি প্রবলেমেটিক? ঃ)))
Arijit | ১৮ জুলাই ২০০৯ ১০:২০ | 61.95.144.123
সিরিয়াসলি ডিডিদা - দিন কয়েক একটু সময় দিন - খুবই অবভিয়াস জিনিসপত্র আছে - মানে মেনু খুঁজে কিছু করতে সময় লাগে না। আপনার সমস্ত অ্যাপ্লিকেশন আছে application ফোল্ডারে - প্রতিদিনের যা দরকার সব ওখানে পাবেন। ডকুমেন্টস, ফটো, মিউজিকের জন্যে আলাদা আলাদা ডিফল্ট ফোল্ডার থাকে (উইন্ডোজের মতনই) - চাইলে ওগুলো ব্যবহার করুন, না হলে নিজের আলাদা (আমি আলাদা করি)। ব্রাউজিংএর জন্যে সাফারি ডিফল্ট - তবে ফায়ারফক্স লাগিয়ে নিন - খুব সোজা। বেসিক ইনস্টলেশন (সবকিছুরই প্রায়) হয় একটা dmg ফাইল ডাউনলোড করে খুলে তার ভিতরের ফাইলটাকে aaplication ফোল্ডারে টেনে ফেলে দিয়ে - বাকিটুকু ও নিজেই করে। কিছু আন-ইনস্টল করা আরো সোজা - aaplication ফোল্ডার থেকে উড়িয়ে দিলেই সব হয়ে যায়...
কাউকে নিয়ে একসাথে বসতে পারেন। কলকাতা হলে আমি দেখিয়ে দিতাম না হয়। তবে বাজি ফেলে বলতে পারি কয়েকদিন ব্যবহার করার পর আর কিছু ব্যবহার করতে ইচ্ছে করবে না। দিন সাতেক জাগুয়ার চালানোর পর ধেদ্ধেরে অ্যাম্বাস্যাডর চালাতে যেমন ইচ্ছে করে না;-)
বিলেতে আমার এক ডাগদার বন্ধু আমার ম্যাকটা দেখে বাড় খেয়ে কিনে ফেলেছিলো - তাপ্পর ভয় খেয়ে আমাকে ওর বাড়ি নিয়ে গেসলো প্রথমবার চালু করে ইন্টারনেটে কানেক্ট করবে বলে। তো আমি বসে বসে একখান কোক আর সাদাকাঠি খেলুম, সে নিজে নিজেই টুকটুক করে প্রথমটুকু করে ফেল্ল - মানে মেশিন চালানো, লগইন তৈরী, ম্যাকবুকের বিল্ট-ইন ক্যামেরায় ছবি তোলা ইত্যাদি। তাপ্পর এডিএসএল কানেক্টর লাগাতেই হুড়হুড় করে নেটে কানেক্ট হয়ে গেলো। আমি শুধু ডিডিদাকে ওপরে যা বল্লুম সেটা ওকে বলেছিলুম - সে ফন্ট নামিয়ে আজকাল আর বাংলালাইভ খুলে খুব খুশী হয়ে ওর আরেক ডাগদার বন্ধুকে ফোন করে ফেল্ল - ম্যাকের প্রশংসা করতে গিয়ে বল্ল ম্যাক থাকলে বউয়ের দরকার নেই;-)
Binary | ১৮ জুলাই ২০০৯ ০৩:১৪ | 198.169.6.50
আমাগো এখেনেতো যেকোনো ইলেকট্রনিক্স গুডসে ৩০ দিনের রিটার্ন পলিসি থাকে। ক্যামেরা-ট্যামেরাতেও। ৩০ দিন -এর মধ্যে যেকোনো সময় ফেরত দেওয়া যায়। সরাররি ডিলারের কাছে। এর মধ্যে অসুবিধা-টশুবিধা গুলো দেখে নিতে হয়।
a x | ১৮ জুলাই ২০০৯ ০৩:১১ | 143.111.22.23
আচ্ছা ওবামার এই নতুন গাড়ি কেনার ইনসেন্টিভ ব্যাপারটা কি পাস হয়েছে? নতুন গাড়িতে যদি ১০ মাপাগ্যা বেশি হয় পুরোনর থেকে তাইলে নাকি ৪০০০ মত টাকা পাওয়া যাবে।
Tim | ১৮ জুলাই ২০০৯ ০২:০৪ | 198.82.167.98
কি আপদ! আগে মনে হচ্ছিলো ভালো দোকান হলেই হলো। এখন মনে হচ্ছে, এমন একটা সাইট চাই যেখানে ঝগড়া কত্তে হবেনা।
. | ১৮ জুলাই ২০০৯ ০১:৩৯ | 204.253.245.126
arjo এসব আমি Cannon USA এ লেখার পর, যখন ওরা আমাকে india তে রেফার করে।
Arpan | ১৮ জুলাই ২০০৯ ০০:৪০ | 122.252.231.12
সে তুমি আমার মতামত থোড়ি নিয়েছিলে!
a x | ১৮ জুলাই ২০০৯ ০০:৩৬ | 143.111.22.23
আর ইন্দোর জন্য, আমি একটু বেশি দামের কোনো জিনিস কিনতে হলে, যেখান থেকেই হোক, অ্যামাজনের কাস্টমার রিভিউ দেখে কিনি। কে কতগুলো তারকা খচিত, একদম কম স্টার যারা দিয়েছে, তাদের কি কমপ্লেন, কোনো কমন কমপ্লেন আছে কিনা ইত্যাদি। ভ্যাকুয়াম ক্লিনার, ক্যামেরা, বাচ্চার কার সিট। তো এখনও অবধি সেটা বেশ কাজে দিয়েছে।
Samik | ১৮ জুলাই ২০০৯ ০০:৩৫ | 122.162.236.209
অর্পণ আমায় তো বাগড়া দাও নি। আমার তো এইচপি।
Samik | ১৮ জুলাই ২০০৯ ০০:৩৪ | 122.162.236.209
আপেলের প্রজেক্টে কাজ করার সময়ে ম্যাকে বসতে হয়েছিল। দেখতে ঘ্যামা, রঙীন লজেন্সের মত, কিন্তু উরেবাবা, কী ভাতের জিনিস! খালি চোখে লেখা পড়া যায় না, মাউসটা কোনদিকে ক্লিক করে বোঝা যায় না, সবচেয়ে বড় কথা, কম্পিউটারটা কীভাবে চলে টলে তাই বুঝতে পারলাম না সাত মাসে। মনের দূঃখে ইনফোসিসই ছেড়ে দিলাম।
Arpan | ১৮ জুলাই ২০০৯ ০০:৩২ | 122.252.231.12
ক্যানন কেন? আমার আম্রিকার কেনা এইচপি ইন্ডিয়াতে ঠিক করে দেয়নি। ওয়্যারান্টি পিরিয়ডের মধ্যে থাকা সঙ্কেÄও।
সেই থেকে কেউ এইচপি কিনবে শুনলেই আমি সোৎসাহে বাগড়া দেই।
arjo | ১৮ জুলাই ২০০৯ ০০:২৭ | 168.26.215.13
ক্যানন ইউএসে হলে ফ্রিতেই পাল্টে দিত। আমি অন্তত ছাড়তাম না। এখানে অন্তত কড়কালে কাজ হয়। কনজিউমার ফোরামে বলে দেব। চারিদিকে নেগেটিভ পাবলিসিটি করব। এসব বললেই হত।
. | ১৮ জুলাই ২০০৯ ০০:২২ | 204.253.245.126
অবগতির জন্য Dear Customer,Thank you for your mail. I have checked with the service centre and it hasbeen found that the optical assembly of camera is faulty. But thereplacement of the optical assembly do not come under free replacement.Secondly you have purchased the camera from USA, so it is also not coveredunder Canon India Wty. Third point is that you purchased the camera in Jan2006 and thus also the one year wty given by Canon USA is also finished. So we will not be able to repair the camera free of cost. However I have askedthe service centre to give some discount on the repairs. Mr. Srinivas willlet you know about same. Thanks & RegardsRahul Goel.
. | ১৮ জুলাই ২০০৯ ০০:১৯ | 204.253.245.126
না না, ছবিও তোলা যাচ্ছিল না। কিন্তু যে পুরানো ছবিগুলি ক্যামেরায় ছিল, তা LCD Panel এ দিব্যি দেখা যাচ্ছিল ঃ(
a x | ১৮ জুলাই ২০০৯ ০০:১৬ | 143.111.22.23
ডট, এর মানে কি LCD display window তে আসছিল না, কিন্তু ছবিটা আসলে আছে? মানে কম্পু তে নামালে দেখা যাবে?
. | ১৮ জুলাই ২০০৯ ০০:১১ | 204.253.245.126
@arjo গুগুলে শুধু S2IS LCD Blank Screen problem সার্চ করে নিজেই দেখে নিন। আমার তা ছাড়া ক্যাননের সাথে mail trail আছে যাতে ওরা স্বীকার করেছে এই অসুবিধার কথা।
a x | ১৮ জুলাই ২০০৯ ০০:০৮ | 143.111.22.23
আমার ক্যানন পাওয়ারশট খুব ভালো ধরো আর মারো টাইপ ক্যামেরা। ইচ্ছে করলে ম্যানুয়াল ফোকাসও ইউজ করা যায়। ম্যাক্রো ফ্যাক্রোও আছে।
. | ১৮ জুলাই ২০০৯ ০০:০৭ | 204.253.245.126
@arjo ভিউ ফাইন্ডার মানে যেখানে চোখ লাগিয়ে ছবি তোলেন, সেখানে তো দেখতে পাওয়া যাচ্ছিল, কিন্তু ছবি তোলা যাচ্ছিল না, এবং LCD Panel এ পুরোন ছবি দেখা গেলেও নতুন কিছু দেখা যেত না। আমার মেল ঘেঁটে দেখলাম যে problem টা ছিল blank screen এর যা দিয়ে গুগুল করে আমি যানতে পেরেছিলাম যে অনেকেই S2IS এ এই অসুবিধার সম্মুখীন হয়েছেন। আমাকে cannon India ৮০০০ টাকায় part টা বদলে দিয়েছ, লেবার চার্জ নেয় নি। S1 IS এর ক্ষেত্রেও একই প্রবলেমের জন্য কোম্পানী ফ্রী বদলে দিয়েছে। এখনো আমি সেই ক্যামেরাই ব্যবহার করি, কোনো অসুবিধা নেই। But $160 চুনা লেগে গেছে।
dd | ১৮ জুলাই ২০০৯ ০০:০৫ | 122.167.24.74
অপ্পন সেইডাই তো দুশ্চিন্তার। সেদিনে এক চ্যাংরা কমপিউটারোয়ালারে কইলাম কি একটা কত্তে,তো সে কইলো,"জেঠু,আপনের ইউ এস বি পোর্ট কয়ডা? " আমারে হতভম্ভ দেইখ্যা ফের জিগায় 'মানে আপনের পিছনে কয়টা ছ্যাঁদা, গুনছেনি নি?"
অ্যার উত্তর আমার জানা নেই।
arjo | ১৭ জুলাই ২০০৯ ২৩:৫৯ | 168.26.215.13
ক্যাননের ধারে কাছে অবশ্যই আসে না। ক্যাননের স্ট্রেন্থ হল টেকনলজি। অসম্ভব উন্নতি করেছে লাস্ট দশ বছরে।
Arpan | ১৭ জুলাই ২০০৯ ২৩:৫৭ | 122.252.231.12
ডিডি, চিন্তা কইরেন না। অজ্জিত এই পোস্ট পড়ে আপনাকে বলে দেবে কী করে ঠিক হবে।
Arpan | ১৭ জুলাই ২০০৯ ২৩:৫৬ | 122.252.231.12
কিন্তু সোনি ক্যাননের ধারেকাছে আসে না। ক্যানন ক্যাননই।
dd | ১৭ জুলাই ২০০৯ ২৩:৫৫ | 122.167.24.74
অপ্পন জেনে শুনে বুঝে সুঝে কেউ ম্যাক কেনে? কেউ?
আম্মো না।
আমার দাদা (এনারাই) ফ্রীতে এট্টা ম্যাকের ল্যাবডব দিলো। তাতেই এই বিপত্তি।
এ কেউ পয়সা দিয়ে কেনে? (এটা নিয়ে আমার একটা চমকপ্রদ কিন্তু স্যাস্থ্যকর থিওরী আছে, ক্রমশঃ প্রকাশ্য)
arjo | ১৭ জুলাই ২০০৯ ২৩:৪৯ | 168.26.215.13
কেন সোনি আবার কি দোষ করলে?
sinfaut | ১৭ জুলাই ২০০৯ ২৩:৪৫ | 117.254.76.237
সনি-র ডিজিক্যাম বেশ ভাটের লাগে, মানে নিকনের থেকে। ইন্দোদা, তুমি প্যানাসনিক লুমিক্স সিরিজও দেখতে পারো, আমার ঐ ক্যামেরার ছবি বেশ পছন্দ হয়েছে। fz50 বা তার আশপাশের।
Arpan | ১৭ জুলাই ২০০৯ ২৩:৪৫ | 122.252.231.12
আরে ডিডি তা কই নাই। আপনি অ্যাদ্দিন দিব্বি তাঁত বুনে খাচ্ছিলেন। হঠাৎ করে ম্যাক নামালেন যে!
আমার তো কোডাকের ক্যামেরা। একটা কিনেছিলাম ৬ মেগাপিক্সেল, একটা ল্যাপটপের সাথে ফ্রি পেলাম ১০ মেগাপিক্সেল। দুটোই হটশট টাইপের। প্রথমটা তিন বছর হয়ে গেল। এখনও কোনও প্রবলেম হয় টয় নি।
Arpan | ১৭ জুলাই ২০০৯ ২৩:১৯ | 122.252.231.12
ডিডিকে গরু কিনতে কে পরামর্শ দিল?
Du | ১৭ জুলাই ২০০৯ ২৩:১২ | 65.124.26.7
ম্যাক আর ক্যাম। দুইই পদ্যনাশা।
dd | ১৭ জুলাই ২০০৯ ২৩:০৭ | 122.167.24.74
আরে ইন্দোদা শোগে দুখখে আমি নাহয় বাকরুদ্ধ। কিন্তু ক্যামম ট্যাঁরব্যাঁকা হয়ে গ্যালাম। কী (কি) পোচোন্ডো সুগভীর একডা পোবোন্ধো লিখলাম, উড়ে গ্যালো। (না ওড়িয়া গ্যালো)। কি(কী) ভাবে নতুন পোজোন্মো ভবিষ্যতের নির্দেশিকা পাবে?
আর ক্যামেরা নিয়ে অ্যাতো ভাবিস ক্যান? ঐ টেকনলজির কলে পরিস না, ওটা চোরাবালি।
সাগরগরু অতি উৎকৃষ্ট ছবি, তো সে য্যামনই ক্যামের হোক না ক্যানো।
Blank | ১৭ জুলাই ২০০৯ ২৩:০৩ | 59.93.162.5
ডিডির দুঃখে আমার চোখে জল এলো। ঃ(ঃ( আমার ম্যাকটায় সব খোলে। ডিডি চাইলে আমার টার সাথে বদলা বদলি করে নিতে পারে কিন্তু
arjo | ১৭ জুলাই ২০০৯ ২৩:০৩ | 168.26.215.13
যাই ডিডির এগডা উবগার করে আসি।
pi | ১৭ জুলাই ২০০৯ ২৩:০২ | 128.231.22.89
আমার আছে। দিব্যি ক্যামেরা। একটা দুটো ঝামেলা ছাড়া।
arjo | ১৭ জুলাই ২০০৯ ২৩:০২ | 168.26.215.13
হ্যাঁ আম্মো বউয়ের বাধ্য ছেলে। কে না জানে সুখের চে সোয়াস্তি ভালো।
I | ১৭ জুলাই ২০০৯ ২৩:০০ | 59.93.245.245
শোকে-দুঃখে ডিডি শেষে উড়ে হয়ে গেছে। পিসিআ(অ?) বলছে।
Blank | ১৭ জুলাই ২০০৯ ২৩:০০ | 59.93.162.5
আমার অনেক গুলো বন্ধু ঐ IS সিরিজের ক্যামেরা আছে। কারোর কিছু প্রব হয় নি
intellidiot | ১৭ জুলাই ২০০৯ ২২:৫৬ | 59.164.204.12
ঃ-)
I | ১৭ জুলাই ২০০৯ ২২:৫২ | 59.93.245.245
তবে কি, এখনি তো আর কিসুই কিনব না। আমার বৌ বারণ করে দিয়েছে বাজে খরচ করতে। আমি বৌয়ের বাধ্য ছেলে।
dd | ১৭ জুলাই ২০০৯ ২২:৫২ | 122.167.24.74
কি যনত্তোন্নায় যে পল্লাম। সব শালা ম্যাকের লাইগ্গ্যা। ঐ এক ল্যাবটব এনে তাতে ওয়াই ফাই কত্তে গিয়ে কি (কী) মুশি্কলেই পল্লাম।
ন্যাকাষষ্ঠী ম্যাকে গু চ আসে না। আর আমার পি সিআ ক্যামন বিগড়ে গ্যালো।
সব বড় বড় দ্যাখায়। ডানদিকে কি আসে দেখতে পাই না। ন কি ভালো ড্রাইভার লাগবে। বা কন্ডাক্টর।
আমি প্রায় অন্ধ।
Arpan | ১৭ জুলাই ২০০৯ ২২:৩৫ | 122.252.231.12
আমার সোনি সাইবারশট পাঁচবছর ধরে দিব্যি চলছে। তবে এসেলার এসে যাবার পরে আজকাল ইউজই হয় না প্রায়।
arjo | ১৭ জুলাই ২০০৯ ২২:৩৪ | 168.26.215.13
তুমি একবার সোনির কম্পেয়ারেবল মডেল দেখতে পারো। ডিজিক্যামে সোনি পারফরম্যান্স নাইকনের থেকে বেটার।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন