এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ২২ জুলাই ২০০৯ ২০:০১ | 170.153.65.102
  • রবীন্দ্রনাথ কে স্পেশাল ইস্যু কি সবাই দেখতে পাচ্চো পাতার নীচে বা দিকে?
  • intellidiot | ২২ জুলাই ২০০৯ ১৯:১৯ | 220.225.245.130
  • এত্ত ইঞ্জিরি পত্তে হবে?

    পাল্লাম না... দিনের শেষে এত এন্থু নেইকো... আজ্জোদা এক্টু জিস্ট করে দেন না কেন বাংলাতে ঃ-(
  • arjo | ২২ জুলাই ২০০৯ ১৮:৫৬ | 168.26.215.13
  • A prominent professor was arrested last week on a minor charge, and he says it?s a racial incident. The Associated Press reports that Henry Louis Gates, director of Harvard?s W.E.B. Du Bois Institute for African and African American Research, was locked out of his Cambridge, Mass., house Thursday afternoon. A woman called police and ?reported seeing a man try to pry open the front door.?

    Friends of Gates tell the Boston Globe that the professor ?was already in his home when police arrived? and that ?he showed his driver?s license and Harvard identification card?:

    He was booked for disorderly conduct after ?exhibiting loud and tumultuous behavior,? according to a police report. Gates accused the investigating officer of being a racist and told him he had ?no idea who he was messing with,?? the report said.
    Earlier today, the AP reports, prosecutors dropped the charges against Gates. The city of Cambridge issued a statement: ?This incident should not be viewed as one that demeans the character and reputation of professor Gates or the character of the Cambridge Police Department.?

    Not everyone agrees. A Boston Globe follow-up reports that ?some of Gates?s outraged colleagues said the run-in proves that even in a liberal enclave like Harvard Square, even with someone of Gates?s accomplishments, a black man is a suspect before he is a resident.? According to the police report, Gates himself--before the arrest--shouted, ?This is what happens to black men in America!?

    (Gates?s lawyer, Charles Ogletree, issued a statement on Gates?s behalf. Ogletree?s account of the episode is entirely different from the police?s in mood and emphasis, but the only factual disagreement seems to be over the officer?s response to when Gates asked him his name. The policeman claims he answered several times; Gates claims the policeman failed to respond to several such requests.)

    So, is this what happens to black men in America? We?d say it?s what happens to men in America who are mistaken for burglars. It--or something very similar--happened to us.


    ওদিকে কালাম এদিকে ইনি। সূর্য্যগ্রহণের সাথে এর কোনো সম্পক্কো আছে কিনা দ্রিই জানেন।
  • intellidiot | ২২ জুলাই ২০০৯ ১৮:৫৫ | 220.225.245.130
  • আমারো আপিসে খোলে না এইসব ভালো লিংক ঃ-(
  • arjo | ২২ জুলাই ২০০৯ ১৮:৪০ | 168.26.215.13
  • ইস্কুল কে টেম পে আনা গোরি ডেম পে
  • Smik | ২২ জুলাই ২০০৯ ১৮:৩৬ | 219.64.11.35
  • কোন গান? আমার এখানে ইউটুব খোলে না।
  • arjo | ২২ জুলাই ২০০৯ ১৮:৩৩ | 168.26.215.13
  • এই গানটা শুনেছ তোমরা? হেব্বি লেগেছে।

  • Samik | ২২ জুলাই ২০০৯ ১৮:২৭ | 219.64.11.35
  • হুঁ, প্রোটোকল মানেই গ্যাঁড়াকল। আর কে না জানে, গ্যাঁড়া কোন্‌জন।
  • intellidiot | ২২ জুলাই ২০০৯ ১৮:১০ | 220.225.245.130
  • হে হে, প্রোটোকল ভাঙলে কি হয় আজ পড়েননি... সেই যে পেসিডেনকে সার্চ করেছিল... তাপ্পর কি কেলেংকারি...

    চেনা হও বা অচেনা, অং-বং-চং করতে হলে পৈতে মাস্ট...
  • r | ২২ জুলাই ২০০৯ ১৮:১০ | 198.96.180.245
  • বের সময় পৈতেটা আদৌ হয়েছিল সে নিয়ে একটা টেকনিকাল ডাউট আছে।
  • arjo | ২২ জুলাই ২০০৯ ১৮:০৯ | 168.26.215.13
  • গেরনের আগের মোমো কিনা দেখে নিও। নইলে আবার অন্য মন্ত্র পড়তে হবে। একটু বেশি টাকা লাগবে।
  • san | ২২ জুলাই ২০০৯ ১৮:০৮ | 121.50.4.34
  • যাক আপনারা ব্রাহ্মণত্ব ও নাস্তিকত্ব নিয়ে কম্পিটিশন চালিয়ে যান। আমি ততক্ষণ মোমো খেয়ে আসি।
  • arjo | ২২ জুলাই ২০০৯ ১৮:০৮ | 168.26.215.13
  • বে করার সময় পৈতে দেয় নি? তোমার তো মন্ত্র পড়ে বে হয়েছে।
  • r | ২২ জুলাই ২০০৯ ১৮:০৫ | 198.96.180.245
  • আমার মত চেনা বামুনের পৈতে লাগে না। পৈতে হয়ও নি। ;-)
  • shrabani | ২২ জুলাই ২০০৯ ১৮:০৪ | 124.124.244.108
  • আমাকে বিশেষ কিছু করতে হবেনা দেখছি, এট্টু জবাকুসুমং করলেই হবে।
    নয়ডাতে একজন ফেমাস মুখার্জী ব্রাহ্মণ আছে। প্রথম যখন ফোন করি তিনি বলেছিলেন যে তিনি শুধু পুরোহিতগিরি করতেই এসেছেন। তখন জাস্ট ব্যবসা শুরু করেছিলেন, এখন তো রেট টেট বেড়ে আলাদা ব্যাপার, অ্যাপো নিতে হয় অনেক আগে থেকে।
  • arjo | ২২ জুলাই ২০০৯ ১৮:০৪ | 168.26.215.13
  • ঠিক এখানেই আমার সাথে অন্যান্য বাজার চলতি বামুনদের পার্থক্য। জানেন তো চেনা বামুনের পৈতে লাগে না। তাই আমারও পৈতে লাগে না। চলে আসুন, দেরি করবেন না।
  • intellidiot | ২২ জুলাই ২০০৯ ১৮:০৩ | 220.225.245.130
  • তবে যে যাই বলুক, পৈতে পিঠ চুলকানোর সময় অসাধারন উপকার করে।
  • intellidiot | ২২ জুলাই ২০০৯ ১৮:০২ | 220.225.245.130
  • আমি তো আলমারির ভেতর দিকের একটা আংটা তে লাগিয়ে রেখেছিলাম। খুব একটা খুঁজতে হবে না আশা করি ;-)
  • Samik | ২২ জুলাই ২০০৯ ১৮:০০ | 219.64.11.35
  • পৈতে ... হুম্‌, কোথায় যেন ফেলেছিলাম?
  • intellidiot | ২২ জুলাই ২০০৯ ১৭:৫৭ | 220.225.245.130
  • হ্যাঁ, ব্রাহ্মণের দরকার হলে আমিও আছি। একটু টাইম দিতে হবে পৈতেটা খোঁজার জন্য। আর ফি-টি কিস্যু লাগবে না যদি একটু গরুর মাংস খাওয়ান। এক্কেবারে ফিরিতে করে দেব সব।
  • Samik | ২২ জুলাই ২০০৯ ১৭:৫৭ | 219.64.11.35
  • ঃ-) রাগ আর কোথায়? পুণ্য অর্জন কত্তে চাইলে তো বেলপাতা চড়িয়ে দিলেই হত।
  • san | ২২ জুলাই ২০০৯ ১৭:৪৮ | 121.50.4.34
  • অঃ পুণ্যটা মিস করলে বলে রাগারাগি? পরেরবার করে দিলেই হবে। এ আর এমন কি !
  • r | ২২ জুলাই ২০০৯ ১৭:৪৫ | 198.96.180.245
  • পোষা বেড়াল জর্দা খেলে কুকুর গুটকা খাবে না কেন?
  • Samik | ২২ জুলাই ২০০৯ ১৭:৪৪ | 219.64.11.35
  • স্যান আরও জানে না যে একবার গঙ্গাস্নানে ব্রাহ্মণ গো-বধের মত পাপ স্খালন করে ফ্যালে। সেখানে গো-ভক্ষন আর কীয়্যামন? গঙ্গায় একবার ছুঁচিয়ে নিলেই হবে।

    প্রসঙ্গত মনে পড়ল, আমাদের সোসাইটিতে আমার একার পোচুর প্রতিবাদ সত্বেও একপিস শিবমন্দির গজিয়ে উঠেছে, তাতে একজন পুরোহিত হায়ার করা হয়েছে, তিনি রোজ শিবস্তোত্র পাঠ করেন টরেন। এই রিসেন্টলি বোধ হয় শিব্রাত্রি গেল টেল, তাই নিয়ে বেশ কয়েক রাত শিবের পুজো গুষ্টির তুষ্টি করে ছাড়া হয়েছে। তো সেই শিব-আরাধনায় দলে দলে যোগ দেবার জন্য লিফটের গেটে গেটে পোস্টার সাঁটা হয়েছিল।

    তো,প্রথমে ভালো ভালো কথা, শিবকে কেবল বিল্বপত্র আর গঙ্গাজল দিলেই তিনি তুষ্ট হন ইত্যাদি ইত্যাদি, সে তো সবাই জানে। লাস্টে লেখা ছিল, একবার শিবকে বিল্বপত্র চঢ়ানে সে কোটি কন্যাদানের পুণ্য অর্জিত হয়।

    পড়ে এমন ঝাঁট জ্বলে গেল ... সাথে আবার সংস্কৃতে একপিস রেফারেন্সও দিয়েছে, ঐ একই কথা লেখা।
  • san | ২২ জুলাই ২০০৯ ১৭:৩৬ | 121.50.4.34
  • শূদ্র হইতেও অধম ব্রাহ্মণদের দিয়ে শ্লোক পড়িয়ে যাতে কেউ পরকাল ঝরঝরে না করে ফ্যালে তাই লোকজনকে একটুস সাবধান করে দিচ্ছিলুম। তা পছন্দ হল না। নইলে, আমার আর কি ঃ-)
  • dipu | ২২ জুলাই ২০০৯ ১৭:৩৪ | 207.179.11.216
  • কুকুরে গুটকা খায়! যত্তসব!
  • r | ২২ জুলাই ২০০৯ ১৭:৩৩ | 125.18.104.1
  • "কিন্তু তবুও সে ব্রাহ্মণ"।

    শেষটুকু পড়ে না।
  • san | ২২ জুলাই ২০০৯ ১৭:৩২ | 121.50.4.34
  • ওসব সুবিধেবাদী কথাবাত্তা। পরিষ্কার জানি 'যে ব্রাহ্মণ গোমাংস ভক্ষণ করিয়া থাকে সে শূদ্র হইতেও অধম'।
  • r | ২২ জুলাই ২০০৯ ১৭:৩১ | 125.18.104.1
  • কুকুর "গুx" (x=  ,ড়, লি, টকা) হলেই খায়।
  • dipu | ২২ জুলাই ২০০৯ ১৭:২৯ | 207.179.11.216
  • স্যান্দি কিস্যুই জানে না। গোবর আর গোরুর হিসি খেলেই শুদ্ধ হওয়া যায় ;-)
  • san | ২২ জুলাই ২০০৯ ১৭:২৮ | 121.50.4.34
  • কেউ কিসুই জানেনা। একবার গোমাংস খাওয়া হয়ে গেলে আর কেউ ব্রাহ্মণ থাকেনা। তোমরাও আর নেই।
  • dipu | ২২ জুলাই ২০০৯ ১৭:২৬ | 207.179.11.216
  • একটা সিরিয়াস পোশ্ন পেলো। কুত্তায় কি গুড় খায়?
  • r | ২২ জুলাই ২০০৯ ১৭:২৪ | 125.18.104.1
  • আজ্জো কি সেল্ফ-রেফারেনশিয়াল মাইরি! নিজে বামুন হলে কি বামুন দিয়ে শোলোক পড়ানো যায় না? তাহলে, আজ রাতে আমি রুটি আর গুড় খাব, আমার ভিক্ষাদান হয়ে যাবে।
  • Samik | ২২ জুলাই ২০০৯ ১৭:২৩ | 219.64.11.35
  • দিল্লিতে কারোর ব্রাহ্মণের দরকার হলে সত্বর আমার সাথে যোগাযোগ করুন। সাথে কোন শ্লোক পড়তে হবে তার চোথাটা এনে দিলে ২০% ছাড়।
  • dipu | ২২ জুলাই ২০০৯ ১৭:১০ | 207.179.11.216
  • আজ্জোদা আমাকে কমিশন না দিলে আমি কেস করে দোবো। লিঙ্কটা কে দিল? অ্যাঁ?!
  • san | ২২ জুলাই ২০০৯ ১৭:০৭ | 121.50.4.34
  • ব্রাহ্মনদের বিশ্বাস করবেন না। ব্রাহ্মণ হলেও কথা ছিল ঃ-)
  • arjo | ২২ জুলাই ২০০৯ ১৭:০৩ | 24.42.203.194
  • আমাকে ব্রাহ্মন কে দিয়ে শ্লোক পড়াতে বলেছে। ইয়াহুর জানা নেই আমি নিজেই ব্রাহ্মন। বিটিডব্লু, আর কারুর শ্লোক পড়তে হলে সঙ্কÄর যোগাযোগ করুন। আগে আসিলে আগে পড়া হইবে ভিত্তিতে পড়া হচ্ছে। আর আগে আসিলে এবং গুরু মার্ক দেখাইলে ২০% ছাড়। দোষ কাটান ও পয়সা বাঁচান। একমাত্র বিশ্বাসযোগ্য ব্রাহ্মন কে দিয়ে দোষ কাটান। টিং টিডিং টিং টিং।
  • dipu | ২২ জুলাই ২০০৯ ১৬:৫৭ | 207.179.11.216
  • ২১ শে ডিসেম্বর তো দেখছি Sagittarius আর Capricorn এর বর্ডারে পড়েছে। এ তো ভারি চিন্তার কথা! কুত্তাকে গুড়ও খাওয়াবো, আবার নানারকম লোকের সঙ্গে ঝগড়াও করবো ;-)
  • san | ২২ জুলাই ২০০৯ ১৬:৫২ | 121.50.4.34
  • দেখলাম । Sagittarius । গুগল থাকতে কিসের চিন্তা ঃ-)

    অবশ্য এখন নানান হিন্দু অস্ট্রোলজিকাল সাইটে গিয়ে জন্মসময় টময় দিলে রাশি লগ্ন নক্ষত্র এসবও পাওয়া যায় ঃ-)
  • dipu | ২২ জুলাই ২০০৯ ১৬:৪৮ | 207.179.11.216
  • একুশে ডিসেম্বর, ছয়ই পৌষ।
  • san | ২২ জুলাই ২০০৯ ১৬:৪১ | 121.50.4.34
  • আরে এসব বাংলা চান্দ্ররাশি নয়। ইংরিজি সানসাইন। জম্মোদিন জানলেই জানা যাবে। তোর বাড্ডে কবে?

    আমাকে যে বল্লো বাবার সঙ্গে ঝগড়া হবে। সে তো মাসে চল্লিশবার করে হয়।গ্রহণের সঙ্গে কি?
  • dipu | ২২ জুলাই ২০০৯ ১৬:৩২ | 207.179.11.216
  • কাদের যেন প্রচুর উপোস করতে বলেছে।
  • dipu | ২২ জুলাই ২০০৯ ১৬:২৮ | 207.179.11.216
  • মুশকিল হল আমি নিজের রাশি জানি না। কি করে এসব জানা যায়?
  • r | ২২ জুলাই ২০০৯ ১৬:২৮ | 198.96.180.245
  • আমাকেও নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে থেকে বেছে নিয়ে দান করতে বলেছেঃ গম, চুনী, গুড়, সবৎস গাভী, স্বর্ণ, তাম্র।

    কাল গেটের সামনের কুত্তাটাকে গুড় খাওয়াব।
  • Samik | ২২ জুলাই ২০০৯ ১৬:২১ | 219.64.11.35
  • আমায় সুর্য কবচ স্তোত্র আবৃত্তি করতে বলেছে অথবা কোনও অন্ধ লোককে ভিক্ষে দিতে বলেছে। এক তো সূর্যকবচ স্তোত্রটা কী তাইই জানি না। জবাকুসুমসঙ্কাশং নয় তো?

    ওদিকে আমাদের সোসাইটিতে আছেন বটে একজন অন্ধ লোক। কিন্তু তাঁকে ভিক্ষা দিতে গেলে তিনি ব্যাপারটাকে কীভাবে নেবেন, ভাবতেও সাহস পাচ্ছি না।
  • kc | ২২ জুলাই ২০০৯ ১৫:১৪ | 213.132.250.2
  • আসলে আজকাল বোধহয় বুঝে ফেলেছে যে ২০১১ র পর আর সরকারি বিজ্ঞাপন আর পাবেনা। তাই একটু কান্নি মেরে খেলা শুরু করেছে।ঃ)
  • rokeyaa | ২২ জুলাই ২০০৯ ১৪:৩৯ | 203.110.246.230
  • হায় হায়! আজকালও কিনা বন্ধ নিয়ে এই বল্লো!
  • vivek | ২২ জুলাই ২০০৯ ১৪:২৫ | 168.187.249.38
  • KD-কে
    Bill Clinton--কে কালাম-এর মতো জুতো খুলিয়ে security check(frisking) করা হয় বলে আমার জানা নেই।
    জীবনে কতো কিছুই তো জানা নেই। এটাও এক টা।
    আর ভাট কর্তে এসে যদি reference নিয়ে বসে থাক তে হয়---ত হলে তো হয়ে গেলো---
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত