এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ১৯ জুলাই ২০০৯ ০৯:৫৩ | 121.245.18.198
  • তারমানে ঈশান সারচটাকে মানুষ সেন্সিটিভ করে দিয়েছে। প্রপার্টিজে "বেথে' টাইপ থাকলে রেজাল্ট দেবে না।

    জাস্টিফিকেশান হাঃ! কই লিঙ্ক দাও তো।

    অবশ্য ঐ শিবুও তো চুড়ি ইত্যাদি বলে একটা জাস্টিফিকেশান দিয়েছিল, যে এটা আসলে তেমন কিছু নয় --- এইটাইপের কিছু একটা।
  • Arijit | ১৯ জুলাই ২০০৯ ০৯:৪৮ | 117.194.224.101
  • টেলিগ্রাফ আজ আবার জাস্টিফিকেশন দিয়েছে - সেটা আরো উৎকট। জঘন্য।

    সার্চ কোনো রেজাল্ট দিচ্ছে না আমাকেও।
  • d | ১৯ জুলাই ২০০৯ ০৯:৪৬ | 121.245.18.198
  • আমার দিব্বি করছে। দ্রি'রও তো করছে বলেই মনে হল।
  • Samik | ১৯ জুলাই ২০০৯ ০৯:৩৬ | 122.162.236.100
  • সার্চ কাজ করে না। আমি মাউস দিয়েই ক্লিকাই। তাতেও কাজ করছে না।
  • d | ১৯ জুলাই ২০০৯ ০৯:২৮ | 121.245.18.198
  • টেলিগ্রাফেরটা পড়ে একেবারে ব্রহ্মপিত্তি জ্বলে গেল! @@####@$#$%$[&[*&[*

    সার্চ কাজ করে তো। দিব্বি করে। শুধু সার্চেবল টেক্সট লিখে এন্টার দিতে নেই। মাউস দিয়ে নীচের বাটনটা ক্লিকাতে হয়। তাহলেই সার্চ হইহই করে সব খুঁজে দেয়।
  • Tim | ১৯ জুলাই ২০০৯ ০৮:৫৪ | 71.62.2.93
  • ব্ল্যাংকি, অনলাইন হলে একবার ওদিকে আসিস। কথা হ্যাজ।
  • Blank | ১৮ জুলাই ২০০৯ ২৩:৪৭ | 59.93.212.124
  • আচ্ছা ঃ)
  • dd | ১৮ জুলাই ২০০৯ ২৩:৪৪ | 122.167.26.219
  • বুনান
    আমি ভোর বারোটার পরে তোমায় কনটাক্ট করুম। সোম্বারে। ঠিকছে?

    তার্পরে,আমার পিসি দিয়ে ছ্যাচ্ছেরিয়ে আমার থিওরী দিয়ে গু চর আকাশ পুর্ন করবো - এ আমার অংগীকার বা টেরোরিস্ট ঠ্রেট।
  • Blank | ১৮ জুলাই ২০০৯ ২৩:৩৮ | 59.93.212.124
  • আমি দেশী। আমি সকাল ১২ টার মধ্যে আপিস ঢুকে যাবো
    ঃ( ঃ( কেমন একটা ফার্স্ট ওভারেই ম্যাচ শেষ হয়ে গেলো ঃ(

    পিসির ডিসপ্লে ছোট করা যায় তো
  • dd | ১৮ জুলাই ২০০৯ ২৩:৩৫ | 122.167.26.219
  • বুনান
    কাটান দ্যাও।
    আমার পিসিটা অ্যাক্কেবারে গ্যাছে।
    ফন্টগুলো হাতীর মতন। সেন্ড বাটন দ্যাখাই যায় না। অন্যদের বোর কইরো না।

    তোমারে চ্যাট কত্তেই পাচ্ছি না।

    পরে, সোমবারে, আপিস থেইক্ক্যা তোমারে মেইল করুম খন। তুমি থাকলা কথা কমু।

    তুমি কি দেশী না প্রবাসী ?
  • Blank | ১৮ জুলাই ২০০৯ ২৩:৩৫ | 59.93.212.124
  • ও ডিডি দা
    কৈ গেলে
  • Blank | ১৮ জুলাই ২০০৯ ২৩:৩১ | 59.93.212.124
  • তদ্দিনে আমাকে সিওর পাড়া থেকে ঘাড় ধরে বার করে দেবে রে ঃ(
  • Blank | ১৮ জুলাই ২০০৯ ২৩:৩০ | 59.93.212.124
  • ও ডিডি দা
    আমি তো মেলে রিপ্লাই দিলাম। আর দেখো তোমার জিমেলের বাম দিকে একটা ইনভাইটেসান আসছে, চ্যাট করার জন্য।
    সেটা accept করে নাও।
  • Tim | ১৮ জুলাই ২০০৯ ২৩:২৯ | 71.62.2.93
  • আসছি তো এই শীতেই ঃ)
  • dd | ১৮ জুলাই ২০০৯ ২৩:২৮ | 122.167.26.219
  • অ্যাই ব্ল্যাংকি
    এইবার কি করবো?
  • Blank | ১৮ জুলাই ২০০৯ ২৩:২০ | 59.93.212.124
  • ওরে টিম, তুই কবে আসবি রে ফের !!!
  • Blank | ১৮ জুলাই ২০০৯ ২৩:১৯ | 59.93.212.124
  • যার নাম মার্ক তার নামই সিঁফো
  • Blank | ১৮ জুলাই ২০০৯ ২৩:১৮ | 59.93.212.124
  • ডিডি দা
    জিমেলে একটা লাইন লিখে দাও আমায়।

    Dwaipayan.Basu অ্যাট জিমেল ডট কম
  • dd | ১৮ জুলাই ২০০৯ ২৩:১৬ | 122.167.26.219
  • ব্ল্যাংকি
    যদি ধরে নেও ,বুঝতে পারো, আমি এক্কেবারে কমপিউটার ইল্লিটারেট, একটিও জার্গন বুঝি না। তবেই ট্রাই করো। আমারে এমব্যারাসিং কোশ্চেন কইরো না। যদি অন্যদের ডিসটার্ব না কইরা আমর জিমেইলে আসতে আও তো,উত্তম প্রস্তাব।

    আমার দাদা আমার মতনই আই টি চ্যালেন্‌জ্‌ড। তো সে কি একটা প্যরালাল সফটওয়ার লাগিয়েছিলো তাতে ম্যাকে গুচ দ্যাখা যায়।
    কিন্তু আমার ভাইপো (সে এক অতি পাকা) আমার দাদারে ভয় দ্যাখালো ঐ সব কল্লে নাকি হার্ড ডিস্কের ব্যামো হয়। উফফ।

    ফলতঃ আমি আজো একা।
  • sinfaut | ১৮ জুলাই ২০০৯ ২৩:১২ | 117.254.91.46
  • উবুন্ট মার্ক শাটলওয়ার্থের।
  • a x | ১৮ জুলাই ২০০৯ ২৩:০৫ | 76.247.247.218
  • অরিজিৎ, যদি সিরিয়াস হও টেলিগ্রাফে মেল করতে, বা অন্য কেউ হয়/হন, আমাকে atreyid জিমেলে একটা মেল কর। আরো ভালো হয় একটা ড্রাফট বানিয়ে মেল করলে। যদি কেউ নিজে মেল করতে চান, এই হল ঠিকানা - ttedit at abpmail dot com
  • Blank | ১৮ জুলাই ২০০৯ ২২:৫২ | 59.93.212.124
  • ও ডিডি দা কিচু হেল্পাবো?
  • ranjan roy | ১৮ জুলাই ২০০৯ ২২:৩৪ | 122.168.78.99
  • "" অথচ কি ভয়ানক লেখা পাচ্ছে''-- ডিডির এই লাইনটা ফাটাফাটি, কোন কথা হবে না।
  • dd | ১৮ জুলাই ২০০৯ ২২:২৫ | 122.167.12.66
  • তো, ল্যাবডব যদি বা হোলো, সেটা ম্যাকের।
    জঘন্নো। থাডক্লাস।
    সেইটারে খাড়া করতে গিয়া আমার পিসির দফারফা।
    সব কিছু অ্যামন বড় বড় যে ডানদিকে কিসুই দেখতে পারি না।
    মানে ৬০% দেখতে পাই। তাতে হয়?

    অথচ কী ভয়ানক ল্যাখা পাচ্ছে।
  • dd | ১৮ জুলাই ২০০৯ ২২:২৩ | 122.167.46.29
  • এটা অজ্জিতেরে
    শোনো। আমি ম্যাকে বাংলা ফন্ট হেলায় ডাউনলোড কল্লাম। তাতেও ফল লাভ জিরো।

    গু চ খুল্লে বাংলা আসে কিন্তু হিজিবিজি। মানে পড়া যায় না।

    যেমন, ভাটিয়ালিকে দেখাবে (স্পষ্ট অক্ষরে) ভলিমেন্ট।
    তাইলে আমি মননশীল পোবোন্ধো লিখবো ক্যামন?

    আমার ছোট্টো বেলার থেকে সখ,শুক্কুরের রাতে ঠ্যাংঠ্যাংয়ে চেয়ারে না বসে, খাটে আধ শুয়ে গু চ তে সিরীয়াস ফাজলামি করবো। তাজ্জন্নো চাই ল্যাবডব।
  • Samik | ১৮ জুলাই ২০০৯ ২১:৪৫ | 122.162.236.191
  • সার্চ আবার বসে গেছে। ব্যাটারি ডাউন।
  • arjo | ১৮ জুলাই ২০০৯ ২১:৩৪ | 24.42.203.194
  • টিম অনেক অনেক ধন্যযোগ। বাজার করে ফিরলাম। উবগার যখন করলেই মেনুটা জানিয়ে দিই। চিকেন চাঁপ, পাঁটার সিম্পল কারি, ভেজিটেবল চপ আর সিগনেচার রসগোল্লা।

    স্যান সার্চটা কাজ করছে না। অতএব কিছুই পাওয়ার উপায় নেই।
  • Du | ১৮ জুলাই ২০০৯ ২১:৩১ | 72.64.112.87
  • জুরাসিক পার্ক - লস্ট ওয়ার্ল্ড জেগে উঠেছে।
  • Du | ১৮ জুলাই ২০০৯ ২১:০৯ | 72.64.112.87
  • আমারও হল না ঃ(
  • san | ১৮ জুলাই ২০০৯ ২০:৫২ | 123.201.53.134
  • সর্ষে মোচা নয়, আমার কম্পু থেকে সার্চ করা যাচ্ছেনা ঃ-(

    হ্যাঁ, নেক্সট টাইম ঃ-)
  • Du | ১৮ জুলাই ২০০৯ ২০:৪৩ | 72.64.112.87
  • সর্ষে দিয়ে পাওয়া যাবে না - মোচা দিয়ে যাবে- প্রস্তাব - ওটাকে কোথাও চিরস্থির করে রাখা যাবে - all time favs গোছের ক্যাটেগরি দিয়ে ?
  • Tim | ১৮ জুলাই ২০০৯ ২০:৪১ | 71.62.2.93
  • রান্নার টইটা সেভ করা ছিলো, তাই দিতে পাল্লাম রে!ঃ)

    নেক্সট টাইম বাড়ি গেলে ব্ল্যাংকির বেউলো শুনবো।
  • san | ১৮ জুলাই ২০০৯ ২০:৩৩ | 123.201.53.134
  • শিশুটক(২) টাও একটু কেউ দেখে দাওনা। সাম্পানেরটা বাড়ি থেকে দেখব ভাবলাম যে !
  • . | ১৮ জুলাই ২০০৯ ২০:২৯ | 69.15.164.33
  • spontaneous বন্ধে roadblocks? লোকে যি্‌দ স্বেচ্ছায় বন্ধ করবে, তাহলে এসবের দরকার কি?
  • arjo | ১৮ জুলাই ২০০৯ ২০:১৫ | 24.42.203.194
  • কোনো সহৃদয় ব্যক্তি যদি সর্ষে বাটা টইটা খুঁজে পান একটু যদি তুলে দেন খুব উবগার হয়। এমনই ভজঘট নাম খুঁজে পেলাম না। এদিকে লোকজন নিমন্ত্রন করা হয়ে গেছে।
  • quark | ১৮ জুলাই ২০০৯ ১৭:৩৪ | 220.225.11.171
  • Congress leader Subrata Mukherjee described the bandh as historic and spontaneous. "Two hours before the bandh was scheduled to be over, I asked the workers to remove all blockades from railway stations and roads. People have supported our bandh call. Police unnecessarily tried to create trouble at some places," he said.

    উপরের বাক্যে কোন অংশে স্ববিরোধিতা?
  • Samik | ১৮ জুলাই ২০০৯ ১৬:১৪ | 122.162.236.198
  • বোজো, যদি গুরুর পাতা ওল্টাও তো মেল চেক কোরো। তোমাকে জরুরি মেল পাঠিয়েছি।
  • Samik | ১৮ জুলাই ২০০৯ ১৫:৫৩ | 122.162.236.198
  • ওকে। সরি আমি না জেনেই মন্তব্য করেছি।
  • Blank | ১৮ জুলাই ২০০৯ ১৫:৫৩ | 203.99.212.224
  • চোখের অপারেশানের জন্য ঋতি খুব ই ছোট্ট। একটু বড় হলে মনে হয় এই ধরনের সার্জারি তে সেরে যায় অনেক কিছু।
  • Blank | ১৮ জুলাই ২০০৯ ১৫:৫২ | 203.99.212.224
  • লোকেসানের ছবি পাঠিয়ে দেবো। আর সোমবার জিজ্ঞাসা করে নেবো।
  • Arijit | ১৮ জুলাই ২০০৯ ১৫:৫০ | 61.95.144.123
  • আসলে ঋতি ফরসেপ বেবি - তখনই চোখে সম্ভবত লেগেছিলো - দিন কয়েক একটা চোখ পুরো খুলতে পারতো না, জল পড়তো। তার পর ওখানে ডাক্তার দেখে কিছু পায়নি। হয়তো তখন থেকেই প্রবলেম ছিলো - নেটে খুঁজে দেখলাম ফরসেপ বেবিদের ক্ষেত্রে এরকম লেগে গিয়ে এই প্রবলেম হয়। এখানে একবার ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম একটা ইনফেকশনের জন্যে - একই ডাক্তার - তিনি তখনই দেখে বলেছিলেন যে মনে হচ্ছে একটু squint আছে - মাস ছয়েক পর যেতে বলেছিলেন বলে কাল গেছিলাম - কাল ভালো করে দেখে কনফার্ম করলেন।
  • Arijit | ১৮ জুলাই ২০০৯ ১৫:৪৬ | 61.95.144.123
  • সে তো মায়োপিয়া। squint অন্য জিনিস - বেসিক্যালি ইমেজটা ঠিক জায়গায় পড়ে না বলে দুটো চোখ অ্যালাইনড থাকে না - একটা অল্প সরে থাকে। সেটা ঠিক করে এক চোখ ঢাকা দিয়ে রেখে। ডিটেইলসটা ওই অপ্টোমেট্রিস্ট বলতে পারবে।
  • Arijit | ১৮ জুলাই ২০০৯ ১৫:৪৩ | 61.95.144.123
  • ওঁর বাড়ি/স্কুলের লোকেশনটা মেলে পাঠিও। আমিও ভাবছি ফের শুরু করবো - টাইম পারমিটিং। একবার জিগ্গেস কোরো তো আর কাউকে নেবেন কিনা...
  • Samik | ১৮ জুলাই ২০০৯ ১৫:৪১ | 122.162.236.198
  • অরিজিৎ,

    আমি যখন চোখের অপারেশন করাই তখন আমার ছিল -2, দিদির ছিল -7.5। ১৯৯৫ সাল। আজ চোদ্দ বছর হয়ে গেল, চোখে আর কখনও কারুর কোনও প্রবলেম হয় নি। গ্যারান্টেড অপারেশন, জীবনে কারুর কোনওদিন মায়োপিয়া হবে না। চল্লিশের পর প্লাস পাওয়ার হতেও পারে।

    দু বছর থেকে ষাট বছর, সকলের চোখেই এই অপারেশন করানো যায়। ঋতির জন্য একবার চেষ্টা করে দেখতে পারো। চশমা অতি আপদজনক জিনিস।
  • Blank | ১৮ জুলাই ২০০৯ ১৫:৪০ | 203.99.212.224
  • আব্রাহাম বাবু খুব অবাক হয়ে গেছেন আমরা গেছি বলে (আমি আর একটা বন্ধু)। আমাদের নিয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না :-D
    ওখানে যারা শেখে সবাই বাচ্ছা ঃ(
    আমাদের আলাদা করে শেখাবে বলেছে
  • Blank | ১৮ জুলাই ২০০৯ ১৫:৩৭ | 203.99.212.224
  • ম্যাক use করার পর বাকি সব OS অতি ঝাঁট লাগে। এমনকি সিঁফোর উবান্টুও।
    সব ওসের ম্যাকের মতন হওয়া উচিৎ। ম্যাকের থেকে ভালো হতে গেলে তাতে AI ভরতে হবে
  • quark | ১৮ জুলাই ২০০৯ ১৫:১৯ | 210.212.6.116
  • সরি, স্পেসিফাই করি, ঐ শাড়ি,চুড়ি ব্যাপারটা।
  • quark | ১৮ জুলাই ২০০৯ ১৫:১৮ | 210.212.6.116
  • অজ্জিৎ,

    সকালে কাগজ খুলে ঠিক এই কথাটাই মনে হ'ল .... সত্যি বলছি।
  • Arijit | ১৮ জুলাই ২০০৯ ১৪:১৪ | 61.95.144.123
  • টরেন্ট দিয়ে ডাউনলোডের সময় স্পীড বাড়ানো যায়? পষ্ট দেখছি ১৭টা সীড আর ১৯টা পিয়ার অনলাইন আছে - অথচ ডাউনলোড হচ্ছে সেকেণ্ডে ১০ কেবি করে। সবকটা থেকে হচ্ছেও নাঃ-(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত