এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • intellidiot | ২০ জুলাই ২০০৯ ১৩:০৯ | 220.225.245.130
  • এইইই সেন্ড করে দিলাম মেল...
  • dipu | ২০ জুলাই ২০০৯ ১৩:০৭ | 207.179.11.216
  • দিলুম তো উত্তর!
  • Arijit | ২০ জুলাই ২০০৯ ১৩:০৬ | 61.95.144.123
  • স্যানকে চিঠিটা পাঠানো হয় নাই। বাকি মোটামুটি সকলকে পাঠিয়েছি। একটা কপি এখানে পেস্ট করে দাও না - যারা সই করতে ইচ্ছুক তারা এখানেই বলে দেবে।
  • san | ২০ জুলাই ২০০৯ ১৩:০৪ | 121.50.4.34
  • হ্যাঁ, আমিও খুব অবাক হয়ে গেছি। এইসব জিম টিম করে আমার এন্ডিওর‌্যান্স ক্রমশঃ বেড়ে যাচ্ছে মনে হয় !!
  • pi | ২০ জুলাই ২০০৯ ১৩:০৪ | 72.83.196.134
  • মেলের উত্তর না দিলে আমি দীপু, ইন্টেলি,ব্ল্যাংকি তিনজনকেই ঠ্যাঙাবো। ঃ)
  • a x | ২০ জুলাই ২০০৯ ১৩:০১ | 76.247.247.218
  • তোমরা কি টেলিগ্রাফে চিঠি লিখতে ইচ্ছুক? একটা চিঠি ড্রাফট করা হয়েছে, সেটা দেখতে ইচ্ছুক? একা একা বা অনেকে মিলে নাম দিয়ে চিঠি পাঠাতে ইচ্ছুক?
  • dipu | ২০ জুলাই ২০০৯ ১৩:০১ | 207.179.11.216
  • ঃ-))
  • Blank | ২০ জুলাই ২০০৯ ১২:৫৮ | 170.153.65.102
  • জনগন খেয়াল করেছেন কি !! দীপু একবারো ইন্টেলী কে ঠ্যাঙাবার কথা বল্লো না ....
  • dipu | ২০ জুলাই ২০০৯ ১২:৫৭ | 207.179.11.216
  • নেহাৎ আমার মা গুচ পড়ে না। নয়ত ইন্টেলির পিঠে ঘা পড়ত ঃ-)
  • intellidiot | ২০ জুলাই ২০০৯ ১২:৫৪ | 220.225.245.130
  • দশ মিনিট!!! ভাবা যায়!!!

    আমি তো একমিনিটের বেশি টানতেই পারিনি। বুকে ব্যাথা শুরু হয়ে গেছিল।

    আমার মতে রাখীর দীপুকে বিয়ে করা উচিত ;-)
  • shrabani | ২০ জুলাই ২০০৯ ১২:৫৩ | 124.30.233.101
  • সেইতো। আর আমি ভাবছিলাম এগুলো কারা দেখে!
  • dipu | ২০ জুলাই ২০০৯ ১২:৫১ | 207.179.11.216
  • এখন তো ভোটও দেওয়া যাচ্ছে। মানে তোমার মতে কাকে বিয়ে করা উচিৎ।
  • shrabani | ২০ জুলাই ২০০৯ ১২:৫১ | 124.30.233.101
  • প্রচুর নিন্দনীয়! করিও তো নিন্দে।ঃ)
    প্ল্যান্টে যাচ্ছিলাম কদিন কাজে। লাঞ্চে গেস্ট হাউসে একজনের সঙ্গে দেখা হল অনেককাল বাদে। সিনিয়র একজন মহিলা, থাপরের ইলেকট্রিক্যাল, বাবাও থাপরের একজন কেউকেটা ছিল। টিভিতে নিউজ চলছিল তাতে বোধহয় কোনো সিরিয়াল সম্পর্কিত কোনো খবর ছিল। তাই শুনে আমাকে বলে, রাখীর স্বয়ম্বর দেখছ? কি ভাল হচ্ছেনা?ঃ(
  • Blank | ২০ জুলাই ২০০৯ ১২:৫০ | 170.153.65.102
  • ভাবলুম রখী সাওন্তের স্বয়ংবর টাতে ঘুরে আসি ঃ(
    সে আর হোলো নি
  • san | ২০ জুলাই ২০০৯ ১২:৪৫ | 121.50.4.34
  • বাই দ্য ওয়ে সেদিন আমি দশ মিনিট, হ্যাঁ দ-শ মিনিট ধরে রাখী সাওন্তের স্বয়ংবর দেখে ফেলেছি। ভাবা যায়না।

    এর থেকে নিজেই জ্ঞানলাভ করলাম পৃথিবীতে কৌতুহলের থেকে শক্তিশালী খুব কম জিনিসই আছে ঃ-)
  • h | ২০ জুলাই ২০০৯ ১২:৪৩ | 206.195.19.42
  • আমরা জেনেরালি পার্সোনাল দ্বিচারিতা র অভিযোগ ছাড়া আর কিসু নিয়ে আলোচনা করতে ভুলে গেছি। এটা নিয়ে ন্যাড়া পোবোন্দো পর্যন্ত লিখে ফেলেছে। জেনেরালি বোগাস দোষারোপ ছাড়া এই লাইনে কিসু হয় না।
  • san | ২০ জুলাই ২০০৯ ১২:৪২ | 121.50.4.34
  • সরি ফরি খুবই এমব্যারাসিং ব্যাপার।কাটাও। কেউ দুঃখ পায়নি। আমিও না, ইন্টেলিও না। হোপফুলি অন্যেরাও না ঃ-)
  • pi | ২০ জুলাই ২০০৯ ১২:৩৯ | 72.83.196.134
  • ওয়েল, মা র একতা কাপুরের সিরিয়াল দেখা নিয়ে কি মা র সামনে ঐ সিরিয়াল নিয়ে খিল্লি করা আর মা যখন পুজো করবেই, তখন মার খাটনি কমাবার জন্য পুজোর ফুলটা এনে দেওয়া, এদুটো একসাথে করা তো বেশ ভালো ব্যাপার। আমি হলেও তাই করতাম, বা করি তো। ঃ)

    ইন ফ্যাক্ট, মা কে পুজোর ফুল এনে দিলাম বলেই মা র পুজো করা নিয়ে ও খিল্লি কি নিন্দেমন্দ করতে পারবো না, কি আমার এটা অপছন্দ করার কথা জানাতে পারবো না, এমন কোনো কথাও তো নেই । দ্বিচারিতার প্রশ্ন আসছে ক্যানো ।
  • intellidiot | ২০ জুলাই ২০০৯ ১২:৩৮ | 220.225.245.130
  • স্যান আমাকে ধমকেছিল? ইঃ আমি ব্যাপারটা বুঝতেই পারিনি ;-)

    বুঝতে পারলেই সুপারি দিয়ে দিতুম :-D
  • h | ২০ জুলাই ২০০৯ ১২:৩৪ | 206.195.19.42
  • দুঃখ পাওয়ার কিসু নেই। সরি। তোর নাম করে বল্লাম। শ্রাবণীদির নাম করেও বলতে পারতাম। একই হোতো। তাতে আমার বা তোর বা শ্রাবণীদি বা ইন্টেলি বা অরিজিতের দ্বিচারিতা কমত না। শুধু পোলিটিকল আলোচনার জন্য এই দোষারোপ গুলো ডিসরাপটিভ ছাড়া কিসু নয়, এটুকুই আমার বক্তব্য। সরি রে স্যান।
  • san | ২০ জুলাই ২০০৯ ১২:৩১ | 121.50.4.34
  • যারা দ্যাখে এবং এনজয় করে তারা নিন্দনীয় নয় তাহলে? সব কোমলমতি বালক-বালিকা !
  • san | ২০ জুলাই ২০০৯ ১২:২৮ | 121.50.4.34
  • ধমকানি মনে হলে খুবই দুঃখিত। আমি তো স্রেফ আমার মত বলছিলাম। মানে সকলেই তো তাই বলছে। কি চাপ।
  • Arijit | ২০ জুলাই ২০০৯ ১২:২৭ | 61.95.144.123
  • বটেই তো - একতার সাথে সাথে স্টারপ্লাস এবং সোনি ইত্যাদিরাও দোষী। জেনারেলি গোটা মিডিয়াই বালের।
  • shrabani | ২০ জুলাই ২০০৯ ১২:২৬ | 124.30.233.101
  • তাহলে সেসব চ্যানেল ওয়ালা যারা একতার সোপগুলো সিলেক্ট করে প্রচারের জন্য তারা তার চেয়েও বেশী নিন্দনীয়। এইসব চ্যানেলের মধ্যে এখনকার সমস্ত এনটারটেনমেন্ট চ্যানেলই আসে।
  • h | ২০ জুলাই ২০০৯ ১২:২৫ | 206.195.19.42
  • হিপোক্রাসির লজিকের সুবিধে হল যে কোনো পোলিটিকাল আলোচনা-কেই বন্ধ করে দেওয়া যায়। এই বাজে অ্যাপলিটিকাল কালচারটার একটা সুবিধে হল, এর আলোচনা বন্ধ করে দেওয়া ছাড়া কোন উদ্দেশ্য নেই।

    জ্যোতিবাবু বড়লোকের ব্যাটা তাই তিনি, শ্রমিকদের পিএফ দেওয়া নিয়ে কোন কথা বলতে পারবেন না, সৈকত বন্দ্যোপাধ্যায় বিদেশে থাকে, তাই সে পশ্চিমবঙ্গ নিয়ে কিসু বলতে পারবে না, আর্জো বা আমি কর্পোরেট চাগরি করি তাই তাই ভূমিহীন কৃষকের অধিকার নিয়ে কিসু বলতে পারবো না, দমু যেহেতু কংগ্রেস কে গাল দিয়ে বড় প্রবন্ধ লেখেনি, না সেহেতু সে সিপিএম কে গাল দিতে পারবেনা, অরিজিত যেহেতু ছেলে তাই একতা কাপুরের প্রোডাকশনকে বাজে বলতে পারবে না, স্যান যেহেতু ব্যাঙ্গালোরে থাকে তাই পশ্চিমবঙ্গ কে জেনেরালি বাজে জায়্‌গা বলতে পারবে না। এগুলো কোন কথা নয়।

    এগুলোর মানে দাঁড়ায়, কে কোনো পোলিটিকাল অবসারভেশন রাখতে পারবে না, কিন্তু মিডিয়ায় কেউ কিসুই না জেনে বকবে, আর একটা কনজার্ভেটিভ গ্র্যান্ড ন্যারেটিভ দিয়ে যাবে, আর মমতাশংকর কেন ভালো শাশুড়ী সেই নিয়ে দু পাতা ফিচার করবে, কিন্তু কেউ কিছু পোলিটিকাল কথা বলতে পারবে না।

    আজব চাহিদা। স্যান ইন্টেলি কে ধমকাচ্ছে স্রেফ দ্বিচারিতা করার জন্য। কিন্তু সেটার কোনো ভিত্তি নেই। পোলিটিকাল আলোচনা কি আদৌ করা যাবে না নাকি।
  • intellidiot | ২০ জুলাই ২০০৯ ১২:২১ | 220.225.245.130
  • বুইচি ঃ-)
  • Blank | ২০ জুলাই ২০০৯ ১২:২০ | 170.153.65.102
  • একতা কাপুর অবশ্যই অনেক বেশী নিন্দনীয়। একটা বড় চ্যানেলে কোনো কিছু কে সে এমন ভাবে প্রচার করছে যাতে লোকের মনে হয় ইহাই সব, ইহাই মহান ভারতীয় আদর্শ।
    পাতি বাংলায় একতা কাপুর লোকের মাথা চিবোচ্ছে ভারতীয় আদর্শের নামে। ভয়ানক ক্ষতিকর।
  • san | ২০ জুলাই ২০০৯ ১২:১৪ | 121.50.4.34
  • ভাই ইন্টেলি, তুমি যদি মাকে পুজোআচ্চার জন্য নিন্দে না করো কিন্তু একতা কাপুর পুজোআচ্চা দেখাচ্ছে বলে নিন্দে করো তাহলে আমি পার্সোনালি তোমাকে হিপোক্রিট বলব। যদি দুজনকেই নিন্দে করো বা কাউকেই না করো তাহলে কিচ্ছুটি বলব না । বুঝলে?
  • dipu | ২০ জুলাই ২০০৯ ১২:১৪ | 207.179.11.216
  • শুধু মরার আগে এক টুকরো কাগজে যদি তোমার নামটা লিখে রাখে, ব্যাস। ওতেই হবে ঃ-)
  • Blank | ২০ জুলাই ২০০৯ ১২:১৩ | 170.153.65.102
  • ওরে ভাই রে, আপোষের লাইন গুলো খুব সুক্ষ কিনা ....
  • shrabani | ২০ জুলাই ২০০৯ ১২:১৩ | 124.30.233.101
  • এগুলোও সার্কল। এসব নিয়ে তর্কে না যাওয়াই ভাল। একতা কাপুর বিজনেস করছে পাতি, কি দেখালে লোকে দেখবে, কাকে মারলে আর কাকে বাঁচালে, সিরিয়াল চলবে, টি আর পি বাড়বে সে শুধু তাই দেখবে।
  • san | ২০ জুলাই ২০০৯ ১২:১১ | 121.50.4.34
  • লোকের শখ করে না খেয়ে মরার স্বাধীনতা তো নিশ্চয় আছে। আমি তাতে বাধা দেব কেন?

    কোকেন হেরোইন টেনে মরার স্বাধীনতাও আছে, অ্যাজ লং অ্যাজ অন্যের টাকাপয়সা চুরি করে কোকেন কিনতে না হয় ঃ-)
  • intellidiot | ২০ জুলাই ২০০৯ ১২:০৯ | 220.225.245.130
  • অরিজিতদা কে সমর্থন। আমি নাস্তিক। কিন্তু আমার মা নিত্য পূজোআচ্চা করে থাকেন। পূজোর জন্য কিছু কিনতে হলে আমিই সাইকেল নিয়ে এনে দি (যখন থাকি)। মা কষ্ট করে দোকান/বাজার যাবে এটা ভালো লাগেনা। তার মানে কি আমি নাস্তিকতার সাথে আপোষ করলাম?
  • intellidiot | ২০ জুলাই ২০০৯ ১২:০১ | 220.225.245.130
  • উহ্‌, স্যান কি নিস্‌ঠুর ;-)
  • Arijit | ২০ জুলাই ২০০৯ ১২:০১ | 61.95.144.123
  • এই ধরণের আচার কোন লেভেল অবধি যেতে পারে সেগুলো ভাবলে অবাক হবে। তোমার ওজর আপত্তি কিছুই টিঁকবে না - বরং অন্য কারো জীবন নিয়ে টানাটানি হতে পারে। এটা ইমোশনাল ব্ল্যাকমেল ঠিকই - কিন্তু তুমি কদ্দুর ইগনোর করতে পারো?
  • Arijit | ২০ জুলাই ২০০৯ ১১:৫৯ | 61.95.144.123
  • *নাস্তিক লোক*
  • san | ২০ জুলাই ২০০৯ ১১:৫৮ | 121.50.4.34
  • ডিপেন্ডস। আমি হলে না খেতে চাইলে না খাইয়েই রাখতাম ঃ-)
  • dipu | ২০ জুলাই ২০০৯ ১১:৫৫ | 207.179.11.216
  • এক্কেরে হক কতা।
  • Arijit | ২০ জুলাই ২০০৯ ১১:৫৫ | 61.95.144.123
  • ইপ্পি ঠিক। এখানে ব্যক্তিস্বাধীনতার প্রশ্ন আসে - কে কি মানবে বা মানবে না সেটা আমি *ঠিক* করে দিতে পারি না। বড়জোর নিজের মতামত জানাতে পারি, নিজে না মানতে পারি।

    অনেক প্রবলেমও হতে পারে - হাইপোথেটিক্যালি ধরো - এক নাস্তিক, তার বউ গোঁড়া উত্তর ভারতীয় - কঢ়োয়া চওথ পালন করবেই - অ্যাট এনি কস্ট, আর লোকটা কিছুই মানতে চায় না। এই লোকটা যদি পার্টিসিপেট না করে, বউটা না খেয়ে বসে থাকবে। এবার?
  • san | ২০ জুলাই ২০০৯ ১১:৫৫ | 121.50.4.34
  • ইয়ে, আমার মা মানে আমার মা নন ঃ-)
  • san | ২০ জুলাই ২০০৯ ১১:৫৪ | 121.50.4.34
  • সে তো পারিইনা। ব্যক্তিস্বাধীনতা ঃ-((((

    কিন্তু নিন্দে করলে সকলকে করা উচিত (বলে আমার মনে হয়)। মা মাসিকে নিন্দে করব না কিন্তু একতা কাপুরকে করব এ আবার কি আবদার? একতা কাপুর ভদ্রমহিলার ব্যক্তিস্বাধীনতা কি আমার মায়ের ব্যক্তিস্বাধীনতার থীক কম নাকি?
  • pi | ২০ জুলাই ২০০৯ ১১:৫০ | 72.83.196.134
  • আমি আমার আপত্তি আছে, সেটা জানাতে পারি।
    কেন আপত্তি আছে তাও জানাতে পারি।
    এনিয়ে নাক সিঁটকাতে পারি, ব্যঙ্গ বিদ্রূপ ও করতে পারি।
    আমাকে কিছু করতে জোর করলে তাই নিয়ে তো আপত্তি করতে পারি ই।
    কিন্তু তার পরেও বউ/মা/অন্য কোন আত্মীয় স্বজন নিজেরা কিছু মানতে চাইলেও মানতে পারবে না (আমার যুক্তি অনুযায়ী সে যতই অযৌক্তিক হোক না কেন) , এমন ফতোয়া ও বোধহয় জারি করতে পারিনা। তাই না ?
  • Blank | ২০ জুলাই ২০০৯ ১১:৪৪ | 203.99.212.224
  • ডাক্তার দা
    এক খান মেল করেচি তোমায়
  • san | ২০ জুলাই ২০০৯ ১১:৩১ | 121.50.4.34
  • হ্যাঁ, আমি তো অনেককেই দেখেছি সিরিয়ালে নাক সিঁটকাতে আবার নানারকম মেনে নিতে। আরো অনেকে আছে যারা নিজেরা মানুক না মানুক বউ/মা মানলে সেসব স্নেহের চক্ষে দ্যাখে, কিন্তু একতা কাপুর হল গিয়ে ইয়ের ইয়ে। এদের কথা বলছিলাম।
  • Arpan | ২০ জুলাই ২০০৯ ১১:২৬ | 121.247.232.148
  • মুঠোফোনেই কর। আমি এখন বাড়িতে নেই।
  • d | ২০ জুলাই ২০০৯ ১১:২৬ | 219.64.146.103
  • কিন্তু লোকে এত উৎকট বাংলা লেখে কেন আজকাল? এত চোখে লাগে।
  • pi | ২০ জুলাই ২০০৯ ১১:২৫ | 72.83.196.134
  • আমার অবজার্ভেশ্ন ও দমদির সাথেই মিলছে। আর উল্টোদিকে, ঘরে যারা করতে হয়, করতে নেই বলে ফতোয়া জারি করে কিম্বা বিনা বাক্যব্যয়ে সেসব পালন করে, তারাই তো দেখি একতা কাপুরের যাত্রাপালার অনুগত দর্শক।
  • shrabani | ২০ জুলাই ২০০৯ ১১:২৩ | 124.30.233.101
  • ধুর! প্রচুর আধুনিক জনতাকে দেখা আছে, যারা হিন্দী সিরিয়ালে নাক সিঁটকোয়, আবার মনে করে বউ চাকরি করলে ছেলেপিলেদের ঠিকমত দেখাশোনা হয়না, যারা রান্নার লোকের হাতের রান্না খায় তারা অভাগা! ছেলেমেয়ের রেজাল্ট খারাপ হলে বউয়ের চাকরি বা কিটিপার্টিকে দোষ দেয়!
    তারা বউকে ঘরের কাজে হেল্প করে সগর্বে প্রচার করে।
    এসবের চেয়ে একতা কাপুর ভাল।
  • d | ২০ জুলাই ২০০৯ ১১:১৮ | 219.64.146.103
  • অপ্পনরে কি বাড়ীর নঙে ফোনাবো? না মুঠোফোনে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত