যদি গুরুর পাতা ওল্টাও, তো আমাকে একটা করে মেল ভেজে দিও তো, mukherjee.samik জিমেলে।
Bratin | ২৫ জুলাই ২০০৯ ২৩:১৯ | 117.194.96.134
কাবলি দা র বাড়ি তে জমাটি আড্ডা আর বিশাল খ্যাটন সেরে এই মাত্র বাড়ি ফিরলাম ।
Samik | ২৫ জুলাই ২০০৯ ২৩:০৪ | 122.162.236.169
দমু কলকাতায়, গুরু প্রেস থেকে বেরিয়ে সিঁড়ি ভেঙে পৌঁছল কফিহাউসের তিনতলায়। সত্যি, একটা ইটিভি বা আবাপ বা স্টার কিন্তুর প্রেজেন্স মিস কর্চ্ছি।
Abhyu | ২৫ জুলাই ২০০৯ ২১:৫১ | 97.81.83.200
কি কি আছে তাতে? গরু রচনা?
Abhyu | ২৫ জুলাই ২০০৯ ২১:৪৮ | 97.81.83.200
অর্কুটে আমার এক বন্ধু আছে যে ছেলের নাম রেখেছে আর্য আর নামের বানান Aryan - মেয়ে হলে কি Ganges রাখতো? কে জানে?
d | ২৫ জুলাই ২০০৯ ২১:৪৭ | 121.245.36.31
সেসব প্রসেস এখনও ঠিকঠাক হয় নি। তবে শমীক দিল্লীর জন্য আনাচ্ছে কিছু কপি।
shrabani | ২৫ জুলাই ২০০৯ ২১:৪৩ | 59.94.101.179
কলকাতার বাইরের লোকেরা কি ভাবে পায়? ডাকযোগে?
d | ২৫ জুলাই ২০০৯ ২১:২৩ | 121.245.36.31
ও হ্যাঁ "আর্য্য ফ্যাক্টরী'র সারি সারি টিনের তোরঙ্গ দেখে আমার আজ্জোর কথা খুব মনে পড়ছিল।
d | ২৫ জুলাই ২০০৯ ২১:২২ | 121.245.36.31
উফ্ কবে থেকে বলে আসছি দাদুকে স্ট্যান্ডার্ড ধোরো না। দাদু পোচ্চুর ভুলভাল লিখে গেছেন।
san | ২৫ জুলাই ২০০৯ ২১:১৫ | 123.201.53.134
সে সব কবে উঠে গেছে !
আর্য্য, অনার্য্য, ধৈর্য্য এইসব তো এমনকি গীতবিতানেও পড়ি নি ঃ-০
Abhyu | ২৫ জুলাই ২০০৯ ২১:১১ | 97.81.83.200
অ দমদি তবে গুরুর প্রথম প্রকাশ উপলক্ষে কলকাতায় এসেছে?
তবে এই রবাহুতর জন্যেই গুরুর টিআরপি হু হু হূঊঊঊ করে বেড়ে যাবে এ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, বিনা চশমাতে।
d | ২৫ জুলাই ২০০৯ ২০:৪৫ | 121.245.36.31
আমাদের ছোটবেলায় তো ধৈর্য্য, শৌর্য্য আর্য্য --- সঅব য-ফলা দিয়ে হত। (যদিও এইটে আমি লিখিনি)
d | ২৫ জুলাই ২০০৯ ২০:৩৫ | 121.245.36.31
ইয়েয়েয়েয়েয়েয়েয়েয়েয়েয়েয়েস্স্স্স্স্স্স্স্স্স্স্স্স্স বেরিয়ে গেছেএএএএএএএএএএএএএএএ। আমি একদম টাটকা হাতে গরম ছাপা গুরু নিয়ে আসলাম। কলকাতার লোকেরা কফি-হাউসের ৩ তলায় বই-চিত্র দোকানে আপাতত পাবে। পাতিরামে মঙ্গলবারের আগে যাবে না।
san | ২৫ জুলাই ২০০৯ ১৯:৪১ | 123.201.53.134
হ্যাঁ, ব্যানারটা দাঁড়িয়েছে তো চমৎকার। কিন্তু কেউ কি আমাকে বলতে পারে, ধৈর্য বানানে খামোখা য-ফলা রাখার মানে কি?
মাইকেল জ্যাকসনের নাক ছিলনা এই খবরটা অবশ্যই হেমন্ত সাভারওয়ালের অ্যাকাউন্ট্যান্ট খুনের চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তাই ওটা গোটা একদিনও রাখা গেল না প্রথম পাতায়। এক আবাপ ছেড়ে আর কি হবে - সব কটাই এক পদের।
Tim | ২৫ জুলাই ২০০৯ ১২:৩৩ | 71.62.2.93
এরে কয় নকশিল্প ! যেমন তেমন ব্যাপার না। ঃ) নাহ্, ঘুমোই এবার। গুড নাইট।
papiya | ২৫ জুলাই ২০০৯ ১২:০৬ | 74.192.194.238
দরজায় হাত বোলানো কে হাল্কা করে নক করা বলে বুঝি!!!!
Tim | ২৫ জুলাই ২০০৯ ১১:৫৪ | 71.62.2.93
ইউপিএসের গল্পটা বলে যাই।
ইউপিএসের নিয়মই হলো, যখন কেউ বাড়ি থাকবেনা, সেই সময় তারা আসবে। লোক থাকুক বা না থাকুক, হাল্কা করে নক্ করবে, এবং তারপর দরজায় একখান প্রেমপত্র সেঁটে চলে যাবে। পরেরদিন আবার আসবে, যদিও প্রেমপত্রে জানিয়ে রাখা সময়সীমার মধ্যে কদাপি নয়। এমনি করে তিনদিন এসে তারপর ভোঁ। এবার তুমি হিল্লিদিল্লি দৌড়াও। নয়ত কাজ ফেলে দরজায় কান দিয়ে বাড়িতে বসে থাকো। সে যাই হোক, পরপর দুদিন (তার মধ্যে দ্বিতীয়দিন ঘরে বসে থেকে) প্রেমপত্র পাওয়ার পর দুঃখিত মনে ল্যাবে যাচ্ছি, এমন সময় দেখি একখান ইউপিএসের গাড়ি উল্টোপানে আসছে। ফলো কল্লাম। সে কে-এফ-সি তে গ্যালো। আম্মো গিয়ে সটান জিগালাম, আপনি কি ওমুক ঠিকানার জিনিস নিয়ে ঘুচ্ছেন? বল্লে, না তো! তারপর কে-এফসি'তেই আরো একজনকে ( আরো একজন ছিলেন, খেয়াল করিনি) জিগ্যেস কল্লো। সেও নেগেটিভ। তখন কি যেন একটা মনে পড়ে গেছে ভঙ্গীতে বল্লো, ক্রোগারে দ্যাখো দিকি, সেখানেও দুজনের থাকার কথা। গেলাম ক্রোগার। দেখি একটাই গাড়ি, হাঁ করে রোদে দাঁড়িয়ে আছে, মালিক নাই। ভেতরে একঝলক ঘুরে এলাম, পেলাম না। আমিও তীর্থের কাকের মত দাঁড়িয়ে আছি, গাড়িটা হারিয়ে ফেল্লে চলবে না-- এমন সময় আরো একজনের আগমন। হাতে চাঁদ পেলাম। কিন্তু হা হতোস্মি! তার কাছেও নেই। সে একটা ফোন্নং দিয়ে বল্লো এইটা দিয়ে ট্র্যাক করো দেখি! বলে ক্রোগারে ঢুকে গেল। ফোন করে দেখলাম গবাদি পশু কেনাবেচার আপিস। এক ভদ্রমহিলা ফোন ধরে (তিনি আবার কানে কম শোনেন) সমস্ত শুনেটুনে বললেন, আমরা ঐ এলাকায় গোরু বিক্কিরি করিনা। আবার ক্রোগারে ঢুকলাম। এবার অনেক খুঁজে কোনার দিকে অন্যজনকেও আবিষ্কার করা গ্যালো। দিব্যি লাঞ্চ কচ্ছেন! কিন্তু কি কপাল দেখুন! এর কাছেও নেই! তবে এর কাছে পঞ্চম ও শেষজনের ফোন্নং ছিলো। ফোনাতেই জানা গ্যালো আছে, আছে, আমাদের টেলি.... থুড়ি, অ্যালোপ্যাথির জোর আছে ( রোদ তো কম ছিলোনা)। তারপর আর কি, সিনিমায় যেমন হয়, জিনিসটাও পেয়ে গেলাম।
ছাপা 'গুরু-চন্ডালি' আসবে নাকি? link এ ক্লিক করলে কিছু ই দেখাচ্ছে না ঃ-((
san | ২৫ জুলাই ২০০৯ ০০:৪৯ | 123.201.53.134
জুম ইন না করেও দেখতে পেয়েছি ঃ-)
তবে ওদুটো ইচ্ছে করে করা কিনা বুঝতে পাচ্ছিলাম না ঃ-)
Du | ২৫ জুলাই ২০০৯ ০০:৪৩ | 65.124.26.7
রবাহুত তো অলরেডি চমৎকার কচি হড়া লেখেন। বহুদিনই।
Paramita | ২৫ জুলাই ২০০৯ ০০:৪৩ | 63.82.71.141
জুম ইন করে করে দেখলে পিঠ আর নাকেও দুটো ফুটো দেখতে পাবে।
san | ২৫ জুলাই ২০০৯ ০০:৪০ | 123.201.53.134
বাই দ্য ওয়ে কালোমেঘের বাঁদিকে একটা ফুটো কিসের?
Paramita | ২৫ জুলাই ২০০৯ ০০:৩৬ | 63.82.71.141
তবে কাগজে প্যাঁচা আছে, ইঁদুর আছে, নেক্সট কি - বেনোজল?
dd | ২৫ জুলাই ২০০৯ ০০:৩৬ | 122.167.5.66
হুম। স্যান্দি ঠিক কয়। হয় আর ছয় - শুধু গোলের তফাৎ।
আর কিছুদিন পরেই কি না আমার চালশে হবে, তাই ভালো করে ঠাহর হয় নি কো।
তয়াংকু স্যান্দি। খুব ফাঁপড়ে ছ্যালাম।
Paramita | ২৫ জুলাই ২০০৯ ০০:৩৩ | 63.82.71.141
ওটা চোখ মারা, ডেফিনিটলি। ঘুমোনোর সময় লোকের, বিশেষতঃ কচিদের, প্যাঁচা কি মানুষের বাচ্চা ইরেসপেক্টিভ, এক একটা করে চোখ বন্ধ হয় না। দুটো একসঙ্গে হয় আর ওরকম বাইনারি ভাবেও হয় না, তিরতির করে পড়তে থাকে পড়তে থাকে, খোলা থেকে আধবোজা, কোয়ার্টার বোজা, আবার এই বুঝি দপ করে খুলে গেল, আবার বুজছে, আমার খুললো খুললো ভাব, এরকম সাইকল বেশ কয়েকবার চলার পর ঘুমের দেশে ফাইনাল ল্যান্ডিং।
হুঁ হুঁ বাবা ঐ ফাইনাল ল্যান্ডিং দেখা যে কি আনন্দের, কি মুক্তির..
dri | ২৫ জুলাই ২০০৯ ০০:৩১ | 117.194.227.189
কচি প্যাঁচাটা ট্যারা আছে। এইটে জীবনানন্দের থেকে একটা বড় ডিপার্চার। কোন সেল্ফ রেসপেক্টিং ক্রিটিক এটা বরদাস্ত করবেন না।
আর একি! ইঁদুরটাকে এরম একটা অসভ্য স্পার্মের মত দেখতে হয়েছে কেন?
san | ২৫ জুলাই ২০০৯ ০০:২৮ | 123.201.53.134
ডিডিদা, ছয়ের গোল্লাটা বোধ হয় হয়ের গোল্লার মত দেখাচ্ছে ঃ-)
Paramita | ২৫ জুলাই ২০০৯ ০০:২৭ | 63.82.71.141
আসিতেছে তো পুরোনো কল। কৌতূহলকে উসকানি। কদিন ধরে ইটিভিতে অমন দেখাচ্ছিলো - একটা বিশাল ফাঁকা সিংহাসন তার সঙ্গে ঐ আসিতেছে। কদিন পর দেখা গেল সেখানে সেটা একটা গানের প্রোগ্রামের বিচারকের আসন - বাপি লাহিড়ি বসবেন বলে সোনায় মোড়া সিংহাসন(মানে আমি ঐভাবেই ভেবে নিয়েছি)।
তবে প্রতিটা ফাঁকা ক্লিকের সঙ্গে ঈশেন কিছু সেন্ট পাচ্ছে - এমন কলও হতে পারে। কে জানে!
dd | ২৫ জুলাই ২০০৯ ০০:২৭ | 122.167.5.66
আসিতেছে আসিতেহে এইডা নিয়ে কেউ কিছু কইলো নাতো ? শুদু কি(কী) আমি ই ভুল দ্যাখি?
a x | ২৫ জুলাই ২০০৯ ০০:২১ | 143.111.22.23
তোমাকে লেননের মত দেখতে হবে কেন? টিনটিন বড় হলে টিনটিনকে লেননের মত দেখতে হবে। তার মানে কি তোমার মত দেখতে হবে?
Ishan | ২৫ জুলাই ২০০৯ ০০:২১ | 12.163.39.254
সরি সরি আমি পোস্টটা খেয়াল করিনি। হ্যাঁ হ্যাঁ অক্ষদা ঠিক ধরেছে। আমি ই ছড়িয়েছি। ঃ)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন