এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dri | ৩১ জুলাই ২০০৯ ২২:৪৫ | 117.194.230.254
  • রঙ্গনের অফিস অফ ইকনমিক অ্যাডভাইসারের ওয়েবসাইটটা একটু চোখ বোলালাম। প্রচুর সংখ্যা। প্রতি সপ্তাহে সপ্তাহে সংখ্যা। ভালো লাগল। ইনফ্লেশান মাপতে কি কি আইটেম রাখে সেটা পেলাম। কিন্তু কোনটার কত প্রোপোর্শান সেটা দেখতে পেলাম না। হয়ত ইনফোটা কোথাও লুকিয়ে রাখা আছে, কিন্তু আমি খুঁজে পেলাম না। আর একটা ব্যাপার। এই এত এত সংখ্যা সত্যি কিনা (মানে প্রতি সপ্তাহে সপ্তাহে সত্যি কিনা) তা যাচাই করা নিশ্চয়ই সোজা নয়। এগুলো ক্রসচেক করার কোন সংস্থা আছে। আম্রিকার গর্মেন্ট যা তথ্য পাবলিশ করে, সেগুলো কিছু কিছু গ্রুপ মনিটার করে, ক্রসচেক করে। তাদের সাইটে গেলে কিছু অল্টার্নেট স্ট্যাটস পাওয়া যায়।

    যাই হোক, অনেক খাবার দাবার ইনক্লুড করা আছে। আমি বোঝার চেষ্টা করছিলাম, কিকরে ২০০৮ এর লাস্ট তিন মাসে ইন্ডেক্স এত কমল। ঐ সময় খাবারদাবার মোস্টলি বেড়েছে। দু একটা আইটেম স্টেডি থেকেছে। বলার মত কমেনি কোনটাই। ফলমূলের মধ্যে আঙুরের কেসটা অদ্ভুত দেখলাম। সেপ্টেম্বারে পাওয়া যায় না বলে দামটা লেখা আছে ৯৯৯৯.৯। ডিসেম্বরের শেষে সেই দাম হয়েছে ২৩৬.৯। এখন এটাকে ডিফ্লেশান ধরলে মুশকিল! দুধ, ডিম, মাংসের দাম বেড়েছে। টোব্যাকোর দামও বেড়েছে, ঃ-)। মিনারেল, আয়রন ওরের দাম বেড়েছে। ফুয়েলের দাম কমেছে, কিন্তু সেই মার্জিনটা কনজিউমারকে পাস করা হয়নি। অর্থাৎ দেখানোর সময় সেটা ডিফ্লেশান হিসেবেই দেখানো হয়েছে, তার ভিত্তিতে ইন্টারেস্ট কাটও হয়েছে। কনজিউমার কোন বেনিফিট পায়নি। পুরো মার্জিনটা বড় কোম্পানীর পকেটে চলে গেছে। আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার। র' তুলোর দাম কমেছে। সেখানে ডিফ্লেশান হয়েছে। কিন্তু কটন শার্টের দামে কোন ডিফ্লেশান হয়নি। এইরকম ডিফ্লেশানে কার লাভ? তুলোচাষীদের ক্ষতি। জামার ক্রেতাদের কোন লাভ নেই। লাভ শুধু তুলো ক্রেতা এবং জামা বিক্রেতাদের। আর একটা ইন্টারেস্টিং তথ্য। সেলফোন লিস্টে নেই।
  • Tim | ৩১ জুলাই ২০০৯ ২২:০৭ | 71.62.2.93
  • আজ্জোদা তিতিয় বিস্‌সের অবস্থাটা বুঝতেই পাচ্ছেনা। ঐ ঘেঁষাঘেঁষি আর ঠ্যাসাঠেসির দেশে মানুষ ও না-মানুষের নাকের ওপর ধোঁয়া না ছেড়ে স্মোক করা খুবই চাপের ব্যাপার। অতএব আইন করে দেয়া উচিত, যে পপুলেশন ডেনসিটির ওপর বেস করে স্মোক করতে হবে। যদি আপনি উপমহাদেশে থাকেন, তো মাসে একটা খেতে পারেন, স্যামচাচার দেশে দিনে পঁচিশটা খান,কোনো অসুবিধা নাই। মাইলের পর মাইল খাঁখাঁ প্রান্তর আর গাছপালা আপনার বিষ শুষে নেবে।
    আমি নিশ্চিত এরকম নিয়ম হলে মামু সাইবেরিয়া চলে যাবে! ঃ)
  • Samik | ৩১ জুলাই ২০০৯ ২০:২২ | 219.64.11.35
  • হা হা, এটা ভালো নাম। মাসপাপ।
  • Arijit | ৩১ জুলাই ২০০৯ ২০:০৮ | 61.95.144.123
  • আমি শিল্পকর্মে ব্যস্ত ছিলুম - মাঃসঃপাঃপঃ। সামনের হপ্তায় বড় সায়েবরা আসবেন - কি করে একটা অ্যাপ্লিকে DBMS paradigm-নিরপেক্ষ রাখা যায় সেটা ওঁদের বোঝাতে হবে - এই এক বছরে কেন পার্টটা করা গেছে।

    এবার বাড়ি যাই।
  • h | ৩১ জুলাই ২০০৯ ১৯:৪৯ | 206.195.19.59
  • মিটিং। এই মিটিং শুধু কান পেতে রইলেও হয়, কিসু বলতে হয় না। 'তুমি রবে নীরবে' গান টা যে ম্যানেজার দের গাওয়ার জন্য কবি লিখে গেছিলেন, এ ব্যাপারে সন্দেহের আর অবকাশ নেই।
  • Arijit | ৩১ জুলাই ২০০৯ ১৯:৩৮ | 61.95.144.123
  • শুক্কুরবার সন্দেবেলা আপিসে বইস্যা করো কি?

    (আম্মো অবিশ্যি আপিসে - কিন্তু আমার তো যাওনের জায়গা নাই)
  • h | ৩১ জুলাই ২০০৯ ১৯:৩৫ | 206.195.19.49
  • পুরোনো কোং এর একজন ম্যান ইউ সাপোর্টার চাগরি ছেড়ে দিচ্ছে... টিম আগেই ভেগে গেছিল, এ কিসু দিন বেশি ছিল। মেলে জানলাম, সে নানা অ্যাডভাইস পাচ্ছে, কটি নমুনা পেশ না করে পারছি না

    ...1.

    I have few pieces of long term advice for you, pure wisdom gained over a fat long time.

    --Whenever you drink beer, remember there are some who are not so lucky. So have an extra pint in rememberance.
    --Whenever you feel like having a glass of expensive Italian or French red, wait for some one to pay for your dinner. The species of princesses or Hiltons is not anywhere near extinction.
    --Whenever you watch footie, be Humble, beacuse there will be a day when Ferguson retires. But don?t worry too much, it won?t be in this century or next, you can 'ave your pint in peace.

    mate, you been a top man, keep it sharp.

    2.Dude, its been good. You chose the wrong day though, Friday is a good day to finish but a bad night to forget your pack of Fiesta.

    3. You looked very sober this Friday afternoon first time in last 10 years. Rooney will be a better player on Saturdays, if he looks up to you on this day.
  • san | ৩১ জুলাই ২০০৯ ১৮:১৩ | 121.50.4.34
  • হ্যাঁ হ্যাঁ আমি বাই ডিফল্ট লোকজনকে ক্ষমা করে দিই। ব্যতিক্রমের সংখ্যা খুবই কম, অলমোস্ট নেগলিজিবল।
  • dipu | ৩১ জুলাই ২০০৯ ১৮:০০ | 207.179.11.216
  • খড়প্পুরে আমাদের এইসবের একটা ক্লাস হত। তাতে ঘুমোনোর অপরাধে আমাকে দিদিমণি ক্লাস থেকে বের করে দিয়েছিলেন।
  • Samik | ৩১ জুলাই ২০০৯ ১৭:৫৮ | 219.64.11.35
  • এই খেলাটা বোধ হয় খেলেছিলাম কোথাও একবার। মনে পড়ছে না কোথায়।
  • Arpan | ৩১ জুলাই ২০০৯ ১৭:৫৮ | 65.194.243.232
  • বোঝো। ডেকে শান্তিতে খেতেও দেবে না।

    ক্ষমা-টমা করিয়াছ কি উহাদের?
  • san | ৩১ জুলাই ২০০৯ ১৭:৫২ | 121.50.4.34
  • কাছাকাছি মানে +/- ৫ স্কোর। এরকম বলা হয়েছিল।
  • dipu | ৩১ জুলাই ২০০৯ ১৭:৫২ | 207.179.11.216
  • যত্ত জঞ্জাল
  • san | ৩১ জুলাই ২০০৯ ১৭:৫১ | 121.50.4.34
  • *কাছাকাছি
  • san | ৩১ জুলাই ২০০৯ ১৭:৪৯ | 121.50.4.34
  • যাবে ঃ-(

    A. I like people who focus on present
    B. I like people who are warm and approachable
    C. I like people for whom friendship comes before work
    D. I like people who talk with facts

    এইবারে এই অপশনদের এক থেকে চার অব্দি র‌্যাংকিং করতে হবে। ফোর মানে মোস্ট , ওয়ান মানে লিস্ট । এইরকম একগাদা প্রশ্নে নম্বর দেওয়ার পরে দেখতে হবে এ এর স্কোর কত, বি এর কত ইত্যাদি। চার টাইপের মানুষ বেরোবে। একেকটা টাইপের কিছু কিছু ক্যারেকটারিস্টিক। কার কোনটা ডমিন্যান্ট।

    যারা বেশ ব্যালানস্‌ড লোকজন তাদের মোটামুটি কাছি স্কোর আসার কথা সব গ্রুপে।একটু আধটু বেশি কম। বলা বাহুল্য আমার একটায় চৌতিরিশ আরেকটায় আঠেরো এসেছে। সো মাচ ফর ব্যালান্স।
  • Arpan | ৩১ জুলাই ২০০৯ ১৭:৪৮ | 216.52.215.232
  • একটা বাদ গেল।

    সরি বলেন? বললে কবার বলেন?
  • dipu | ৩১ জুলাই ২০০৯ ১৭:৪২ | 207.179.11.216
  • আপনি কি হাইহিল পরেন? বাস থেকে নামার সময় লোকের পা মাড়িয়ে দ্যান? মাড়ানোর পর সরি বলেন? বলার সময় হাসেন? লাজুক হাসি না করুণ হাসি? দাঁত বেরোয়?
  • Arpan | ৩১ জুলাই ২০০৯ ১৭:৩৬ | 65.194.243.232
  • কী কাণ্ড! একটা দুটো প্রশ্নের নমুনা পাওয়া যাবে?
  • Bhuto | ৩১ জুলাই ২০০৯ ১৭:৩০ | 203.91.193.7
  • আহা না না,
    আমি তোর ৩ঃ৪০ এর পোষ্টের কথা বললাম। র-দা কে ছি ছি করলি যে? ;)
  • dipu | ৩১ জুলাই ২০০৯ ১৭:১৮ | 207.179.11.216
  • আমাদের এদিকে কিছু লোক সারাদিন টয়লেটে থাকে।
  • san | ৩১ জুলাই ২০০৯ ১৭:১৪ | 121.50.4.34
  • এদিকে টিম লাঞ্চের আগে আমাদের সকলকে একগাদা প্রশ্নাবলী দিয়ে নানারকম অপশনে এক, দুই, তিন, র‌্যাংকিং করিয়ে সকলের পার্সনালিটি টেস্ট করানো হল আধঘন্টা ধরে । ইহা নাকি 'ফান অ্যাকটিভিটি'। সে যাগ্গে, আমার অন্য অন্য রেজাল্টের সঙ্গে এদুটোও বেরোল যে আমি ভয়ানক, মানে ভয়ংকর অ্যামবিশাস আর চারপাশের মানুষজন সম্পর্কে প্রচন্ড ইনসেন্সিটিভ। এতে আমি আপাতত একটু মুহ্যমান ঃ্‌(
  • Samik | ৩১ জুলাই ২০০৯ ১৭:১৪ | 219.64.11.35
  • কিম্বা রসগোল্লা - কাসুন্‌।

    এটা অবশ্য আমি এক্সপেরিমেন্ট করে দেখতে রাজি আছি।
  • san | ৩১ জুলাই ২০০৯ ১৭:১০ | 121.50.4.34
  • আরেঃ ফের দমদি বলে দিয়েছে ঃ-)))))
  • r | ৩১ জুলাই ২০০৯ ১৭:০৯ | 125.18.104.1
  • দক্ষিনে চেয়ো নাকো, উত্তরে চাও।
  • san | ৩১ জুলাই ২০০৯ ১৭:০৯ | 121.50.4.34
  • তাছাড়া, সিকি কি কারো গুরুজন হয়?
  • Arijit | ৩১ জুলাই ২০০৯ ১৭:০৮ | 61.95.144.123
  • গুলি না পান্তুয়া তাহা আপাতত উহ্য থাকুক।
  • d | ৩১ জুলাই ২০০৯ ১৭:০৮ | 144.160.5.25
  • ও বাবা! বেথে'ও স্যানের গুরুজন!!?
  • san | ৩১ জুলাই ২০০৯ ১৭:০৭ | 121.50.4.34
  • ছি ছি মানে ! আমি তো থ্যাংকু দিলাম।

    সিকি, দেখা হলে খাইয়ে দেব। তামাদি হবে না , নিশ্চিন্ত থাক ঃ-)
  • Arijit | ৩১ জুলাই ২০০৯ ১৭:০৪ | 61.95.144.123
  • তোমার আস্পদ্দা তো কম নয় হে! যে লোকটা মুন্নাভাইয়ের হয়ে ডাগদারি পরীক্ষে দিয়ে এসেছিলো সে কি দক্ষিণে চেয়েছিলো?
  • Samik | ৩১ জুলাই ২০০৯ ১৭:০১ | 219.64.11.35
  • আমার দক্ষিণেটা?
  • Bhuto | ৩১ জুলাই ২০০৯ ১৬:৫৯ | 203.91.193.7
  • হ্যাঁরে, গুরুজনকে ছি ছি করলি ????
  • san | ৩১ জুলাই ২০০৯ ১৬:৪৮ | 121.50.4.34
  • আহা, জিমেল খুলেছে। সিকি থ্যাংকু, থ্যাংকু ।
  • Samik | ৩১ জুলাই ২০০৯ ১৬:৪৮ | 219.64.11.35
  • আমার মনে হয় না স্টে দেবে। দূষণের ব্যাপারে সুপ্রিম কোর্টের বেঞ্চ কোনও আপসে যায় না সাধারণত।
  • r | ৩১ জুলাই ২০০৯ ১৬:৪৩ | 198.96.180.245
  • দিল্লির বেলা তো কোনো স্টে অর্ডার দেয় নি।
  • stoic | ৩১ জুলাই ২০০৯ ১৬:৩৮ | 160.103.2.224
  • অজ্জিত কে আমার তরফ থেকে কন্ডোলেন্সেস ফর স্যার ববি রবসন (১৯৩৩-২০০৯)।
  • Arijit | ৩১ জুলাই ২০০৯ ১৬:২২ | 61.95.144.123
  • এবং ধরে নিতে পারো সেদিন সুপ্রীম কোর্ট স্টে অর্ডার দেবে।
  • san | ৩১ জুলাই ২০০৯ ১৬:১৩ | 121.50.4.34
  • আরে উত্তর তো এক্সেলে ফেললেই পেয়ে যাবে।

    কিন্তু কোন ডিগনিফায়েড মেথড খুঁজে পেলাম না। হায়।
  • Samik | ৩১ জুলাই ২০০৯ ১৬:১০ | 219.64.11.35
  • সুপ্রিম কোর্ট এখনও নো বলে নি। নিয়ম হল, কোনও ডেডলাইন-ওলা কেসের শেষ দিনে কেউ ডেডলাইনের ওপর স্টে অর্ডার চেয়ে সুপ্রিম কোর্টে কেস ঠুকলে সুপ্রিম কোর্ট তাতে স্টে অর্ডার দ্যায় না। তাই সুপ্রিম কোর্ট নো বলেছে। নো টু স্টে অর্ডার।

    কিন্তু পরবর্তী শুনানির দিন হয়েছে ৪ আগস্ট। সেদিন স্টে অর্ডার দিলেও দিতে পারে। সেটা সুঃকোঃর জাজমেন্টের ওপর ডিপেন করছে।
  • r | ৩১ জুলাই ২০০৯ ১৬:০৫ | 125.18.104.1
  • উত্তরটা তিন ডিজিটের একটা মৌলিক সংখ্যা।
  • d | ৩১ জুলাই ২০০৯ ১৬:০৪ | 144.160.5.25
  • হে হে বেথের পদ্ধতি অনুযায়ী করেও আমাদের আপিসে ঠিক মেলটাকে ব্লক করে দিচ্ছে।
  • dipu | ৩১ জুলাই ২০০৯ ১৬:০৩ | 207.179.11.216
  • কয়েকটা করে দেখলুম কাটাকুটি হয়ে যাচ্ছে। তলায় অনেকগুলো দশ আসছিল।
  • r | ৩১ জুলাই ২০০৯ ১৫:৫৮ | 125.18.104.1
  • আরে, সব কাটাকুটি হয় নাকি করে দেখেছিস? আমার করতে বোর লাগছে বলেই তো জিগ্গেস করলাম। উত্তরটা জানি।
  • dipu | ৩১ জুলাই ২০০৯ ১৫:৫৩ | 207.179.11.216
  • কিন্তু ধাঁধার টইতে ঠিক বল্লুম কি ভুল, কিছু সাড়াশব্দ কল্ল না তো!
  • Samik | ৩১ জুলাই ২০০৯ ১৫:৪৮ | 219.64.11.35
  • গুগল ডট কম খোলো। ওপরে ডানদিকে My Account-এ গিয়ে লগিন করে নাও। এইবার গুগল ডট কমের হোমপেজে গিয়ে আবার ওপরে ডানদিকে iGoogle লিংকে ক্লিক করো। অসংখ্য পোর্টলেট সমেত iGoogle পেজ খুলবে। তাতে চাইলে বাকি সব হটিয়ে তোমার জিমেল পোর্টলেট অ্যাড করে নাও। সেটাও হয় তো খুলবে না। পোর্টলেট জানলার ভেতরে লেখা থাকবে this site is blocked। এইবার ওপরে অ্যাড্রেস বারে গিয়ে httpকে https করে দাও। সিকিওরিটি ওয়ার্নিং আসবে, yes করে দাও। এইবার দ্যাখো, ভেতরের জানলায় জিমেল খুলছে। কোনও লিংকে ক্লিক করলে জিমেল ফুলপেজে খুলবে। কিন্তু টেক্সট ওনলি। নো অ্যাটাচমেন্ট, নো চ্যাট। কেবল মেল চেক করতে পারবে, রিপ্লাই করতে পারবে।
  • dipu | ৩১ জুলাই ২০০৯ ১৫:৪৩ | 207.179.11.216
  • অলি আমার যদুপুরের সহপাঠিনী। তবে তাকে ডাকা হয়নি।
  • h | ৩১ জুলাই ২০০৯ ১৫:৪২ | 206.195.19.58
  • এ বাবা। আমারো বাজে লাগছে। লেজেন্ড।
  • d | ৩১ জুলাই ২০০৯ ১৫:৪১ | 144.160.5.25
  • *অসম্পূর্ণ
  • d | ৩১ জুলাই ২০০৯ ১৫:৪১ | 144.160.5.25
  • ওটা একটা অস্‌দম্পূর্ণ বাক্য।
    "এর্‌র্‌র্‌র(জিভ দিয়ে আওয়াজ কএর) অলি'কে, অলি'কে ডেকে দাও তো এদিকে' এমন কিছু একটা।

    অবশ্য "অলি' কে? সেই নিয়ে একটু কৌতুহল দেখানো যায়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত