এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২৯ জুলাই ২০০৯ ১২:৪৪ | 65.194.243.232
  • এরে কয় উইন-উইন সিচুয়েশন।
  • pi | ২৯ জুলাই ২০০৯ ১২:৪১ | 72.83.211.3
  • এই ডাগদার দাদাই আমাকে জন্মদিনে এক বাস্কো ( নাকি এক পৃথিবী ?!) মশক প্রেসেন্ট করেছিলেন না ?
    সেই সব ফ্যালসিপেরাম, ম্যালেরি, ভাইভ্যাক্স, ওভালে বাহিকা দের নিয়ে গিয়ে ইন্দোদার এলাকায় ছেড়ে দিয়ে এলুম, জন্মদিনের প্রাক্কালে। তারা সুখে বংশ বৃদ্ধি করুক, সন্তান সন্ততি সমেত এলাকার মানুষের কাছ থেকে রক্ত নিক ও ম্যালেরিয়া দিক। ডাগ্‌দারদাদার চেম্বার ভরে যাক পালে পালে আসতে থাকা পিলের রোগীদেতে । আর ডাগদারবাবু সারাদিন ধরে তাদের চিকিৎসা করুক , যাতে খুব করে বলতে পারে , আমি খুব ব্যস্ত, লেখার সময় নেইকো মোটে।
    উফ্‌ফ, কেমন একখান ভিন্ডিক্টিভ উইশ করে দিলুম জন্মদিনের দিন !
  • Blank | ২৯ জুলাই ২০০৯ ১১:৫১ | 170.153.65.102
  • শুভ জম্ম দিন ইন্দো দা
  • intellidiot | ২৯ জুলাই ২০০৯ ১১:৩৪ | 220.225.245.130
  • স্যান, ওটা একটা হাসমুখ ক্যাপসুল... :-)
  • san | ২৯ জুলাই ২০০৯ ১১:২১ | 121.50.4.34
  • কেন, ঝুপ্পুস বিষ্টির মধ্যে আলুচ্চপ বেগুনি আর পাঁপড়ভাজা দেওয়া যায় ঃ-)

    ইন্দোদা, শুভ জন্মদিন।
  • nyara | ২৯ জুলাই ২০০৯ ১১:২১ | 64.105.168.210
  • এই মহিলা আসার পরে একটু আধটু ডিরেকশন দেখা যাচ্ছে। কোর অফারিং-কে কনসলিডেট করে অন্যগুলো ভোগে দিচ্ছেন। জিওসিটিজ বন্ধ করেছেন। কাল গ্রেপভাইন শুনলাম স্মল বিজিনেস আর কি একটা যেন ইউনিট বেচে দেবার কথা হচ্ছে।
  • d | ২৯ জুলাই ২০০৯ ১১:১৬ | 144.160.5.25
  • আচ্ছা তাহলে ইন্ডোকে শু-জ। সাথে এক পাহাড় মেঘ দিলাম। (এই বর্ষাকালে আর কি-ই-বা দিতে পারি!)
  • lcm | ২৯ জুলাই ২০০৯ ১১:১৬ | 69.236.165.8
  • শেয়ার হোল্ডার-দের মিটিং-এ ভদ্রমহিলা বেশ কিছু অপ্রীতিকর প্রশ্নের উত্তর দিয়েছেন। যেমন, ইয়াহু-র প্রথম পাতায় ব্রিটনি স্পিয়ার্স-দের মশালা খবর কেন থাকে... ইত্যাদি।
    ডিরেকশন নেই ঠিক। তবে, ক্যারল জোর গলায় বলেছেন, ইয়াহু আর সার্চ ইঞ্জিন নয়, ইয়াহু পৃথিবীর এক নম্বর কনটেন্ট সাইট।
  • san | ২৯ জুলাই ২০০৯ ১১:১৪ | 121.50.4.34
  • ইন্টেলির ঘাড়ে কখানা মাথা? একটা কথা বললে দুদিক থেকে দুটো হাসিমুখ উঁকি দেয় কেমনি করে?
  • nyara | ২৯ জুলাই ২০০৯ ১১:১৩ | 64.105.168.210
  • সেটাই প্রথমে শোনা গেছিল যে নতুন সিইও মাইক্রোসফটকে বিক্কিরির ডীল পাকা করতে এসেছেন। কিন্তু নতুন সিইও না এলে ইয়াহুও ক্রমশ সানের মতন একটা ছন্ন কোম্পানি হয়ে পড়ছিল। ডিরেকশনের কোন বালাই নেই।
  • intellidiot | ২৯ জুলাই ২০০৯ ১১:১০ | 220.225.245.130
  • (-ঃ শুভ জন্মদিন ডাক্তারদাদা ঃ-)
  • lcm | ২৯ জুলাই ২০০৯ ১১:০৯ | 69.236.165.8
  • জেরি ইয়্যাং, টেরি সেমেল... এদের কে হঠিয়ে ক্যারল বার্টজ্‌ কে সিইও আসনে বসানোর একটা উদ্দেশ্য তো ছিল বোধ হয় এরকমই।
  • kc | ২৯ জুলাই ২০০৯ ১১:০৮ | 213.132.250.2
  • আজ বিদ্যাসাগরের মৃত্যুদিবস।
  • nyara | ২৯ জুলাই ২০০৯ ১০:৩৩ | 64.105.168.210
  • মাইক্রোসফট-ইয়াহুর ডীল পাকা হল বলে গুজব শোনা যাচ্ছে। আউটরাইট বাই নয়, রেভেনিউ শেয়ার মডেল। ইয়াহু মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন (bing) ব্যবহার করবে। আর মাইক্রোসফট টেকনোলজি ব্যবহার করে ইয়াহু অ্যাড সেল করবে। শেষের ব্যাপারটার মানে বুঝিনি।
  • dipu | ২৯ জুলাই ২০০৯ ১০:২৮ | 207.179.11.216
  • নাঃ। ছড়িয়েছি। ২৮শে জুলাই।
  • dipu | ২৯ জুলাই ২০০৯ ১০:২৬ | 207.179.11.216
  • ২৯ শে জুলাই মনে হয় চারু মজুমদারের মৃত্যুদিবস।
  • Arijit | ২৯ জুলাই ২০০৯ ১০:২৩ | 61.95.144.123
  • অ্যাকচুয়ালি আজ আরেকটা ব্যাপার আছে - ১৯১১ সালের ২৯শে জুলাই - মোহনবাগান ভার্সাস ইস্ট ইয়র্ক রেজিমেন্ট - আইএফএ শিল্ড ফাইনাল। খেলা শেষের দু মিনিট আগে অবধি ১-১, তাপ্পর অভিলাষ ঘোষ (কালো দৈত্য)-এর গোল, এবং শোনা যায় মাঠের চিৎকার নাকি গোটা কলকাতায় শোনা গেছিলো।
  • dipu | ২৯ জুলাই ২০০৯ ১০:২৩ | 207.179.11.216
  • ইন্দোদাদাকে হ্যাবাড্ডে
  • quark | ২৯ জুলাই ২০০৯ ১০:১৯ | 202.141.148.99
  • ইনফ্লেশন কি ক'রে ক্যালকুলেট ক'রে জানি না, তবে খবরে যখন বলে ইনফ্লেশন বেড়েছে তখন সাথে সাথে এটাও ব'লে যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার জন্যেই নাকি এ সব হয়েছে। কিন্তু আজ যখন পশ্চিমদিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝাবাতাসে রুদ্ধ্বশ্বাস, দুচ্ছাই, আজকাল যখন ইনফ্লেশন কমছে, তখন আর ঐ দ্বিতীয় সেনটেন্সটা ব'লে না।
  • quark | ২৯ জুলাই ২০০৯ ১০:১৫ | 202.141.148.99
  • কাল DD বাংলার সন্ধ্যে সাতটা আর রাত সাড়ে ন'টার খবরে দেখলুম, এশিয়াটিক সোসাইটিতে আচার্য্য জগদীশ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে দু দিনের সেমিনার শুরু হ'ল।

    ইদিকে জগদীশবাবুর জন্মদিন ৩০শে নভেম্বর।

    প্রথমবার শুনে ভুল শুনিচি ভেবে আবার দ্বিতীয়বার শুনলুম।
  • Tim | ২৯ জুলাই ২০০৯ ১০:০৮ | 71.62.2.93
  • ইন্দোদাকে হ্যাপি বাড্ডে।
  • kc | ২৯ জুলাই ২০০৯ ১০:০৬ | 213.132.250.2
  • ডাক্তারবাবুকে শুভ জন্মদিন। ডাক্তার বাবু বুড়ো হয়ে ভূমেন্দ্র গুহ হয়ে উঠুন। লেখাতে আর হৃদয়চিকিৎসাতেও।
  • Bratin | ২৯ জুলাই ২০০৯ ১০:০৩ | 117.194.98.127
  • ইন্দ্রনীল কে জন্মদিনের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই।
  • Arijit | ২৯ জুলাই ২০০৯ ১০:০১ | 61.95.144.123
  • ওক্কুটই বল্ল তো।
  • d | ২৯ জুলাই ২০০৯ ১০:০০ | 144.160.5.25
  • আমার যেন মনে হচ্ছে ইন্ডোর বাড্ডে ৩০, আজ নয়। কেউ একটু অক্কুট চেক করো না।
  • Bratin | ২৯ জুলাই ২০০৯ ০৯:৫৯ | 117.194.98.127
  • dri আর রঙ্গনে র বক্তব্য খুব প্রাসঙ্গিক। আমার মত কম জানা লোকে দের জন্যে যদি আরেকটু পরিষ্কার করে লেখেন খুব ভালো হয়।
  • Arijit | ২৯ জুলাই ২০০৯ ০৯:৫৭ | 61.95.144.123
  • ইন্ডোকে হ্যাপি বাড্ডে, উইথ আ ট্রাঙ্কফুল অব জীবনানন্দ।
  • dipu | ২৯ জুলাই ২০০৯ ০৯:৪৪ | 207.179.11.216
  • হাই
  • dri | ২৯ জুলাই ২০০৯ ০০:১২ | 117.194.227.225
  • রঙ্গনের এই অবজার্ভেশানটা খুব ইম্পর্ট্যান্ট। এই লো ইনফ্লেশানের খেলাটা শুরু হয়েছিল এইভাবে।

    গত বছরেও ভারতে ইনফ্লেশান বেশ বেশী ছিল। যেমন ইনফ্লেশান বেশী ছিল, ইন্টারেস্ট রেটও বেশী ছিল। এমন সময় আমেরিকায় ধ্বস নামল। তখন আমেরিকা সাপোজেডলি লিকুইডিটি বাড়াতে ইন্টারেস্ট রেট কমাতে শুরু করল। কমিয়ে এখন সেটা প্রায় জিরোর কাছে। সেই সময় আমেরিকা যথাসাধ্য চেষ্টা করল পৃথিবীর বিভিন্ন দেশের সে¾ট্রাল ব্যাঙ্কেও একই সাথে ইন্টারেস্ট কমানোর। ইংল্যান্ড, ই ইউ, জাপান, অস্ট্রেলিয়া সব্বাই ইন্টারেস্ট রেট কমালো। ভারত প্রথমে কিন্তু কিন্তু করছিল। আর বি আইয়ের গভর্নর ডি সুব্বারাও তখন বলেওছিলেন যে ভারতে এত ইনফ্লেশান, এই অবস্থায় ইন্টারেস্ট রেট কমানো উচিত হবে না। তারপর আমেরিকার কিছু হাই অফিশিয়াল ইন্ডিয়া ভিজিট করে। তারপর থেকেই লক্ষ্য করছি মিডিয়ায় ইনফ্লেশান কমার গল্প ছাপা শুরু হল। এভ্রি এক সপ্তাহ অন্তর কাগজে ইনফ্লেশান ছাপা হতে শুরু করল। সপ্তায় সপ্তায় লাফিয়ে লাফিয়ে কমতে শুরু করল ইনফ্লেশান। এত ঘনঘন ইনফ্লেশান মনিটর করতে কাগজালাদের কখনো দেখিনি। এবং তারপর ইন্টারেস্ট রেট কমা শুরু হল ভারতেও।

    ইন্টারেস্ট রেট এরা কিকরে মাপে কে জানে? ডিটেল জানেন কেউ? কি কি ইনক্লুড করে। কি করে ওয়েটেজ দেয়। কি কি বাদ দেয়। মোটামুটি দেখা যাচ্ছে অন্যদিকে সাইলেন্টলি নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম একটু একটু করে বেড়ে এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে যে আর লুকিয়ে রাখা যাচ্ছে না। সবচেয়ে বাঁশ হল সেভারদের। এখন ব্যাঙ্কে ইন্টারেস্ট রেটও কমে গেছে। এদিকে জিনিষের দামও বেড়ে গেছে।
  • Samik | ২৯ জুলাই ২০০৯ ০০:০৮ | 122.162.236.195
  • ইন্দোদাদার হ্যাপি বাড্ডে।
  • Arpan | ২৮ জুলাই ২০০৯ ২৩:০১ | 122.252.231.12
  • ওমর আবদুল্লা তো দারুণ চাল চেলেছে। যাকে বলে মাস্টারস্ট্রোক।
  • Samik | ২৮ জুলাই ২০০৯ ২০:২৯ | 219.64.11.35
  • বঙ্গের সবাই কি পেছন ঢেকে বসে আছে? ঃ-)
  • r | ২৮ জুলাই ২০০৯ ১৯:২৪ | 125.18.104.1
  • ওরিজিনালি কবি যা বলেছিলেনঃ

    যখন যাইবেন বঙ্গ,
    ঢাইকেন পিছন অঙ্গ।
  • Samik | ২৮ জুলাই ২০০৯ ১৯:১৯ | 219.64.11.35
  • এই জন্যেই কবি বলেছেন, আমি যাই বঙ্গে, কপাল যায় সঙ্গে।
  • santanu | ২৮ জুলাই ২০০৯ ১৭:৫৭ | 82.112.6.2
  • এই জীবনে প্রথম বন্ধ এ আমার ব্যক্তিগত আর্থিক ক্ষতি হলো।

    শান্তিনিকেতন এ কাল ৪ টে ঘর, দু রাত্তিরের জন্য একটা টীম যাচ্ছিল গাড়ি করে সব ফ্যামিলি নিয়ে। বর্ধমানের ওদিকে কাল একটা বন্ধ ছিল, তাতে বেশ হল্লা হয়েছে, তারা খানিকটা ওয়েট করে, আমাদের ফোন করে তারপর গাড়ি ঘুরিয়ে চলে এসেছে।

    দুগ্গা দুগ্গা, হাজার পাঁচেক টাকা, ডাহা লস।
  • kc | ২৮ জুলাই ২০০৯ ১৭:৩১ | 213.132.250.2
  • *কনসাল্ট্যান্ট।
  • kc | ২৮ জুলাই ২০০৯ ১৭:২৩ | 213.132.250.2
  • গ্যামন কে তো "কারণ বতাও" নোটিশ ধরাবে বলছিলো। আর ডিজাইন কনসাল্ট্যানকে বোধহয় দরজা দেখাবে।
  • dipu | ২৮ জুলাই ২০০৯ ১৭:০৮ | 207.179.11.216
  • খাট্যে খাট্যে মেরে ফেল্ল গা!
  • Samik | ২৮ জুলাই ২০০৯ ১৬:৪৩ | 219.64.11.35
  • গ্যামন ব্ল্যাকলিস্টেড? যা ... তা হলে দিল্লিতে মেট্রো বানাবে কে?

    জোক্‌স অ্যাপার্ট, বানাবার জন্য অনেক সংস্থা আছে। আমাদের বাড়ির সামনেরটাই তো বানাচ্ছে অন্য কে একটা যেন, নাম শুনি নি কখনও। তারা গ্যামনের মত নামী সংস্থা নয়। তবে নিশ্চয়ই অনেক পরীক্ষা পাস করে তবে তারা কন ট্র্যাক্টটা পেয়েছে। আশা করি তারা সাবধান হয়ে কাজ করবে।

    আমাদের পাড়া থেকে প্রগতি ময়দান পর্যন্ত পুরোটাই এলিভেটেড। তার মধ্যে যমুনাব্যাঙ্ক পর্যন্ত (প্রগতি ময়দান-আইপি এস্টেট - যমুনা ব্যাঙ্ক) তৈরি হয়ে গেছে। প্রগতি ময়দান থেকে মেট্রো আকাশ থেকে সোজা চলে গেছে মাটির তলায়, বারাখাম্বা রোড।
  • Bhuto | ২৮ জুলাই ২০০৯ ১৬:১২ | 203.91.193.7
  • **মানে
  • Bhuto | ২৮ জুলাই ২০০৯ ১৬:০৯ | 203.91.193.7
  • আনে এলিভেটেড পার্টটুকু।
  • Bhuto | ২৮ জুলাই ২০০৯ ১৬:০৯ | 203.91.193.7
  • অ্যাঁ সে কি, গ্যামন তো কলকাতার মেট্রোটা করছে। ঈষ্ট-ওয়েস্ট টা।
  • r | ২৮ জুলাই ২০০৯ ১৬:০৮ | 125.18.104.1
  • ছড় কোথায় থাকে?
  • Samik | ২৮ জুলাই ২০০৯ ১৫:৫৪ | 219.64.11.35
  • প্যঁচাটার চোখ মারা দেখে দেখে আমার ঢুলুনি এসে যাচ্ছে।
  • Arijit | ২৮ জুলাই ২০০৯ ১৫:৩৭ | 61.95.144.123
  • নাইলনের অল্টারনেটিভ হল সাদা ঘোড়ার ন্যাজ। অনেক ভালো;-)
  • san | ২৮ জুলাই ২০০৯ ১৫:৩৫ | 121.50.4.34
  • কি সব ব্যক্তিত্ব আসেন গুরুতে। কারো সিন্থেটিকের পাছু, কারো নাইলনের ছড় !
  • Arijit | ২৮ জুলাই ২০০৯ ১৫:৩১ | 61.95.144.123
  • ব্ল্যাংকির ছড়টা আবার নাইলনের। তাতে আরো চ্যাঁ চ্যাঁ আওয়াজ হয়।
  • Arijit | ২৮ জুলাই ২০০৯ ১৫:৩০ | 61.95.144.123
  • গ্যামন ইন্ডিয়াকে নাকি দু বছরের জন্যে ব্ল্যাকলিস্ট করছে - দিল্লী মেট্রোতে অ্যাকসিডেন্টের জন্যে! গ্যামন বেশ বড় কোম্পানি তো।
  • san | ২৮ জুলাই ২০০৯ ১৫:২৯ | 121.50.4.34
  • আর প্র্যাকটিস করার সময় কখন পাচ্ছিস? পাড়ার লোকের রাতের ঘুম বন্ধ করতে পেরেছিস?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত