এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ২১ জুলাই ২০০৯ ১৪:৩২ | 121.245.25.1
  • ল্যাদোষ পুরো ভুলভাল ছড়াচ্ছে। সায়নের আবেগের "আঃ বেগ' হওয়ার মধ্যে বোধির বাম কিম্বা ডান কোনই হাত নাই।

    আর "নৈরাজকতা'র পুটকি ওরফে মাওবিরোধী ওরফে .. থাগ্গে --- আসেন তো দিব্বি।

    ও হ্যাঁ আমি সম্ভবতঃ দু-এর কথার কনটেক্সট পুরোটাই ধরতে পেরেছি। তবে এতদিন আগের কথা যে অন্য কারো মনে নাও থাকতে পারে।
  • Bhuto | ২১ জুলাই ২০০৯ ১৪:৩১ | 59.93.176.216
  • ...চাপ, লাইফ ইজ চাপ ঃ-)
  • dipu | ২১ জুলাই ২০০৯ ১৪:৩১ | 207.179.11.216
  • রাবড়ি বলতে মনে পড়ল, বাড়ি গিয়ে ভালো কোয়ালিটির রাবড়ি খেয়েছি। মস্ত কলন্দরে যা রাবড়ি খেলুম একদিন, ওয়াক থুঃ
  • lcm | ২১ জুলাই ২০০৯ ১৪:২৯ | 69.236.168.107
  • গুলিয়ে ফেললাম বুঝি। তা হোক। গুবলেট হলেও, লাইফ ইজ ...
  • Bhuto | ২১ জুলাই ২০০৯ ১৪:২৯ | 59.93.176.216
  • আমি সান্দার কেসটা ঠিক জানিনা, মানে টই এর কেস। কিন্তু দীপু তুই যা রে একদিন সেই দোকানটায় রাবড়ি খাইয়ে দে সান্দাকে,তবে যদি মুড ভালো হয়।
  • h | ২১ জুলাই ২০০৯ ১৪:২৯ | 206.195.19.58
  • অথচ গাজর , তাহার দেখা নাই।
  • dipu | ২১ জুলাই ২০০৯ ১৪:২৬ | 207.179.11.216
  • ফুটকি লিখেছিলেন "নৈরাজকতা'। উনি তো তার পরেও এসেছেন।
  • Bhuto | ২১ জুলাই ২০০৯ ১৪:২৬ | 59.93.176.216
  • আগেরটা অপ্পনদাকে।

    বোধিদার জীবনে চাপ বেড়ে চলেছে।
  • Bhuto | ২১ জুলাই ২০০৯ ১৪:২৩ | 59.93.176.216
  • কমরেড সরকারি আপিসের কাজ কি মোটামুটি সমাপ্ত?
  • r | ২১ জুলাই ২০০৯ ১৪:২২ | 125.18.104.1
  • আর ল্যাদোষবাবু এখনও সপাটে গুলিয়ে ফেলেন। ছেলেটা ভাগল টইয়ের ঠেলায়, উনি সেটাকে বোধির ঘাড়ে ফেলে দিলেন। ঃ-)
  • lcm | ২১ জুলাই ২০০৯ ১৪:১৮ | 69.236.168.107
  • ধুর বোকা! লাইফ ইজ বিউটিফুল!
    দ্যাখো না, এক থ্রেডে একজন "নৈরাজকতা' লিখেছিলেন। তাকে d "অসহ্য' ভুল বাংলা লেখে বলে এমন ভাগিয়ে দিয়েছে, সে বোধ হয় আর এই মুখো হবে না। অথচ, দ্যাখো জটায়ু এরকম কত বলতেন, সুকুমার রায়-এর ছড়ায়... ইত্যাদি। যাই হোক, আবার অন্য থ্রেডে শিরীণ-এর নাম নিয়ে d-এর প্রশস্তি এবং সাদর অভ্যর্থনা শুনে শিরীণ বেচারি কি পোস্ট করবে বুঝতে পারছে না।
    এই হল লাইফ।
    ওদিকে সায়ন্তন এতদিন থেকেও h-এর ভাট প্রুফ হতে পারলো না। আমি h-এর দুটো প্যারাগ্রাফ পড়ে তারপর ইতালিয়ান ডিরেক্টরের সিনেমা দেখতে শুরু করি, একদম ছবির মতন সিনেমা বুঝতে পারি। এই হল লাইফ এন্ড ইট ইজ বিউটিফুল।
  • Arpan | ২১ জুলাই ২০০৯ ১৪:১৮ | 121.247.232.166
  • কী করব! বারোয়ারি পিসি তাতে আইই ৮ যাতে মামুর বাংলা লেখার নতুন কল চলে না।
  • Bhuto | ২১ জুলাই ২০০৯ ১৪:১৭ | 59.93.176.216
  • কিন্তু কৈ সান্দা কি সত্যি ই গেল? র-দার কথা ফললো না তো ? সাথে বোধিদাও চুপ, কমরেড বোধিদা গেলেন কই।
  • dipu | ২১ জুলাই ২০০৯ ১৪:১৫ | 207.179.11.216
  • কল্কেতায় গ্যাছো গ্যাছো, তাই বলে দোতলায় উঠে ঘ্যাম নেওয়ার তো কিছু হয়নি! ;-)
  • Bhuto | ২১ জুলাই ২০০৯ ১৪:১৫ | 59.93.176.216
  • ঃ) বৈ দার মতো না হলেও , নেটজীবনে অন্তত যথেষ্টই কুল , ব্যক্তিগত অবসার্ভেশন ।
  • Arpan | ২১ জুলাই ২০০৯ ১৪:১৩ | 121.247.232.166
  • হ্যাঁ। আমিও কাল সরকারি অফিসে হিসুর গন্ধের মধ্যে সাড়ে তিনঘন্টা দাঁড়িয়ে থাকলাম। ওনাদের বদান্যতায় ("অনিচ্ছাকৃত ভুলে') আধঘন্টার কাজ সারতে এতক্ষণ লেগে গেল।

    কাউকে কিন্তু ভুলেও খিস্তি মারিনি।
  • Bhuto | ২১ জুলাই ২০০৯ ১৪:১৩ | 59.93.176.216
  • আজ ২১শে জুলাই, তৃণমূলের শহীদ দিবস। সাথে আরো অনেক কর্মসূচী। অফিসিয়াল টাইম ১-৩ পি এম। গেলেই ফাঁসবে। না যাওয়া ভালো।
  • r | ২১ জুলাই ২০০৯ ১৪:১৩ | 125.18.104.1
  • দীপাঞ্জনের ত্রিপিটকমূহুর্ত সমাগতপ্রায়। ;-)
  • d | ২১ জুলাই ২০০৯ ১৪:১১ | 121.245.25.1
  • না না ভুতো লোকে ভুল করেও আমাকে "কুল' বলবে না।
  • r | ২১ জুলাই ২০০৯ ১৪:১১ | 125.18.104.1
  • উরিব্বাবা! আজ তো চারদিকে ম্মাম্মামা। কাতারে কাতারে লরি আর বাসে ম্মাম্মাম্মা। এত ম্মাম্মামা আগে কখনও দেখি নি। আজ সন্ধের দিকে রবীন্দ্রসদন চত্বরে দরকার ছিল। হবে না। ম্মাম্মাম্মা।
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১৪:০৯ | 61.95.144.123
  • আজ শহীদ তর্পণ আর ম্মাম্মাম্মাকে অভিনন্দন জানানো হবে। ধর্মতলায় যেওনি - বেন্টিঙ্ক স্ট্রীট সেই সকাল সওয়া নটায় বন্ধ করে দেছে। সিআর অ্যাভিনিউ, মেয়ো রোড - সব বন্ধ।
  • d | ২১ জুলাই ২০০৯ ১৪:০৮ | 121.245.25.1
  • *বল তো?
  • Bhuto | ২১ জুলাই ২০০৯ ১৪:০৮ | 59.93.176.216
  • এই রে, যদিও পোষ্কার বোঝা যাচ্ছে তবুও, মাঝে দ-দি এসে যাওয়ায় অফিসিয়াল ডিঃ দিয়ে দি

    আগের 'কুল' কমেন্টটি র-দা কে।
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১৪:০৮ | 61.95.144.123
  • নবরত্ন খুউউউল ট্যাল্‌কের পরের ভার্সনে স্টারিং - ওয়ান অ্যাণ্ড ওনলি র - ঠাণ্ডা ঠাণ্ডা খুউউউল খুউউউউল;-)
  • d | ২১ জুলাই ২০০৯ ১৪:০৭ | 121.245.25.1
  • হ্যাঁ রাঙা, তোকে কেন ক্যালাব না ব্ল তো?

    আজ নাকি কলকেতায় মাম্মাম্মাকে ধন্যবাদ না অভিনন্দন কি যেন একটা জানানো হবে? ইশ্‌শ আমার ধর্মতলা অঞ্চলে কাজ ছিল। ঃ( :-X
  • stoic | ২১ জুলাই ২০০৯ ১৪:০৪ | 160.103.2.224
  • লাইফ ইজ শর্ট অ্যান্ড আনসার্টেইন। ভাটের ভোক্যাব অনুযায়ী আঃ কঃ বাঃ। মহাবিশ্বের স্পেস-টাইম স্কেলে আপনার একজিস্টেন্স মিলিসেকেন্ড মাত্র। তাই খচে গিয়ে সেই মহামুল্য মিলিসেকেন্ড নষ্ট করবেন না। আর সব বিষয়ে বেশি কম্প্রোমাইজ করতেও যাবেন না। ঃ)
    (ডিঃ মঃ)
  • Bhuto | ২১ জুলাই ২০০৯ ১৪:০৪ | 59.93.176.216
  • তুমি তো আল্টিমেট কুল বাডি ;)
  • d | ২১ জুলাই ২০০৯ ১৪:০৩ | 121.245.25.1
  • অনেকবছর নেটে হয়ে গেল তো ...... এখন কেউ "চলে যাচ্ছি' টাইপ বিবৃতি দিচ্ছে দেখলেই ভসভসিয়ে হাসি পায়।
  • intellidiot | ২১ জুলাই ২০০৯ ১৪:০৩ | 220.225.245.130
  • ঃ-)
  • r | ২১ জুলাই ২০০৯ ১৪:০২ | 125.18.104.1
  • আমাদের দেখে তো লোকে শিক্ষে নিলেও পারে।

    লালগড়, দার্জিলিং, মঙ্গলকোট, বাংলা বন্ধ, শহীদ দিবস, পরিবহণ ধর্মঘট, লাগাতার পরিবহণ ধর্মঘট। এখনও রাস্তায় কাউকে পেটাই নি, খুন করি নি, মায় খিস্তিখাস্তাও করি নি। শান্তভাবে আসছি যাচ্ছি, কাজ করছি। ;-)
  • intellidiot | ২১ জুলাই ২০০৯ ১৪:০১ | 220.225.245.130
  • আমি বাপু আবার হালুয়া ছাড়া গাজর-টাজর একদম পছন্দ করি না।
  • dipu | ২১ জুলাই ২০০৯ ১৪:০০ | 207.179.11.216
  • গাজর?! কেন? ইস্‌স্‌স
  • Bhuto | ২১ জুলাই ২০০৯ ১৩:৫৯ | 59.93.176.216
  • তা তোমার গাজরপ্রীতিটা বাপু বরাবরই একটু বেশী ;)
  • Bhuto | ২১ জুলাই ২০০৯ ১৩:৫৭ | 59.93.176.216
  • ওরে টেরেনিং এ থাকাটাও সেফ রে,খাচ্ছি দাচ্ছি আর শেখার ফাঁকে ভাটাচ্ছি।
  • h | ২১ জুলাই ২০০৯ ১৩:৫৭ | 206.195.19.58
  • সিরিয়াসলি কেউ খচে নি। জাস্ট গাজর নেই তাই অমন কচ্চে।
  • stoic | ২১ জুলাই ২০০৯ ১৩:৫৬ | 160.103.2.224
  • চাপ টা এগজ্যাক্টলি কি নিয়ে ? লোকজন এত খচে গেছে(ন) কেন?
    (আমি আবার কিঞ্চিত স্লো)
  • sinfaut | ২১ জুলাই ২০০৯ ১৩:৫৬ | 203.91.207.30
  • এই তোর ট্রেনিং? সারাদিন দেখা নেই এদিকে গুরুতে ভাট হচ্ছে?
  • intellidiot | ২১ জুলাই ২০০৯ ১৩:৫৪ | 220.225.245.130
  • একি, চলে যাবে কেন? কি কেলেংকারিয়াস কথা। আর যেতে চাইলেই যেতে দেওয়া হবে এমন তো কোন কথা নেইকো।

    যাওয়াটাওয়া ক্যানসেল। এসো চাড্ডি ভাট বকি ঃ-)
  • Bhuto | ২১ জুলাই ২০০৯ ১৩:৫১ | 59.93.176.216
  • তা মনটাকে একটু মানিয়ে নিলেই তো পারো ঃ)
  • h | ২১ জুলাই ২০০৯ ১৩:৪৯ | 206.195.19.58
  • ওহ ওকে। ছোটো থেকে বিভিন্ন টাইপের বকুনি খেয়ে খেয়ে, মনের জোর কমে গেছে ঃ-)
  • r | ২১ জুলাই ২০০৯ ১৩:৪৬ | 125.18.104.1
  • বোধি উল্টো চাপ খায় কেন? সায়ন সিগারেটের ধোঁয়ার জন্য একটু বাইরে গেছে। নাটক নিয়ে ওর কোনো আপত্তি নাই। ;-)
  • dipu | ২১ জুলাই ২০০৯ ১৩:৪৫ | 207.179.11.216
  • যাঃ!!! ই কি!
  • h | ২১ জুলাই ২০০৯ ১৩:৪৪ | 206.195.19.58
  • যা বাবা, সায়ন্তনের আবার কি হল? ভাই আমি তর্ক করলাম বলে যদি যাও, তাইলে খারাপ লাগছে। দিল পে নিচ্ছো কেন, সবাই তো জাস্ট ভাটাচ্ছে। সব সময় সুন্দর অথবা মজার কথা কি করে হবে। বিষয় গুলো তো চাপের ঃ-) তাই বলে চলে গেলে হবে?
  • Bhuto | ২১ জুলাই ২০০৯ ১৩:৪৪ | 59.93.176.216
  • এই রে, সায়নদা , কি হলো?
  • Sayantan | ২১ জুলাই ২০০৯ ১৩:৪১ | 125.22.97.34
  • বাই বাই জনতা। আর ভাল্লাগছে না। বহুবছর আগে এই সাইটে আসা, কারুর ডাক শুনে, দুদন্ড শান্তিতে কাটানোর জন্য। তো কাজ-সংসারের বাইরে চেয়েচিন্তে অশান্তি আর ভালো লাগে না। তাই চললাম। সকলের ভালো হোক।
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১৩:৩৩ | 61.95.144.123
  • আমার Home UL 750 Plus
  • h | ২১ জুলাই ২০০৯ ১৩:৩৩ | 206.195.19.49
  • না মানে ষাটের বা সত্তরের দশকের ব্রেখটিয়ান বামপন্থী উৎপল দত্ত, আর এখনকার অসংখ্য মিডিয়া হাউজের সমর্থন পাওয়া, কেন্দ্রীয় সরকারের ঘনিষ্ঠ রাজনীতিক দের সমর্থন পাওয়া ব্রাত্য বসু কে 'আক্রান্ত' শিল্পী হিসেবে এক করে দেখা টা একটু হাল্কা চাপের। প্রতিভা আর অবদান নামক বিতর্কিত বস্তুগুলি নিয়ে বিতর্ক যদি নতুন করে নাও করি। অবদান ব্যাপারটা অবশ্য পোলিটিকাল কনটেক্‌স্‌ট অনুযায়ী আরো রূপবদল হবে। তবু আমি বলবো, যদি শো ক্যানসেল হয়েই থাকে, মোটেও কিসু ভালো হয় নি, শিল্পী ব্রাত্য বসু রাজনৈতিক মতামতের জন্য যদি সামাজিক সমস্যার মুখে পড়ে থাকেন, সেটা খুব-ই নিন্দনীয়। অনেকে বলেন, শিল্প আক্রান্ত হলে বা আক্রান্ত হিসেবে প্রচারিত হলে, তার গ্ল্যামার বাড়ে। আমি তাঁদের দলে নেই। কারণ অকারণে বই বা নাটক ব্যান হলে তাকে সমর্থন করার কোন কারণ খুঁজে পাই না। মার্টিন আমিস বা সালমান রাশদি দু ধরণের ইসলামোফোবিয়া কে ইনস্টিটিউশনালাইজ করেছেন। এটা জেনে নিয়েই তাঁদের লেখা পড়ে থাকি। ইসলামোফোবিক দের বক্তব্য জানা -র প্রয়োজন হলেই পড়ি। ব্যান করা কে সমর্থন করা যায় না, প্রাতিষ্ঠানিক বা সামাজিক অসহযোগিতা কেও সমর্থন করা যায় না।
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১৩:১৩ | 61.95.144.123
  • আমার উইন্ডোজ ফায়ারওয়াল অলরেডি ডিজেবল করা। এফ সিকিওরের ফায়ারওয়ালও ডিজেবল করে চেষ্টা করলুম - কিস্যু হল না। মিউটরেন্টের তলায় ওই লাল-হলুদ-সবুজ আলো জ্বালায় না - লাল হলে নেটওয়ার্ক কনফিগারেশন প্রবলেম, হলুদ হলে ইনডিটারমিনেট, সবুজ হলে ঠিকঠাক - তো স্ল্যাকওয়ারের টরেন্টটা চালালে সবুজ থাকে, বাকি মুভি টরেন্টগুলো চালালে কিছুক্ষণ সবুজ থেকে তাপ্পর হলুদ হয়ে যায়। কখনো কখনো লালও। স্পীড চেকার মেনুতে গিয়ে পোর্ট চেক করলে বলে পোর্ট ব্লকড। অথচ ফায়ারওয়ালে আমি P2P-র জন্যে এক গুচ্ছ পোর্ট খুলে রেখেছি। তার মানে স্ট্যাটিক আইপি না হলে এটা কাজ করবে না।
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১৩:০৯ | 61.95.144.123
  • সেদিন পোর্ট ফরোয়ার্ডিং করব ভাবছিলুম - কিন্তু ওর জন্যে স্ট্যাটিক আইপি চায়। আমি এই ল্যাপিটাই আপিসে আনি বলে স্ট্যাটিক আইপি করি না - করলে আপিসে এসে ঝামেলা হবে (সম্ভবতঃ)।
  • sinfaut | ২১ জুলাই ২০০৯ ১৩:০৪ | 203.91.207.30
  • অরিজিত তোমার স্পিড এত কম হওয়ার তো কথা না। কোন প্ল্যান? upnp + port forwarding এসব করে দেখতে পারো। আর দেখো কোনো পোর্ট ব্লক কিনা। আপিসে কম স্পিড হওয়া স্বাভাবিক, হয়তো অনেক কিছু ব্লক করা আছে। কিন্তু বাড়িত আমার ৫৫০c+ প্ল্যানে হামেশা ১৮০-২২০ কেBপিএস উঠতো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত