উফ্ফ। বলতে চাইলাম অ্যানালিটিকসে সমস্ত ওপনিং ফ্রিজড। মানে কলকাতায়। বেঙ্গালুরু গুরগাঁও তে ঠিকই হায়ারিং চলছে। অসহ্য। অসহ্য।
san | ১৭ জুলাই ২০০৯ ১১:৩৮ | 121.50.4.34
সিকি একটি @#$%[&*!
ayAnaaliTikase samast opani`m phrijaD :-((
lcm | ১৭ জুলাই ২০০৯ ১১:৩৮ | 69.236.168.107
বাহ! এই বাজারে শমিক-এর হাতে তো প্রচুর অফার। কাঁপাকাঁপি তো! কিন্তু, কগনি টা কি?
Samik | ১৭ জুলাই ২০০৯ ১১:৩২ | 122.162.236.49
বাংলালাইভের লেখার কল আর মামুর লেখার কল একই প্রিন্সিপ্লে তৈরি। কিন্তু একটা ছোট্ট জাভাস্ক্রিপ্ট ফাংশনের তফাৎ আছে। সেই জন্যেই বালাতে স্পেস না দিলে শব্দটা বাংলায় ফুটে ওঠে না, আর এখানে লেখার সাথে সাথে বাংলা ফুটে ওঠে।
বাস এক ছোটি সি জাভাস্ক্রিপ্ট। মেন্টোসের অ্যাডটা মনে পড়িয়ে দেয়। দিমাগ কি বাত্তি জলা দে। "দদ্দু?'
Samik | ১৭ জুলাই ২০০৯ ১১:৩০ | 122.162.236.49
স্যান, আইবিয়েম আর কগনি আমাকে তো ডেকে ডেকে হেদিয়ে গেল। কগনির অফার লেটার তো এমনি এমনি রিজেক্ট করে দিলাম গত বছর। আর আইবিয়েমের লোক আমি কলকাতায় পোস্টিং দিলে অফার অ্যাক্সেপ্ট করব না শুনে কী রেগে গেল! ঃ-)
কিন্তু বন্ধ-এর এই চক্র থেকে পশ্চিমবঙ্গ কিছুতেই বেরোতে পারছে না। বিশেষ করে কেন্দ্রে যখন কংগ্রেস ক্ষমতায় তখন প্রতিবাদের রাস্তা হিসেবে কোনো ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচ নিলে কংগ্রেস বোধহয় ভালো করত। বন্ধ তারাই ডাকে, যাদের ডাক/কথা/প্রতিবাদ কেউ শোনে না, যাদের আর কোনো উপায় নেই। কংগ্রেস বা সিপিএম বা তৃণমূল - এদের আর বন্ধ ডেকে প্রতিবাদ বা নিজেদের বক্তব্য মিডিয়াকে জানানোর প্রয়োজন আছে বলে মনে হয় না।
san | ১৭ জুলাই ২০০৯ ১০:৫৪ | 121.50.4.34
কেউ আমাকে কোলকাতায় একপিস চাক্রি দেয়না কেন
san | ১৭ জুলাই ২০০৯ ১০:৫৩ | 121.50.4.34
আমি কোলকাতা যেতে চাই ঃ-((( ছমাস হয়ে গেল
lcm | ১৭ জুলাই ২০০৯ ১০:৫১ | 69.236.168.107
বাংলা লাইভের ব্রাউজার বেস্ড বাংলা লেখার সফটওয়্যারটি বেশ ভালো, ইন ফ্যাক্ট বাংলা লাইভের এই কাজকে (২০০০-২০০১) প্রায় পাথ ব্রেকিং বলা যায়। কিন্তু, ওরা সিডি-তে key ring যে সফটওয়্যারটি বিক্রি করে সেটা তত ভালো নয়।
dipu | ১৭ জুলাই ২০০৯ ১০:৪৯ | 207.179.11.216
ইস্স্স। বন্ধ হয়ে তবে আর কি লাভ হল!
sinfaut | ১৭ জুলাই ২০০৯ ১০:৪৬ | 203.91.207.30
যদি নিজের চেষ্টায় না আসতাম তাহলে ভোর পাঁচটায় গাড়ি এসে টেনে তুলে আনতো। ঃ((
sinfaut | ১৭ জুলাই ২০০৯ ১০:৪৬ | 203.91.207.30
রিক্সায়।
r | ১৭ জুলাই ২০০৯ ১০:৪০ | 59.161.183.116
আপিস গেলি কি করে?
dipu | ১৭ জুলাই ২০০৯ ১০:৩৫ | 207.179.11.216
ছুটি নেই আজকে?!
sinfaut | ১৭ জুলাই ২০০৯ ১০:৩১ | 203.91.207.30
আপিসে এইমাত্তর বঙ্গলিপি ডাউনলোড করলাম। একলাইন লিখে দেখলাম। দারুণ। যেরকম ঝামহীন ভাবে মালটা ইন্সটল হয়ে গেল তাতেই আমি ন্যাড়াসারকে অনেক অনেক ধন্যবাদ দিলাম। আর বোঝাই যাচ্ছে, লিখতেও কোনো চাপ হবে না। ব্যাপক হয়েছে। একটু লেট হয়ে গেল, এতদিনে টেস্ট করলাম।
r | ১৭ জুলাই ২০০৯ ১০:২৭ | 59.161.183.116
*নেটে বাংলা লেখা
r | ১৭ জুলাই ২০০৯ ১০:২৬ | 59.161.183.116
আমার বাংলা লেখা শুরু বাংলালাইভের সফ্টওয়ার দিয়ে। ঈশেনের সফ্টওয়ার মনে হয় সেই একই প্রিন্সিপলে তৈরি।
lcm | ১৭ জুলাই ২০০৯ ০৯:৪৬ | 69.236.168.107
সত্যিই, বাংলা লেখার সহজ উপায় তৈরীর জন্য সৈকত (বাংলা জার, জাভা এডিটর) আর সম্বিৎ (বঙ্গলিপি)-এর কাজ নিঃসন্দেহে প্রশংসনীয়। আশা করা যায় ওপেন সোর্স (জাভা বেস্ড) বাংলা এডিটরের জগৎ-এ এই দুটি সফটওয়ার স্থায়ী জায়গা করে নেবে। এর আগে কমার্শিয়াল কাজ অনেক হয়েছে, বাংলাদেশের অনেকেই দারুণ কাজ করেছেন... এখনও করছেন। বাংলাদেশের একটি ছেলে (ঢাকায় সিমেন্স-এ চাকরি করত, নামটা মনে নেই) আলপনা বানিয়েছিল, ফোনেটিক্স নয়, কিন্তু রেণ্ডারিং ভালো ছিল, আর সে সময় ৯৫-৯৬ এ খুব বেশী অপশন ছিল না।
Samik | ১৭ জুলাই ২০০৯ ০৮:২২ | 122.162.236.205
ব্যাকলগঃ
১। সমস্ত দিল্লি জুড়েই ভেজ মোমো (বাঁধাকপি) আর চিকেন মোমো পাওয়া যায়। এমংকি দিল্লি হাটেও।
২। কাল সাড়ে ছ ঘন্টা কন্কলে ছিলাম। একটানা। তার পরে .... না, থাক।
৩। সিফোঁকে ঃ ভিস্তায় স-অ-ব চলে। আমি মামুকে যেটা বানিয়ে দিয়েছি সেটাতে বাংলিশ থেকে বাংলাপ্লেন, বাংলাপ্লেন থেকে ইউনিকোড সব আরামসে চলে। আমার তরফ থেকে টেস্টেড, মামু বোধ হয় এখনও টেস্ট করে দেখার টাইম পায় নাই। এই জিনিসটা একসাথে একটা টমক্যাট ইঞ্জিনেও চলবে, আলাদা আলাদা করে স্ট্যান্ড অ্যালোন মেশিনেও চলবে। বেসিক কোড গুরু থেকেই নেওয়া।
৪। জিনিসটা আরও এনহ্যান্স করা যায়, যেমন বোল্ড ইটালিক্স আন্ডারলাইন ফন্ট কালার ইত্যাদি। তো তার জন্যে আরও চার-ছদিনের ডেডিকেটেড সাধনা লাগবে, যেটা গত তিন মাসে আমি এখনও পেরে উঠি নি। আশা নিয়ে ঘর করি আশায় পকেট ভরি, একদিন পেয়ে যাবো বাকি দু আনা।
৫। স্যান, দেরিতে শুলে আর দেরিতে উঠলে কেউই মোটা হয় না। প্রমাণ, আমি। ওটা যার যার ব্যক্তিগত ব্যাপার।
h | ১৭ জুলাই ২০০৯ ০৮:০৯ | 61.95.144.10
আবগারি আর এফ এল শপ কে এসেনশিয়াল সার্ভিস হিসেবে বন্ধে ছাড় দেওয়া উচিত। এমন বরষার দিনে হাতে শুধু একটা হাফ অ্যান্টিকুইটি। দুপুর-বিকেল-সন্ধের কথা ভেবে ভেবে সকাল থেকেই মনটা কেমন খাঁ খাঁ করছে।
lcm | ১৭ জুলাই ২০০৯ ০৬:০৮ | 128.48.7.125
উইনডোজ ভিস্তা-তে বঙ্গলিপি আর বাংলা-ডট-জার - দুটো ই চলে। কোনো অসুবিধে নেই। উইনডোজ সেভেন-এও চলে, এক্সপি-তে তো চলেই। এই সব ওপেন অফিস টফিস এর ঝামেলায় যাবার দরকারই নেই, মানে জাস্ট বাংলা টাইপ করে .rtf এ সেভ করবার জন্য। দুটো এডিটরই সিম্পল, ঝক্কিহীন।
papiya | ১৭ জুলাই ২০০৯ ০৫:২৫ | 74.192.194.238
আমাদের কাল বিকেলে বৃষ্টিপাত হয়েও ১০৪ থাকবে ঃ((((
lcm | ১৭ জুলাই ২০০৯ ০৩:৪৬ | 128.48.7.125
সে কি! তাহলে এতদিন কত ছিল? ১০৫+ ?
Du | ১৭ জুলাই ২০০৯ ০৩:০৫ | 65.124.26.7
এখানে সবাই খুব খুশি কাল শৈত্যপ্রবাহ আসে্ছ বলে। কাল থাকবে ৯৮ ঃ)
intellidiot | ১৭ জুলাই ২০০৯ ০০:১৭ | 59.164.3.66
আরে ধুস্স... ওটা তো ছ-এ-ছড়িয়ে-ছাড়াক্কার হয়েছিল। একটা নাটকের থ্রেডে ঘুমচোখে হড়হড় করে লিখে ফেলেছিলাম। তখন প্রায় সকাল চারটে, ঘুমচোখে যাতা ছাড়ানো যাকে বলে আরকি। যিনি সুতোটা খুলেছিলেন তিনি আর কিছু লিখলেনই না ঃ-(
ইন্টেলি কি একটা লিখতে শুরু করেছিলে না? আরো বেশি বেশি করে লেখো। দিব্যি হচ্চিলো।
intellidiot | ১৬ জুলাই ২০০৯ ২৩:৫৮ | 59.164.3.66
আচ্ছা, তাই হবে তাইলে ঃ-)
Tim | ১৬ জুলাই ২০০৯ ২৩:৫৭ | 198.82.167.98
ল্লেহ্। সব বলে দিলে আর গোয়েন্দা কি করবে? এসবের উত্তর পাওয়ার জন্যও গপ্পটা পত্তে হবে। ;-)
intellidiot | ১৬ জুলাই ২০০৯ ২৩:৫৫ | 59.164.3.66
গোয়েন্দা ভূত টা কি গোয়েন্দাগিরি করতে গিয়ে টপকেচে নাকি টপকানোর পরেই গোয়েন্দাগিরি শুরু করেচে?
Tim | ১৬ জুলাই ২০০৯ ২৩:৫২ | 198.82.167.98
তোকে বরম জারে রাখা পুলি দেবো।
Tim | ১৬ জুলাই ২০০৯ ২৩:৫১ | 198.82.167.98
আমার গোয়েন্দা ভূতের গপ্প লেকার ইচ্ছে আছে অনেকদিনের। প্লট খুঁজচি এখন। শুদু বিষ্টিটা শিগ্গির না কমলেই হলো। ঃ)
Blank | ১৬ জুলাই ২০০৯ ২৩:৪৭ | 59.93.210.138
রঞ্জন দা ভ্যা ডের কার্ড কিনচে দোকানে দাঁড়িয়ে। এমনি এট্টা ছবি তুলতে পারলে আমার পুলিত্জার আটকায় কে?
intellidiot | ১৬ জুলাই ২০০৯ ২৩:৩৯ | 59.164.3.66
কিন্তু কম্পুতে অর্কুট ডিলিট করে দেয় কেমন করে?
intellidiot | ১৬ জুলাই ২০০৯ ২৩:৩৮ | 59.164.3.66
কেলেংকারিয়াস
ranjan roy | ১৬ জুলাই ২০০৯ ২৩:৩৩ | 122.168.23.170
আরে, আমার মেয়েরা আমাকে অর্কুটে দেখলে সুপুরি দেবে বলেছে। যখনই মওকা পায় আমার কম্পূতে অর্কুট ডিলিট করে দেয়। ওদের মতে আমার অর্কুটে যাওয়া উচিৎ নয়, ভ্যালেন্টাইন কার্ড কেনা উচিৎ নয়। আর অর্কুট ও ফেসবুক থেকে আমার অনেক চেনা নামের (অর্থাৎ যাদের নাম আমার গুগল্ অ্যাড এ আছে) লোকজনের রিকোয়েস্ট পাই। আমি হ্যাঁ করে দিতাম। তারপর তার জানাতো যে ওরা ""আদৌ রিকোয়েস্ট করেনি।'' ওটা নাকি সাইট থেকেই টোপ ফেলা হয়। রেসপন্স করতে নেই, কি গেরো! কথাটা কি সত্যি? এরকম হয়?
d | ১৬ জুলাই ২০০৯ ২৩:২৪ | 117.195.39.96
মানে বলতে চাইছি যে সেলিব্রিটিদের নিয়ে কর, কিন্তু ..... মোটেও ভাল লাগল না এটা।
রঞ্জনদার অর্কুটে অ্যাকাউন্ট আছে তো। রঞ্জনদা একদিন আমাকে ফ্রেন্ডস রিকো পাঠালেন। অ্যাকসেপ্ট করলাম। তারপর দেখি আমি একাই আছি ওনার বন্ধু লিস্তিতে। আর উনি বোধহয় অর্কুট অ্যাকসেসও করেন না। ঃ)
I | ১৬ জুলাই ২০০৯ ২৩:২২ | 59.93.220.125
ছড়াচ্ছে বললে ঠিক হত।
d | ১৬ জুলাই ২০০৯ ২৩:২০ | 117.195.39.96
ইকিরে ভাই!! একজন অনুপস্থিত লোক, সেলিব্রিটি নয়, (নির্ঘাৎ নয়, কারণ আমি নাম শুনি নি) তাকে নিয়ে এরা বসে বসে পিএনি্পসি করছে?? ছড়া কাটছে??
I | ১৬ জুলাই ২০০৯ ২৩:১৭ | 59.93.220.125
তাঁর পাঞ্জাবীটা লাল তিনি বিপ্লব সুশীল পাল তাঁকে সুশীল বলা বারণ
কারণ, তিনি আমাদেরই লোক হোক, আমাদের জয় হোক
কিন্তু জয় বললেও ব্যথা আমার জয়দেব বলার কথা
তাহলে কেন্দুলিতেই চলো (সকলে )জয় মঙ্গলকোট বলো।
না না না মঙ্গলে না তোরা সব লালগড়ে যা
pi | ১৬ জুলাই ২০০৯ ২৩:১৩ | 128.231.22.89
রঞ্জনদা, অক্কুটে একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন ঃ) এ জীবনে বিপ্লবটা অন্তত দেখে যেতে পারবেন ঃ)
Ishan | ১৬ জুলাই ২০০৯ ২৩:০৪ | 12.163.39.254
ঐ কাব্যিটা অক্ষর করকমলে প্রদত্ত। অক্ষ বুঝিলেই চলিবে। ঃ)
ranjan roy | ১৬ জুলাই ২০০৯ ২৩:০৪ | 122.168.23.170
আচ্ছা, দিশি গোয়েন্দা গল্পের কি হোলো? শ্রাবণী ও টিম? অনেকদিন লিখছেন না। জমিয়ে আবার নামান, এমনি বর্ষণঘন রাতে পড়তে ভালো লাগবে। আর ভূতের গপ্পো?
ranjan roy | ১৬ জুলাই ২০০৯ ২৩:০১ | 122.168.23.170
বি এম আই এর ফর্মূলা ভুলে গেছি। কেউ ধরিয়ে দাও না, কাল থেকে কাজে লাগাবো। রিটায়ারমেন্টের পর ডাক্তারের বিল কম দেব।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন