এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ২৩ জুলাই ২০০৯ ১৮:২২ | 117.194.96.124
  • না না একটা গাড়ি ছিল।প্রথম থেকে শেষ অবধি।

    উঙ্কÄল শ্যাম বর্ণ হওয়াতে, রং কালো হওয়া নিয়ে চাপ নেই । ঃ-)))
  • Samik | ২৩ জুলাই ২০০৯ ১৮:১৭ | 219.64.11.35
  • বিকানের থেকে কি বাসে ফিরলে?

    গায়ের রং কতটা কালো হল?
  • Arijit | ২৩ জুলাই ২০০৯ ১৮:১৬ | 61.95.144.123
  • আমার মোবাইলে ছবি তুলতে গেলে বলে নট ইনাফ মেমরি - তাপ্পর রিস্টার্ট করে একটা ফটো ওঠে, দিয়ে ফের ওই এক কথা বলে। বয়স হয়েছে তো।
  • Arijit | ২৩ জুলাই ২০০৯ ১৮:১৫ | 61.95.144.123
  • কেন ভাল্লাগবে না লিখি -

    (১) গোটা গল্পের বিল্ড-আপ - অর্থাৎ horcrux-এর ব্যাপারটা কিভাবে এলো, টম রিডলকে নিয়ে ঘটনাগুলো - ব্যাকগ্রাউণ্ড - পুরো বাদ। শুধু স্লাগহর্নের মেমরিটা দিয়ে কি কিছু বোঝা যায়?

    (২) সিনেমা দেখে লোকে ভাবতেই পারে হঠাৎ হাফ ব্লাড প্রিন্স কেন নাম হল। বইটা নিয়ে হ্যারির অবসেশন, প্রিন্স কে সেটা নিয়ে হারমায়োনির সন্দেহ, লেভিকর্পাস - কিস্যু নেই।

    (৩) হ্যারিকে কেন পিভেট ড্রাইভে থাকতে হত সেই এক্সপ্ল্যানেশনটা নেই - সেটা মনে হয় অর্ডার অব দ্য ফিনিক্স থেকেই নেই - যেখানে বই অনুযায়ী ডাম্বলডোরের "পেটুনিয়া, রিমেম্বার মাই লাস্ট' হাউলারটা আসার কথা।

    (৪) ব্যাটল অব হগওয়ার্টস পুরো বাদ। শেষে হ্যারি ছাগলের মত নীচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যে স্নেপ ডাম্বলডোরকে মারলো - বইয়ে হ্যারি বডি-বাইণ্ড কার্সে অসহায়ভাবে পড়ে ছিলো।

    (৫) হ্যারি আর জিনির সম্পর্কটা ঠিক জমলোই না - বইয়ে ওই কিডিচ ম্যাচের মধ্যে দিয়ে জিনিসটা অনেক ভালো ছিলো।
  • Bratin | ২৩ জুলাই ২০০৯ ১৮:১৫ | 117.194.96.124
  • ভালো। তবে শেষ দিন বিকানীর থেকে ৫১৬ k.m দূরত্ব পেরিয়ে দিল্লী আসা একটু চাপ হয়ে গিয়েছিল ।
  • Bhuto | ২৩ জুলাই ২০০৯ ১৮:১৩ | 203.91.193.7
  • ক্যামেরা নেই, মোবাইলেও না? অন্য কারুর ও না?
    যাহ পুরো বেহালা কেস হয়ে গেল ঃ(
  • Samik | ২৩ জুলাই ২০০৯ ১৮:১২ | 219.64.11.35
  • ব্রতীন, কেমন ঘুরলে?
  • Bratin | ২৩ জুলাই ২০০৯ ১৮:০৮ | 117.194.96.124
  • বুনানের performance খারাপ হয়ে যাচ্ছে ঃ-))
  • Arijit | ২৩ জুলাই ২০০৯ ১৭:৫৬ | 61.95.144.123
  • হ্যারি পটারের বইয়ের ভক্ত যারা তাদের হাফ ব্লাড প্রিন্স সিনেমাটা এক্কেরে ভাল্লাগবে না।
  • rabaahuta | ২৩ জুলাই ২০০৯ ১৭:৪৭ | 121.241.111.12
  • :P
  • Samik | ২৩ জুলাই ২০০৯ ১৭:৪২ | 219.64.11.35
  • আছে। এখানেই ডাকবে? নাকি আড়ালে? ঃ-)
  • rabaahuta | ২৩ জুলাই ২০০৯ ১৭:৩৭ | 121.241.111.12
  • বিলকুল। তবে আমার কেমন মনে হচ্ছিল আরো কে কে যেন এদিকে আছে? নাকি ভুল করছি...
  • Samik | ২৩ জুলাই ২০০৯ ১৭:৩৩ | 219.64.11.35
  • ওহো, ভুলে গেছিলাম।

    তা হলে কি আমরা তিন? ফরিদাকে টেনে নিতে পারি। সে এখন চেন্নাইতে ইডলি ধোসা খাচ্ছে। সোম্বার ফিরবে।
  • rabaahuto | ২৩ জুলাই ২০০৯ ১৭:৩২ | 121.241.111.12
  • ঐশিক তো লুরুতে?
  • Samik | ২৩ জুলাই ২০০৯ ১৭:২৮ | 219.64.11.35
  • আমারও তো তাই। ইন্টেলি ঐশিক তা হলে হুতোর বাড়ি চলে এসো, হুতোর গাড়িতে করে যমুনাকিনারে বা দিলশাদবাগানে চলে যাও, আমি আমার গাড়িতে করে দিলশাদবাগানে চলে যাবো। কাশ্মীরি গেটে গিয়ে মীট করে নিলেই হয়।
  • rabaahuta | ২৩ জুলাই ২০০৯ ১৭:২১ | 121.241.111.12
  • হ্যাঁ, আমার অবশ্য যমুনা ব্যাঙ্ক ও একই রকম। আর ইন্টেলির আমার এদিকে চলে আসাটা সুবিধেজনক হলে, একসঙ্গেও যাওয়া যায়। আমি কোনো একটা মেট্রোস্টেশনে গাড়ি রেখে মেট্রোয় চাপবো।
  • intellidiot | ২৩ জুলাই ২০০৯ ১৭:০২ | 220.225.245.130
  • আরে না না চাপ হবে না। পহোচ যাউঙ্গা ম্যাঁয় , একদম ইগজ্যাক্ট টাইমে পে... কিসি ভি তরিকেসে
  • Samik | ২৩ জুলাই ২০০৯ ১৬:৪৭ | 219.64.11.35
  • সেক্টর বারো থেকে দিলশাদ গার্ডেন চাপ হয়ে যাবে না তো? আদারওয়াইজ দিলশাদ গার্ডেন আমার বাড়ির সবথেকে কাছে। রবাহুতোরও তাই হবে।
  • Arijit | ২৩ জুলাই ২০০৯ ১৬:৪২ | 61.95.144.123
  • ক্যামেরা কোত্থেকে পাবো? আর তাছাড়া আমি হাফ ব্লাড প্রিন্স দেখছি এখন।
  • intellidiot | ২৩ জুলাই ২০০৯ ১৬:৩১ | 220.225.245.130
  • অটোআপডেট বাজে... কি বলেরে ভাই। আমার মনে হয় আমার ভালো ভালো আইডিয়াগুলো পাব্লিকে বোঝেই না। আমি হয়তো বেশ কিছু বছর এগিয়ে ভাবি।
  • intellidiot | ২৩ জুলাই ২০০৯ ১৬:৩০ | 220.225.245.130
  • হ্যাঁ হ্যাঁ, দেখি কেমন তুমি পোর্টেট টাইপের ছবি তুলতে পারো ;-)
  • shrabani | ২৩ জুলাই ২০০৯ ১৬:২৯ | 124.30.233.101
  • আসলে ওটা তীজ সেলিব্রেশনই হবে। তীজে লোকে বহুত সাজে, শ্বশুরবাড়ি না বাপেরবাড়ি কোথা থেকে একটা শৃঙ্গার তত্বও আসে।ঃ)
  • Blank | ২৩ জুলাই ২০০৯ ১৬:২০ | 170.153.65.102
  • হ্যাঁ অজ্জিত দা ছবি তোলো। (রঙ্গোলীর নয়)
  • Bhuto | ২৩ জুলাই ২০০৯ ১৬:১৯ | 203.91.193.7
  • অজ্জিতদা, ছবি তোলো, পাঠাও।
  • Arpan | ২৩ জুলাই ২০০৯ ১৫:৫৯ | 122.252.231.12
  • অরিজিত, এরম কেসে গোদা গোদা অ্যাজাম্পশন করতে হয়। ঃ-)
  • Arpan | ২৩ জুলাই ২০০৯ ১৫:৫৭ | 122.252.231.12
  • ভাটের অটোআপডেট করার আইডিয়াটা খুব বাজে।
  • Arijit | ২৩ জুলাই ২০০৯ ১৫:৫৬ | 61.95.144.123
  • আমাদের খুকিরা সব দেখছি নর্মাল আপিস ড্রেস বদলে ঝিনচ্যাক শাড়ি পরে রেডি হয়ে গেছে - রঙ্গোলি কম্পিটিশনের সাথে শাড়ির কি সম্পক্কো?
  • Blank | ২৩ জুলাই ২০০৯ ১৫:৪৯ | 170.153.65.102
  • একটা মাত্তর পিজ্জা খেলুম ঃ(
  • rabaahuta | ২৩ জুলাই ২০০৯ ১৫:৪১ | 121.241.111.12
  • নয়ডা /গজিয়াবাদের কাছাকাছি তো যমুনা ব্যাঙ্ক আর দিলশাদ গার্ডেন মেট্রো স্টেশন ও আছে।
  • rabaahuta | ২৩ জুলাই ২০০৯ ১৫:৩২ | 121.241.111.12
  • ৮ আগষ্ট আমারো ঠিক আছে। কখন ইত্যাদি?
  • intellidiot | ২৩ জুলাই ২০০৯ ১৫:৩০ | 220.225.245.130
  • থাকি নয়ডা বারো সেক্টরে...
  • rabaahuta | ২৩ জুলাই ২০০৯ ১৫:২৯ | 121.241.111.12
  • আমি সন্ধ্যে নাগাদ বলছি?
    ইন্টেলি কোন অঞ্চলে থাকো?
  • intellidiot | ২৩ জুলাই ২০০৯ ১৫:২৪ | 220.225.245.130
  • আচ্ছা আচ্ছা ঠিক হ্যাজ... এক্কেবারে জাতিদাঙ্গা শুরু কল্লে দেখছি।

    ৮ তারিখে নো সমস্যা... স্যাটাড্ডে
  • Samik | ২৩ জুলাই ২০০৯ ১৫:২২ | 219.64.11.35
  • ৮ আগস্ট?
  • Arijit | ২৩ জুলাই ২০০৯ ১৫:২১ | 61.95.144.123
  • এখন খান দুই লাল বই নামাইতাসি - পি সিরিজের সাইজিং-এর ওপর - সেখান থেকে কিছু আইডিয়া মিলবে...
  • Arijit | ২৩ জুলাই ২০০৯ ১৫:২০ | 61.95.144.123
  • হুঁ - সে তো পুরনো বেঞ্চমার্কিং ডেটা ব্যবহার করা যায়। সেখান থেকে আইডিয়া মেলে - নতুন প্ল্যাটফর্মে কি হতে পারে। কিন্তু যে অ্যাপ্লির অস্তিত্বই নেই - মানে ডিজাইনও নেই - এমনকি ডেটা কি হতে পারে তাও নেই - কিস্যু নেই একটা ভাসা ভাসা আইডিয়া ছাড়া - সেখানে কি করে করে?

    আমি এদিক ওদিক খুঁজে সার্ভার ভেণ্ডরের সাইটে স্পেকস দেখে কিছু একটা খাড়া করেছি - যেমন বলেছে অমুক সার্ভারে অ্যাপাচে ওয়েব সার্ভার রাখলে সেকেণ্ডে ১-৪০০ ইউজারকে সার্ভ করতে পারে...এই রকম গোদা গোদা ব্যাপার আর কি।
  • Samik | ২৩ জুলাই ২০০৯ ১৫:২০ | 219.64.11.35
  • ইন্টেলির গেঁতোমি ভেঙে দাও গুঁড়িয়ে দাও। কনট প্লেস থেকে মেট্রোয় করে যাবো, আপত্তি আছে? ইন্টেলির পাড়ায় তো পরের মাস থেকে মেট্রোও চালু হয়ে যাচ্ছে। চিন্তা কীসের এত? এসিতে যাবে আসবে!
  • intellidiot | ২৩ জুলাই ২০০৯ ১৫:১৯ | 220.225.245.130
  • প্রথম সপ্তাহান্ত আমি থাকছি না... ইন্দোর যাবো। কারো ইন্দোরের ফেমাস নমকিনের অর্ডার দেবার থাকলে সানন্দে দিতে পারো/পারেন ঃ-)
  • intellidiot | ২৩ জুলাই ২০০৯ ১৫:১৭ | 220.225.245.130
  • এই দ্যাকো... সেস্‌ লাইন্টা এমন কেস খেলো কেনো?

    যাই হোক...
  • intellidiot | ২৩ জুলাই ২০০৯ ১৫:১৫ | 220.225.245.130
  • ঐ সেই দুঘন্টা আগে বেরোতে হবে, ঘেমে নেয়ে পৌঁছোতে হবে...

    bhaalo saajeschaan aar maanushhe kabe shunechhe
    ...
  • rabaahuta | ২৩ জুলাই ২০০৯ ১৫:১৫ | 121.241.111.12
  • সানন্দে, ১২-১৬ আমার কলকাতার প্ল্যান, এছাড়া যেকোনো সময় একটা সপ্তাহান্ত ভাবি তবে?
  • Arpan | ২৩ জুলাই ২০০৯ ১৫:১৪ | 122.252.231.12
  • অরিজিতকে কাল গোলেমালে বলা হয়ে ওঠেনি। আমাদের দোকানে কিছু জনতা এই হার্ডওয়ার সাইজিঙের কাজ করে। আমরা একবার একটা রিইঞ্জিনিয়ারিং প্রোজেক্টের (পুরনো অ্যাপ্লিকেশন নতুন প্ল্যাটফর্মে) জন্য প্রোপোজাল জমা দিয়েছিলাম। সফ্‌টওয়্যার সেকশানটা আমি জমা দিয়েছিলাম। হার্ডওয়্যারের সেপারেট প্রোপোজাল গেছিল।
  • rabaahuta | ২৩ জুলাই ২০০৯ ১৫:১২ | 121.241.111.12
  • চাঁদনি চকের উত্তাল কেওসটা আমার খুব মজার মনে হয়! কলকাতার বড়বাজার ছাড়া এরকম ভজঘট ব্যাপার বিরল!
  • Samik | ২৩ জুলাই ২০০৯ ১৫:১২ | 219.64.11.35
  • হ্যাঁ, হলে চাঁদনি চকেই হবে। ইন্টেলির গেঁতোমি ভেঙে দাও গুঁড়িয়ে দাও।

    পরের মাস নাগাদ একটা উইকেন্ড দেখি তা হলে?
  • intellidiot | ২৩ জুলাই ২০০৯ ১৫:১০ | 220.225.245.130
  • কাছাকাছি হয়, এই আর কি...
  • rabaahuta | ২৩ জুলাই ২০০৯ ১৫:০৯ | 121.241.111.12
  • না, আম্রপালি গ্রীন, শিসাসি-র পাশেই। আর নয়ডা করিম কেন, চাঁদনি চক থাকতে!
  • Samik | ২৩ জুলাই ২০০৯ ১৫:০৭ | 219.64.11.35
  • হুতো যদি কিছু মনে না করে ... ইন্দ্রাপুরমের কোন জায়গাটায় জানতে পারি কি? শিসাসি নয় তো?
  • rabaahuta | ২৩ জুলাই ২০০৯ ১৫:০৭ | 121.241.111.12
  • প্রথম নজরে আমার মনে হলো মৌসম আবার কে... পাপ - পাপ
  • intellidiot | ২৩ জুলাই ২০০৯ ১৫:০৭ | 220.225.245.130
  • হোক হোক...

    নয়ডা করিম্‌সএ করার আবেদন রাখলাম...
  • Samik | ২৩ জুলাই ২০০৯ ১৫:০৫ | 219.64.11.35
  • এই মাইরি ... এইবার তা হলে একটা দিল্লি ভাট নামাতেই হচ্ছে ... অনেকজন হয়ে গেল কিন্তু! মৌসমটাও সেক্সি হয়ে গেছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত