এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ৩১ জুলাই ২০০৯ ১৫:৪০ | 121.50.4.34
  • র বাচ্ছা ছেলে দেখেই র‌্যাগ করতে এগিয়ে এসেছে। ছিঃ।
  • r | ৩১ জুলাই ২০০৯ ১৫:৩১ | 125.18.104.1
  • এর্‌র অলিকে মানে কি?
  • dipu | ৩১ জুলাই ২০০৯ ১৫:২১ | 207.179.11.216
  • err alike
  • san | ৩১ জুলাই ২০০৯ ১৫:১৭ | 121.50.4.34
  • আমিও ল্যান্ডমাইন ই পড়েছিলাম দিপুর টা !!!

    গ্রেট উওমেন ... ;-)
  • san | ৩১ জুলাই ২০০৯ ১৫:১৬ | 121.50.4.34
  • আমি জিমেল খুলতে চাই, সিকি।

    ও হো, আমি তো নোকিয়ার পাতি ফোন দিয়েও জিমেল চেক করেছি আগে। তবে অনেক সময় লাগে। ধৈর্য থাকে না। মেইল এর উত্তর দেওয়া তো আরো ধৈর্যের ব্যাপার।
  • Arijit | ৩১ জুলাই ২০০৯ ১৫:০৫ | 61.95.144.123
  • End of an era - নিউক্যাসলের লোকজনকে স্বপ্ন দেখানো শেষ ফেরিওয়ালা। বহুত মন খারাপ হয়ে গেলো।
  • Arijit | ৩১ জুলাই ২০০৯ ১৪:৫৪ | 61.95.144.123
  • বোধি - ববি রবসন মারা গেছেন। নিউক্যাসলের একটা ফ্যান সাইটে দেখলুম - এখনও বিবিসি বা অন্য কোথাও দেয়নি। উইকিপিডিয়াতে আপডেট হয়ে গেছে।
  • dipu | ৩১ জুলাই ২০০৯ ১৪:৫০ | 207.179.11.216
  • আমার একসময় ধারণা ছিল মাইনিং ইঞ্জিনীয়ারদের ল্যান্ডমাইন তৈরী করা ও পোঁতা শেখানো হয়।
  • Arijit | ৩১ জুলাই ২০০৯ ১৪:৪৫ | 61.95.144.123
  • বাস - তাইলে আর কি। কবাবু আর খবিবি - দুজনেরই ডুয়াল সিমওয়ালা ফোং - এবং দুজনেই শুধু নিজেরটার খবর জানেন, এবং অন্যজনের একটি নম্বরই জানেন। কবাবু খবিবির প্রথম নম্বরে ঝগড়া করেন নিজের প্রথম নম্বর থেকে এবং দ্বিতীয় নম্বরে পরকীয়া করেন নিজের দ্বিতীয় নম্বর থেকে। অ্যাণ্ড ভাইসি ভার্সা।

    পুরো সিনিমা;-)
  • d | ৩১ জুলাই ২০০৯ ১৪:৪৪ | 144.160.5.25
  • বাপরে!! আমি দীপুবাবুর পোস্টটা পড়লাম "আমাকে আপিস একটা ল্যান্ডমাইন কিনে দিয়েছে ....'
    পড়েই একটা খাবি খেলাম।
  • d | ৩১ জুলাই ২০০৯ ১৪:৪৩ | 144.160.5.25
  • আরে এই এইটুকুনি উইন্ডো করে কুট কুট করে গুচ করার জন্যই এত বানান ভুল হয়। ঃ(((((

    হ্যাঁ অর্পণ, দুটোই অ্যাকটিভ থাকবে। দুটোতেই ফোন আসবে যাবে।
  • Arijit | ৩১ জুলাই ২০০৯ ১৪:৪০ | 61.95.144.123
  • আরে না - ওই দুজনই - চেনা নম্বরে ঝগড়া করে আর অচেনা নম্বরে পরকীয়া করে।
  • dipu | ৩১ জুলাই ২০০৯ ১৪:৪০ | 207.179.11.216
  • আমাকে আপিস একটা ল্যান্ডলাইন দিয়েছে (তাতে এসটিডি করা যায় না)। আর আমার বউ নেই।
  • Bhuto | ৩১ জুলাই ২০০৯ ১৪:৩৮ | 203.91.193.7
  • আমার পকেটে দুটো,যেটা মোটেই পছন্দ নয়, সামলাতে গিয়ে হিমসিম, খালি পকেটে হাত দিয়ে দেখি কটা আছে। নেহাৎ আমার বেঙ্গালুরুর ভালোবাসার নাম্বারটি আমি ছাড়তে চাই না তাই। ওদিকে ডুয়াল সিম ব্যপারে আমারো অজ্জিতদার প্রশ্নটা ছিল। কেননা ভাই বিস্তর চ্যাঁচামেচি করছে, সেকেন্ড ফোনটা নাকি একটা বিএসএনএলের সিম ভরার জন্য ও কিনেছিল। তাতে অনেক সস্তার হতো। আর সেটা বাড়িতে থাকতো।
  • Samik | ৩১ জুলাই ২০০৯ ১৪:৩৭ | 219.64.11.35
  • একটা আপিস দিয়েছে, একটা আমি আমাকে দিয়েছি, আরেকটা বউয়ের।

    বউয়ের আপিসে মোবাইল ব্যান্‌ড, তাই দিনের বেলায় আমি ওর মোবলিটা নিয়ে ঘুরি। ঃ-)
  • Arpan | ৩১ জুলাই ২০০৯ ১৪:৩৬ | 216.52.215.232
  • নাঃ, দমুও কালে কালে বানানবিপ্লবী হয়ে গেল।

    এভারেস্ট থেকে "বেরিয়ে' এল? অ্যাঁ?
  • Bhuto | ৩১ জুলাই ২০০৯ ১৪:৩৪ | 203.91.193.7
  • দ্বিতীয় বউ আর বরটাকে বান্ধবী আর বন্ধু করে দাও বা GF , BF কনসেপ্ট এ ফেলে দাও।

    BF = Boyfriend :P
  • d | ৩১ জুলাই ২০০৯ ১৪:৩৪ | 144.160.5.25
  • বেথেকে একটা তো নির্ঘাৎ আপিস দিয়েছে। বাকীদুটো দিয়ে কী কর হে?
  • Arpan | ৩১ জুলাই ২০০৯ ১৪:৩৪ | 216.52.215.232
  • ভোদাফোনে নেট অ্যাক্সেস করতে গেলে কী করতে হবে? অ্যাপ্লি করতে হবে? খচ্চা কত?
  • Samik | ৩১ জুলাই ২০০৯ ১৪:৩৩ | 219.64.11.35
  • আমার পটেকে এইমুহুর্তে তিন তিনটে মোবাইল।
  • Arpan | ৩১ জুলাই ২০০৯ ১৪:৩৩ | 216.52.215.232
  • ড্যুয়াল সিম মানে কি একই সাথে দুটো নাম্বার অ্যাকটিভ স্টেটে থাকবে?
  • Arijit | ৩১ জুলাই ২০০৯ ১৪:৩১ | 61.95.144.123
  • একটা বউয়ের সাথে ঝগড়া করতে আরেকটা বউয়ের সাথে পরকীয়া করতে।

    অথবা -

    একটা বরের সাথে ঝগড়া করতে, আরেকটা বরের সাথে পরকীয়া করতে।

    ;-)
  • d | ৩১ জুলাই ২০০৯ ১৪:২৩ | 144.160.5.25
  • আচ্ছা ব্ল্যাঙ্কি তুই তো একটা নতুন ফোন কিনলি। তুই তো প্রত্যেক বছর নতুন নতুন ফোন কিনিস। পুরানো ফোনগুলো কী করিস?

    আমাদের আপিসে লোকজন আবার আজকাল ড্যুয়াল সিমওয়ালা ফোন ব্যবহার করছে। লোকের যে এতগুলো নাম্বার কেন লাগে?
  • Samik | ৩১ জুলাই ২০০৯ ১৪:২০ | 219.64.11.35
  • আমার ভোডাফোনেও নেট অ্যাক্সেস হয়, তবে খুবই ধীরে। জিমেলেরেকটা কি অ্যাপ্লি ডাউনলোড হয়ে গেছিল প্রথমবারে। সেটা কখনোই চালানো যায় না কারণ তাতে পাসওয়ার্ডের ফিল্ডে ক্যাপিটাল লেটার ডিসেব্‌ল করা আছে। তাই এমনি ব্রাউজারে গিয়ে মেইল ডট গুগল ডট কম টাইপ করে মেল চেক করি।

    গুচ পড়া যায় না মোবাইলে, ফন্ট ইনস্টল্‌ড নেই বলে। মামুর এই নিয়ে কিছু একটা ভাবা উচিত। WML ভার্সন টার্সন
  • Arijit | ৩১ জুলাই ২০০৯ ১৪:১৮ | 61.95.144.123
  • আমি এখন কানেক্টই করতে পারি না। এয়ারটেল দু তিনবার সেটিং পাঠিয়েছে - কিস্যু হয় নাই। গ্লোবটা শুধু ঘুরেই চলে ঘুরেই চলে...
  • Blank | ৩১ জুলাই ২০০৯ ১৪:১৬ | 203.99.212.224
  • হ্যা বেশ আরামসে করা যায়। এমনকি https এর মেল সাইট গুলো ও অ্যাকসেস করা যায়
  • r | ৩১ জুলাই ২০০৯ ১৪:১৫ | 125.18.104.1
  • আমি তো মাঝে মাঝে ওক্কুট চেক করি, আমার তিন হাজারি নোকিয়ায়।
  • d | ৩১ জুলাই ২০০৯ ১৪:০৬ | 144.160.5.25
  • আরে আমিও কখনও করিনি। আমার দরকারও নেই। (তবে কাউকে মেল করলে সে যদি ফোনে চেক করে পটাং করে উত্তর দেয়, তো বেশ লাগে।)

    আমার সহকর্মী জিগ্যেস করছে। সেই ফান্ডা দিল, অনেক ফোনে নাকি মেমরিজনিত সমস্যায় নাকি মেল চেকাতে গেলে দুমদাম হ্যাঙ করে যায়। জিগ্যেস করল এতে কেমন?
  • Arpan | ৩১ জুলাই ২০০৯ ১৪:০৩ | 216.52.215.232
  • যায় তো। পিকাসা, মাইস্পেস, ইউটিউব, ফেসবুক, ফটোবাকেট, ফ্লিকার ইত্যাদি হাজারখানা অপশন আসে।

    তবে বললে বিশ্বাস করবে কি, আমি এখনো কভু ফোনে ইন্টারনেট অ্যাক্সেস করি নাই? করিবার ইচ্ছাও নাই।
  • Arijit | ৩১ জুলাই ২০০৯ ১৪:০২ | 61.95.144.123
  • আমার ওই চন্দ্রগুপ্তের আমলের নোকিয়া ৮৮৬০-এই মেল চেক করা যায় - কিন্তু আমি কখনো করতে পারিনি কারণ সিঁ (সিঁফোঁ-র সিঁ) অক্ষরটা স্পেশ্যাল ক্যারেক্টার লিস্টিতে নেই। তবে ফুটবলের স্কোর দেখে নিতুম বিবিসিতে গিয়ে।

    এয়ারটেলে সার্ভিসটা আছে, কিন্তু হায় কখনো সফল হই নাই।
  • d | ৩১ জুলাই ২০০৯ ১৩:৫৬ | 144.160.5.25
  • অর্পণ/ব্ল্যাঙ্কি, ঐ ছামছুঙে মেল চেক করা যায়? মানে ইন্টারনেট অ্যাকসেসের সুবিধে/অসুবিধে কী কী?
  • Samik | ৩১ জুলাই ২০০৯ ১৩:২০ | 219.64.11.35
  • স্যান, জিমেল ব্লক থাকলেও খোলা যায়। খুলতে চাও? বলে দেব। আমি রোজ জিমেল চেক করি ঐ পদ্ধতিতেই।
  • r | ৩১ জুলাই ২০০৯ ১২:৪২ | 125.18.104.1
  • ঢোকা গেছে।

    ওরকম বোলো নি ভাই। আমাদের দোকানে নেটের কোনো কিসুই ব্লক করা নাই, আপাততঃ। বাকি সব দোকানেই কিছু না কিছু ব্লক করাই থাকে।
  • Arijit | ৩১ জুলাই ২০০৯ ১২:৩৬ | 61.95.144.123
  • তোমাদের আপিস আরো বড় পাপী। ইয়াহুর সাথে যোগসাজস করে এই রকম কল বানিয়েছে - কেউ আপিসকে দোষ দেবে না, সবাই ইয়াহুকে খিস্তি করবে;-)
  • r | ৩১ জুলাই ২০০৯ ১২:৩০ | 125.18.104.1
  • মানে আপিসে খুলতে দিচ্ছে, কিন্তু ইয়াহু ঢুকতে দিচ্ছে না। ঃ-(
  • Blank | ৩১ জুলাই ২০০৯ ১২:২৮ | 170.153.65.102
  • আমাদের মধ্যে দু এক দিন ব্যাগ চেক শুরু হয়েছিলো। সিকিওরিটি টা আমার ব্যাগ খুলে দেখে মাত্তর দুটো গল্প বই।
    লোকটা বলে এই দুটো বই এর জন্য আপনি এত বড় ব্যাগ আনেন !!!
  • r | ৩১ জুলাই ২০০৯ ১২:২৮ | 125.18.104.1
  • ই কি রে? ইয়াহু মেইলে ঢুকতে দিচ্ছে না। ঃ-(
  • Arijit | ৩১ জুলাই ২০০৯ ১২:২৬ | 61.95.144.123
  • আরে ব্যাগের মধ্যে এক কৌটো স্মেলিং সল্ট রেখে দেবে। যেই চেক করার জন্যে ব্যাগ খুলবে তখুনি...

    নিজে যখন খুলবে তখন মাস্ক পরে খুলবে।
  • san | ৩১ জুলাই ২০০৯ ১২:২৪ | 121.50.4.34
  • জুতোর সঙ্গে জামাকাপড়ও থাকে, সেগুলো বেশ বার করে করে ঝেড়েঝুড়ে চেক করে আবার।
  • san | ৩১ জুলাই ২০০৯ ১২:২৩ | 121.50.4.34
  • হ্যাঁ, জিমের জন্য অনেকেই জুতো আনে তো। আমিও আনি। সেই প্যাকেটটায় হাত ঢোকায় না ঃ-)
  • Arijit | ৩১ জুলাই ২০০৯ ১২:২০ | 61.95.144.123
  • ব্যাগের মধ্যে জুতো ভরে আনে? তো সেটাই তো বেস্ট - একটা পুরনো ছেঁড়া চটি ব্যাগে ভরে রেখে দেবে - কখনো চেক করবে না। আরো ভালো হয় একটা তিন মাস পরা মোজা রাখলে;-)
  • Blank | ৩১ জুলাই ২০০৯ ১২:০৮ | 170.153.65.102
  • টিম টাকে হুমকি দিলে বেশ কাজ হয়
  • Blank | ৩১ জুলাই ২০০৯ ১২:০৭ | 170.153.65.102
  • ও বোধি দা,
    ঐ বইটা এট্টু পড়তে দেবে? সুন্দর করে যত্ন করে পড়ে ফেলবো ....
  • san | ৩১ জুলাই ২০০৯ ১২:০৫ | 121.50.4.34
  • আমাদেরও ব্যাগ খুলে চেক করে। তবে যারা জুতো আনে সেগুলো চেক করে না। ওটাই নিরাপদ। টিপিনবক্স ও মনে হয় করেনা।
  • Arijit | ৩১ জুলাই ২০০৯ ১২:০১ | 61.95.144.123
  • আমাদের কিসুই চেক/ফেক করে না। ক্যামেরাও নাই। মেলও ব্লকড নয়। চাইলে গপ্পের বইও পড়া যায়। সিনিমা দেখা যায়। টরেন্ট দিয়ে নামানো যায়। শুদু কোনো কারণে ইস্নিপস আর (মাঝে মাঝে) ইউটিউব খালি টাইম আউট করে দেয়।
  • d | ৩১ জুলাই ২০০৯ ১২:০০ | 144.160.5.25
  • আমাদের আপিসে আইপড বা কোন মিউজিক দিভাইস আনা নিষিদ্ধ। ঐজন্য কতলোকে একটা করে এক্‌স্‌ট্‌রা ফোন কিনেছে রাস্তায় বাসে গান শোনার জন্য। অনেকে আবার বাস থেকে নামার আগে ভেতরের পকেটে ভরে ফেলে। ভাগ্যিস বডি সার্চ করে না।
  • dipu | ৩১ জুলাই ২০০৯ ১২:০০ | 207.179.11.216
  • আপিসে আমার ব্যাগ চেক করে না। কারণ আমি ব্যাগ নিয়েই আসি না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত