এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • I | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৪৮ | 59.93.200.175
  • লামারা মোটেও কিছু থুতু ছেটায় না। দিব্যি সুন্দর হাসিহাসি মুখ করে লাভার মনাস্ট্রিতে পোজ দিয়েছিল। তবে গায়ে বেশ বোঁটকা গন্ধ। থুতু ছেটালে আর দেখতে হত না।
  • Tim | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৪৮ | 198.82.192.108
  • আরে কলকাতার চে মুর্শিদাবাদ উবঙ্গের কাছে না? সেইজন্য বল্লাম!
  • san | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৪৮ | 123.201.53.130
  • কিন্তু সাপ তো ডাকে বলে শুনি নি। তাহলে কি এটা আমাকে মুর্গি করা হল? ঃ-(
  • Tim | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৪৪ | 198.82.192.108
  • আর তার আগেরবার? সেই যে টিটিকাকার তীরে একচোখ বন্ধ করে রোদ পোহাচ্ছিলো, ওপর থেকে একটা ডাল ভেঙ্গে গায়ে পত্তেই বিরক্ত হয়ে "ডিসগাস্টিং" বলে গাছে উঠে গ্যালো! সেবারে তো হাসি বিনিময়টুকুও হয়নাই।
  • san | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৪৪ | 123.201.53.130
  • না না । এখন মনে হচ্ছে আমি তক্ষক নামটা শুনেছি বোধ হয়। তবে ডাক ডেফিনিটলি শুনি নি।
  • I | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৪৩ | 59.93.200.175
  • ভুতেদের মধ্যে যেমন ব্রহ্মদত্যি, সাপের মধ্যে তেমনি তক্ষক। ব্রহ্মসাপ। কলিকালে ফলে না। তাই আজকাল আর তেমন দেখতে পান না। আম্রিকার চিড়িয়াখানায় ইন ক্যাপটিভিটি কিছু কিছু ফলানো হয়েছে।
  • pi | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৪১ | 128.231.22.89
  • আর তাড়াহুড়োটা কেন সেটাও বলে দিন। ঐ যে প্লাটিপাসের সাথে অনেকদিন আগে থেকে একটা অ্যাপো করে রাখা ছিল।
  • I | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৪০ | 59.93.200.175
  • বলেছিলাম কি, তক্ষক স্বপাকে খায়? অর্থাৎ জন্তুজানোয়ার পেলে নিজেই পাকিয়ে পাকিয়ে খায়। অনেকটা ময়াল সাপের মত। সে তুলনায় হাগে কম।
  • I | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৩৭ | 59.93.200.175
  • তক্ষক খুব স্টোয়িক ধরণের হয়। দিনান্তে একবার খায়। দিনে পাঁচবার তকখোক, তকখোক , তকখোক বলে ডাকে। অর্থাৎ কিনা- বেলা যে বয়ে গেল, সন্ধ্যা হল-পার করো আমারে। তক্ষকের ডাক শুনে তিষ্ঠ, তিষ্ঠ , তিষ্ঠ বলতে হয়। তবে তক্ষক সঙ্গে নেয়। তক্ষকের ডাক শুনেই কবি কেঁদে কেঁদে বলেছেন-নমাজ আমার হইল না আদায়। কী প্যাথোজ !
  • dri | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৩৬ | 117.194.234.108
  • আহা, শেষ বারের গপ্পোটা বললেন, আর তার আগের বারেরটা বললেন না? সেই যে অস্ট্রেলিয়ান ডেজার্টে একটা ক্যাঙ্গারুর বাচ্চাকে শিকার করবে বলে ঘাপটি মেরে বসে ছিল। চোখে চোখ পড়ে যেতেই আপনি ফিক করে হেসে ফেললেন, আর ও মুখে আঙুল দিয়ে বলল, শ্‌শ্‌শ্‌, ডিসটার্ব কোরো না তো। সে বারেও তাড়াহুড়োতে চলে আসতে হয়েছিল।
  • d | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৩৪ | 117.195.32.47
  • কলকাতার ছেলেপেলেরা ওরকম এট্টু আধটু বলে শমীক। ও ধরতে নেই।
  • Samik | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৩৩ | 122.162.236.128
  • কিন্তু মুর্শিদাবাদ উত্তরবঙ্গের খুব কাছাকাছি হল কী?
  • d | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৩৩ | 117.195.32.47
  • লামারা খুব থুতু ছেটায় বটে, তবে পেতের ভেতর থেকে ছেটাতে পারবে কি!
  • d | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৩১ | 117.195.32.47
  • স্যান তক্ষকের নাম শোনে নি? তাহলে তো তক্ষকের ডাকও শোনে নি। আহারে বেচারী।
  • pi | ০৬ আগস্ট ২০০৯ ২৩:২৯ | 128.231.22.89
  • কিন্তু অপ্পনের মশাদের নিয়ে তো চিন্তায় পড়ে গেলুম ।
    তাদেরকে মারার পর ও তারা ঘেরাও করে, এমনকি ঘেরাও করে স্লোগান টোগান না দিয়ে লাভ সং গায়।
    প্রেমিকা পেত্নী মশকিনী।
  • I | ০৬ আগস্ট ২০০৯ ২৩:২৪ | 59.93.200.175
  • শেষবার তক্ষক দেখেছিলাম পেরুভিয়ান আন্দিজে। ছোট একটা লামার বাচ্চা খেয়ে পেটমোটা হয়ে রোদ্দুরে শুয়েছিল। আমায় দেখে চোখ টিপল। কথা না বলে চলে এসেছিলাম। যদি থুতু-ফুতু ছেটায় !
    চিড়িকদাস নামের কাঠবেড়ালীরা খুব পোষমানা হয়।
  • Tim | ০৬ আগস্ট ২০০৯ ২৩:১৪ | 198.82.192.108
  • তক্ষক*
    উফ্‌ফ মামুর কল!
  • Tim | ০৬ আগস্ট ২০০৯ ২৩:১১ | 198.82.192.108
  • তক্ষক কে না কি/কী? ত্‌গক্ষক একধরণের সাপ। সাপেদের রাজা তক্ষক।
  • Du | ০৬ আগস্ট ২০০৯ ২৩:১১ | 65.124.26.7
  • অক্ষর ভৃত্যদের প্রতি অসম্মনসূচক মন্তব্যের প্রতিবাদ জানানোর চান্সটা মিস করলাম না ;-)
  • san | ০৬ আগস্ট ২০০৯ ২৩:১০ | 123.201.53.130
  • তক্ষক কে? তুই মেল টেল দেখিস না কেন?
  • pi | ০৬ আগস্ট ২০০৯ ২৩:০৮ | 128.231.22.89
  • মশারা তো ভালো বটেই।
    মশার জন্য ই তো বেঁচে আছি। ঃ)
  • Tim | ০৬ আগস্ট ২০০৯ ২৩:০৮ | 198.82.192.108
  • কেন তক্ষক তো দেয়ালে হাঁটে।
  • Arpan | ০৬ আগস্ট ২০০৯ ২৩:০১ | 122.252.231.12
  • সব থেকে অনুগত প্রাণী হল মশা। ধরে ধরে মারলেও খালি ঘিরে ধরে আর কানের কাছে একঘেঁয়ে প্রেমনিবেদন করতে থাকে।
  • san | ০৬ আগস্ট ২০০৯ ২২:৪৬ | 123.201.53.130
  • সাপ দেয়ালে হাঁটে? কার বাড়ির দেয়ালে?

    কুকুর অতি ভয়াবহ জীব।
  • Tim | ০৬ আগস্ট ২০০৯ ২২:৩৫ | 198.82.192.126
  • কাঠবেড়ালী আসলে একটা অবস্থান। ঠাকুর বন্নিত রাজহাঁসের মত। ;-)

    টিকটিকি অতি অখাদ্য জিনিস। আমারও ভাল্লাগে না। গিরগিটিও ঐ। সাপ অতটা খারাপ না, ন্যাটজিতে দেখালে বেশ লাগে।
    তবে কুকুরের সাথে এদের তুলনা হচ্ছে কেন? কুকুর কি দেয়ালে হাঁটে?
  • pi | ০৬ আগস্ট ২০০৯ ২১:৩৮ | 128.231.22.89
  • তুমি নিজেই কাঠবিড়ালি !! :o
    এই পরিচয় টা তো গুপ্ত ছিলো ! ;-)
  • Tim | ০৬ আগস্ট ২০০৯ ২১:৩২ | 71.62.2.93
  • আরে, আমি তো ঘোর কোহলবিরোধী কাঠবেড়ালী। এ আমি কেমন করে পারবো? ;-)
  • pi | ০৬ আগস্ট ২০০৯ ২১:১৬ | 128.231.22.89
  • চায়ের কাপ নিয়ে মৌজ করার বদলে বিয়ারের ক্যান পায়ে কেত ? ফোটো হিসেবে তো বেটার হবে মনে হচ্ছে ।
    টিমবাবু, তুমি ও আগে একবার ট্রাই মেরে দেখো তো।
    তুলতে পারলে তোমার ঐ কাঠবিড়ালি স্পিশাল অ্যালবামে ঢুকিয়ে দিও ।
    ও না না, প্রোফাইল পিকচার ঃ)
  • Tim | ০৬ আগস্ট ২০০৯ ২১:১০ | 71.62.2.93
  • উত্তরবঙ্গের কাছাকাছি বলে চা খেতো। আম্রিকায় বিয়ার চাইবে। ঃ)
  • pi | ০৬ আগস্ট ২০০৯ ২১:০৯ | 128.231.22.89
  • আর হাতে ( মানে পায়ে) কাপ ধরে চা খাবে কি ?
    ফোটোর জন্য সেই পোজটাতে আমি ইন্টারেস্টেড।
  • Tim | ০৬ আগস্ট ২০০৯ ২১:০৯ | 71.62.2.93
  • য্‌যাহ,আমার টিকটিকি ও অন্যান্য পশুপাখি সম্পক্কিত হাইপোথিসিসটা দেওয়ার আগেই সবাই কেটে পল্লো!

    র-দা,
    গোয়েন্দাদের টিকটিকি বলা নাকি "ডিটেকটিভ" এর অপভ্রংশ? ছোটোবেলায় একজন মাষ্টারমশাই বলেছিলেন, তবে ঠাট্টাও হতে পারে।
  • d | ০৬ আগস্ট ২০০৯ ২১:০৭ | 117.195.32.47
  • বোঝো ঠ্যালা! আমি সরলমনে জানতে চাইলাম, অক্ষ কেজানে তার কীসব মানে করল! এদিকে ইপ্পি দেখি আমি যা জানতে চাইলাম তাইই বলল। বলেটলে আবার কীসব জিগায়।

    নাঃ বড়ই কনফিউসিং। আমিও বাব্বাই।
  • pi | ০৬ আগস্ট ২০০৯ ২১:০৭ | 128.231.22.89
  • কিরকম চা প্রেফার করে ?
  • Samik | ০৬ আগস্ট ২০০৯ ২১:০৬ | 219.64.11.35
  • চা খাওয়াও। মুর্শিদাবাদে স্রেফ চা খাইয়ে মা একটা কাঠবিড়ালি পুষেছিল। রোজ সকালে বারান্দায় বসে বাবা মা চা খেত, আর সামনে একটু ঢেলে দিত। তিনি ন্যাজ উঁচিয়ে এসে চেটেপুটে চা খেয়ে যেতেন। তাঁর নাম দেওয়া হয়েছিল চিড়িকদাস।
  • pi | ০৬ আগস্ট ২০০৯ ২১:০৫ | 128.231.22.89
  • শেষের বাক্যে একটি কমা কম পড়িয়াছে। বসিয়ে নেবেন। টাটা।
  • pi | ০৬ আগস্ট ২০০৯ ২১:০৫ | 128.231.22.89
  • অক্ষদি আর দমদি এসব কী বলছে বুঝছিনা !
    প্রশ্নটা কি অন্য ছিল ?
    আমার ডিসক্লেমারের কি অন্য মানে ছিল ?
    তাইলে, আমার পরবর্তী সেট অব কোশ্চেন্স।
    কী প্রশ্ন ছিল ?
    কী মানে ছিল ?

    যাইহোক, ডিঃ র একটু ভাব সম্প্রসার করে দি।
    ন্যাজ মানে ন্যাজ মানে ন্যাজ মানে মুগুর নয়।
  • pi | ০৬ আগস্ট ২০০৯ ২১:০১ | 128.231.22.89
  • ক্যানো আমার বারান্দায় তো তেনারা প্রায় ই ভিসিট মেরে যান। আমাকে দেখলেই তো ঐ হুড়মুড়িয়ে পালায় আর তখন ই তো পায়ে ঐ রেশম রেশম এহেসাস !
    কিন্তু ওদের নিয়ে আমার মস্ত অনুযোগ আছে। এত্ত চঞ্চল , এত্ত চঞ্চল ...আমার দ্যাওরপোর মতন, একটাও ফোটো ভালো করে তুলতে পারিনা ঃ(
  • a x | ০৬ আগস্ট ২০০৯ ২০:৫৫ | 75.53.196.106
  • ন্যাজ কে ন্যাজ বলে ডিঃ দেবার পরে দ'র এই প্রশ্ন শুনে আমি আর থাকতে পারলাম না। এরপর ব্যক্তিস্বাধীনতার অপব্যবহারের দায়ে ধরা পড়ব। টাটা।
  • a x | ০৬ আগস্ট ২০০৯ ২০:৫৪ | 75.53.196.106
  • মাছের ডিমও তো অমন থকথকে কালো হয়, তাকে আবার বড়লোকেরা ক্যাভিয়ার নাম দেন। ব্যাঙ্গের মত পরিষ্কার জীব খুব কম। কাটলেই খেয়ে নিতে ইচ্ছে করে।
  • dipu | ০৬ আগস্ট ২০০৯ ২০:৫২ | 59.164.233.243
  • বর্ষাকালে আবার ব্যাঙ কাটলেই থকথকে কালোকালো ডিম বেরিয়ে আসত। ম্যাগো!
  • Samik | ০৬ আগস্ট ২০০৯ ২০:৫১ | 219.64.11.35
  • ক্লোরোফর্মে ভেজাল ছিল নিশ্চয়ই ...
  • d | ০৬ আগস্ট ২০০৯ ২০:৫১ | 117.195.32.47
  • কিন্তু কাঠবেড়ালিরা ইপ্পিকে কোথায় হুড়মুড়িয়ে ল্যাজ বুলিয়ে দেয়?
  • d | ০৬ আগস্ট ২০০৯ ২০:৪৮ | 117.195.32.47
  • হুঁ ঐ কন্ডিশানেই দীপান্বিতার ব্যাং উঠে বসেছিল। পুরো ফাঁক করা পেট বুক নিয়ে। দীপা পরিত্রাহী চীৎকার করে ৩-৪ টে লাফ দিয়ে কাবেরীর ব্যাঙের ট্রে উল্টে একগাদা বিকার ভেঙে ফেলে ল্যাবের বাইরে। আর কি আশ্চর্য্য! ব্যাংটা একটা লাফমতও দিল ...
  • a x | ০৬ আগস্ট ২০০৯ ২০:৪৮ | 75.53.196.106
  • কুকুর বন্ধু না, ভৃত্য। পেটে লাথি মারলেও কুঁই কুঁই করে চলে আসে। কি ঘিনঘিনে!
  • a x | ০৬ আগস্ট ২০০৯ ২০:৪৬ | 75.53.196.106
  • আর সবচেয়ে অসহ্য গিনিপিগ। কি গন্দো কি গন্দো! নিজের গু নিজে খেলে পেট কাটলে তো এমন গন্ধই বেরোবে! এমন কি গিরগিটি, আরশোলা, শামুক, সবার থেকে বেশি গন্ধ!
  • d | ০৬ আগস্ট ২০০৯ ২০:৪৪ | 117.195.32.47
  • জানতাম আমি ঠিইক জানতাম। এই যারা সাপ, টিকটিকি, কুমীর এদের দেখে মুগ্‌ধ হয়, তারা কুকুরের মত একটা অসম্ভব সুন্দর জীবকে দেখতে পারবে না। আরে কুকুর হল মানবজাতির শ্রেষ্ঠ বন্ধু।

    সাপের ব্যপারে আমি একেবারে ন্যাকাস্য ন্যাকা, হাড়ন্যাকা হয়ে যাই। ঃ(
  • a x | ০৬ আগস্ট ২০০৯ ২০:৪৪ | 75.53.196.106
  • ইনফ্যাক্ট মনে পড়ল ডিসেকশন ক্লাসে সবচেয়ে ভালো ছিল ক্লোরোফোর্মড চিৎ হয়ে শুয়ে থাকা পায়রা। নরম গরম বুকে হাত দিলে কেমন মায়া মায়া হয়।
    কয়েক সেকেন্ড পড়েই পটাং পটাং করে পালক টালক টেনে তুলে পায়ু দিয়ে কাঁচি ঢুকিয়ে উপরে উঠে ক্যাট করে কীলটা ভেঙ্গে দুফাঁক।
  • pi | ০৬ আগস্ট ২০০৯ ২০:৪১ | 128.231.22.89
  • কাঠবিড়ালির হুড়মুড়িয়ে বুলিয়ে দেওয়া ন্যাজ।

    ডিঃ ন্যাজ মিন্স ন্যাজ।
  • a x | ০৬ আগস্ট ২০০৯ ২০:৩৮ | 75.53.196.106
  • পায়ে দেবার জন্য কাবলী বেড়াল কিম্বা ভুটানি কুত্তা?
  • pi | ০৬ আগস্ট ২০০৯ ২০:৩৬ | 128.231.22.89
  • হাত দেবার জন্য পিঁপড়েরা বেস্ট।
    তারপর ই থাকবে সুইস মাইসের পিঠ আর কান।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত