এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Sags | ০৭ আগস্ট ২০০৯ ১১:৪৯ | 203.201.225.35
  • আমার এক বন্ধু আছে - অরিজিত - যদুপুরে থাকতে তার বাড়িতে কনদিন যাওয়া হয়নি। একটা লাব্রাডর ছিলো - কেউ গেলেই বিশ্রি যায়গায় মুখ ঘসতো। পিলের সাথে সাথে অনেক কিছুই চমকে যেতো। বন্ধু বলতো - খুব চুইট।
  • rokeyaa | ০৭ আগস্ট ২০০৯ ১১:৪৯ | 203.110.246.230
  • জানলা পাটাতনে ল্যাটেক করতে হলে সবচে ভালো কি? টেক্ষনিক সেন্টার ইনস্টল করলুম, এর থেকে ভালো কিছু আছে? আর, "সহজে ল্যাটেক শিখুন' পাওয়া যায়?
  • shrabani | ০৭ আগস্ট ২০০৯ ১১:৪৯ | 124.30.233.101
  • এই সেদিন পুরনো দেব সহিত্য কুটীরের বইয়েতে(সম্ভবত আগমনী)আশাপূর্ণা দেবীর "কিছু করবেনা কিছু করেনা" পড়ছিলাম।
  • quark | ০৭ আগস্ট ২০০৯ ১১:৪৮ | 202.141.148.99
  • এই মাইরি! ক'দিন আগে আমার ডুয়াল বুট এর এক্ষপি আর রেহ্যালি একসাথে জবাব দিয়েচে। এক্ষপি তে ঐ কনফিগ ফাইলের গপ্পো আর আর টিপে মেরামত। কিন্তু সেতো সিডি দিয়ে বুট কল্লেও হচ্চে না। আমি ভাবলুম আমার গেছে। এখন দেখছি আরো পাপী আছে জগতে। বিলুয়ার নবতম চক্রান্ত।

    কিন্তু লিনাক্ষটার কি হ'ল? বাড়ি গিয়ে আরেকবার দেখতে হবে।
  • san | ০৭ আগস্ট ২০০৯ ১১:৪৭ | 121.50.4.34
  • হানুদা কি সকাল সকাল ওপিয়ামে ... ?
  • Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১১:৪৪ | 61.95.144.123
  • Sags - হওয়ার কথা নয় বলেই তো জানি। একবার নতুন সিডি ভরে দ্যাখো সে কি বলে - যদি ড্রাইভ চিনতে না পারে তাইলে বেরিয়ে এসো।

    আমার এক আত্মীয়ের বাড়িতে দুটো কুকুর আছে - সেদুটো আবার ওদের সাথে টেবিল-চেয়ারে বসে খায়, বিছানায় ঘুমোয়। আমি গেলে পায়ের কাছে ঘুরঘুর করে - মাথায় একটু হাত বুলিয়ে দিলে খুশি হয়ে চলে যায়। কিন্তু আমার ওদের বাড়িতে ওই বোঁটকা গন্ধ লাগে আর সোফা-টোফায় প্রচুর চুলও থাকে বলে বাড়ি ফিরে জামা পেন্টু কেচে ফেলতে হয়।
  • d | ০৭ আগস্ট ২০০৯ ১১:৪৪ | 144.160.5.25
  • অ্যাঁ! অ্যাঁ!! অ্যাঁ!!!
  • h | ০৭ আগস্ট ২০০৯ ১১:৪১ | 206.195.19.49
  • র, তোমাকে নানা ভাবে টিপে মেরামত করার ইচ্ছে প্রকাশ করা হচ্ছে। জাস্ট এফ ওয়াই আই।
  • Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১১:৪১ | 61.95.144.123
  • স্যানকে - বেবিটক একটা বয়স অবধি জরুরী, তারপর আস্তে আস্তে কমিয়ে ফেলতে হয়।

    দিপু - আমি ভাবলুম ড্রাইভের মধ্যে আটকে গেছে। সেক্ষেত্রে স্ক্রু ড্রাইভার। সেরকম কেস না হলে একবার পোস্কার করে নাও - সিডি ক্লিনার দিয়ে। কোথাও খোঁচা লেগে গেছে হয়তো - কোনো কারণে সিডিটা পড়ছে না।
  • Sags | ০৭ আগস্ট ২০০৯ ১১:৪১ | 203.201.225.35
  • আবার একি কথা জিগ্গশ করি - ডি আর ঈ ড্রাইভের খতির চান্স আছে কি?
  • shrabani | ০৭ আগস্ট ২০০৯ ১১:৪১ | 124.30.233.101
  • যারা কুকুর পছন্দ করেনা কুকুরও তাদের পছন্দ করেনা। কলকাতায় গেলে আমাদের পাশের বাড়ীর কুকুর আমাকে দেখলেই মুখ বাঁকায়। ভাগ্যিস, কারণ কাউকে দেখে খুশী হলে যে বীভৎস চিৎকারটা করে তাতে পিলে চমকে যায়, আর ছাড়া থাকলে সোজা দুপায়ে দাঁড়িয়ে তাদের আদরও করতে যায় (মালিকের ভাষায়)!
  • Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১১:৩৮ | 61.95.144.123
  • (১) কিছু করার নেই - কপালের নাম গোপাল বলে লেগে পড়ো।
    (২) এতে কিছু প্রবলেম হওয়ার কথা নয় - যতক্ষণ দুটো একই সিস্টেম - মানে আগেরটা মিলেনিয়াম আর নতুনটা এক্ষপি হলে হইবেক নাই।
    (৩) অবশ্যই - সস্তায়/ফিরিতে পুষ্টিকর খাদ্য।
  • dipu | ০৭ আগস্ট ২০০৯ ১১:৩৮ | 207.179.11.216
  • হ্যাঁ, সেফ মোডের মত ব্যাপার। সিডি আটকে যাচ্ছে মানে ইন্সটল করার চেষ্টা করলে কিছু হচ্ছে না।
  • san | ০৭ আগস্ট ২০০৯ ১১:৩৬ | 121.50.4.34
  • না না, ছানাদের মুখে আধো আধো কথা শুনতে ভালই লাগে। কিন্তু ছানাদের সঙ্গে আল্লাদী করবে বলে যখন বড়রা আধো আধো কথা বলতে শুরু করে তখন হেবি বিরক্ত লাগে।

    আমাদের টিমে একজন নতুন মা মাঝে মাঝে আমাদের সঙ্গেও ওরকম করে বলত। মানে যে সব শব্দ বাড়িতে আধোআধো করে বলে সেসব আমাদের সঙ্গেও ওরকম বলত। অন্য অন্যদের কেমন লাগত জানিনা আমারও ধাঁই করে মারতেই ইচ্ছে করত।
  • Sags | ০৭ আগস্ট ২০০৯ ১১:৩৬ | 203.201.225.35
  • ভাই অরিজিত থ্যান্‌কু। কিন্তু তিনটি কথাঃ ১। আমার কম্পু তো খুলছেই না - বাক-আপ নেব কি - তবে মনে পরছেনা জে সি ড্রাইভে কিছু আছে। একস্টার্নাল হিডি নেই; ২। আগের জানলা আর যেটা আমার কাছে আছে - এদুটো আলাদা। ৩। ঐ ভালো ভালো জিনিশ গুলো কি - লিনাক্স?
  • Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১১:৩৫ | 61.95.144.123
  • উইন্ডোজের সিডি থেকে বুট হচ্ছে না তো? তখন কিন্তু ওরকম বিচ্ছিরি ডিসপ্লে দেখাবে। তোমার বুট ড্রাইভ প্রেফারেন্সে যদি সিডি ড্রাইভ সবার ওপরে থাকে তাইলে সিডি আটকে গেলে বার বার সিডি থেকেই বুট হবে...
  • Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১১:৩৩ | 61.95.144.123
  • যাব্বাবা - দিপু তো আমাকে মিউটরেন্টের ফ্যাক দেখিয়ে দিলো - মানে টরেন্ট ফরেন্ট ব্যাভার করে - সে কি এটুকু জানবে না?

    আরেকবার রিস্টার্ট করে দ্যাখো - অনেক সময় সেফ মোডে বুট করলে এরকম রেজলিউশন দেখায়। না হলে ডেস্কটপে রাইট ক্লিক, প্রপার্টিজ - সেটিংস - সেখানে নিজের পছন্দ মতন সেট করে দাও। সেখানে অন্য অপশন না থাকলে তবে ডিসপ্লে ড্রাইভারের কোশ্চেন আসবে।
  • dipu | ০৭ আগস্ট ২০০৯ ১১:৩৩ | 207.179.11.216
  • রেজোলিউশন বদলানো যাচ্ছে না, ৬৪০*৪৮০ তে আটকে আছে। মাদারবোর্ডের সিডিটাও খুলতে গিয়ে আটকে যাচ্ছে, অথচ সিডিতে কোনো গোলমাল নেই, কাল রাত্তিরেও টেস্ট করে নিয়েছি। ডিসপ্লে ড্রাইভার কিকরে আপডেট করব?
  • d | ০৭ আগস্ট ২০০৯ ১১:৩২ | 144.160.5.25
  • *ঠিক
  • d | ০৭ আগস্ট ২০০৯ ১১:৩২ | 144.160.5.25
  • মানুষের ছানা তবু থিক আছে। কিন্তু আস্ত মানুষের সঙ্গে যখন কেউ ঐ বেবিটক শুরু করে ............. পুরো ধাঁইধাঁই করে ক্যালাত ইচ্ছা করে।
  • d | ০৭ আগস্ট ২০০৯ ১১:৩১ | 144.160.5.25
  • আরে অজ্জিত এত বেশী টেকি! দীপুবাবু প্রায় ডিডি ধরণের ওনাকে ডিটেইলসে বলে দাও।
  • Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১১:২৯ | 61.95.144.123
  • @দিপু - রেজোলিউশন বদলে নাও - প্রপার্টিজ থেকে। যদি সেখানে কিছু না থেকে থাকে তাহলে ডিসপ্লে ড্রাইভার আপডেট করো।
  • Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১১:২৮ | 61.95.144.123
  • (১) সবার আগে নিজের ডেটার ব্যাক-আপ নাও - বেস্ট অপশন হল এক্সটারনাল হার্ড ড্রাইভ ব্যবহার করা - এটা সেফটি রিকোয়্যারমেন্ট।
    (২) উইন্ডোজের সিডি ভরলে অপশন দেবার কথা - ইনস্টল/রিপেয়ার ইত্যাদি - রিপেয়ার দাও - আর কিছু দরকার হবার কথা নয়।
    (৩) যদি রিপেয়ার না করতে পারে তাহলে ফরম্যাট করতে বলবে - শুধু সিস্টেম ড্রাইভ (বাই ডিফল্ট সি ড্রাইভ) ফরম্যাট করবে - তারপর ক্লিন ইনস্টল হয়ে যাবে। সেক্ষেত্রে তোমার নিজস্ব অ্যাপ্লিগুলোকে ফের ইনস্টল করতে হবে।

    এই ওয়ার্নিংটা হঠানো যায় - কিছু লিংক আছে নেটে। কিন্তু এখন মনে হয় আর হবে না - ওয়ার্নিং দিতে দিতে শাস্তিটা দিয়ে ফেলেছে।

    আর পিএস হল যাতে এই ওয়ার্নিং খেতে হয় সেরকম জিনিস ব্যাভার না করলেই হয় - অনেক ভালো ভালো জিনিস তো আছে...
  • dipu | ০৭ আগস্ট ২০০৯ ১১:২৫ | 207.179.11.216
  • এবার আমার জানালার কথা। আজ সকালে নতুন করে এক্ষপি উইথ সার্ভিস প্যাক টু চাপালাম। তারপর স্টার্ট করল। কিন্তু হায়, ডেস্কটপের রেজলিউশন ৬০০*৪৮০, ৪ বিট কালার। কি উপায়? আমার ইচ্ছে করছে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেশিনটাকে গুঁড়ো করে ফেলি। এত ঝামেলা আর ভাল্লাগে না ঃ-(((((
  • san | ০৭ আগস্ট ২০০৯ ১১:২৪ | 121.50.4.34
  • আধো আধো স্বরের ঐরকম বাক্যালাপ মানুষের ছানার সঙ্গে হলেও বেশিক্ষণ শোনা চাপ হয়ে যায়। ডিঃ আমার।
  • Sags | ০৭ আগস্ট ২০০৯ ১১:২১ | 203.201.225.35
  • দারাও দারাও - অনেক কাল আগে স/ও কোম্পানি ছেরেছি। এতোগুলো ফান্ডা একসাথে দিওনা। কিন্তু রেপেয়ার করিবো কি করে? স্টেপ বাই স্টেপ বল।
  • Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১১:১৯ | 61.95.144.123
  • কুকুর এম্নি ভালোই, কিন্তু বাড়ি ভত্তি কুকুরের লোম ছড়ানোটা মোটেও ভালো না। আর বেজায় বোঁটকা গন্ধটাও ভালো না। ইস্পেশ্যালি ঝাঁট জ্বলে যখন কুকুরের সাথে আধো আধো স্বরে - ছুন্টুমুনু তুমি ভাত কাবে না, লুটি কাবে করে কেউ।
  • Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১১:১৭ | 61.95.144.123
  • রিপেয়ার করতে হলে তো রিফরম্যাট করার দক্কার পড়ে না। আর তোমার সিস্টেম আর ডেটা ড্রাইভ যদি আলাদা হয় তাইলে ভয়ের কি আছে? উইন্ডোজের বাইরে তোমার নিজস্ব অ্যাপ্লিগুলো যদি সিস্টেম ড্রাইভে রেখে থাকো সেগুলো বড়জোর বিগরোতে পারে - একান্তই যদি ক্লিন ইনস্টল করতে হয়।
  • san | ০৭ আগস্ট ২০০৯ ১১:১৭ | 121.50.4.34
  • ভুতোকে ঃ আমার দু ফুটের মধ্যে কুকুর চলে এলে আমার প্যালপিটেশন শুরু হয়। লিটারেলি। যে সব আত্মীয়ের বাড়ি কুকুর আছে আমি জাস্ট যাই না। তুই কুকুরকোলে ঘুরে বেড়ালে তোর সঙ্গেও নো দেখাসাক্ষাৎ ঃ-)
  • Sags | ০৭ আগস্ট ২০০৯ ১১:১৪ | 203.201.225.35
  • হেব্বি ঝামেলায় পরে এই আবেদন। আমার বাড়ির জানলা-টা পুরো লুটে গেছে। অনেকদিন ধরেই বিল গেট্‌স ধম্‌কাছে - আপনার জানলা অবৈধ বলছে। তা সত্যেও চলছিলো। আজ সকালে দেখি বলে কনফিগ ফাইল পাই না; r টিপে মেরাম্মত কর। আমার কাছে আরেকটা জানলা-র সিডি আছে। কিন্তু ভয় পাচ্ছি যে কিছু করতে গিয়ে যদি ডি আর ঈ ড্রাইভে রাখা জরুরি জিনিসপত্তর হাপিশ হয়ে যায়। সাহায্য দরকার।
  • Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১০:৪৭ | 61.95.144.123
  • আহা - কমেন্টে ক্লিয়ার করেছে।
  • Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১০:৪৩ | 61.95.144.123
  • যাতা তো - কিন্তু লজিকটা কি?
  • nyara | ০৭ আগস্ট ২০০৯ ১০:৩৮ | 64.105.168.210
  • gmail-এ কি করে অ্যাড ব্লক করা যায় -

    http://tinyurl.com/mzlc5v
  • Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১০:৩৮ | 61.95.144.123
  • যাঃ শুক্কুরবার তায় পার্টির মার্কেটে সব কেটে পড়লো?
  • Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১০:২১ | 61.95.144.123
  • ক্যাপ্টেন নিজে কনভার্টিবল পরে এসেচে - আমি জিগ্গেস করে এলুম - পাট্টির সময় কনভার্ট করে নেবেঃ-)
  • pi | ০৭ আগস্ট ২০০৯ ১০:২১ | 72.83.199.82
  • নাঃ, এখন এ চত্বরে থাকা সেফ নয়। কেটে পড়ি।
  • Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১০:১৯ | 61.95.144.123
  • আমাদের প্রধান বৈজ্ঞানিককে আদর করে ক্যাপ্টেন বলা হয়।
  • Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১০:১৮ | 61.95.144.123
  • না - কেউ আর্মির নয়তো।
  • d | ০৭ আগস্ট ২০০৯ ১০:১৬ | 144.160.5.25
  • তোমাদের আপিসেও গাদাগাদ আর্মির লোক আছে নাকি?
  • Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১০:১৩ | 61.95.144.123
  • আজ আমাদের দোকানের অষ্টম জন্মদিনের পাট্টি হবে (জন্মদিন আগেই হয়ে গেছে - কিন্তু স্ট্রাইক/অবরোধ ইত্যাদির জন্যে পার্টি পোস্টপোনড হয়েছিলো)। ড্রেস কোড হল ২০০১-এ লোকজন যা পরে আসতো - সেই রকম - ইস্পেশ্যালি আমাদের ক্যাপ্টেন যা পরে আসতো। তো আমি আপিসে এসেই দেখার চেষ্টা করলুম কে কে ড্রেস কোড মেনেছে - এখনও অবধি একজনও চোখে পড়লো না। তবে ওই ২০০১-এ যারা ছিলো তারা মনে হয় পরে আসবে।
  • d | ০৭ আগস্ট ২০০৯ ১০:১২ | 144.160.5.25
  • তাহলে কাল রাতের গবেষণালব্ধ ফল হল
    ১। ধুপ হল পোড়ামুখী
    ২। পোড়ামুখীর পুংলিঙ্গ হল পোড়ামুখো।
    ৩। পোড়ামুখো হল গিয়ে হনু।

    অর্থাৎ কিনা হনু-ধুপ হল গিয়ে রব নে বনায়া হুয়া জোড়ি।
  • Samik | ০৭ আগস্ট ২০০৯ ০৯:৫৮ | 122.162.236.214
  • আমি কুকুর অন্তত ভীষণ ভালোবাসি। তবে কুকুর নিয়ে আদেখলামো পছন্দ করি না।
  • Bhuto | ০৭ আগস্ট ২০০৯ ০৯:৫৭ | 203.91.193.7
  • **ওরে তোর চিন্তা নেই, তোর জন্য এক পিস নিয়ে যাবো।
  • Bhuto | ০৭ আগস্ট ২০০৯ ০৯:৫৫ | 203.91.193.7
  • স্যান এবং আরো কে কে যেন কুকুর-বিড়াল খারাপ বললো , ইকি? লেলিয়ে দেবো কিন্তু? ছোটো থেকে বিড়াল,কুকুর,পায়রা,মাছ,ইঁদুর,গিনিপিগ, শামুক, গেঁড়ি , পাখি, মুরগি, গিরগিটি, কচ্ছপ , খরগোশ এসব পুষে পুষে বড় হলাম (নো ইয়ার্কি, প্রত্যেকটা পুষেছিলাম নিজে হাতে) আর এখন এই দুঃখের দিন দেখতে হলো। স্যানের জন্য আমি একট অ্যানিম্যাল বুক কিনে নিয়ে যাবো ঃ)

    ওরে তোর চিন্তা নেই, এখনো মামাবাড়িতে একখান লাসা অবসো আর এক খান ল্যাব্রাডর লুটোপুটি খাচ্ছে, এই আজকেই তো যাবো। গায়ের ওপর উঠবে, কি মজা।
  • h | ০৭ আগস্ট ২০০৯ ০৯:২৬ | 206.195.19.59
  • মুখ যাদের পোড়া তারা আর কি বলবে। আমি খানিক হুপ হাপ করলাম। প্রাইমেট বিহেভিয়র একসপার্ট ছাড়া কেউ বুঝবে না। এই যেমন হুপ হাপাপো, এটার মানে হল, পেলে ক্যালাবো ;-)
  • Tim | ০৭ আগস্ট ২০০৯ ০৮:৩৬ | 71.62.2.93
  • আমি তো স্মোকি গেছিলাম ২০০৭ এ। বড্ডো নিচু পাহাড় এদিকের। দেখে তেমন ভক্তি হয়না। পচ্চিমে নাকি আরেকটু উঁচু, গিয়ে দেখতে হবে।
  • arjo | ০৭ আগস্ট ২০০৯ ০৭:৫৬ | 24.42.203.194
  • আরে ব্লু রিজে উঠে ব্লু রিজ পার্কওয়েটা ধরতে হবে। তারপর খুব সোজা, সেটা শেষ হলেই আমাদের বাড়ি। মাঝে দু একটা ইন্টারস্টেট পেরতে হবে। সে আর কোথায় না হয় বল। ঃ))

    ব্লু রিজে না চড় বরম রহস্যময় স্মোকিতে চড়বে এস।
  • pi | ০৭ আগস্ট ২০০৯ ০৭:১৮ | 128.231.22.89
  • আর, ব্লু রিজে উঠে হাঁক মেরে জানালে গমটা ভিজিয়ে রাখবো , তুমি আসতে আসতে মনে হয় ঢিমা আঁচে পাঁঠার হাড় গলেই যাবে ;-), আসলেই গরমা গরম হালিম হাপুস হুপুস করার জন্য একদম রেডি ! ঃ)
  • Tim | ০৭ আগস্ট ২০০৯ ০৬:৫১ | 198.82.192.108
  • তোমাদের বাড়িটা কত দূর। সবাই বেশ দূরে দূরে থাকে। ঃ-(
    অবিশ্যি আমার ছুটিও নাই তেমন। আর কদিনই বা.... ঃ-(
  • arjo | ০৭ আগস্ট ২০০৯ ০৬:৪৭ | 24.42.203.194
  • পোড়ার বহুরূপতা বিষয়ে যাহা জান লিখ। ১০ নং।

    ব্লু রিজের নীচেই তো আমাদের বাড়ি। পাহাড়ে উঠে একটা হাঁক দিও, রসগোল্লা চাপিয়ে দেব।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত