এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • . | ০৩ আগস্ট ২০০৯ ০৫:৫৪ | 69.15.164.33
  • শ্যামল বাবুর চিঠি বেরিয়েছে রবিবারের টেলিগ্রাফে।
  • Tim | ০৩ আগস্ট ২০০৯ ০৫:১২ | 71.62.2.93
  • সর্ষে দিয়ে বেগুনের একটা রেসিপি ছিলো না?
    আর একটা ছিলো কালোজিরে দিয়ে সাদামাঠা ঝোলঝোল তরকারি, সেটায় অনেক কিছুও দেয়া যায় , খুব হেলদি। কিন্তু একবারের বেশি (তাও অনেকদিন আগে) করা হয়নি বলে রেসিপি দিচ্ছিনা। ঃ)
  • a x | ০৩ আগস্ট ২০০৯ ০৩:৩১ | 75.53.196.106
  • সরি, দুবাই না, কুয়েত।
  • a x | ০৩ আগস্ট ২০০৯ ০৩:২৯ | 75.53.196.106
  • দুবাইএর কেসি, আপনার পাঠানো চিঠিটা টেলিগ্রাফ ছেপেছে ঃ-)
  • a x | ০৩ আগস্ট ২০০৯ ০৩:২৬ | 75.53.196.106
  • দই বেগুন এমন কিছু ভালো খেতে না। তার চেয়ে দই আর বেগুন ভালো খেতে।
  • Paramita | ০৩ আগস্ট ২০০৯ ০২:২৩ | 64.105.168.210
  • কেউ চটপট দই বেগুনের রেসিপি দিতে পারবে? থ্যাংকু।
  • Samik | ০২ আগস্ট ২০০৯ ২০:৩৫ | 122.162.236.170
  • জানাব তো বটেই। এখনও পাই নি।
  • shrabani | ০২ আগস্ট ২০০৯ ১৪:১৭ | 59.94.106.49
  • শমীক, কাগুজে গুরু পেলে একটু জানিয়ে দিও।
  • Samik | ০২ আগস্ট ২০০৯ ০৯:৫০ | 122.162.236.121
  • এবার তো জ্বালাও আলো।
  • dd | ০২ আগস্ট ২০০৯ ০১:১৭ | 122.167.10.34
  • নেভাও সব দীপ। সুইচ অফ যত্তো সব লাইট
    দীপ্তেন ভনিছে গুন্নাইট।।

    ** ইদিকে বোতোল ঠন ঠন, রাম ও শেষ।
    হা মহাদেব হা গিলগামেশ।
  • Arpan | ০২ আগস্ট ২০০৯ ০১:১৪ | 122.252.231.12
  • কী ঐল? আজ সবাই রাৎজাগে?
  • r | ০২ আগস্ট ২০০৯ ০০:৪৮ | 59.161.181.10
  • খাসি সিরিয়াল দেখলে উত্তেজিত হয়ে যাবে।
  • dipu | ০২ আগস্ট ২০০৯ ০০:৪৫ | 59.164.191.49
  • হ্যাঃ। ওচ্চেয়ে সিরিয়াল দেখা সোজা।
  • r | ০২ আগস্ট ২০০৯ ০০:৪৪ | 59.161.181.10
  • যে অঙ্কটা দিয়েছি ওটা মনে মনে সল্‌ভ কর।
  • dipu | ০২ আগস্ট ২০০৯ ০০:৪১ | 59.164.191.49
  • দোষটা আমার নয়। দুপুরে যে খাসিটা খেলুম তার নিঘ্‌ঘাৎ ইনসোমনিয়া ছিল।
  • dd | ০২ আগস্ট ২০০৯ ০০:৩৮ | 122.167.10.34
  • ঘুম না পেলে স্ট্রাগল করতে নেই। নো চেষ্টা চেষ্টি। তাতে ব্যাথা বাড়ে।

    ক্রমাগতঃ জেগে থাকতে হয়। স্বেছায়। বই পড়ো। ছবি আঁকো। ডিগবাজী খাও। নেট রিসার্চ করো। ড্রিং করো।

    জাস' ডোন্ট ট্রাই টু ফল অ্যাস্লীপ। দ্যাট অল।

    ভুক্তোভোগী। তাই জানি।
  • dipu | ০২ আগস্ট ২০০৯ ০০:৩৫ | 59.164.191.49
  • ওক্কে।

    ওসব বই নেই। কোনো চ্যানেলে সিরিয়াল হচ্ছে কিনা দেখি। ঠিকঠাক সিরিয়াল দেখলে মিনিট দুয়েক লাগবে।
  • a x | ০২ আগস্ট ২০০৯ ০০:২৮ | 75.53.196.106
  • বাড়িতে কোনো হিস্ট্রি অফ এইটিন্থ সেন্‌চুরি লিটেরচার বা অ্যানাটমি অফ মেলান্‌কলি গোছের বই নেই?
  • Arpan | ০২ আগস্ট ২০০৯ ০০:২৬ | 122.252.231.12
  • বেসিকালি বলার এই যে মারাথাহাল্লি আর আউটার রিং রোডের মুখটায় দাঁড়িয়ে থাকিস। ঠিক দুটোয় তোকে তুলে নেবো।
  • dipu | ০২ আগস্ট ২০০৯ ০০:১৬ | 59.164.191.49
  • ঠিকাছে।
  • Arpan | ০২ আগস্ট ২০০৯ ০০:১৫ | 122.252.231.12
  • দীপু কাল বারোটা নাগাদ কল করিস। কথা আছে।
  • dipu | ০২ আগস্ট ২০০৯ ০০:১৪ | 59.164.191.49
  • ঃ-))
  • dd | ০২ আগস্ট ২০০৯ ০০:১১ | 122.167.10.34
  • ঘুম না আসলে দাজ্জিলিং ও আসবে না।

    ভেড়া গুনতে নেই। কেটে কুটে লাল লংকা দিয়ে ঝালে ঝোলে রেঁধে খে' নিতে হয়।
  • dipu | ০২ আগস্ট ২০০৯ ০০:০৭ | 59.164.191.49
  • ঘুম না এলে ভেড়া গোনা ছাড়া আর কি করা যায়?
  • a x | ০১ আগস্ট ২০০৯ ২৩:৩৬ | 75.53.196.106
  • যদিও কিসুই হবেনা, তাও -

    PRESS RELEASE

    Arrest Carbide chairman Warren Anderson: Bhopal Court Orders CBI

    31 July, 2009. BHOPAL -- Survivors of the Bhopal disaster today danced on the streets after hearing news that the Chief Judicial Magistrate of Bhopal ordered the Central Bureau of Investigation to arrest Mr. Warren Anderson and produce him before the court without delay. Mr. Anderson, former chairman of Union Carbide Corporation and the prime accused along with the company, was proclaimed an absconder in 1992 after he refused to appear in court despite several summons. The court has asked the CBI to explain what steps it has taken to enforce the warrant issued, and extradition ordered, in 2002. A copy of the order was also sent to the Ministry of External Affairs. Union Carbide Corporation and Anderson are charged with culpable homicide not amounting to murder, grievous assault and other serious crimes in relation to the 1984 Bhopal gas disaster.

    The news was received with jubilation by survivors who gathered in the court premises within an hour of the order being received. ?The CBI was hoping to indefinitely delay this case. This is a very welcome and much anticipated move that the Chief Judicial Magistrate has independently ordered renewed action on this front,? said Rashida Bee, a survivor leader and member of the Bhopal Gas Peedit Mahila Stationery Karmachari Sangh. ?Punishing the guilty and having them face the law is extremely important for survivors to attain closure to the horrors of the disaster. More importantly, this will send a strong signal that corporations and corporate bosses cannot play with our lives,? she said.

    In 2002, Bhopal supporters traced Mr. Warren Anderson to the elite New York neighbourhood of The Hamptons, where he was found living a life of luxury. Survivors groups in Bhopal said they will now move to have renewed action to enforce the appearance of Union Carbide Corporation's authorised representatives. In a related matter, an application to summon The Dow Chemical Company, which acquired Union Carbide in 2001, is pending before the High Court.

    For more information, contact:

    Satinath Sarangi, Rachna Dhingra: 09826167369

    Bhopal Group for Information and Action

    Rashida Bi, Champa Devi Shukla: 0755 2747500

    Bhopal Gas Peedit Mahila Stationery Karmachari Sangh

    Syed M. Irfan. 09329026319

    Bhopal Gas Peedit Mahila Purush Sangarsh Morcha
  • Samik | ০১ আগস্ট ২০০৯ ২৩:১৭ | 122.162.236.62
  • দীপুকে আম্মো পাঠালাম।
  • dipu | ০১ আগস্ট ২০০৯ ২২:৩২ | 59.164.191.49
  • করিনি। তবে হতেই হবে।
  • r | ০১ আগস্ট ২০০৯ ২২:৩০ | 59.161.181.10
  • সব কাটাকুটি হয়েছে?
  • dipu | ০১ আগস্ট ২০০৯ ২২:২৪ | 59.164.191.49
  • তিনঘন্টা লড়াই করে তবে এস্কাইপে নিজের আওয়াজ শুন্তে পেলুম। উফ্‌ফ্‌ফ
  • dipu | ০১ আগস্ট ২০০৯ ২২:২৩ | 59.164.191.49
  • কেম্ব্রিজ থেকে এমফিল করা চাষীভাই। দেশের কি গব্বো। তবে কাগজে মোনয় পড়েছি বচ্চনরাও সবাই চাষী। ইনক্লুডিং বহুরাণী।
  • dri | ০১ আগস্ট ২০০৯ ২০:৫৩ | 117.194.226.250
  • হেহে। অ্যাবসল্যুট গুজ হলেন পরমা হংসী। পরম হংসের জেন্ডার, অ্যাবসল্যুট গ্যান্ডার।
  • dipu | ০১ আগস্ট ২০০৯ ১৭:৪২ | 59.164.191.49
  • আপিস না এলে কেউ ভাটায় না। দেশি হো ইয়া এনারাই।
  • kc | ০১ আগস্ট ২০০৯ ১৩:৪৫ | 91.140.135.11
  • হাফ দিনের ওপর ভাটপাতা খালি। বনধ নাকি?
  • arjo | ০১ আগস্ট ২০০৯ ০০:২০ | 168.26.215.13
  • ডিডি দা, পাঁটার সিম্পল কারি টা ব্যপক হয়েছিল। এক কেরালাইট বন্ধুকে খাইয়েছি। খুব পিঠ চাপড়েছে। কাল যেটা দেবেন, সেটা একটু লাল, ঝোল, ঝাল মিলিয়ে খানিকটা যেন পিকনিক এস্টাইলে হয়। এবারে আমি খাব। আমাদের বাড়িতে আমিই একমাত্র পাঁটা খাই। জুজুবাদের সুফল কি একেবারেই নেই। ;)
  • Tim | ০১ আগস্ট ২০০৯ ০০:১৮ | 71.62.2.93
  • বেশ বেশ, অপেক্ষা কচ্ছি। ঃ)
  • dd | ০১ আগস্ট ২০০৯ ০০:১৪ | 122.167.14.201
  • টিম্ভাই
    . পাঁটার আরো সিম্বল রেসিপি কাইলে দিমু খনে। অখন দিলে অসুবিদে আছে। এট্টু অপিক্ষে করো।
    . পরম হংস = এবসোলিউট গুজ। গুজ। ডাক নয়। গুজ কথাটার মধ্যেই একটা গুঢ় কি বলে গিয়ে, ইশে আছে, সেটা ডাকে নেই।
    . বলি, পদ্দো লিখবা না? হ্যাঁ ?
  • Tim | ০১ আগস্ট ২০০৯ ০০:০৮ | 71.62.2.93
  • ডিডিদা,
    কোনোরকম পেস্ট না করে পাঁটার সিম্পল রান্নাটা করা যায়না ?

    ব্যানের টইতে বেশিক্ষণ থাগলেই কেমন কেমন লাগছে। এত পেপার আর আর্টিকলের লিংক, এইসব থেকে পালাবো বলেই না ভাট কচ্ছি! ঃ)
  • dd | ০১ আগস্ট ২০০৯ ০০:০২ | 122.167.14.201
  • টিম্ভাই টিম্ভাই
    এই সব টইয়ের পোস্টিং হেথায় ক্যানো? ক্যানো? এই ভাটপাতায় ?
    বিস্তর টই আছে। চালু।
    "স্মোকিং ক্যানো চাকর"? পছন্দ না হলে "গাঁটে গাঁটে জুজুবাদ"

    তো হোথায় ল্যাখো।
  • Tim | ৩১ জুলাই ২০০৯ ২৩:৫৯ | 71.62.2.93
  • ডিডিদা,
    অ্যাবসলিউট ইয়েটা ভালো শোনায়না। ডাক কল্লে কি খুব ক্ষতি হবে? ব্যাকরণ নাহয় একটু ক্ষুন্ন হলো। তাতে কি! ঃ)
  • Tim | ৩১ জুলাই ২০০৯ ২৩:৫৭ | 71.62.2.93
  • দেড়কোটি আর রিয়েলেস্টেট নিয়েও কেউ এতগুলোদিন (কতদিন জানিনা, এক বছর হলেও অনেক) নষ্ট করলো?! মনের জোর আছে, মানতেই হবে। ঃ)

    স্মোকিং এবং ব্যক্তিস্বাধীনতার প্রশ্নে আমি কিন্তু আজ্জোদাদের সাথেই আছি। আইন থাকুক আর না থাকুক, কান্ডজ্ঞানওলা স্মোকার কাউকে বিরক্ত না করেই স্মোক করবে। আইনটা ভালো, কিন্তু নিরীহ স্মোকারদের বিরুদ্ধে জেহাদটা এট্টু ওভার রিয়্যাকশন বলে মনে হয়েছে। সেটা বন্ধ হোক।
  • dd | ৩১ জুলাই ২০০৯ ২৩:৪৩ | 122.167.14.201
  • ধুৎ।
    দৃ স্যার কি যে কন।
    আমি অহিংস সহিংসর উর্দ্ধে। স্ট্র্যাটোস্ফিয়ার। বা তার ও উবরে।
    পরম হংস, বা অ্যাবসোলিউট গুজ। পার্মানেন্ট মুচকি হাসি। চিনলেন না ?
  • Arpan | ৩১ জুলাই ২০০৯ ২৩:৩১ | 122.252.231.12
  • এ কী রে ভাই। কংগ্রেস দুটো আসন থেকেই প্রার্থী তুলে নিয়েছে।
  • dri | ৩১ জুলাই ২০০৯ ২৩:৩১ | 117.194.229.161
  • তবে এই বোল তাল মাত্রালয়াদি ফান্ডায় আমি আন্ডা। পড়েও কিছু বুঝতে পারছি না। ভাবছি একটা টিউশান নেবো।
  • pi | ৩১ জুলাই ২০০৯ ২৩:২৩ | 128.231.22.89
  • ডিস্ট্রিক্ট থেকে ভালো ই কালেক্ট করেছেন ঃ)
  • dri | ৩১ জুলাই ২০০৯ ২৩:২৩ | 117.194.229.161
  • ডিডিদা আবার অহিংস কোথায় হলেন? উনি তো গুলি চালানো ঢিশুম- ঢিশুম্‌ এক্স-নকশাল। এখন অবশ্য অনেক মাইল্ড হয়ে বন্দুক-ঐতিহাসিক হয়ে গ্যাছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বন্দুক থেকে আর্লি টুয়েন্টি ফাস্ট সেঞ্চুরী মাওবাদী বন্দুক। এসবের বিশেষজ্ঞ।
  • dd | ৩১ জুলাই ২০০৯ ২৩:১৯ | 122.167.14.201
  • কেউ কথা রাখে না। কেউ না। দৃ স্যার ও না।

    দৃ স্যার ভাটিয়ালির স্যংটিটি ভেঙে,চুচ্চুর করে,খান খান করে, টইএর টপিক হেথায় আনলেন। এই ভাটপাতায়।

    অ্যাখন সুনীল গাংগুলিরে কি কইবেন ? কি এক্‌জকিউজ দিবেন ?
  • arjo | ৩১ জুলাই ২০০৯ ২৩:১৫ | 168.26.215.13
  • হুঁঃ আমি তো কবেই ছেড়ে দিয়েছি। কিন্তু ব্যক্তিস্বাধীনতা! নীতির ব্যপারে আমি গান্ধী আর ডিডিদার পরেই। অহিংস কিন্তু বলিষ্ঠ পদক্ষেপ। এ পৃথিবীকে কিছু দিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার। অথেন্টিক পেপার ফেলে দিলেও লোকে এই অমুকে তমুক বলেছে, তমুকে অমুক বলেছে দেখায়। ওদিকে ওনাদের পেপারে ভুল ধরলে বলে জার্ণালের সম্পাদককে চিঠি লিখে নতুন পেপার পাবলিশ করো। এবারে বুঝে নিন কে গোঁয়ার। দাঁতের বদলে যুক্তি, চোখের বদলেও তাই, শুধু পেপারের জবাবে পেপার এই আমাদের নীতি।
  • d | ৩১ জুলাই ২০০৯ ২৩:০৩ | 117.195.37.64
  • আমার এক সহকর্মী পদত্যাগ করেছে, হাতে কোন অফার ছাড়াই। কারণ হিসাবে সে জানাল, তার বাবা ডিস্ট্রিক্ট কালেক্টার ছিলেন, তাই তাদের ৪ ভাইয়ের প্রত্যেকের নামে দেড়কোটি টাকার কিছু বেশী এবং পর্যাপ্ত পরিমাণে রিয়াল এস্টেট অরে রেখে গেছেন। তাই তার চাকরী না করলেও চলে। নেহাৎ কিছুটা সময় কাটানো আর কিছুটা নিজের একটা কিছু করার জন্য সে চাকরী করত। কিন্তু এই এত চাপ তার আর পোষাচ্ছে না।
  • dri | ৩১ জুলাই ২০০৯ ২৩:০২ | 117.194.229.161
  • আরে দুদ্দুর টিম, তুমিও যেমন। আর্য্য, মামু এদের সিগ্রেট খেতে দাও। গোঁয়ারদের সাথে তক্কো করে কোন লাভ আছে? শুধু যদি সাম্পান, ঘেনু এদের সিগ্রেট থেকে দূরে রাখা যায় তাহলেই দেখবে তিরিশ বছর পর খেলা ঘুরে গেছে। এখন এতে মামু হয়ত বলবে এসব হল ঘেনুদের ডিসেনফ্যাঞ্চাইস করার চক্রান্ত। কিন্তু ইন দা ফাইনাল অ্যানালিসিস, ঘেনুরা সেকথা মনে না করলেই হল। ধর মামু এখন আফিম খায় না। কিন্তু মামু কি মনে করে স্টেট আফিম খাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরী না করতে পারার জন্যই মামুর আফিম অ্যাডিক্ট হওয়া হল না, ব্যক্তিস্বাধীনতা লাটে উঠল?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত