সেটা বলার জন্য এক কোটি দর্শক লাগে বুঝি? পৃথিবীতে যোগাযোগের মাধ্যম কি কম পড়িয়াছে?
r | ০৫ আগস্ট ২০০৯ ১৭:৪৩ | 125.18.104.1
"The show is not interested in the truth but specifically seeks that truth which will cause damage to the individual's self esteem and poison relationships. It is a spectacle only when participants disclose something scandalous. The reason why the family is such an important part of the show is because in some ways it is the show. We have in effect created a market for preying on someone else's personal misery. Once we accept a show like this, what stops us tomorrow us tomorrow from going further down road- for instance why not do an organ donation show tomorrow where a donor chooses from among a long list of critically ill patients vying for the life saving donation? The word 'elimination' will have an altogether realistic meaning then. Or why not make siblings fight for their parents attention and have a panel of esteemed judges give them points?
The commoditization of truth is part of an overall movement towards taking all that constitutes the personal and private and giving it exchange value in order to make it marketable. We can make money on the basis of our looks, education, ability, luck, our willingness to do stupid things and our openness to making our private life public. Everything has exchange value; we can monetize all parts of our life as evidenced by people marrying, dying and selling their virginity on screen for a price. Reality shows in general and Sach Ka Samna in particular serve to turn society's instruments against themselves. The individual is extracted from the folds of her inner world as all that constitutes ones private inner world is laid bare with the seductive aid of money and fame. We become consumers of ourselves as we turn our insides out for the consumption of the outside world. In effect society turns cannibalistic as it feeds on itself and its most cherished institutions."
d | ০৫ আগস্ট ২০০৯ ১৭:৪৩ | 144.160.5.25
শমীকের পোস্টটাই তো আমার ইতরামো মনে হল। কোন পুরুষ প্রতিযোগীকে কি করতে পরামর্শ দিচ্ছে শমীক?
রঙ্গন, কেউ কেউ কিন্তু চাইতেই পারে সবার সামনে নিকটাত্মীয়দের মুখের ওপরে সত্যি কথাগুলো বলে দিতে। যা হয়ত সে অনেকদিন চেষ্টা করেও বলতে পারে নি। বা বললেও সেগুলো কেউ শোনে নি। এটা একজনের ব্যক্তিগত পছন্দ হতেই পারে কিন্তু।
Samik | ০৫ আগস্ট ২০০৯ ১৭:৪১ | 219.64.11.35
এখানে ব্যাপারটা কেচ্ছারও নয়, বেশির ভাগই সুপ্ত ইচ্ছা। কেচ্ছা তো কী ঘটেছে তার রসালো বিবরণ। এখানে জিজ্ঞেস করছে, ঘরে বউ না থাকলে আমি অন্য মেয়ে এনে সেক্স করতে চাইবো কিনা। এই প্রশ্ন করা লোককে অনায়াসে বাপ মা তুলে খিস্তি করা যায়। সেটাও বোধ হয় কম হয়।
r | ০৫ আগস্ট ২০০৯ ১৭:৩৮ | 125.18.104.1
এবং আমার পাশের বাড়ির ছা পোষা লোকটি প্যারিস হিলটন নয়। সে নিজের পরিবারের কেচ্ছা লিখে আত্মজীবনী লিখবে না। তাকে কেচ্ছা বলার জন্য টাকার টোপ দেওয়া হবে।
shrabani | ০৫ আগস্ট ২০০৯ ১৭:৩৬ | 124.30.233.101
সেটা যাই হোক সর্বাধিক লোকে দেখছে, টি আর পি তাই বলছে। টি আর পি কম হয়ে গেছে বলে অনেক চ্যানেলে অনেক প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। এটারও কম হলে নিজেই বন্ধ হয়ে যেত।
r | ০৫ আগস্ট ২০০৯ ১৭:৩৪ | 125.18.104.1
আত্মজীবনীতে তুমি কি লেখো সেটা তোমার চয়েস।
এখানে প্রতিযোগীকে প্রশ্ন করে করে তাকে এবং তার পরিবারকে ন্যাংটো করা হবে। এবং সে সেটা টাকার লোভে করবে। অবশ্যই স্বেচ্ছায়। যদিও সে টাকার লোভে আর যাদের জনসমক্ষে ন্যাংটো করবে তাদের সম্মতি না-ও থাকতে পারে।
Samik | ০৫ আগস্ট ২০০৯ ১৭:৩৩ | 219.64.11.35
আমি যা শুনেছি, লোকে এখানে কেবিসির মত ফোন করে আসার ডাক পেতে পারে না। এরা র্যান্ডমলি কাউকে কল করে ডাকে, এখন সে আসবে কিনা, সেটা তার চয়েস।
দময়ন্তীর বলা ঐ এপিসোডটাই আমি দেখেছিলাম। একটা কোশ্চেন ছিল, আপনার মা আপনার থেকে আপনার ছোটো বোনের প্রতি বেশি মনোযোগ দিতেন, এর জন্য কি মায়ের ওপর আপনার রাগ জমে আছে?
পরের দিকে আরেকটা কোশ্চেন ছিল, আপনি কি আপনার স্বামীর অনুপস্থিতিতে অন্য কোনও পুরুষের সাথে সেক্স করতে চাইবেন? মহিলা "না' বলেছিলেন, এবং লাই দিটেক্টর সেটা "মিথ্যে' বলে জানিয়েছিল।
যদি স্টেজে ওঠার আগেই তাঁকে ঐ কোশ্চেনগুলো জানিয়ে দেওয়া হয়ে থাকে, তা হলে তো মহিলা রেডিই থাকতে পারেন উত্তর দেবার জন্য, লাই ডিটেক্টরের ক্ষমতা নেই সেটাকে মিথ্যে বলে প্রমাণ করে। গটআপ কেসটা এরকমও হতে পারে, আপনি সাত নম্বর কোশ্চেনের উত্তরে যাই বলুন, লাই ডিটেক্টর সেটাকে মিথ্যে বলবে, আর আপনাকে শো ছেড়ে যেতে হবে। প্লিজ রাজি হয়ে যান, আমরা ব্যাকস্টেজে আপনাকে আরও তিন লাখ দেবো। তা হলে তো লাই ডিটেক্টরের ক্রেডিবিলিটিই থাকছে না।
আর যদি প্রথমবারের জন্যই সঞ্চালক স্টেজে ঐসব কোশ্চেন করে থাকেন, আর লাইডিটেক্টার ঐ রক্তচাপ হার্টবীট ইত্যাদি দেখে টেখে উত্তরটাকে মিথ্যে বলে প্রতিপন্ন করে, তা হলে আমার মতে সবার আগে ঐ সঞ্চালক এবং প্রোডিউসারকে ঠাসিয়ে দুটো থাপ্পড় মেরে প্যান্ট খুলে স্রেফ জাঙ্গিয়া পরিয়ে রাস্তায় নামানো উচিত, তারপর ঐ প্রতিযোগী মহিলাকেও একটা কড়া ধমক দিয়ে বলা উচিত, এক ঘন্টায় দশ লাখ কামাবার যখন এতই শখ, তখন সেটা দরজা বন্ধ করেও তো রোজগার করা যায়! পয়সার লোভটা কি খুলে-আম ন্যাংটো হবার লজ্জার থেকেও বড়?
সচ কা সামনায় যা হচ্ছে, সেটাকে এক কথায় বললে, বলা যায়, ইতরামো।
shrabani | ০৫ আগস্ট ২০০৯ ১৭:৩৩ | 124.30.233.101
এখনো এমন একটাও রিয়্যালিটী শো হয়েছে যা টোকা নয়? সেদিন কাগজে পড়লাম বিপুল শা কোন বাংলা প্রডিউসারকে স্যু করছে তার "নমস্তে লন্ডন" কপি করেছে বলে। নমস্তে লন্ডন আবার কোথা থেকে ইনস্পায়ার্ড সেই সিনেমার নাম ও দেওয়া আছে।
তবে পুরো মালটি টোকা। ইন্ডিয়ান টি ভি এখনও না টুকে ঠিকঠাক শো তৈরি করতে পারে না।
shrabani | ০৫ আগস্ট ২০০৯ ১৭:২৮ | 124.30.233.101
এমনও হতে পারে পুরোটাই অভিনয়। সচ গুলো আসলে ঝুট!
h | ০৫ আগস্ট ২০০৯ ১৭:২৭ | 206.195.19.43
এটা শুধু আমাদের সমাজে নয়। এটা না থাকলে পশ্চিমের ট্যাবলয়েড গুলো চলতো না। প্যারিস হিলটন, জর্ডান, জোডি মার্শ,আবু হামজা এই ক্যারেকটার গুলো তৈরী হত না।
san | ০৫ আগস্ট ২০০৯ ১৭:২৭ | 121.50.4.34
কি জ্বালাতন। আমি আমার পার্সনাল লাইফ নিয়ে আত্মজীবনী লিখতে পারলে টিভি শো তে বলতে পারবনা কেন? না কি র আত্মজীবনী লেখাও অশোভন কাজ মনে করে?
r | ০৫ আগস্ট ২০০৯ ১৭:২৭ | 125.18.104.1
পোস্টটা স্যানের পোস্টের উত্তরে।
r | ০৫ আগস্ট ২০০৯ ১৭:২৬ | 125.18.104.1
আছে। টাকার জন্য কেউ বলল, তোর বাপ-মাকে পাবলিকলি মুখখিস্তি কর, তোকে এক কোটি টাকা দেব। যে কাজটা করল তার কাছে কাজটা শোভন মনে হতে পারে। তার মানেই কাজটা শোভন নয়।
এখানে স্বেচ্ছা-অনিচ্ছার ইস্যুটাই রিডান্ডেন্ট।
shrabani | ০৫ আগস্ট ২০০৯ ১৭:২৪ | 124.30.233.101
তবে এরকম প্রোগ্রামের টি আর পি তো হতেই পারে। আমাদের সমাজে এমনিতেই লোকের অন্যের হাঁড়ির খবরে বহুত ইন্টারেস্ট থাকে!
Arpan | ০৫ আগস্ট ২০০৯ ১৭:২৩ | 216.52.215.232
কাগজে তো লিখেছে লোকে উকিল নিয়ে গিয়ে সব জেনেবুঝে তারপরে সই করছে।
ফর্ম্যাটটা ওই কেবিসির মতই। ধীরে ধীরে সচ কা ঝটকা বাড়তে থাকে। কমিট না করে পরের স্টেজে গেলে আগের টাকা হাপিস।
san | ০৫ আগস্ট ২০০৯ ১৭:২২ | 121.50.4.34
সেক্ষেত্রে তাঁদের পার্সনাল ব্যাপার তাঁরা হাটে ঘোষিত হওয়াকে অশোভন মনে করেন না। বাইরে থেকে শোভন অশোভন অন্য লোকে বিচার করার কি আছে?
shrabani | ০৫ আগস্ট ২০০৯ ১৭:২০ | 124.30.233.101
ফরম্যাট টা কি? সবচেয়ে বেশী সচ এর সামনা করলে এত লাখ? না হলে লোকজন আসছে কেন? নাকি শুধু পার্টিসিপেট করলেই মোটা পেমেন্ট?
d | ০৫ আগস্ট ২০০৯ ১৭:২০ | 144.160.5.25
কি মুশকিল! লোকে যায় কেন? টাকার লোভে? আরো একটা কথা হল গোটা প্রশ্নোত্তরটাই আগে একবার শুধু প্রতিযোগীর সাথে হয়। তখন লোকে হয়ত বুঝতে পারে না নিকটাত্মীয়ের সামনে বলতে কেমন লাগবে! টাকার লোভে গিয়ে পরে .....
তবে যারা শো-টা অ্যাঙ্কর করছে তাদের একবার এই লাই ডিটেক্টার কি করে সেটা বলে দেওয়াটা দরকার বলে আমার মনে হয়েছে।
r | ০৫ আগস্ট ২০০৯ ১৭:১৯ | 125.18.104.1
প্রাইজ পাওয়ার জন্য আসেন।
shrabani | ০৫ আগস্ট ২০০৯ ১৭:১৭ | 124.30.233.101
টিভিতে মাঝেসাঝে গানের শো আর রোজ নিউজ এছাড়া নিয়মিত কিছুই দেখা হয়ে ওঠেনা। তারই মধ্যে সেদিন বিক্রম চন্দ্রার অনুষ্ঠানে দেখি রাখীর কে বর হবে তাই নিয়ে রাখীর বম্বে থেকে ইন্টারভিউ দেখাচ্ছে, বধাইয়াঁ দিচ্ছে, গা পিত্তি জ্বলে গেল। আজকাল নিউজ চ্যানেল গুলো সবথেকে বড় চাটনি চ্যানেল হয়েছে!
san | ০৫ আগস্ট ২০০৯ ১৭:১৭ | 121.50.4.34
কিন্তু পার্টিসিপেন্টরা স্বেচ্ছায় আসেন না শো তে? বাই চয়েস?
r | ০৫ আগস্ট ২০০৯ ১৭:১৫ | 125.18.104.1
রাইট। সবার সব কিছু বাজারে হাট করা খুব একটা শোভনীয় নয়। অন্ততঃ সেইরকমই জানতাম। লাই ডিটেক্টর কি করে না করে- সেটা গৌণ।
d | ০৫ আগস্ট ২০০৯ ১৭:১৩ | 144.160.5.25
না না আম আদমিও থাকে তো। আমি যে মহিলাকে দেখেছিলাম তিনি একটি চাকরী করেন ও একটি ডাব্বা সার্ভিস চালান। বরটা এককালে প্রচন্ড অ্যালকোহলিক ছিল। পরে চিকিৎসা করেটরে ভাল হয়েছিল।
h | ০৫ আগস্ট ২০০৯ ১৭:১২ | 206.195.19.43
লাই ডিটেকটর নামক পুলিশি 'জিজ্ঞাসাবাদ' এর টুল কে লেজিতিমাইজ করা এর উদ্দেশ্য এরকম একটা কনস্পিরেসি থিওরি চলতেই পারে। ইত্যাদি। কিন্তু যে কোনো থিয়োরীর মতই এটা আগে ব সম্প্রতি ভাবা হয়ে গেছে এটাও হতে পারে ;-)
d | ০৫ আগস্ট ২০০৯ ১৭:১১ | 144.160.5.25
আমি যেদিন দেখেছিলাম একজন ৩৭-৩৮ বছর বয়সী ভদ্রমহিলা ছিলেন। মুম্বাইয়ের। আমার মহিলাকে বেশ ভাল লেগেছিল।
vikram | ০৫ আগস্ট ২০০৯ ১৭:১০ | 193.120.76.238
পুরো ভুল না হলেও। অনেক সময়েই ঠিক। মানুষের কত কি কাবার্ডের পেছনে রাখা থাকে। সব তো বাইর করার দরকার নাই।
shrabani | ০৫ আগস্ট ২০০৯ ১৭:১০ | 124.30.233.101
এই সামনা টা কেবল সেলিব্রিটি দের নিয়ে হয় না আম আদমীও থাকে?
Samik | ০৫ আগস্ট ২০০৯ ১৭:০৮ | 219.64.11.35
একদিন দেখেছিলাম। একটা অ্যাড ব্রেক থেকে পরের অ্যাড ব্রেক পর্যন্ত। হজম হয় নি, আর দেখি নি কোনওদিন।
এমন সাচের সামনা করার ধক আমার নেই।
d | ০৫ আগস্ট ২০০৯ ১৭:০৭ | 144.160.5.25
সাচ কা সামনা আমি একটা দেখেছি। সেদিনে জিগালাম, কেউ রা কাড়ল না। ঃ(
বহুত ফালতু লেগেছে। প্রথমে বলে লাই ডিটেক্টরই মহান, কক্ষণো ভুল করতে পারে না। তুমি মিথ্যে বললে আমরা না বুঝলেও ডিটেক্টর ঠিক বুঝে ফেলবে। পরে যেই মিথ্যে বলেছে বলে দাবী করলে লোকে প্রবল অস্বীকার করে, তখন বলে না না ওটা তো যন্ত্র, ও তো তোমার শরীরের কিছু নির্দিষ্ট স্পন্দন মাপবে, ওতে তো ভুল হতেই পারে, কিন্তু আমরা ওটাই মানব।
লাই ডিটেক্টরে যে ভুল হতেই পারে সেটা এদের শুরুতেই বলে দেওয়া উচিৎ। বলা উচিৎ যে কোন কারণে হৃৎস্পন্দন ইত্যাদি বেড়ে গেলেও ডিটেক্টার সেটাকে মিথ্যেকথা বলে ধরবে, সেটাই নিয়ম। তবে আসলে সেটা "মিথ্যে' না হতেই পারে।
shrabani | ০৫ আগস্ট ২০০৯ ১৭:০৭ | 124.30.233.101
অতসব কিস্যু হবেনা। এই কোথায় দেখাল কোন অনুষ্ঠানে কাম্বলি সচীনের সঙ্গে হাত মেলাচ্ছে বা গলা জড়াজড়ি করছে আর বলছে সে যা বলেছে সেটাকে চ্যানেল নাকি অন্য মানে করেছে।
Blank | ০৫ আগস্ট ২০০৯ ১৭:০২ | 203.99.212.224
অল্প করে নেমতন্ন খেয়ে এলাম ঃ)
vikram | ০৫ আগস্ট ২০০৯ ১৭:০২ | 193.120.76.238
সুপারমার্কেটে কেন বীয়ার খাবো? পাব নাই!
r | ০৫ আগস্ট ২০০৯ ১৭:০০ | 125.18.104.1
পাবলিক কনফেশন। তাতে যত বেশি লোকের ডিভোর্স হবে, বাপ-ছেলের সম্পর্ক ভেঙে যাবে, বন্ধুদের মুখ দেখাদেখি বন্ধ হয়ে যাবে- শো তত সাক্সেসফুল।
san | ০৫ আগস্ট ২০০৯ ১৬:৫৫ | 121.50.4.34
সাচ কা সামনা কি নিয়ে?
r | ০৫ আগস্ট ২০০৯ ১৬:৫৪ | 125.18.104.1
সাচ কা সামনা আমি দেখি নি। এর ইংরিজি ভার্শনটা বিলেতে দেখেছি। রাবিশ। সন্তোষ দেসাই এই নিয়ে ভালো লিখেছিলঃ
হ্যাঁ, জলসা চ্যানেলে কি একটা স্বয়ম্বর হয়। কিন্তু জলসা তে সেই দীপাঞ্জন আর কে যেন, তাদের অনুষ্ঠান টা বন্ধ হয়ে গেছে?
shrabani | ০৫ আগস্ট ২০০৯ ১৬:৫১ | 124.30.233.101
"সচ কা সামনা" নিয়ে তো শুরু হওয়ার আগে থেকেই প্রচুর ক®¾ট্রাভার্সি। কাম্বলিরটা নিয়ে এত লেখালেখি হল যে দেখব ভেবেছিলাম, কিন্তু ভুলে গেলাম।
r | ০৫ আগস্ট ২০০৯ ১৬:৪৭ | 125.18.104.1
বাংলাতেও "স্বয়ম্বর" বলে একটা কি হয়। বাইপাসের ধারে হোর্ডিং দেখি।
Arpan | ০৫ আগস্ট ২০০৯ ১৬:৪৬ | 65.194.243.232
ঐগুলো ফালতু। সাচ কা সামনা দেখো।
ইন্ডিয়ান পাব্লিক না পারছে ছাড়তে, না পারছে হজম করতে। ঃ-)
h | ০৫ আগস্ট ২০০৯ ১৬:৪৬ | 206.195.19.51
সৈকত তো প্রথম ছাপা গুরুতে, খুব ই অযত্ন করে সম্পাদকীয় লিখেছিশ। 'বদলে' লিখলে জেনেরাল সম্পাদকীয় র থেকে বেটার হওয়া জরুরী। ইয়ার্কি মারতে গিয়ে নিজের বাংলাটার বারোটা বাজাচ্ছিস। হেবি রাগ হল।
shrabani | ০৫ আগস্ট ২০০৯ ১৬:৪৫ | 124.30.233.101
এগুলো বোধহয় গট আপ! TOI Delhi Times এ বেশ কয়েকদিন আগেই বলেছিল যে রাখী কোন এক NRI কেই পছন্দ করবে।
r | ০৫ আগস্ট ২০০৯ ১৬:৪৩ | 125.18.104.1
না।
Arijit | ০৫ আগস্ট ২০০৯ ১৬:৪২ | 61.95.144.123
জনসমক্ষে কথা-টথা দিয়ে পোষালো না বলে কাট মারলে ব্রীচ অব ট্রাস্টের কেস হতে পারে না?
Arijit | ০৫ আগস্ট ২০০৯ ১৬:৪১ | 61.95.144.123
কে-সিরিজের দিন শেষ - কাগজে লিখেছে এখন দিদিমা-ঠাকুমারাও ফেকতার সিরিয়াল দেখছে না - সব হাঁ করে রিয়েলিটি শো দেখছে। রাখীর বে, ইস জঙ্গল সে মুঝে বচাও (আই অ্যাম আ সেলিব্রিটি - গেট মি আউট অব হিয়ার-এর হিন্দি সংস্করণ) ইত্যাদি।
shrabani | ০৫ আগস্ট ২০০৯ ১৬:৪০ | 124.30.233.101
ঠিক মনের মত হলনা বলে আর একটা স্বয়ংবর ও করতে পারে, সীজন টু তারপরে থ্রি, ফোর অন্য রিয়ালিটী শো গুলোর মত!ঃ)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন