এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • lcm | ০৭ আগস্ট ২০০৯ ২৩:২৮ | 128.48.7.157
  • ভয়ানক পিছিয়ে ... গুগল ভাই বলে দিল... ইন্ডিয়ান পেনাল কোড ৩৭৭ "unnatural offences"...
  • lcm | ০৭ আগস্ট ২০০৯ ২৩:২০ | 128.48.7.157
  • বুয়েছি... অ্যাঙ্গেল হল সমকাম, যাহার দ্বারা সমকাম অ্যাঙ্গেল বাদ দেওয়া যায় তা হল অবচেতন (ছোটা চেতন-এর মতন কিছু হবে), আলু হল হেটরো, আর, 'প্রি-৩৭৭' হল অভ্যেস, অনেক পুরোনো অভ্যেস (বোয়িং ৩৭৭-এর আগের, সেই ৪৭-এর আগের অভ্যেস)।
  • lcm | ০৭ আগস্ট ২০০৯ ২৩:১৪ | 128.48.7.157
  • বোয়িং ৩৭৭ ? তারও আগে?
  • dd | ০৭ আগস্ট ২০০৯ ২৩:১৩ | 122.167.7.137
  • আজ্জোদা কিনা বিলেতে থাগে তাই প্রি আর পোস্ট ৩৭৭ বুইতে পারে না।
    অথচ এটা খুব, মানে ভীষন, সিম্বল ব্যাপার। অ্যাগ লাইনেই বুঝিয়ে দেওয়া যায়। তো, সেডা কর্বে কে?
    কে কর্বে?
    সব ফাজিলের দল। কোনো রেসপন্সিবিলিটি নেই।
    আমি তো রাগে ছটফট করি।
    এই ছোড্ডো,সামান্ন ব্যাপারডা কেইউ আজ্জোদারে বুঝিয়ে কইতে পারে না? কেউ না?
    শুদু ফষ্টি নষ্টি আর প্যাচাল পারা?
    ছিঃ
  • arjo | ০৭ আগস্ট ২০০৯ ২২:৪৬ | 168.26.215.13
  • জ কে? আর প্রি - ৩৭৭ ই বা কি?
  • j | ০৭ আগস্ট ২০০৯ ২২:৩৯ | 61.95.144.10
  • সমকামের অ্যাঙ্গলটা অবচেতন দ্বারা বাদ দিল। অথচ হেটেরো আলুটা বলতে ছাড়লো না। অভ্যেস। প্রি -৩৭৭ অভ্যেস।
  • d | ০৭ আগস্ট ২০০৯ ২২:২৮ | 117.195.36.197
  • ইপ্পি, নেহা কি ফর্সা হয়েছিল?
  • d | ০৭ আগস্ট ২০০৯ ২২:২৭ | 117.195.36.197
  • অজ্জিত কালকেই সোয়াইন ফ্লু'র টেস্টটা করিয়ে নাও। কিছু একটা র‌্যাপিড ফ্লু টেস্ট আছে, যেটা ঐ H1N! পজিটিভকে ধরে। এখানে তো সব ফার্মাসিতেই ঢেলে মাস্ক বিক্রী হচ্ছে। বচ্চাদের ঐ মাস্ক পরিয়ে ID সেন্টারে নিতে হয়।
  • dipu | ০৭ আগস্ট ২০০৯ ২২:১৭ | 59.164.99.76
  • ঃ-)
  • pi | ০৭ আগস্ট ২০০৯ ২২:১৩ | 128.231.22.89
  • যদ্যপি আমি ঠিক করেছিলুম ,হনু, মুখপোড়া ও পোড়ামুখো এইসব বিষয়ে আমি আর মোটেও মুখ খুলবো না ( হুপ হাপ ক্যালানি খাবার একটা ভয় তো আছে নাকি রে বাবা ! ) , কিন্তু ভাটপাতা জুড়ে পড়ে আর আত্মনিয়ন্ত্রণ করতে পাল্লুন না । ;)
    বলেই ফেলি।
    কানপুরের বাঁদররা আর পাঁচটা অন্য জায়গার আর পাঁচটা অন্য বাঁদরের মতই বাঁদরামি করতো।
    তবে ঐ লেডিস হোস্টেল অ্যাফিনিটিটা নিয়ে একটু ধন্দ আছে। মানে অ্যাফিনিটি যে আছেই তা নিয়ে সন্দ নাই। কিন্তু সেটা আলুর দোষ নাকি ওদের অত্যধিক সাজুনি পনা সেটা নিয়ে কমেন্ট করা মুশকিল। বাঁদর না বাঁদরী সেইটি খেয়াল করিনি বলে।
    আয়নার সামনে বসে বসে ক্রিম ট্রিম তো মাখতো ই, কিন্তু একটি হনুমান/মতী র কেসটা ছিল ইস্পিশাল।
    বি উইং এর নেহার ঘর ই ছিল তার ফিক্সড গন্তব্য।
    পেয়ারা গাছের ডাল থেকে ভায়া করিডরের রেলিং ও দোতলার জানলা, সো-ও-জা নেহার তাক।
    এবং সেখানে অজস্র ক্রীম জাতীয় দ্রব্য সম্ভারের মধ্যে থেকে একটি, মাত্র একটি ই ক্রিম ছিল পোড়ামুখো/মুখী র টার্গেট।
    ফেয়ার অ্যান্ড লাভলী।
  • dipu | ০৭ আগস্ট ২০০৯ ২২:১৩ | 59.164.99.76
  • ইন্টেলের ওয়েবসাইটে গিয়ে ট্রাবলশুট করে নিজেই নিজের মেশিন সারিয়ে ফেললুম।
  • dipu | ০৭ আগস্ট ২০০৯ ২২:০৮ | 59.164.99.76
  • অ পাইদি, মেল চেকিয়ে ঝটপট জবাব দাও দিকি, তালে আমিও টকাটক আরও কটা কাজ করে ফেলি।
  • arjo | ০৭ আগস্ট ২০০৯ ২২:০৩ | 168.26.215.13
  • সোয়াইন ফ্লু কিনা বোঝার জন্য টেস্ট আছে। যতদুর মনে হচ্ছে সোয়াপ টেস্ট। সেটা করিয়ে নাও। জ্বর আসার দিন পাঁচেকের মধ্যে না করালে বোঝা যায় না। আমার মনে হয় সোয়াইন ফ্লু নয় এটা এলিমিনেট করিয়ে নেওয়াই ভালো। আর ঋতিকে কাছাকাছি না রাখতে পারলে ভালো হয়।
  • Arijit | ০৭ আগস্ট ২০০৯ ২১:৫২ | 117.194.225.63
  • ঋকের ক্লাসের পাঁচ ছটা বাচ্চার একসাথে জ্বর এসেছে - ইনক্লুডিং ঋক। সোয়াইন ফ্লু নয় বুঝবো কি করে? সিম্পটম তো সব একই...
  • Samik | ০৭ আগস্ট ২০০৯ ২১:৪৬ | 219.64.11.35
  • আ ওয়েডনেসডে। বার বার দেখা যায় না। ঃ-)
  • d | ০৭ আগস্ট ২০০৯ ২১:৩৫ | 117.195.36.197
  • আমার বেশ বাজে লেগেছিল।
  • Arijit | ০৭ আগস্ট ২০০৯ ২১:৩৩ | 117.194.224.45
  • ধুস আ ওয়েডনেসডে আমার ভাল্লাগেনি - টিপিক্যাল রেটরিক।
  • Samik | ০৭ আগস্ট ২০০৯ ২১:২৭ | 219.64.11.35
  • আ ওয়েডনেসডে। বারবার দেখা যায়।

    পাল্লিন, অস্ট্রেলিয়ায়। http://www.timesonline.co.uk/tol/news/world/article6737005.ece

    এ দেশে এখনও স্যু কালচার গড়ে ওঠেনি।
  • pi | ০৭ আগস্ট ২০০৯ ২১:১২ | 128.231.22.89
  • কী খেয়েছিল ? ভেজা ফ্রাই ?

    পাল্লিনদি, আরেকদিন সিক লিভ নিলে আরেকটি সিনিমা রেকো করবো।
    মহারথী।
    মারকাটারি আহামরি গল্প বা সিনেমা না হলেও, আর কিছু কিছু লুজ এন্‌ড্‌স থাকলেও, এবং এন্ডিং টা কিঞ্চিৎ লুজ হলেও, একটা জিনিস, সির্ফ একটা জিনিসের জন্যি ই দেখতে হয়।
    অভিনয়।
    নাসিরুদ্দিন, ওম পুরী, পরেশ রাওয়াল আর বোমন ইরানী এই চার মহারথীর একে অপরকে টেক্কা দেওয়া অভিনয় !
    নায়িকা দ্বয়ের অখাদ্যি, পুরো পাতে দেবার অযোগ্য লেভেলের অখাদ্যি অভিনয়ের কনট্রাস্টে যা কিনা আরো চোখ ধাঁধিয়ে দেবে।
  • sinfaut | ০৭ আগস্ট ২০০৯ ২১:০৯ | 117.254.93.93
  • বাব্বা, হুতো তো কার্টুনে শাগাল!
  • P | ০৭ আগস্ট ২০০৯ ২১:০১ | 213.202.131.42
  • দেশে ??
  • Samik | ০৭ আগস্ট ২০০৯ ২০:৪৬ | 219.64.11.35
  • সিকি রে? জানিস না? KFCতে খেয়ে ব্রেন ড্যামেজ হয়ে গেছে বলে এক কন্যে KFCকে স্যু করেচে?
  • P | ০৭ আগস্ট ২০০৯ ২০:৪৫ | 213.202.131.42
  • কেন ? ব্রেন ড্যামেজ কেন রে ?
  • Samik | ০৭ আগস্ট ২০০৯ ২০:৪৪ | 219.64.11.35
  • নিজের ব্রেনটা ড্যামেজ করার ব্যবস্থা পাকা করে এলুম ... কেএফসি-তে খেয়ে এসে।
  • Samik | ০৭ আগস্ট ২০০৯ ২০:৪৩ | 219.64.11.35
  • ইয়ে, বেশ। আহেম্‌!
  • P | ০৭ আগস্ট ২০০৯ ২০:৩০ | 213.202.131.42
  • আরে এবং ইয়ে হল না , বেশ ইয়ে হল।
  • P | ০৭ আগস্ট ২০০৯ ২০:২৯ | 213.202.131.42
  • এই পেট কামড়ানো টা আমি শুদু বই এ আর সিনেমায় পেয়েচি , কোনোদিন কাউকে বলতে শুনি নাই।
    একি আমি গেরামের মেয়ে বলে ?
  • P | ০৭ আগস্ট ২০০৯ ২০:২৮ | 213.202.131.42
  • পাই , হক কথা। এখন দেভ ডি লাগালুম। বহুদিন পরে একখান অ্যাকটরকে দেখে এবং ইয়ে হল ঃ)
  • P | ০৭ আগস্ট ২০০৯ ২০:২৭ | 213.202.131.42
  • রাঙ্গা , পেট কামড়াচ্চে ;-D
  • stoic | ০৭ আগস্ট ২০০৯ ১৯:৫৯ | 160.103.2.224
  • আমি লরেন্সিয়ান সলিডারিটি মেইন্টেইন করে অজ্জিতের কার্টুন তথা রিয়েল লাইফ অ্যাপিয়ারেন্স নিয়ে কিচ্ছু বলছি না। ঃ)
  • pi | ০৭ আগস্ট ২০০৯ ১৯:৫৩ | 72.83.199.82
  • মনোরমা সিক্স ফিট আন্ডার, এক চালিস কা লাস্ট লোকাল আর ডেভ ডি তো বটেই .. সিনিমাগুলো ও বেশ এবং সবকটিতেই অভয় দেওল ও বেশ । বেশ হঠকে এবং বেশ ইয়ে।

    আর হুতো সত্যি পারে বটে ! ঃ))
    একটা কথা বলতেই হবে। দিব্বি মানিয়েছে কিন্তু অজ্জিতদাকে। ঃ)
  • r | ০৭ আগস্ট ২০০৯ ১৯:৫২ | 125.18.104.1
  • জ্বর না পেট খারাপ?
  • r | ০৭ আগস্ট ২০০৯ ১৯:৪৯ | 125.18.104.1
  • তো আপনি সিক লীভ নেছেন ক্যানো? আপনার কি হয়েচে?
  • P | ০৭ আগস্ট ২০০৯ ১৯:৪১ | 213.202.131.42
  • শেষমেশ লাকি ওয়ে দেখে ফেল্লুম। অভয় দেওল কে বেশ লাগল কিন্তু। বড় দাদাদুটোর মতন হাঁদা নয়।
  • san | ০৭ আগস্ট ২০০৯ ১৯:৩১ | 121.50.4.34
  • 'ফ্রেমের বাইরে আরকি' টা আল্টি দিয়েছে।
  • r | ০৭ আগস্ট ২০০৯ ১৯:২৯ | 125.18.104.1
  • অজ্জিত পিতিশোধ নিতে চায়। ;-)
  • kali | ০৭ আগস্ট ২০০৯ ১৯:২৮ | 69.245.5.71
  • 'লভ আজকাল' অতি ফালতু সিনেমা।
  • rabaahuta | ০৭ আগস্ট ২০০৯ ১৭:৪৩ | 121.241.111.12
  • কণ্ব মুণির আমলে এতো পাপ ছিলনা কিনা, তাই লোকের চোখ ভালো থাকতো। আর কাস্তে তারা সবই আছে, ফ্রেমের বাইরে আরকি।
  • Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১৭:৪১ | 61.95.144.123
  • তো শুদু আমি কেন? বাকিদের নিয়েও হোক না - ত্রিপিটক নিয়ে র, কন্ডাক্টর কৃষ্ণা এবং লাল হওয়ে যাওয়া কানের বোধি, ক্যানসাসের লেক ডিস্ট্রিক্ট আর দমু...
  • P | ০৭ আগস্ট ২০০৯ ১৭:৪১ | 78.16.37.13
  • সিরিয়াসলি পিপি তোর কাছ থেকেই বোধকরি দুবার লিংক নিয়ে ভুলে গেছি। এবারে ফেবারিটে ঢুকিয়ে ফেলেছি ঃ)
  • sb | ০৭ আগস্ট ২০০৯ ১৭:৩৯ | 141.80.152.168
  • কাস্তে এবং চশমা মিসিং। চশমা ছাড়া অজ্জিত জাস্ট ভাবা যায় না। অ হুতো, ব্যায়লা বাদ্যিটাকে একটু অ্যানিমেট করে দাও না।
  • Samik | ০৭ আগস্ট ২০০৯ ১৭:৩৬ | 219.64.11.35
  • ওফ্‌ফ্‌, এতক্ষণে সব পাতা পড়ে উঠলাম। হুতোর ছবি জাস্ট যা-তা, অসা, ফাটাফাটি।

    কিন্তু কাস্তে কই?
  • dipu | ০৭ আগস্ট ২০০৯ ১৭:৩৪ | 207.179.11.216
  • ইন দ্যাট কেস সিচুয়েশন ইন বর্ধমান ইজ ভেরি গ্রেভ
  • sb | ০৭ আগস্ট ২০০৯ ১৭:৩২ | 141.80.152.168
  • হনুমানের টিমে গোদা তো একটাই। বাকী সবই তো হনুমতী।
  • dipu | ০৭ আগস্ট ২০০৯ ১৭:৩১ | 207.179.11.216
  • ছেলে হনুমান না মেয়ে হনুমান?
  • sb | ০৭ আগস্ট ২০০৯ ১৭:৩০ | 141.80.152.168
  • অ্যাইয়ো পাল্লিন, তোকে যে দিয়েছিলাম লিঙ্ক? nrifun.com আর bharatmovies.com?

    বর্ধমানে তারাবাগের হস্টেলে হনুদের নিয়ে ছিরিয়াছ গবেষণা করা উচিত। মানে কেন তারা ছেলেদের হস্টেলে না গিয়ে খালি খালি মেয়েদের হস্টেলগুলোকেই তাদের আখড়া বানিয়েছিল। কেনই বা সাতসকালে ঘুমন্ত মেয়েদের ঘরে ঘরে ঢুকে বিস্কুট মুড়ি চানাচুর এসব তো বটেই কিন্তু সাবান ক্রিম লিপস্টিক চুরি করত। কেনই বা মেয়েদের অন্তর্বাসের উপর ওদের ফেটিশ ছিল। কেনই বা ছাদের উপর চড়ে আপামর জনতাকে দেখিয়ে দেখিয়ে সেইসব অন্তর্বাসকে কুটি কুটি করত। কেনই বা বিকেলবেলায় টিফিনের সময় লাইন করে সিঁড়ির ধারে বসে থাকত আর মেয়েরা বাটি হাতে কিচেন থেকে টিফিন নিয়ে বেরোলেই দাঁত খিচিয়ে সেইসব বাটি কেড়ে নিত। কেনই বা যে সব সাবধানীরা তেল শ্যাম্পু সবান অন্তর্বাস মুড়ি ইস্কুট খুব সামলে রাখত তাদের ঘরের সামনে বারান্দার পঁচিলে বসে হিসু হাগু করত।
  • Arpan | ০৭ আগস্ট ২০০৯ ১৭:২২ | 65.194.243.232
  • * তো
  • sb | ০৭ আগস্ট ২০০৯ ১৭:২২ | 141.80.152.168
  • পাল্লিন, র‌্যাটাস এদের পুঁচকেদের ফোটো তো কয়েকদিন (নাকি ঘন্টা?) পরের। সদ্য সদ্য জন্মানো মানুষের ছানা কেমন লালচে মতন, গায়ের চামড়া কপাল সব কুঁচকানো, ডিগডিগে হাত পা ওদিকে পেটটা ফোলা, গায়ে একটা বিশ্রী আঁশটে গন্ধ.... ইইক। আগের স্টেটমেন্টটা উইথড্র কল্লুম। ইঁদুরছানাও ওরচে ভাল।
    তবে ঘন্টাকতক পরে সাফসুতরো অবস্থায় তোয়ালে মুড়ে যখন মুখটুকু আর মুঠো করা কচি হাতদুটো বেরিয়ে থাকে তখন অতটা খারাপ লাগে নাঃ-)
    তাও বলব, গরু ছাগল এমনকি হনুমানের সদ্য জন্মানো বাচ্চারাও ওরচে কিউট।
  • Arpan | ০৭ আগস্ট ২০০৯ ১৭:২২ | 65.194.243.232
  • সজ্জনপুর রো metacafe-তে ছিল। নইলে পাড়ার দোকান থেকে ডিভিড নিয়ে এসো না। কপি করে দিয়ে দিও।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত