প্রশ্ন ঃ আপনের কম্পু বিদ্দে কদ্দুর? শুনি? চাকুরেপ্রার্থীঃ এঁগ্গে, আমি ৫ xডিডি
ম্যানেজার ঃ ধুস্স, ও তে মোটে চলবে না। মিনিমাম স্ট্যন্ডার্ড ১০X ডিডি। আপুনি, কি বলে গিয়ে, রাস্তা দেখুন।
হ টেম্পেরা, হা ওফেলিয়া, হা আজিজুল।
omnath | ১৫ আগস্ট ২০০৯ ০০:৪৮ | 117.194.198.248
কমান্ড প্রম্পট আছে স্টার্ট প্রোগ্রাম অ্যাকসেসরিজ এর মধ্যে। বা স্টার্ট - রান - cmd লিখে এন্টার।
omnath | ১৫ আগস্ট ২০০৯ ০০:৪৪ | 117.194.198.248
স্টার্ট - প্রোগ্রাম এ গিয়ে উইনজিপ আর উইনরার (যদি থাকে) ক্লিক করে তার অপশন- সেটিং-ইন্টিগ্রেশন বা ঐ রকম ফাইল অ্যাসোসিয়েশন খুঁজে ডট জার ফাইল আনচেক করে দাও। ঃ-)
কি জ্বালা। জারকে উইনজিপের সঙ্গে অ্যাসোসিয়েট করে রাখলে তো তাইই বলবে।
তুমি আগে একটা অন্য কাজ করো। একটা কম্যান্ড প্রম্পট খুলে নিম্নলিখিত বাক্যিটি লেখোঃ java -version
তারপরে ঝপাত করে এন্টার মারো।
এর উত্তরে কম্যান্ড প্রম্পটে কম্পু তোমাকে কি জানাল সেটা এখানে পেস্ট করে দাও। বাকিটা তারপর বলছি।
Tirthang | ১৫ আগস্ট ২০০৯ ০০:৩১ | 140.247.29.163
একখান বোকা বোকা প্রশ্ন আছিল। .jar ফাইল কি করে চালায়? ডাব্ল ক্লিক করলেই তো winzip এর মত খুলে extract করতে কয় ঃ-(
আমার কম্পু বিদ্যা ডিডিদার থেকেও কম, সেই বুঝে বিদ্বজনেরা উত্তর দিলে বড়ই আহ্লাদিত হব।
Ishan | ১৫ আগস্ট ২০০৯ ০০:২১ | 12.163.39.254
কেউ প্যাঁক দিউনি। হনুর গপ্পের শেষটা মাইরি বুঝতে পারিনি। মিষ্টি দিদিটা কে? হিংসুটে দৈত্যের সঙ্গে তার কি সম্পর্ক?
Ishan | ১৫ আগস্ট ২০০৯ ০০:২০ | 12.163.39.254
রঞ্জনদা। এতদূর থেকে কিছু বলার কোনো মানে হয়না। তবে ঐ আরকি, আপনি লড়াইয়ে জিতলে ভালো লাগবে। মনে হবে, আমিও একটু জিতলাম। এমনিতেই এতো হেরে গেছি/যাই চারদিকে। ঃ)
arjo | ১৫ আগস্ট ২০০৯ ০০:০৪ | 168.26.215.13
শুক্কুরবারে ডিডিদাও আসেন না। এদিকে আমার চোখ এখনি ঝাপসা, ঘুমে অবশ্যি।
Du | ১৪ আগস্ট ২০০৯ ২২:৩৭ | 65.124.26.7
রঞ্জনদা, বৌদি বা আপনি যে ভয় পেয়ে যাননি - দারুন জিনিষ। ভয়ই দেখাতে চাইছে নিশ্চয়। মুশকিল হল ঐ বিজেপির কোন বড় নেতাকে অ্যাপ্রোচ করা টাইপের কিছু করা ছাড়া ঝামেলা এড়ানো কঠিন। ঝামেলাকে পরোয়া না করলে অব্বশ্য অন্য কথা। তবে কেয়ার্ফুল থাক্বেন। একথাগুলো সবই কোন কাজের নয় তাও বললাম - বলতে ইচ্ছে হল বলে।
Du | ১৪ আগস্ট ২০০৯ ২২:৩২ | 65.124.26.7
ঃ)) গোয়েন্দার পেছনে গোয়েন্দা লাগাতে হবে এইবারে
arjo | ১৪ আগস্ট ২০০৯ ২২:৩১ | 168.26.215.13
স্বাধীনতা দিবসের প্রাক্কালে এটা দেখলাম। ব্যাপক লাগল।
arjo | ১৪ আগস্ট ২০০৯ ২২:২৯ | 168.26.215.13
কি করে জানা গেল গোয়েন্দারা কোনোদিন বলে না। ঃ)))
Du | ১৪ আগস্ট ২০০৯ ২২:২৬ | 65.124.26.7
account দেখাচ্ছে কি আমার? ছেলের জন্য খুলেছিলাম - কিন্তু উল্টোদিকের লোকেরা চাল দেয়ই না বলে ঐ সাইটে আর যাওয়া হয় না।
ranjan roy | ১৪ আগস্ট ২০০৯ ২২:২৪ | 122.168.205.58
এক্ষুণি টিভি নিউজে দেখলাম-- ছত্তিসগড়ে প্রথম সো-ফ্লুতে মৃত্যু। রায়পুরের হাসপাতালে। মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে।
arjo | ১৪ আগস্ট ২০০৯ ২২:২১ | 168.26.215.13
দু-দি কি দাবা খেলতে ভালোবাসে?
ranjan roy | ১৪ আগস্ট ২০০৯ ২২:১৯ | 122.168.205.58
ছত্তিসগড় বা ছত্তিশগড় -দুটোই লেখা হয়। তবে উচ্চারণ হিসেবে লেখা উচিৎ-- ছত্তিসগড়। ছত্রিশটা দূর্গ।
ও তবে তো আসি গিলা। গুরু কি ছাপা পূজোসংখ্যা বার করবে?
Samik | ১৪ আগস্ট ২০০৯ ২০:৩৯ | 12.191.136.2
২৫ সেপ্টে।
a x | ১৪ আগস্ট ২০০৯ ২০:৩৭ | 143.111.22.23
পূজো কবে?
Samik | ১৪ আগস্ট ২০০৯ ২০:৩৩ | 12.191.136.2
ফোন ট্যাপ সম্বন্ধে একেবরে স্যাঙ্গুইন হ'লে পরে একটু খরচা ক'রে স্কাইপ থেকে ফোন কল ইত্যাদি করা যেতে পারে। যদিও স্কাইপ আরওই কম সিকিওর্ড, তবু পুলিশের পক্ষে স্কাইপে ওয়াচার লাগানোর কথা মাথায় আসতে কম করে এক সপ্তহ লাগার কথা।
r | ১৪ আগস্ট ২০০৯ ১৯:০৮ | 125.18.104.1
তাহলে একটা গানও হয়ে যাক, প্রাক-স্বাধীনতা দিবস জলসায়ঃ
সংস্কৃত আর ল্যাটিনের সম্বন্ধ খুঁজতে গিয়ে একটা দারুণ ইন্টারেস্টিং চার্ট পেলাম .....
সংস্কৃত ইউরোপীয়ান ভাষাগুলোর জনক মেনে নিলে কোনদিন আমরা বাঙালী দাবি করে বসবে বাংলা ভাষা থেকে ইংরাজী ভাষার উৎপত্তি ঃ-)
ranjan roy | ১৪ আগস্ট ২০০৯ ১৮:৪৯ | 122.168.201.172
রঙ্গনের জোকস্ জমিয়ে দিয়েছে, আরো হোক।
ব্ল্যাংকি, নিশ্চিন্ত হলাম। এত বড় হাত বিলাসপুরে কারো নেই। অবশ্যি সমর সেন তাঁর ন'কাকার প্রতি বছর ছেলেপুলে হওয়ার কারণ হিসেবে ""ভগবানের হাত'' শুনে অবাক হয়ে বলেছিলেন -- ভগবানের হাত এত্তো ছোট?
arjo | ১৪ আগস্ট ২০০৯ ১৮:৪৭ | 168.26.215.13
রঞ্জন দার ঘটনা শুনে প্রচণ্ড রাগ হচ্ছে। কিন্তু এতদূর থেকে কিছুই করার নেই।
arjo | ১৪ আগস্ট ২০০৯ ১৮:৪৪ | 168.26.215.13
এ ছেলে বড় হয়ে কিছু করবে। একটাই কথা, অ্যান্টি ভেনম ছাড়া সাপের সাথে বেশি বন্ধুত্ব না করাই ভাল। কোবরা জাতীয় সাপ বিষ ঢালতে পারলে ১০ মিনিটের মধ্যে অ্যান্টি ভেনম না দিতে পারলে খুব মুশকিল। যদিও অ্যাডভেনচার প্রিয়রা এসব কথা মনে রাখে না। তবুও।
sinfaut | ১৪ আগস্ট ২০০৯ ১৮:৩৫ | 203.91.207.30
হ্যাঁ। ও এসব নিয়েই থাকতে চায়। ভালুক, পাইথন রেস্কিউ করে। কলকাতায় ছিল। এখন পালিয়ে আবার বাড়ি চলে গেছে।
arjo | ১৪ আগস্ট ২০০৯ ১৮:৩৩ | 168.26.215.13
কমলা সাপটা মনে হয় বোয়া। তবে গোখরোর পরে কিছুই লাগে না। বোয়া নির্বিষ।
arjo | ১৪ আগস্ট ২০০৯ ১৮:২৫ | 168.26.215.13
সিংফোং য়ের এই বন্ধু তো সাংঘাতিক। গোখরোর অমন ছবি তুলেছে! খুব কাছে যেতে হয়েছে তো। কিং কোবরার অমন ছবি তুলতে লোকটিকে কি করতে হয়েছে দেখ।
সাংঘাতিক ছবি হয়েছে। কোবরা দেখলেই আমার ভয়ংকর সুন্দরের কথা মনে হয়।
Blank | ১৪ আগস্ট ২০০৯ ১৭:১৭ | 170.153.65.102
মোবাইল টু মোবাইল ট্যাপ করতে খুব বড় হাত দরকার যদ্দুর জানি। মোবাইল কোম্পানির টেকনিকাল পার্টে বড় হাত থাকলে বা প্রশাসনিক লেভেল উঁচু জায়গা থেকে পারমিশান বার করে।
r | ১৪ আগস্ট ২০০৯ ১৭:১৪ | 125.18.104.1
প্রি-ইনডিপেন্ডেন্স ডে গপ্পোঃ
An ingenious example of speech and politics occurred recently in a recent session of the United Nations General Assembly that made the world community smile.
A representative from India began: 'Before beginning my talk I want to tell you something about Rishi Kashyap of Kashmir, after whom Kashmir is named. When he struck a rock and it brought forth water, he thought, "What a good opportunity to have a bath." He removed his clothes, put them aside on the rock and entered the water. After a long, leisurely bath, when he got out of the water and looked around for his clothes, he found they had vanished.
At this point, the Indian delegate paused, for dramatic effect, and then as a rapt audience of international diplomats waited to hear what happened to the missing clothes, he added, straightfaced : "You see, a Pakistani had stolen the clothes." Understandably furious at this allegation, the Pakistani representative jumped up and said angrily, "What are you talking about? The Pakistanis weren't there in Kashmir then."
The Indian representative smiled, almost grinned, and then said, "And now that we have made that clear, I will begin my speech."
ranjan roy | ১৪ আগস্ট ২০০৯ ১৭:১৩ | 122.168.204.42
কো-ফাইটার ঠিক আছে। ওদের দিল্লিতে প্রচূর রিসোর্স। এক্ষুণি খবর পাঠিয়েছে যে রেণুকে গোপনে হাসপাতালে পাঠানো হয়েছে, ফলে পরিষ্কার বিছানা, বাথরুম পাবে। শুয়ে শুয়ে নভেল পড়বে। হরিজন থানার কেসের রফাদফা করার জন্যে বড় মুরুব্বি ধরেছে, ইত্যাদি। একটা টেকনিক্যল ফান্ডা চাই। মোবাইলের নম্বর জানা থাকলে কি মোবাইল-টু-মোবাইল কথাবার্তা ট্যাপ করা যায়?
ranjan roy | ১৪ আগস্ট ২০০৯ ১৭:০৯ | 122.168.204.42
রঙ্গনের বক্তব্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। ধন্যবাদ, দরকার হলে নিশ্চয়ই বলবো। এবার প্রয়াত শ্যামল গাঙ্গুলীর মত বলি-- এখন কিছু চাষবাসের কথা হোক।ঃ)))))
rokeyaa | ১৪ আগস্ট ২০০৯ ১৭:০৩ | 203.110.246.230
আপনার কো-ফাইটার ঐ ভদ্রলোকের খবর কি? আপনিও, সাবধানে থাকবেন।
r | ১৪ আগস্ট ২০০৯ ১৭:০০ | 125.18.104.1
হ্যাঁ, এখান থেকে সাজেশন দিয়ে লাভ নেই। এই সব ঝামেলা এত লোকাল লেভেলে লড়তে হয় যে দূর থেকে কোনো হেল্প করাও যায় না। তাও, হেল্প লাগলে বলবেন।
ranjan roy | ১৪ আগস্ট ২০০৯ ১৬:৫৩ | 122.168.204.42
আরে গুচ'র বন্ধুরা! একদম মন খারাপ করবেন না। ছুটির দিনের আড্ডার মুড নষ্ট করবেন না। বরং ব্ল্যাংকির মতন বলুন -- লড়ে যান রঞ্জনদা, তবে চোখ-কান খুলে, কাছা খুলে নয়। হ্যাঁ, পরেশানি হবে। আমার টাকা পয়সা নেই, ধার হবে। মেয়েদের দিল্লিতে সত্যি কথাটা কিছুদিন জানানো যাবেনা। বলতে হবে মা বাইরে গিয়েছে। নইলে এখানে চলে আসবে। কিন্তু আমার কিছু ডেডিকেটেড বন্ধু আছে। ফলে ঘাবড়াচ্ছিনা। খারাপ যেটা লাগছে যে কাউন্টার করতে অল্টারনেটিভ পাওয়ার বা পলিটিক্যাল লবির হেল্প নিতে হবে, এদেশে বামপন্থী কোথায় পাবো? ফলে--। আরে রোজ আড্ডা দেব, লেখা পাঠাবো। কোল্যাটারাল ড্যামেজের কথা না ভেবে তো ময়দানে নামাই উচিৎ না। এহি হ্যায় জিন্দগী!!!
Blank | ১৪ আগস্ট ২০০৯ ১৬:৫০ | 170.153.65.102
ফোন ট্যাপ সন্দেহে থানায় একটা ডায়েরী করা যায় না?
ranjan roy | ১৪ আগস্ট ২০০৯ ১৬:৩৮ | 122.168.204.42
মহিলাকে মেডিক্যাল গ্রাউন্ডে হাসপাতালে পাঠানোর চেষ্টা করছে ওর স্বামী। এদিকে জানাগেল হরিজন থানায় অট্রোসিটি অ্যাক্টে রেণু, ওর স্বামী, আমার স্ত্রী তিনজনের বিরুদ্ধে বিল্ডারের ইলেক্ট্রিশিয়ানকে ঠ্যাঙানোর চার্জ রেজিস্টার হয়েছে কদিন আগে। বুঝলাম এবার বাকি দুজনকে তুলবে। আজ সকালে আমার স্কাউট ঐ থানায় গিয়ে দেখে ধরতে আসার তোড়জোড় শুরু হয়ে গেছে। মেক আপ চলছে। ও থানায় দুদিন সময় চাইলো। ইতিমধ্যে আমার স্ত্রী আন্ডারগ্রাউন্ড চলে গেছে। বেইল না হওয়া অব্দি আসবে না। ক'টা ওভার সাবধানে ডিফেন্সিভ খেলতে হবে, যাতে আর উইকেট না পড়ে। খবর এলো নিউজ চ্যানেল থেকে-- আমাদের ফোন ট্যাপ হচ্ছে, গাড়ি ফলো করা হচ্ছে। বড়িতে আমি আর পঁচাশি বছরের মা। মা আলুভাতে, আলুর ঝোল, চা-- এইসব করবে। আমি কাপড় ধোবো, ওয়াশিং মেশিনে, বাজার করবো, আর আর সবচেয়ে আপত্তিকর কাজ-- তিনবেলা কুকুর ঘোরাবো। রণক্ষেত্রে আছি, ভালো লাগছে। আমাদেরও স্লগ ওভারে তুলে মারার দিন আসবে। কিন্তু আমার কপালে ফাইটার হওয়া, শহীদ হওয়া নেই। আন্ডারগ্রাউন্ড যাওয়ার রোমাঞ্চ নেই। আছে বই পড়া, সিনিমা দেখা আর গুচ'তে ভাট বকা। এই ভাবেই কাটবে একসপ্তাহ।
Blank | ১৪ আগস্ট ২০০৯ ১৬:২৯ | 170.153.65.102
এস পি র সাথে তার পরে আর কথা হয়নি?
Blank | ১৪ আগস্ট ২০০৯ ১৬:২৭ | 170.153.65.102
এই বিল্ডারটির হাল ও ঢিলে হবে
ranjan roy | ১৪ আগস্ট ২০০৯ ১৬:২৫ | 122.168.204.42
রেণুবালা গুপ্তাকে মহিলা থানায় রাখলো। সকালে জানলাম জমি কেনবেচার ব্যাপারে ৪২০ ধারার একটা পুরনো ফলস্ কমপ্লেনকে খুঁচিয়ে জ্যান্ত করে ওকে গ্রেফতার করেছে। এস পি অব্দি প্রচূর পয়সা ঢালা হয়েছে। মেয়েটাকে দুপুর দুটো অব্দি জল ছাড়া কিচ্ছু খেতে দেয় নি। আমরা গ্লুকোজ ফলের রস নিয়ে গেলাম-- বল্লো বারণ আছে। গিন্নি অনেক ভ্যান্তারা করে দুটো নাগাদ খাওয়ালো। প্ল্যানটা ভালো। ১৪,১৫,১৬ কোর্ট বন্ধ। ধারা ৪২০- নন্ বেইলেবল্ অফেন্স। সেশন কোর্টে হতে পারে। কিন্তু তার আগে সিজি এম কোর্টে বন্দীকে তুলে অ্যাপীল রিজেক্ট হলে, তবে। প্ল্যান করে বেলা তিনটেয় তুল্লো, ৫টায় বেইল রিজেক্ট হল। সেশন কোর্টের ডিস্ট্রিক্ট জজ মহিলা, সংবেদনশীল, বুদ্ধিমতী। কিন্তু উনি অসুস্থ স্বামীর সেবায় লম্বা ছুটিতে আছেন। যিনি চার্জে আছেন, একটু মাথামোটা। সোমবার শুনবেন। মেয়েটাকে জেলে নিয়ে গেল। জামাকাপড় বদলাতে দিলো না। বিল্ডারের সাঙ্গোপাঙ্গোরা হাসছিল। ওদের লোক থানাতে টাইট ফিল্ডিং করছিল-- কিছুতেই বেইল হলে চলবে না। সোমবার ওরা ১৫দিন জেল কাস্টডির জন্যে চাপ দেবে। যদি বেল রিজেক্ট হয়, তাহলে হাইকোর্টে সিওর বেল হবে। মূল কেসমে কোঈ দম নহী। কিন্তু তাতে একমাস লাগতে পারে। মানে একমাস হাজত বাস। এসি চালিয়ে শোয়া মেয়েটির হাল!
san | ১৪ আগস্ট ২০০৯ ১৬:২৪ | 121.50.4.34
পরেরদিন কি জিজ্ঞাসাবাদ করেছিল? তারপর?
dipu | ১৪ আগস্ট ২০০৯ ১৬:২৪ | 207.179.11.216
এই আরটিআই ভারি ভালো জিনিস হয়েছে।
d | ১৪ আগস্ট ২০০৯ ১৬:২৩ | 144.160.5.25
সর্বনাশ! তারপর?
Blank | ১৪ আগস্ট ২০০৯ ১৬:১৭ | 170.153.65.102
মহিলাকে ছেরে দিয়েছে?
Blank | ১৪ আগস্ট ২০০৯ ১৬:১৬ | 170.153.65.102
রঞ্জন দা, লড়াই টা বেশ জমে গেছে তো। কনগ্র্যা এতদুর লেগে থাকার জন্য
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন