এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ১৭ আগস্ট ২০০৯ ১৫:২১ | 219.64.11.35
  • হ্যাঁ। সেইই। ইন্দ্রাণী হালদার আর সৌমিত্র চট্টো। মাঝে একটা হাওয়াই চটিরও কিছু ভূমিকা ছিল। বাকি সিনেমাটা খালি সিঁড়ির ওপরে ক্যামেরা রেখে নিচের ল্যাণ্ডিংয়ের ঘটনা দেখানো।
  • sinfaut | ১৭ আগস্ট ২০০৯ ১৫:২০ | 203.91.207.30
  • আমি কাল ওম দরবাদর দেখেছি। প্রায় কিছুই বুঝিনি। প্রথমত তো হিন্দিটাই ভালো করে বুঝলাম না। এখন সোমুর পাঠানো একটা চোতা পড়লাম। আরও কিছু খুঁজে পেতে পড়তে হবে। তবে হেব্বি মস্তি লেগেছে সিনেমাটা দেখে। এতটা বাইরে থেকে, প্রায় না বুঝে, তবু পুরোটা দেখে ফেলার এন্থু পেলাম।
  • san | ১৭ আগস্ট ২০০৯ ১৫:১৪ | 121.50.4.34
  • http://www.imdb.com/title/tt0423087/

    এরা বলছে রোক সকো ...অরিন্দমের ডাইরেকশন
  • dipu | ১৭ আগস্ট ২০০৯ ১৫:১৩ | 207.179.11.216
  • সাঁঃ রূঃ দেখেছি দেখেছি মনে হচ্ছে। এতে কি নায়িকা পাঁচ মিনিট ছাড়া ছাড়া অকারণে ঝাঁট জ্বালানো কোবতে আওড়াতো?
  • r | ১৭ আগস্ট ২০০৯ ১৫:১৩ | 198.96.180.245
  • না, স্যান ঠিক। রোঃসাঃতোঃরোঃলোঃ এনার ডিরেকশন। কেউ কোনোদিন দেখেছে? তবে "মিথ্যা" নামে যে সিনেমাটা প্রোডিউস করেছে, ব্যাপক সিনেমা। কোনো কথা হবে না।
  • r | ১৭ আগস্ট ২০০৯ ১৫:০৯ | 198.96.180.245
  • ভ্যাট! সাঁঃরূঃ অঞ্জন দাশের পরিচালনা, অরিন্দমের প্রযোজনা। অরিন্দম আদৌ কোনো সিনেমা পরিচালনা করেছে বলে শুনি নি।
  • Samik | ১৭ আগস্ট ২০০৯ ১৫:০৯ | 219.64.11.35
  • ভয়েসেমেস আর ভিডিও চ্যাট ছাড়া আর কী উব্‌গারিতা আছে ৩জির?
  • Arijit | ১৭ আগস্ট ২০০৯ ১৫:০৪ | 61.95.144.123
  • থ্রীজি নিয়ে আমার কোনো ফ্যাসিনেশন নাই। আমার নোকিয়া ৬৬৮০-টা থ্রীজি, আমার বউয়ের প্রাক্তন নোকিয়া এন৭২-ও তাই। বিলেতে O2 থ্রীজি এনেবলড নেটওয়ার্ক ছিলো। এবং আমরা একবারই এক্সপেরিমেন্ট করার জন্য এবং ঋককে দেখানোর জন্য ভিডিও কল করেছিলুম। ফোনের মধ্যে অত কিছু জিনিসের কোনো দক্কার নাই - কথা বলা, এসেমেস পাঠানো, এফএম রেডিও হলেই তো হল। বড়জোর ব্রাউজিং আর মেল - তাও এগুলো ভালো হয় না এখানে।

    হ্যাঁ, কখনো ফোনের মধ্যে একটা মাইক্রোওয়েভ, একটা এসি, লাইভ স্যাটেলাইট টিভি - এগুলো দিলে সেটা নিয়ে আমি বনবাসে যাবো।
  • Arijit | ১৭ আগস্ট ২০০৯ ১৪:৫৮ | 61.95.144.123
  • কে যেন একটা বলেছিলো - ওই ভার্জিন কোম্পানির পাগলা বুড়োটা নাকি মহান ফিলোজফার। তো সেই দিক থেকে দেখলে বোধির বন্ধুও সেরকম বলতেই পারে।
  • Samik | ১৭ আগস্ট ২০০৯ ১৪:৫৬ | 219.64.11.35
  • সাঁঝবাতি অচৌ-এর পরিচালনা। ওটা সিঁড়ির রূপকথা হলেও মানেটা পাল্টাতো না। মেট্রো সিনিমায় দেখেছিলুম এবং প্রভূত বোর হয়েছিলুম। ভয়ঙ্কর সিনেমা।
  • Arijit | ১৭ আগস্ট ২০০৯ ১৪:৫৩ | 61.95.144.123
  • লাস্ট লীয়রের নামও রয়েছে - মনে হয় প্রোডিউসার। কারণ ওটা তো রিতুপন্নোর ডিরেকশন বলে জানতুম। ভাগ্যিস আমি একটাও দেখিনি। টিভিটা নষ্ট হত।
  • Samik | ১৭ আগস্ট ২০০৯ ১৪:৫৩ | 219.64.11.35
  • IIPMএর ছাত্র হলেই শাহরুখ খানের সাথে দেখা করার সুযোগ, এবং একটা Acerএর ল্যাপটপ ফ্রি।
  • san | ১৭ আগস্ট ২০০৯ ১৪:৫২ | 121.50.4.34
  • মানে আমি তাই জানতাম। এখন আবার গুগলে খুঁজতে পারছিনা ঃ-)
  • dipu | ১৭ আগস্ট ২০০৯ ১৪:৫১ | 207.179.11.216
  • খেলা রিতুপন্নো। ওফ্‌ফ্‌ফ
  • Arijit | ১৭ আগস্ট ২০০৯ ১৪:৫১ | 61.95.144.123
  • সে জানি না। এনার ওয়েব সাইটে "হিজ ফিলিমস' বলে কয়েকটা নাম আছে - তার মধ্যে সাঁঝবাতি, রোক সকো তো রোক লো ইত্যাদি রয়েছে। আমার যদ্দুর মনে হচ্ছে ওই রিলায়েন্সের অ্যাড ফিল্মটাও এনারই - মানে ওই যেটাতে "যাও পাখি বলো' ইরিটেটিং গানটা আছে।
  • san | ১৭ আগস্ট ২০০৯ ১৪:৫০ | 121.50.4.34
  • শুধু প্রযোজনা নয় ডাইরেকশন ও তো ওনার।
  • dipu | ১৭ আগস্ট ২০০৯ ১৪:৫০ | 207.179.11.216
  • ইনিই প্ল্যানম্যানের বাপ! তবে কি কৈরালাদেবী ও মহামহানায়ক অভিনীত খেলা এনারই অবদান?! জেলে পোরা হোক।
  • sinfaut | ১৭ আগস্ট ২০০৯ ১৪:৪৯ | 203.91.207.30
  • এনার সিনেমা মানে? ইনি তো শুধু প্রযোজক নাকি? সে তো অনেকগুলোই করেছে।
  • san | ১৭ আগস্ট ২০০৯ ১৪:৪৮ | 121.50.4.34
  • রোক সকো তো রোক লো বলে এনার আরেক খান আছে। তবে সেটা দ্যাখার সাহস চেনাশুনো কারোর হয়েছে বলে শুনিনি ।
  • sinfaut | ১৭ আগস্ট ২০০৯ ১৪:৪৮ | 203.91.207.30
  • ও, এখন লিটল চ্যাম্পে স্বরিত শুক্ল বলে একটা পুঁচকে আছে, যাকে যেকোনো গান শোনালেই সঙ্গে সঙ্গে নোটেশন বলে দেয়!! কি আশ্চর্য ক্ষমতা মাইরি। সেদিন সুখবিন্দর বললো, 'আমাকে শেখাবে?"। ঃ-) আর বাচ্চাটা ভীষন মিষ্টি।
  • Arijit | ১৭ আগস্ট ২০০৯ ১৪:৪৬ | 61.95.144.123
  • উরিবাবা "সাঁঝবাতির রূপকথা' এনার ফিলিম। একবার দেখতে বসেছিলুম - সিঁড়ির মাথায় ক্যামেরা বসিয়ে সিঁড়ির তলার দৃশ্যই রয়েছে গোটা সিনেমা জুড়ে। ভয়ংকর সিনেমা।
  • san | ১৭ আগস্ট ২০০৯ ১৪:৪৬ | 121.50.4.34
  • অ ইনি সেই অরিন্দম চৌধুরি? এর ছবি দেখলে আমারও কেমন একটা ইরিটেশন হয়। কিন্তু কেন হয় পিনপয়েন্ট করতে পারিনা।
  • sinfaut | ১৭ আগস্ট ২০০৯ ১৪:৪৫ | 203.91.207.30
  • আমার এখন বিক্রম সিং এর দুটো অডিও সিডি চালালেই সিস্টেম হ্যাং করে যাচ্ছে। অন্য অডিও সিডি তেও হচ্ছে কিনা দেখিনি। তবে, এই সিডি দুটোর কোয়ালিটি বেশ খারাপ। কয়েকটা জায়গায় ঐ প্রিন্টের কাগজে ফুটো দেখা যাচ্ছে।
  • sinfaut | ১৭ আগস্ট ২০০৯ ১৪:৪২ | 203.91.207.30
  • হো হো হা হা হি হি। এটা অজ্জিতদা গুচ্ছ দেখিয়েছে। ঃ-)))
  • r | ১৭ আগস্ট ২০০৯ ১৪:৪১ | 125.18.104.1
  • হ্যাঁ, মন দিয়ে রেগুলার খবরের কাগজ পড়লে এনাকে মিস করা কঠিন।
  • dipu | ১৭ আগস্ট ২০০৯ ১৪:৩৯ | 207.179.11.216
  • হি হি হি

    এনারই সেই খবরের কাগজের একপাতা জুড়ে বাণী বেরোতো তো। পড়িচি।
  • Arijit | ১৭ আগস্ট ২০০৯ ১৪:৩৮ | 61.95.144.123
  • আমি এর কোনো খবর রাখি না, জানতামও না - তবে কেন জানি না লোকটার ফটো দেখে আমার কেমন যেন ক্যালানোর ইচ্ছে হচ্ছে।

    (ডিঃ - এর সাথে "সবাই জানে এসার' ইত্যাদির সম্পক্কো নাই)
  • Arijit | ১৭ আগস্ট ২০০৯ ১৪:৩৪ | 61.95.144.123
  • গুগুলে "অরিন্দম চৌধুরী' দাও - সেকেন্ড লিংকটা উইকির - সার্চ পেজে অ্যাবস্ট্র্যাক্টটা পড়ো - ভদ্রলোকের একটি মিডলনেম আছে - যদিও উইকিতে ঢুকলে আর ওটা দেখা যাচ্ছে না;-)

    কেউ কোনো সময় করে দিয়েছিলো - উইকি পরে সেটা সরিয়েছে - কিন্তু গুগুলের cached পাতায় এখনো রয়ে গেছে।
  • h | ১৭ আগস্ট ২০০৯ ১৪:৩০ | 203.99.212.224
  • এইজন্যেই। অনেকদিন আগে একজন বন্ধু সদ্য আমেরিকা থেকে ফিরেছে। তার নাকি অনেক 'ভালো/নামী/ট্যালেন্টেড' বাঙালীর সঙ্গে আলাপ হয়েছে সেখেনে। তো তার মধ্যে অন্যতম এই ভদ্রলোক। এইবার আমি যেই বলেছি, ইনি কে? কি খচে গ্যাছে। বল্লো আমি স্নুটি শুধু নই, বোকা স্নুটি, কারণ আগে নাকি আমি এরকম ছিলাম না, পৃথিবীর কত খবর নাকি আমি রাখতাম। এখন নাকি আমি কিসুই বুঝি না, একেবারে ছাগল হয়ে গেছি। খুব ই আন্তরিক শুভানুধ্যায়ী আমার। এই জন্যেই। এতো সিরিয়াসলি বিখ্যাত লোক।
  • r | ১৭ আগস্ট ২০০৯ ১৪:১৫ | 125.18.104.1
  • অরিন্দম চৌধুরী একটা আদ্যন্ত ঢপ। তবে খুব সাক্সেসফুল ঢপ। আই আই পি এম নামে ম্যানেজমেন্ট স্কুলের মালিক, প্ল্যানম্যান মিডিয়ার মালিক যারা সানডে ইন্ডিয়ান নামে উইকলি ম্যাগ ছাপায়, প্লাস অনেক সূক্ষ্ম বাংলা সিনেমার প্রোডিউসার, এবং কাউন্ট ইয়োর চিকেন্স বিফোর দে হ্যাচ নামক বেস্টসেলিং বই-এর লেখক।
  • dipu | ১৭ আগস্ট ২০০৯ ১৩:৫৭ | 207.179.11.216
  • আজকের ওয়েব-ভার্সনে কি একটা খবরের শিরোনাম "বিশেষ সংবাদদাতা'
  • Arijit | ১৭ আগস্ট ২০০৯ ১৩:৫৫ | 61.95.144.123
  • না রে বাবা - ব্র্যাণ্ড নিয়ে একটা লেখায় - আমিতাভ বচ্চন আর শারুখ খানের তুলনামূলক আলুচানা।
  • h | ১৭ আগস্ট ২০০৯ ১৩:৫৪ | 203.99.212.224
  • ক্রোড়পত্র হতে পারে। তলায় ল্যাখা নাই?
  • Arijit | ১৭ আগস্ট ২০০৯ ১৩:৫০ | 61.95.144.123
  • শনিবারের পত্রিকায় একটা দাবি পড়লুম - জনৈক অরিন্দম চৌধুরীর লেখায় - "সবাই জানে কম্পিউটারে বিশ্বমানের টেকনোলজি যদি কেউ দেয়, সেটা হল "এসার' কোম্পানি'।

    "যদি কেউ দেয়' মানে হল আর কেউ দেয় না। এবং সবাই জানে? এই ভদ্রলোক কি এসারের মার্কেটিং ম্যানেজার? নাকি বিশ্বমান মানে আবাপ-র মান?

    http://www.anandabazar.com/archive/1090815/15nibon1.htm
  • dipu | ১৭ আগস্ট ২০০৯ ১৩:২২ | 207.179.11.216
  • টইয়ে অক্ষদি কলম্বিয়ার Rodrigo D নামের একটা সিনেমা দেখতে বলেছে। কোত্থাও পাচ্ছিনা।
  • Arijit | ১৭ আগস্ট ২০০৯ ১৩:০৭ | 61.95.144.123
  • কলেজে পড়াকালীন একটা দারুন সিনেমা দেখেছিলুম - একটা পুরনো বাড়ি ভেঙে ফেলতে চাইবে কিছু প্রোমোটার, বাড়ির লোকজনকে তাড়ানোর চেষ্টা করবে - তখন দুটো ফ্লায়িং সসার আসবে, তাদের আবার ছানাপোনা হবে - তাপ্পর তারা বাড়িটা বাঁচাবে। তো এদ্দিন জানতুম সিনেমাটার নাম "মির‌্যাকল অন এইটথ স্ট্রীট' - ঋককে দেখাবো বলে এই নাম দিয়ে টরেন্ট খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে IMDB দেখলুম - দেখানেও এই নামে কিছু নেই। শেষে স্পিলবার্গের ফিল্মোগ্রাফি দেখতে শুরু করলুম - যে নামটা ঠিক দিচ্ছি তো। দেখি অ্যাকচুয়াল নাম হল "ব্যাটারিজ নট ইনক্লুডেড'। এবং উইকি বলছে - "Many of the film's foreign releases (including at least French, German, Italian and Portuguese) used the title Miracle on 8th Street.'
  • Sags | ১৭ আগস্ট ২০০৯ ১২:২৭ | 203.201.225.35
  • কারা কারা রাজা খানকে তল্লাসি নিয়েছ হাত তোলো।
  • intellidiot | ১৭ আগস্ট ২০০৯ ১২:১৮ | 220.225.245.130
  • ব্যাপারটা আমি আন্দাজ করেছিলাম। আমি মোটামুটি সবাইকেই চিনে নিয়েছি ঃ-)
  • d | ১৭ আগস্ট ২০০৯ ১১:৩৩ | 144.160.5.25
  • স্যামসাঙের সাউন্ড আর ব্যটারি লাইফ কেমন? সোনি-এরিকসানের সাউন্ড ব্যপক। কিন্তু এক দেড় ঘন্টা কথা বললেই ব্যটারি ডাউন হয়ে যায়।
  • san | ১৭ আগস্ট ২০০৯ ১১:২৫ | 121.50.4.34
  • ইশ্‌শ্‌শ, কাল আমরা আড্ডা দিতে এমনই ব্যস্ত ছিলাম যে সায়ন্দা আমাদের এত ছবি তুল্লো, কিন্তু সায়ন্দার ছবি নেই। ছি ছি ছি, শেম অন আস ।
  • Arijit | ১৭ আগস্ট ২০০৯ ১১:২২ | 61.95.144.123
  • স্টাইলাস ছাড়াই তো দিব্যি চলছে। টাচ স্ক্রীন ব্যাপারটা তো একই।
  • d | ১৭ আগস্ট ২০০৯ ১১:২১ | 144.160.5.25
  • অভিযোগ মানে কাজ করছে না, বা লেটে করছে। আমার আবার ঐ স্টাইলাসটাই খুব কিউট লাগল দেখতে।
  • d | ১৭ আগস্ট ২০০৯ ১১:১৭ | 144.160.5.25
  • দেখো হে অজ্জিত, তোমাকে আওয়াজ দেওয়াই উচিৎ কর্তব্য। কারণ তুমি থ্রীজি ভেবে অন্যটা কিনেছ। বেসিক্যালি মুরগী হয়েছ। মুরগীকে আওয়াজ দেবে না তো কি! তবে জেনেবুঝে কিনতে গেলে আমার মতে অন্যটা নেওয়াই ভাল।
  • Arpan | ১৭ আগস্ট ২০০৯ ১১:১৭ | 65.194.243.232
  • থ্রিজি তো আসবে। সামনের বছরই চলে আসবে।

    ফ্ল্যাশ নিয়ে কী অভিযোগ?

    নন-থ্রিজিটার একটা সবচেয়ে বড় অসুবিধে (যেটার জন্য আমি নিলাম না) স্টাইলাস ইউজ করতে হয়। বহু লোক ফোরামগুলোয় লিখেছে স্টাইলাস তাদের হারিয়ে গেছে।
  • Arijit | ১৭ আগস্ট ২০০৯ ১১:১০ | 61.95.144.123
  • ৯৫% গাড়ির বাঁদিকে আয়না নেই। এবং রাস্তায় অনেকে গায়ে পড়ে উপদেশ দেয় - "বাঁদিকের আয়না বন্ধ করুন না'। গা পিত্তি জ্বলে যায় শুনলে।

    দমু হে - আওয়াজ দিতে গেলে কি কেউ টেকনিক্যাল জিনিস জানতে চায়? থ্রী জি নেই, সুতরাং আওয়াজ দাও - এই পলিসি চলছেঃ-(

    আর ইয়ে - উইনিকে অসব্য বল্লে? ;-)
  • dipu | ১৭ আগস্ট ২০০৯ ১১:০৮ | 207.179.11.216
  • শনিবার রাত্তিরে মনদিয়ে এম এল এ ফাটাকেষ্ট দেখলুম। খুব ভালো সিনেমা।
  • d | ১৭ আগস্ট ২০০৯ ১১:০৪ | 144.160.5.25
  • ভাল কথা রোজই বলতে ভুলে যাই, কলকাতায় তো অধিকাংশ গাড়ীরই বাঁদিকের আয়না নেই। বিশেষ করে সরকারী গাড়ীগুলো।

    আর আমি নেটফেট ঘেঁটে দেখলাম থ্রিজি'র থেকে এমনি স্টারটা নেওয়াই ভাল। থ্রিজি তো প্রায় কোথায়ও নেইই। আর এই থ্রিজি মডেলটায় একটা এক্সটার্নাল ফ্ল্যাশ আছে, সেটা নিয়ে নাকি ইতিমধ্যেই বাজারে অভিযোগ আছে। কাজেই শুধুমুধু ৩ হাজার টাকা বেশী দেবার কোন মানেই হয় না।
  • h | ১৭ আগস্ট ২০০৯ ১১:০১ | 203.99.212.224
  • যেমন মনসা পূজা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত