এ নিজের নাম মিয়াও বলল না? গুমের ঘোরে কী শুনতে কী শুনেছি!
san | ১৮ আগস্ট ২০০৯ ১৫:৩৫ | 121.50.4.34
'নিনি আর দমু এক লোক নয়'
কি হে অক্ষদি, মেয়েরা নাকি লোক হয়না ?
Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১৫:৩৫ | 61.95.144.123
বোধি ব্ল্যাকফরেস্টের নাম করার পর থেকে আমার বহুত চীজকেক খেতে ইচ্ছে করছে - বেশ একটু ডাবল ক্রীম ছড়িয়েঃ-(
dipu | ১৮ আগস্ট ২০০৯ ১৫:৩৪ | 207.179.11.216
ব্যাঙ্গালোরে মিয়াও কোথা পেলে?!!!
d | ১৮ আগস্ট ২০০৯ ১৫:৩৩ | 144.160.5.25
ওটা পুরোটাই আনএডিটেড টেক্সট। তাই ঠিক করা যায় নি। ওটার বহুকিছু বদলানোর ইচ্ছা আছে।
Samik | ১৮ আগস্ট ২০০৯ ১৫:৩৩ | 219.64.11.35
না, নিনি আর দমু এক লোক নয়। তাই ওটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরছি না। আমি কেবল সম্বোধনের ফ্লোটা লক্ষ্য করছিলাম।
Arpan | ১৮ আগস্ট ২০০৯ ১৫:৩২ | 216.52.215.232
দিপু, মিয়াও শুনছি।
Samik | ১৮ আগস্ট ২০০৯ ১৫:৩২ | 219.64.11.35
অর্পণের সাথে একমত। এটাই বলতে চাইছিলাম।
san | ১৮ আগস্ট ২০০৯ ১৫:৩২ | 121.50.4.34
বোঝো নিনি যা যেভাবে বলবে, দমদি কি সেভাবে কথা বলে নাকি? ঃ-)
Samik | ১৮ আগস্ট ২০০৯ ১৫:৩০ | 219.64.11.35
মিলিয়ে মিশিয়েই বোঝাচ্ছি। ভাষাও, হরফও।
Arpan | ১৮ আগস্ট ২০০৯ ১৫:৩০ | 216.52.215.232
অপরিচিত হলে করেছিলেন/গিয়েছিলেন। পরিচিত হলে করেছিল/গিয়েছিল।
Samik | ১৮ আগস্ট ২০০৯ ১৫:২৯ | 219.64.11.35
দময়ন্তীর সেই মেয়েটা ভেলভেলেটা পড়লাম। মা দু এক জায়গায় "বলেছিল', বাকি জায়গায় সর্বত্র "বলেছিলেন'। আর দিদা কিন্তু দু একটা অ্যাপিয়ারেন্সে সমানভাবে "বলেছিল'। প্রথম পর্ব।
dipu | ১৮ আগস্ট ২০০৯ ১৫:২৫ | 207.179.11.216
৮৫ সালেও অনেকে বাবা-মা কে আপনি বলে সম্বোধন করত।
r | ১৮ আগস্ট ২০০৯ ১৫:২৪ | 198.96.180.245
ল্যঙ্গোয়েজ বলতে বে থে কি বোঝাচ্ছে? ভাষা, না হরফ?
san | ১৮ আগস্ট ২০০৯ ১৫:২৩ | 121.50.4.34
ভেবে দেখলাম আমি চেনাশুনো হলে করেছিল বলি কিন্তু অচেনা বা অল্পচেনা হলে তো আমিও করেছিলেন ই বলি ।
dipu | ১৮ আগস্ট ২০০৯ ১৫:২৩ | 207.179.11.216
আমি সামনাসামনি বাবা-মায়ের সাথে কথা বলার সময় আপনি বলা নিয়ে বলছিলাম।
Samik | ১৮ আগস্ট ২০০৯ ১৫:২৩ | 219.64.11.35
আমি অনেকদিন হল ঠিক একঝাঁক বাঙালিদের সঙ্গে তেমন মিশি নি, কিন্তু যতদিন মিশেছি, কথ্য বাংলায় কেউ বাবামায়ের ক্ষেত্রে করেছিলেন বলেছিলেন বলত না।
বাবা মাকে আপনি বলে ডাকাটা অনেক আগের ব্যাপার। তখন আনন্দমেলার জন্ম হয় নি। আমি ১৯৮৫ সালের কথা বলছি।
d | ১৮ আগস্ট ২০০৯ ১৫:২২ | 144.160.5.25
আমিও তো বাবা মা সম্পর্কে "করেছেন' "বলেছেন'ই লিখি। অপরিচিত কারো কাছে বলার সময়ও "করেছেন' বলেই বলি।
Arpan | ১৮ আগস্ট ২০০৯ ১৫:২১ | 216.52.215.232
না না, ও সেনগুপ্ত নয়। মালটা আমাদের স্কুলের। সার্নেম ভুলে গেছি।
san | ১৮ আগস্ট ২০০৯ ১৫:২০ | 121.50.4.34
তো এসব না দেখলে না শুনলেই তো হয়। কি মুশকিল।
Samik | ১৮ আগস্ট ২০০৯ ১৫:২০ | 219.64.11.35
সেসব আলাদা কথা। আমি নিজের হিন্দি বলার অক্ষমতা ঢাকি ইংরেজি ঢুকিয়ে ঢুকিয়ে। কোই দিক্কৎ নহী হ্যায় বলার থেকে কোই প্রবলেম নহী হ্যায় মুখ দিয়ে বেশি সহজে বেরোয়।
কিন্তু অন্যক্ষেত্রে, যেমন ধরো, সী অফ পপিজ তো অনেকেই পড়েছো। সেখানে লোকাল ডায়ালেক্ট কি লোকাল ল্যাঙ্গিউয়েজেই লিখেছে? নাকি ইংরেজিতেই লিখেছে? তো, ইংরেজিতে সেটা হলে বাংলায় হবে না কেন? অন্য ভাষা লেখা হলে সেটা বাংলা হরফেই লেখা হোক।
r | ১৮ আগস্ট ২০০৯ ১৫:১৯ | 198.96.180.245
লেখার সময় আমিও "করলেন" বা "করেছিলেন" বলেই লিখি।
Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১৫:১৮ | 61.95.144.123
রেডিও ডিজে আবার কি? এরা নিজেদের আরজে বলে থাকে। আরজে, বাংলা নিউজ চ্যানেলের সংবাদ পাঠক এবং পাঠিকা - সবকটাকে দেখলে/শুনলে $@)$* জ্বলে যায়।
আচ্ছা স্টারানন্দর ওই মোটকুটা কি সুমন সেনগুপ্ত যে দেশে লেখে? উফ্ফ্ফ মাগো - লোকটা কি করে লেখে আর কেন লেখে...
san | ১৮ আগস্ট ২০০৯ ১৫:১৮ | 121.50.4.34
*বলে
san | ১৮ আগস্ট ২০০৯ ১৫:১৮ | 121.50.4.34
আমার চেনাশুনো অনেক বন্ধুবান্ধবই কিন্তু বাবা-মাকে তুমি বল ডাকলেও অন্যের সামনে রেফার করার সময় 'করছিলেন, বলছিলেন' এরকম বলে। মানে কথা বলার সময়ও। তারা তো আমার জেনারেশনের।
dipu | ১৮ আগস্ট ২০০৯ ১৫:১৬ | 207.179.11.216
বাবা-মা কে আপনি বলাটা আমাদের আগের জেনারেশন অবদি চলেছে। তাই পুরনো গল্প হলে আদৌ অবাস্তব নয়। বিশেষ করে বাপটি যদি জাঁদরেল রাশভারী টাইপের হন।
h | ১৮ আগস্ট ২০০৯ ১৫:১৫ | 203.99.212.224
তবে ভাষা , রান্না, আর রক্ত যত অশুদ্ধ হয় তত্ত ভালো, যদিও রেডিয়ো ডিজেদের ঝাড়তে ইচ্ছে করে। ;-)
Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১৫:১৫ | 61.95.144.123
অ্যাকাডেমিক জগতে এই সংখ্যা নিয়ে একটা নিয়ম আছে। ইংরিজীতে। দশের কম হলে শব্দে লিখতে হয়, বেশি হলে সংখ্যায়।
d | ১৮ আগস্ট ২০০৯ ১৫:১৪ | 144.160.5.25
একমত একমত। ভাষা মেশাতে আপত্তি নেই। কিন্তু ঐ "সো, আমি বলি কি ইউ অল আমার এখানে চলে এসো' শুনলেই মাথা জ্বলে যায়।
কারুকে উদ্ধৃত করতে গিয়ে, কোটেশনের মধ্যে লেখা "মিঃ রায়চৌধুরী আপনি কি ...' কি "ডঃ গুপ্তা আপনাকে বলছি ...'। কোটেশনের মধ্যে পুরো মিস্টার বা ডক্টর লিখলে ব্যাপারটা চোখে লাগে না।
বাবা-মায়ের রেফারেন্স টানলেই, "বাবা তখন বললেন' বা "মা রান্নাঘরে খাবার বানাচ্ছিলেন' আমার বীভৎস ন্যাকামো লাগত। আজও লাগে। বাবা-মা-কে আপনি করে রেফার করা বডডো অবাস্তব। গল্পের মধ্যে।
সংখ্যা, ইংরেজি শব্দ ইংরেজি অক্ষরে, এগুলো বডডো চোখে লাগে বাংলা টেক্সটে। "আজ ২২শে শ্রাবণ' লেখার থেকে "আজ বাইশে শ্রাবণ' লেখাটা বেশি সুদিং, চোখের পক্ষে।
Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১৫:১১ | 61.95.144.123
হরিণ এবং আরো কি কি-র সাথে বোধির মস্তকে আরো একটি পালক - মাছ;-)
dipu | ১৮ আগস্ট ২০০৯ ১৫:১১ | 207.179.11.216
ও হ্যাঁ, আমাদের সময় অমূল্যভূষণ (চক্কোত্তি?) বাবুর জীবন বিজ্ঞান বইয়ে সব টার্ম বাংলায় লেখা থাকত। পড়লে ভুসভুস করে হাসি পেত।
h | ১৮ আগস্ট ২০০৯ ১৫:১১ | 203.99.212.224
র এর মত টা আমার মত, গল্পেও আমি বালিঙ্গুয়াল চরিত্রের জন্য দুটো তিনটে মিলিয়ে ভাষা ব্যবহার করি। কিন্তু পরিবারে অশান্তি। এত বেম্মো পরিবার না, ভাল্লাগে না ;-)
Sags | ১৮ আগস্ট ২০০৯ ১৫:১০ | 203.201.225.35
সর্বত্রই দেখেছি বাঙ্গালীরা এটা বলে খুব হিরো সাজে যে "আমার ছেলে / মেয়ে বাঙলা বলতে পারেনা'। আমি এটা একদম সহ্য করতে পারিনা।
h | ১৮ আগস্ট ২০০৯ ১৫:১০ | 203.99.212.224
এটা কী বলোতো, এই প্রশ্নের উত্তরে একটা ছবি দেখিয়ে আমি বলেছি, ফিশ, কারণ তার আগের মুহুর্ত অব্দি হোয়াটিজদিস খেলা হচ্ছিল, যে বলেছি, ফিশ , বল্লো না, বলো, একটা একটা মাছুবাবা।
বাংলায় একটু সিরিয়াস লেখালেখি করতে গেলে বাংলা ইংরিজি মেশাতে হবেই। কারণ প্রচুর ইংরিজি শব্দ আছে যাদের ঠিকঠাক বাংলা প্রতিশব্দ নেই। সেটা স্বাভাবিক কারণ সেই আইডিয়াগুলো তৈরি হয়েছে ইংরিজি ভাষায়। যেমন ইংরিজিতে উপন্যাস লিখতে গেলে কিছু আঞ্চলিক শব্দ লিখতেই হবে, কারণ সব শব্দের ইংরিজি প্রতিশব্দ নেই। যতক্ষণ না কেউ "I have to sit হাঁটু মুড়ে" লিখছে, অর্থাৎ কোনো ভাষাই ঠিকঠাক শেখে নি, ততক্ষণ ভাষার মিলমিশে কোনো আপত্তি নেই।
dipu | ১৮ আগস্ট ২০০৯ ১৫:০৮ | 207.179.11.216
91.9
Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১৫:০৭ | 61.95.144.123
আমাদের ওপত্তলায় একটা বিপিও আছে - টেক মাহিন্দ্রার। তাতে বাচ্চাবাচ্চা ছেলেমেয়েরা চাকরি করে। কি করে জানি না, তবে ওদের ওপর মনে হয় অর্ডার আছে - সদা হিন্দি বলিবে। আপিসের বাইরে নিজেদের মধ্যেও হিন্দিতে গপ্পো করতে শুনেছি - অথচ সব কটা বাঙালী (মাঝে মাঝে একটা দুটো বাংলা বাক্য বেরিয়ে পড়ে বলে বোঝা যায়)। হিন্দি অ্যাকসেন্ট মোটামুটি ভালোই - কিন্তু একদিন "খাটা খাটাকে মারতা হ্যায়' শুনে আমি লিফটের মধ্যেই ফিকফিক করে হেসে ফেলেছিলুম।
পোবোন্ধোর মধ্যে ইংরিজী - এটা আমাকে দমুও বলেছে, ইন্ডো একবার কমেন্টও করেছিলো - কিন্তু এক একটা সিচুয়েশন এমন হয় যে এড়ানো যায় না। হয় বাংলা করা বেজায় কঠিন, নয়তো বাংলা করলে ওর বাঁধনটাই উবে যাবে।
h | ১৮ আগস্ট ২০০৯ ১৫:০৭ | 203.99.212.224
পড়তে-আমার লাগে না, কারণ আমি বাইলিঙ্গুয়াল। কিন্তু উচ্চারণে কানে লাগে।সেটাও আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। আমি বাড়িতে বাবা/মা/বৌ/এখন মেয়ে সবার কাছে ঝাড় খাই, ইংরেজি শব্দ ব্যবহার করলে। কমাতে হবে। আসলে কোনো ভাষাটাই ভালো করে জানিনা।
Arpan | ১৮ আগস্ট ২০০৯ ১৫:০৫ | 216.52.215.232
কত?
dipu | ১৮ আগস্ট ২০০৯ ১৫:০৪ | 207.179.11.216
ফটাফট আমি কাটিয়ে দিয়েছি। মাঝেমাঝে ইন্ডিগো শুনি।
Arpan | ১৮ আগস্ট ২০০৯ ১৫:০৪ | 216.52.215.232
কিন্তু আজকাল রোমান হরফে বাংলা পড়তে কেমন যেন ক্লান্তি বোধ করি। মেল, বিশেষ করে বড় মেল ঐতে লিখলে কাটিয়ে দিতে মন চায়।
গুরুচন্ডালি করার কুফল।
Arpan | ১৮ আগস্ট ২০০৯ ১৫:০২ | 216.52.215.232
এখানে ফটাফট চ্যানেলে অনর্গল কন্নড়, হিন্দি আর ইংলিশ বলে যায়। একই বাক্যে।
পিটারসেনের সুইচ হিট তো বরম আরো সোজা।
Samik | ১৮ আগস্ট ২০০৯ ১৫:০১ | 219.64.11.35
প্রবন্ধ নর্মালি লিখি নি, তবে লিখতে গিয়ে, বা পাঠক হিসেবে পড়তে গিয়ে, বাংলা টেক্সটের মাঝে ইংরেজির পান্চ, চোখে লাগে হঠাৎ। মোড চেঞ্জ করতে একটু টাইম তো লাগেই।
h | ১৮ আগস্ট ২০০৯ ১৪:৫৯ | 203.99.212.224
এখন, রেডিও আর টিভিতে ওটাকেই বাংলা বলে।
dipu | ১৮ আগস্ট ২০০৯ ১৪:৫৮ | 207.179.11.216
শুনেছি। একটা মিয়াও এফেম আছে। ওতেও ওই zনার বোনেরা দাপান।
Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১৪:৫৬ | 61.95.144.123
হা হা তাও তো তোমরা "নীলানzনা'র আরজেগিরি শোনোনি।
d | ১৮ আগস্ট ২০০৯ ১৪:৫৫ | 144.160.5.25
*অসহ্য লাগে
d | ১৮ আগস্ট ২০০৯ ১৪:৫৪ | 144.160.5.25
বাঘের মতই হোক আর বিড়ালের মত, হয় ইংরিজি বলুক নয় বাংলা। এই একটা পুরো বাক্য দুটো ভাষয় .... অশ্য লাগে।
কিন্তু আয়রল্যান্ডেও নাকি খুব সোয়াইন ফ্লু হচ্ছে। পাল্লিন ও পাল্লিনের পুঁটি ভাল আছে আশা করি। ও পাল্লিইইইইন
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন