এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ranjan roy | ১৭ আগস্ট ২০০৯ ২২:৫৪ | 122.168.210.132
  • দময়ন্তী, তুম ইস দুনিয়া কো ছোড় কে যাওগী তো তুম্‌হারী অফিস একদিন বন্ধ রহেগী। গুচ একমাহ বন্ধ রহেগী।
    মেরে মরনেসে শালা ব্যাংক ছুট্টি নহী করেগা। আইয়ে, দো মিনিট খাড়ে হোকর শ্রদ্ধাঞ্জলি দেঁ,-- বোলকর মুশি্‌কল সে এক মিনিট হুয়া কি বোলেগা---"" হো গিয়া, সব বইঠ জাইয়ে।''
    মরকে ভি সুখ ইয়া গ্ল্যামার নহী।
    সবহী রামজী কী কিরিপা!
  • dri | ১৭ আগস্ট ২০০৯ ২২:৫৩ | 117.194.229.156
  • অ এক্স হলেন মাদাম ল্যাদ। ব্যাড়াতে গিয়েও কিকরে ঘন্টার পর ঘন্টা শুয়ে, বসে, হাঁ করে কাটানো যায় সেই তালে থাকেন।
  • a x | ১৭ আগস্ট ২০০৯ ২২:৫৩ | 143.111.22.23
  • কমরেড রঞ্জনদা, ইয়ে বেড়াতে জানেওয়ালো কো কালা হাত হাম তোড় দেঙ্গে, ইয়ে দুনিয়ার মজদুর, থুরি সোফাওয়ালে এক হো, ইনকিলাআআব্‌ জিন্নাবাউ!
  • I | ১৭ আগস্ট ২০০৯ ২২:৫০ | 59.93.200.60
  • হিঃ হিঃ হো হো ওয়া ওয়াঃ)))
    একদম হিজিবিজবিজের মতোন হাসি।

    অ্যাপোলো ছেড়ে দিয়েসি সেই কব্বে :P
  • d | ১৭ আগস্ট ২০০৯ ২২:৪৯ | 117.195.39.56
  • এই যাঃ দ্রি কিছুটা পিছিয়ে পড়েছেন।
  • arjo | ১৭ আগস্ট ২০০৯ ২২:৪৮ | 168.26.215.13
  • শুয়োর হয়ে মরলে সিওর কারুর পেটে যাব। বাঙ্গালির পেট হলে তো মহা মুশকিল। বাকিটা কাল শুধু অ্যাসিডে জ্বলতে হবে।
  • a x | ১৭ আগস্ট ২০০৯ ২২:৪৮ | 143.111.22.23
  • নাহ তবে সমুদ্রের ধারে বসে হাঁ করে তাকিয়ে থাকতে হেব্বি লাগে, ওরকম আমি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন থাকতে পারি। খালি সমুদ্রের আওয়াজ, ঢেউ আসছে যাচ্ছে, ভেজা হাওয়া। কেমন একটা নেশার মত।
  • ranjan roy | ১৭ আগস্ট ২০০৯ ২২:৪৮ | 122.168.210.132
  • কমরেড অক্ষ,
    দিল ছোটা না করো! ""জব মন হ্যায় চাঙ্গা, তো কটোরে মেঁ গঙ্গা''। আপকী কল্পনাশক্তি অউর অন্তর্জাল কে জরিয়ে এক কুর্সি মেঁ বইঠে বইঠে সারে দুনিয়া ঘুম লো।
    "" অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড----'' গীত গাও।হম ভি ইসী ক্লাব কে মেম্বার হ্যাঁয়।
  • dri | ১৭ আগস্ট ২০০৯ ২২:৪৭ | 117.194.229.156
  • আমাদের ইন্দো কিনা অ্যাপোলোর ডাগ্‌তার? তাঁর কাছে কিনা স্নুটের গপ্পো শুনব আমরা? আরে ওনাকে জিগান, অ্যাপোলোতে এক এক্টা টেস্ট করতে ক'টাকা নেয়। আরে এই সোয়াইন ফ্লু দিয়েই শুরু করেন না।
  • d | ১৭ আগস্ট ২০০৯ ২২:৪৭ | 117.195.39.56
  • কেন রঞ্জনদা, কিসের সন্দেহ?
    মানুষ হলেই বা কি আর শুয়োর হলেই বা কি! দুদিনের দুনিয়া ...... আজ মরলে কাল বাদে পরশু তিনদিন।
    সবই মায়া!
  • san | ১৭ আগস্ট ২০০৯ ২২:৪৬ | 123.201.53.133
  • সমুদ্রে এস্নান করতেও বোর লাগে? ঃ-(
  • a x | ১৭ আগস্ট ২০০৯ ২২:৪৫ | 143.111.22.23
  • সিরিয়াসলি কি বোর বেড়াতে যাওয়া ব্যপারটাই। দুর দুর করে এদিক ওদিকে হেঁটে বেড়াও, পাহাড়ে ওঠ, বাসে ঘুমাও, ট্রেনে অ্যা কর। কেন বাবা? দিব্বি বসে যখন মাংস খেতে খেতে সোফায় শুয়ে সিনেমা দেখার ব্যবস্থা করা যায়? দুটো সিনেমার মাঝে টুক করে একটু ঘুমিয়ে নেওয়া যায়।
  • ranjan roy | ১৭ আগস্ট ২০০৯ ২২:৪৩ | 122.168.210.132
  • দময়ন্তী,
    হম তো শুনে থে কি তুম ভি সাস্পেক্টেড সোয়াইন থে? আভি ক্যা সাস্পেক্টেড হিউম্যান?
    সাস্পিশন বনা রহা হ্যায়!
  • d | ১৭ আগস্ট ২০০৯ ২২:৪২ | 117.195.39.56
  • আরে অক্ষ সেই প্রচন্ড বোর একখান লোক, যে কোত্থাও বেড়াতে যায় না। ছোটবেলায় যখন ওর মা টেনে টেনে নিয়ে যেতেন, তখনও হোটেলে পড়ে পড়ে ঘুমুত। বোরস্য বোর।
  • a x | ১৭ আগস্ট ২০০৯ ২২:৪২ | 143.111.22.23
  • ইসকা উত্তর শমীকজি আকে দেঙ্গে।
  • arjo | ১৭ আগস্ট ২০০৯ ২২:৪১ | 168.26.215.13
  • ইয়ে মানে 'গরব সে' হবে না?
  • a x | ১৭ আগস্ট ২০০৯ ২২:৩৯ | 143.111.22.23
  • নেহি হাম গর্ভ সে বোলতে হ্যায়ঁ কি হাম বেড়াতে নেহি যাতে হ্যায়ঁ। হামারা কেয়া, হামারা বাপ কা ভি বাড়ি নেহি হ্যায়ঁ। অউর গাড়ি তো হালমে হুয়া, এক এয়সা গাড়ি কি দোদিন মে রাস্তে মে বন্ধ হো জায়েগা। ১৯৯৮ কা গাড়ি। নাক কা বদলে নরুন মিল যাতে হ্যায় লেকিন ইয়ে গাড়ি কে বদলে প্রোজেক্টর নেহি মিলেগা।
  • arjo | ১৭ আগস্ট ২০০৯ ২২:৩৬ | 168.26.215.13
  • স্যান ডায়েটে আছে তো রক্ত চলাচল কম হচ্ছে। ঃ)
  • I | ১৭ আগস্ট ২০০৯ ২২:৩৫ | 59.93.200.60
  • আহা, সেসব তো সব্বাই করে। তুমি করো না? যাও না, বেড়াতে?
    আমি এখনো বাড়ি কিনি নাই। গরীবের গাড়ি কিনেছি। রেকারিং বেড়াতে যাই না।
  • san | ১৭ আগস্ট ২০০৯ ২২:৩৫ | 123.201.53.133
  • আচ্ছা, আচ্ছা, চটে যাবার কিছু নেই। পরের প্রশ্ন অন্য কাউকে করছি নাহয় ঃ-)
  • a x | ১৭ আগস্ট ২০০৯ ২২:৩৪ | 143.111.22.23
  • ওফ্‌ফ মানে বারে বারে বেড়াতে যাওয়া, ওয়ান্স ইন অ লাইফটাইম বেড়াতে যাওয়া না।
  • san | ১৭ আগস্ট ২০০৯ ২২:৩২ | 123.201.53.133
  • রেকারিং বেড়াতে যাওয়া আবার কি জিনিস?

    আজ আমার খালি প্রশ্ন পাচ্ছে।
  • a x | ১৭ আগস্ট ২০০৯ ২২:৩১ | 143.111.22.23
  • ইয়ে তোমরা গাড়ি কেননা? বাড়ি? পয়সার হিসেবে কেন? কিম্বা বেড়াতে যাওয়া (রেকারিং)? ;-)
    এগুলো তো স্নুটিস্য স্নুটি তবে!
  • I | ১৭ আগস্ট ২০০৯ ২২:২৮ | 59.93.200.60
  • বাব্বা, হাজার ডলারের প্রজেক্টর। এ যদি স্নুটি না হয়, স্নুটি শব্দের তবে জন্ম হয়েছে ক্যানো-ও-ও-ও?????
  • a x | ১৭ আগস্ট ২০০৯ ২২:২২ | 143.111.22.23
  • দেখেছ, সব ছেড়ে প্রোজেকশনটাই স্নুটী হল।
    আর h1n1? স্মৃতির অতলে?
  • I | ১৭ আগস্ট ২০০৯ ২২:২০ | 59.93.200.60
  • ভালো থেকো কম্পাস। গঙ্গাজলে ধোয়া বিছুটিপাতা। হাই গ্রেন স্মৃতিভ্রংশ। সিঁড়ির তলায় দুঃখের গাছ। স্নুটি প্রজেকশন।
    (ডিমেনশিয়ার পাঁচকাহন)
  • a x | ১৭ আগস্ট ২০০৯ ২২:১৮ | 143.111.22.23
  • আর একহাজার (ডলারে)এর মধ্যে ভালো প্রজেক্টর - Sony Bravia VPL-AW15 720p HD LCD। দেশে মনে হয় পাওয়া যায়।
  • a x | ১৭ আগস্ট ২০০৯ ২২:১২ | 143.111.22.23
  • অনেকে বাড়ির একটা দেওয়াল রং করে প্রোজেকশনের জন্য। স্পেসিফিক রং পাওয়া যায়, যার অ্যাবসর্পশন কম, গেন বেশি। ক¾ট্রাস্ট বেশি হয়।
  • a x | ১৭ আগস্ট ২০০৯ ২২:১১ | 143.111.22.23
  • গ্রেন না, গেন।
  • a x | ১৭ আগস্ট ২০০৯ ২২:০৯ | 143.111.22.23
  • স্ক্রীনটা ৮০ ইঞ্চি ছিল। আরও বড় চাইছিলাম। আর এটা ওঠা-নাম ম্যানুয়াল। কি সব হাই গ্রেন, মানে দিনের আলোতেও পরিষ্কার দেখা যাবে, ঘর অন্ধকার না হলেও। দিনে আর কোথায় সিনেমা দেখছি!
  • d | ১৭ আগস্ট ২০০৯ ২২:০৭ | 117.195.39.56
  • নাঃ কব্বে উঠে গেছে।
  • a x | ১৭ আগস্ট ২০০৯ ২২:০৬ | 143.111.22.23
  • সোনোডাইন কোম্পানী আছে এখনও?
  • d | ১৭ আগস্ট ২০০৯ ২২:০৬ | 117.195.39.56
  • অক্ষ স্ক্রিন বেচলে কেন? সেই রিমোটে ওঠানো নামানো যায় সেইগুলো তো বেশ ভাল।

    অর্পণ, ভাবো ই এস পি এন তুমি সেওয়ালজোড়া দেখছ।
  • Arpan | ১৭ আগস্ট ২০০৯ ২২:০৩ | 122.252.231.12
  • না। অফিস থেকে নেই। সেলে প্রচুর ডিস্টার্বেন্স হয়। কার্টসি ভোদাফোন।
  • d | ১৭ আগস্ট ২০০৯ ২২:০৩ | 117.195.39.56
  • ডাবল বেডের সাইজ হলেই হয়ে যাবে।
  • a x | ১৭ আগস্ট ২০০৯ ২২:০৩ | 143.111.22.23
  • অর্পণ, আনুমানিক ১০০ ইঞ্চি ডায়াগোনাল।
    দ, হ্যাঁ।
  • d | ১৭ আগস্ট ২০০৯ ২২:০০ | 117.195.39.56
  • ঠিক আছে। কিন্তু তুমি সেল থেকে কংকল নাও না? ওতেই চলবে অবশ্য।

    টিভি থেকেও তো আউটপুট প্রোজেক্টারে পাথানো যায় তাই না?
  • Arpan | ১৭ আগস্ট ২০০৯ ২১:৫৯ | 122.252.231.12
  • বেডশিটের সাইজ (আনুমানিক)?
  • a x | ১৭ আগস্ট ২০০৯ ২১:৫৫ | 143.111.22.23
  • মানে তোমার চোখ থেকে ছবি যেখানে।
  • Arpan | ১৭ আগস্ট ২০০৯ ২১:৫০ | 122.252.231.12
  • মানে মিনিমাম বারো ফুট। তাইতো? চেয়ার/সোফা, হোমথিয়েটার ইত্যাদির জন্য জায়গা ধরে?
  • a x | ১৭ আগস্ট ২০০৯ ২১:৪৭ | 143.111.22.23
  • ১০ ফিট ডিস্টেন্স সাফিসিয়েন্ট। আমারটার জুম খুব কম, তাই বড়-ছোট করা মানে, দূরে-কাছে রাখা।
    তবে রেকমেন্ড করে প্রোজেক্টরটা অডিয়েন্সের পেছনে রাখা (অ্যাস অপসড টু সামনে টেবিলে)।
  • arjo | ১৭ আগস্ট ২০০৯ ২১:৪৭ | 168.26.215.13
  • ১০ - ১২ ফুট হলেই খারাপ হয় না। আরও বড় হলে নিশ্চয়ই আরও ভালো হবে। কিন্তু ওতেই যোধা আকবর দেখছিলাম, কি ভালোই না লাগছিল। কিন্তু বাড়ি এসে সেই একই সিনেমা ল্যাপটপে কি বাজে হয়ে গেল কি বলব।
  • Arpan | ১৭ আগস্ট ২০০৯ ২১:৪৭ | 122.252.231.12
  • আরে কী উত্তর দেবো? আমি কি এক-দেড় ঘন্টা নাগাড়ে কথা বলি নাকি!

    তবে সাউন্ড কোয়ালিটি (এম্পিথ্রি ইত্যাদি) খুব ভাল। আর ব্যাটারি আমি তিনদিনে একবার চার্জ করি। বিকেলের দিকে ঘন্টা দুয়েক এফেম চালালে সেইটা দুইদিনে নেমে আসে। স্যামসুঙের যেটা প্রবলেম সেটা হল বছর দুয়েক পর থেকে ব্যাটারি লাইফ ডিটিওরেট করতে শুরু করে। মানে করত। এখন সেইটা ইম্প্রুভ করেছে কিনা জানিনা।
  • san | ১৭ আগস্ট ২০০৯ ২১:৪৫ | 123.201.53.133
  • ও, আচ্ছা আচ্ছা।
  • Arpan | ১৭ আগস্ট ২০০৯ ২১:৪৪ | 122.252.231.12
  • প্রোজেক্টর-বেডশিট প্রোজেক্টের জন্যঃ

    ঘরের সাইজ কত হতে হবে? মিনিমাম?
  • d | ১৭ আগস্ট ২০০৯ ২১:৪৩ | 117.195.39.56
  • এদিকে আমার অলরেডি সাদা বেডশিট কেনা আছে। কিন্তু প্রোজেক্টার এখনও কেনা হয় নাই।

    অপ্পনকে আমি এবারে উদুম ক্যালাবো। দুই দুইবার জিগ্যেস করলাম আর উত্তর দিতে পারলে না!!
  • Arpan | ১৭ আগস্ট ২০০৯ ২১:৪২ | 122.252.231.12
  • আরে। গুগল ম্যাপ দেখেছিলাম তো। প্রতিবারই দেখি।

    কিন্তু গুগল ম্যাপে তো বলে দেয় না কোথায় রাস্তা সাময়িকভাবে আটকে দিয়েছে। আর কোথায় মেট্রোর কাজের জন্য রাস্তা ডাইভার্টেড করে দিয়েছে। আর এখানে লোকজন কনফিডেন্টলি ভুলভাল পয়েন্টার দেবার সময় খুব ক্যাজু থাকে। ঃ-)
  • a x | ১৭ আগস্ট ২০০৯ ২১:৪২ | 143.111.22.23
  • আমিও ঃ-))))

    স্যান, প্রোজেক্টর সিনেমা প্রোজেক্টের জন্য। মানে টিভিতে না দেখে, ঐ প্রোজেক্টরের মাধ্যমে আরো বড় করে দেখা। সিনেমা হলে যেমন দেখায়। এর জন্য স্ক্রীন কেনে ওনেকে। সেটা সাদা দেওয়ালেও করা যায়, টান টান করে টাঙ্গানো সাদা কাপড়েও করা জায়।
  • arjo | ১৭ আগস্ট ২০০৯ ২১:৪১ | 168.26.215.13
  • হোম থিয়েটারের সাথে বেডশীটের সম্পক্কো নেই। প্রোজেক্টরের সাথে আছে। আমাদেরও নেক্সট প্রোজেক্ট হল একটা প্রোজেক্টর সাথে টার্গেটের বেড শীট - সিনেমার স্ক্রীন আর কি।
  • Arpan | ১৭ আগস্ট ২০০৯ ২১:৪০ | 122.252.231.12
  • ঃ-)))

    (স্যানের ডিঃ পড়ে)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত