ধেৎ - বাঘের মতন ইংরিজী বলা খুব সোজা। পয়লা সিলেবেলে জোর দেবে। আমার গুরু বলে গেছেন এবং আমি হাতে গরম ফল পেইচি।
Samik | ১৮ আগস্ট ২০০৯ ১৪:৪৮ | 219.64.11.35
ওকে অজ্জিত। তা হলে আমি আর মেল করছি না এখন।
Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১৪:৪৪ | 61.95.144.123
ওক্কে ওক্কে কুল কুল। আমার এগুলো একবার দেখা হয়ে গেছে। আরেকবার দেখে পাঠিয়ে দেবো।
san | ১৮ আগস্ট ২০০৯ ১৪:৪১ | 121.50.4.34
অ। সে আমি এখানে টিউশন নেব কিকরে? ইংরিজিতে এক বোধিদাই যা লেখে তাও রেগে গেলে। সে এত কঠিন কঠিন বিষয়ে যে বিষয়ই বুঝিনা তার ভাষা শিখব কি !
Arpan | ১৮ আগস্ট ২০০৯ ১৪:৪০ | 65.194.243.232
শমীক, আজ রাতে পেজমেকার নিয়ে বসব। তুমি আমাকে এককপি স্যাম্পল ফাইল পাঠিয়ে দাও যাতে ভুল বানাম আছে। দেখি বার খেয়ে নামি।
d | ১৮ আগস্ট ২০০৯ ১৪:৩৮ | 144.160.5.25
উফ! আমি এবারে অজ্জিত আর বেথের মাথা ঠুকে দেব ধাঁইধাঁই করে। অজ্জিত, তোমাকে যেরকম বলেছি, সেরকম করে আমাকে পাঠাও। অন্য কিছু এক্ষুণি দেখতে হবে না। হলে আমি মেলেই বলে দেবো। বেথে, অজ্জিতকে অন্য সংখ্যার জিনিষ দেওয়া হয়েছে। চাপ নিও না।
Arpan | ১৮ আগস্ট ২০০৯ ১৪:৩৭ | 65.194.243.232
ইংরেজি ট্র্যানস্লেশন। জানোনা বাঘা বাংগালীরা বাংলার সাথে ইংরেজিটাও বাঘের মতন বলেন?
san | ১৮ আগস্ট ২০০৯ ১৪:৩৭ | 121.50.4.34
আর এনার/ওনার তো ফর্মাল বাংলায় লেখার কথা নয়ই। মানে সিরিয়াস প্রবন্ধে। ডিডিদার মতন মজা করে লিখলে সে আলাদা কথা।
Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১৪:৩৬ | 61.95.144.123
পেজমেকার কোত্থেকে পাবো আমি?
san | ১৮ আগস্ট ২০০৯ ১৪:৩৫ | 121.50.4.34
আমি কিসে ফেল করেছি?
Samik | ১৮ আগস্ট ২০০৯ ১৪:৩৫ | 219.64.11.35
অরিজিৎ,
এইবারের মত আর তো ফরম্যাটিং দরকার হবে না। সে তো আমি করে নিয়েছি সব। কিন্তু ঐ বানান ঠিক করাটা দরকার। আর সেটা পেজমেকারে করে ফেলতে পারলে ব্যাপক হয়, নইলে আবার আমাকে এক এক করে পেস্ট করতে হবে পেজমেকারে।
d | ১৮ আগস্ট ২০০৯ ১৪:৩৩ | 144.160.5.25
আরে পুণেতেও গুচ্ছ বেঙ্গলী অ্যাসো আছে। এরকমই কোন একটা অ্যাসোর কেউ হর্তাকার্তা আমাকে অর্কুটে অ্যাদাতে চাইলো আর কমিউনিটির লিঙ্ক পাঠিয়ে জয়েন করতে বল্লো। তারপরে আমি তারে বাঙ্লায় স্ক্র্যাপালাম। সে বলে বাক্স দেখছে। তাকে রূপালী বা সোলেইমানলিপি নামাতে বললাম, কাটিয়ে দিল। তারপর গুচ্চ মেসেজ করে কমিউনিটির সবই ট্যাঁশ বাংলায় লেখা। "সো আমি বলি কি, ইউ অল ..... টাইপের ট্যাঁশ বাক্য সব। দেখলেই পিত্তি জ্বলে যায়। বিরক্ত হয়ে বললাম এত বাংলিশে কথা বললে আমারে মেসেজ দেবেন না। তাতে আমাকে "বিশ্বায়িত বাঙালী'র জ্ঞান দিতে এলো। আমি খচে গিয়ে ধরে চেটে দিলাম। তাতে সেও বেদম খচে গেল। কমিউনিটির আরো কারা সব মেসেজ করল। আমি খুদাপেজ বলে কমিউনিটিকে ঘ্যাঁচাৎ করে দিলাম প্রোফাইল থেকে।
Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১৪:৩২ | 61.95.144.123
আমিও তাই করে দিয়েছি। সবকটা। আর গ্রেফতার স্ট্যান্ডারডাইজ করেছি। ফরম্যাটিং করিনি - কারণ পেজমেকারে কি দাঁড়াবে কে জানে।
Samik | ১৮ আগস্ট ২০০৯ ১৪:২৭ | 219.64.11.35
এটা তো পুরো বালের আইডিয়া! চাগ্রি করবো নাকি যে ইন্টারভিউ দেবো? এখানে বঙ্গভবনের বেঙ্গলি অ্যাসোশিয়েশন তো এমনি এমনি ডেকে লোক নেয়। দিল্লিতে তো বাঙালির কমতি নেই, বাঙলই অ্যাসোশিয়েশনেরও কমতি নেই।
d | ১৮ আগস্ট ২০০৯ ১৪:২৫ | 144.160.5.25
অজ্জিত, ওনার-এনার দেখলে আমি সাধারণত "ওঁর-এঁর' করে দিই।
dipu | ১৮ আগস্ট ২০০৯ ১৪:২২ | 207.179.11.216
সৈকতদা (এরও দাড়ি আছে, তবে ঈশেন্দা নয়) নামে একজনের ইন্টারভিউ নেওয়ার পর বেঙ্গলি অ্যাসোসিয়েশন পছন্দ না হওয়ায় কাটিয়ে দেয়। সে খচে গিয়ে আরও কয়েকজনের সাথে বেঙ্গলি ইন ব্যাঙ্গালোর নামে একটা প্যারালাল কমিউনিটি গড়ে। আজ তার ৪০০০+ মেম্বার। প্রচুর ভালো ভালো কাজ করে।
h | ১৮ আগস্ট ২০০৯ ১৪:১৯ | 203.99.212.224
তার পরে বাঘের চোঁয়া ঢেঁকুর বা পাঃপথেদুঃযুক্তবাঃনিঃসরণ হতে পারে।
Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১৪:১৭ | 61.95.144.123
নলবনের চেয়ে সুন্দরবনের আইডিয়াটা ভালো। আমার অত মৎসপ্রেম নাই।
h | ১৮ আগস্ট ২০০৯ ১৪:১৭ | 203.99.212.224
স্যান তার মানে ঐটেতে ফেল করেই, এইখানে টিউশন নিতে আসতে চাইছে। অ্যাদ্দিনে বুঝলাম।
d | ১৮ আগস্ট ২০০৯ ১৪:১৭ | 144.160.5.25
অ্যাঁ!!! দীপুবাবু তাইলে নামতা টামতা ভাল করে মুখস্থ করে যাবেন।
Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১৪:১৬ | 61.95.144.123
যেমনঃ
না-পরার সামিল ধুতি পরতে পারেন? কাঁটা দিয়ে ইলিশমাছ খেতে পারেন? "ভালো থেকো' সম্পর্কে এক পাতা প্রশংসামূলক রচনা লিখুন। ... ইত্যাদি
h | ১৮ আগস্ট ২০০৯ ১৪:১৫ | 203.99.212.224
বন্দুক হাতে সুন্দরবনেও যেতে হতে পারে। ব্রেকফাস্টে চিতলটা সজারুটা।
dipu | ১৮ আগস্ট ২০০৯ ১৪:১৩ | 207.179.11.216
পরশুদিন জানতে পারলুম ব্যাঙ্গালোরের বেঙ্গলি অ্যাসোসিয়েশনে সদস্য হওয়ার আবেদন জানালে ইন্টারভিউ দিতে হয়। তাতে আবেদনকারীর বাঙালিয়ানার মাপজোক করা হয়।
r | ১৮ আগস্ট ২০০৯ ১৪:১০ | 198.96.180.245
অজ্জিত যে লেভেলে খাওয়ার কথা বলছে, আর কয়দিন পরে ছিপ নিয়ে আপিস যেতে হবে। নলবন ছাড়া উপায় নাই।
Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১৪:০৯ | 61.95.144.123
একুশ তারিখ ঋতির প্লেগ্রুপের "ইন্টার্যাক্টিভ সেশন' - বাপ-মা দুজনকেই যেতে হবে। সেখানে কি হয় কে জানে। সুপ্রীম কোর্ট এইসব ইন্টারভিউ/পরীক্ষা বাতিল করে দিয়েছে না?
ঐ ইংরেজি ফন্টের ব্যাপারটা একটা স্টাইলশিট লিখে ফেল্লেই ঠিক হয়ে যাবে। মুশকিল হল, বাংলা ফন্টের জগতের যে নন-ইউনিফর্মিটির চাপ (মতান্তরে মজা) সেটা এইখানে রিফ্লেক্ট করবেই। তাইলে একটা লোক রাখতে হয়, যে প্রতি সংখ্যার 'কাপি তৈয়ারি' করে দেবে। মুদ্রাকরের সুবিধে অনুযায়ী যে কোনো একটা প্রোডাক্টে, একটা স্টাইলশিট মেনে, একটা বানানবিধি মেনে ইত্যাদি।
চাপ।
rabaahuta | ১৮ আগস্ট ২০০৯ ১৩:৪০ | 121.241.111.12
আমার একটা বিদঘুটে ঝামেলা হচ্ছে, ফোটোশপ বা ইলাস্ট্রেটরে, "ত্র' লিখতে পারছিনা, দরকার হলে, "এ' লিখে, মাত্রাটা এঁকে, দুটোকে জুড়ে "ত্র' বানাতে হচ্ছে। ডক-এ কিন্তু ঠিক আসছে আবার। এদিকে আমি টেকনিক্যালি চ্যালেঞ্জড, তাই কিছু সমাধান বের করতেও পারছিনা।
Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১৩:৩৯ | 61.95.144.123
দমু তো আমাকে ওপেন আপিস ডকু পাঠালো - আমি শুধু বানান, গ্রামার ইত্যাদি দেখেছি। ফরম্যাটিং নিয়ে কিচ্ছু করিনি - সেটা করবো?
জনতা হুলিয়ে গ্রেপ্তার/গ্রেফতার ইন্টারচেঞ্জেবলি লাগিয়ে গেছে। তাপ্পর ওনার/এনার - খুড়ো বহুত খচে যেত এটা দেখলে;-)
পেজমেকারের এই অসুবিধে থাকলে অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করা যায় না?
Blank | ১৮ আগস্ট ২০০৯ ১৩:৩২ | 170.153.65.102
স্যান কেমন আমারেও প্যাঁক দিলো। এদিকে আমি কিচ্ছু করিনি ঃ(
Samik | ১৮ আগস্ট ২০০৯ ১৩:৩২ | 219.64.11.35
হ্যাঁ। প্রুফ দেখা। এটা একটা গাম্বাট দায়িত্ব। সবচেয়ে ভালো হয় যে প্রুফ দেখবে, সে যদি পেজমেকারে এই প্রুফ দেখার কাজটা করে দিতে পারে। খুব টাইম কনজিউমিং, কারণ, পেজমেকারে ফোনেটিকালি বাংলা লেখা যায় না। অন্য কোথাও থেকে কপি পেস্ট করে সমস্ত কারেক্শন করতে হবে।
আপাতত মিডিয়াম স্কেলে এই কাজটি আমি করছি। মস্ত বাঁশ। সমস্ত ইনভার্টেড কোট, ডাবল কোট সিঙ্গল কোট ইত্যাদি পেস্ট করার সময়ে বাংলাপ্লেন ফন্টে "ঞ্চ', "ঞ্ছ', "ঞ্জ' ইত্যাদি হয়ে যাচ্ছে। সমস্ত বইয়ের প্রতিটা লাইন পড়ে পড়ে সেগুলোকে ফন্ট চেঞ্জ করে আবার কোটে রূপান্তরিত করা একটা প্রজেক্টবিশেষ। এর পর আছে এমনি বানান। অনেকে অব্যয়গুলো শব্দ থেকে আলাদা করে লেখে ঃ এগুলো ই, মোটে ও ইত্যাদি। সেগুলোকে জুড়লে অ্যালাইনমেন্টে অনেক স্পেস বেঁচে যায়। বাংলা লেখাগুলো তো বাংলাপ্লেনে পাচ্ছি, কিন্তু তার মাঝের ইংরেজি টেক্সটগুলো কেউ এরিয়ালে লিখছে, কেউ লিখছে টাইম্স নিউ রোমানে, কেউ অন্য কোনও ফন্টে। সেগুলোতে ইউনিফর্মিটি আনা, মানে, ম্যামথ টাস্ক।
আমার মতে, পেজমেকারে লেখা সেট করার পর প্রুফ চেকিংই বেটার, তার আগে নয়।
san | ১৮ আগস্ট ২০০৯ ১৩:১৫ | 121.50.4.34
রাইট। তারপরে সেই মাছওলার মতন আমরা গুচর নানান ইভেন্ট স্পনসর করব।
dipu | ১৮ আগস্ট ২০০৯ ১৩:০৩ | 207.179.11.216
স্যান্দি আর আমি মিষ্টির দোকান দেব। গুচর লোকেরা ডিসকাউন্ট পাবে।
r | ১৮ আগস্ট ২০০৯ ১৩:০০ | 121.245.15.43
আমার এক বন্ধু, অ্যানালিটিক্স ইন্ডাস্ট্রির, একটা চীনে রেস্তোরাঁ খুলেছে। সে এখনও চাকরিটা ছাড়ে নি, তবে তার পার্টনারেরা ছেড়ে দিয়েছে। কাল এই মেলটা পেলাম। বেঙ্গালুরুবাসী চেখে আসতে পারেন।
Dear Friends,
I wanted to let you all know that, I, along with my two business partners, opened a Restaurant and Dessert Bay in Bangalore on August 7th. Whilst I will continue to be based in Singapore and do what I do, my two partners, based in Bangalore, are into this venture full-time.
We have leased a bungalow in Koramangala; and whilst we are using the indoors, which seats 84 people, as an affordable fine-dine chinese restaurant, we are also using the compound, which can seat 64 people, as a rather informal place for desserts, snacks and drinks. Although we do not necessarily claim authenticity, we do aspire to distinguish ourselves from the many Chinese restaurants in Bangalore that serve Indian-Chinese food. To make that happen, we have built our menu with variety of dimsums as a speciality and by introducing many Chinese dishes either authentic or with south-east asian twist.
You may please check the details of the restaurant at its website: and may also follow the link to the facebook fan-page through the website.
I wrote to share with you my excitement of starting a new venture, to seek your best wishes, and to seek your support in spreading the word about the Restaurant and Dessert Bay.
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন