এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ১৭ আগস্ট ২০০৯ ১১:০০ | 71.62.121.158
  • হুঁ সব উৎসবের ক্ষেত্রে ঐ পলিসি চলবে না। ঃ)
  • dipu | ১৭ আগস্ট ২০০৯ ১০:৫৮ | 207.179.11.216
  • ক্যানো?! বদময়ন্তী ঃ-))
  • Tim | ১৭ আগস্ট ২০০৯ ১০:৫৮ | 71.62.121.158
  • ধুস ঘুম পেয়ে গ্যালো! উইকেন্ড শেষ।

    আজ ঘুম ভাঙ্গলো বন্ধুদের একটা মারাত্মক অ্যাকসিডেন্টের খপর পেয়ে। গিয়ে দেখলাম যাতা কান্ড। গাড়ি রাস্তা থেকে বেড়া ভেঙ্গে একটা নিচু জায়গায় পড়ে গেছে। প্রাণে বেঁচে গেছে লোকজন, তবে গাড়িটা বরবাদ। মাত্তর একমাসের পুরনো গাড়ি।
  • d | ১৭ আগস্ট ২০০৯ ১০:৫৮ | 144.160.5.25
  • আরে বড়দিন বা মহরম তো তবু ঠিকই আছে। ভাবো "গুড ফ্রাইডে'র সময় ....
  • Tim | ১৭ আগস্ট ২০০৯ ১০:৫৪ | 71.62.121.158
  • শারদময়ন্তী করে নিতে পারো। ঃ)
    তবে বড়োদিনে কি হবে কে জানে!
  • d | ১৭ আগস্ট ২০০৯ ১০:৫০ | 144.160.5.25
  • ঈদের শুভেচ্ছা নামের সাথে জুড়ে নেবার আইডিয়াটা ভাল। বাকী সব উৎসব অনুষ্ঠান নিয়ে সমস্যা নাই। শুধু "পুজো'র ক্ষেত্রে নামটা কেরম অসব্য হয়ে যাচ্ছে।
  • Arijit | ১৭ আগস্ট ২০০৯ ১০:৪৮ | 61.95.144.123
  • যাশ্‌শালা সেলিব্রিটি শেফ শেষে ব্রিটিশদের মেনু থেকে খাবার তুলছে? নিজের ক্রিয়েটিভিটি কই গেলো? চিকেন টিক্কা মসালা তো গ্লাসগোর আবিষ্কার।
  • Samik | ১৭ আগস্ট ২০০৯ ১০:৪৬ | 122.162.236.193
  • কাল রাতে সঞ্জীভ কাপুরের রেস্তোরাঁয় আমার মেনুটা ছিল এই রকম ঃ

    কোলহাপুরী মাটন
    চিকেন টিক্কা মসালা
    লসুনি নান
    বাটার নান
    ফ্রুট পাঞ্চ

    কিন্তু হায়, সকালে উঠেই ক্ষিদে পেয়ে গেল।
  • Tim | ১৭ আগস্ট ২০০৯ ১০:৩৬ | 71.62.121.158
  • হ্রস্বই হতো, কিন্তু দমদি বলে হ্রস্ব দিতে সাহস করেনি। :-P?
  • Arijit | ১৭ আগস্ট ২০০৯ ১০:৩৪ | 61.95.144.123
  • রঞ্জনদার লেটেস্ট খবর কি? মাইরি - হাত কামড়ানো ছাড়া উপায় নেই আমাদের। তাও দরকার হলে বলবেন রঞ্জনদা।
  • dipu | ১৭ আগস্ট ২০০৯ ১০:২২ | 207.179.11.216
  • :-P
  • sinfaut | ১৭ আগস্ট ২০০৯ ১০:২০ | 203.91.207.30
  • আমি ভেবেছিলাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছে।
  • shrabani | ১৭ আগস্ট ২০০৯ ১০:১৯ | 124.124.86.101
  • আমিও তাই ভাবলাম। কাগুজে গুরুর থেকে তফাত করতে "দময়ন্তী" নেটে বুবুভা তে প্রিফিক্স "ঈ" লাগিয়েছে।ঃ-)
  • d | ১৭ আগস্ট ২০০৯ ১০:১৭ | 144.160.5.25
  • অ। এইটে আমার ইলেকট্রনিক নাম বুঝি? কিন্তুক সে তো হ্রস্ব ই দিয়ে হয়!
  • Tim | ১৭ আগস্ট ২০০৯ ১০:১৪ | 71.62.121.158
  • আমি এতক্ষণ ভাবছিলাম দমদির নতুন ছদমোনাম, ইলেকট্রনিক ভার্সানের জন্য। ঃ-)
  • d | ১৭ আগস্ট ২০০৯ ১০:১১ | 144.160.5.25
  • বাবা ঈশানচন্দর, আশির্ব্বাদ করি শত পুত্রকন্যার জনক হও। তোমার ঘরদোর ফুলে ফলে ভরে উঠুক। কিন্তুক বাবা, আমার নামের আগে একখান "ঈ' কেন? এই "ঈ' এর মাজেজা কী বাবা?
  • pi | ১৭ আগস্ট ২০০৯ ০৮:৫৪ | 128.231.22.89
  • আমাকে সকল পরেশন করনে ওয়ালা ও তাদের মরাল সাপোর্ট যুগানেওয়ালীদের নেক্সট পাঁঠা আর চিকেন ভোজনে অ্যায়সন নজর দেবো না ! আমি বলে কাল পেটের ব্যাদনায় কাল পাঁঠা, চিকেন ওয়ালা অমন একটি ভুরিভোজ বাংক মারতে বাধ্য হলুম ! আরো যে আরো দুঃখের কথা, হাতে বানানো পরোটায় মোড়া, হ্যাঁ, হ্যাঁ, ঐ মুখ পচে যাওয়া হিমায়িত মালয়েশিয়ান পরোটা নয়, রীতিমতন হাতে গড়া পরোটায় মোড়া এগরোল ও মিস করেছি। ঃ(
  • Abhyu | ১৭ আগস্ট ২০০৯ ০৬:৩৭ | 128.192.7.51
  • যা আমার নজর সঙ্গে করে নিয়ে যা। আমিও এবার বাড়ি যাই। টা টা।
  • Tim | ১৭ আগস্ট ২০০৯ ০৫:৪১ | 71.62.121.158
  • খামোষ! আজ এক পেল্লায় নেমন্তন্ন হ্যায়! আভি নিকাল রাহা হুঁ। ঃ)
  • Abhyu | ১৭ আগস্ট ২০০৯ ০৪:২৮ | 128.192.7.51
  • পাঁঠা দিয়ে চিকেন কারি খেলি? তুই তো এবার মোষ হয়ে যাবি রে।
  • Tim | ১৭ আগস্ট ২০০৯ ০১:৪৪ | 71.62.121.158
  • হাম ভজন সুন সুনকে পাঁঠা অউর চিকেন কারি সহযোগে লাঞ্চ কিয়া। পন্ডিত যোশীজিকা গীত বহুৎ বঢ়িয়া। বিরহ ইধার ভি আ রহা হ্যায়।
  • a x | ১৭ আগস্ট ২০০৯ ০১:৩৩ | 76.247.245.178
  • অউর কোই বিরহ উরহ বিনা হি, হাম আভি আভি হিং ওয়ালি কচৌরি খাকে আয়ি। উও যো আলুকা তরকারি বানায়ানা, একদম পুঁটিরাম মাফিক।
  • d | ১৬ আগস্ট ২০০৯ ২৩:১৬ | 117.195.33.50
  • অ্যাল! ভুলে গেছিলাম। দাঁড়াও পাঠাচ্ছি আমি।
    আর হাঁ হাঁ পাই'কো খুবসে পরেশান কোরো। ম্যায়ে্‌ন তুমকো পুরাকে পুরা মরাল সাপোর্ট দেতে যাউঙ্গী।
  • Abhyu | ১৬ আগস্ট ২০০৯ ২৩:১০ | 97.81.99.89
  • আচ্ছা মিতাদিস্কি ফোননাম্বারস্কি কারোস্কি কাছেস্কি আছেস্কি? তাহলেস্কি আমাকেস্কি মেলস্কি করবেক্সি?
  • Abhyu | ১৬ আগস্ট ২০০৯ ২৩:০৫ | 97.81.99.89
  • না না একা না, আম্মো আছি। লিচু খা রহা হ্যায়। আর পাই কো তাগাদা দেতা হ্যায়।
  • d | ১৬ আগস্ট ২০০৯ ২৩:০১ | 117.195.33.50
  • এই ইন্ডো, একা একা ভাটাস নে। ফুলুভুতে ধরবে কিন্তু।
  • I | ১৬ আগস্ট ২০০৯ ২২:১১ | 59.93.221.90
  • বৌ-ছেলে সাপ্তাহিক বাপের বাড়ি চলে যানেসে যো বির্‌হা হুয়া হায়, উসিকা চিকিৎসাকে লিয়ে এইসব খানা পর্তা হ্যায়।
  • I | ১৬ আগস্ট ২০০৯ ২২:০৯ | 59.93.221.90
  • এখন একটা দানাদার খা রহা হায়।
  • I | ১৬ আগস্ট ২০০৯ ২২:০৬ | 59.93.221.90
  • অনেকদিনকে বাদ আজ দোকানের ঘুগনি খায়া। বহুত আচ্ছা লাগা। লম্বা নারকোলের ফালি দিয়া থা, বাদাম দিয়া থা, আরো কিসব যেন দিয়া থা। আর একটু টক আর ঝাল হোনেসে অওর ভি আচ্ছা হোতা।
  • ranjan roy | ১৬ আগস্ট ২০০৯ ০৬:১৩ | 122.168.204.243
  • ঋত্বিককে নিয়ে ইয়ে করায় বেশ দুঃখ্যু-দুঃখ্যু লাগছিলো। তা' ভাবলাম পঞ্চাশ-ষাটের দশকে মুম্বাই শহরে ফিলিম লাইনে ঘোরাফেরা করা বামপন্থীদের চোখে ওনার ছবি নিয়ে হিন্দি উপন্যাস থেকে কিছু তুলে দি'।
    বইয়ের নাম ""কুরু কুরু স্বাহা''। লেখক মনোহরশ্যাম জোশী, যিনি ডিডি-ওয়ানের প্রথম দিকে দুটো সুপার হিট দেশি সোপ অপেরা ""হমলোগ'' আর ""বুনিয়াদ'' লিখেছিলেন।
    তা লেখক মনোহর, চ্যাংড়া ছোঁড়া, ফিলিমের স্ক্রিপ্ট লিখে ঘটকদাকে শোনাতে গেছে।সঙ্গে দেশি মদের আদ্ধি আর চানাচুর নিয়ে যেতে ভোলেনি।
    গিয়ে দেখে দাদা চিলেকোঠার ঘরে ধুলোভরা মেঝেতে হোল্ড অল পেতে ""থার্ড পকেটে'' হাত রেখে ঘুমোচ্ছেন। বসার জায়গা না দেখে ও খবরের
    কাগজ দিয়ে ধুলো ঝেঁটিয়ে মাটিতে বসার চেষ্টা করলো। ধুলো নাকে যাওয়ায় দাদা হাঁচতে হাঁচতে উঠে মনোহরকে ""ধারাপ্রবাহ ইংরেজিতে'' বকতে লাগলেন।
    মনোহর স্ক্রিপ্ট শোনাতে চাইলো, শ্রদ্ধার প্রতীক বোতল ও চানাচুরের ঠোঙা দেখালো। দাদা বললেন-- শুরু হো যাও। নিজেও শুরু করলেন।
    এমন সময় পাশের ফ্ল্যটের আই পি টি এ তে নাটক করা, সদ্য ডিভোর্সি মারাঠি মেয়েটি, নিজের ছোট্টো
    বাচ্চাকে দাদার কোলে বসিয়ে পাশের ছাদে রিহার্সালে চলে গেল।
    মনোহর স্ক্রিপ্ট পড়ছে, দাদা ডিংকুর সঙ্গে খেলা করছেন আর মনোহরকে বলছেন-- আমিশুনছি, তুম জারি রহো।
    এরমধ্যে ডিংকু দাদার কোলে ""ছিঃ-ছিঃ'' করে দিলো। দাদা খুশি হয়ে বল্লেন -- এই ডিংকু একদিন বড় স্টার হ্যবে। বহুবছর আগে এক রিংকু আমার কোলে এইসা ছিঃ-ছিঃ কিয়া থা। আজ ও সুপার হিরোইন শর্মিলা ঠাকুর।
    মনোহর, তুমারা স্ক্রিপ্ট মে তাল-লয় নেহি হ্যায়। ফিলিমকেলিয়ে ও বহুত জরুরি হ্যায়। আমি পহলে ফার্স্ট ক্লাস তবলা প্লেয়ার থা। আভি ভি তাল-লয় ঠিক হ্যায়।
    এই বলে উনি মনোহরকে ত্রিতালের ঠেকার বোল "" ধা-ধিন-ধিন-ধা---- ''ইত্যাদি সম, খালি সব দেখিয়ে বল্লেন -তুমি হাতে তাল দিতে থাকো। দেখ, হম আভি ধুতি ধোনে কে লিয়ে বাথরুম গয়া। এক সম্‌ মে রওয়ানা হুয়া। ফির বথরুম সে সম মে আকে লৌটেগা। তুমি তাল গিনতি ক্রতে রহো।
    মনোহর হাতে মাত্রা , তালি, খালি গুণতে থাকলো। উনি মালকোষে এক শিবস্তুতি তিনতালে গাইতে গাইতে বাথরুমে ধুতে গেলেন।
  • Tim | ১৬ আগস্ট ২০০৯ ০৫:০০ | 71.62.121.158
  • ভয়ের লেশ
    শনির ডাক
    কলের গান
    নতুন মুখ
    খুশির ঢেউ
    উটের খুর
    রামের বাণ....
  • dd | ১৬ আগস্ট ২০০৯ ০০:০১ | 122.167.28.49
  • ঐ ডাউনলোডের চোরাবালিতে পরলে আর রক্ষা নেই।

    নিঘ্‌ঘাত মিত্তু।

    ঐ ফাঁদে পত্তে নেই কো।
  • I | ১৫ আগস্ট ২০০৯ ২৩:৫৮ | 59.93.198.52
  • ওদিকে জাভা ডাউনলোড হতে হতে সন্ধ্যে হয়ে যায়। ভয় করে,.... বড় ভয় করে...
  • dd | ১৫ আগস্ট ২০০৯ ২৩:৫৫ | 122.167.3.34
  • লং উইকেন্ড। তিন্দিন।

    বড্ডো বেশী সামাজিক। এবং যৎপরোনাস্তি মুর্খ।

    গেস্টরা যেতেই চায় না। পেগের পরে পেগ জুটেছে বাদল গ্যাছে টুটি। বাইরে উত্তাল খরা।

    যখন অ্যাকা হই তখন বড় রাত হয়ে যায়। এবং গলা গলা, লিকুইডী।

    এই কত্তে কত্তেই ........ হরি হে।
  • I | ১৫ আগস্ট ২০০৯ ২৩:৫৪ | 59.93.198.52
  • ভুতার্ত রাত
    গরুর চোখ
    খড়ের বোঝা
    ডিডির রাম
    ভুতের ভয়...

    (শেষ লাইনটি দ্ব্যর্থবোধক; এখানে কবি ভুতকে ভয় পাচ্ছে, না ভুত রামকে-সে ব্যাপারে ইচ্ছাকৃত সংশয় রয়ে গেল)
  • dipu | ১৫ আগস্ট ২০০৯ ২৩:৪৭ | 59.164.99.144
  • দেকেচো! কতনোক ঘাপটি মেরে ছিল। একন সব পোকাস পাচ্চে।
  • I | ১৫ আগস্ট ২০০৯ ২৩:৪৫ | 59.93.198.52
  • জলপুলিশের আন্ডারে, পানিপথে...
  • dipu | ১৫ আগস্ট ২০০৯ ২৩:৪৫ | 59.164.99.144
  • তবু ভাল। আমার আবার একা থাকলে বড্ড ভূতের ভয় করে।
  • dd | ১৫ আগস্ট ২০০৯ ২৩:৪৪ | 122.167.3.34
  • আমি আছি। যদিও এট্টু ঝাপসা।
  • dipu | ১৫ আগস্ট ২০০৯ ২৩:৩৫ | 59.164.99.144
  • হায়! কেউ নাই
  • santanu | ১৫ আগস্ট ২০০৯ ১৪:০৮ | 82.112.6.2
  • আরো একটা ব্যপার -
    আগে জানতাম Taxi ওলা বদামো করলে আর ট্রাফিক সার্জেন্ট ধারেকাছে থাকলে - হুড়কো দেয়। এবার দেখলাম Taxi ওলাকে হুড়কো দেয় না, বদলে পাবলিককে একটা কমপ্লেন ফর্ম দেয়। দিয়ে মিষ্টি হেসে বলে, সব লিখে পোস্ট করে দিতে।

    চাঁদপাল ঘাটের সামনে থেকে Taxi পার্কস্ট্রীট যেতে চাইল না, আমি মুখ তুলেই দেখি রাস্তার ঠিক উল্টোদিকে ট্রাফিক সার্জেন্ট বাইকে বসে আছে। আমার হ্যাজানোর অনেক সময় ছিল, আমি তাকে গিয়ে কমপ্লেন করলাম। তারপর ঐ।

    ভারী ভদ্র সার্জেন্ট। কমপ্লেন পোস্ট করতে হবে শুনে আমার হতবাক মুখের দিকে তাকিয়ে আরো মিষ্টি করে বলল - ওটাই রুল।

    আমি পেছন থেকে Taxi র নম্বর না নিয়ে ঐ সার্জেন্টের বাইকের নম্বর নিয়ে চলে এলাম। গৌতমবাবু কে মেল করে জানিয়েছিলাম, কিছু মেলামিলির পর জবাব এসেছে,

    ১। ঐ ট্রাফিক সার্জেন্ট এর againstDepartmental suitable action নেওয়া হয়েছে

    ২। ঐ Taxiagainstaction নেবার জন্য DCP Traffic কে বলা হয়েছে। (এটা গল্প কারণ আমি কোন Taxi র নম্বর দিই নি, তাই পয়েন্ট ১ টাও গল্প হতে পারে)
  • nitai | ১৫ আগস্ট ২০০৯ ১৩:১৭ | 66.57.226.145
  • ধন্যবাদ ডি। বাঙলা
    টাইপ ব্যাপারটা জানি, তবে স্পীডে মার খাই ঃ( একটু লেগে থাকব।

    ২২/৭- ঘ্রাণশক্তি নিয়ে ঘ্যাম নিয়ো না। চুরি করে আগেই মেনু পড়ে নিয়েছ।
  • santanu | ১৫ আগস্ট ২০০৯ ১২:৩৫ | 82.112.6.2
  • এবার কলকাতায় অদ্ভুত ব্যপার দেখলাম। আমার বাসা রুবী থেকে গড়িয়াহাটের মাঝে। বাড়ির সামনে দিয়ে অবিরত অটো চলতো ৪ জন করে লোক নিয়ে। এবার ঐ ১৫ বছরের চক্করে সব অটো উধাও, বাস ও কম। কিন্তু ঐ অতো অটোর অতো সওয়ারী গেল কোথায় কে জানে? কাগজে দেখতাম, বাস কম, অটো নেই তাই সাধারণ মানুষ নাজেহাল - আমি প্রচুর বাসে করে করে ঘুরেছি, সেভাবে তো কিছু নজরে আসেনি। লোকজন কি রাস্তায় বেরোনো কমিয়ে দিয়েছিল নাকি?
  • pi | ১৫ আগস্ট ২০০৯ ১২:২২ | 72.83.79.85
  • জয় নিতাই ! ঃ)

    কিন্তু লেখায় তো কেমন চেনা চেনা গন্ধ ঃ)
    ওরে তুই অভ্র দিয়েই বাংলায় লেখ না !
  • d | ১৫ আগস্ট ২০০৯ ১১:৫৫ | 117.195.35.225
  • নিতাইবাবু,

    সুস্বাগতম। আপনার "সুভাষ ঘাই' টা দুর্দান্ত হয়েছে।

    "বাংলায় আপনার মতামত দিন' ক্লিক করলে যে এডিটার উইন্ডো খোলে তাতে একটা কী-ম্যাপ দেওয়া আছে। ওটা দেখে দেখে টাইপ করুন। দেখবেন বাংলায় লিখতে পারছেন। বেশী সময় লাগবে না। ১০-১৫ মিনিটেই শিখে যাবেন।

    আর আপনি যদি ইউনিকোডে স্বচ্ছন্দ হয়ে থাকেন তো পাতার ওপরে ইউনিকোড ভার্সান ক্লিক করে নিন। তারপর ইউনিকোডে লিখে যান।

    শুভ বাংলা টাইপিং।
  • nitai | ১৫ আগস্ট ২০০৯ ১১:৪৮ | 66.57.226.145
  • ok, chandril kibhabe bepartake namabe bhabte giye ekta y2k ermini spoof mathai elo
    ২২শে শ্রাবণ। একটা টেলিফোন বুথ থেকে chanchal কাকে যেন 'তবু মনে রেখ ' শোনাছে, 'ঢাকা পড়ে যাই নবপ্রেমজালে' অস্তেই, ওধার থেকে খুট করে শব্দ হয়, আর আমরা দেখতে পাই,hostel room এ অনেকগুলো pc যার একটাই বসে ওনি ওর্কুট করচে, অর ভুটো এক জাল পরিহিত porn actress চক্ষুস্থ কর্তে কর্তে ঘন ঘন stop watch দেখচে। anya ghare 22 sraban upalakkhye
    subversive natoker rehearsal purodome cholchhe, shey sutre dIpak ke pathano hoy goriyahatar morer oitihashik art centre bani monjori te ekta suitable banjo kine anar jonyo, (uddeshyo 'i came from alabama ' aar 'jokhon eshechhilem' duyare-er ekta punch nambe natoke ) bani monjorite dhukei deepak dekhe harmonium tanpura aar guitare osonkho chhoto chhoto chhelemreyera boshe achhe, receptionist er kache deepak jante pare, bani monjori r batashe bheshe berano koti koti sound frequency r ektir modhye robi thakur biraj koren, and if you strike the right chord, uni nijo rupe protibhato hoben,1941 thekei kolkatar intellectual circle eta khunje cholechhe( jodio aam public er kache byaparta ekhono gopon) , ebong aajo pochur obhibhabok tader sontander school chutir pore ekhane pathan jate kare tara luckily robisporshe dhonyo hoye jogoter anondojogyer ticket pete pare . deepak edik odik fya fya kore ghurte thake, aar jei ekta guitar e arbit ektu tung tang , magic. kanika-mukho receptionist shoho wholesale public udhao aar gudam ghor theke berote giye jobba te ekbar horke giyeo muhurte steady hoye samne khod gurudeb.
    deepak bhablo robindrosodon niye jabe, kintu jutlo, park street e mags e oporer tolai konar table. blue label orderito holo.
    rabin thakur ekti diary khule boshen jekhane deepak er onek statement sombondhe jana jai.
    '25 she boishakh college debate e bolechish, bhobani sen bolechhen rabindranath burjoya kobi,aar kobitar standard hetu tar sathe 'paati' tao (oboshyoi bourgeoiser suffix hishebe noi) add kora jete pare.

    deepak bhoy peye bolle egulo shobi impress korte bola, or nijer robi thakur mondo laage na, tobe bangali public in general ekta mass hallucination e bhoge kina,oder dharonai apni ee gaan kobitar shesh kotha, othocho prithibi ta oi arai khan shure confined noi, bishwo shongshar ekta nirobichhinno anondodhara noi,
    ekta oshamonjoshyo achhe cacophony achhe, jetake amra amader gaane tolbar cheshta kori. egulo shobi deepak amta amta kore bole.robindronath bollen 'dekh biswosongeet chhoraye royechhe, tar ektai tal ektai shur,amar kaaj chhilo tuk kore sheta tule niye chhere dewa, i am done with my job,amar gaan jara shunechhe tara aar kichhu shunbe naa, tobe toder moto sample der de-noising dorkar , aaj theke amar gawa gaan chhara tora aar kichhu shunte pabi naa..'otopor
    ek lohomay mags er nicher tolay crazy kiya re' theke adjoining table e college election niye khisti khasta shoho park street er jabotiyo kichirmichir shob dhuyemuchhe slet shaf . thik eki somoye presir mathe boshe choncholer gola joriye joritoswore kaner kachhe kichhu bollo or school bandhobi joyeeta
    kintu jeta chonchol shunte pelo naa. chnachal panic korte korte mohashunyer kache abedon janalo du second er jonyo she jeno shunte pai joyeetake, abedon grahyo hole she shunlo 'aai laa' tokhon khipto hoye 'du second maane du second naa kono common sense nei' 'achha jar kotha ami shobcheye shunte bhalobashtam' chanchal er school er tiffin er ghonta ta bajano holo kichhukhon, tarpor aar kichu na.
    'dadu ami ektu shunte cheyechhilam ' bole ekta tibro artonad korte korte chanchal screen e freeze hoye jai,kolkatar jabotiyo kolahol bhed kore nondon er ek frustoo antel golar 'tumi robe neerobe ' shudhui tar srutijogyo hoye othe. tar kaner kachhe tokhono preyoshir mukh.
  • a x | ১৫ আগস্ট ২০০৯ ১১:১৫ | 76.247.245.178
  • ভুলে যাই সব আজকাল। এই রচপল সিংএর নামটা কি কারণে আগে খবরে এসেছিল?

    আর পল্লব সিরিয়াসলি এককালে নকশাল ছিল?
  • dipu | ১৫ আগস্ট ২০০৯ ১১:০৯ | 59.164.99.144
  • ফাস্টো কেলাসের যাত্রীদের ফিরিতে দাঁড়কাকের ছবি দেওয়া হবে। আবাপ লিখতে ভুলে গেছে।
  • dipu | ১৫ আগস্ট ২০০৯ ১০:৫৭ | 59.164.99.144
  • মাইরি! এককিলোমিটার অবদি লোকের ঘুম না ভাঙালে যেন চলে না! সাতচল্লিশে বিসমিল্লা সানাই বাজিয়েছিলেন। এদের স্টকে যত্ত আক্কুটে গানবাজনা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত