আরে মহারাষ্ট্রে কদিন আগে (প্রায় মাসখানেক) পুলিশের কোন এক কর্তা এস পি না ডি এস পি যেন বলেছিল যে পুলিশ খুঁজে দেখবে কোন মুসলমান ছেলে হিন্দু মেয়েদের ফুসলে নিয়ে বিয়ে করছে কিনা। কিন্তু সেটা যে কোথায় দেখালাম! আর খুঁজেই পেলাম না পরে। নেটে তো পেলামই না, খবরের কাগজ ঘেঁটেও পেলাম না। অথচ আমার পষ্ট মনে আছে পড়েছি। নির্ঘাৎ কাগজটা বাসে ফেলে এসেছি। ঃ(
dipu | ১৯ আগস্ট ২০০৯ ১৯:৫৮ | 59.164.191.215
ম্যাঙ্গালোর অতি বদ এলাকা। মাঝে মাঝেই দাঙ্গা হয়।
Du | ১৯ আগস্ট ২০০৯ ১৯:৫৫ | 65.124.26.7
ঠিকই বলেছ - আস্কারা বলতে
Du | ১৯ আগস্ট ২০০৯ ১৯:৫৪ | 65.124.26.7
ম্যাঙ্গালোরের একটা মেয়ের হেডস্কার্ফ পরে কলেজে আসতে মানা করা হয়েছে, সেই নিউজটাতেই তো দেখলাম - ndtv
Ishan | ১৯ আগস্ট ২০০৯ ১৯:৫৩ | 173.26.17.106
তবে মাইরি নাকতলা স্টেশনের নাম মহীনের ঘোড়াগুলি করতেই হবে। আমি আছি। সেক্ষেত্রে সকলের শ্রদ্ধেয় মনিদার নাম হবে গৌতম মহীনের ঘোড়াগুলি চট্টোপাধ্যায়। যাতা যাতা।
dipu | ১৯ আগস্ট ২০০৯ ১৯:৫০ | 59.164.191.215
কোতা? কোন নিউজ?
Ishan | ১৯ আগস্ট ২০০৯ ১৯:৫০ | 173.26.17.106
বোধিসত্ব পেলবলতা সোনাঝুরি দাশগুপ্ত।
I | ১৯ আগস্ট ২০০৯ ১৯:৪১ | 59.93.207.114
যারা বেশী আস্কারা পেইচে, তারা।
I | ১৯ আগস্ট ২০০৯ ১৯:৪০ | 59.93.207.114
জীবনচরিতে শুধু কবির শুভ্র দাড়ি ও অকলঙ্ক আলখাল্লা, অঙ্গজ জনন।
Du | ১৯ আগস্ট ২০০৯ ১৯:৩৯ | 65.124.26.7
নিউজে
Du | ১৯ আগস্ট ২০০৯ ১৯:৩৮ | 65.124.26.7
কর্নাটকে এই যে নিজে দেখলাম -hindus and muslims are asked not to talk or eat in public - এই আস্কটা করছে কারা? !!!
I | ১৯ আগস্ট ২০০৯ ১৯:৩৩ | 59.93.207.114
কবি, কবির গিন্নী, তাঁর নয় ছেলে... কিন্তু এইসব পাবেনা তাঁহার জীবনচরিতে।
arjo | ১৯ আগস্ট ২০০৯ ১৯:১৫ | 168.26.215.13
ক্লাউডের বিপক্ষে সবথেকে বড় অভিযোগ হল গুগুল, মাইক্রসফট আর আমাজনের অলিগোপলি। ক্রমশ আমাদের সমস্ত ডেটা এই তিন কোম্পানীর কুক্ষিগত হচ্ছে। ডিজিটাল দুনিয়ায় এর থেকে বড় থ্রেট বোধহয় আর নেই। স্টলম্যানের ঐ আর্টিকেলের কিয়দংশ আমি পড়েছি। একদম একমত যে নিজের জিনিসের ওপর নিজের ক®¾ট্রাল ক্রমশ কমছে। এরপরে গুগুল, মাইক্রসফট বা আমাজন যা বলবে তাই করতে হবে। সার্চ করতে পয়সা, মেল করতে পয়সা, ক্রেডিট কার্ড থেকে সিনেমার সার্চ সব ডেটা হাউসের হাতে থাকবে। আপনি, আপনার ব্যক্তিস্বাধীনতা, কনজিউমার হিসেবে পয়সা কড়ি বুঝে নেওয়ার হক সব কিন্তু ক্লাউডে আটকে, সে টেকনিকালি যতই আকর্ষনীয়ই হোক না কেন।
a x | ১৯ আগস্ট ২০০৯ ১৯:০৯ | 76.240.62.136
এই বহুশ্রুত, বহুরেফার্ড কবি কে? নাকি ইনি একজন না? ইনি যুগে যুগে সম্ভবামী দলাই লামা বা খোমেইনির মত?
I | ১৯ আগস্ট ২০০৯ ১৮:৪০ | 59.93.207.114
কবি বলেছেন বর্ষাকালের নামে তোরা সব জয়ধ্বনি কর, কেননা বর্ষাকালে আমি হাফবেলা রেইনি ডে পাই, যদি সোদপুর জলে ডুবে যায় ও গাড়ি থেকে খুব ধোঁয়া বেরোয় ও ইঞ্জিন বন্ধ হবো হবো করে।
Blank | ১৯ আগস্ট ২০০৯ ১৮:৩৫ | 170.153.65.102
ধুস্স্স্স্স
rokeyaa | ১৯ আগস্ট ২০০৯ ১৮:৩২ | 203.110.246.230
এদিকে যখন নাকতলা মেট্রো স্টেশনের নাম মহীনের ঘোড়াগুলির নামে রাখার জন্য ওর্কুটে তোলপাড়, ঠিক তখনই সংবাদ প্রতিদিনের উদ্যোগে ফের "একাকী কবীর সুমন'। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এই অনুষ্ঠানটিতে লালগড়-মাওবাদী-আদিবাসী-মহাজোট নিয়ে কবীর সুমনের নিজের হাতে বানানো ভিডিও অ্যালবাম "বন্দুক নিলে হাতে'-ও প্রকাশিত হবে। এ নিয়ে আমরা শুনে নেবো পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা গুরু ও চন্ডালরা কি বলছেন........
Blank | ১৯ আগস্ট ২০০৯ ১৭:৫৬ | 170.153.65.102
এই ইমামি আর্ট আর্ট গ্যলারি টা কোথায়? এটা কি রুবির পাশে ইমামি টাওয়ার যেটা ওখানে?
K24 | ১৯ আগস্ট ২০০৯ ১৭:৪৩ | 203.33.167.160
অরিজিত হয় বিরাট পন্ডিত অথবা .............।
dipu | ১৯ আগস্ট ২০০৯ ১৭:৪২ | 207.179.11.216
ঃ-)))))))))
h | ১৯ আগস্ট ২০০৯ ১৭:৩৮ | 203.99.212.224
আমার বড়জেঠুশ্বশুর হবেন, শশাঙ্কশেখর ফরিদপুরস্থ-এক-বটগাছতলা-পুকুরপাড় মুখোপাধ্যয়। একটা নাম না সাস্টেনেবল ডেভেলপমেন্ট তথা কলোনী আমলে গ্রাম বাংলায় দেশীয় ধাত্রীব্যবস্থয় উৎসাহ, এই সবের উপর পেপার, বোঝার উপায় নেই।
Samik | ১৯ আগস্ট ২০০৯ ১৭:৩৪ | 219.64.11.35
ওদিকে সেই যে কোন কালে পিলাভুল্লাকান্দি থেক্কেপারমভিল ঊষা রয়েছেন, সেদিকে কেউ তাকায় না।
d | ১৯ আগস্ট ২০০৯ ১৭:৩০ | 144.160.5.25
নামকরণের এক নতুন দিগন্ত খুলে গেল। তবে এক্সপ্রেস বাদ্দিয়ে দিলেও চলে। আন্দোলনের সাথে বন্দ্যোপাধ্যায়ের যে একটা ছন্দগত মিল আছে সেটা খেয়াল করতে হবে।
h | ১৯ আগস্ট ২০০৯ ১৭:২৫ | 203.99.212.224
এক্ষেত্রে এক্সপ্রেস কথাটা জাস্ট কনটেম্পোরারিটির টাচ দেওয়ার জন্য বলা হয়েছে, এর সঙ্গে ইতিহাসের সম্পর্ক কম। বা অন্দোলনের মেটাফোরিকাল সাবার্ব হল এক্সপ্রেস ইত্যাদি।
একজন রুকি জয়েন করল। নাম হল অনুপ কুমার ব্যাঙ্গালোর রামমূর্তি!!! "দ্বৈপায়ন বারুইপুর বসু' কিম্বা বোধিসঙ্কÄ বরিশাল দাশগুপ্ত' ---ভাবা যায়!!?
Arijit | ১৯ আগস্ট ২০০৯ ১৭:০৬ | 61.95.144.123
যাশ্শালা আমি বল্লুম বুবুভা-তে মানায় না। ভাটের কথা কখন বল্লুম?
Arijit | ১৯ আগস্ট ২০০৯ ১৭:০৩ | 61.95.144.123
ধুস্স্স্স আমাজন এসথ্রী-তে লোকে নিজের প্রাইভেট ডেটা রাখবে কেন? একখান হার্ড ড্রাইভেই কাম হয়ে যায়। ইনফ্যাক্ট, বিলেতে একটা রিসার্চ প্রোজেক্টও ছিলো - মাই ডিজিট্যাল লাইফ না কি যেন...
teman keu na | ১৯ আগস্ট ২০০৯ ১৭:০১ | 122.161.164.162
দীপু পেলাম থ্যাঙ্কু
h | ১৯ আগস্ট ২০০৯ ১৬:৫৯ | 203.99.212.224
আমাকেও টেকনিকাল আলোচনা মানায় না, থামলাম। অনেকক্ষণ থেকে আমি যাকে বলে পাঞ্চিং অ্যাবভ মাই ওয়েট, হুইচ ইজ কোয়াইট সামথিং;-)
Arijit | ১৯ আগস্ট ২০০৯ ১৬:৫৭ | 61.95.144.123
এইটা নিয়ে অনেক কিছু লেখা যায়। অ্যাকচুয়ালি একবার একটা বুবুভা লিখবো ভেবে শুরুও করেছিলুম - কিন্তু দুটো প্রবলেম আছে - (১) এটা বাংলায় লিখতে পারবো না, আর (২) গুচ-তে টেকনিক্যাল লেখা মানায় না।
h | ১৯ আগস্ট ২০০৯ ১৬:৫৭ | 203.99.212.224
কিন্তু আমাগো সম্মিলিত প্রাইভেট ডেটা রাখার জন্য-ই যে মেঘ ভাসানো হচ্ছে। এ চাপের ব্যাপার।
dipu | ১৯ আগস্ট ২০০৯ ১৬:৫৭ | 207.179.11.216
নাঃ, আমি এসব কিছুই জানি না। নামই শুনিনি।
তেকেনা, ওপরে ডানদিকে ঐ যে সার্চ আছে, ওতে "পর্বে পর্বে কবিতা' লিখে খুঁজুন। অবিশ্যি পাবেন।
Arijit | ১৯ আগস্ট ২০০৯ ১৬:৫৫ | 61.95.144.123
আমার/তোমার জন্যে ক্লাউডের কি দরকার? ক্লাউড/গ্রিড ব্যাভার করবে বড় বড় রিসার্চ অর্গ বা কোং। আমি/তুমি ক্লাউডের নাম ভাঙিয়ে খাবো।
h | ১৯ আগস্ট ২০০৯ ১৬:৫৪ | 203.99.212.224
কিন্তু তুমি আমি তো সার্নের পার্টিকল ফিজিক্সের ডেটা দিয়া কী করুম?
Arijit | ১৯ আগস্ট ২০০৯ ১৬:৫১ | 61.95.144.123
হার্ডওয়্যারের জন্যেও ওপেন সোর্স কি একটা কনসেপ্ট চালু হয়েছে। কিন্তু HDL শেয়ার করার পরেও চিপের ভিতরে কোথায় কি হচ্ছে সেটা ভেরিফাই করার ইজি রাস্তা আমার জানা নেই। এটা এই দীপুখোকাকে জিগ্গেস করো - জানে কি না।
teman keu na | ১৯ আগস্ট ২০০৯ ১৬:৪৯ | 122.161.164.162
এই টেবলটা আমার খুব ফেভারিট - অনেক প্রেজেন্টেশনে ব্যবহার করিঃ
Experiments/scenarios ----------------- data generated ============================================ CFD turbulence simulations  100TB BaBar particle physics experiment 1TB/day CERN Large Hedron Collider 1GB/sec or 10PB/yr VLBA Radio Telescope 1GB/second NCBI/EMBL 0.5TB (doubles each yr) Brain imaging 4TB/brain
এবার এই লেভেলের ডেটা অ্যানালাইজ করতে গেলে যে কোনো রিসার্চ অর্গানাইজেশন বা কোম্পানিকে ক্লাউড বা গ্রিডের সাহায্য নিতে হবে। হবেই। এটা হল বাস্তব।
h | ১৯ আগস্ট ২০০৯ ১৬:৪৫ | 203.99.212.224
শোন প্র্যাকটিকালি বুঝলে গুলতানি মারা ছাড়া আর প্রায় কোনো সৎ কার্যই সম্ভব না।
h | ১৯ আগস্ট ২০০৯ ১৬:৪৪ | 203.99.212.224
মানে হার্ডওয়ার যদি গ্নু হয়, তাইলেও প্রবলেমটা থাকবে?
h | ১৯ আগস্ট ২০০৯ ১৬:৪৩ | 203.99.212.224
হার্ডওয়ারের জন্য গ্নু?
Arijit | ১৯ আগস্ট ২০০৯ ১৬:৩৭ | 61.95.144.123
স্টলম্যান যেটা বলছেন সেই ইস্যুটা থেকেই যাচ্ছে - কারণ একটা ক্লাউড প্ল্যাটফর্মের ভিতরে কি হচ্ছে তুমি জানো না। জানলেও খুব কিছু করতে পারো না। অ্যাপ্লিগুলোও ধরো ওপেন সোর্স/গ্নু হল - কিন্তু হার্ডওয়্যার লেভেলে কি হচ্ছে কি করে জানবে?
কিন্তু প্র্যাক্টিক্যালি কিছু কি করা সম্ভব? উদাহরণ হল গুগুল (বা ইন জেনারেল ওয়েব) - তোমার সার্চ, মেইল - সব গুগুল জানে। কিন্তু ওয়েব ছাড়া চলবে?
rabaahuta | ১৯ আগস্ট ২০০৯ ১৬:৩৬ | 121.241.111.12
টইতে বিক্রমের আশাবাদী কবিতার তুলনীয় মর্মস্পর্শী আর একটি সম্ভাবনাময় পংক্তি-ই আমি পড়েছি অনেককালের মধ্যে - "মাছের বাজার হলো সারা যাবো যাদবপুর', এই গুচ তেই প্রকাশিত। কিন্তু হায়, একটি লাইন বই আর পড়তে পাইনি। টই-তেই লিখবো ভেবেছিলাম, কিন্তু পাছে কেহ বকিয়া উঠে, সেই ভয়ে এখানে। আহা, সপ্তাহের মধ্যিখানে চিত্ত একেবারে ঝলমল করে উঠলো।
h | ১৯ আগস্ট ২০০৯ ১৬:২৮ | 203.99.212.224
এই প্রবলেমটা একটা ডেটা প্রাইভেসী আইন আর কমন নন কর্পোরেট নন প্রফিট গ্রিড দিয়ে সল্ব্হ করা গেলেও যেতে পারে। কিন্তু প্রবলেম পুরোটা সল্ব্হ হবে না, কারণ সমস্ত পার্টিসিপেটিং সফ্টওয়ার আর হার্ডওয়ারকে তখন জিএনু হতে হবে। এটা কী আমি ভুল বুজেছি? হতে পারে। এত বড় লোক এটা বোঝেনি বা বলেনি সেটা কী করে হবে।
Arijit | ১৯ আগস্ট ২০০৯ ১৬:২২ | 61.95.144.123
একটু বেশি পিউরিটান হয়তো।
ক্লাউডের ডেটা সিকিউরিটি নিয়ে কিছু কোম্পানিও কোশ্চেন করেছে। আমাজন যদিও বলে এসথ্রী আর ইসি২ সিকিওরড তাও। এখন আমাজনের স্ট্র্যাটেজি হল ইউরোপের কোম্পানির ডেটা ওদের ইউরোপীয়ান সাইটে রাখা আর নর্থ আমেরিকার ডেটা নর্থ আমেরিকান সাইটে। এসথ্রী-র এই দুটো সাইট আছে। এশিয়ায় কিছু নাই।
h | ১৯ আগস্ট ২০০৯ ১৬:২১ | 203.99.212.224
আসলে এই লাইনে এগোলে, বেসিকালি দুইটা রাস্তা, একটা হল ফান্ডামেন্টালিস্ট রাস্তা। এইন র্যান্ডের বোগাস উপন্যাস গুলোর মত। পথে পড়বে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট। আরেকটা রাস্তা আছে, সেটা হল ননকর্পোরেট (পড় ননপ্রফিট বা স্টেট??) কম ওনারশিপ সিস্টেম্স, যেগুলো অন্যের 'প্রাইভেসী' কে 'রেস্পেক্ট' করবে। কিন্তু ওনার আইডিয়াটা যেখানে একটা কম্প্রোমাইজ করছে সেটা হল জিএনিউ লাইসেন্সিং কখনো-ই দায়িঙ্কÄ নিচ্ছে না, সিস্টেম ফেলিওর বা ডেটা লসের। শুধু এন্ড ইউজ ট্রানস্পেরেন্সী তে জোর দিচ্ছে। এটা ভালো প্রবলেম।
h | ১৯ আগস্ট ২০০৯ ১৬:০৯ | 203.99.212.224
প্রাইভেসী কথাটাকে উনি পুরোনো মানে তে ব্যবহার করছেন, কর্পোরেটাইজ্ড প্রোপ্রাইটরশিপের আগের অর্থে। এটা ভালো আর্গুমেন্ট। ইন্টারেস্টিং।
Arijit | ১৯ আগস্ট ২০০৯ ১৬:০০ | 61.95.144.123
"One reason you should not use web applications to do your computing is that you lose control," he said. "It's just as bad as using a proprietary program. Do your own computing on your own computer with your copy of a freedom-respecting program. If you use a proprietary program or somebody else's web server, you're defenceless. You're putty in the hands of whoever developed that software."
কিন্তু প্র্যাক্টিক্যাল সিচুয়েশন অন্য কথা বলে। ইস্পেশ্যালি যখন যে লেভেলের ডেটা বেরোচ্ছে তাকে অ্যানালাইজ করার মতন রিসোর্স কোথাও নাই। তাছাড়া সকলের কাছে একটা সার্ভিস প্রোভাইড করার মতন কম্পিউট/স্টোরেজ রিসোর্স থাকতেই হবে এমন তো কথা নয়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন