এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ২১ আগস্ট ২০০৯ ১১:৫৪ | 61.95.144.123
  • ভুতো - আছি। মানে এই এলুম। মেয়ের প্লেগ্রুপে ভত্তির "ইনট্যার‌্যাক্টিভ সেশন' সেরে।
  • intellidiot | ২১ আগস্ট ২০০৯ ১১:৫২ | 220.225.245.130
  • ৬২ চৌকি থেকে সোজা চলে আসো নাক বরাবর।

    একসময় ডানদিকে ফোর্টিস দেখতে পাবা।

    আরো এগোলে নেক্সট একটা গান্দাসা চৌক, নাম মামুরা চৌক।

    সোজা লালবাত্তি ক্রস করে এগোলে ডানদিকে একটা লাল ইঁটের তৈরি অ্যাপার্টমেন্ট দেখবে।

    তার পরের রেডলাইটে ডানদিকে মোড়ো।

    তাপ্পর সিধা। বামদিকে শপ্রিক্স দেখতে পাবে।
  • rokeyaa | ২১ আগস্ট ২০০৯ ১১:৪৯ | 203.110.246.230
  • শ্যাল্‌দা-বৌবাজারের খপর কি?
  • Samik | ২১ আগস্ট ২০০৯ ১১:৪৫ | 122.162.236.244
  • শ্রাবণী / ইন্টেলি,

    NH24-৬২ সেক্টর সিগন্যাল থেকে ৬১ সেক্টরের শপ্রিক্স মল কীভাবে পৌঁছবো? ফোর্টিস হাসপাতাল হয়ে?

    একটু ডিরেকশন দেবে?
  • Samik | ২১ আগস্ট ২০০৯ ১১:৪৪ | 122.162.236.244
  • হনু, রেফারেন্স বা হাইপারলিংক না। সাদা বাংলায় একটা দুটো প্রবন্ধ টাইপ আলোচনা নামানো যাবে?
  • d | ২১ আগস্ট ২০০৯ ১১:২৮ | 144.160.5.25
  • হুঁ। বইটা পড়ার আগ্রহ খুব একটা নেই। তবে ব্যান হলেও হতে পারে বলে সংগ্রহ করে রাখার ইচ্ছা হচ্ছে আর কি।

    পৃথিবীর বিভিন্ন দেশে সতীদাহ'র ওপরে একটা বই পড়ছিলাম। বইটা পড়তে, অন্তত শুরুর দিকটা পড়তে বেশ শক্ত নার্ভ লাগে। তাই পাশাপাশি শহীদুল জহির শুরু করতে হোল। এই করতে গিয়ে পড়াগুলো কেমন ঘেঁটে খাপছাড়া হয়ে যায়। ঃ(
    নাঃ কদিন ইন্টারনেট থেকে দূরে থেকে স্রেফ বই পড়ে, গান বাজনা শুনে কাটাতে হবে।
  • Arpan | ২১ আগস্ট ২০০৯ ১১:২৩ | 65.194.243.232
  • আমার ধারণা ছিল হনু আ-র-ও-ও বড়। দেখে বা লেখাটেখা পড়ে যা মনে হয়েছিল আর কী!
  • dipu | ২১ আগস্ট ২০০৯ ১১:২০ | 207.179.11.216
  • ঠ্যাং ভেঙে দোবো।
  • h | ২১ আগস্ট ২০০৯ ১১:২০ | 203.99.212.224
  • অসংখ্য ভালো বই আছে এই লাইনে। তার মধ্যে নতুন গুলোর মধ্যে রীতা কোঠারি আর আর শবনম তেজানি ভালো। রীতা কোঠারি ফ্যান্টাস্টিক।
  • h | ২১ আগস্ট ২০০৯ ১১:১৭ | 203.99.212.224
  • এই সব বাজে বই পড়ে সময় নষ্ট কোরো না। এই বিষয়ে অনেক ভালো ভালো বই আছে। গালগল্প-ই যদি পড়বে, জিন্না সম্পর্কে গালগল্প বেস্ট হল মান্তোর।
  • d | ২১ আগস্ট ২০০৯ ১১:১৫ | 144.160.5.25
  • সিংহমশাইয়ের বইটা আজ বাড়ী যাবার সময় কিনে নিয়ে যেতে হবে। এমনিতে ওটা পড়ার কোন অরিকল্পনা ছিল না। কিন্তু বইটা মনে হয় ব্যান করবে। সেইজন্যই কিনে রাখা দরকার।
  • rokeyaa | ২১ আগস্ট ২০০৯ ১১:১৫ | 203.110.246.230
  • :O
    দীপুখোকাকেও কেউ দাদা বলে!?!
  • pi | ২১ আগস্ট ২০০৯ ১১:১১ | 72.83.79.85
  • অথচ এই পাতায় দীপুকেও দাদা বলার লোকজন পাওয়া যাবে। ভাবছি, সেই সব কুচোকাচাদের থেকে কি সম্বোধন প্রাপ্য হওয়া উচিত ? দিদি না দিদা ? ঃ(
  • rokeyaa | ২১ আগস্ট ২০০৯ ১১:১১ | 203.110.246.230
  • ৯২ এ আমাদের পাড় থেকে জনাদুয়েক করসেবা করতে গিয়েছিলো।
  • shrabani | ২১ আগস্ট ২০০৯ ১১:১০ | 124.124.244.108
  • আমার এক আত্মীয়া গ্রেটার নয়ডা ডিপিএসে পড়ায়। ওখানে একটি বাচ্চার সোঃ ফ্লু ধরা পড়েছে। প্রথম দিকে ওর বাড়ির লোকেরা স্বীকার করছিলনা, বলছিল টাইফয়েড হয়েছে। ওর ভাইকে রেগুলার স্কুলে পাঠিয়েছে। কিভাবে (বোধহয় ভাইয়ের থেকেই) জানাজানি হয়ে যায়। এখন বাচ্চাটার আর ওর ভাইয়ের ক্লাস সাসপেন্ড করেছে (আজ নিউজে আছে)।
    কিন্তু আসল কথাটা হচ্ছে স্কুলে কোন ডাক্তার এনেছিল, সে এসে সব ছাত্র টীচারদের পরিবারসহ সবাইকে "ইনফ্লুয়েঞ্জাম" খেতে বলে গেছে। আবার রোজ ইয়োগা টীচার এসে পুরো স্কুলকে দু ঘন্টা করে ইয়োগা করাচ্ছে, ফ্লু রুখতে।

    আমার আত্মীয়া গত উইকএন্ডে আমাদের সাথে ছিল, তাই আমাদেরও বলছে ওষুধ খেতে। কি ঝামেলা!
  • d | ২১ আগস্ট ২০০৯ ১১:১০ | 144.160.5.25
  • আমার কিরকম আশা ছিল যে হনু হলেও হতে পারে আমার বয়সী। কিন্তু সেও দেখি অনেকই ছোট (ডিঃ বয়সে)
    হায়! এই বিশ্ব প্রপঞ্চে দেখি শান্তনু আর বাইনারি ছাড়া আমার আশেপাশে কেউ নাই!
  • dipu | ২১ আগস্ট ২০০৯ ১১:০৭ | 207.179.11.216
  • ৯১ খুব হাল্কা করে মনে আছে। কাগজের প্রথম পাতায় একটা লোকের ছবি আর বড়বড় করে লেখা "ক্রিমিয়া না ক্রেমলিন?'। পরে বুঝেছি লোকটা কে।
  • Bhuto | ২১ আগস্ট ২০০৯ ১১:০৬ | 203.91.193.7
  • দীপু নেহাৎই শিশু ঃ)

    অরিজিৎদা আছো নাকি?
  • Samik | ২১ আগস্ট ২০০৯ ১১:০৪ | 122.162.236.244
  • দীপুর কথা শুনে আমার দীপুর ওপর অপত্যস্নেহ জেগে উঠছে।
  • dipu | ২১ আগস্ট ২০০৯ ১১:০১ | 207.179.11.216
  • ৮৮তে ভালো করে কথাই শিখিনি।
  • Samik | ২১ আগস্ট ২০০৯ ১১:০০ | 122.162.236.244
  • একটা বিষয়ে আলু-চানা চাই।

    যশবন্ত সিংহ জিন্নাকে অ-ভিলেইন প্রতিপন্ন করে দেশের লোকের হাতে ঢিল পাটকেল ও প্রতিবেশী দেশের লোকের হাতে বাধাইয়াঁ পেলেন।

    কিন্তু সিংহমশাইয়ের বক্তব্য কতদূর ঐতিহাসিক সত্য? এ ব্যাপারে কারুর কিছু জানকারি আছে কি?
  • h | ২১ আগস্ট ২০০৯ ১০:৫৭ | 203.99.212.224
  • আমিও সব বড়দের দাদা বলি না। যেমোন বাবা।
  • h | ২১ আগস্ট ২০০৯ ১০:৫৫ | 203.99.212.224
  • অথবা 'কি করিয়া কানমোলা না খাইয়া থাকিবেন।'
  • Samik | ২১ আগস্ট ২০০৯ ১০:৫৪ | 122.162.236.244
  • ঐ তো, কে কতো মা টইতে গিয়ে এϾট্র মেরে এলেই তো হয়। সম্বোধনের জন্ম তো ওখানেই।
  • Samik | ২১ আগস্ট ২০০৯ ১০:৫৩ | 122.162.236.244
  • প্যা®Òট্রা ম্যামের ছবিটা কালকের হিন্দুস্তান টাইম্‌সের HTসিটিতে ছিল। দিল্লি এডিশন।

    নেটে কাল রাত পর্যন্ত ছিল, আজ সকাল থেকে কেবলই টেক্সট দেখছি। ছবি সব নুকিয়ে দিয়েছে।
  • h | ২১ আগস্ট ২০০৯ ১০:৫৩ | 203.99.212.224
  • তারো আগে, আপনার উমা বলুন। মনে মনে বল্লেই হবে। এইবার তার সঙ্গে এক্স যোগ করে দেখুন সেটা ৮৮ র থেকে বেশি না কম। যদি কম হয় তাইলে ভক্তিভরে শ্রীলেজেষু হনুদাদা বলুন। যাতা যাতা।
  • Samik | ২১ আগস্ট ২০০৯ ১০:৫০ | 122.162.236.244
  • অ্যাঃ, আমার আবার দাদায়িত কাকুয়িত হতে ভীষণ আপত্তি। ঐ কল্লোলদা দীপ্তেন্দা রঞ্জনদা ছাড়া আর কাউরে তেমন দাদা দিদি বলে ডাকি-ও না।
  • h | ২১ আগস্ট ২০০৯ ১০:৪৮ | 203.99.212.224
  • কলেজের প্রথম দিনে উত্তেজনা হতেই পারে, খারাপ না, তবে পেতমেই দিদি হয়ে ওঠার জন্য সেটা হলে খুব দুঃখের ব্যাপার, মানে সম্ভাব্য কলেজের সম্ভাব্য দাদাদের পক্ষে।
  • shrabani | ২১ আগস্ট ২০০৯ ১০:৩৮ | 124.124.244.108
  • আচ্ছা চাকরীর বছর দিয়ে ডাকাডাকি ঠিক হবে কেন? আমার তো দিদি ডাক খুব ভাল লাগে, ছোটো থেকে কেউ ডাকেনি তো। প্রথম কলেজ যাবার দিন বাসে উঠলে কন্ডাক্টর যখন দিদি বলে ভাড়া চাইল, কি উত্তেজনা!ঃ-)
    দিদি আর কাকী এই দুটো ডাক আমার ফেভারিট।
  • dipu | ২১ আগস্ট ২০০৯ ১০:৩০ | 207.179.11.216
  • ওটা আমি বলবো।
  • pi | ২১ আগস্ট ২০০৯ ১০:২৭ | 72.83.79.85
  • ছোড়দাদু কেন নয় ?
  • h | ২১ আগস্ট ২০০৯ ১০:২০ | 203.99.212.224
  • তাইলে আর কী, আমাকে বড় জেঠু বলে ডেকো।
  • pi | ২১ আগস্ট ২০০৯ ১০:১৪ | 72.83.79.85
  • ভাল করে ভেবে দেখলুম।
    আমি সে অর্থে এক বছর ও, মানে এক দিন ও চাকরি করি নাই।
  • Ishan | ২১ আগস্ট ২০০৯ ০৭:৩৫ | 173.26.17.106
  • পনেরো না হলেও আম্মো কাছাকাছি। বাও কি তেও। ঃ)

    কিন্তু উন্নততর কলকাতায় থেকেও হনু বড়োলোক নয় মেনে নিতে পাল্লামনা। ওখানে বাই ডিফল্ট হক্কলে বড়োলোক।
  • h | ২১ আগস্ট ২০০৯ ০৬:৫৭ | 61.95.144.10
  • শ্রাবণীদি মাত্র পনেরো বসর চাগরি করেছে। ছ্যা ছ্যা, সমস্ত ভক্তি ছেরেদ্দা চলে গেল । আমার এর থেকে অনেক বেশি। আর দিদি বলবো না, মনের মধ্যে কিরকম শরচ্চন্দ্র মতে ভক্তি এনে দিদি বলতাম। সব ভক্তি জলে গেল। ছো ছো।

    তবে এসব কথা ভাবলে আমার মনে হয়, এত দিন চাগরি হয়ে গেল তাও বড়লোক হলাম না, এটা ভাবলে আমার চোখ ফেটে জল আসে। নেগেটিভ ভাবনা চিন্তা কে বাড়তে দি-ই না, প্রতি সপ্তাহান্তে নানা ট্রিটমেন্ট করতে হয়। এ বাবা মাত্র পনেরো বছর।
  • dipu | ২১ আগস্ট ২০০৯ ০৬:৫৩ | 59.164.190.222
  • ছবি দেখতে পেলুমনি ঃ-(
  • Abhyu | ২১ আগস্ট ২০০৯ ০৪:১৯ | 128.192.7.51
  • তে.কো.না ঃ)
  • t k n | ২১ আগস্ট ২০০৯ ০৪:০৫ | 122.162.42.240
  • ভবিষ্যৎ**
  • teman keu na | ২১ আগস্ট ২০০৯ ০৩:৫৪ | 122.162.42.240
  • অতীতেরও ভবিষ্যত হয় তো, যারে কয় বর্তমান। ইস্‌স্‌স, ভোর হয়ে এল। আজ অতীত..
  • Tim | ২১ আগস্ট ২০০৯ ০৩:২৫ | 198.82.17.193
  • ভবিষ্যৎ বলে কিচু হয়না। সবই অতীত।
  • Abhyu | ২১ আগস্ট ২০০৯ ০৩:০৭ | 128.192.7.51
  • আগে ভাবতাম টিমের ভবিষ্যৎ অন্ধকার। এখন দেখছি ধবধবে সাদা
  • Abhyu | ২১ আগস্ট ২০০৯ ০২:০৬ | 128.192.7.51
  • কিন্তু জানে না কি কোরে গুগুল করতে হয়। SafeSearch:Off করেছিলে?
  • Ishan | ২১ আগস্ট ২০০৯ ০১:৫৩ | 12.163.39.254
  • কি অসইব্য। আপিসে বসে এইসব গুগল করে। আমি তো সাহসই পেলাম না।
  • Tim | ২১ আগস্ট ২০০৯ ০১:২৭ | 198.82.17.193
  • করোলারিঃ পাপের বেতন মেদ।
  • a x | ২১ আগস্ট ২০০৯ ০১:২৫ | 143.111.22.23
  • ধ্যাত আরিয়া কিস্‌সু জানেনা। পাপ দূর হলে ইয়োগা কেউ করে? ইয়োগা করেই পাপ দূর করে। ফোঁটা ফোঁটা মেদের সাথে ন্যানো ন্যানো পাপ ফাউ।
  • a x | ২১ আগস্ট ২০০৯ ০১:২৪ | 143.111.22.23
  • কেউ দিলনা। গুগুলও না ঃ-(
  • Du | ২১ আগস্ট ২০০৯ ০১:২০ | 72.64.103.78
  • তাতেও হয় নি,আবার একটা পিলাটিস বার করেছে
  • Ishan | ২১ আগস্ট ২০০৯ ০১:১৯ | 12.163.39.254
  • ছবি কই?
  • Tim | ২১ আগস্ট ২০০৯ ০১:১০ | 198.82.17.193
  • নিসুতো গুয়েনেথ.... পাপ/পান কিসুরই অভাব নাই। ঃ-)
  • arjo | ২১ আগস্ট ২০০৯ ০১:০৯ | 168.26.215.13
  • সিকোয়েন্সে মেজর প্রবলেম। পাপ দুর হলে তবেই না ইয়োগা সম্ভব।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত