এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • rokeyaa | ২৪ আগস্ট ২০০৯ ১৮:০৬ | 203.110.243.22
  • অজ্জিতদা, পঃবঃসর্কার যদি বাঃ ফ্রঃ সর্কারের গৌরবোঙ্কÄল ২৫ বছরের অ্যাড দিতে পারে, তবে?
  • Arpan | ২৪ আগস্ট ২০০৯ ১৮:০৬ | 216.52.215.232
  • ঠিক জানিস? শ্যেন নয়?
  • Arijit | ২৪ আগস্ট ২০০৯ ১৮:০৫ | 61.95.144.123
  • অপ্পনকে - কেন? পরিবহণ মন্ত্রকের অ্যাডে কাস্তে হাতুড়ি দিলেই তো পারতো - সিপিএমের মিনিস্ট্রি। দেয়নি তো! একই জিনিস হত - ইউপিএ-র প্রতীক নেই, কিন্তু তার এক সহযোগী - ঘটনাচক্রে যারা রেলমন্ত্রকের চার্জে - তাদের প্রতীক দেওয়া হয়েছে। একটু ডিসগাইজ করার চেষ্টা থাকলেও ব্যাপারটা এতটাই অবভিয়াস যে সেটা বুঝিয়ে বলতে হচ্ছে বলে অবাক হচ্ছি।
  • dipu | ২৪ আগস্ট ২০০৯ ১৮:০৫ | 207.179.11.216
  • সেণগূপ্ট
  • r | ২৪ আগস্ট ২০০৯ ১৮:০৪ | 198.96.180.245
  • রুমাল-বেড়াল এবং গড়িয়া বাজার-নজরুল প্রায় সগোত্র। আমি উত্তর-১১ তকাই স্টেজের অপেক্ষা করছি।
  • Arpan | ২৪ আগস্ট ২০০৯ ১৮:০৩ | 216.52.215.232
  • আহেম!

    যূগ?
  • Arijit | ২৪ আগস্ট ২০০৯ ১৮:০৩ | 61.95.144.123
  • পিছনে রাস্তা নেই। ভদ্রলোকের কি কষ্ট ভাবো।

    স্যান - আনেথিক্যাল নয় বলেনি ঠিকই, কিন্তু ওই অমুক তো তমুকটা করেছের দিকে চলে গেছে। অ্যাপল্‌স অ্যাণ্ড অরেঞ্জেস।
  • san | ২৪ আগস্ট ২০০৯ ১৮:০৩ | 121.50.4.34
  • এখন হলে পরে নিতে বলতেন
  • h | ২৪ আগস্ট ২০০৯ ১৮:০২ | 203.99.212.224
  • ঃ-))))))))))
  • san | ২৪ আগস্ট ২০০৯ ১৮:০২ | 121.50.4.34
  • সে প্রি-বুনানযূগের কথা।
  • dipu | ২৪ আগস্ট ২০০৯ ১৮:০২ | 207.179.11.216
  • আমাদের ইতিহাসের স্যার বলেছিলেন, শর্ট কোশ্চেনের জন্য আবার ভাবনা কি? বিনয় সেনের পিছন দিকটা পড়ে নিও।
  • Arpan | ২৪ আগস্ট ২০০৯ ১৮:০১ | 216.52.215.232
  • মুস্কিলটা হল বামফ্রন্টের কোন প্রতীক নেই। যেমন ইউপিএ বা এনডিএ'র নেই। থাকলে কি আর দিত না। না-ও দিতে পারত। সবই মেধার ব্যপার!
  • sb | ২৪ আগস্ট ২০০৯ ১৮:০০ | 141.80.152.168
  • স্যান, গত পরশ্ব হুকা খাইলাম। আপেল চিপসের গন্ধওলা। ম অ স্ত নল ওয়ালা তূর্কী হুঁকো। কেমন জলের মধ্যে দিয়ে গুড়গুড় আওয়াজ তুলে স্মুদলি গলায় নেমে গেল। কি খোশবাই!! গন্ধেই মাতালঃ-)
    শীঘ্রই দিশি ও বিলাইতি 'জয়েন্ট' পার্টির বন্দোবস্ত হতিছে। যদি তারপর বেঁচে থাকি তো জানাব কেমন খেতে।
  • arjo | ২৪ আগস্ট ২০০৯ ১৮:০০ | 168.26.215.13
  • অসুবিধা কি?

    হামেশাই বলে এসেছি চিত্তরঞ্জনের পেছন দিকটা খুঁড়ে যাতা করে দিয়েছে। কিম্বা রাসবিহারী জলে ডুবে গেছে। মহাত্মা গান্ধীর হাঁটার অযোগ্য, সূর্যসেন মাচ বেটার। সবই অভ্যেস।
  • quark | ২৪ আগস্ট ২০০৯ ১৮:০০ | 202.141.148.99
  • ও! পেছনেরটা তাইলে শুধুই ঢোকার?
  • Sayantan | ২৪ আগস্ট ২০০৯ ১৮:০০ | 125.22.97.34
  • অ্যাঃ!
  • san | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৫৯ | 121.50.4.34
  • ইয়ে, সায়ন্দা বোধহয় ওটাকে আনএথিকাল নয় বলেনি।
  • Arijit | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৫৯ | 61.95.144.123
  • মুশকিলটা হল উত্তমকুমারের পিছনে বেরনোর রাস্তা নেই - শুধুই সামনে। সামনে থকথকে কাদা মানে...

    নাঃ থাক।
  • dipu | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৫৭ | 207.179.11.216
  • বেরোনোর সময় দেখি উত্তমকুমারের পেছনদিকে থকথকে কাদা।
  • arjo | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৫৬ | 168.26.215.13
  • আজ যা তথ্য কালই তা ক্যুইজের প্রশ্ন (প্রাচীন অরণ্যের প্রবাদ)

    The Sinnam Station on the Gyeongchun Line will change to ?Kim You-jeong Station? in December, 2004. এটাই কোরিয়ান ইতিহাসে সর্বপ্রথম স্টেশন যা কোন ব্যক্তির নামে রাখা হয়েছিল। পৃথিবীর ইতিহাসেও হতে পারে। সেটা দীপু জানে।
  • san | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৫৬ | 121.50.4.34
  • পোস্ট ৩৭৭ আবহাওয়া হানুদার এখনো নর্মালাইজ করেনি ঃ-)
  • dipu | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৫৬ | 207.179.11.216
  • ঃ-))))))))
  • sb | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৫৫ | 141.80.152.168
  • এই ব্যাপারটায় অজ্জিতের সাথে একমত। মিনিষ্ট্রির অ্যাডে দলীয় প্রতীকের ব্যবহার চোখে লাগে।
    অবশ্য অভ্যাসে কি না হয়।
  • h | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৫৪ | 203.99.212.224
  • এ ব্যাপারে আমি একটা জেন্ডারগত অসুবিধে দেকচি। মহিলাদের ক্ষেত্রে 'যাওয়া' কথাটা বা 'গমন' কথাটা নানা ব্যবহারে দুষ্ট। যত সহজে লোকে বলবে কাল রাতের দিকে সুর্যোসেনে গেসলাম, ততটা সহজে, ভাবছি কাল প্রীতিলতায় যাবো বলাটা একটু চাপ হবে। আবার বলতে বলতে অভ্যেস হয়ে গেলে, আস্তে আস্তে নর্মালাইজ করে যাবে।
  • Arijit | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৫৪ | 61.95.144.123
  • রোকেয়ার ৪ নং পয়েন নিয়ে - বামফ্রন্ট নিজেদের অ্যাড দিতেই পারে নিজেদের নামে - শিল্প/কৃষি যা খুশি নিয়ে। কিন্তু সেটা বামফ্রন্ট হিসেবে দিতে হবে। এবং সেখানে নিজেদের চিহ্ন দিলেও কোনো দোষ নেই। কিন্তু পঃবঃ সরকার যদি কোনো সরকারি অ্যাডে (কোনো মিনিস্ট্রির অ্যাডে বা কেএমডিএ-র অ্যাডে) বামফ্রন্টের কোনো চিহ্ন দেয় সেটা আন-এথিক্যাল। সায়ন এই তফাতগুলোই ধরতে পারেনি।
  • quark | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৫১ | 202.141.148.99
  • সঅঅঅঅঅব অব্যেস হয়ে যাবে!
  • san | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৫০ | 121.50.4.34
  • রাসবিহারী অ্যাভিনিউকে তো লোকে রাসবিহারীই বলে। সল্লেকের বিদ্যাসাগর। আরো আছে, আরো আছে। দুটো রাসবিহারী বলতে পারলে দুটো উত্তমকুমার বলতে কি আছে? যত সব একচোখোমি ;-))))))
  • h | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৪৯ | 203.99.212.224
  • আর্জো ;-) ঃ-))))))))
  • h | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৪৮ | 203.99.212.224
  • র ঃ-))))))))))))))))))))
  • arjo | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৪৮ | 168.26.215.13
  • হানুদার ছবি বিষয়ক এই কনজেকচারের পরে আমার আর নিজেকে শিল্পী বলতে কোনো দ্বিধাই রইল না।
  • quark | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৪৮ | 202.141.148.99
  • ওটা তুলে নেওয়ার কারণ সেলিমের ছবি নয়, ঐ "জয় হো"
  • h | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৪৮ | 203.99.212.224
  • অরিজিত একটা সুক্ষ্ম জায়্‌গায় আপত্তি করেছে। মন্ত্রকের অ্যাড এ পার্টির নির্বাচনী চিহ্ন থাকাটা আনএথিকাল বলেছে। এটা আগে সত্যি ই দেখিনি। সব-ই আস্তে আস্তে লেজিটিমাইজ্‌ড হয়, এটাও হবে। তাই বলে সকলে কিরকম অরিজিতের প তে লাগছে মাইরী। সুজনদার দ এর জন্য অরিজিতকে এত টা আত্মত্যাগ করতে হবে ভাবা যায় না।
  • Arijit | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৪৭ | 61.95.144.123
  • না - তাও ঠিক না। সরকারি অ্যাডে কংগ্রেসের সিম্বল থাকবে কোন যুক্তিতে? একমাত্র অশোকচক্র/স্তম্ভ থাকতে পারে - দ্যাটস ইট।
  • rokeya | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৪৭ | 203.110.243.22
  • যাদবপুর সিপিয়েমের পার্টি অফিস নয় নাকি! তালে কোনটা পার্টি অফিস? তিনোমূল ভবন?
  • Arpan | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৪৭ | 216.52.215.232
  • আরে না। টেকনিকালি প্রতীক ইউজ করেনি। কারণ প্রতীকটা আলাদা। দুটো ডাঁটিওলা ফুল আর নিচে ঘাস আছে।

    তবে, ঐ, কমঃ অরিজিত কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। ঃ-)
  • r | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৪৭ | 198.96.180.245
  • তবে স্টেশন-মনীষীর এই বিচিত্র ম্যাপিং আর কারো মাথায় আসত না। উদ্ভাবনী শক্তির কি অপব্যবহার! বাংলা আর একজন সুকুমার রায়কে হারাল।
  • Samik | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৪৭ | 219.64.11.35
  • এখানে কিন্তু নতুন জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে বা অন্য কিছু হলে কাগজের অ্যাডে কংগ্রেসেরই চিহ্ন থাকে। সাথে সুশীলকুমার শিন্ডে, সনিয়া রাজীব সবারই হাসিমুখ থাকে।
  • Sayantan | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৪৭ | 125.22.97.34
  • এরকম রিঅ্যাকশন খুব এক্সপেক্টেড ছিল। কিন্তু আমার যেন খুব আবছাভাবে মনে পড়ছে যে TOI তে কোনও একটা পাওয়ার সাব-স্টেশানের উদ্‌ঘাটন উপলক্ষ্যে বেশ কিছু মুখ দেখেছিলাম। এখুনি সন-তারিখ মনে পড়ছে না তাই এর বেশী কিছু লিখব না।

    যাগ্গে। কাটিয়ে দাও।
  • dipu | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৪৬ | 207.179.11.216
  • গুয়ের কোনপিঠ ভালো - এটা কি কোনো তক্কের বিষয় হতে পারে?!
  • rokeyaa | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৪৬ | 203.110.243.22
  • অজ্জিতদাকে
    ১) থেন্‌কু। আমি প্রতিদিন এ ঐ অ্যাডটা হিন্দিতে দেখেছিলাম। মুফ্‌ত টিকিট টা পড়তে পেরেছিলাম, বাকিটা পারিনি। ফিরির টিকিট কি করে পাবো সেটা জানার ইচ্ছে ছিলো। ইনজিরি অ্যাডের লিং পাইনি। তুমি দিলে ঃ)
    (দিদি ফিরির টিকিট দিলো, কিন্তু বারোর কেলাস তক। ক্যানো? আম্রা কি বানের জলে ইত্যাদি ইত্যাদি? দিদিকে ক্ষমা করিনি)
    ২) সিপিয়েম ঐরকম করবে কি করে? কাস্তে-হাতুড়ি আর তারার মধ্যে কোন ছবিটার মাঝে ছেলে-মেয়েদের মুখের ফোটো দেওয়া যায়? দিদি তো বুদ্ধি করে ওরম লোগো বানিয়েছিলো, তাই দিতে পেরেছে। এইটাই তো উচ্চমেধা আর মধ্যমেধা ফারাক!
    ৩) এ তো সবে রেলমন্ত্রক! এর্পর ১১-য় আরো কতো কি দেখবে, তখনকার জন্য কিছু বিস্ময় বাকি রেখো!
    ৪) তবে, একটা জিনিষ মাথায় রাখা উচিৎ। যেকোনো সময়েই, যেকোনো দলের স্লোগানকে সরকার বা মন্ত্রকের স্লোগান বানিয়ে দেওয়া কিন্তু নতুন না। বামফ্রন্ট সরকার নিজেদের নাম করে অ্যাড দিয়েছে। শিল্প-কৃষি নিয়েও। সেগুলোও, "আনএথিক্যাল'।

    কে সি বাবুকে,
    মেকানিক্যালের ছেলেপুলেরা তো ওরমই করে। সাধে মেকানিক্যাল!
    এবং, টেক। আমরা পাইনি। দিপুদারাও পায়নি বোধহয়। হায়!
  • Samik | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৪৫ | 219.64.11.35
  • মহম্মদ সেলিম বিচ্ছিন্ন ঘটনা। ঃ-)
  • Arijit | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৪৫ | 61.95.144.123
  • ওইগুলো না - "জয় হো' বলে সেলিমের একটা বড় ব্যানার ছিলো যেটা নিয়ে প্রচুর তর্ক...সেইটা।
  • Samik | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৪৫ | 219.64.11.35
  • ম্যাচিওরিটির লক্ষণ হিসেবে মমতার উচিত ছিল কনভেনশনালি ইউপিএ-র হাত চিহ্ন দেওয়া। কারণ, এই সরকারের শাসনকালে যে কোনও তথাকথিত সাফল্যের গল্প সরকারেরই নিজের সাফল্যের গল্প। সেই রকমের অ্যাডে কংগ্রেস সরকারের হাত চিহ্নই থাকে। মমতা ম্যাচিওর্‌ড নয়, তাই তিনোমুলের চিহ্ন লাগিয়েছে।
  • h | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৪৪ | 203.99.212.224
  • ছবি ভালো না চিহ্ন ভালো এই বিতর্কের একটাই সমাধন। প্রতিটি ছবি ই আসলে চিহ্ন আর প্রতিটি চিহ্ন ই যে ছবি এ তো নতুন কথা নয় ;-)
  • r | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৪৪ | 198.96.180.245
  • ধুত, তুলে নেওয়া হয় নি। এইবার ইলেকশনে সব ক্যান্ডিডেটের ছবি ইউজ করা হয়েছে। ভোটের সময় রাস্তা দিয়ে আসতে যেতে সুজনদার কটা দাঁত দেখা যাচ্ছে তাও গুনে ফেলেছিলাম।
  • Arijit | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৪২ | 61.95.144.123
  • শমীকের পোস্টটা নিয়ে - মায়াবতী নিজের ছবি দিত দেখেছি। তবে এই প্রথম আমি কোনো **সরকারি** অ্যাডে একটা পলিটিক্যাল পার্টির চিহ্ন দেখলাম। সিরিয়াসলি।
  • Samik | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৪০ | 219.64.11.35
  • অর্পণ, "কি' হবে। আমি ভুল লিখেছিলাম।
  • Arpan | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৪০ | 216.52.215.232
  • যাবদপুর বিচ্ছিন্ন ঘটনা। হে হে।
  • Arijit | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৪০ | 61.95.144.123
  • অপ্পন - ইপেপার পেজ ফাইভ।

    সিকি - না সিপিএম এই ভোটে ছবি দিয়েছিলো প্রথম দিকে আর সেই নিয়ে প্রচুর বিতর্কও হয়েছিল। মহম্মদ সেলিমের একটা অ্যাড নিয়ে। পরে সেটা তুলে দেওয়া হয়।
  • Arijit | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৩৮ | 61.95.144.123
  • সায়নকে - কলেজ ইউনির ব্যাপারে সিপিএমের পেটেন্ট নেই - উদাহরণ যাদবপুর। ল্যাম্প পোস্ট নিয়েও সিপিএমের পেটেন্ট নেই। কাজেই কোনোটাতেই তোমার যুক্তি খাটছে না। এবং এটা প্রচণ্ডই অপ্রাসঙ্গিক কারণ আমি স্পেসিফিক্যালি সরকারি সাইট নিয়ে বলেছি - মিনিস্ট্রির অ্যাড নিয়ে। আমার মনে হয়েছিলো খুব পরিস্কার ছিলো সেটা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত