টইতে বোধিসঙ্কেÄর লেখাটা বারবার পড়তে ইচ্ছে করছে। এইটা কি স্বরচিত? না অন্য কারো লেখা?
dipu | ২৮ আগস্ট ২০০৯ ১১:৪১ | 207.179.11.216
কবিতা ঠিক আছে। কিন্তু গানের ব্যালায় ঐ যে পেছনে ঝিংচ্যাক বাজছে, ও কি ওম্নি ওম্নি! ওটার মানে হল ক্ষমাঘেন্না করে দ্যান, উচ্চারণ নিয়ে বেশী মাথা ঘামাবেন না।
Arijit | ২৮ আগস্ট ২০০৯ ১১:৩৯ | 61.95.144.123
অস্বীকার করছি না। কিন্তু গানগুলো ওই উচ্চারণের দোষে ঘেঁটে যায়।
dipu | ২৮ আগস্ট ২০০৯ ১১:৩৮ | 207.179.11.216
শ্রেয়া ঘোষালের গলা খুউউউব মিষ্টি।
Arijit | ২৮ আগস্ট ২০০৯ ১১:৩৮ | 61.95.144.123
উচ্চারণ ঠিক না হলে গান/কবিতা শুনতে অতি অসহ্য লাগে।
ডিঃ - অ্যাটলিস্ট আমার।
dipu | ২৮ আগস্ট ২০০৯ ১১:৩৬ | 207.179.11.216
ধুত্তেরি! গান গাইতে এসেছে, ব্যাকরণ শেখাতে এসেছে নাকি! অমন হয়।
Arijit | ২৮ আগস্ট ২০০৯ ১১:২৮ | 61.95.144.123
ইয়ে - কালকের গান বিতর্ক সম্পর্কে বলি - শ্রেয়া ঘোষালের আরো একটা গান "ইয়ে ইশক হায়' বেশ কয়েকবার শুনে আমার ওর চ-বর্গ এবং স-শ-ষ উচ্চারণের প্রবলেমের ধারণা আরো বদ্ধমূল হয়েছে। চ-ছ-জ ইত্যাদি বলতে গিয়ে জিভটাকে সম্ভবতঃ একটু বেশিক্ষণ মুখের ওপরে আটকে রাখে।
ফের। সব কলেজ থেকে মাইরি পরীক্ষা-ক্লাস সব তুলে দিলেই তো ঝামেলা মিটে যায়। রেজিস্ট্রেশন করতে কলেজে যাবে (পারলে অনলাইন করবে), চার বছর পর সাট্টিফিকেট চলে যাবে বাই পোস্ট।
san | ২৮ আগস্ট ২০০৯ ১১:১৬ | 121.50.4.34
পারমিতাদি ঠিক বুঝতে পারিনি এখানে এতজনের মাঝে কি লিখব আর কিভাবে লিখব আর তোমরা বিব্রত হবে কি না। মাঝরাত্তিরে বাড়িতে ফোন করে কথাটথা বললাম, কিন্তু তোমাকে কি বলব বুঝিনি ঃ-(
h | ২৮ আগস্ট ২০০৯ ১১:১৩ | 203.99.212.224
র, তুমি এই এত বছর পরে এই যে ফিকশন একটা পড়ে উঠলে সে জন্য কী একদিন অন্তত আমাদের খাওয়াচ্ছো ;-)
দমু, তুমি একটা কাজ করো। ফ্রী অ্যাডভাইস দিচ্ছি। কলকাতায় ভা ভুবনেশ্বর ইত্যাদি তে চাগরি নাও। বাড়ি র কাছে থাকতে পারবে। আর যেখানে আসবে, সেখানে অন্তত তোমায় যারা রিপোর্ট করবে তারা ফর আ চেঞ্জ একটু ফেয়ার ডিল পাবে, যেটা জেনেরালি খুব কম হয়, সর্বত্রই। এত চিন্তা নিয়ে ঐখানে থাকবা কি করে? অবশ্য এইখানে এলে রোজগার কমে যাবে, অর বেশি সময় এনগেজ থাকবে, তখন বাড়িতে অ্যাকচুয়ালি কম সাহায্য করতে পারবে। এইটা হেবি বাজে।
ব্ল্যাংকি, বইটা একজন নিয়েছে, আমি জানতাম না। ফেরত দিলেই তুই পাবি। ঐ মুদ্রন সংস্কৃতি।
h | ২৮ আগস্ট ২০০৯ ১১:০৪ | 203.99.212.224
ধুর ভালো লাগছে না।
Arpan | ২৮ আগস্ট ২০০৯ ১০:৩৯ | 65.194.243.232
খুব কাছের একজন মানুষ গতবছর অভিমানভরে নিজেকে সরিয়ে নিয়েছিল। আমার থেকে বেশ কয়েক বছরের ছোট ছিল সে। এক বৃষ্টিথামা বিকেলে হঠাৎ ফোন এসে স্তব্ধ করে দিয়েছিল সব।
পামিদির মেসেজ পাবার পরের দিন বাড়ি ফোন করে অনেকক্ষণ ধরে কথা বললাম। এমনিতে যোগাযোগ রক্ষার ব্যপারে আমি একটু দায়সারা। সেদিন খুব অনুতপ্ত ছিলাম। বাচ্চাটাকে নিয়ে আদর করলাম খানিকটা।
ধুর, আজকে আর অফিস টফিস ভাল লাগছে না।
Arijit | ২৮ আগস্ট ২০০৯ ১০:২৪ | 61.95.144.123
আমিও দেখেছি - লিখিনি কারণ কিছু বলার থাকে না। বহু বছর এরকম চাপ নিয়ে আমরাও ছিলুম যে।
Arpan | ২৮ আগস্ট ২০০৯ ১০:২৩ | 65.194.243.232
সরি, আমার আগে লেখা উচিত ছিল। রিয়েলি সরি।
Arpan | ২৮ আগস্ট ২০০৯ ১০:২২ | 65.194.243.232
পামিদি, একই ব্যপার। কী লিখব বুঝতে পারিনি। এক না একদিন জানি মাথার ওপরের ছায়া সরে যাবে। জানি না কীভাবে সামলাব। তোমরা শক্ত থেকো।
dipu | ২৮ আগস্ট ২০০৯ ১০:১৩ | 207.179.11.216
কি কান্ড! ঃ-o
Arijit | ২৮ আগস্ট ২০০৯ ১০:০৭ | 61.95.144.123
ঋক আজ ম্যানহোলে পড়তে পড়তে বেঁচে গেছে।
গাছতলায় যেখানে স্কুলের বাস আসে সেখানে একটা ম্যানহোলের অর্ধেক কদিন ধরেই ভাঙা। আজ ঈশম (ওখান থেকেই ওঠে)-এর বাবা ঈশমকে আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেছে কিছু কাজ ছিলো বলে। আমি নর্মালি ঋককে নিজে নিজেই বাসে উঠতে দিই - কিন্তু ঈশমকে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না বলে একহাতে ওকে ধরে অন্য হাতে ঋককে ধরে বাসে তুলে দিতে গেছি - হঠাৎ বাঁহাতে টান, আশেপাশে চেঁচামেচি - দেখি ঋক অর্ধেক ম্যানহোলের ভিতর। টেনে তুলে দেখলুম পা ছড়ে গেছে, মোজা টোজা ছেঁড়া - সেসব দেখে ছেলে এমন ভয় পেলো (আর প্রেস্টিজেও লেগেছে মনে হল) যে আর স্কুলে গেলোই না।
d | ২৮ আগস্ট ২০০৯ ০৯:৫৬ | 144.160.5.25
আমিও দেখেছি পারমিতা। কিন্তু আর্য্যরই মত কী বলব ভেবে পাই নি। গত প্রায় মাসখানেক ধরে আমারও ফোনের ডিসপ্লেতে বাড়ীর নাম্বার কিম্বা ভাইয়ের নাম্বার দেখলেই গা ছমছম করে ওঠে ...... তাই আর কিছু বলে উঠতে পারি নি।
h | ২৮ আগস্ট ২০০৯ ০৯:৫২ | 203.99.212.224
পারমিতা, আমার তোদের সংগে দেখা করে একটু বসে গল্প করতে ইচ্ছে করছে। কি আর বলবো। এর পরের বার যখন আসবে , অবশ্যই দেখা করব। খুব খারাপ লাগছে। কি আর করবা, একটু সকলে ভালো করে শক্ত হয়ে থাকো, আর বেশি করে গান শোনো আর গাও।
Tim | ২৮ আগস্ট ২০০৯ ০৯:৩৭ | 198.82.25.133
পামিতাদির পোস্ট কোন পাতায় আছে কেউ বলে দেবে? দেখতে পাইনি। হাজার ভাটে কত দরকারি কথা হারিয়ে যায়।
Samik | ২৮ আগস্ট ২০০৯ ০৯:২৬ | 122.162.236.144
আমি যা জানি ঃ
লক্ষ্য = aim, vision মানে যা চোখের সাথে জড়িত।
লক্ষ = 0.1 million যা সংখ্যার সাথে জড়িত।
arjo | ২৮ আগস্ট ২০০৯ ০৮:৪০ | 24.42.203.194
পারমিতা দি, আমি দেখেছি, কিন্তু কি লিখব বুঝে পাই নি। নিজে আমাকে এখনো এই অবস্থার সম্মুখীন হতে হয় নি, কিন্তু সর্বক্ষণ একটা টেনশন রয়েছে। তোমার পোস্টটা পড়ে সেসব কথাই মনে হচ্ছিল। উই ফিল ফর ইউ।
Paramita | ২৮ আগস্ট ২০০৯ ০৫:১৬ | 63.82.71.141
হনু, দুঃখপ্রকাশের কিছু নেই। আমিও ভেবে নিয়েছি, তুমি বা অন্য কেউ-ই দেখতে পায় নি।
তবে ইন্টেলি খুব ভালো ছেলে। আইপিতাইপি দেখে না মোট্টে। ঃ)
Tim | ২৮ আগস্ট ২০০৯ ০২:২৬ | 198.82.25.133
না না ইনসমনিয়া তো নেই। এদিকে আবার দ্বিতীয় বিশ্ব। অ্যাভারেজ করে বল্লাম। ঃ)
intellidiot | ২৮ আগস্ট ২০০৯ ০২:২২ | 59.164.2.162
তা টিম্ভাই আপনি ফোটেন নি কেন? আপনি কি প্রথম বিশ্ব নাকি ইনসোমনিয়া?
Tim | ২৮ আগস্ট ২০০৯ ০২:১৭ | 198.82.25.133
চাপ প্রয়োগে স্ফুটনাঙ্ক বাড়ে। ফুটে গেছে সবাই। ঃ)
intellidiot | ২৮ আগস্ট ২০০৯ ০১:৫২ | 59.164.2.162
একটা রেভোলুশানারি বক্তব্য রাখতেই সব হাওয়া ;-)
intellidiot | ২৮ আগস্ট ২০০৯ ০১:৩৯ | 59.164.2.162
বানান নিয়ে বোকারা মাথা ঘামায়। আরে ওসব ঠিক করার জন্য তো প্রুফ রিডার রয়েইছে। নান্দনিক সৃষ্টিতে লেগে পড়ুন, পড়ুন ও পড়ান, পড়ান ও ছড়ান। বানান ছড়ান। কিছু এসে যাবে না। উলু বনে মুক্তো না ছড়ালেই হল।
Arpan | ২৮ আগস্ট ২০০৯ ০১:৩৭ | 122.252.231.12
পারফেক্ট হতেই হবে। চক্কোত্তি বামুন শিখিয়ে গ্যাছেন।
Arpan | ২৮ আগস্ট ২০০৯ ০১:৩৬ | 122.252.231.12
অজ্জো হল বিনয়ের খইভাজা।
teman keu na | ২৮ আগস্ট ২০০৯ ০১:৩৫ | 122.173.182.182
ঃ-( টই টাইপো গ্রাহ্যের মধ্যে আনা চলবে না
আর হ্যাঁ, অর্পনেরটা পারফেক্ট মনে হচ্ছে। লক্ষ করা হয়, লক্ষ্যে স্থির হয়।
Arpan | ২৮ আগস্ট ২০০৯ ০১:৩৫ | 122.252.231.12
যেটুকু সময় কার্টুন-সিরিয়াল-রিয়ালিটি শোয়ের পরে আমার জন্য বেঁচে থাকে তাতে দেখছি আর কী!
Tim | ২৮ আগস্ট ২০০৯ ০১:৩৪ | 198.82.25.133
পাগোল বল্লেও হয়। ঃ)
মামী আসেনা অনেকদিন।
Tim | ২৮ আগস্ট ২০০৯ ০১:৩৩ | 198.82.25.133
আজ্জোদার মতনই আমারো এট্টুও অহংকার নেই। অথচ কি বুদ্ধি!
অপ্পন পাবল দেখচো? দুদ্দাড় করে সব কটা লিগ শুরু হয়ে গ্যালো।
teman keu na | ২৮ আগস্ট ২০০৯ ০১:৩২ | 122.173.182.182
লক্ষ অ্যাজ ইন সংখ্যায় লক্ষ যথা এক লক্ষ, দুই লক্ষ ইত্যাদি। আর লক্ষ্য অ্যাজ ইন অর্জুনের লক্ষ্য স্থির, এরকম কি ব্যাপারটা? নাকি দুটোই লক্ষ? আমি অনেক্ষন ধরে লক্ষ করছি/ আমি অনেক্ষন ধরে লক্ষ্য করছি - পরেরটাই ঠিক লাগছে না?
Tim | ২৮ আগস্ট ২০০৯ ০১:২৯ | 198.82.25.133
অনেক টাইপো আছে। এইসব নিয়ে খিল্লি কল্লেই সুপুরি ফাউ। বিধিবদ্ধ সতর্কীকরণ!
Arpan | ২৮ আগস্ট ২০০৯ ০১:২৯ | 122.252.231.12
নিয়মটা সোজা। বিশেষ্যতে য-ফলা আছে। তাই লক্ষ্য হল বিশেষ্য। বিশেষ্য না হলে লক্ষ।
যেমন লক্ষ করে দেখুন কমরেড আজ্জোর লক্ষ্য হল বেহালার চৌরাস্তায় টু-স্ট্রোক অটো চালানো।
te ke na | ২৮ আগস্ট ২০০৯ ০১:২৮ | 122.173.182.182
"সবাই এতদিনে জানে সব। তাই ........" জানবেই তো ঃ-) .5-এই তো জানা গেসল ঃ-)
Tim | ২৮ আগস্ট ২০০৯ ০১:২৭ | 198.82.25.133
এই রমজান শুরু হয়ে খাওয়াদাওয়া কি বেড়ে গেছে রে ভাই! অত্যাশ্চর্য খেজুর আর আরবি-ফারসি রানা খাচ্ছি বিভিন্ন নেমন্তন্নে। এদিকে উপোসও কত্তে হচ্ছে না। এইজন্যই স্যার আরব বেদুইন হতে চেয়েছিলেন।
intellidiot | ২৮ আগস্ট ২০০৯ ০১:২৬ | 59.164.2.162
ইস্স্স, আমার বোধায় আর এ জম্মে খেলা হবে নেকো। আমার লতুন লাল-কালো-জব্বর-জমকালো র্যাকেটখানি আর আমার ছোঁয়া পেয়ে উত্তেজিত হয়ে বল প্যাঁদাবে না। বড় বেরঙিন আজকাল, কাছাকছি, কোন রং পাইনা, তাই দিতে পারি না কিছুই...
Tim | ২৮ আগস্ট ২০০৯ ০১:২৪ | 198.82.25.133
লক্ষ আর লক্ষ্য নিয়ে একটা কচকচির পরে জানা গেছিলো যে য-ফলা দিতে নেই। কিন্তু দেখতে বড্ড ভাজে লাগে। ঃ(
Tim | ২৮ আগস্ট ২০০৯ ০১:২৩ | 198.82.25.133
লাভে গেম? সান্দাও এবার প্রেমের গল্প লিখুক।
তেকোনা, কিসের রেজাল্ট?
arjo | ২৮ আগস্ট ২০০৯ ০১:২২ | 168.26.215.13
আরে লোক কলি না কাল কলি।
যাই এবারে আমার পারার লিস্টে সব থেকে ওপরে যা থাকবে ড্রাইভিং। সেটা করতে যাই। বড় হয়ে ট্রাক চালাব এটাই আমার অ্যাম্বিশন।
te ke na | ২৮ আগস্ট ২০০৯ ০১:২১ | 122.173.182.182
আর কলি হলে আজ দেখা হত নাকি? কলি তো সবসময়ে কাল, আজ নাই
Sayantan | ২৮ আগস্ট ২০০৯ ০১:১৮ | 115.108.25.26
আর আজকেই "টেবিল কে উপর বাত্তি কে নীচে লে-ঠকাঠক দে-ঠকাঠক' খেললাম খানিক। গায়ের ব্যাদনা তবে ম'ল। এখন হেব্বি ফর্মে আছি। খেলতে এলেই লাভে গেম খাওয়াবো।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন