ঋতি ফিউচার ফাউন্ডেশনে প্লেগ্রুপে চান্স পেয়েছে। কাল অ্যাডমিশন। মোটামুটি বারো বছরের জন্যে আর স্কুল নিয়ে ভাবতে হবে না।
dipu | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫৭ | 207.179.11.216
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর বডি পাওয়া গেছে।
aishik | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫১ | 122.166.22.73
@dipu হ্ম্ম ঐটে আমি ই বটে।
d | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৯ | 121.245.147.235
*ভালই
d | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৭ | 121.245.147.235
হ্যাঁ "পুলিশের নাম বসন্ত'টাও ভালি। মন্দ না। কিন্তু সেই নামটা মনে পড়ছে না। দাঁড়াও একটু মনে করার চেষ্টা করি।
dipu | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৭ | 207.179.11.216
কোন গল্পটা? আলাদা করে কোনো নাম তো মনে পড়ছে না।
Samik | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৪ | 122.162.236.22
না দীপুবাবু, আইডিয়া বল্লে কম বলা হয়। গল্পের ভাবানুবাদ বলা যায়।
h | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৯ | 203.99.212.224
আমি এই কেসটা সম্পূর্ণ ভুলে গেছি। যাক গে অবদান একটা হলেই হল ;-)
Samik | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৭ | 122.162.236.22
পুলিশের নাম বসন্ত।
Samik | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৭ | 122.162.236.22
আকাশের আড়ালে আকাশ।
d | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩২ | 121.245.147.235
বড়মা, মজুমদার মশাই কস্মিনকালেও তেমন ভাল লেখেন না। এসম্পর্কে প্রোঃ বৈঃ এর অমর উক্তি "মাত্র আড়াইখান উপন্যাস লিখেই মজুমদারমশাইকে যে কি কালবেলায় ধরল' স্মর্তব্য। ঐ আড়াইখান উপন্যাস, "হারামীর হাতবাক্স' আর একটা কি গল্প (নাম মনে পড়ছে না) ভাল লেগেছিল। ব্যাস।
এই গজদন্তদুয়ার কেসটা হনুর অবদান। ঐ যে দীনকর কেলকর নামে ভদ্রলোক (সেই পঞ্চ্ঢাক) প্রচুর দরজা জানালা কালেক্ট করে গেছেন। মানে লোকে যে প্রচুর পয়সা খচ্চা করে লোকের বাড়ী গিয়ে গিয়ে তাদের দরজা জানালা কিনে আনতে পারে সেটা আগে জানা ছিল না। এই কেলকর সাহেবকেই দেখলাম। যাই হোক, কেলকর মিউজিয়ামে আমি সবই কাঠের দরজা দেখেছি। হাতীর দাঁতের কিছু দেখিটেখি নি। হনু তো আরো ক'বছর আগে গেছিল। তখন হয়ত দেখেছে। ওদের অনেক এক্সিবিট অবশ্য জায়গার অভাবে তালাবন্ধ করে রাখা আছে।
তা, ঐ "ক্ষমা করিনি'র টইতে ইন্ডো'র বাথরুম বিপর্যয়ের পর আমার আর হনুর কথোপকথন দেখলে দেখবে হনু কোত্থেকে যেন খোলা পাহাড়েও দরজা নিয়ে ফেলেছে। আরে বাপু একটা দরজাওয়ালা বন্ধ ঘর থেকে কেউ দরজা দিয়ে না বেরিয়ে স্কাইলাইট দিয়ে বেরোলে সন্দ হবে না? তাতে হনু কিনা এভারেস্টেও দরজা তুলে দিল!!।
যাগ্গে ইয়ার্কি বাদ দিয়ে, হনুর সাথে আগেও এই কে-কী নিয়ে কথা হয়েছে। হনু খোঁজাখুজি পছন্দ করে না এদিকে আমি কানামাছি খেলার মজায় প্রায়ই খেলে ফেলি। এই আর কি। সিরিয়াস কিছু নয়।
arjo | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:১৩ | 24.42.203.194
ইউটিউবে শুধু নিউজিল্যান্ডের সাথে বেঙ্গসরকার আর কপিলদেবের পার্টনারশিপটা পেয়েছি। পেলে একটু দিও তো।
d | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:০৯ | 121.245.147.235
আমি নুক্কড়ের সিডি/ভিসিডি চাই। কোথায় পাই?
Arpan | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:০৬ | 122.252.231.12
ইএস্পিএনে মাঝে মাঝেই দেখায় তো। ইউটিউবে খুঁজেছ?
Samik | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫৪ | 122.162.236.22
দময়ন্তী শুধু অক্ষকেই বোঝাবে। আমাকে নয়। হুম্ম্
একটু ঘুমিয়ে নিই।
dipu | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫০ | 207.179.11.216
শুভ মহরত। রাঙা পিসিমা। অবিকল।
M | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪৮ | 59.93.204.65
ওটাও খেয়ে ফেলেচি, নইলে আবার কত্তে হবে।ঃ(
arjo | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪৬ | 24.42.203.194
রাগ হলে ক্যান্ডি খাওয়া ভালো। রাগ, দুঃখ, হতাশা, ভালোলাগা সবেতেই খান, তেড়ে খান।
১৯৮৫ বেনসন হেজেসের ভিডিও ক্লিপিংস কোথায় পাওয়া যাবে কারুর জানা আছে। কিনতে হলেও চলবে।
tkn | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪৫ | 122.163.79.110
ডিমটা?
d | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪৫ | 121.245.147.235
ওরে নারে ভাই "বির্হা'র সাথে তেমন মিল নেই। ওটা শুধু পয়েন্টার মাত্র। নাহলে জিগাতাম কীভাবে?
নাঃ আমি অন্তত নাম ঘোষণা করব না। আরে আমি তো কোন্জন্মে "দ্রিয়ের নামও জেনেছিলাম, এমনকি ওঁর ছবি পর্যন্ত দেখেছি। তো এমনকি লোকজন চুপিচুপি জিগালেও কই নাই তো। শেষে ২ বচ্ছর বাদে এই সেদিনে শিবুদা বললেন, তখন সবাই জানল। তবে দ্রি'য়ের ক্ষেত্রে একটা সুবিধে ছিল যে আমার দুজন বন্ধু আবার দ্রি'য়ের বেটার হাফের বন্ধু। কিন্তু সেই ক্লু'ও আমি গুচ থেকেই তুলেছিলাম। ঃ)
আসলে সেই যে ছোটবেলায় কানামাছি খেলতাম চোখ বেঁধে, আনি মানি জানি না আ, রাজার খবর রাখি না আ ---- করে একজনকে ধরলাম, হাতটা খুব নরম আর ফুলো ফুলো মত --- এইটা শুভ্রা। হাতটা খুব নরম কিন্তু আঙুলগুলো সরু সরু লিকলিকেমত, এইটা শর্বরী, পিঠের ওপরে ধাপ্পা আ আ--- পিঠের হাড়গুলো উঁচি হয়ে আছে, এইটা ইলু ----- সেই মজাটা পাই এভাবে বুঝে ফেলতে পারলে। ঠিক গোয়েন্দাগিরি করছি বলে করা নয়, এমনি এমনিই হয়ে যায়।
দাঁড়াও একমগ কফি নিয়ে এসে অক্ষকে বোঝাচ্ছি।
h | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪৪ | 203.99.212.224
তার মানে আপনি নিশ্চই ওবেলিক্সের হারিয়ে যাওয়া খুড়তুতো বোন, অ্যাদ্দিনে একটা আন্তর্জাতিক রহস্যের সমাধান হল। বা রে আমি!
M | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪২ | 59.93.204.65
আর অত্যন্ত রাগ করেছি , আমার সাথে কেউ কথা বলেনা বলে, তাই এখন ছেলের ক্যান্ডি খাচ্চি
M | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩৯ | 59.93.204.65
আমি অবশ্যি দেশের ব্যাপারে বেশ উদাসিন, আর তাতেও দেশ চলছে, কি আশ্চর্যি, তবে এবারের পুজাসংখ্যা শুরু করে বেশ হতাশ, কালবেলার লেখক কি ভাবে অমন করে গপ্প লেখে?
teman keu na | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩৮ | 122.163.79.110
প্যাটেল আর পাটিল আলাদা? আমি ভাবতুম একই বোধহয়। রায় আর রে-এর মত।
হুঁ দেশ যারা কেনে, তারা সবাই বেচে না। আমিও তাই ঃ-)
সোমনাথ, পুরোনো আমার নিজের ইন্দ্রজাল কমিক্সগুলো নেই। তবে পরে আমি কলেজস্ট্রীট থেকে গোটা চার পাঁচেক মোটা বাঁধানো ই ক কিনেছি, সেগুলো আছে আমার কাছে। লাগলে পাওয়া যাবে
Samik | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩২ | 122.162.236.249
হনু, ঃ-)
জাগো বাঙলা পড়ে না যে বাঙালি, সে তো ঘুমিয়েই থাকবে। ঃ-))
তেকোনা,
প্যাটেল নয়, পাটিল। আর ইয়ে, বিপজ্জনক কোথায়? দেশকে সেফেস্ট জায়গাতেই তো রেখেছি! সে-এ-ই ১৯৯৭ না আটানব্বই থেকে সমস্ত দেশ রাখা আছে। আমি দেশদ্রোহী নই একেবারেই। দেশ বেচা আমার কাজ নয়। ঃ-)
arjo | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:২৮ | 24.42.203.194
ঐ লেখার ধরণ অমুক তমুক সারকমস্টেনিসিয়াল এভিডেন্সের মধ্যে ভালো গোয়েন্দারা যায় না। এই যেমন তেকোনা রোজ সকালে জওহারলাল নেহেরু মিউজিয়ামের কাছে যায় সেটা কি লেখা দেখে বোঝা যাবে? হ্যাঁ।
tkn | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:২৭ | 122.163.79.110
শমীক, "দেশ"কে এমন বিপজ্জনক জায়গায় কারা রেখেছ বোঝা গেল আজ
h | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:২৬ | 203.99.212.224
যাক গে বার খেয়ে কেউ তেকোনার নাম ডিক্লেয়ার কোরো না। যা আছে থাক। উনি আরামসে লিখুন। আর মাঝে মাঝে একটু দমুর নামে সিন্নী চড়ান। কি মেয়ে। এর পরে হয়তো আমার কোন রাজনৈতিক প্রবন্ধ পড়ে বল্লো, আচ্ছা তোমার বাবার পিসিমাই কি আসলে কাননবালার বকুলসই?
tkn | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:২৫ | 122.163.79.110
সত্যিই কিন্তু লেখাগুলোয় কোনো মিল নেই। কি করে আমিও বুঝলাম না। প্রতিভা.. বসু না, প্যাটেল না, ময়ী....
arjo | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:২২ | 24.42.203.194
আর আমি এত বড় গোয়েন্দা যে আমি আর তেকোনা ছাড়া কেউ বুঝতেই পারল না। ফুঃ ;)
Blank | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:২০ | 59.93.207.8
আরে আপিস তো যাবো ই। কালকের বন্ধ টা একটু দেখতে হবে কি হয় ...
h | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:১৯ | 203.99.212.224
আমি ও বুঝতে পেরেছি তেকোনা কে। উনি হলেন জেন অস্টেন। আসলে একেবারেই বুঝিনি।
Blank | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:১৮ | 59.93.207.8
সুয্যিপুরে দুজন সিপিএম কর্মী খুন। কাল বারুইপুর বন্ধ ডাকা হয়েছে
M | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:১৭ | 59.93.204.65
ইস্স্স্স্স্স্স আমার হাফ বয়েল হতে থাকা ডিমটা কেমন ফেটে গেছে আর ফাটা জায়গায় যে সাদা ব্যাপারটা থাকে সেটা কলো হয়ে গেছে।ভ্যাঁ
h | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:১৫ | 203.99.212.224
লাইফে মেনলি ঘুমোলে আর কিছু শুনবে কি করে। প্লিজ আরেকটু ঘুমো-ও, খুনোখুনির মদ্যে আপিসে এসো না।
M | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:১৪ | 59.93.204.65
হ্যাঁ এটা কিন্তু সত্যি, ওতে সইয়ের থুরি বন্ধুনির(ইয়ে কোন ই?) তেমন ছায়া নেই কেন?
দ কে একটা লেবু লজেন্স দেওয়া হোক।
আর আমার যে কড়াই পুড়ে গেলো, তার কি হবে?
h | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:১৩ | 203.99.212.224
গুড অতটা চাপ হয় নি।
h | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:১০ | 203.99.212.224
যাঃ সালা। চাপ হয়ে গেল।
Blank | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:০৬ | 59.93.207.8
আরে আমায় কেউ মারে নি। আমি সবে জাগলুম তো ... কিন্তু কিছু শুনলাম না তো ...
Samik | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:০৫ | 122.162.236.249
বাপ্পো বাপ!! এত লোককে এতবার কথাচ্ছলে বলেছি, কিন্তু আজ বাই হার্ট বলছি, দময়ন্তী বড় হলে দারোগা হবেই হবে। কেউ আটকাতে পাল্লো না। চেয়ারের ওপর টুল লাগিয়ে তার ওপর টংয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে পুরনো দেশের বান্ডিল (এটা দন্ত্য ন-য়ে ড-য়ে) থেকে বিরহা বের করে পড়ে ফেললাম। ভাগ্যিস তার পরেও জ্ঞান ছিল। ঐ উঁচু থেকে পড়ে গেলে আর দেখতে হত না।
আমি কিন্তু ঐ লেখার সঙ্গে এই ভাঙা পেরেমের লেখার একেবারে কোনও মিল পাচ্ছি না। মানে এই লেখা থেকে কী করে ঐ লেখার লিংক খুঁজে বের করল দময়ন্তী, জাস্ট ট্যান গেল।
দময়ন্তী কি কিছুক্ষণের জন্য শেষ অঙ্কের মণিদা হবে?
M | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:০৪ | 59.93.204.65
তেকোনা শেষে বিরহা নন্দিনী? বোঝো, এটা বোঝার জন্য আমায় খামচা খামচি করে পিছনে যেতে হলো?
Bhuto | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৭:৩৯ | 117.194.225.134
ওরে কেউ ব্ল্যাংকিকে ধর রে। বারুইপুরে গন্ডগোল চলছে , দুজন সিপিএম সমর্থক মারা গেছেন । ফোন করলাম, ধরলনা,ঘুমোচ্ছে কিনা কে জানে।
nyara | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৩:৫০ | 64.105.168.210
যাঁরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, 401K নিয়ে খবর দিলেন, তাদের অনেক ধন্যবাদ। কাজের খবর সব।
Tim | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৩:২০ | 198.82.28.61
আরে গোলাপি হলুদ মিশিয়ে নিতে হবে। সবুজ তো ছিলোই। সাদাও ছিলো। তেকোনাকে খুঁজে বের করে ফেলেছে? এইজন্য গুরুতে গোয়েন্দা গল্প লেখা এত চাপের। ঃ)
a x | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪৮ | 143.111.22.23
কিন্তু তেকোনার নামের চেয়েও এই হাতির দাঁতের দরজা কেসটা কেউ বোঝাবে? গজদন্তমিনার শুনেছিলাম। দুয়ার তো শুনি নাই!
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন