এই যে বলেছে হয়েছে তো। কি কান্ড। না দেখলে বিশ্বাসই করতাম না।
BJP leader Mala Dhara was made the chief of Purbasthali II gram panchayat as the 'Jatiya Ganashakti Morcha', an alliance between BJP and CPM, won ten out of 13 seats by defeating Trinamool Congress in the trust vote.
a x | ৩১ আগস্ট ২০০৯ ২২:২৩ | 143.111.22.23
অ্যাঁ? মানে? যা বললাম তা হয়নি? পঞ্চায়েতে একসাথে হয়নি? আর আমি কার হয়ে লড়লাম?
Du | ৩১ আগস্ট ২০০৯ ২২:২১ | 65.124.26.7
বিজেপির সঙ্গে মিলে কেন্দ্রের সরকার ( যারা আইন প্রণয়ন করে) চালিয়েছে যারা, তাদেরই হয়ে লড়ছো। বিজেপির নাম নিয়ে আর কাজ কি?
Du | ৩১ আগস্ট ২০০৯ ২২:১৭ | 65.124.26.7
লিংক টা না পড়লে ভাবতাম যা লিখেছ তাই বুঝি হয়েছে।
Arpan | ৩১ আগস্ট ২০০৯ ২২:১১ | 122.252.231.12
এরম নিচের লেভেলে হয়েই থাকে। দুদিকে কি আবাপ'র লিংক খুঁজে দেব? ;-)
নেটে স্কোর দেখলাম। ১২ঃ৩০ টা থেকে টেন স্পোর্টসে হাইলাইট দেখাবে।
আরে লাস্ট মিনিটে গোল খেয়ে গেল। নইলে আরো আগে জিতে যায়।
dipu | ৩১ আগস্ট ২০০৯ ২১:৩১ | 59.164.98.205
কিসে দেখলে গা নেহরু কাপ? আমি তো কই দেখতে পেলুমনি!
Samik | ৩১ আগস্ট ২০০৯ ২১:৩০ | 219.64.11.35
এবং সেই নিয়ে গুচ্ছ হাইপও তৈরি করে রেখেছেন। হাটে হাঁড়ি ভেঙে দেব ইত্যাদি।
Arpan | ৩১ আগস্ট ২০০৯ ২১:২৫ | 122.252.231.12
ভেদিক ভিলেজ নিয়ে কথা হচ্ছে বুঝি? রেজ্জাকসাহেব জানিয়েছেন তিনি বেশ কয়েকবার ওখানে গিয়েছিলেন চিকিৎসার জন্য, কিন্তু গফ্ফরকে কখনোই দেখেননি।
পরশু উনি সাংবাদিক বৈঠক করবেন।
Arpan | ৩১ আগস্ট ২০০৯ ২১:২৩ | 122.252.231.12
আরে বধাই হো! ইন্ডিয়া নেহরু কাপ জিতে গেল সিরিয়াকে হারিয়ে।
a x | ৩১ আগস্ট ২০০৯ ২১:২২ | 143.111.22.23
হনুকে, রেঃ ভেদিক ভিলেজ। তুমি যে যে খবরের সোর্স ও খবর গুলো দিলে, তারা খুব কিছু ক¾ট্রাডিক্টারি কি? এমনকি গণশক্তিও তো ভুল কিছু বলেনি। ভুল বলেনি কিন্তু যেটা বেমালুম চেপে গেছে তা হল এই গফ্ফর ইত্যাদিরা এখন তৃণমূল ক্যাম্পে কিন্তু কিছু বছর আগে সিপিএমই এদের ব্যবহার করেছে, তখন এরা সিপিএমের ক্যাম্পে ছিল, বরঞ্চ কেউ যদি এদের আরো অর্গানাইজড করে থাকে তা সিপিএম। এখন হাওয়া ঘুরলে হাওয়া মোরোগরাও ঘুরবে। এই কথাটাই তো সেদিন বলেছিলাম, এবং আজও বলছি, এই এদ্দিন ধরে কাগজে যা বেরোলো এবং বেরোচ্ছে সেসব দেখেই।
রাজারহাট তৈরি কিভাবে হয়েছিল সেটা তোমার অজানা হবার কথা না, লুইসের নামে লোকে ভয়ে কাঁপত। এই লেখাটা একবার পড়ে দেখতে পার, সংহতির লেখা না ঃ-) সিপিএমেরই কারো লেখা, লিবারেশনের প্রকাশনা।
ওকে, পেন্ডিং প্রশ্নোত্তর গুলো সেরে নিই। পাতা বহুদূর এগিয়ে গেছে, তাই হয়ত তখন যা পড়েছিলাম তার থেকে কিছু বাদ/ভুল হয়ে যেতে পারে।
পাই কে, রেঃ মায়াবতীর মূর্তি ইত্যাদি।
তোমার বেসিক অ্যাসাম্পশনটাই ভুল হচ্ছে মনে হয়। "দলিত বলে সমালোচনা করা যাবেনা" এই ধারণাটা কোদ্দিয়ে এল? আমি তো বলিইনি। গর্গও লেখাটাতে তা বলেনি। লেখাটা মায়াবতীর কাজকম্ম নিয়ে না। লেখাটা চারপাশের লোকেদের সেই কাজকম্ম দেখে রিয়াকশনের। এবং বারবার বলা হল তো যে সব কটা কাজই সমালোচনা করার মত, কিন্তু বেছে বেছে একটাকে বেশি করা হয় কেন? এবং যখন করা হয়, তখন দুটো পয়েন্টে করা হয়, এক, পাব্লিকের টাকা নিয়ে নয়ছয়, দুই মেগালোম্যানিয়া। তো এই পাব্লিকের টাকা নিয়ে নয়ছয় যারা বলেন তারা চুপ থাকেন যখন ভারত রাষ্ট্র তার ইমেজ রক্ষার্থে অতি ঝাঁটের কিছু কাজ করে থাকে, এর মধ্যে অন্যতম ঐ ৩০০ কত কামরা ওয়ালা প্রাসাদ। এবং সেই খানে আথিতেয়তার নামে যা চলে। এরপর আসে মেগালোম্যানিয়া। এবং সেই সূত্রে ইন্দিরা ইত্যাদির ভারতরত্ন। এখানে তুমি বলছ, এই কাজের নাকি প্রচুর সমালোচনা হয়েছে! শুনে আমি খুবই অবাক হলাম, কারণ আমার চোখে বিশেষ পড়েনি, অন্তত মায়াবতীর মূর্তি নির্মাণ নিয়ে যে পরিমানে ছ্যা ছ্যা চলেছে ব্লগে, কমেন্ট সেকশনে, সেরকম কাউকেই ইন্দিরা/নেহেরুর ভারতরত্ন নিয়ে বলতে শুনিনি। এখন না, আগেও না। আমাকে যদি এর ক¾ট্রারারি কিছু দেখান হয়, তাহলে ভুল বুঝতে পারব।
এবার তোমার আরেকটা কথার প্রেক্ষিতে - ঐ ১০ জনপথ কারো কারো কাছে তীর্থস্বরূপ এবং সেটা তুমি আম্বেদকারের মূর্তি যখন দলিতদের কাছে তীর্থস্বরূপ হয়, তার সাথে কম্পেয়ার করেছ। এটা অ্যাট বেস্ট নাইভেটি বলে মনে হয়। ব্রিটনির কনসার্টে গিয়ে মেমোরাবিলিয়া কালেক্ট করা আর ওবামার ইলেকশনের মেমোরাবিলিয়া কালেক্ট করা এক না। দুটোকে কনটেকস্ট বিহীন করে দেখলে তো পরেরটার ক্ষেত্রে বহুবছরের অপ্রেশনটাকেই অগ্রাহ্য করা হয়। এবং এ ক্ষেত্রে ভিন্ডিকেশনের কোনো দাম নেই অ্যাস ইফ মনে হয়।
লেখাটা নিয়ে আমার প্রবলেম রয়েছে, কিন্তু অন্য জায়গায়।
rokeyaa | ৩১ আগস্ট ২০০৯ ২০:৪৩ | 203.110.243.21
কেউ বলে না ঃ( ঠিক হ্যাজ। আমার আরো একটা পোশ্নো পেয়েছে, করে ফেলি, তালেই সিয়িয়ো হয়ে যাবো। আজকের সিপিয়েমের সমাবেশে নাকি দৈনিক স্টেট্সম্যানের কিছু ছোঁড়া-ছুঁড়ি গিয়ে যারা এসেছিলো, তাদের কে পোশ্নো করছিলো (ওরাও বোধয় সিয়িয়ো হতে চাইছে) যে কোথা থেকে এসেছেন, জোর করে এনেছে না স্বেচ্ছায়, সমাবেশে না ঘুরতে, সমাবেশটা কেন করা এইসব। তাতে সিপিয়েমের কিছু কর্মী নাকি গিয়ে তাড়া করে তাদের ভাগিয়ে দেয়। সত্যি কি না জানি না। ওর্কূটে একজন লিখেছে যে সে তাড়া করেছিলো। তো, এইবার পোশ্নোটা হলো, তাড়াটা কেন করা? "তাড়া করেছিলাম কারণ......' এই স্লোগানটি দশটি শব্দের মধ্যে পূরণ করে পাঠান।
rokeyaa | ৩১ আগস্ট ২০০৯ ২০:২০ | 203.110.243.21
আজকের সমাবেশ কেমন হোলো?
stoic | ৩১ আগস্ট ২০০৯ ১৮:৩৭ | 160.103.2.224
ঘি চপচপে হালুয়া হল গিয়ে বুর্জোয়া খাবার। আপনি প্রলেতারিয়েত, ঝলসানো রুটি খাবেন, সেটাও বলে দিতে হবে ? ;-) বন আপেতিত। ঃ-)
Arijit | ৩১ আগস্ট ২০০৯ ১৮:৩৫ | 61.95.144.123
নাঃ অনেককাল ঘি চপচপে হালুয়া খাইনি। বাড়ি যাই।
stoic | ৩১ আগস্ট ২০০৯ ১৮:৩২ | 160.103.2.224
আমি তো hallelujah বলিনি। কারণ আন্দাজ করেছি মাত্র। ঃ-)
দ্বিতীয় hallelujah টা কি শ্যামলবাবুর লেখা পড়ে? ;-)
P | ৩১ আগস্ট ২০০৯ ১৮:২৭ | 163.244.62.141
ইউ মীন lle hallujah ?
Arijit | ৩১ আগস্ট ২০০৯ ১৮:১৮ | 61.95.144.123
টই পড়ে ফের hallelujah
Arijit | ৩১ আগস্ট ২০০৯ ১৮:০১ | 61.95.144.123
hallelujah
Blank | ৩১ আগস্ট ২০০৯ ১৭:৫১ | 170.153.65.102
কি ঘুম পায়
Samik | ৩১ আগস্ট ২০০৯ ১৭:৫১ | 219.64.11.35
আমি ঘুমোচ্ছি। ডিস্টাপ কোরো না।
dipu | ৩১ আগস্ট ২০০৯ ১৭:৫০ | 207.179.11.216
বাড়ি যাই। মুড়ি-চানাচুর কিনে ঢুকতে হবে।
sinfaut | ৩১ আগস্ট ২০০৯ ১৭:৪৬ | 203.91.193.7
হাই তুললাম। হাই বললাম। হায় হায় ও করলাম। একসাথে।
san | ৩১ আগস্ট ২০০৯ ১৭:১৪ | 121.50.4.34
তেকোনা আজকে সিএল নিয়েছেন ! ভাল করেননি।
dipu | ৩১ আগস্ট ২০০৯ ১৭:০৮ | 207.179.11.216
কি হল!
sinfaut | ৩১ আগস্ট ২০০৯ ১৭:০৫ | 203.91.193.7
হাএইউ।
Arpan | ৩১ আগস্ট ২০০৯ ১৬:৪৩ | 65.194.243.232
না। অফিসে কিছুই নেই। নিধিরাম সর্দার।
Samik | ৩১ আগস্ট ২০০৯ ১৬:৪২ | 219.64.11.35
ওপেন আপিস থেকেই তো করছি। দাঁড়াও, পাঠাচ্ছি। এখন কি পারবে দেখতে?
Arpan | ৩১ আগস্ট ২০০৯ ১৬:২৮ | 65.194.243.232
তুমি পারলে একটা স্যাম্পল ফাইল আমাকে পাঠিয়ে দিও। আমি ওইটা দিয়ে চেষ্টা করব।
Arpan | ৩১ আগস্ট ২০০৯ ১৬:২২ | 65.194.243.232
করা উচিত। ওপেন অফিস থেকে ট্রাই করেছ?
রাত সাড়ে এগারোটা থেকে বারোটা নাগাদ আশা করি অনলাইন থাকব।
Samik | ৩১ আগস্ট ২০০৯ ১৬:২০ | 219.64.11.35
অর্পণ,
কাল রাতের সল্যুশনটা একেবারেই কাজ করছে না। এই মাত্র তিনচারবার করে দেখলাম। কাল ভিস্তায় করেছিলাম, আজ এক্ষপিতে করছি। এইটুকুই যা তফাৎ। কাল কী করে হল কে জানে! বাড়ি গিয়ে আরেকবার ট্রাই মেরে দেখতে হবে।
আজ রাতে অনলাইন থেকো।
Arpan | ৩১ আগস্ট ২০০৯ ১৬:১৯ | 65.194.243.232
না। খুব বেশিও না। গুড সাজেশন।
Arpan | ৩১ আগস্ট ২০০৯ ১৬:১০ | 65.194.243.232
কেরালা হেব্বি বড়লোকের জায়গা হয়ে গেছে। পহা নাই।
অরিজিত, বুঝেছি। ডেকানের সাইটে ট্রাই কর।
san | ৩১ আগস্ট ২০০৯ ১৬:০৯ | 121.50.4.34
হাম্পি পরে ঘুরো। আগে কেরালা গিয়ে কোচিন-আলেপ্পি-কুমারাকোম ঘুরে এসো । অবশ্যই যদি জলে ভাসতে পছন্দ করো। আমি কবে থেকে চেষ্টা করছি কিছুতেই হচ্ছেনা।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন