এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r | ২৮ আগস্ট ২০০৯ ১৩:২১ | 121.245.15.43
  • সবারই এত ব্যথা! অ্যাঁ!!
  • shrabani | ২৮ আগস্ট ২০০৯ ১২:৪৯ | 124.124.86.101
  • পারমিতা,
    কথায় বলে ছায়া সরে যাওয়া কিন্তু তা যে কত সত্যি তা হয়ত যাদের গেছে তাদের মত করে কেউ বোঝেনা!
    পৃথিবীটাই কেমন বদলে যায়, এতদিন নিজেকে নিয়ে যে নিশ্চিন্ত carefree ভাব টা ছিল (চিন্তা করার জন্য আছে তো সবাই!) সেটা হঠাৎ চলে গিয়ে কেমন যেন vulnerable হয়ে উঠি আমরা।
    এ অবস্থার মধ্যে দিয়ে হয়ত সবাইকে যেতে হবে, হচ্ছে, হয়েছে তবু মনে হয় যদি না হত!
  • dipu | ২৮ আগস্ট ২০০৯ ১২:৪৬ | 207.179.11.216
  • আমিও স্কুলবাসে পড়লুম ঃ-)))

    আর বাংলা বাণিজ্যিক সিনেমায় ঠিকঠাক উচ্চারণ শুনলেই নিজেকে ধন্য মনে করবেন ঃ-)
  • Arijit | ২৮ আগস্ট ২০০৯ ১২:৪৫ | 61.95.144.123
  • তবে এই সব ব্যথা পাকলে (মানে শেষ অবধি গড়ালে) যে কি আল্টি দুরবস্থা হয় সেগুলো ওই কিশোর/কিশোরী বয়সে কেউ জানে না বলেই ব্যথা খেতে থাকে। আগে থেকে ওই install husband 1.0/wife 1.0 পড়ে থাকলে সবাই ব্যথার পর পরই প্যারাসিটামল খেত;-)
  • M | ২৮ আগস্ট ২০০৯ ১২:৪২ | 59.93.240.221
  • দাবীদাওয়া অমনই হয়, তুমি জ্বালাবে আর পেটান খাবে না, তা কেমনে হয় বাপু?
  • sinfaut | ২৮ আগস্ট ২০০৯ ১২:৪০ | 203.91.207.30
  • আহা ভাঙ্গা প্রেমের গল্প অতি থ্রিলিং, পড়ে দারুণ ভাল্লাগলো।
  • Arpan | ২৮ আগস্ট ২০০৯ ১২:৩৭ | 216.52.215.232
  • ঃ-))))

    পারিবারিক সিনিমায় এমন ডায়ালগ? সেন্সর বোর্ডে আটকায়নি?
  • teman keu na | ২৮ আগস্ট ২০০৯ ১২:৩৭ | 122.162.42.128
  • একি?এবার তো দেখছি বর্ম ও শিরস্ত্রাণ ছাড়া মোটেই এদিকে পা দেওয়া যাবে না! M!! এসব কি দাবীদাওয়া!! ঃ-(

    স্যান ঃ-)

    আর ইয়ে,

    কেচ্ছা যদিবা ব্যথা হয়
    ব্যথা কখনই কেচ্ছা নয়
  • d | ২৮ আগস্ট ২০০৯ ১২:৩৫ | 144.160.5.25
  • উচ্চারণের দোষ অতি ভয়ংকর হয়ে দাঁড়ায় কখনও কখনও। রঞ্জিৎ মল্লিক --- ভদ্রলোকের কথা শুনলেই মনে হয় একটা জিভছোলা হাতে ধরিয়ে দিই। তো, "শ্বশুড়বাড়ী জিন্দাবাদ' নামক "দর্শক প্রশংসিত' "কালজয়ী'বাংলা সিনেমাটিতে তিনি নায়িকার বাবা। নায়িকার মা নায়িকাকে বকাবকি করছেন, তো স্ত্রী'কে ইনি বোঝানোর চেষ্টা করছেন যে মেয়ে বড় হয়ে গেছে, বকতে নেই, ইত্যাদি। তো, সেখানে ডায়ালগটা এরূপঃ
    "তোমার মেয়ের বড় হয়ে গেছে ...' (মাক্কালি, টাইপো নয়)

    সম্প্রতি আবার রিভিউ পড়ে মনে পড়ল সংলাপটা।
  • san | ২৮ আগস্ট ২০০৯ ১২:২৩ | 121.50.4.34
  • আরে এ কেচ্ছা সে কেচ্ছা নয়। কেচ্ছা নেই মানে কিস্যা নেই, কাহিনী নেই আর কি।

    কিন্তু ষোলো আর আঠেরোয় কতই বা তফাৎ, যে মনে পড়বেনা !
  • h | ২৮ আগস্ট ২০০৯ ১২:২২ | 203.99.212.224
  • *ওঠার সম্ভাবনা
  • Arpan | ২৮ আগস্ট ২০০৯ ১২:২২ | 216.52.215.232
  • ঃ-)))

    কেচ্ছা? নিকষিত হেমকে কেচ্ছা কয়?

    বিটিডব্লু, আমি প্রথমে পড়লামঃ "আমার মোটেও স্কুলবাসের কোন কেচ্ছাটেচ্ছা নেই"!!! ঃ-(
  • kc | ২৮ আগস্ট ২০০৯ ১২:২০ | 89.203.49.18
  • যদুপুরের সব "ডিপের"ই কিছু কিছু স্যার ছিলেন যাঁদের গল্প বেশ টই খুলে লেখার মতন। ঃ))
  • san | ২৮ আগস্ট ২০০৯ ১২:১৯ | 121.50.4.34
  • আমার মোটেও স্কুলবয়সের কোন কেচ্ছাটেচ্ছা নেই।
  • dipu | ২৮ আগস্ট ২০০৯ ১২:১৮ | 207.179.11.216
  • ঃ-)))))))
  • Arijit | ২৮ আগস্ট ২০০৯ ১২:১৭ | 61.95.144.123
  • না। মিশনারী বয়েজ স্কুল।

    আমার মাসতুতো ভাই আমাকে আর সুমনাকে বইমেলায় দেখে প্রায় উল্টে পড়ে গেসলো - যে ছেলে তার আগে (মানে স্কুলজীবনে) কখনো মেয়েদের দিকে চোখ তুলে তাকায়নি তার অবস্থা দেখে।
  • h | ২৮ আগস্ট ২০০৯ ১২:১৬ | 203.99.212.224
  • আমার ধারণা ছিল আমি শ্রুতি নাটকে রেডিও তারকাদের থেকে ঢের ঢের ভালো। মানে তার আগে আমি একবার ক্লাসে রক্তকরবী শ্রুতিনাটক আর অরুপরতন অভিনয় করেছিলাম, সবাই বলেছিল বাঃ বেশ হয়েছে। এইবার হয়েছে কী, কুমার রায়, মানে যিনি বহুরুপীর লেজেন্ড কুমার রায়, একবার শান্তিনিকেতনে এসেছেন। যেকোনো বয়সের ছেলে মেয়েরা ক্লাসে যেতে পারে। ছ মাস শুধু নাটক পড়া শেখা হবে। তো আমি পনেরো বছর বয়সেই যেহেতু প্রতিষ্ঠিত স্থানীয় ক্যাকোফোনিক্স ঘরাণার প্রতিভাবান, যে কিনা দু দুটি পত্রিকা সম্পাদনা করে ফেলেছে, যার কিনা সম্পাদনায় পুলিনবিহারী, ভাষাজ্ঞানে সুনীতিকুমার, রবীন্দ্রবেত্তায় ক্ষিতীশ রায় কিম্বা সুতপা ভট্টাচার্য্য হয়ে ওঠার প্রতিমুহুর্তে বেড়েই চলেছে, সে এইবার কুমার রায় মহাশয়ের ক্লাসে উপস্থিত হয়েছে। অনেকে পড়ছে। নাটক, অনেকে শিখছে। আমার তো শেখার মত কিছু বিশেষ নেই, একটা স্নেহভরে সকলের শেখা দেখছি, এমন সময়ে কুমার বাবু আমায় বললেন, তুমি পড়ো। স্লাইট পেট গুড় গুড় করা সঙ্কেÄও শুরু করে দিলাম। চেনা নাটক, রাজা, একজন অনেক বড় দিদি সুরঙ্গমার অংশটা পড়ে দিচ্ছেন, আর আমি পাকা-সি পড়ছি রাজার অংশটা। গলা ভাঙার পরে, আর বিভিন্ন অকুস্থলে কেশকুঞ্চন আরম্ভ হওয়ার পরে , বিশেষতঃ গৃহস্থ শারমেয় মতে ইএমাই রেকর্ডে পল রোবসনের গলায় ওল ম্যান রিভার শুনে ফেলার পরে, পোলাপানের একটা অকারণ গাম্ভীর্য্য আসে। মাঝে মাঝে মাথা তুলে দেখছি, কুমার বাবু, অল্প ভুরু কুঁচকে চুপচাপ শুনছেন। দু তিন পাতা পড়ার পরে, কী একটা জায়্‌গায় গিয়ে পজ দিলাম। বড় ওরেটর রা পজ দিয়েই থাকেন। কারণ ইন্দ্রকাকুর বাড়ির রেকর্ড প্লেয়ার-এ জনৈক মার্টিন লুথার কিং জুনিয়র পজ দিয়েছিলেন।

    কুমার বাবু শেষে ততক্ষণে ক্লান্ত হয়ে পড়েছেন। বললেন, তোমার আর কি ভালো লাগে? এটা তো একেবারেই হয় নি।

    তার পর থেকেই বিভিন্ন নাটকে যে মেন রোল আমি পালন করেছি সেটা হল, শো এর দিন টিকিট আর ফাইনাল রিহার্সালের দিন চা সিঙাড়া বিলি। কারণ বাংলার গ্যারিক বেণীমাধব চাটুজ্যে বলেছেন, অভিনয় টাই একমাত্র কথা না, নাট্য আন্দোলনে সংগঠক প্রয়োজন ইত্যাদি। তিতুমীরের সহযোদ্ধা দরকার। আর যাঁরা বলেছিলেন বাঃ বেশ হয়েছে, তানদের আমি আলুসেদ্ধা মাখার সঙ্গে চটকে খেয়ে ফেলতে চাই। লঙ্কা দিয়ে। কিন্তু তাঁরা রিটায়ার করে, একেবারে দায়িঙ্কÄজ্ঞানহীন মাস্টারমশাইদের মত অসুস্থ হয়ে পড়েছেন, কারোর তর্ক করার মুরোদ নাই। এবং কে না যানে, কুমার রায় তেমন বামপন্থী নন। অতএব প্রতিভা ও সানরাইজ সাবান, এখনো চকচকাইচে ;-)
  • Arpan | ২৮ আগস্ট ২০০৯ ১২:১৫ | 216.52.215.232
  • তোমার ছিল না??!!
  • Arijit | ২৮ আগস্ট ২০০৯ ১২:১৪ | 61.95.144.123
  • প্রায় সবারই দেখছি এরকম স্কুলবয়সের ব্যথা কেস আছে!!!
  • Arpan | ২৮ আগস্ট ২০০৯ ১২:১২ | 216.52.215.232
  • সে ফার্স্ট সেমে। সেকেন্ড সেমে একটা গোদা ৪৫ নম্বরের কোচ্চেন আসত। পেনটেন কামড়েও কিছু সুবিধের হত না।

    তারপরে সেমের কোচ্চেন পেপার সেট করার সময় বিষ্টি নেমে যেত। প্রশ্নপত্রও জলের মত সোজা হত।
  • M | ২৮ আগস্ট ২০০৯ ১২:১২ | 59.93.240.221
  • অরিজিৎ ,
    কি আর বলি, তেমন একটা খুব ইচ্ছে করছিলো, কিন্তু লিখলেই টুকেছি মনে হবে.........ঃ(
  • dipu | ২৮ আগস্ট ২০০৯ ১২:১১ | 207.179.11.216
  • হ্যাঁ, আমাদেরও কজন সাপ্লি খেয়েছিলো। আমি না। আর গদার ক্লাসে মস্ত অসুবিধে ছিলো এই যে প্রক্সি দেওয়া যেত না। তাই অতি ল্যাদ পাবলিকরাও কষ্ট করে গাছতলা থেকে মেকানিক্যাল অবদি হেঁটে গিয়ে গদার ক্লাস করত।
  • san | ২৮ আগস্ট ২০০৯ ১২:১০ | 121.50.4.34
  • ঘটনা। সামনে এক্সেল আর স্যাস খুলে বসে কি-জানি-কি-নাম-সেই-সম্পর্কের কথা মনে পড়া খুব ভুলভাল ব্যাপার।

    এমনি করলে তো আর অফিসে বসে গুরু খোলা যাবেনা ঃ-)
  • kc | ২৮ আগস্ট ২০০৯ ১২:০৯ | 89.203.49.18
  • গদা কিন্তু ক্লাস টেস্টে খুব ভাল নম্বর দিতেন।
  • Arijit | ২৮ আগস্ট ২০০৯ ১২:০৮ | 61.95.144.123
  • বম্মা - কনজারভেশন অব ব্যথা থিওরেমটা মনে রেখে নুকিয়ে না রেখে লিকে ফ্যালো;-)
  • Arpan | ২৮ আগস্ট ২০০৯ ১২:০৮ | 216.52.215.232
  • লোকটার গরম পড়লেই মাথা বিগড়োত। প্রতি বছর। তার ফল টের পেত ছাত্ররা সেকেন্ড সেমে সাপ্লি খেয়ে।
  • dipu | ২৮ আগস্ট ২০০৯ ১২:০৭ | 207.179.11.216
  • গদা এক সেমেস্টার খুব জ্বালিয়েছিল। কি পড়াতো কিজানে, একটা ইয়া ধুমসো বই ছিল। আমি শান্তিপ্রিয় মানুষ, টিপিন খেয়ে ঘুমিয়ে পড়তাম।
  • M | ২৮ আগস্ট ২০০৯ ১২:০৭ | 59.93.240.221
  • সকাল সকাল 'এমন দিনে তারে বলা যায়' এর দিনে পুরানো সব ব্যাথা চাগিয়ে দেবার জন্য, এবং গোছানো আলমারি অগোছালো করে ফেলার জন্য, তেকোনা কে গন ক্যালানের দাবী জানিয়ে গেলুম।
  • dipu | ২৮ আগস্ট ২০০৯ ১২:০৫ | 207.179.11.216
  • এস্থলে বনবিড়ালের ভাষায় আমিও বলতে পারতুম সব বা......কে চিনি। কিন্তু শালীনতা রক্ষার্থে চেপে গেলুম ঃ-)
  • Arpan | ২৮ আগস্ট ২০০৯ ১২:০৩ | 216.52.215.232
  • অ্যাঁ, তুই গদাকে চিনিস!!
  • dipu | ২৮ আগস্ট ২০০৯ ১২:০২ | 207.179.11.216
  • ও হ্যাঁ, M-1-1 এ গদার ক্লাসে লাস্ট বেঞ্চিতে বসে আমি টিপিন খেতুম। সে ভারি ভালো সময় ছিলো।
  • Arpan | ২৮ আগস্ট ২০০৯ ১১:৫৯ | 65.194.243.232
  • অথবা ক্ষুধার্ত হয়ে গেলে। কস্মিনকালেও অফিসে চানাচুর দেয় না। আর ফ্লোরে খাদ্যদ্রব্য নিয়ে আসা তো পুরো ব্যান।
  • dipu | ২৮ আগস্ট ২০০৯ ১১:৫৭ | 207.179.11.216
  • কীবোর্ডে চানাচুর পড়লে অ্যামন হয়।
  • Arpan | ২৮ আগস্ট ২০০৯ ১১:৫৬ | 65.194.243.232
  • * শক্তির
  • Arpan | ২৮ আগস্ট ২০০৯ ১১:৫৬ | 65.194.243.232
  • আরে তাইতো। এইবার মনে পড়ল। আগাগোড়া শকির গন্ধমাখা।

    থ্যাংকু।
  • san | ২৮ আগস্ট ২০০৯ ১১:৫৫ | 121.50.4.34
  • ও, ঐ বয়ের নামও বোধিসঙ্কÄ, আমি জানতাম না।

    কইতে কথা বাধছিল কবিতাটা ? ওটা শক্তি চট্টোর।
  • Arpan | ২৮ আগস্ট ২০০৯ ১১:৫৪ | 65.194.243.232
  • * দেওয়াল

    (যাচ্ছেতাই টাইপো হচ্ছে ঃP)
  • Arpan | ২৮ আগস্ট ২০০৯ ১১:৫৩ | 65.194.243.232
  • * জন্ম
  • Arpan | ২৮ আগস্ট ২০০৯ ১১:৫৩ | 65.194.243.232
  • ওরে পাগল, জগতে বোধিসঙ্কÄ কি একবার কন্ম নিয়েছেন? জাতককাহিনি তো তাহলে ব্যর্থ হয়ে যেত। ঃ)

    সূত্রঃ ভাঙ্গা প্রেমের টই
  • dipu | ২৮ আগস্ট ২০০৯ ১১:৫২ | 207.179.11.216
  • ওই যেটা b লিখেছেন সেটা? ওটা মোনয় হদা নয়।
  • Arpan | ২৮ আগস্ট ২০০৯ ১১:৫২ | 65.194.243.232
  • M-1-1 আমাদের হোমগ্রাউন্ড ছিল। চোথা, সেট্‌স স্কোয়ার, সেওয়াল, বেঞ্চ, ক্যালকুলেটর কী না ইউজ করেছি। অনায়াসে।

    বাকিদের দুঃখ দেখে চোখ ফেটে জাল আসত।
  • san | ২৮ আগস্ট ২০০৯ ১১:৫১ | 121.50.4.34
  • টইতে হানুদা কি লিখেছে? কবিতা? খুঁজে পাচ্ছিনা তো।
  • kc | ২৮ আগস্ট ২০০৯ ১১:৫০ | 89.203.49.18
  • যদুপুরে আমাদের সময়েও অনেক আজব কারনে "আন্দোলন" হত। M-1-1 নামে মেক এর একটা ঘরে ( যেখানে টুকলি করাটা ভাল রকম ব্যথা ছিল, স্বর্নেন্দু সেন নামে এক যুবা অধ্যাপক এর সৌজন্যে) class test হলে পরীক্ষা বয়কট করার ডাক দেওয়া এবং তাতে ব্যর্থ হয়ে, ডিপার্টমেন্টের হেড কে ঘেরাও করা হয়েছিল।
  • dipu | ২৮ আগস্ট ২০০৯ ১১:৫০ | 207.179.11.216
  • আর একটা সিরিজ শুরু হয়েছে ঃ-)
  • san | ২৮ আগস্ট ২০০৯ ১১:৪৮ | 121.50.4.34
  • আর তেকোনার গল্প এত উৎকন্ঠা নিয়ে পড়ছি, যেমন সেই ষোলো-সতেরোয় বন্ধুদের ঘটে যাওয়া গল্প শুনতাম বা বলতাম। অবিকল সেইরকম ভাবে শুনছি। এত জীবন্ত।
  • Arijit | ২৮ আগস্ট ২০০৯ ১১:৪৮ | 61.95.144.123
  • ব্রততীর একটা বড় গুণ হল ও সমস্ত কবিতা না দেখে বলে। বই দেখে কবিতা পড়লে পড়া হয়, আবৃত্তি হয় না (ডিঃ এও আমার মত)।
  • Arijit | ২৮ আগস্ট ২০০৯ ১১:৪৭ | 61.95.144.123
  • আমার কয়েকটা বেশ ভালো লাগে - মারি ফারার, শাড়ি...
  • san | ২৮ আগস্ট ২০০৯ ১১:৪৬ | 121.50.4.34
  • উচ্চারণ ঠিক না হলে আমারো গান কবিতা অসহ্য লাগে।

    আর ব্রততীর গলায় কোনো কবিতাই আমার ভাল লাগেনা।
  • Arijit | ২৮ আগস্ট ২০০৯ ১১:৪৫ | 61.95.144.123
  • গানের ক্ষেত্রেও। শিলাজিৎ আর নচিকেতা চরম অপছন্দ হওয়ার একটা বড় কারণ ওদের উচ্চারণ। দুজনেরই র আর ড় নিয়ে কনফিউজন আছে।
  • Arijit | ২৮ আগস্ট ২০০৯ ১১:৪৪ | 61.95.144.123
  • একটা উদাহরণ দিই - যমুনাবতী কবিতাটা আমার ভীষণ প্রিয়। ওর শুরুতে দুটো লাইন আছে -

    One more unfortunate weary of breath
    Rashly importunate, gone to her death.


    ব্রততী বন্দ্যো কিচু কিছু কবিতা খুবই ভালো বলে। কিন্তু এটা বলতে গিয়ে শুরুর ওই দুটো লাইন এমন জঘন্য উচ্চারণে বলেছে (স্পেসিফিক্যালি gone-কে প্রায় "গান' (gun)) যে আমার ওর গলায় এই কবিতাটা আর শুনতে ইচ্ছে করে না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত