arindam | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১১:১৮ | 202.56.207.56
অরিজিত, উল্টে দিন, পাল্টে যাবে। আপনি তখন উপরে আর হাজার পাতা নীচে।
pi | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১১:১৭ | 72.83.80.253
ভাটে তোমার এদিক ওদিক পোস্ট আর পরে খুঁজেই পাবোনা। ঠিক কিভাবে কি করা উচিত, অ্যাট লিস্ট আমাদের দ্বারা এখন করা যেতে পারে, সব এক জায়গায় লিখে একটা মেল করে দাও না। আর, মেল দেখো।
Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১১:১৩ | 61.95.144.123
ধুর্র্র্র্র্র্র আমি এখন হাজার পাতার বেশি এক সেট ডকুমেন্টের নীচে চাপা পড়ে আছি। গত তিনদিন ধরে।
arindam | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১১:১০ | 202.56.207.56
আরো যদি বেশি পেপেসনাল করতে চাস, তাইলে থিম ঠিক করে, বইয়ের তালিকা করে, সোজ্জা বই কিনে নিজেরা রিভিউয়ার দের আইডেন্টিফাই করে তাদের পাঠিয়ে দিতে হবে। একই সঙ্গে কভার প্রিন্টিং এর পার্মিসন চয়ে নেগোশিয়েট করতে হবে ;-) বুঝলি। বিবলিও বা ইপিডাব্লিউ এইভবে করে। মানে আমি বাড়ির বিভিন্ন লোককে দেখি আগামে এক বছরে, কোনো পত্রিকায় কি রিভিউ কবে জমা দেবে তার শিডিউল মোটমুটি রেডি। বেশিটাই পতিকা প্রকাশকদের উদ্যোগে। এল আর বি থিম আর্টিকল ছাড়াও এটা ওটা মিলিয়ে দেয়। নিউ ইয়র্ক বুক রিভিউ ও তাই করে, ওদের পাবলিশিং নিউজ সেকশন টা খুব হেভি কারণ ওদের ফিড ব্যাপক।
M | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১১:০৮ | 59.93.178.63
একদিন বিক জায়েগা মাটিকে........ লা লা লালাল্লা লা
M | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১১:০৬ | 59.93.178.63
আজ ফুল গান শোনার মুডে আছি ঃ) যা পাচ্চি তাই শুনছি, যেমন এখন শুনছি -- আমার স্বপ্ন তুমি
ইবাবা, এটা কি গান? সুইট হার্ট আয়াম সিডিং এলোন........ ম্যাগো
Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫৭ | 61.95.144.123
আজ ম্যায় উপর...
বম্মা সত্যিই দোতলায় উঠে আছে;-)
M | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫২ | 59.93.178.63
টেল মি ও খুদা, আব ম্যায় ক্যা করু? চলু সিধি কি উল্টি চলুউউউউউউউউ........ ইউ হি বিন বাত কি.........
h | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫০ | 203.99.212.224
একটা চ্যাট কনফারেন্স কল কর। আগে থেকে টাইম জানিয়ে দে, তাইলে যে যার সুবিধে মত সময় করে নেবে। বাংলা হল অ্যাবাউট তিরিশটা মত ছোটো রিভিউ। পাঁচটা বড় রিভিউ আর্টিকল চাই। আর কভার প্রিন্টিং করতে চাইলে পার্মিশন নেওয়ার লোক চাই। অনুবাদের দুটো লোক চাই। পাব্লিশিং নিউজ ফিড থেকে হ্কবর মত তৈরে করে দেবে, এরকম জার্ল্নলিস্টিক কাজ করতে পার্বে লোক চাই। প্লাস ওভারল দেখা শোনার জন্য , লেখা বাছার জন্য, ঘষা মাজার জন্য লোক চাই। তাইলে একটা সংখ্যা দাঁড়াবে।
M | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৭ | 59.93.178.63
আরে আরে কি কান্ড! আমি এক্ষুনি দেখে এলাম বিভাস দেশে কবিতা লিখেছে, যদিও সেটা যদ্দুর জঘন্ন হতে হয় তাই।
d | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৪ | 144.160.5.25
যাত্তারা! আমি কী ভেবেছি? কিছু ভাবিনি তো। নিজে লিখি সেটাই বললাম।
arindam | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪১ | 202.56.207.56
অরিজিত চোখ বন্ধ করে, কানে আঙুলে ভরসা রাখছে..... ঃ)
সেকশন রেগুলার চালাতে পারবি না। আমিও পারবো না। কেননা, অত রেগুলার রিভিউয়ার কোথায় পাবো? সৈকত পেতে পারে, ওর অনেক চেনা লোক আছে। বিশেষ করে যদি তারেকের হেল্প নেয়। সরাসরি ওরে বল বিশ্খানা বুক রিভিউ দিতে হবে, পিরিয়ড;-) একটা সংখ্যা টার্গেট কর। প্রথমে ওয়েবেই কর। অ্যানুয়াল একটা বইমেলা বা একুশে বা পয়লা বৈশাখ সংখ্যা ছাপায় টার্গেট করতে পারিস। আমি যত পারি লেখা যোগাড় করে দোবো বা লিখে দোবো। আমাকে অর্গানাইজ করার দায়িঙ্কÄ দিলে ছড়িয়ে ফেলতে পারি।
মেটেরিয়াল সবাই মিলে যোগাড় করতে পারি, তাড়া দেওয়ার দায়িঙ্কÄ নিতে পারি, কিন্তু সম্পাদনা তো করতে পারবো না, স্কিল নেই। স্কিল চাই। এই লাইনে প্রগতির স্কিল আমার থেকে একশো মাইল এগিয়ে।
Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৯ | 61.95.144.123
মেরি কসম। কসম কখনো মেরা হয় না, সে তুমি জোয়ান মদ্দ হইলেও;-)
বই রিভিউ খুব ভালো কাজ - কিন্তু কঠিন। মানে ব্যাপার হল পড়ে যা মনে হল তার বাইরে অনেক কিছু ভাবতে হয় - এই যেমন ধরো রাজসিংহ ও মাণিকলাল এপিসোডটা পড়ে তোমাকে রাজসিংহের চরিত্র বিশ্লেষণ করতে দিলে যা কেস হয় সেরকম আর কি (মাইরি - আমাদের মাধ্যমিকে এসেছিলো - মাণিকলালের সাথে রাজসিংহের প্রথম দেখা হওয়ার অংশটা - সাকুল্যে তিন পাতা)।
d | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৭ | 144.160.5.25
উফ্ প্রথম লাইনে পাঠপ্রতিক্রিয়া হবে।
dipu | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৭ | 207.179.11.216
১০ঃ৩৪ ঃ-))))))))
d | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৬ | 144.160.5.25
ঃ) আমি গ্রন্থালোচনা বা "পাথপ্রতিক্রিয়া' লিখি তো। মাঝেমধ্যেই লিখি। তবে সেগুলো সচলায়তনে রেখেছি। রোজনামচা/দিনলিপি টাইপের লেখা আর পাঠপ্রতিক্রিয়া সচলে দিই।
pi | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৫ | 72.83.80.253
উফ্ফ !
*বই *দায়িত্ব
pi | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৪ | 72.83.80.253
হনুদা, বউয়ের রিভিউ সেকশন টার দায়িত্বো নেবে ?
h | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩২ | 203.99.212.224
অন্তত আজ কানে আঙুল দিয়ো না অরিজিত। মেরা কসম ;-)
Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১০:২৭ | 61.95.144.123
বকোই না - সংলাপ টাইটেল দিয়ে ছাপিয়ে দিলেই হবে;-)
h | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১০:২২ | 203.99.212.224
একা একা বকে চলেছি মাইরি।
h | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১০:২১ | 203.99.212.224
বা বিষয় অনুযায়ী ভাগ করে নিতে পারিস। ফিকশন সমস্ত রিভিউ প্রগতি দেখে দিলেন, নন ফিকশন বৈজয়ন্ত দেখে দিল, পপুলার সাইন্স আর টেক অরিজিত দেখে দিল, ট্রাভেলোগ সব ব্ল্যাংকি আর সমিক দেখে দিল। কবিতা গুলো কবিতায় ইন্টারেস্টেড লোকেরা দেখে দিল ইত্যাদি। সব কটার বানানের স্ট্যান্ডার্ডাইজেশন স্যান দেখে দিল। এইরকম। ভাগ ভাগ করে। কেউ একজন ভার্সন ক®¾ট্রাল টা করলো। কোনো একটা ফ্রি টুলে। ইত্যাদি। ডেড্লাইন ধরে রাখাটা তো পাই দমু সৈকত কেই করতে হবে।
h | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১০:১৭ | 203.99.212.224
আরেকটা প্রস্তাব হল, যত বইয়ের রিভিউ আসবে , সেগুলো এডিট করার জন্য আর কমেন্টারি দেওয়ার জন্য প্রগতির কাছে পাঠানো হোক। তাইলে কি হবে, কেসটা একটা প্রফেসনাল মানের হবে।
h | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১০:১৪ | 203.99.212.224
আমার প্রস্তাব হল বছরে অন্তত তিনটে সংখ্যা বেরোক, শুধু বইয়ের খবর দিয়ে। ওয়েব ছাপা মিলিয়ে।
h | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১০:১২ | 203.99.212.224
ওয়েব বা ছাপা গুরুর একটা সংখ্যা বেরোক, যেটা শুধু বইয়ের খবর থাকবে। লেটস ডু দিস। পাই , সইকত, দমু, অন্যান্য রা, এই কেসটা করবি?
h | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১০:০৪ | 203.99.212.224
পাই, তুমি এই কেসটা দ্যাখো।
h | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১০:০৪ | 203.99.212.224
বইয়ের রিভিউ অনেকদিন কেউ লেখেনা। গুরুচন্ডালি সম্পর্কে এইটা ভাবলে আমার হেবি মন খারাপ হয়। অথচ এর নেশাতেই এইখানে প্রথম এসছিলাম।
Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪৯ | 122.252.231.12
ট্রেনে তাস খেলা আইনত নিষিদ্ধ নাকি? তবে এই নিত্যযাত্রী নামক জীবগুলির সম্বন্ধে যত কম কথা বলা যায় ততই ভাল।
এ বটতলা কি সেই বটতলা নাকি? সে তো বটতলা প্রকাশনী। আর এ বটতলা হল খাটের তলা।
d | ০২ সেপ্টেম্বর ২০০৯ ০৮:১৩ | 117.195.35.250
এইয়ো অক্ষদা, বটতলার প্রেস থেকে অনেক ভাল ভাল বইও প্রকাশিত হয়েছে সেকালে। বটতলাকে অমন নীচু চোখে দেখোনি।
d | ০২ সেপ্টেম্বর ২০০৯ ০৮:১২ | 117.195.35.250
আহা "পরিহার্যও বটে' যখন, তখন যাঁদের কাছে "ট্যাবু' তাঁরা পরিহার করেই চলুন না। অসুবিধে কী?
"ফ্লোর প্লে' মনে হয় বেশ তান্ত্রিক মুদ্রাগোছের কিছু হবেটবে। ঃ))
a x | ০২ সেপ্টেম্বর ২০০৯ ০৮:১১ | 76.240.62.136
খুনের গল্প তো ঠিক এইরকম হয়না- তারপর শ্বশুর ছয় ইঞ্চি ছুরি নিয়ে খস্খস্ করে হেঁটে গিয়ে ঘস্ঘস্ করে বৌমার পিঠে বিঁধে দিল। এবং দিতেই থাকল ঐ ঘস্ঘস্ করেই। বৌমার পিঠ দিয়ে রক্ত গড়িয়ে পরে শ্বশুরের ইত্যাদি... মানে হতেই পারে, তাইলে এই খুনের গল্পও বটতলায় ঠাঁই পাবে।
a x | ০২ সেপ্টেম্বর ২০০৯ ০৮:০৩ | 76.240.62.136
অপরিহার্য?
a x | ০২ সেপ্টেম্বর ২০০৯ ০৮:০১ | 76.240.62.136
আম্ম্ ফ্লোর প্লে?
arindam | ০২ সেপ্টেম্বর ২০০৯ ০৭:০৩ | 59.93.240.82
যৌণতা শুধু গুরুত্বপূর্ণ নয় , পরিহার্যও বটে। তাহলে তা'নিয়ে বাঙালির এত ট্যাবু কেন? "পানু" লিখতে হলে একজন লেখককে যথেষ্ট পরিশ্রম করে চিন্তা-ভাবনাকে সুদূর প্রসারিত করে, রতি, শৃঙ্গার ফ্লোর প্লে-কে ব্লো-আপ করে লিখতে হয়। লেখার পরে কম্পোজার কম্পোজ করে, বাইন্ডার বাইন্ড করে, তবু পানুর জায়গা বটতলা। কেন? খুন, ধর্ষণ, রাহাজানি এই সমস্ত কাজকে মাথায় রেখে হরার গল্প বা গোয়েন্দা গল্প লেখা যায় অথচ যে কাজটা সকলেই করে তাকে সহজ সরল ভাষায় বাখ্যা করলে তা দোষনীয় কেন? প্রশ্নগুলো নিজের কাছে ও আপনাদের কাছে........
h | ০২ সেপ্টেম্বর ২০০৯ ০৬:৩৭ | 61.95.144.10
হ্যাঁ এই খবরটা কাল দেখেছি। সরকার একটা গ্রেভি ট্রেন হয়েছে ঃ-)
kc | ০২ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩৯ | 89.203.49.18
ক্ষতিপূরণ তো হক্কলেরই চাই। রতনবাবুও তো হক্কলেরই একজন কিনা।
Samik | ০২ সেপ্টেম্বর ২০০৯ ০০:০৮ | 122.162.236.246
সবাই সব বলে দিয়েছে। আরেকটু অ্যাড করি। GPF বা জেনারেল পিএফ সরকারি চাকুরেদের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে এমপ্লয়ার তথা সরকার কোনও টাকা দেয় না। এমপ্লয়ি একটা পরিমাণ টাকা এই জিপিএফে জমা রাখতে পারে। তাতে ঐ একই সুদ। বছরে দুবার এই পরিমাণটা পাল্টানো যেতে পারে।
ইপিএফে সমস্ত বেসচা আছে। ১২.৫ পার্সেন্ট। কম্পানি যা দেবে, এমপ্লয়িও তাই দেবে।
kd | ০১ সেপ্টেম্বর ২০০৯ ২৩:২৫ | 59.93.198.15
ন্যাড়াবাবুর 401k informationএ একটু addition/alteration। 59-1/2 বছর বয়স থেকে পেনাল্টি না দিয়ে টাকা তোলা যায় (আমি তুলছি)। একটা গ্যাঁড়াকলে নিয়ম আছে। কোম্পানির highly compensated employeeরা (ফ্লোরটা বেশ লো) বাকী সকলের অ্যাভারেজ contribution percentএর বেশী দিতে পারে না (বাকী সকলের মানে যে কিছুই করছে না তারও 0% অ্যাভারেজ করতে ধরা হয়) - আমি কোনদিন যা ম্যাক্সিমাম তার আদ্দেকও দিতে পারিনিঃ-(
bb | ০১ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪৮ | 117.195.160.115
বলতে ভুলে গেছি, employer এর ভাগের 12.5% মধ্যে 8.33% subject to a max of Rs 6,500 জমা হয় employee pension scheme যা পরে pension হিসাবে পাওয়া যায়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন